Zannatul Arif

Zannatul Arif

Never Stop thinking N/A

26/01/2024

কার মতো সে!!!

26/01/2024

কি বুঝলেন!!! 🥲

25/01/2024

নবম শ্রেণীর ‘ইতিহাস ও সামাজিক বিজ্ঞান’ বোর্ড বইয়ের পরীক্ষামূলক সংস্করণের ১৪৯ নং পেজ। জর্দান নদীর তীরঘেঁষা জেরিকো অঞ্চলের অবস্থান নির্দেশ করতে গিয়া যে ম্যাপ দেওয়া হইছে এই বইতে, সেখানে ইজরাইল আছে, ফিলিস্তিন নাই। জায়নবাদীদের অনুসরণে পশ্চিম তীরের নাম দেওয়া হইছে ‘জুডিয়া-সামারা’ (যদিও বাঙলাদেশের কামচোর আইলসা জায়নিস্টরা ‘জুডিয়া’ শব্দটারে লেখছে ‘জুড়িয়া’)। গাজার নাম-নিশানা নাই কোথাও (আশলে গাজা আছে; কামচোরের দল গাজারে লেখছে ‘গাম্বিয়া’)। অথচ, বাঙলাদেশ অফিশিয়ালি ইজরাইলরে স্বীকৃতিই দেয় না!

তাইলে রাষ্ট্রীয় নীতির কী প্রতিফলন হইতেছে টেক্সটবুকে? ইজরাইলের বিরুদ্ধে বড় বড় কথা আর ফিলিস্তিনের পক্ষ নিয়া সাম্রাজ্যবাদবিরোধীতার সারমর্ম হইল এই। অথচ এখনও বহু লোক বলে যে, ফিলিস্তিন আমাদের ইস্যুই না!

লেখক - তুহিন খান।

22/01/2024

ডাক্তারদের মধ্যেও কিছু ছাগলকে দেখতেসি সপ্তম শ্রেণীর এই শরীফা স্টোরিকে "কত সুন্দর" বলতেসে।

Please educate yourself first. please লাগে।

যারা এই বই লিখসে তারা মেডিকেল নলেজে অজ্ঞ হইতে পারে। আপনেরা ডাক্তার হয়ে প্যাঁচ লাগাইলে এই ভুলের কোন ক্ষমা নাই।

শরীফা গল্পে যে প্লট বলা হইসে ছোটবেলায় নিজেকে মেয়ে মনে হইত - এটা Gender Dysphoria.

থার্ড জেন্ডার বলে মেডিকেল টার্মে কিছু নাই।

হিজড়া যাকে বলে সেটাকে আগে হারমাফ্রডাইট বলতো টেক্সট বইয়ে। সেটার বিভিন্ন ক্লাসিফিকেশন আছে। এখন বলে Disorder of S*x Development বা DSD.

বাট মেডিকেল টার্মে সেক্স দুইটাই - XX, XY.

বাকি সব ডিজওর্ডার, বা ডিজিজ। এগুলার ট্রিটমেন্ট আছে, ম্যানেজমেন্ট আছে।

ভাবসিলাম এটা নিয়ে কথা বলবো না। এখন এটা নিয়ে বিস্তারিত ভিডিওই বানাবো ইনশাআল্লাহ।

আমি এনাটমিস্ট, আমি জানি এম্ব্রায়োনিক ডেভেলপমেন্টে কী কী এরর হইতে পারে। আমার ওয়াইফ পেডিয়াট্রিক সার্জারির, তার থেকে আজকে বিস্তারিত জানলাম DSD এর জন্মগত প্রেজেন্টেশন, ট্রিটমেন্ট।

আমার ব্যাচমেট আছে সাইকিয়াট্রিতে, তার সাথে বসব জেন্ডার ডিসফোরিয়া নিয়ে।

বিষয়টা আসলেও সিরিয়াস।

BRAC এর শিক্ষক Asif Mahtab Utsha এর বই ছেঁড়াটার উদ্দেশ্য যাই হোক - পাতা দুইটা "ছেঁড়াটা" এবসোলিউটলি রাইট ছিলো।

