Ajmal all media

Ajmal all media

You may also like

FTTA
FTTA

my profile https://www.facebook.com/ajmal.hossain.7982
............................ ...........
my youtube channel
https://youtu.be/opZidXEIWCY

21/11/2021

করিয়ালি বালাপাথার new jalsah

26/10/2021

হাসতে হাসতে পেট ব্যাথা হবে কলা গাছের খেলা

05/10/2021

Uth comedy video New সর্কেস খেলা

14/09/2021

Games funny voice

09/09/2021

#কলকাতা: একবার প্রার্থী দেওয়ার কথা বলেও ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরুদ্ধে তাঁরা প্রার্থী দিচ্ছেন না বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী (Adhir Chowdhury)। যদিও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে প্রার্থী দেবে সিপিএম, তা আগেই জানিয়ে দিয়েছিল তাঁরা।

অবশেষে বুধবার ভবানীপুর উপনির্বাচন এবং জঙ্গিপুর ও সামসেরগঞ্জের ভোটে প্রার্থী ঘোষণা করল সিপিআইএম (CPIM)। তাতে দেখা গেল, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সিপিএম লড়তে পাঠাল শ্রীজীব বিশ্বাসকে (Shrijeeb Biswas)। CPIM প্রার্থী শ্রীজীব আলিপুর আদালতের আইনজীবী বলে জানা যাচ্ছে।

তবে, তিনি সংযুক্ত মোর্চা নয়, শুধুমাত্র সিপিআইএম প্রার্থী হিসেবেই লড়বেন বলে জানা গিয়েছে। এমনটাই সিপিএম সূত্রে খবর। অপরদিকে, কংগ্রেসও জানিয়ে দিয়েছে, ভবানীপুরে প্রচারে নামবে না তাঁরা। যদিও মঙ্গলবার বামফ্রন্টের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, কংগ্রেস প্রার্থী না দিলে সংযুক্ত মোর্চার হয়ে সিপিএম-ই ভবানীপুরে লড়াই করবে। রাতে কংগ্রেস নিজেদের সিদ্ধান্ত জানিয়ে দেওয়ার পর বুধবার প্রার্থীর নাম চূড়ান্ত করে দিল সিপিএম।
বুধবার সকালে CPIM রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠক হয়। এই বৈঠকেই প্রার্থীর নাম চূড়ান্ত হয়েছে বলে খবর। ভবানীপুর ছাড়া জঙ্গিপুরে বামেদের প্রার্থী আরএসপি প্রার্থী জানে আলম মিঞা ও সামসেরগঞ্জের সিপিআইএম প্রার্থী মহঃ মোদাসসার হোসেন। সিপিএম সূত্রে খবর, ভবানীপুর কেন্দ্রের জন্য শ্রীজীব ছাড়াও DYFI-এর নেতা কলতান দাশগুপ্ত, মীনাক্ষী মুখোপাধ্যায় এবং নন্দিনী মুখোপাধ্যায়ের নামও উঠে এসেছিল। কিন্তু মমতার বিরুদ্ধে লড়তে শ্রীজীবকেই বেছে নেন বামফ্রন্ট নেতৃত্ব।

প্রসঙ্গত, কংগ্রেস যেহেতু বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রে সংযুক্ত মোর্চার হয়ে লড়েছিল, তাই উপনির্বাচনেও কংগ্রেসকেই সুযোগ দিয়েছিল বামেরা। কিন্তু প্রথমে প্রার্থী দেওয়ার কথা বললেও পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে কংগ্রেস। এরপর নিজেরাই প্রার্থী দেবে বলে ঠিক করে বামেরা। প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী এ প্রসঙ্গে জানিয়ে দিয়েছেন, ভবানীপুরে প্রতিদ্বন্দ্বিতা না করার সিদ্ধান্ত নিয়েছেন কংগ্রেস হাইকম্যান্ড। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিয়ে বিজেপি-র সুবিধে না করে দেওয়ার জন্যই কংগ্রেসের এই সিদ্ধান্ত বলে জানিয়েছিলেন অধীর। এমনকী, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কংগ্রেস সংযুক্ত মোর্চার প্রচারেও থাকবে না বলে জানিয়ে দিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এরপরই নিজেদের প্রার্থীর নাম জানিয়ে দিল বামেরা।

