Bengali MCQ

Bengali MCQ

You may also like

Rahad
Rahad
HSC BATCH 26
HSC BATCH 26

এখানে বাংলা বিষয়ে স্কুল সার্ভিস কমিশন মাদ্রাসা সার্ভিস কমিশন ও প্রাইমারি টেট এ MCQ দেওয়া হবে

12/08/2023

বুধুয়ার কাছে থেকে পাখিরা কি নিয়ে যায়
ক। বুধুয়ার হাসি।
খ।বুধুয়ার খাবার।
গ‌।বুধুয়ার খুশি।
ঘ। বুধুয়ার প্রাণের হাসি।

12/08/2023

বুধুয়া পাখিদের কি বলে সম্বোধন করেছেন?
ক। কেউ তার দিদি কেউ তার মাসি।
খ। কেউ তার মাসি কেউ তার পিসি।
গ। কেউ তার দিদি কেউ তার বোন।
ঘ। কেউ তার মাসি কেউ তার দিদা

12/08/2023

বধুয়া অবাক হয়ে কোন মাঠে হাটে
ক। বিখিয়া মাঠে
খ‌। শাবলতলার মাঠে
গ। রিখিয়া ছেড়ে বাবুড়ির মাঠে
ঘ। নিশ্চিন্তপুরের মাঠে

12/08/2023

‘বুধুয়ার পাখি’ কবিতায় নীল পাখি নিকানো নরম উঠানে দলে দলে এসে কি খেয়ে যায়
ক।ধান খ।গম
গ।চাল ঘ। জব

12/08/2023

‘বুধুয়ার পাখি’ কবিতায় দলে দলে কোন পাখি নিকানো নরম উঠানে ধান খায়
ক।লাল পাখি
খ।কালো পাখি
গ। শালিক পাখি
ঘ। নীল পাখি

12/08/2023

‘বুধুয়ার পাখি ’কবিতায় কবি শহরের বাবুরা যে বাড়িতে ছিল তার থেকে ঢের ভালো কাকে বলেছেন
ক। কুঁড়েঘর
খ। গ্রামের মাটির বাড়ি
গ। গ্রাম বাংলার প্রকৃতি
ঘ। নিকানো নরম উঠান

12/08/2023

‘বুধুয়ার পাখি’ কবিতায় জানালা দেওয়াল কীসে ঢেকে গেছে?
ক। গাছের ডাল পাতায়
খ। শ্যাওলায়
গ‌। অন্ধকার মেঘে
ঘ। ভীষণ শ্যাওলায়

12/08/2023

‘বধুয়ার পাখি’কবিতায় কোথায় ভীষণ শ্যাওলায় ঢেকে গেছে
ক। জানালা
খ। জানালা দেয়াল।
গ। দরজা।
ঘ। জানালা দরজা

12/08/2023

‘বুধুয়ার পাখি’ কবিতার প্রথমে যে বাড়ির কথা উল্লেখ আছে সেখানে কাল কারা ছিল?
ক। গ্রামের জমিদার
খ। শহরের বাবুরা
গ। শহরের শিকারীরা
ঘ। গ্রামের বাবুরা

12/08/2023

বাংলা সাহিত্যের প্রথম সন তারিখ যুক্ত কাব্যের নাম কী?
ক। চর্যাপদ খ। শ্রীকৃষ্ণকীর্তন
গ। শ্রীকৃষ্ণ বিজয় ঘ। শ্রীরাম পাঁচালী

04/08/2023

শাবলতলার মাঠে লেখকরা দিনের কোন সময়ে পৌঁছেছিল?
ক। পূর্বাহ্ন
খ। অপরাহ্ন
গ। মধ্যাহ্ন
ঘ।প্রাতে

04/08/2023

লেখক কত বছর বয়সে শাবলতলার মাঠ প্রথম দেখেছিল
ক।১০ বছর
খ।১১ বছর
গ। ১৩ বছর
ঘ।১৪ বছর

04/08/2023

শাবলতলার মাঠ গদ্যাংশে লেখকরা কোথায় উচ্চ প্রাইমারি পরীক্ষা দেওয়ার জন্য গিয়েছিল
ক। রানাঘাট
খ। শান্তিপুর
গ। কল্যাণী
ঘ। বহরমপুর