কারণ শরীফার গল্পে যে মেসেজ কনভে হইসে সেটা পুরোটাই মেডিকালি wrong. পিরিওড।

লেখা : ডা: যুবায়ের আহমদ।

08/01/2024

চায়নিজ মিডিয়া CRIbangla তে সাক্ষাৎকারের কিছু অংশ।

Link:
bengali.cri.cn/2024/01/08/ARTIhcamGpFbZTl0s0YcD2Gr240108.shtml

06/01/2024
02/01/2024

Copy From - Hasanat A kaum

উপমহাদেশীয় প্রেক্ষিতে যতগুলো সোশ্যাল ল্যাডার আবিষ্কার করেছে- এখন অবধি সবচে' কার্যকরী 'মই' হচ্ছে 'পড়াশোনা'।

পড়াশোনা হচ্ছে সবচে' "কুল" এবং "মর্যাদাপূর্ণ" সোনার কাঠি।

উপমহাদেশের মতোন জাতপাত, বংশ আর সামজিক প্রভেদের এই জীবনে একটা পরিবারকে কেউ যদি সম্মান এনে দিতে চায়।
তাহলে তার উচিত মন দিয়ে পড়াশোনা করা।

আপনার বাবাকে প্রতিবেশীরা বেআইনিভাবে দু:খ দিয়েছে- জমি দখল করেছে, এলাকা ছাড়া করেছে।
এই অবস্থা আমূল পাল্টাতে পারে কেবল একটা ভালো সার্টিফিকেট আর ভালো ক্যারিয়ার।

আমি নিজে দেখেছি, গ্রামের প্রতিবেশীরা এক বিধবার সব সম্পদ দখল করেছে।
থানা পুলিশ কেউ সাহায্য করে নি।
কিন্তু ছেলে বিসিএস দিয়ে শিক্ষা ক্যাডারে চান্স পাওয়ার দুই মাস পরেই পুরো গ্রাম তাদের ন্যায়বিচার ফিরিয়ে দিতে তটস্থ হয়েছে।

আরেক মাকে বাবা মারতো, এমনকি চাচা ফুফুরাও। ছেলেটা কেবল কষ্ট করে মেডিক্যালে চান্স পেয়েছে।
আর মায়ের দু:খের দিন চোখের পলকেই শেষ।

যার মাকেই তুচ্ছতাচ্ছিল্য করে 'তুই তোকারি' করতো আত্মীয়রা।
তারাই ছেলেটাকে হুট করে 'তুমি' ডাকা শুরু করেছে।

কেননা থানার ওসি বলেছে- ছেলেটা ওই গরীব গ্রামের রত্ন। একদিন বড় কেউ হবে।
হয়েছেও একদিন।

এবং উনি এখন বিদেশে একটা ইউনিভার্সিটির রিসার্চার।

যে দুই জনের কথা বললাম, তারা দুইজনই আমার পরিচিত বড় ভাই।

এমন বহু গল্প দেখবেন- পত্রিকায়। মায়ের, বাবার কিংবা গোটা বংশের যে সামাজিক বিত্ত; ওই খোপ থেকে বের করে একটু সম্মানের জীবন দিতে পেরেছে। কেবল ওই পরিবারের একজনের উচ্চশিক্ষিত হওয়াতে।

এজন্যই আমি বলি, ছেলে মেয়ে নির্বিশেষে 'উচ্চশিক্ষা' এখনও খুবই কার্যকরী সোশ্যাল ল্যাডার।

জেলেপাড়ার ছেলে পুলিশের চাকুরি পেয়েছে, ডাকাত বাড়ির মেয়ে প্রাইমারি টিচার হয়েছে- আর পুরো একটা পাড়া তথা একটা গ্রামের চিত্র পাল্টে গেছে।

