Ghosh Educational Hub

একটি শিক্ষামূলক ও তথ্যমূলক গ্রুপ। এখানে বিভিন্ন চাকুরী সংক্রান্ত খবরা খবর প্রদান করা হয়।

18/05/2024
28/09/2023

📍📍📍📍📍📍📍📍📍📍📍📍📍

📚📒বর্তমানে যেসব ফর্ম ফিলাপ চলছে বা সামনে ফর্ম ফিলাপ হতে চলেছে তার কিছু খবরা খবর---
📌1. ফুড সাপ্লাই ইন্সপেক্টর (ফর্ম ফিলাপ হয়ে গেছে)
📌2. West Bengal প্রাইমারি টেট (ফর্ম ফিলাপ চলছে)
📌3.WBPSC Miscellaneous(খুব শীঘ্রই বিজ্ঞপ্তি বেরিয়ে যাবে)
📌4.Wbpsc Clerkship(সম্ভবত পুজোর পর বিজ্ঞপ্তি বেরোবে)
📌5.WBSLST (ডিসেম্বর মাসের মধ্যে বিজ্ঞপ্তি বেরোনোর সম্ভাবনা)
📌6.Kolkata Police constable(পুজোর পরই ফর্ম ছাড়বে)
📌7.WBP constable(নভেম্বর মাস নাগাদ ফর্ম ছাড়ার কথা)
📌8.SSC GD(নভেম্বর মাস নাগাদ ফর্ম ছাড়ার কথা)
📌9.Kolkata Police Sub- inspector (ফর্ম ফিলাপ হয়ে গেছে)
📌10.West Bengal Panchayat Karmi(ডিসেম্বর নাগাদ বিজ্ঞপ্তি বেরোবে)
📌11.West bengal Icds(প্রক্রিয়া শুরু হয়েছে)....etc

তাই চাকুরী প্রার্থীদের জন্য সামনে প্রচুর সুযোগ। সবাই সুযোগ কাজে লাগান।

🔴🟠🟡🟢🔵🟣🟤⚫⚪⚪⚫🟤🟣🔵🟢

28/09/2023

নেপালের ক্রিকেটার দীপেন্দ্র সিং আইরি টি টোয়েন্টি তে সবচেয়ে কম বলে হাফ সেঞ্চুরি করার রেকর্ড করলেন।তিনি এশিয়ান গেমসে মঙ্গোলিয়ার বিরুদ্ধে 9 বলে হাফ সেঞ্চুরি করেন।এর আগে ভারতের যুবরাজ সিং এর করা 12 বলে হাফ সেঞ্চুরি ছিল সবচেয়ে কম বলে করা হাফ সেঞ্চুরি।

28/09/2023

১। দিল্লিকে র‍্যালি শহর বলা হয়।
২।মুপান্দাল বায়ু শক্তি কেন্দ্র তামিলনাড়ুতে অবস্থিত।
৩। অলংকার শিল্পের সঙ্গে জড়িত স্পেশাল ইকোনমিক জোন হলো মনিকাঞ্চন।
৪।"Tea,Timber and Tourism "-এই শিল্প পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলার সাথে সম্পর্কযুক্ত।
৫। সুকন্যা সমৃদ্ধি যোজনা চালু হয়েছিল 2015 সালে।
৬। নীতি আয়োগ এর সভাপতি প্রধানমন্ত্রীর স্বয়ং।
৭। অর্থনৈতিক পরিকল্পনা হলো একটি যুগ্ম তালিকা।
৮। বরফের গলন একটি ভৌত পরিবর্তন।
৯। সরলতম জৈব যৌগ হলো মিথেন।
১০। লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়।

28/09/2023

আজকের প্রশ্ন
পর্ব -30

কমলালেবুর শহর কোন শহরকে বলা হয়?

Photos from Ghosh Educational Hub's post 28/09/2023

27/09/2023

#সাধারনজ্ঞান

1.মুর্শিদাবাদ জেলাকে মাঝবরাবর দু'ভাগে ভাগ করেছে ভাগিরথী নদী।
2.পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু।
3.বেলজিয়ামের রাজধানী ব্রাসেলস।
4.ভারতের সবচেয়ে বেশি তামাক চাষ হয় অন্ধ্রপ্রদেশে।
5.তিনবিঘা করিডর ভারত ও বাংলাদেশ এর মাঝে অবস্থিত।
6.বিশ্বকাপ ক্রিকেট -2023 অনুষ্ঠিত হবে ভারতে।
7.রাফায়েল নাদাল টেনিস খেলার সঙ্গে যুক্ত।
8.ডাটুরিন উপক্ষার ধুতুরা গাছে পাওয়া যায়।
9.সবচেয়ে ভঙ্গুর ধাতু বিসমাথ।
10.কলকাতা হাইকোর্টের বর্তমান প্রধান বিচারপতি হলেন টি এস শিবজ্ঞানম।

27/09/2023

এবছর দাদাসাহেব ফালকে পুরস্কার পাচ্ছেন বিশিষ্ট অভিনেত্রী ওয়াহিদা রহমান।
কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অনুরাগ ঠাকুর পুরস্কার প্রাপক হিসেবে তাঁর নাম ঘোষণা করেছেন।

23/09/2023

আজকের প্রশ্ন
পর্ব -29

2019 সালের ওয়ান ডে ক্রিকেট বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছিল কোন দেশ?