04/08/2023

আক্কেল গুড়ুম কি ধরনের বই?
ক। কাব্য
খ। নাটক
গ। প্রহসন
ঘ। উপন্যাস

04/08/2023

উমাচরণ মাস্টারের বইয়ের নাম কি?
ক।আক্কেল গুড়ুর
খ। একে কি বলে সভ্যতা
গ। আক্কেল গুড়ুম
ঘ। বুড়া শালিকের ঘাড়ের রো

04/08/2023

শাবলতলার মাঠ গদ্যাংশের লেখকের মাস্টারের নাম কি?
ক। দুর্গাচরণ
খ। উমাচরণ
গ। ঊসাচরণ
ঘ। ঊমাচরণ

04/08/2023

শাবলতলার মাঠে কারখানা তৈরি হচ্ছিল তার কন্ট্রাকটর কোন জাতির?
ক। মারাঠি
খ। বাঙালি
গ। তামিল
ঘ। পাঞ্জাবি

04/08/2023

শাবলতলার মাঠ লেখকের কোন আত্মীয়ের বাড়ি।
ক। মাসিমার
খ। পিসিমার গ। দিদিমার
ঘ। কাকিমার

02/08/2023

তিন পাহাড়ের কোলে’ কবিতায় আকাশ যাতে ভরা-
ক. মেঘে
খ. তারায়
গ. রোদে
ঘ. কুয়াশায়

02/08/2023

শক্তি চট্টোপাধ্যায় বাংলা সাহিত্য জগতে যে আন্দোলনে শুরু করে-
ক. সাহিত্য আন্দোলন। খ. হাংরি আন্দোলন
গ. পুনর্জাগরণ আন্দোলন ঘ. ইয়ং বেঙ্গল আন্দোলন

