Mehedi opu 0.2
যে সবার প্রিয় হতে চায়,তার কোনো নিজস্বতা নেই,আদর্শ নেই,নীতি নেই,ব্যক্তিত্ব নেই!!🖤✌️
কত্ত নেশাদ্রব্যই তো চিনলাম, খালি তোমারেই চিনলাম না। মদ, গাঞ্জা যারে খাইতে পারলো না, হেই আমারে তুমি খাইয়্যা গেলা। রাইত বারোডার পরেও, শ্মশান কবরস্থানের রাস্তা হাঁইটা যার শইলো কাটা দিতো না, যার শইল ডরে পাথর হইতো না- হেই আমারে তুমি দুইন্নার ব্যবাক ডর দেখাইয়্যা পাথর কইরা গেলা। সাত ইঞ্চি বুকের ভিতরে তুমি হারানোর শোক ঢাইল্যা শইলো কাটা দিতে দিতে মূর্তি বানাইয়্যা গেলা।
তুমি আমারে জন্মের খাওয়া খাইলা, ভিতর বাহিরে দুইদিক দিয়াই খাইলা। আমার ভিতরে অহন একটা খালি খুল ছাড়া কিচ্ছু নাই। ডার্বি সিগারেটের লাহান আমারে খাইয়্যা, শূন্য প্যাকেট ডাস্টবিনে ফালাইয়্যা গেলা। ল্যাংটা কইরা বাদাম খাইয়্যা যেমন বাকলা ফালাইয়্যা রাখে বেঞ্চে, আমারে তুমি তেমনি খাইয়্যা নিঃসঙ্গতার বেঞ্চে ফালাইয়্যা গেলা।
কত জোয়ার বোর্ড চিনলাম, খালি তোমারে চিনলাম না। দুইন্নাত কত্তকিছু নিয়া মাইনসে জোয়ার বোর্ডে মাইতা উঠে, তুমি আমারে নিয়া জোয়ার বোর্ডে মাইতা উঠলা। আমারে তুমি এমনভাবে নিঃস্ব করলা, যেই অভাগার হৃদপিণ্ডের জমিনে কবর সমান মাটি ও অবশিষ্ট নাই।
জীবনে কত্ত ম্যাজিক দেখলাম, তোমার দেখানো ম্যাজিকের মত এমন হিংস্র ম্যাজিক দেহি নাই। চোখের পলকে ঠোঁটের হাসি ডার্বি সিগারেট বানাইয়্যা দিলা। চকচকা গায়ের রঙ, রাইত রঙা বানাইয়্যা দিলা। দুই চোক্ষের স্বপ্ন রে, আঙুলের ইশারায় মাইরা ফেললা। চুমুর লোভ দেখাইয়া ঠোঁটে বিষ মাঁইখা নিপুণ কৌশলে খুন করলা।
অহন খালি পাক খাইতাছি এই নশ্বরে। চক্ষু বন্ধ করলে অন্ধকার দেহি, চক্ষু খুইল্যা দেহি সে-সব অন্ধকার দ্বিগুণ হইয়া যায়। বেলীফুলের টুপ দিয়া, মাছ বরশির খেলা খেললা। অন্ধের লাহান সে টুপ প্রেমিক ভাইবা গিইল্যা খাইলাম। আমি গর্দভ বুঝবারি পারি নাই, চুমুর আড়ালে তোমার খুনখারাপির ফাঁদ।
তোমারে সহজ ভাইবা রাইখ্যা দেহি, ফাইনালে তুমিই আমারে ডুবাইয়্যা মারলা।
কত্ত নেশাদ্রব্যই তো চিনলাম, খালি তোমারেই চিনলাম না। মদ, গাঞ্জা যারে খাইতে পারলো না, হেই আমারে তুমি খাইয়্যা গেলা।
সত্যি...
সত্যি..
