Ahlus Sunnat Wal Jamat Bangladesh - الطلبة الصوفية البنجلاديشية بمصر
Nearby schools & colleges
Tweyanze Road, Wobulenzil
جامعة الأزهر بالقاهره
You may also like
Ahlus Sunnat Wal Jamat Bangladesh - الطلبة الصوفية البنجلاديشية بمصر
মিশরে অবস্থানরত বাংলাদেশী ছাত্রদের প্রাণপ্রিয় সংগঠন الطلبةالصوفية البنجلاديشية بمصر- আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, মিশর আয়োজন করে হযরত মাওলা আলী রাঃ এর শাহাদাৎ দিবস স্মরনে আলোচনা সভা ও বার্ষিক ইফতার মাহফিল-২০২৪ খ্রি.। যেখানে স্বতঃস্ফূর্ত ভাবে অংশগ্রহণ করেন সংগঠনের প্রবীন ও নবীন সদস্যবৃন্দ। ইফতার মাহফিল পরিনত হয় বাংলাদেশি ছাত্রভাইদের অন্যরকম মিলনমেলায়। পরিবার ছেড়ে জ্ঞান অন্বেষনের জন্য ভিনদেশে পারি জমানো ছাত্রভাইরা কিছু সময়ের জন্য যেন, নিজের দেশের পারিবারিক ইফতারের আমেজ অনুভব করছিলো। আহলুস সুন্নাত ওয়াল জামায়াত মিশরের সম্মানিত সভাপতি মেহদী আকিব শাহ্'র সভাপতিত্বে আয়োজনে স্বাগত বক্তব্য রাখেন অত্র সংগঠনের সম্মানিত সাধারণ সম্পাদক রাকিব আল হাসান। সংগঠনের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম আবেদির উপস্থাপনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি ও উপদেষ্টা পেয়ার আহমদ আজহারী ও অন্যান্য নেতৃবৃন্দ। ইফতারের পূর্ব মুহুর্তে মুসলিম উম্মাহ'র কল্যাণ ও শান্তি কামনায় আখেরী মুনাজাত পরিচালনা করেন, সংগঠনের প্রধান উপদেষ্টা শাইখ মোহাম্মদ কামরুজ্জামান আজহারী।
কার্যকরী পরিষদের মোহাম্মাদ নিজাম উদ্দীন ক্বাদেরী, জাহিদুল ইসলাম ও আব্দুর রহমানের সার্বিক তত্বাবধানে আয়োজিত ইফতার মাহফিলের প্রারম্ভে পবিত্র কোরআন তেলাওয়াত করেন, নবীন শিক্ষার্থী ক্বারী বায়েজিদ আহমেদ। হামদে বারী তা'আলা পরিবেশন করেন হারুন-অর-রশিদ, নাতে রাসূল ﷺ পরিবেশন করেন শায়ের মোহাম্মাদ মোজ্জাম্মেল। এছাড়া মানক্বাবাত পরিবেশন করেন শায়ের গোলাম মহিউদ্দিন তৌসিফী এবং মিলাদ কিয়াম পরিচালনা করেন শায়ের আবুল মাসাকিন মোহাম্মদ হামিম। অনুষ্ঠানে অত্র সংগঠনের উপদেষ্টা আব্দুস শহীদ আজহারি ও রাশেদুল ইসলাম আজহারী ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ স্টুডেন্টস অর্গানাইজেশনের উপদেষ্টা মোহাম্মদ শিহাব উদ্দীন, সহ-সভাপতি ফখরুল ইসলাম,শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কাজি শামসুদ্দিন, সহ-শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ ফয়সাল মাহমুদ ও অত্র সংগঠনের সিনিয়র সদস্যবৃন্দ। অনুষ্ঠানে আগত সকল অতিথি ও সদস্যবৃন্দকে দেশীয় সংস্কৃতির বাহারি পদের ইফতারি দ্বারা আপ্যায়ন করা হয়।
প্রচার বিভাগ,
আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, মিশর।
আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ।
আলহামদুলিল্লাহ! অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,গতকাল ২৮ ফেব্রুয়ারি ২০২৪ খ্রিস্টাব্দে আমাদের প্রিয় মুমিনুল ইসলাম আজহারী ভাইয়ের এমফিল গবেষণার প্রবন্ধ উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। *আল-হালাতুদ দীনিয়া ফি বাংলাদেশ : দিরাসা মাইদানিয়া* শিরোনামে উপস্থাপিত এই গবেষণা পত্রের মুনাকাশা শেষে সম্মানীত সুপারভাইজারগণ মুহাম্মাদ মুমিনুল ইসলামকে বেশকিছু দিকনির্দেশনা ও মুলাহাজাতের সাথে জায়িদ জিদ্দান মার্ক প্রদান করেন। আল-আযহার বিশ্ববিদ্যালয়ের আদ-দাওয়াহ আল-ইসলামিয়া ফ্যাকাল্টি, কায়রোর থিসিস ডিসকাশন হলে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত চলমান এ থিসিস ডিসকাশন সেমিনারে প্রধান সুপারভাইজার হিসেবে অংশগ্রহণ করেন ড. সমির আব্দুল মুনয়িম হাসান। সেই সাথে আরও অংশগ্রহণ করেন ড. মুহাম্মাদ আব্দুল আজিজ (বহিরাগত সুপারভাইজার) ও ড. হামদি খলাফ মুহাম্মাদ (অভ্যন্তরীণ সুপারভাইজার)।
আহলুস সুন্নাত ওয়াল জামায়াত মিসর পরিবারের পক্ষ থেকে আমরা তার এই অর্জনে অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। তার এই অর্জন আমাদের অনেক ছাত্রভাইকে ইলমের ও গবেষণার প্রতি আরো অনুরাগী করে তুলবে এই প্রত্যাশা রইলো।
أفضل الأعمال في ليلة الإسراء والمعراج!