আমি যেগুলো বললাম- সেগুলো সিভিল সার্ভিসের প্রতিপত্তিশীল ক্যাডার নয়।
কিন্তু সাধারণ পেশাগত সোপানও অনেক মানুষের জীবন পরিবর্তন করেছে।

মানুষ কেন বিসিএস দিয়ে পুলিশ কিংবা প্রশাসন ক্যাডারে যেতে চায়?
ওই নিজের সোশ্যাল স্ট্যাটাস কো-এর একটি চেঞ্জ আনতেই।

পরিবারে অমন একটা চাকুরি থাকলে দীর্ঘদিনের অনিয়ম ও বঞ্চনার সুরাহাও আসে। অর্থকড়ি অনেক পরের বিবেচনা।

অমন চাকুরি বাদ দিলেও একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া, কিংবা কোথাও ভালো একাডেমিক অর্জন এখনও অনেক মানুষের নিরাপত্তার চলক।

বহু গরীব ও নির্যাতিত পরিবারের নারীদের রক্ষাকবচ হয়েছে তার অর্জিত শিক্ষা ও সার্টিফিকেট।

কাজেই 'উচ্চশিক্ষা', 'ভালো পড়াশোনা' ও 'ভালো চাকুরি'- এই জিনিসগুলোকে সেলিব্রেট করাকে আমি খুব ইতিবাচক হিসেবে দেখি।

'উচ্চশিক্ষা' এক ইতিবাচক মই- যা দিয়ে শত বছরের জাতপাত, বংশ আর পূর্বপুরুষের বঞ্চনার অবসান ঘটানো গেছে।

অথচ আমাদের দূর্ভাগ্য আমরা শিক্ষা খাতে মাত্র ২% বরাদ্দ দিই।

যদি ১০-১৫% শতাংশ বরাদ্দও দিতে পারতাম;
আমরা বস্তির পর বস্তি; গ্রামের পর পর গ্রামের আল্ট্রাপুওর গ্র‍্যাজুয়েশন অর্জন করতে পারতাম।

একটা পরিবারে একজন 'উচ্চশিক্ষিত' বানানো মানে গোটা বংশের চরিত্র ও ছিলছিলা পরিবর্তন করা।

এজন্যই আমি আমার বন্ধুদের বলি,
কোন গরীব ঘরের ছেলেমেয়ে, কোন ভালনারেবল জেন্ডার, কিংবা কোন অবহেলিত জাতিগোষ্ঠীর হাতে যদি উন্নতির মই তুলে দিতে চান-
যত বেশি পারেন শিক্ষায় উৎসাহ ও প্রণোদনা দেন।

দেড়শো দুইশো বছর আগেও আপনি মানুষের ভাগ্য এভাবে এত সহজে পাল্টাতে পারতেন না।

কেবল 'পড়াশোনা' করিয়ে এত সহজেই যেভাবে পারবেন।

কারও 'পড়াশোনা' নিয়ে সিরিয়াস হওয়াকে যারা টিটকিরি দেয়; তাদের আমি খুবই নেতিবাচকভাবে দেখি।

পড়াশোনার চেয়ে 'কুল' জিনিস আধুনিক মানুষ আবিষ্কার করতে পারে নাই।

উচ্চশিক্ষার চেয়ে সুন্দর ও সহজাত আশীর্বাদ মানুষের জীবনে আর আসে নাই।

31/12/2023

হ্যাপি নিউ ইয়ার -২০২৪

ভাল কাটুক আগামীর দিন গুলো।।

31/12/2023

ঢাকার মত জনবহুল একটা শহরে আতশবাজি,পটকার মত শব্দ দূষণ জিনিসকে না বলুন।

25/12/2023

😄😄

16/12/2023

বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিদেশি বন্ধুদের শুভেচ্ছা।

শুভ বিজয় দিবস, বাংলাদেশ।

Photos from Zannatul Arif's post 15/12/2023

The snow scenery of the Huanghuacheng Lakeside in Huairou is picturesque..