02/08/2023

*********তৃতীয় পর্ব******
💐প্রেম ও প্রয়োজন।
১১৫.আশাপূর্ণা দেবীর প্রথম গল্পগ্রন্থ ?
💐 ছোট ঠাকুরদার কাশি যাত্রা।
১১৬. আশাপূর্ণা দেবীর প্রথম প্রকাশিত ছোটগল্প?
💐পাশাপাশি।
১১৭.সমর সেনের প্রথম কবিতার বই?
💐 কয়েকটি কবিতা।
১১৮. কাজী নজরুল ইসলামের প্রথম কাব্য?
💐অগ্নিবীণা।
১১৯. কাজী নজরুল ইসলামের প্রথম উপন্যাস?
💐 বাঁধনহারা।
১২০.কাজী নজরুল ইসলামের প্রথম কবিতা?
💐মুক্তি
১২১.কাজী নজরুল ইসলামের প্রথম নাট্যগ্রন্থ?
💐 ঝিলিমিলি।
১২৩. চৈতন্যদেব কে প্রথম ঈশ্বর রূপে পূজা করেন কে?
💐 অদ্বৈত আচার্য।
১২৪. প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্পগ্রন্থ?
💐 পঞ্চশর।
১২৫. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য?
💐 মেঘনাদবধ কাব্য।
১২৬. নবনীতা দেবসেনের প্রথম কাব্যগ্রন্থ?
💐 প্রথম প্রত্যয়।
১২৭. নবনীতা দেবসেনের প্রথম উপন্যাস?
💐 আমি অনুপম।
১২৮. বাংলা সাহিত্যের প্রথম রূপক কাব্য?
💐 সত্যকলি বিবাদ সংবাদ।
১২৯. দীনেশ দাশের প্রথম কাব্য?
💐 কবিতা।
১৩০. জীবনানন্দ দাশের প্রথম কাব্য?
💐 ঝরা পালক।
১৩১. বাঙালি পরিচালিত নাট্যশালায় প্রথম যে বাংলা নাটকের অভিনয় হয়?
💐 বিদ্যাসুন্দর।
১৩২. যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম কাব্য?
💐 মরীচিকা।
১৩৩. মনোমোহন বসু প্রথম নাটক?
💐 রামাভিষেক নাটক।
১৩৪. রাজ শেখর বসুর প্রথম গল্পগ্রন্থ?
💐 গড্ডালিকা।
১৩৫. আধুনিক নাটকের পথপ্রদর্শক যে নাটক কে বলা হয়?
💐 মধুসূদন দত্তের শর্মিষ্ঠা।
১৩৬. বাংলা সাহিত্যের প্রথম ছোটগল্প?
💐 পূর্ণ চন্দ্র চট্টোপাধ্যায়ের মধুমতি।
১৩৭. যতীন্দ্রনাথ সেনগুপ্তের প্রথম আত্মপ্রকাশ?
💐 শীত কবিতা।
১৩৮. সর্বপ্রথম বাংলা নাটকের অভিনয় কাল ?
💐 1795 খ্রিস্টাব্দে।
১৩৯. সতীনাথ ভাদুড়ীর প্রথম উপন্যাস?
💐 জাগরী।
১৪৪. লীলা মজুমদারের প্রথম গল্প?
💐 লক্ষীছাড়া।
১৪৫. প্রেমেন্দ্র মিত্রের প্রথম গল্প?
💐শুধু কেরানী।
১৪৬. ইংরেজি সাহিত্যের প্রথম উপন্যাস?
💐 পামেলা।
১৪৭. মীর মোশারফ হোসেনের প্রথম গ্রন্থ?
💐 বিষাদ বন্ধু।
১৪৮. নাটক কথাটি উল্লেখ প্রথম কোথায় পাওয়া যায়?
💐 চর্যাপদ এর 17 নম্বর পদে।
১৪৯. জীবনানন্দ দাশের প্রথম প্রকাশিত উপন্যাস?
💐 মাল্যবান।
১৫০. শক্তি চট্টোপাধ্যায়ের প্রথম কাব্য?
💐 হে প্রেম হে নৈঃশব্দ্য।
১৫১. জীবনানন্দ দাশের প্রথম রচিত উপন্যাস?
💐 পূর্ণিমা।
১৫২. বেগম রোকেয়ার প্রথম সাহিত্য জগতে আত্মপ্রকাশ?