14/08/2021

15 August

07/08/2021

#আল্লাহ manusto khella noy new comedy video

03/08/2021

#আল্লাহ #ইসলামিক ইবন উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে দেখেছি, যখন তিনি সালাতের জন্য দাঁড়াতেন উভয় হাত উঠাতেন। এমনকি তাঁর হাত দু'খানা দু' কাঁধের বরাবর হয়ে যেত। এরপর তিনি তাকবীর বলতেন। বর্ণনাকারী বলেন, তিনি এরুপ করতেন যখন তিনি রুকুর জন্য তাকবীর বলতেন। আর যখন রুকূ থেকে মাথা উঠাতেন তখনও এরূপ করতেন আর বলতেনঃ সামি'আল্লাহু লিমান হামিদাহ্। আর তিনি সিজদায় এরূপ করতেন না।


সুনানে আন-নাসায়ী, হাদিস নং ৮৭৭
হাদিসের মান: সহিহ হাদিস

22/07/2021

Kismat video 2021 tik tok

21/07/2021

#আল্লাহ ঈদ শুভেচ্ছা রাশি রাশি,
মন রেখো হাসি-খুশি!
গোস্ত খেও বেশি বেশি!
Miss করোনা মুরগি-খাসি!
দাওয়াত রইল আমার বাড়ি,
চলে এসো তাড়াতাড়ি ।

*ঈদ মোবারাক*

Najir TV

19/07/2021

Eid aane wale hia eid Mubarak

15/07/2021

#আল্লাহ #ইসলামিক মন চাইছে কারো সাথে কথা বলি।
মন চাইছে কোন প্রিয়জনকে স্মরণ করি।
ঈদ মোবারক বলার সিদ্ধান্ত যখন নিলাম,
ভাবলাম তোমাকে দিয়েই শুরু করি ।

ঈদ মোবারক

14/07/2021

#আল্লাহ ঈদ শুভেচ্ছা রাশি রাশি,
মন রেখো হাসি-খুশি!
গোস্ত খেও বেশি বেশি!
Miss করোনা মুরগি-খাসি!
দাওয়াত রইল আমার বাড়ি,
চলে এসো তাড়াতাড়ি ।

*ঈদ মোবারাক*

Najir TV

13/07/2021

#আল্লাহ #ইসলামিক ঈদ শুভেচ্ছা রাশি রাশি,
মন রেখো হাসি-খুশি!
গোস্ত খেও বেশি বেশি!
Miss করোনা মুরগি-খাসি!
দাওয়াত রইল আমার বাড়ি,
চলে এসো তাড়াতাড়ি ।

*ঈদ মোবারাক*

12/07/2021

#ইসলামিক বুরায়দা (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, ‘তোমরা মুনাফিক মানুষকে নেতা হিসাবে গ্রহণ কর না। যদি নেতা মুনাফিক হয়, তাহলে তোমরা তোমাদের প্রতিপালককে অসন্তুষ্ট করলে। অন্য বর্ণনায় আছে যখন কোন ব্যক্তি মিথ্যুক মুনাফিক ব্যক্তিকে বলে, হে আমার নেতা! তখন সে তার প্রতিপালককে রাগান্বিত করল’ (আবুদাঊদ হা/৪৯৭৭; আত-তারগীব ওয়াত তারহীব হা/৪১৭৫)।


ঊপদেশ, হাদিস নং ৪৮
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস #আল্লাহ

