Alam a naba
এটি একটা সর্বজনীন ফেসবুক পেজ সঠিক সত্য জানানো দেখানো উদ্দেশ্য।
Chennai blouses work factory
❝ আল্লাহর কাছে সেজদায় মাথানত করুন ! আল্লাহ আপনাকে কোনদিনও পৃথিবীর কারো কাছে মাথা নত হতে দেবে না !! ❞
Hi
ভদ্রলোক মানে সদাশয় ব্যাক্তি যিনি দয়ালু নিজের উন্নতির সাথে পরের সুখ ও মঙ্গল কামনা করেন, তিনিই প্রকৃত ভদ্রলোক ।
---হযরত শেখ সাদী (রাঃ)।
জ্ঞানী লোক অন্যের কাছ থেকে উপদেশ লাভ করে বরং নিজেকে উপদেশ দানের পাত্র বলে মনে করে না।
---হযরত আলী (রাঃ)
- সেই ব্যক্তির পক্ষেই সবচেয়ে বেশি
সৎকাজ করা সম্ভব।
যে নিজের রাগ নিয়ন্ত্রণে সক্ষম।
- হযরত আলী (রাঃ)
- জ্ঞানের মতো দামি সম্পদ আর নেই,
অজ্ঞতার মতো দারিদ্র আর নেই।
- হযরত আলী (রাঃ)
যে মেয়ে মাথায় কাপড় ছাড়া চলবে, কিয়ামতের দিন তার এক একটা চুল সাপ হয়ে তাকে কামড়াবে, [আল-হাদিস]
❝ কাউকে অতীতের পাপ নিয়ে খোটা দিও না ! সে হয়তো তওবা করে মহান আল্লাহর কাছে তোমার থেকেও উত্তম হয়ে গেছে !! ❞
- শ্রেষ্ঠ আমল হলো , আল্লাহর জন্যে ভালোবাসা
এবং আল্লাহর জন্যে ঘৃণা করা ।
- হযরত মুহাম্মাদ (সাঃ)
- ঐ ব্যক্তিই প্রকৃত বুদ্ধিমান,
যে নিজে নত হয়ে অপরকে বড় ভাবে ।
আর সে ব্যক্তিই নির্বোধ ,
যে সর্বদাই নিজেকে বর ভাবে ।
- হযরত আলী (রাঃ)
- আমল বিহীন এলেম অনেক সময় উপকারী
হতে পারে, কিন্তু এলেম বিহীন আমল কখনো
উপকারী হয় বলে আমার জানা নেই।
- হযরত উসমান (রাঃ)
- আমার পরে সবচেয়ে বড় দানশীল সে ,
যে কোনো বিষয়ে জ্ঞান লাভ করলো ,
অতপর তা ছড়িয়ে দিলো ।
- হযরত মুহাম্মাদ (সাঃ)
- যদি আপনি কাউকে কষ্ট দেন,
আর সে যদি চুপ থাকে ।
তাহলে তার ঐ নীরবতাকে ভয় করুন ।
কারণ এর বিচার স্বয়ং 'আল্লাহ' করবেন ।
- হযরত আলী (রাঃ)
- যে ব্যক্তি লোক দেখানোর জন্যে সালাত পড়লো ,
সে শিরক করলো ।
- হযরত মুহাম্মাদ (সাঃ)
- যে জ্ঞানের সন্ধানে বের হয় ,
সে আল্লাহর পথে বের হয়।
- হযরত মুহাম্মাদ (সাঃ)
- সাত বছর বয়স হলেই
তোমাদের সন্তানদের সালাত আদায়
করতে আদেশ করো ।
- হযরত মুহাম্মাদ (সাঃ)
- অসৎ লোক কাউকে সৎ মনে করে না,
সকলকেই সে নিজের মতো ভাবে
- হযরত আলী (রাঃ)
- তুমি যত বেশি সততার সাথে কথা বলবে,
তত বেশি সম্মানিত হবে।
- হযরত আলী (রাঃ)
গোরু বা ছাগলকে যদি ছেড়ে দেওয়া হয় কোনটা ঘরের আর কোনটা অন্যের খাবার, তারা দেখেনা তারা সব খায় । এই রকম চরিত্র কি মানুষের হওয়া উচিত । এই চরিত্রের মানুষকে কি মানুষ বলা যাবে ?
Chennai mannadi
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Contact the business
Telephone
Website
Address
600001
Opening Hours
Monday | 9am - 5pm |
Tuesday | 9am - 5pm |
Wednesday | 9am - 5pm |
Thursday | 9am - 5pm |
Friday | 9am - 5pm |
Saturday | 9am - 5pm |