"poem" in love
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from "poem" in love, Writer, Balurghat.
ছাতা
-----
বাংলা ছেড়ে এসেছি
খনি ভরা এক শহরে,
তোমাকে আমি ভুলি কি করে
যতই যাই না দূরে!
না চেনা কত বৃক্ষরাজি
প্রসারিত শাখা বন
আমার ভেতর বাইরে তখন
মযূর মযূরী নাচন!
উইন্ড স্ক্রীনে বৃষ্টি আঁচল
মেঘলা ঘন আকাশ
শ্বাস প্রশ্বাসে গভীরে আমার
শুদ্ধ মিষ্টি বাতাস!
কি ছেড়ে কি দেখি তখন
প্রকৃতি যে আমার সখি
ডানা মেলে উড়ছি যেন
দূর পরিযায়ী পাখি!
তবু এসে কেবলি শুধু
হিন্দি কথাই শুনি
বাংলাকে পাইনা খুঁজে
তাই ফেরার দিন গুনি!
একদা প্রথম শ্রাবনে সে দিন
'ছাতা' হাতে পথে চলেছি
মরুভুমিতে যেন মরুদ্যান
আমি বাংলার দেখা পেয়েছি।
বাঙালি কিনা? সুধাল এসে
প্রবাসী বাঙালি দম্পতি
আনন্দ হিল্লোল উঠল জেগে
যেন পেলাম হীরে মতি!
কত কথা কত হাসি
সব হলো বিনিময়
ফুল হয়ে ফুঁটল কলি
বাংলাতে পরিচয়।
সার্থক হলো বাংলা ভাষা
সে যে আমার প্রিয় 'মাতা'
বাঙালি বলে চিনেছে দেখে
আমার "কে.সি.পালের ছাতা"।
*********
সমীর কুমার ঘোষ
২৬.০৭.২০২৩
দেউলিয়া মন
********
বাংলা তোমার কত আয়োজন
দেখেছি কবিতা গল্প গানে,
এখন তোমার কাটাছেঁড়া চলে
পাল্টে দিতে নামে !
প্রার্থনা আজান উপাসনা
বন্দী রয়েছে মজ্জায় ,
ঈশ্বর আল্লা খুঁজে হবে কি?
বিভেদ ই সবারে নাচায়!
বাংলা তোমার কত আয়োজন
দেখি রক্তে আঁকা রঙ্গোলি ,
অমানিশায় ঘোর বিদ্ধস্থ
অবাধে চলে গোলাগুলি!
তোমার বক্ষে এ কোন ব্যাধি
ধর্না -- দাবি-- ধিক্কার !
এই কি তোমার সংস্কৃতি
আদালত আর কারাগার?
বাংলা তোমার কত আয়োজন
দেখি অসহায় মাতা পিতা,
মরে বাঁচে আর ঘৃনা সহ বাঁচে
জানো আছে কত ধর্ষিতা!
কত শত কুঁড়ি ঝড়ছে অকালে
কে দেবে তাদের শান্তনা ,
কত প্রেমের অন্তর্জলি
বিবর্ণ বেকারের যন্ত্রণা!
বাংলা তোমার কত আয়োজন
চাকরি বাকরি জারিজুরি ,
অক্টোপাস খাচ্ছে গিলে
কালো টাকা কারি কারি!
এ মা'য়ের মুখ চাইনি দেখতে
এই বাংলার 'মাটিতে',
'মানুষ' ই আজ দেউলিয়া
অমানুষের ই অভিঘাতে!
""""""""""""""""
সমীর কুমার ঘোষ
০১.০৫.২০২৩
"poem" in love Writer
চির সঙ্গী
আমার যখন প্রথম প্রেম
তখন দশম শ্রেণি,
সে যে চির সঙ্গী হবে
তখন কি আর জানি!
পেলব ছোঁয়া লাগলো আমার
গালের দু'পাশ জুড়ে,
ক্রমশ সে প্রেম ঘন হয়ে ওঠে
আমার ওষ্ঠ ঘিরে!
ভালবেসে সহসা আমার
ভরিয়ে দিয়েছে চিবুক,
সেই তো আমার অহংকার
সেই যে আমার সুখ!
বয়সের ই চন্দ্রগ্রাসে
আমার নিরব শোক,
কৃষ্ণ কালো সে মুখ অতীত
আজ শুভ্র দাড়িগোঁফ !
"poem" in love Writer
Click here to claim your Sponsored Listing.
Category
Telephone
Website
Address
Balurghat, Dakshin Dinaj Pur
Balurghat, 733101
thank you for visiting my page at first time.. welcome to all ��..if you like my page do follow and share it to your friends and keep supporting me��my page-https://www.facebook.co...