💐 পিপাসা ।
১৫৩. বেগম রোকেয়ার প্রথম প্রবন্ধ?
💐 মতিচুর।
১৫৪. ইন্দিরা দেবীর প্রথম গল্প সংকলন?
💐 নির্মাল্য।
১৫৫. প্রথম মহিলা নাট্যকার ?
💐 কামিনী সুন্দরী দেবী।
১৫৬ . কামিনী সুন্দরী দেবীর প্রথম নাটক?
💐 ঊর্বশী নাটক।
১৫৭. প্রথম মহিলা ঔপন্যাসিক?
💐 স্বর্ণকুমারী দেবী।
১৫৮. স্বর্ণকুমারী দেবীর প্রথম উপন্যাস?
💐 দীপ নির্বাণ।
১৫৯. মনোজ বসুর প্রথম প্রকাশিত গ্রন্থ?
💐 নতুন ফসল।
১৬০. নবান্ন নাটকের প্রথম অভিনয় কাল?
💐 ১৯৪৪, ২৪ শে অক্টোবর।
১৬১. সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম কাব্য?
💐 পদাতিক।
১৬২. বুদ্ধদেব বসুর প্রথম কাব্য?
💐 মর্মবাণী।
১৬৩. রমেশচন্দ্র দত্তের প্রথম উপন্যাস?
💐 বঙ্গবিজেতা।
১৬৪. বাঙালি দ্বারা প্রথম কত সালে রঙ্গালয় প্রতিষ্ঠিত হয়?
💐 ১৮৩১.
১৬৫. বাংলা সাহিত্যের প্রথম ব্যাকরণ গ্রন্থের নাম?
💐 রামমোহন রায় রচিত গৌড়ীয় ব্যাকরণ।
১৬৬. বাঙালি প্রতিষ্ঠিত প্রথম রঙ্গশালার নাম?
💐 হিন্দু থিয়েটার।
১৬৭. বঙ্গদর্শন পত্রিকায় প্রথম কোন উপন্যাস প্রকাশিত হয়?
💐 বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষবৃক্ষ।
১৬৮. বাংলা সাহিত্যের প্রথম সামাজিক নাটক?
💐 কুলীনকুল সর্বস্ব।
১৬৯. প্রথম কবিয়াল কে?
💐 গোঁজলা গুই।
১৭০. বুদ্ধদেব বসুর প্রথম উপন্যাস?
💐 সাড়া।
১৭১. বুদ্ধদেব বসুর প্রথম প্রবন্ধগ্রন্থ?
💐 হঠাৎ আলোর ঝলকানি।
১৭২. বিষ্ণু দের প্রথম কাব্য?
💐 উর্বশী ও আর্টেমিস।
১৭৩. সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম উপন্যাস?
💐 হ্যাং রাশ।
১৭৪. সুভাষ মুখোপাধ্যায়ের প্রথম ভ্রমণ সাহিত্য?
💐 আমার বাংলা।
১৭৫. সুধীন্দ্রনাথ দত্তের প্রথম কাব্য?
💐 তন্বী।
১৭৬. বাংলা সাহিত্যের প্রথম সার্থক মনস্তাত্ত্বিক উপন্যাস?
💐 রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি উপন্যাস।
১৭৭. কালকূট ছদ্মনামে লেখা সমরেশ বসুর প্রথম উপন্যাস?
💐 অমৃত কুম্ভের সন্ধানে
১৭৮. সমরেশ বসু রচিত প্রথম গল্পগ্রন্থ?
💐 অকাল বৃষ্টি।
১৭৯. লীলা মজুমদারের প্রথম উপন্যাস?
💐 পদি পিসির বর্মী বাক্স।
১৮০. বাংলা ভাষায় প্রথম মুসলমান ঔপন্যাসিকের নাম?
💐 মীর মোশারফ হোসেন।
১৮১. প্রেমেন্দ্র মিত্রের প্রথম উপন্যাস?
💐 পাঁক ।
১৮২. প্রথম কুন্তলীন পুরস্কার প্রাপক?
💐 জগদীশচন্দ্র বসু।
১৮৯ . মহাশ্বেতা দেবীর প্রথম উপন্যাস?
💐 নটি ।
১৯০. মহাশ্বেতা দেবীর প্রথম ছোটগল্প সংকলন গ্রন্থ ?