11/07/2021

#ইসলামিক #আল্লাহ আবূ বাকরাহ (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, আমরা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট ছিলাম, এ সময় সূর্যগ্রহণ শুরু হয়। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তখন উঠে দাঁড়ালেন এবং নিজের চাদর টানতে টানতে মসজিদে প্রবেশ করলেন এবং আমরাও প্রবেশ করলাম। তিনি আমাদেরকে নিয়ে সূর্য প্রকাশিত হওয়া পর্যন্ত দু’রাক’আত সালাত আদায় করলেন। অতঃপর নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ কারো মৃত্যুর কারণে কখনো সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হয় না। তোমরা যখন সূর্যগ্রহণ দেখবে তখন এ অবস্থা দূর না হওয়া পর্যন্ত সালাত আদায় করবে এবং দু’আ করতে থাকবে।


সহিহ বুখারী, হাদিস নং ১০৪০
হাদিসের মান: আল হাদিস

07/07/2021

নন্দীগ্রাম মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। তিনি নিজেই বুধবার বেলা ১১টা নাগাদ সেই রায় ঘোষণা করলেন। সেই সঙ্গে মামলাকারী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পাঁচ লক্ষ টাকা জরিমানাও করল কলকাতা হাই কোর্ট।

বিচারব্যবস্থাকে কলুষিত করার জন্যই জরিমানা করা হয়েছে। ওই জরিমানার অর্থ জমা দিতে হবে রাজ্য বার কাউন্সিলে, যা পরবর্তীকালে কোভিড চিকিত্‍সায় ব্যবহৃত হবে। এ বার এই মামলা কোন বেঞ্চে যাবে, 'মাস্টার অব রোস্টার' হিসেবে তা ঠিক করবেন হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দল।

মামলার রায় দিতে গিয়ে বিচারপতি চন্দ স্পষ্ট জানান, তাঁর বিরুদ্ধে মামলাকারীর পক্ষ থেকে যে অভিযোগ তোলা হয়েছে, তার জন্য তিনি সরছেন না।

বরং, বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হওয়ার কারণেই তিনি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।

তাঁর কথায়, ''আমার সঙ্গে একটি রাজনৈতিক দলের গভীর সম্পর্ক রয়েছে, তাই মামলাটি ছেড়ে দেওয়া উচিত— এই অভিযোগের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়াটা সাধারণ মানুষের উপর ছাড়া যায় না। এটা বিচারপতি ঠিক করবেন। কারও কোনও রাজনৈতিক পছন্দ থাকতে পারে না, এটা এ দেশে প্রায় অসম্ভব। বিচারপতিরাও গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করেন। তাঁরাও বিভিন্ন রাজনৈতিক দলকে ভোট দেন। তাছাড়া বিচারপতির নিয়োগ সংক্রান্ত সিক্রেট রিপোর্ট জনসমক্ষে আনাটা কি ঠিক? একজন মুখ্যমন্ত্রী গোপনীয়তা বজায় রাখারও শপথ নেন।''

মামলার রায় ঘোষণার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচনী এজেন্ট শেখ সুফিয়ান বলেন, ''একজন মুখ্যমন্ত্রীকে এই ভাবে জরিমানা করা লজ্জাজনক ঘটনা। এই রায়ের বিরুদ্ধে আমরা সুপ্রিম কোর্টে যাওয়ার ব্যবস্থা করছি।'' মমতাকে পাঁচ লক্ষ টাকা জরিমানার বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের রাজ্যসভা সাংসদ তথা জাতীয় মুখপাত্র ডেরেক ও'ব্রায়েন টুইটে লেখেন, 'আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি যেখানে সত্যি কথা বলার জন্য পাঁচ লক্ষ টাকা দিতে হয়। আমরা এমন একটা পৃথিবীতে বাস করি যেখানে মি‌থ্যে প্রচারের জন্য কোনও দাম দিতে হয় না। প্রসঙ্গটা ধরা গেল? মোদী হ্যায় তো মুমকিন হ্যায় (মোদী থাকলেই সম্ভব)।'