الشيخ دكتور أسامة السيد الأزهري حفظه الله. ❤️
মহিমান্বিত লাইলাতুল মেরাজ মুসলিম উম্মাহর জন্য একটি পবিত্র রজনী। প্রিয় নবী হজরত মুহাম্মদ ﷺ নবুওয়াত লাভের একাদশ বর্ষের রজব মাসের ২৭ তারিখ রাতে মহান আল্লাহর বিশেষ মেহমান হিসেবে আরশে আজিমে আরোহণ করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও যথাযথ মর্যাদায় আজ রাতে পবিত্র লাইলাতুল মেরাজ পালন করবেন আরবের মুসলমানরা। বিশ্বের অন্যান্য দেশের মতো মিসরেও পবিত্র কুরআন তিলাওয়াত, রোজা , নফল নামাজ আদায়ের মধ্য দিয়ে ধর্মপ্রাণ মুসলমানরা শবে মেরাজ পালন করেন। আহলুস সুন্নাত ওয়াল জামায়াত পরিবারের সকল সদস্য ও সমগ্র মুসলিম উম্মাহকে এই মহিমান্বিত রাতের শুভেচ্ছা জানাচ্ছি।
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে যথাযথ মর্যাদায়,বেশি বেশি নফল ইবাদতের মধ্যদিয়ে এই রাত অতিবাহিত করার তৌফিক দান করুন। পবিত্র এই রজনীর উসিলায় প্রিয় হাবীবে কিবরিয়া ﷺ এর কদমে আমাদেরকে কবুল করুন। আমিন।
কার্যকরী পরিষদ
(২০২৩-২৪ সেশন),
আহলুস সুন্নাত ওয়াল জামায়াত, মিশর।
মিশরে অবস্থানরত বাংলাদেশী ছাত্রদের সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাআ'তের নবীন বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। যা আয়োজন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী ﷺ এর অনুষ্ঠানে। যেখানে ২০২৩-২৪ সেশনে আগত ৪০জন নবীন শিক্ষার্থীকে নতুন কিতাব,কলম ও ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। নবীন ছাত্রভাইদের বরণ করে নেন সংগঠনের উপদেষ্টা, কার্যকরী পরিষদের সদস্যগণ ও বিশ্ববিদ্যালয়ের অধ্যয়নরত সিনিয়র ছাত্রবৃন্দ। পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উদযাপন ও নবীন বরণ অনুষ্ঠানকে কেন্দ্র করে বাংলাদেশি ছাত্রদের মধ্যে অন্যরকম এক আনন্দ ও খুশির আবহ তৈরি হয়। নতুন কিতাব পেয়ে নবীন ছাত্ররা অত্যন্ত উচ্ছ্বাস প্রকাশ করেন। নতুন ছাত্রদের বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা আল-আজহার বিশ্ববিদ্যালয়ের এমফিল গবেষক শায়খ পেয়ার আহমদ আজহারী।
পবিত্র ঈদে মিলাদুন্নবী সা. উপলক্ষে মিশরে বিশেষ আলোচনা ও দুয়া মাহফিলের আয়োজন করেছে মিশরে অধ্যয়নরত বাংলাদেশী ছাত্রদের সংগঠন আহলুস সুন্নাত ওয়াল জামাআত। বৃহস্পতিবার আল-আযহার বিশ্ববিদ্যালয়,কায়রোর মারকাযুত তাতভীরের হল রুমে আয়োজিত এই মাহফিলে বাংলাদেশি ছাত্র ছাড়াও মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ভারত,পাকিস্তানসহ বিশ্বের বিভিন্ন দেশের ছাত্ররা অংশগ্রহণ করে। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের প্রচার সম্পাদক জহিরুল ইসলাম আবেদি ও ইত্তেহাদের সাংস্কৃতিক সম্পাদক কাযি শামসুদ্দিনের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল আযহারের বিদেশি ছাত্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. নাহলা সাইদি। তিনি তার বক্তব্যে সকল ছাত্রকে নবীজি মুহাম্মদ মোস্তফা সা. এর জীবনাদর্শকে ধারণ করার মাধ্যমে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তোলার