02/08/2023

কবিরা তিন পাহাড়ে যখন পৌছালেন তখন পরে নেমে’-কোন সময়ে অন্ধকার-
ক. সন্ধ্যা। খ. ভোর
গ. ভোর রাত্রি ঘ.ভোরের অব্যবহিত পূর্বে

02/08/2023

কবিরা তিন পাহাড়ে কিসে থেকে নামলেন
ক. বাস
খ. ট্রেন।
গ. ট্রাম।
ঘ. ট্রাক্সি

02/08/2023

শক্তি চট্টোপাধ্যায়ের তিন পাহাড়ের কোলে কবিতার উৎস হল-
ক.হেমন্তের অরণ্যে আমি পোস্টম্যান
খ. হে প্রেম হে নই শব্দ।
গ. সোনার মাঝে খুন করেছি।
ঘ. অগ্রন্থিত পদ্য গদ্য।

02/08/2023

******২য় পর্ব*****
৫৫. বঙ্কিমচন্দ্রের প্রথম প্রবন্ধগ্রন্থ ?
💐 লোক রহস্য।
৫৬. শরৎচন্দ্রের প্রথম সাহিত্য জগতে আত্মপ্রকাশ?
💐 মন্দির গল্প ।
৫৭. শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত বড় গল্প ?
💐 বরদিদি ।
৫৮. শরৎচন্দ্রের কোন উপন্যাসটি প্রথম হিন্দি ভাষায় অনুবাদ করা হয় ?
💐 বিরাজ বৌ।
৫৯. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়র প্রথম গল্প ?
💐 উপেক্ষিতা গল্প।
৬০. বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের প্রথম উপন্যাস?
💐 পথের পাঁচালী।
৬১. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম নাটক ?
💐 মারাঠা তর্পণ ।
৬২. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্য?
💐 ত্রিপত্র কাব্য।
৬৩. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস?
💐 দীপার প্রেম।
৬৪. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস ?
💐 চৈতালি ঘূর্ণি।
৬৫. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্প?
💐 রসকলি গল্প।
৬৬. তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ?
💐 ছলনাময়ী।
৬৭. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত গল্প?
💐 অতসী মামী।
৬৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম রচিত উপন্যাস?
💐 দিবারাত্রির কাব্য।
৬৯. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম প্রকাশিত উপন্যাস?
💐 জননী ।
৭০. মানিক বন্দ্যোপাধ্যায়ের প্রথম গল্পগ্রন্থ?
💐 অতসীমামী অন্যান্য গল্প ।
৭১. নাট্যকার দীনবন্ধু মিত্রের প্রথম নাটক ?
💐 নীলদর্পণ নাটক।
৭২. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুরের প্রথম লেখা নাটক?
💐 কিঞ্চিৎ জলযোগ।
৭৩. গিরিশ ঘোষের প্রথম রূপান্তরিত নাটক?
💐 বঙ্কিমচন্দ্রের "কপালকুন্ডলা"-র রূপান্তর।
৭৪. গিরিশচন্দ্র ঘোষের প্রথম গীতিনাট্য ?
💐 অকালবোধন ।
৭৫. গিরিশচন্দ্র ঘোষের প্রথম ঐতিহাসিক নাটক ?
💐 আনন্দরহো ।
৭৬. গিরিশচন্দ্র ঘোষের প্রথম পৌরাণিক নাটক? 💐 রাবণ বধ।
৭৭. গিরিশচন্দ্র ঘোষের প্রথম পূর্ণাঙ্গ মৌলিক নাটক?
💐 রাবণ বধ।
৭৮. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম প্রকাশিত নাটক?
💐 এক ঘরে।
৭৯. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম ঐতিহাসিক নাটক?
💐 তারাবাঈ।