তুষারপাতের পর গ্রেটওয়ালের ( চায়নার মহাপ্রাচীর) বিউটি।।

Picture collected - Beijing Daily

13/12/2023

জীবন এবং অপূর্নতা
একে অপরের সমানুপাতিক।

ভিডিও লোকেশন - বেইজিং।
ভিডিও ক্যাপচার এবং এডিটিং - আরিফ।

-কবিতা -
আমৃত্যু পিপাসা - হরিবংশ রায় বচ্চন
অনুবাদ,কন্ঠ- গালীব আজিম

03/12/2023

আকাশ পথে যাত্রাবাড়ী টু গাজীপুরের তুরাগ পরিবহন। 😄😄

27/11/2023

It’s not over
Until I win.✊✊

27/11/2023

ফাইনালী আকিজ গ্রুপ তাদের মার্কেটিং এ নতুন মাত্রা যোগ করলো। MOJO এর প্রত্যেক বোতল বিক্রি থেকে ১ টাকা ফিলিস্তিনের জন্য দিবে। ভাল উদ্যোগ।।।।

24/11/2023

wedding invitation card xD

24/11/2023

"আমি জাহান্নামের আগুনে বসিয়া হাসি পুষ্পের হাসি"

21/11/2023

আপনি কি জানেন, চীনের অন্যতম সেরা স্কলারশিপ Alliance of International Science Organisations (ANSO) প্রদান করা হয়
বিশ্ব বিখ্যাত দুটি বিশ্ববিদ্যালয়ের জন্য?

অত্যন্ত সম্মানিত এই স্কলারশিপ প্রোগ্রামের আদ্যোপান্ত নিয়ে বাংলাদেশ-চায়না ইয়ুথ স্টুডেন্ট এসোসিয়েশনের এবারের ওপেন ওয়েবিনার।

আসছে আগামী ২৫শে নভেম্বর, রোজ শনিবার রাত ০৯:০০ টা (বাংলাদেশ সময়), ১১:০০ টা (বেইজিং সময়) ANSO স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানতে চোখ রাখুন BCYSA Bangladesh-China Youth Student Association - BCYSA ফেসবুক পেইজে। লাইভে যুক্ত হতে পারবেন জুম মিটিং প্লাটফর্মেও।




#বিসিওয়াইএসএ

18/11/2023

মাত্র ৩৫ বছর বয়সী এই ভদ্রমহিলা চ্যাটজিপিটি-এর নতুন সিইও হয়েছেন আজ।

আজকের দুনিয়ার সবচে' পাওয়ারফুল দায়িত্বগুলোর একটা নি:সন্দেহে।

নাম মীরা মুরাতি।

খুবই ইমপ্রেসিভ প্রোফাইল।

উনার জন্ম এক আলবেনিয়ান মুসলিম পরিবারে।

আন্ডারগ্র‍্যাড করেছেন মেকানিকাল ইঞ্জিনিয়ারিং-এ।
তারপর গোল্ডম্যান স্যাকস ব্যাংকে যোগ দিয়েছেন এনালিস্ট হিসেবে।

এক এরোস্পেস কোম্পানিতে কাজ করেছেন হার্ডওয়্যার প্রোডাক্ট ম্যানেজার হিসেবে।

তারপর ইলন মাস্কের সাথে টেসলায় যোগ দিয়েছেন সফটওয়ার ইঞ্জিনিয়ারিং লীড হিসেবে।

এরপর দালি নামের আর্টিফিশিয়াল আর্টিস্ট প্রকল্পের প্রধান ছিলেন। ভদ্রমহিলা পেশাদার আর্টিস্ট।

চ্যাটজিপি-তে আগের দায়িত্ব ছিল প্রধান প্রযুক্তি কর্মকর্তা।
নতুন দায়িত্ব পেয়ে হয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা।

ব্রাউন আংকেল আন্টিদের কাছে যদিও উনি খুবই ব্যর্থ মানুষ হবেন।

এখনও বিয়ে হয় নাই যেহেতু...