বার কাউন্সিলের সদস্য অচিন্ত্যকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, ''মমতা বন্দ্যোপাধ্যায় বনাম শুভেন্দু অধিকারী মামলা থেকে আজ সরে দাঁড়ালেন বিচারপতি কৌশিক চন্দ। এটা বিচারব্যবস্থার মহিমার জয়। বিচারব্যবস্থার নিরপেক্ষতার জয়। পাঁচ লক্ষ টাকার জরিমানার বিষয় নিয়ে আমার কিছু বলার নেই। এই মামলার সঙ্গে যাঁরা যুক্ত আছে, তাঁরা বিষয়টি বলবেন।''

নন্দীগ্রামে ভোটের ফল গণনায় কারচুপির অভিযোগ তুলে হাই কোর্টে মামলা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোট পুনর্গণনার দাবিও জানান তিনি। কিন্তু নন্দীগ্রাম মামলাটি বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চে উঠতেই আপত্তি জানায় তৃণমূল।

তাদের দাবি, বিচারপতি চন্দের সঙ্গে বিজেপি-র পূর্ব যোগ রয়েছে। ফলে নিরপেক্ষ বিচার হবে কি না, তা নিয়ে ভরসা নেই শাসকদলের। তাই এই মামলা অন্য বেঞ্চে সরানোর আর্জি জানানো হয়। এ নিয়ে হাই কোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দলের কাছে আবেদনও করে তারা।

২৫ জুন এই মামলার শুনানিতে ভার্চুয়ালী উপস্থিত ছিলেন খোদ মমতা। তাঁর হয়ে সওয়াল করেন আইনজীবী অভিষেক মনু সিঙ্ঘভি। ওই দিনই বিচারপতি চন্দকে ওই মামলা থেকে সরে দাঁড়ানোর আবেদন করেছিলেন সিঙ্ঘভি।

তার পরেই গত সোমবার আদালতের তরফে জানানো হয়েছে, বুধবার এই মামলায় রায় ঘোষণা হতে পারে।

06/07/2021

আসছে ঘুর্ণি ঝড়ে কি হয়েছে দেখো

04/07/2021

#আল্লাহ #ইসলামিক উম্মু হানী বিনতু আবূ ত্বলিব (রাঃ) থেকে বর্ণিতঃ

আমি ফত্‌হে মক্কার বছর আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট গিয়ে দেখলাম যে, তিনি গোসল করছেন আর তাঁর মেয়ে ফাতিমা (রাঃ) তাঁকে আড়াল করে রেখেছেন। তিনি বলেনঃ আমি তাঁকে সালাম প্রদান করলাম। তিনি জানতে চাইলেনঃ এ কে? আমি বললামঃ আমি উম্মু হানী বিনতু আবূ ত্বলিব। তিনি বললেনঃ মারহাবা, হে উম্মু হানী! গোসল শেষ করে তিনি এক কাপড় জড়িয়ে আট রাক’আত সালাত আদায় করলেন। সালাত সমাধা করলে তাঁকে আমি বললামঃ হে আল্লাহর রসূল! আমার সহোদর ভাই [‘আলী ইব্‌নু আবূ ত্বলিব (রাঃ) ] এক ব্যক্তিকে হত্যা করতে চায়, অথচ আমি তাকে আশ্রয় দিয়েছি। সে ব্যক্তিটি হুবায়রার ছেলে অমুক। তখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ হে উম্মু হানী ! তুমি যাকে নিরাপত্তা দিয়েছ, আমিও তাকে নিরাপত্তা দিলাম। উম্মু হানী (রাঃ) বলেনঃ এ সময় ছিল চাশতের ওয়াক্ত। (২৮০; মুসলিম ৩/১৬, হাঃ ৩৩৬, আহমাদ ২৬৯৭৩) (আধুনিক প্রকাশনীঃ ৩৪৪, ইসলামী ফাউন্ডেশনঃ ৩৫০)


সহিহ বুখারী, হাদিস নং ৩৫৭
হাদিসের মান: সহিহ হাদিস
Source: আল হাদিস

04/07/2021

করোনা থেকে যাঁরা সেরে উঠেছেন, তাঁদের জন্য ডেলটা ভ্যারিয়েন্ট ঠেকাতে কোভিশিল্ডের একটা ডোজই যথেষ্ট। আইসিএমআরের এক সাম্প্রতিক গবেষণায় এই তথ্য উঠে এসেছে।

