Bangladesh To World Travelling
ট্রাভেল বিষয়ে যেকোন তথ্যের জন্য যোগা?
বিখ্যাত দার্শনিক সক্রেটিসের বাড়ীতে ভ্রমণ।
travelling acropolis.
08
Voice of Al Amin
বিখ্যাত দার্শনিক সক্রেটিসের বাড়ীতে ভ্রমণ। tavelling of acropolis.#acropolis #Greece #vlog 09
বিশ্বের বিখ্যাত 'জাদুঘর" , গ্রীস জাতীয় জাদুঘরের সামনে তুলা ছবি।
ধুলো জমেছে অাজ স্মৃতির পাতায়, ব্যস্ত শহর অাজ নতুন রঙ মাখায়..
#জুম্মা_মোবারক
জুমআর দিন হচ্ছে মুসলমানদের জন্য শ্রেষ্ঠ দিন। এ দিনের নামাজ আদায় অনেক ফজিলপূর্ণ। কেননা এ দিনকে ঘিরে রয়েছে মহান রাব্বুল আলামিনের অসংখ্যা নিয়ামাত।
মহান আল্লাহ বলেন, হে ঈমানদারগণ! যখন জুমআর দিন নামাজের জন্য আহ্বান করা হবে, তখন তোমরা সত্বর আল্লাহর স্মরণের জন্য উপস্থিত হও এবং ক্রয়-বিক্রয় বর্জন কর। এটিই তোমাদের জন্য কল্যাণকর, যদি তোমরা উপলব্ধি কর। (কুরআন মাজীদ ৬২/৯)।
Somalia friends..
ধৈর্য হলো একজন শক্তিশালী মনের মানুষের প্রধান গুন। ধৈর্যই মানুষকে সব বিপদ আর দুরাবস্থার মধ্যে আশা করার শক্তি দেয়। যার মধ্যে ধৈর্য নেই, তাকে দিয়ে আসলে কিছুই হয় না। একজন মানুষের ধৈর্য ধরে অপেক্ষা করার ক্ষমতা তার সামনে থেকে যে কোনও বাধাকে সরিয়ে দিতে পারে। যে কোনও কঠিন কাজকে সহজ করে দেয় এই একটি মাত্র গুণ।
একজন মানুষকে যদি জীবনে সফল হতে হয়, তবে তার মাঝে ধৈর্য ধরার গুণ অবশ্যই থাকতে হবে। ধৈর্য ধরা মানে ভরসা করা। যার মাঝে ধৈর্য নেই, ধরে নিতে হবে সে একজন দুর্বল মনের মানুষ, যে অল্পতেই অস্থির হয়ে পড়ে। একজন মানুষের মধ্যে আত্মবিশ্বাস ও সাহস না থাকলে তার মাঝে ধৈর্য থাকে না। একজন মানুষের মাঝে ধৈর্য এর অভাব থাকলে অনুপ্রেরণা আর অনুশীলনের মাধ্যমে সে এই গুণটি অর্জন করতে পারে।
#মুসাফির _জীবন।
Click here to claim your Sponsored Listing.