পোস্ট শেয়ার ফ্রম- Hasanth A kalam

Photos from Bangladesh-China Youth Student Association - BCYSA's post 17/11/2023
09/11/2023

🫣🫣

02/11/2023

আসলেই কি তাই!!!

27/10/2023

পুতুল খেলার বয়স আমার
বুলেট বাঁধি বুকে,
আকসার এ জমিনে দিবো
দখলদারি রুখে।।

- সালাউদ্দিন কামরান।

Want your business to be the top-listed Media Company in Beijing?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

This is not a movie, this is #Chongqing !China...
বাংলাদেশের বিজয় দিবস উপলক্ষে বিদেশি বন্ধুদের শুভেচ্ছা। শুভ বিজয় দিবস, বাংলাদেশ।#bcysa
জীবন এবং অপূর্নতা একে অপরের সমানুপাতিক।ভিডিও লোকেশন - বেইজিং। ভিডিও ক্যাপচার এবং এডিটিং  - আরিফ। -কবিতা -আমৃত্যু পিপাসা ...
চায়নিজ বুদ্ধি।
পরিক্ষার হলে বন্ধু কে দেখাতে বলছিলাম-  তারপরের ইতিহাস।
Opening Ceremony International skating competition -2023Beijing, China
Skating Final -2023 Place - National Indoor Stadium, Beijing
বাংলাদেশের বর্তমান রাজনীতির অবস্থা!!! 🫣
সবাইকে জানাই ইদ মোবারক! 😁😆
ভারতের ক্রিকেটার মুহম্মদ শামী গত কালকের খেলায় উইকেট পাওয়ার পর সিজদা দিতে যাচ্ছিল, মাঝখানে গিয়ে হঠাৎ থেমে গেলে। কী ভেবে শ...
চায়নিজ এয়ারক্রাফট।
🇲🇾 Palestine 🇵🇸

Category

Address

Beijing

Other Digital creator in Beijing (show all)
Rana Majid Rana Majid
Beijing

Jurassic world evolution Jurassic world evolution
Beijing

we are out for business,your wish is our demand

Tady Yawen Tady Yawen
Beijing

Ahoooj tady Yawen z Pekingu, vaše kamarádka na internetu;)

Prepare To Meet God Prepare To Meet God
Beijing, 100081

Prepare to meet the Lord

1012snaptoon-8 1012snaptoon-8
北京市平谷区山东庄镇府前路9号-231077
Beijing, 100000

Aqui você encontra um resumo do nosso trabalho que é feito no canal do YouTube.

Noman Khan Umrani Noman Khan Umrani
Beijing

🩺MBBS🥼 ♓Pisces🐟 ✍Social🌸 🔮Humanitarian🚶‍♂️ ❤️Philanthropist🫀 🏸Badminton🤟 🧳Travelling🏹

1013snaptoon-109 1013snaptoon-109
北京市平谷区马坊镇金塔西园15号-230154
Beijing, 100000

The Daily story The Daily story
Beijing

TV/Radio Broadcaster, Producer and Storyteller.

Gia đình pé heo trung& việt Gia đình pé heo trung& việt
Ganh Zung
Beijing, 1988

story của gia đình em 🥰

Realbig.J Realbig.J
Beijing

If you are an adventure lover, join me in exploring the world. 🤍🦅🔝

爱情正书 爱情正书
北京市朝阳街
Beijing, 100000

自从我们相遇的那一刻,你是我白天黑夜不落的星⭐

Khan Bhai Khan Bhai
Beijing

only for entertainment