গবেষকরা দেখেছেন অন্যান্যদের তুলনায় যাঁদের একবার করোনা হয়ে গিয়েছে, তাঁদের ডেল্টা ভ্যারিয়েন্টের থেকে সুরক্ষা পাওয়া অপেক্ষাকৃত সহজ আইসিএমআরের ওই গবেষণা রিপোর্টে বলা হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট আটকানোর ক্ষেত্রে হিউমোরাল ও সিমিলার ইমিউন রেসপন্স একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। আর একবার করোনা আক্রান্ত হওয়া রোগীরা কোভিশিল্ড ভ্যাকসিন গ্রহণ করলে সেই দুই রেসপন্সই পাওয়া যায়।

এই গবেষণার ক্ষেত্রে তিন ধরনের মানুষকে নিয়ে পরীক্ষা করা হয়েছে।

এক, যাঁরা কখনও করোনা আক্রান্ত হননি কিন্তু কোভিশিল্ডের একটি বা দুটি ডোজ নিয়েছেন।

দুই, যাঁরা একবার করোনা আক্রান্ত হয়েছেন ও কোভিশিল্ডের একটি বা দুটি ডোজ নিয়েছেন।

তিন, যাঁদের ভ্যাকসিনের একটি বা দুটি ডোজ নেওয়ার পরও করোনা সংক্রমণ হয়েছে। সেখানেই দেখা গিয়েছে আক্রান্ত হওয়ার পর যেহেতু অ্যান্টিবডি কাউন্ট বেশি থাকে, তাই তাঁদের কোভিশিল্ডের ডোজ নিলে তা বেশি কার্যকরী হয়।

উল্লেখ্য, ভারত সহ গোটা বিশ্বই এখন করোনার ডেল্টা ভ্যারিয়েন্টের ভয়ে কাঁপছে। ভারত সহ বিশ্বের ৪১টি দেশে মিলেছে করোনার ডেল্টা ভ্যারিয়েন্ট। ইউরোপের একাধিক দেশ।

আমেরিকা, ব্রিটেনেও ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ মিলেছে। ভারতে এখনও পর্যন্ত ১১টি রাজ্যে ডেল্টা ভ্যারিসেন্টের সন্ধান পাওয়া গিয়েছে। ৬ রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বৃদ্ধি আতঙ্ক বাড়িয়েছে।

আর এরই মধ্যে ডেল্টা ভ্যারিয়েন্ট নিয়ে আরেক ভয়ের কথা শোনালেন গবেষকরা। তাঁরা পর্যবেক্ষণ করে দেখেছেন করোনার সবচেয়ে ভয়ঙ্কর ভ্যারিয়েন্টের উপসর্গ কিন্তু আগের থেকে আলাদা হচ্ছে।

অর্থাত্‍ সবসময় যে উপসর্গ দেখা দিলে করোনা বলে ধরা হয়, ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণ ঘটলে সেই উপসর্গ নাও দেখা দিতে পারে। অর্থাত্‍ গন্ধ চলে যাওয়া ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হলে যে ঘটবেই এমন কথা বলা যাচ্ছে না।