সত্যিই মানুষ নষ্ট করার সংসারে, তোমার চেয়ে বড় কোনো নেশাদ্রব্য হয় না।💗🥀🥀
তোর বাবার শরীরটা বেশী ভালো না , না যানি কোন সময় মইরা যায় , মা তুই এই বিয়েতে রাজি হয়ে যা ,,
কিছু নারী এই কথাতেও আটকে যায়!! 💔
আমার অভাবের দিন ভালোলাগে,দুঃখ ভালোলাগে।
সুখ দিওনা স্রষ্টা,আমি অনেক মানুষকে ভুলে যাবো!😇
আমারে একটু বুকে জড়াই নিবা আইজ? জগতের যন্ত্রণা আমার যে আর ভালা লাগে না! আমি পলাইবার চাই, এই জগতের সব অশান্তি থাইকা আমি মুক্তি চাই।
গতরডা নিথর অইয়া পইড়া থাহে। মাথা ব্যথা, জ্বরে আমি কেমন ছটফট করতাছি, দ্যাহো! জীবনের সাথে যুদ্ধ কইরা আমি আইজ মেলা ক্লান্ত, আমারে একটু তোমার বুকের মধ্যি জড়াই নিবা?
আমি যে নিঃশ্বাস নিবার পারতাছি না, দম বন্ধ অইয়া আহে! জগত সংসার এত ভার জানলে, উপরওয়ালার পায়ে পইড়া অইলেও আমি জন্ম নিতাম না। আমারে একটু তোমার বুকে জড়াই নেও, আমার যে মেলা কষ্ট অইতাছে!
রাইতে রাস্তার ল্যাম্পপোস্টেও জ্বলজ্বল কইরা আলো জ্বলে, পূর্ণিমা রাইতে চাঁন্দের আলোতে মাইনষের ঘর সাদা দবদবা অইয়া যায়। তয় দ্যাহো, আমার ঘরে আলো আহে না। আলো আইবো ক্যামনে কও, অন্ধকারে থাইক্যা অহন আর আলো ভালা লাগে না, বিশ্রী লাগে!
আমার হাত খান শক্ত কইরা ধইরা একটু আলোর কাছে নিবা? আমি যে দুই চোখ দিয়া আলোরে দেখবার চাই। আমি তোমার পায়ে পড়ি, আমারে একটু শান্তি আইনা দেও, একটু সুখ আইনা দেও, আমারে একটু ভালাবাসো, একটু দয়া করো আমারে।
আইজ আমার তোমার বুকের মধ্যি মাথা রাইখ্যা জগতের বেবাক দুঃখ ভুইলা যাইতে মনে চাইতাছে। মনডায় কইতাছে, জগত থাইকা নিজেরে তোমার বুকের খাঁচার ভেতর লুকাইয়া রাহি! জগতের দুঃখ যানি আর আমারে না পায় কোনোদিন – না পায় কোনোদিন!
