ZH Bangla Sp

ZH Bangla Sp

Music video Song

25/05/2023

গুরু এবং শিষ্য পালা গান। আয়নাল হক বয়াতি ও মমতাজ বেগম।

17/03/2023

কাজল দেওয়ান গান করলেন।এমুন সুদিন আমার কোন দিন হবে।

13/09/2022

ফুচকা খাওয়া পাগলীরা।😂 মামার হাতে যাদু আছে।

কি মজা কি মজা 😂😂😂😂😀

10/09/2022

আমার মতো এতো সুখী নয়তো কারো জীবন।

ইয়ার থেকে আরো আরাম আছে বলে আমার মনে হয় না।

Photos from ZH Bangla Sp's post 05/09/2022

ভারত বনাম পাকিস্তান ম্যাচ।ক্যাচ মিস মানে ম্যাচ হারা। এই খেলোয়ারের জাইগায় যদি আজকে মহম্মদ শ্বামী থাকতো তাহলে সবাই বলতো মহম্মদ শ্বামীর জন্য আজকে ভারতীয় দল হারলো।

আজকে আর কিছু বলার নেই কারণ মুছলিম খেলোয়ারের হাত থেকে ক্যাচটা তো আর পড়ে নাই।

তাই সবাই চুপ চাপ বসে আছে।

I Love My India ❤️🇮🇳🇮🇳🇮🇳❤️

15/08/2022

এটাই আমাদের ভারত 🧡🤍💚
যার পতাকা আমাদের পরিবেশেও ফুটে ওঠে। 🇮🇳🇮🇳🇮🇳,

This is our India 🧡🤍💚whose flag shines in our surroundings too 🇮🇳🇮🇳🇮🇳

15/08/2022

This is how a woman is sitting on the Indian national flag,
The national flag has been insulted.
I want to know your opinion,
আপনার মতামত।

14/08/2022

*রবীন্দ্রনাথ ঠাকুর* জীবনে যত দুঃখ বহন করেছেন তা পৃথিবীর আর কোন সাহিত্যিকের জীবনে ঘটেছে বলে জানা নেই।
১. তের বছর বয়সে মাতৃহারা হন।
২. তাঁর বিয়ের রাতে ভগ্নিপতি মারা যান।
৩. চারমাস পরে আত্মহত্যা করেন যার প্রেরণা ও ভালোবাসায় তিনি কবি হয়ে উঠেছেন, সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী।
৪. ১৯০২ কবিপত্নী মৃণালিনী দেবী ২৯, মারা গেলেন l রবীন্দ্রনাথ তখন একচল্লিশ।
৫. দুই মেয়ের বিয়ের সময় শর্ত ছিল জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে বিলেত পাঠালেন। কিন্তু স্কিছুদিনের মধ্যেই রেনুকা অসুস্থ হয়ে পড়লেন। বাঁচানো গেলনা তাঁকে।
৫. ১৯০৫-এ চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৭. ১৯০৭ কনিষ্ঠ পুত্রের (১২ বছরের) কলেরায় মৃত্যু।
৮. ১৯১৩ রবীন্দ্রনাথ নোবেল পেলেন l
৯. ১৯১৮ বড়মেয়ে বেলি অসুস্থ, বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি। বাবার হাত ধরে মেয়ে বসে থাকত বিছানায়। আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যাঙ্গ-বিদ্রুপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে। মেয়েকে শেষ দেখা না দেখে ফিরে এলেন বাড়ি। পুত্র রথীন্দ্রনাথ লিখেছেন বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কি শোকে, কি অপমানে, কি অসহ্য বেদনার মধ্য দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন।
১০. কবির ছোটমেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে যাকে বিলাতে কৃষিবিজ্ঞানী করার জন্য প্রতিমাসে সেইসময় পাঁচশ টাকা করে পাঠাতেন, আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন। প্রত্যুত্তরে কবি লিখতেন, আমার জমিদারী থেকে প্রতিমাসে পাঁচশ টাকাই পাই, তার পুরোটাই তোমাকে পাঠাই। সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে দুই সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান। কবির তিন জামাই যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা প্রতেকেই কোন না কোন ভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারাজীবনে কবি দুঃখ পেয়েছেন বারেবারে, অপমানিত-উপেক্ষিতও হয়েছেন অসংখ্যবার।
১১. আর্জেন্টিনার কবিপ্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পর সাথে তাঁর সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্রও প্রকাশিত হয়েছে।
১২. কবি তখন ৬৪, নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিক l কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাঁকে ব্যাঙ্গও করেছিলেন। চিঠি লিখে কবির কাছে জানতে চাইছেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক, সেক্ষেত্রে ভাবী পুরস্কারপ্রাপক কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি।
১৩. শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কবিকে বলছেন, রবিবাবু আপনি কি এখনো কবিতা-টবিতা লেখেন নাকি? মানে অতোগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি! অথচ অনেকেই জানেননা, নোবেল পুরস্কারপ্রাপ্তির খবরটা প্রশান্তচন্দ্র মহলনাবিশ যখন কবিকে দেন তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘ যাক, ওই টাকায় এবার বিশ্বভারতীর সেচখাল কাটার সংস্থানটা হবে’। যারা কবি বা লেখক তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায়, রবীন্দ্রনাথ বহুদিন সেটা বাঙালি সমাজের কাছে পাননি। তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাঁকে যখন সম্বর্ধনা দেওয়া হলো তখন তিনি বললেন, ‘আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব কিন্তু গলা পর্যন্ত যেতে দেবনা’। কতবড় অভিমান ও দুঃখ থাকলে এ কথা বলা যায়!
১৪. রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, 'পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেলনা, সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেলনা’। বারেবারে মৃত্যু-দুঃখ-অপমান রবীন্দ্রনাথকে শাণিত করেছে সৃষ্টিপথে, নির্মোহ করেছে জগৎসংসারে, নস্টালজিক করেছে ক্ষণেক্ষণে। তাই তিনি বলতে পেরেছেন, ‘ আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে। তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে’। আমরাও যেন সদা তাঁর সুরে সুর মিলিয়ে বলতে পারি, “ মনেরে আজ কহ যে/ ভালো মন্দ যাহাই আসুক/ সত্যরে লও সহজে”।