02/07/2021

#আল্লাহ # হাই স্পিড মোটর বাইক দেখো

02/07/2021

#ইসলামিক Dr somir dhangara malda notun dokan sobai dua koro jene fola folhoy

01/07/2021

#ইসলামিক #আল্লাহ ইরবায ইবনু সারিয়াহ (রাঃ) থেকে বর্ণিতঃ

একদিন রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) দাঁড়ালেন এবং বললেন, তোমাদের মধ্যে কেউ কি তার গদিতে ঠেস দিয়ে এ কথা মনে করবে যে, আল্লাহ যা এই কুরআনে হারাম করেছেন তা ব্যতীত আর কিছুই হারাম করেননি। তোমরা জেনে রাখ, আমি কসম করে বলছি, নিশ্চয় আমি তোমাদের অনেক বিষয়ে নির্দেশ করেছি, উপদেশ দিয়েছি এবং অনেক বিষয় নিষেধও করেছি। আমার এরূপ বিষয়ও নিশ্চয় কুরআনের বিষয়ের সমান; বরং তা হতেও অধিক হবে। তোমরা মনে রাখবে যে, অনুমতি ব্যতীত আহলে কিতাব যিম্মিদের বসত ঘরে প্রবেশ করা, তাদের নারীদের প্রহার করা এবং তাদের ফল শস্য খাওয়াকেও তোমাদের জন্য হালাল করিনি। যদি তারা তাদের উপর নির্ধারিত কর আদায় করে দেয়। (অথচ এসব বিষয় কুরআনে নেই)।

তাহক্বীক্ব : যঈফ।

ফুটনোটঃ
আবুদাউদ হা/৩০৫২; মিশকাত হা/১৬৪; বঙ্গানুবাদ মিশকাত হা/১৫৭, ১/১২২ পৃঃ। সিলসিলা যঈফাহ হা/৮৮২

মিশকাতে জয়িফ হাদিস, হাদিস নং ২২
হাদিসের মান: দুর্বল হাদিস
আল হাদিস

30/06/2021

#দীপঙ্কর মণ্ডল: বিধানসভা ভোটের আগে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস নির্বাচনী ইস্তাহারে বলেছিল, তারা ক্ষমতায় এলে স্টুডেন্ট ক্রেডিট কার্ড (Student Credit Card) চালু হবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সপ্তাহে ঘোষণা করেছেন ৩০ জুন থেকে শুরু হবে এই ঐতিহাসিক প্রকল্প। বুধবার নবান্ন থেকে আনুষ্ঠানিকভাবে 'স্টুডেন্ট ক্রেডিট কার্ড'-এর সূচনা করবেন মুখ্যমন্ত্রী। সরকারি নির্দেশিকা মোতাবেক ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, ইউপিএসসি, ডাব্লুবিসিএস-সহ রাজ্য ও জাতীয় স্তরের যে কোনও পরীক্ষার কোচিংয়েও এই কার্ড ব্যবহার করা যাবে।

রাজ্যের পড়ুয়াদের জন্য কন্যাশ্রী, স্বামী বিবেকানন্দ মেরিটকাম মেন্স, শিক্ষাশ্রীর মত প্রকল্প আছে।

29/06/2021

#ইসলামিক #আল্লাহ Hi all friends aiso am khete sobai mile khabo

29/06/2021

#আল্লাহ #ইসলামিক বেলাল ইবনু হারেছ মুযানী (রাঃ) থেকে বর্ণিতঃ

রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়াসাল্লাম) বলেছেন, যে ব্যক্তি আমার সুন্নাতসমূহ হতে এমন সুন্নাত যিন্দা করবে, যা আমার পর পরিত্যক্ত ছিল, সে ঐ সকল লোকের ছওয়াবের মত ছওয়াব পাবে, যারা তার উপর আমল করবে। অথচ আমলকারীদের ছওয়াবের কোন অংশ কমানো হবে না। পক্ষান্তরে যে ব্যক্তি গোমরাহীর নতুন পথ সৃষ্টি করবে, যাতে আল্লাহ ও তাঁর রাসূল রাযী নন, সে ঐ সকল লোকের গোনাহের পরিমাণ পাবে, যারা তার প্রতি আমল করবে, অথচ তাদের গোনাহের কোন অংশ কমানো হবে না।

তাহক্বীক্ব : যঈফ। এর সনদে কাছীর ইবনু আব্দুল্লাহ নামের রাবী ত্রুটিপূর্ণ। ইমাম শাফেঈ ও ইবনু হিব্বান জাল বলেছেন।

ফুটনোটঃ
তিরমিযী হা/২৬৭৭; মিশকাত হা/১৬৮; বঙ্গানুবাদ মিশকাত হা/১৬১, ১/১২৫ পৃঃ। আল-ইলালুল মুতানাহিয়াহ হা/২০৬