৮০. দ্বিজেন্দ্রলাল রায়ের প্রথম পৌরাণিক নাটক ?
💐 পাষাণী।
৮১. ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ এর প্রথম প্রকাশিত নাটক ?
💐 ফুলশয্যা।
৮২.ক্ষীরোদপ্রসাদ বিদ্যাবিনোদ এর প্রথম ঐতিহাসিক নাটক ?
💐 বঙ্গের প্রতাপাদিত্য।
৮৩. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতা?
💐 অভিলাষ । ( কবির নামের স্থানে লেখা ছিল–" দ্বাদশ বর্ষীয় বালোকের রচিত কবিতা")।
৮৪. রবীন্দ্রনাথ ঠাকুরের স্বনামে প্রকাশিত প্রথম কবিতা?
💐 হিন্দু মেলার উপহার।
৮৫. রবীন্দ্রনাথ ঠাকুর এর প্রথম রচিত কাব্য?
💐 বনফুল।
৮৬. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কাব্য?
💐 কবিকাহিনী।
৮৭. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত উপন্যাস?
💐 করুণা।
৮৮. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত উপন্যাস?
💐 বউ ঠাকুরানীর হাট।
৮৯. গদ্য ছন্দ লেখা রবীন্দ্রনাথের প্রথম কাব্য?
💐 পুনশ্চ কাব্য।
৯০. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম রচিত ছোটগল্প?
💐 ঘাটের কথা।
৯১. রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত ছোট গল্প?
💐 ভিখারিনী
৯২. রবীন্দ্রনাথের প্রথম গানের বই?
💐 রবিচ্ছায়া।
৯৩. রবীন্দ্রনাথের প্রথম প্রকাশিত নাটক?
💐 বাল্মিকী প্রতিভা।
৯৪. কোন কবির কাব্যে সর্বপ্রথম আত্মনিষ্ঠ প্রকৃতি চেতনার প্রকাশ হয়?
💐 বিহারীলাল চক্রবর্তী।
৯৫. বাংলায় প্রথম সনেট রচয়িতা?
💐 মধুসূদন দত্ত।
৯৬. বাংলা একাঙ্ক নাটকের প্রথম লেখক?
💐 মন্মথ রায়।
৯৭. বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত প্রথম কি নামে পরিচিত?
💐 চৈতন্য মঙ্গল।
৯৮. প্রাচীন বাংলায় প্রথম চৈতন্য বিষয়ক পদকর্তা কে ছিলেন ?
💐 বাসুদেব ঘোষ।
৯৯. জ্যোতিরিন্দ্রনাথ ঠাকুর রচিত কিঞ্চিৎ জলযোগ নাটকটি প্রথম কবে , কোথায় অভিনীত হয়?
💐 ন্যাশনাল থিয়েটার, ২৬ এপ্রিল , ১৮৭৩ ।
১০০. প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধ?
💐 জয়দেব।
১০১. প্রমথ চৌধুরীর প্রথম প্রবন্ধগ্রন্থ?
💐 তেল নুন লকড়ি।
১০২. সৈয়দ মুজতবা আলীর প্রথম প্রবন্ধ?
💐 দেশে বিদেশে।
১০৩. বনফুলের প্রথম উপন্যাস?
💐 তৃণখন্ড ।
১০৪. প্রেমেন্দ্র মিত্রের প্রথম কাব্য?
💐 প্রথমা ।
১০৫. প্রথম বাঙালি সাংবাদিক?
💐 গঙ্গাকিশোর ভট্টাচার্য।
১০৬. আঞ্চলিক উপন্যাসের প্রথম লেখক?
💐 শৈলজানন্দ মুখোপাধ্যায়।
১০৭. সমরেশ বসুর প্রথম গল্প?
💐 আদাব।
১০৮. সমরেশ বসুর প্রথম রচিত উপন্যাস?
💐 নয়নপুরের মাটি।
১০৯. সমরেশ বসুর প্রথম প্রকাশিত উপন্যাস?
💐 উত্তরঙ্গ।
১১০. সতীনাথ ভাদুড়ীর প্রথম গল্প?
💐 জামাইবাবু।
১১১.মোহিতলাল মজুমদারের প্রথম কাব্য?
💐 দেবেন্দ্র মঙ্গল।
১১২.অজিত কুমার দত্তের প্রথম কাব্য?
💐 কুসুমের মাস।
১১৩. আশাপূর্ণা দেবীর প্রথম সাহিত্যে আত্মপ্রকাশ ?
💐 বাইরের ডাক কবিতা ।
১১৪.আশাপূর্ণা দেবীর প্রথম উপন্যাস?