Collected

Photos from ZH Bangla Sp's post 14/08/2022

আমি হিন্দু থেকে মুসলমান হলাম কেন.❓
______________হিন্দু ভাইয়েরা মন খারাপ করবেন না.!
আমি শুধু জানতে চাই :যদি পারেন উত্তর দিবেন.
:1st- শিব ৬০,০০০ বিবাহ করেছিল সে
মারা যাবার পর তার লিঙ্গকে পূজা করা হয় কেন❓
:
একজন শিষ্টাচার হিন্দু কোন যুক্তিকতায়
তার স্ত্রী_দুধ দিয়ে শিবের গোপন_অঙ্গ
ধৌত করে কেন.❓
:
এটা কি কোন সৃষ্টিকর্তার বৈশিষ্ট্য.❓

এমন কুরুচি পূর্ন আদেশ সৃষ্টিকর্তা দিতে
পারেন.❗
-
2nd- শিব তার নিজের ছেলে গনেশকে
চিনতে পারেনি কেন.❓

চিনতে না পারার জন্য ছেলের
গর্দান_কেটে ফেলেছিলেন.!
:
তাহলে তিনি তার সৃষ্টিকে কি করে
চিনবেন.?
:
ভুলে যাওয়া কি সৃষ্টিকর্তার
বৈশিষ্ট্য.❓
_
3rd- দেবদাসীর ও যোগিনীর মত
পতিতা চরিত্রের সাথে ভগবান ও ব্রাহ্মনগন কি অশ্লীলকর্মে লিপ্ত হন.❓
:
যদি তারা প্রকৃতার্থে ভগবান হয়ে
থাকেন❓
_
4th- অশ্লীল ভঙ্গিমায় উলঙ্গ_নারী ,,,
মুখে দাতেঁ রক্ত ও হাতে রক্তাক্ত তলোয়ার.!
কি করে সৃষ্টিকর্তা হতে পারে.❓
উদাহরন-
দূর্গা.❗
_
5th- কৃষ্ণা যদি সৃষ্টিকর্তা হয়। তবে
সে কেন তার মামীর সাথে
অবৈধ_সম্পর্ক রাখলো...❓
:
তবে কি সৃষ্টিকর্তা মানুষের সাথে
এমন অবৈধ কর্মে লিপ্ত হয় যা তারা নিজেরাই আইনের
বর্হিভূত.❓
_
6th- কিভাবে রাম সৃষ্টিকর্তা হতে
পারে.❓
কারন,,,
সে প্রয়োজনে খাবার খেয়েছে, ঘুম
গেছে,
অনেক বিয়ে করেছে, দৈহিক তারনায়,
রাম
নিজের স্ত্রীকে সন্দেহ করেছে.!
এসব কি সৃষ্টিকতার কর্ম হতে পারে ❓
_
7th- যদি রাম সৃষ্টিকর্তাই হন তবে কেন
তিনি হনুমানের সাহায্য চাইবেন.❓
:
তাহলে কি সৃষ্টিকর্তার ক্ষমতার কমতি
আছে.❓
:
_
8th- রাম হনুমানের দু’ভাইকে কেন
অকারনে খুন করলেন.❓
:
যেখানে রামের সাথে তাদের কোন
শত্রুতা ছিল না ❓
:
সৃষ্টিকর্তা হয়ে অপরাধ করা কি সম্ভব.❓
_
9th- রাবন যদি শয়তান হয়ে একদিনে
লঙ্কায় পৌছাঁতে পারে.❗