আহবান জানান। এছাড়াও তিনি বলেন, আল-আযহার বিশ্ববিদ্যালয়ের মানহাজ নিজেদের মধ্যে ধারণ করে, মুসলিম উম্মাহসহ বিশ্বের সকল মানুষকে সেবার ব্রত নিয়ে নিজেকে প্রস্তুত করতে হবে। আল-আযহার শরীফ সর্বদা শান্তি ও মানবতার পক্ষে। আল-আযহার শরীফ কখনোই মানবতা বিরোধী কোন কাজ সমর্থন করেনা। সেইসাথে বাংলাদেশি ছাত্রদের পরীক্ষার ফলাফলের ভূয়সী প্রশংসা করে সকল বিষয়ে সমস্যা সমাধানে সহযোগিতা প্রদানের আশ্বাস প্রদান করেন। উক্ত মাহফিলের বিশেষ মেহমান হিসেবে আলোচনা পেশ করেন মিশরের ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বিশেষ দূত শায়খ ড. মাহমুদ আবেদীন, লেবাননের গ্লোবাল বিশ্ববিদ্যালয়ের সিনিয়র প্রফেসর শায়খ ড. তারিক আল-লাহাম হাসানী, ও আল আযহার বিশ্ববিদ্যালয়ের শায়খ ড. আসীম সাঈদ। সম্মানিত আলোচকবৃন্দ তাদের বক্তব্যে পবিত্র মিলাদুন্নবী সা. এর তাৎপর্য ও উদ্দেশ্য সম্পর্কে নিগূঢ় আলোচনা পেশ করেন। সেই সাথে বর্তমানে মুসলিম বিশ্বের ঐক্যের গুরুত্ব বিষয়ে আলোকপাত করে নির্যাতিত ফিলিস্তিনিদের বিষয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান। তারা ইসরাইলী বর্বরতাসহ সকল প্রকার মানবতা বিরোধী অপরাধ বিষয়ে বিশ্বের সকল মানুষকে সোচ্চার হওয়ার আহবান জানান। উক্ত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আহলুস সুন্নাত ওয়াল জামাআত এর অন্যতম উপদেষ্টা এমফিল গবেষক মাওলানা পিয়ার আহমাদ আজহারী। এছাড়া বাংলাদেশ স্টুডেন্ট অর্গানাইজেশনের নেতৃবৃন্দও শুভেচ্ছা বক্তব্য রাখেন। আহলুস সুন্নাত ওয়াল জামাআতের সহ-সভাপতি আলাউদ্দিন আজহারীর সভাপতিত্বে আয়োজিত মাহফিল মিলাদ-কিয়াম ও মোনাজাতের মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়। মোনাজাতে মুসলিম উম্মাহর জন্য বিশেষ করে ফিলিস্তিনের নির্যাতিত মানুষের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
বিশ্বের প্রাচীন আল-আজহার মসজিদ❤️❤️
কায়রো, মিশর
السلام عليكم ورحمة الله وبركاته
আস্সালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Cairo
Cairo University Street
Cairo
The American Association of Petroleum Geologists, AAPG Cairo University Student Chapter.
كل يوم سبت من كل اسبوع بالكاتدرائيه المرقسية بالعباسية "محطة الدمرداش" قاعه الاباء الرسل بجوار كافتيريا اغابى من الساعه 3. 30م الى الساعه 6 م
Cairo
Ava Pachomius Family "Modern Academy"
Cairo
Are you in Cairo, Egypt? Need a tutor for the ACT/SAT? Contact Mr. Quick: [email protected]
Cairo
أكاديمية متخصصة في تعليم القرءان الكريم وعلومه أونلاين، مناهجنا فعالة ومعلمينا محترفين ذو خبرة
Cairo
لازالت اللغه الانجليزيه بمهارتها الأربع تزعج كل ام لرغبتها ف اكتساب ابنها جميع تلك المهارات دعنا نبدأ
القاهرة، فيصل
Cairo
خطوة ملهمة نحوى تعليم بعيد المدى و من أجل مستقبل باهر Sm
Cairo, 002
Now you can travel, study, tourism and work in Russia through the rare, to study in Russia and touri