মিশকাতে জয়িফ হাদিস, হাদিস নং ২৪
হাদিসের মান: দুর্বল হাদিস

28/06/2021

#ইসলামিক #আল্লাহ আবূ হুরাইরাহ্ (রাযিঃ) থেকে বর্ণিতঃ

27/06/2021

#ইসলামিক #আল্লাহ নাফি‘ থেকে বর্ণিতঃ

তিনি বলেন, উবায়দুল্লাহ ইব্‌নু ‘আবদুল্লাহ্ ও সালিম ইব্‌নু ‘আবদুল্লাহ্‌ (রাঃ) উভয়ই তাঁকে সংবাদ দিয়েছেন, যে বছর হাজ্জাজ (ইব্‌নু ইউসুফ) বাহিনী ইব্‌নু যুবায়র (রাঃ) -এর বিরুদ্ধে অভিযান চালায়, সে সময়ে তাঁরা উভয়ে কয়েকদিন পর্যন্ত ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ)-কে বুঝালেন। তাঁরা বললেন, এ বছর হজ্জ না করলে আপনার কোন ক্ষতি হবে না। আমরা আশঙ্কা করছি, আপনার ও বাইতুল্লাহ্‌র মাঝে বাধা সৃষ্টি হতে পারে। তিনি বললেন, আমরা আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সাথে রওয়ানা হয়েছিলাম। কিন্তু বাইতুল্লাহ্‌র পথে কাফির কুরাইশরা আমাদের বাধা হয়ে দাঁড়াল। তাই নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুরবাণীর পশু যবেহ করে মাথা মুড়িয়ে নিয়েছিলেন। এখন আমি তোমাদের সাক্ষি রেখে বলছি, আমি আমার নিজের জন্যে ‘উমরাহ্‌ ওয়াজিব করে নিয়েছি। আল্লাহ্‌ চাহেন তো আমি এখন রওয়ানা হয়ে যাব। যদি আমার এবং বাইতুল্লাহ্‌র মাঝে বাধা না আসে তাহলে আমি তাওয়াফ করে নিব। কিন্তু যদি আমার ও বাইতুল্লাহ্‌র মাঝে বাধা সৃষ্টি করা হয় তাহলে আমি তখনই সেরূপ করব যেরূপ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) করেছিলেন আর আমিও তাঁর সঙ্গে ছিলাম। অতঃপর তিনি যুল-হুলাইফা হতে ‘উমরাহ্‌’র ইহরাম বেঁধে কিছুক্ষণ চললেন, এরপরে বললেন, হজ্জ এবং ‘উমরাহ্‌’র ব্যাপার তো একই। আমি তোমাদের সাক্ষী রেখে বলছি, নিশ্চয়ই আমি আমার ‘উমরাহ্‌’র সাথে হজ্জও নিজের জন্যে ওয়াজিব করে নিলাম। তাই তিনি হজ্জ ও ‘উমরাহ্‌ কোনটি হতেই হালাল হননি। অবশেষে কুরবাণীর দিন কুরবাণী করলেন এবং হালাল হলেন। তিনি বলতেন, আমরা হালাল হব না যতক্ষণ পর্যন্ত না মক্কায় প্রবেশ করে একটি তাওয়াফ করে নিই।