02/08/2023

#বাংলা_সাহিত্যে_যা_কিছু_প্রথম

১. বাংলা সাহিত্যের আদি নিদর্শন ?
💐চর্যাপদ।
২. চর্যাপদের আদি পদকর্তা কে ছিলেন ?
💐 লুইপা ।
৩. চর্যাপদের প্রথম মহিলা পদকর্তা কে ছিলেন ?
💐 কুক্কুরী পা ।
৪. চর্যাপদের ভাষা নিয়ে প্রথম আলোচনা সূত্রপাত করেন কে ?
💐 বিজয়চন্দ্র মজুমদার।
৫. চর্যাপদের ভাষা যে বাংলা তা প্রথম প্রমাণ করেন কে ?
💐 সুনীতিকুমার চট্টোপাধ্যায়।
৬. চর্যাপদের প্রথম পদের প্রথম লাইন কি ?
💐 কা আ তরুবর পঞ্চবি ডাল ।
৭. আদি মধ্যযুগের একমাত্র নিদর্শন ?
💐 শ্রীকৃষ্ণকীর্তন কাব্য।
৮. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটি প্রথম কত সালে প্রকাশিত হয় ?
💐 ১৯১৬ ।
৯. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম খন্ডের নাম কি ?
💐 জন্ম খন্ড ।
১০. রাধা কৃষ্ণ কে প্রথম কোথায় একত্রে দেখতে পাই ?
💐 "গাঁথা সপ্তসতী" তে।
১১. শ্রীকৃষ্ণকীর্তন কাব্যের প্রথম খন্ডের পদ সংখ্যা ?
💐 নয়টি ।
১২. পদাবলী শব্দটি প্রথম কে কোথায় ব্যবহার করেন ?
💐 জয়দেব – " গীতগোবিন্দম্ " -এ ।
১৩. কে কত সালে প্রথম বিদ্যাপতির পদ উদ্ধার করেন ?
💐 ১৮৫৮ - ৫৯ খ্রিস্টাব্দে রাজেন্দ্রলাল মিত্র "বঙ্গ ভাষার উৎপত্তি" নামক প্রবন্ধে ।
১৪. প্রথম বৈষ্ণব পদকর্তা ?
💐 জয়দেব ।
১৫. সন তারিখ যুক্ত প্রথম বাংলা আখ্যান কাব্য?
💐 শ্রীকৃষ্ণবিজয়, মালাধর বসু।
১৬. রামায়ণের বাংলা অনুবাদ প্রথম করেন কে ?
💐 কৃত্তিবাস ওঝা।
১৭. কৃত্তিবাসী রামায়ণের প্রথম মুদ্রিত সংস্করণ কত সালে প্রকাশিত হয় এবং কোন সংস্থা থেকে ?
💐 ১৮০২ , শ্রীরামপুর মিশন থেকে।
১৮. রামায়ণের প্রথম কান্ডের নাম কি ?
💐 আদি কান্ড ।
১৯. প্রথম মহাভারত অনুবাদ করেন কে ?
💐 কবীন্দ্র পরমেশ্বর।
২০. শ্রীচৈতন্যদেবের আদি নিবাস ?
💐 উড়িষ্যার যাজপুর-এ ।
২১ . শ্রী চৈতন্য জীবনী অবলম্বনে কে, কোন ভাষায় প্রথম জীবনে কাব্যটি রচনা করেন ?
💐 মুরারি গুপ্ত , সংস্কৃত ভাষায় ।
২২. বাংলা ভাষায় প্রথম চৈতন্য জীবনীকার ?
💐 বৃন্দাবন দাস।
২৩. প্রথম মঙ্গলকাব্য কোনটা ?
💐 মনসামঙ্গল কাব্য।
২৪. মনসামঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন ?
💐 কানা হরিদত্ত ।
২৫. চন্ডীমঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন ?
💐 মানিক দত্ত ।
২৬. ধর্মমঙ্গল কাব্যের আদি কবি কে ছিলেন ?
💐 ময়ূর ভট্ট ।
২৭ . শিব মঙ্গলের প্রথম সার্থক কবি ?
💐 রামকৃষ্ণ রায়।
২৮. আরাকান রাজসভার প্রথম প্রতিভাবান কবি কে ছিলেন ?
💐 দৌলত কাজী।
২৯. শাক্ত পদাবলী সাহিত্যের আদি কবি ?
💐 রামপ্রসাদ সেন।
৩০. লালনের গান প্রথম কে কোথায় মুদ্রিত করে প্রকাশ করেন ?
💐 রবীন্দ্রনাথ ঠাকুর ১৩২২ বঙ্গাব্দে প্রবাসী পত্রিকার আশ্বিন থেকে পাঁচটি সংখ্যার মুদ্রিত করে প্রকাশ করেন।
৩১. ফোর্ট উইলিয়াম কলেজের প্রথম বাঙালি লেখক ?
💐 রামরাম বসু।
৩২. রামরাম বসুর প্রথম গ্রন্থ?
💐 রাজা প্রতাপাদিত্য চরিত্র।
৩৩. উইলিয়াম কেরির প্রথম গ্রন্থ ?
💐 কথোপকথন।
৩৪. মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কারের প্রথম গ্রন্থ?
💐 বত্রিশ সিংহাসন।
৩৫. রামমোহন রায়ের প্রথম গ্রন্থ ?
💐 বেদান্ত গ্রন্থ।
৩৬. বিদ্যাসাগর রচিত প্রথম গ্রন্থ ?
💐 বাসুদেব চরিত।
৩৭. ইশ্বরচন্দ্র বিদ্যাসাগর এর প্রথম প্রকাশিত গ্রন্থ ?
💐 বেতাল পঞ্চবিংশতি।
৩৮. প্যারীচাঁদ মিত্রের প্রথম প্রকাশিত গ্রন্থ?
💐 আলালের ঘরে দুলাল।
৩৯. বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস ধর্মী রচনা ?
💐 আলালের ঘরে দুলাল।
৪০. কালীপ্রসন্ন সিংহের প্রথম রচনা ?
💐 বাবু নাটক।
৪১. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের প্রথম সাহিত্যে আত্মপ্রকাশ ?
💐 বাঙ্গালা কবিতা বিষয়ক প্রবন্ধ-র মাধ্যমে।
৪২. রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের প্রথম কাব্য ?
💐 ঋতু সংহার ।
৪৩. মধুসূদন দত্তের প্রথম কাব্য ?
💐 তিলোত্তমাসম্ভব কাব্য।
৪৪. মধুসূদন দত্তের প্রথম নাটক?
💐 শর্মিষ্ঠা নাটক।( বাংলায়)
৪৫. আধুনিক বাংলা সাহিত্যের প্রথম লিরিক কবিতা কোনটি ?
💐 আত্মবিলাপ , মধুসূদন দত্ত।
৪৭. মধুসূদন দত্ত প্রথম কোথায় অম্রিতাক্ষর ছন্দের ব্যবহার করেন ?
💐 পদ্মাবতী নাটকের কলির একটি সংলাপে ।
৪৮. হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এর প্রথম কাব্য?
💐 চিন্তা তরঙ্গিনী।
৪৯. নবীনচন্দ্র সেনের প্রথম কবিতা?
💐 কোন এক বিধবা কামিনীর উক্তি।
৫০. নবীনচন্দ্র সেনের প্রথম গ্রন্থ?
💐 অবকাশ রঞ্জিনী।
৫১. বিহারীলালের প্রথম প্রকাশিত রচনা?
💐 সংগীত শতক ।
৫২. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এর প্রথম সাহিত্য জগতে আত্মপ্রকাশ?
💐 কামিনীর উক্তি নামক কবিতা।
৫৩. বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস ?
💐 Rajmohan's wif