তবে রাম সৃষ্টিকর্তা হয়ে কেন ১২ বছর লাগলো.❓
:
তাও আবার হনুমানের সাহায্যে❗

শয়তানের শক্তি সৃষ্টির্কতা হতে কি
করে বেশি হওয়া সম্ভব❓
_
10th- কৃষ্ণা একজন সৃষ্টিকর্তা হয়ে কি
ভাবে নারীদের স্নানরত_দৃশ্য উপভোগ করেন.❓
:ও তাদের পোষাক_ লুকিয়ে রেখে
দেন❓

11th- গরু হিন্দুদের মা, গরুর পেট থেকে
তো গরুর_বাচ্চা হয়.!
কিন্তু
মানুষের_বাচ্চা তো হয় না.❓
:
তাহলে গরু কি করে মানুষের মা হয়❓

12th- আপনি যাকে বানিয়েছেন সে
বড় নাকি আপনাকে
যে বানিয়েছে সে বড় ❓
উদাহরনঃ
মুর্তি
:
একটু বিবেক দিয়ে চিন্তা করুন কে বড়!
যদি
জানা থাকে
জানাবেন কিন্ত... আমি কিন্তু ধর্ম
নিয়ে বাড়াবাড়ি করিনি❗

আগেও বলেছি just জানতে চাইছি

ভাইরে এক বার শান্তির ধর্মের মধ্যে
ডুকে দেখ আর পিছনে ফিরতে ইচ্ছা হবে না।

আল্লাহ সবাই কে হেদায়ত দান করেন( আমিন)

09/08/2022

অকটেন পেট্রলের দাম বেশি, সবাই বাইকে লাউ ও কুমড়া গাছ লাগাই রাখেন, টাকাও বাঁচবে আবার তরকারিও হবে......

নিয়মিত পোস্ট পেতে সবাই পেইজে লাইক ও ফলো দিয়ে রাখুন। ধন্যবাদ।

27/07/2022

যদি টাকা থাকে মানুষ কিনতে পারবে।

আর যদি টাকা না থাকে মানুষ চিনতে পারবে।

27/07/2022
26/07/2022

বাঁচায় আল্লাহ মারে কে। মারে আল্লাহ বাঁচায় কে।
গরু টি কি ভাবে গাছের উপরে উঠে গেছে।কে জানে।

26/07/2022

কাজের ফাঁকে ফাঁকে পড়ুন।

Want your establishment to be the top-listed Arts & Entertainment in Barpeta?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

গুরু এবং শিষ্য পালা গান। আয়নাল হক বয়াতি ও মমতাজ বেগম।
এমুন সুদিন আমার কোন দিন হবে।

Category

Address

Music Video Song
Barpeta

Other Music production in Barpeta (show all)
Nure deen Nure deen
Barpeta

All time islamic video update

SaniMusic SaniMusic
Vill Kalgachia Dist Barpeta State
Barpeta

MP studio MP studio
Bhaktardaba Bajar
Barpeta, 781352

music song

Kuddus Officel Kuddus Officel
Barpeta, 781319

Shirazul Music Studio Shirazul Music Studio
Village Udmari
Barpeta, 91

Name shirazul hoque Gmail : [email protected] Mobile :9957379014 Village :udmari p/o :showpur

FOJAR bhai786 DJ music FOJAR bhai786 DJ music
Barpeta, FOJARBHAI786DJMUSIC

FOJAR bhai786 DJ music

Mz Malo Mz Malo
Barpeta

Music Composer & Video Creator

BH Music production BH Music production
Barpeta, 781302

Singing is my passion .. I like to travel different places... let’s be friends

parbin music studio parbin music studio
Titapani
Barpeta, 781319

new account follow plzz.......love you

Kamrul music studio Kamrul music studio
Barpeta, 781308

Wlcm to my page🙏 i am a music man my dreams a professional singer wish me 22 jυΙγ�

শেষ ঠিকানা - Sesh Thikana শেষ ঠিকানা - Sesh Thikana
Vill-Chakir Bhitha Po-Khablar Bhitha
Barpeta

শেষ ঠিকানা পেজে আপনাকে স্বাগতম। প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে আমাদের পেজটি ফলো করবেন

provash zibon provash zibon
Barpetha
Barpeta, 781127

es poge ma upko video banana chautala hu or online me poisa kamana chuta hu