সহিহ বুখারী, হাদিস নং ১৮০৭

27/06/2021

#ইসলামিক #আল্লাহ ‘আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্ণিতঃ

তিনি বলেন, বাজারে বিক্রি হচ্ছিল এমন একটি রেশমী জুব্বা নিয়ে ‘উমর (রাঃ) আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি এটি ক্রয় করে নিন। ‘ঈদের সময় এবং প্রতিনিধি দলের সঙ্গে সাক্ষাতের সময় এটি দিয়ে নিজেকে সজ্জিত করবেন। তখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে বললেনঃ এটি তো তার পোষাক, যার (আখিরাতে) কল্যানের কোন অংশ নেই। এ ঘটনার পর ‘উমর (রাঃ) আল্লাহ্‌র যত দিন ইচ্ছা ততদিন অতিবাহিত করলেন। অতঃপর আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর নিকট একটি রেশমী জুব্বা পাঠালেন, ‘উমর (রাঃ) তা গ্রহণ করেন এবং সেটি নিয়ে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট এসে বললেন, হে আল্লাহ্‌র রসূল! আপনি তো বলেছিলেন, এটা তার পোষাক যার (আখিরাতে) কল্যাণের কোন অংশ নেই। অথচ আপনি এ জুব্বা আমার নিকট পাঠিয়েছেন। তখন আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁকে বললেনঃ তুমি এটি বিক্রি করে দাও এবং বিক্রয়লব্ধ অর্থ দিয়ে তোমার প্রয়োজন পূরণ কর।


সহিহ বুখারী, হাদিস নং ৯৪৮
হাদিসের মান: সহিহ হাদিস
: আল হাদিস good morning

Want your business to be the top-listed Business in English Bazar?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

করিয়ালি বালাপাথার  new jalsah
তেল মাখানো কলা গাছের খেলা
উঠ কমেডি ভিডিও নতুন  সর্কেস খেলা
#ajmalallmedia  Games funny voice
#ajmalallmedia #15august2021  15 August
#ajmalallmedia #আল্লাহ manusto khella noy new comedy video
Kismat video 2021 tik tok
#ajmalallmedia #আল্লাহ  ঈদ শুভেচ্ছা রাশি রাশি,  মন রেখো হাসি-খুশি! গোস্ত খেও বেশি বেশি! Miss করোনা মুরগি-খাসি! দাওয়াত র...
#Banglanews #Bonna #ajmalallmedia  আসছে ঘুর্ণি ঝড়ে কি হয়েছে দেখো
#ajmalallmedia #আল্লাহ # হাই স্পিড মোটর বাইক দেখো
#ajmalallmedia #Banglanews #মালদা   Malda west bengal খুব বৃষ্টি হচ্ছে  সব ভাসিয়ে দিলো
#Banglanews #ajmalallmedia #coronavirus  Bhaluka road kariali malda কী হচ্ছে দেখো https://youtu.be/opZidXEIWCY

Telephone

Website

Address

English Bazar

Other Business Services in English Bazar (show all)
Prasad Interio , MALDA Prasad Interio , MALDA
Kanirmore
English Bazar, 732102

The Best Interior Designer in Malda

Mr Photographer Mr Photographer
GOYESHPUR KOLTAPARA JHALJHALIA
English Bazar, 732102

to make your shoot and big date ping me or call me soon

RANA SEKH RANA SEKH
Mahesh Mati
English Bazar, ROYPARA

all solutions

AK Printer Malda AK Printer Malda
English Bazar, 732101

RadhaKrishna Enterprise RadhaKrishna Enterprise
Mokdumpur
English Bazar

Wholesale price

Pioneer group of Trust. Rural Banking SHGL Pioneer group of Trust. Rural Banking SHGL
English Bazar, 732123

Self - help group loan, finance, Education, Health card services, kisan card service. Registration h

DJ Devbrota Babu Jot Prithwi Malda No 1 DJ Devbrota Babu Jot Prithwi Malda No 1
Malda Lover
English Bazar, 732208

Malda Lover

Chhoton Jewellery & Annapurna Guinea House Chhoton Jewellery & Annapurna Guinea House
Manikchak Ghat Road
English Bazar, 732202

Malda Network Marketing Group Malda Network Marketing Group
English Bazar, 732101

We are ready for updating your knowledge about Network Marketing.

S üjøy S üjøy
Malda
English Bazar

Bhumi Tea Bhumi Tea
Mihahat, Harish Chandra Pur , Malda
English Bazar, 732125

Wholesale of C.T.C tea , chaipatti .

Arundhati's Malda Arundhati's Malda
English Bazar, 732101

We manufacture and wholesale items.