12/06/2023

মাদ্রাসা শিক্ষক শিক্ষিকা নিয়োগের আবেদনের last date 19 তারিখ পর্যন্ত বাড়ানো হল।

06/06/2023

সাত ভাই যেখানে হাড় রেখে আসে -

(ক) শ্যাম-কম্বোজে
(খ) কঙ্কণ-গুর্জরে
(গ) নীলকমলের দেশে
(ঘ) লাল কমলের দেশে

06/06/2023

চম্পার সাত ভাই যেখানে গান করে বলে কবি জানিয়েছেন -

(ক) কলিঙ্গে
(খ) কঙ্কণে
(গ) গুর্জরে
(ঘ) সবগুলি ঠিক

Want your school to be the top-listed School/college in Berhampore?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Berhampore
742305

Other Berhampore schools & colleges (show all)
NCS Academy NCS Academy
Berhampore, Murshidabad
Berhampore, 742101

Next Civil Service Academy

Novel Academy Novel Academy
Dakbangla To Kankuria
Berhampore, 742202

Novel Academy, Dhuliyan, Murshidabad

RIDER BOY NAYEM RIDER BOY NAYEM
Hikampur
Berhampore, 742102

ছেলেদের জীবনের প্রথম চাওয়াই হচ্ছে বাই, ছেলেরা তার জীবনে বাইক পাওয়া মানে তার জীবনের সব কিছুই পাওয়.

LearnM LearnM
Murshidabad
Berhampore, 742101

To help students ,job seekers and well wishers of Murshidabad it is a small effort .We will try to give every educational update as soon as possible.

A2Z Lesson A2Z Lesson
Berhampore, 742135

Hi this is my informative page.

Sudarshan Chakra Girls' High School Sudarshan Chakra Girls' High School
50/20 Mohan Roy Para Lane
Berhampore, 742103

All your dreams can come true and I'll make sure of it.

IT'S ME AKHIL IT'S ME AKHIL
Raninagar
Berhampore, 742308

ডুবেছি আমি তোমার চোখের অনন্ত মায়ায়,, বুঝিনি কভু সেই মায়াতো আমার তরে নয়।।।

Al-Asad Missionary School Al-Asad Missionary School
Ullashpur, Trimohini, Murshidabad
Berhampore, 742175

The future begins here

Nur Vai Information Nur Vai Information
Shankarpur
Berhampore

Information about world

Kids Tv English Hindi Bangla Kids Tv English Hindi Bangla
Mehedi Pur . Berhampore. Murshidabad
Berhampore, 742187