মানুষ ঠিক কতটুকু ভালোবাসলে বা ডেডিকেটেড হলে সর্ম্পকের মিলন বা বিয়ে অবধি দেখা পায় সেটা আমার খুব একটা জানা নেই,কিন্তু আমি এমন অনেকেই দেখেছি ৮/৯ বছরের চেনা জানা এবং সম্পর্ক থাকার পরেও বিয়ে অবধি যেতে যেতে ব্রেকআপ হয়ে যায়, আবার দিনে ১৫ ঘন্টা পরিশ্রম করেও লাইফের তেমন কোনো পরিবর্তন করতে পারেনি। সেটা সর্ম্পক বা পড়াশোনা হোক কিংবা চাকরির ক্ষেত্রে হোক।
আবার এমন অনেকেই দেখেছি ৩ মাসের পরিচয় বিয়ে অবধি চলে যেতে, আবার কেউ কেউ সকাল ১০টায় ঘুম থেকে ওঠে চা'য়ের চুমুকে চুমুকে রেজাল্ট করছে ফাস্ট ক্লাস, কেউ আবার চাকরি কোনটা রেখে কোনটাই যাবে এই নিয়ে দ্বিধা দ্বন্দ্বে।
এখানে প্রকৃতির ইশারা বড়ই রহস্যময়, ডেডিকেশন,ভালোবাসা, পরিশ্রম অনেক সময় সহায় হয় না।
ক্লাসের সবচেয়ে বেয়াদব ছেলেটাও দিব্যি সংসার করে যাচ্ছে, ক্লাসের সবচেয়ে ভদ্র মেয়েটা ইতিপর্বে দুইবার ডিভোর্স হয়ে গেল।
মানুষের প্রাপ্তির জায়গাটা সব সময় অপরিপূর্ণ থাকে।
সব সময়ই আপনি এফোর্টস দিলেই যে আউটপুট ভাল পাবেন তেমনটা নয়।
মানুষের কিছু সমীকরণ তকদিরে থাকে যা কেবল সৃষ্টিকর্তাই যোজন বিয়োজন সংযোজন ও অপসারণ করতে পারে।
সত্যি বলতে জীবনের মৌলিক ক্ষেত্রগুলোতে আমাদের কোনো নিয়ন্ত্রণ নেই। সেফ তাকদীর।।🧡
লেখাঃ মোঃ আরাফাত
এমন অনেকেই আছে যাদের মোবাইলে ১০-১৫ দিনেও একটা কল আসেনা! মাঝেমধ্যে কল আসলে সেটা হয় তাদের ফ্যামিলি মেম্বারদের কল। এদের মোবাইলে টাকাও থাকেনা,কারন কল দেওয়ার মতো মানুষ নাই! একমাত্র মোবাইল কোম্পানি ই তাদের কে 'দাম' দেয়! দাম দেয় বলেই বিভিন্ন সময় বিভিন্ন 'অফার' সম্পর্কে জানাতে তাদের মেসেজ দেয়! নাহয় আর কেউ ই মেসেজ দেয়না,দাম ও দেয়না! :3
আমি মডার্ণ। দুঃখ পাইলে গান শুনি আর দুঃখ বাড়াই ।
আমার আম্মু বড্ড সেকেলে। পরিবারের দুঃখের দিনে 'জায়নামাজের সেজদাহ ' থেকে কখনো মাথা তুলে নি ...💔
১ ঘন্টা ধরে ৫মিনিট কথা বলতে অনেক কেই খুঁজলাম কিন্তু আফসোস কাউকেই পেলাম না.!💔
দুপুরে আম্মুরে জিজ্ঞেস করলাম, ঐদিনের ভাজা বাদামগুলো কই আম্মা?
কয়, তুই খাস নাই? ঐগুলা তো শেষ।
বিকেলে বের হওয়ার সময় দেখি টেবিলের ওপর ভাজা বাদাম রাখা। চোখে পানি চলে আসলো মুহূর্তেই। বেহেশতে কোনো কিছুর ইচ্ছা হলেই তা সামনে চলে আসবে। মা তো সন্তানের জন্য বেহেশতই। দুনিয়ায় বেহেশতের নেয়ামত।
আল্লাহ এই নেয়ামতকে হায়াতে তইয়েবা দান করুন।❤️
রাস্তায় যানবাহন না পেলে, সুরা কুরাইশ কয়েকবার পড়লে দ্রুত পাওয়া যায়। এটি অনেকের মত আমারও অভিজ্ঞতা🥰🥰🥰🥰
বন্ধু গরীব হইলে অসুবিধে নেই!
অকৃতজ্ঞ হইলে সমস্যা।অকৃতজ্ঞ বন্ধুরচেয়ে কৃতজ্ঞ শত্রু ভাল!💙
Indeed.
