Anwar Khair
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Anwar Khair, Public Figure, Fenit.
মার্কা লাঙ্গল।
খুব কাছের মানুষ যখন ভুল বুঝে,ক্ষতি করে কিংবা অবহেলা করে তখন চোখের জলও গড়িয়ে পড়তে ভয় পায়।যে মানুষ অনেকটা পথ সামনে এগিয়ে আসে সে মানুষ সহজে'ই পেছনে ফিরে যেতে পারেনা।জীবনে এমন কিছু দুঃসময় আসে যে সময়টা নিজের হাত পাও নিজের উপর আস্থা হারিয়ে ফেলে। সব মিলিয়ে মানুষ যখন অসহায় তখন খুব কাছাকাছি মানুষগুলোই যত্ন করে পোড়ায়। যে মানুষ নিরবতার ভাষা বোঝে না সে মানুষ কখনো চিৎকারের মানেও বুঝেনা। প্রতিটি হৃদয় কথা বলে প্রতিটি নিস্তব্ধতায় রয়েছে একটা করুণ আকুতি। কিছু কিছু মানুষ বেশি কিছু চায়না সামান্য কিছু চাওয়া থাকলেও তার কপালে তা সয় না। কিছু মানুষ এতোটাই অসহায় - চিৎকার করে কাঁদতে গেলেও ভয় পায়। যারা জীবনে কথা বলতে পারেনি যারা জীবনে কখনো আলো দেখিনি জীবন যাদের সবসময় অন্ধকার তাদের মুখেও রয়েছে ভাষা তাদের অন্তরেও রয়েছে স্বপ্ন। মাঝে মাঝে এমন ভাষাগুলো এমন স্বপ্নগুলোও গভীর থেকে গভীরে লুকাতে বাধ্য হয়। কেবল নিরব থাকলেই সব মেনে নিলাম তা কিন্তু নয়। অধিকাংশ সময় নিরবতার মাঝেও রয়েছে প্রবল ঘৃণা ভরা প্রতিবাদ। মানুষ কখনো স্বাধীন নয়। মানুষ মুক্ত হতে পারেনা। প্রতিটি মানুষ পরাধীন। মানুষ -মানুষের কাছে পরাধীন, সমাজের কাছে পরাধীন, সংসার আর সম্পর্ক সব জায়গায় আমরা সবাই পরাধীন। কেউ কেউ সুন্দর চায়, শান্তি চায় -পিছুটান ভুলতে পারেনা তাই শত আঘাত অবহেলা শক্তি থাকা সত্বেও নিরবে চোখ বোঝে মেনে নেয়। তার মানে সে দুর্বল নয়। দুর্বল তো সে-ই মানুষটি যে মানুষটি সব সময় আঘাত করে ঐ মানুষটিকে যে কিনা পাল্টা জবাব দেয় না। ধারালো তলোয়ারের আঘাত হয়তো দেহটাকে ক্ষত করে কিন্তু কাছের মানুষের অবহেলা,অপবাদ কথার আঘাত শুধু দেহ নয় মনটাকেও খুঁচিয়ে খুঁচিয়ে জখম করে। যা কেউ কখনো জানবেনা। যার প্রতি বিস্বাশ করি সে সবার আগে ভেঙ্গেপেলে,যার ক্ষতি করিনী সে সবার আগে আমার লাইফটা তাশের ঘর বানিয়ে আমায় বলে ক্ষমা করার জন্য,,জীবনে আমার উপকার করতে না পারলে ও ক্ষতি করা যেন অভ্যাসে পরিনত হয়ে গেছে কিছু মানুষের,,
আজ ঐতিহাসিক ৭ই মার্চ চর গোপাল গাঁও বঙ্গবন্ধু স্মৃতি সংসদ কর্তৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্ণামেন্ট-২০২০ইং এর শুভ উদ্বোধন অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি সোনাগাজী উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান Zahir Uddin Mahmood Lipton ভাই, উদ্বোধক ১নং চর মজলিশপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান M A Hossen MH বিশেষ অতিথি জাপান আওয়ামীলীগের সভাপতি Samsul Alam Butto ভাই বিশেষ অতিথি ৩নং মঙ্গলকান্দি ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান Mosaraf Hossain Badal ভাই বিশেষ অতিথি সোনাগাজী উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি Jamal Uddin ছোট জামাল বিশেষ অতিথি সোনাগাজী উপজেলা ছাত্রলীগের বিপ্লবী ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক Mir Amran ভাই।
উক্তর চর মজলিশপুর ফুটবল খেলায়।
সেলিম আলদীন মেলা।
কুঠির হাট কালী বাড়ী দাশ পাড়া কতৃক আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টে 2020 ইং এর ফাইনাল খেলায় মতিগঞ্জ বনাম ফাজিলের ঘাট অংশ গ্রহন করেন।মতিগঞ্জ জয় লাভ করেন।
শিক্ষা • শান্তি • প্রগতি
ছাত্রলীগের মূল নীতি
শুভ জন্মদিন বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্য,সংগ্রাম এবং সাফল্যের ৭২ বছর🚣"শিক্ষার সংগ্রামে আমরা সংহত
শান্তির সংগ্রামে আমরা ক্লান্তিহীন
প্রগতির সংগ্রামে আমরা প্রাগ্রসর"
আওয়ামীলীগ কার্যালয় কুঠির হাট।
1নং চর মজলিশপুর ইউনিয়ন ছাএলীগ।
একজন নিজাম হাজারী......
ফেনীর রাজপথের এক সোনালী অর্জনের নাম নিজাম হাজারী।জননেত্রী শেখ হাসিনার প্রতি অবিরাম আস্তা রেখে কাজ করছেন আমাদের নেতা মুজিব সৈনিক। এই ফেনীতে অনেক রতি মহারতী কে রাজনৈতিক জন্ম দিয়েছেন এই প্রচারবিমুখ নেতা, তাই নিজাম ভাই কে কোন উদ্ভট বিশেষনে বিশেষায়িত করার প্রয়োজন নেই।মনে রাখতে হবে জীবন যৌবনের শ্রেষ্ঠ বসন্তগুলো কারাগারের প্রকোষ্ঠে জলান্জলি দিয়ে বহু রক্ত ও সংগ্রামের বিনিময়ে একজন নিজাম হাজারীর জম্ম হয়েছে।হাজার বছরে জন্ম নেয়া এই সব ক্ষনজন্মা মহাপুরুষদের কোন বিশেষন লাগে না...
সেলেব্রিটিদের কটু কথাও ভাইরাল হয় কিন্তু সেনাবাহিনীদের এসব কাজের কথা ভাইরাল হয়না😢
প্রিয় নেতা আস্থা ও বিস্বাশ এর শেষ ঠিকানা,
সত্য বলাতেই আমি বিপদে পড়ি, তাহাতে কি?তবে বলেই যাব,বক্তব্য শুনলে বুজতে পারবেন,,
https://m.youtube.com/watch?feature=share&v=4aSOnmJ29eo
সোনাগাজীর চরমজলিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সম্মেলনে আনোয়ার খায়ের যা বললেন সোনাগাজী উপজেলার চর মজলিশপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রি-বার্ষিক সম্মেলনে ইউনিয়ন যুবলীগের সভাপতি ও ইউনিয়ন আওয....
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
3900
Https://youtube. Com/@HRMasudAhmedRana?si=-FqPuav11GGdEgE 9
Fenit
পেজ লাইক দিয়া সাথেই থাকুন