💝
"সবকিছুর কি ক্ষমা হয়? এই যে হঠাৎ হঠাৎ দীর্ঘশ্বাস বের হয়, হঠাৎ হঠাৎ চোখে পানি আসে এইসবই কি প্রমাণ করেনা যে চাইলেও আমরা সব ক্ষমা করতে পারিনা? আমরা সর্বোচ্চ চাইতে পারি সৃষ্টিকর্তা ক্ষমা করুক, ভালো থাকুক। এইটুকুই..."
আপনার কি মনে পড়ে? একটা সময় ছি'ল আপনি একটা মানুষে'র জন্য রাতের খাবারটা ও ঠিকমতো খাইতেন না! খালি তাড়াহুড়া করতে'ন তার সাথে একটু বেশি কথা বলার জ'ন্য! অথচ আজ কেউ কাউকে চিনে'ন ই নাহ্.!😥💔
কোনো এক সুন্দরী রমণীর ছলনার ফল!💔
পা মাটিতেই রাখুন
উপরওয়ালা কোন খেলা কোন জায়গা থেকে ঘুরিয়ে দেবেন তা উপরওয়ালা ছাড়া কেউ জানেন না
তাই বিনয় ,শ্রদ্ধাবোধ ,সাধারন জীবনযাপন ,কর্মময় জীবন খুব জরুরী….☺️
গভীর প্রেম ও একদিন ঠিক ঘৃণায় দূরত্ব বাড়ায়!🥀🥀
"You Deserve Better" কথাটা আমি তোমাকে কখনোই বলবো না! আমার চেয়ে ভালো তুমি আসলেই পাবে না! আমার মতো করে কেউ তোমার মন বুঝবেনা, মেসেজ দেখে তোমার যে মন খারাপ এটা অন্য কেউ বুঝবেনা! তুমি চুপচাপ থাকলেও তোমাকে কেউ পড়তে পারবেনা আমার মতো করে! আমার মতো কেয়ার ও কেউ করবেনা! অন্য কোথাও কেয়ার তুমি পাবা,আমার মতো ভালো কেয়ার কেউ ই করতে পারবেনা! তুমি 'বেটার' খুঁজতে যেতেই পারো, পাবেনা! কোথাও পাবেনা!💝
ওরম তাকিওনা আমি ক্যাবলা হয়ে যাই'
© সংগৃহীত..
একখানা সহজ-সুন্দর স্বপ্নের সোয়েটার পড়ে নিলাম এই নতুন বছরে এসে! এবং নিজেকে বলেছি বুকভর্তি সাহস নিয়ে এবার থেকে একা লড়ার শিক্ষা নেবো নতুন আগামীর জন্য।
সেইসাথে সবচেয়ে সুন্দরভাবে চেষ্টা করবো নিজের ভেঙ্গে যাওয়া মুহুর্তেগুলোতে নিজেকে যত্নে সামলে রাখার। তাই সৎ সংকল্প নিয়েছি মনের জোরকে সম্বল করে, এখন থেকেই সুখ মতো নিজেকে গুছিয়ে নিবো! আর যাতে সুখ চুরি না হয়, সে জন্যও নিজেকে শুধরে নিবো।
এদিকে বিগত দিনে কতটুকু আহত হয়েছিলাম,জীবন থেকে কতগুলো মানুষ ফুরিয়ে গেছে, সেসবের কোন হিসেবেই আমি নতুন বছরে আর করতে চাই না! এত্ত বন্ধুত্বের যত্ন নেবার পরেও যারা হারিয়ে গেছে তাদের কথা ভেবে দুঃখ জমাতে চাই না মনের আলমারিতে। বরং নিজেকে বুঝিয়েছি মহান রব যা করেন ভালোই জন্যিই করেন।
এবং আমি আদুরে যত্নে বিশ্বাস করি জীবনের গায়ে সত্যের যে সুঘ্রাণ এতে মহান রাব্বুল আলামীন সবসময় আমার পাশেই আছেন। ইনশাল্লাহ্ ঠিক একদিন সৎ-সুন্দর নয়া আদুরে জীবন বানাবোই!!☺️☺️
অন্তত তাদের প্রতি কৃতজ্ঞ থাকুন..
যাদেরকে একদিন বলেছিলেন, আপনার এই ঋণ আমি কখনোই ভুলতে পারবো না!!💙
তোমার বুঝা উচিত কেন একমাত্র তুমি চাইলেই কৈফিয়ত দিই। সেদ্ধ মগজেও ঠান্ডা মেজাজে কথা বলি! কেন শুধু তোমাকেই বিস্তারিত বুঝাতে থাকি আমার সমস্যাটা কি তোমার বুঝা উচিত!🖤
বিধাতার লেখা গল্পকে আমরা নিজেরা লেখার চেষ্টা করে বার বার ন'ষ্ট করি!🤎
মনে রাখবেন, আমাকে আপনি ঠকালেন আমি হাসিমুখে মেনে নিলাম।
আল্লাহ্ কিন্তু মানবে না!!😇
সব বাদ দিয়ে কীভাবে টাকা কামানো যায় সেটা ভাবা উচিত। পকেটে টাকা থাকলে কখনোই মন বেশিক্ষন খারাপ থাকে না। টাকাতে সম্মান বেড়ে যায়, আত্মবিশ্বাস বেড়ে যায়, সম*স্যা'র সমাধান হয়ে যায়, প্রিয় মানুষকে হাতে রাখা যায়, পরিবারের খুশি বেড়ে যায়। টাকা, টাকা; দিনশেষে সবকিছুরই মোড় ঘুড়িয়ে দিতে পারে এই টাকা ই.
টাকা আছে তো জীবন সুন্দর!'☺️
পুঠিয়া টু তাহেরপুর রোড রাজশাহী হুসেনের বটতলা ঢাকা গামী বাসের চাপায় মটর সাইকেল আরোহী দুই জনের মৃত্যু।
#বেকিংনিউজ
ূর্ঘটনা
#রাজশাহীর
শহরজুড়ে পূর্ণতা🫶🏻
আর নয় সময় উদ্দেশ্যহীন মিছিলে ♥️
আমাদের পরে একটা অসুস্থ জেনারেশন তৈরি হচ্ছে, যারা বড়দের মুখের উপর উত্তর দেওয়াটাকে coolness মনে করে।
মেয়েদের অসম্মান করে নিজেকে sigma male হিসেবে দাবি করে।
রাজনীতির নামে গ্যাং নিয়ে ঘোরাফেরা, মারামারি, ঝামেলা করাটাকে attitude বলে।
একাধিক GF/BF রাখাটা smartness মনে করে।
ধর্মীয় অনুশাসন মেনে চলাকে backdated মনে করে।
নিজস্ব ট্রেডিশন ফলো করাটাকে unsmart আর ওয়েস্টার্ন culture follow করাকে modernity বলে মনে করে।
ইতিহাস বদলে দিলো ব্যারিস্টার সুমন! 💙
“হে আল্লাহ! দুশ্চিন্তা, পেরেশানি, অক্ষমতা, অলসতা, কৃপণতা, ভীরুতা, মানুষের ঋণের ভার এবং আমার ওপর মন্দ লোকের প্রভাব বিস্তার থেকে আপনার কাছে আশ্রয় কামনা করছি!”
[বুখারি- ৬৩৬৯]
আমিন 🖤
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Chakdaha, 741222
Wellcome every one to my page we regularly upload tec video saty with us for informatic te
Hospital Road
Chakdaha, 741222
Skin tightening Carbon laser facial Black Doll treatment Skin Rejuvenation Acne , Wrinkles ,Pigment
Chakdaha, Nadia, WestBengal
Chakdaha, 741222
Welcome to my art and craft page! I am a passionate artist and crafter who loves creating...