22/09/2023

আজকের প্রশ্ন
পর্ব -28

সবচেয়ে ছোট সংমিশ্র সংখ্যা কত?

21/09/2023

প্রাথমিক টেট প্রস্তুতি -2023
শিশু মনস্তত্ব

1. থর্নডাইককে মনস্তত্ত্বের সংযোজনবাদ দৃষ্টিভঙ্গির সমর্থক বলা যায়।

2. 'সাইকো অ্যানালাইটিক'-মতবাদের প্রতিষ্ঠাতা হলেন বিশিষ্ট মনোবিজ্ঞানী সিগমন্ড ফ্রয়েড।

3. শিক্ষাকে আমি মনস্তত্ত্ব ভিত্তিক করতে চাই--এই বিখ্যাত উক্তিটি করেছিলেন পেস্তালাৎসি।

4. বংশগতির ক্ষুদ্রতম উপাদান হলো জিন। জিন নামকরণ করেছিলেন জোহানসেন মুলার।

5. সামাজিকীকরণ হলো একটি শিখন প্রক্রিয়া।

6.পিঁয়াজে প্রজ্ঞামূলক বিকাশের স্তরের ক্ষেত্রে চারটি স্তরের কথা বলেছেন।

7. ব্যক্তিগত পার্থক্য নির্ভর করে বংশধারা এবং পরিবেশের উপর।

8.টারম্যান এর দ্বারা বুদ্ধি বন্টনের যে তালিকা প্রস্তুত করা হয়েছে তাতে যাদের বুদ্ধ্যাঙ্ক 140 এর বেশি তারা অত্যন্ত মেধাবী হিসেবে পরিগণিত হয়েছে।

9. স্কিমা ধারণাটির উদ্ভাবক হলেন মনোবিজ্ঞানী আর্ট বার্টলেট।

10. শিক্ষাক্ষেত্রে ট্যাবুলা বেস শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন জন লক।

21/09/2023

#কিরীটেশ্বরীমন্দির #কিরীটেশ্বরী #পর্যটনগ্রাম

21/09/2023

আজকের প্রশ্ন
পর্ব -27
Enforcement Directorate (ED)
এর নতুন কার্যকরী ডিরেক্টর কে হলেন?

21/09/2023

Food si Gk
1. ভারতের মিসাইল ওমেন হলেন টেসি থমাস।

2. একাদশ পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছিল মনমোহন সিং এর নেতৃত্বে।

3. পানিপথের প্রথম যুদ্ধে বাবর কামান ব্যবহার করেছিলেন।

4. ভারতের একমাত্র মহিলা প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী।

5. উত্তর-পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে।

6. আন্তর্জাতিক বিচারালয় রয়েছে দি হেগ শহরে।

7. মেঘদুত বইটি কালিদাসের লেখা।

8. উত্তর কোরিয়ার রাজধানী হলো পিয়ং ইয়ং।

9. 'খেলা হবে' নামক প্রকল্প চালু করল পশ্চিমবঙ্গ সরকার।

10. কলিঙ্গ পুরস্কার বিজ্ঞান বিভাগে দেওয়া হয়।

19/09/2023

প্রাথমিক টেট -2023 প্রস্তুতি
মডেল প্রশ্ন
Prepared by Santu Ghosh
পরিবেশ বিদ্যা
(কনটেন্ট)
------------------------------
1. বাস্তুতন্ত্রে বিয়োজক কারা?
ব্যাকটেরিয়া/সবুজ উদ্ভিদ/মানুষ/বেনথস

2. নিচের কোনটি মানবদেহের শক্তি উৎপাদক হিসেবে ব্যবহৃত হয় না?
বিরিয়ানি/পাউরুটি/জল/ডিম

3. ভারতের জাতীয় বৃক্ষ কোনটি?
বট/ছাতিম/বেল/নিম

4. বিশ্ব পরিবেশ দিবস কবে পালন করা হয়?
5ই জুন/5ই জুলাই/11ই আগস্ট//10ই ডিসেম্বর

5. সৌরজগতের সবচেয়ে বড় উপগ্রহ কোনটি?
চাঁদ/সূর্য/টাইটান/ফোবোস

6. সর্বোচ্চ তড়িৎ ঋণাত্মক মৌল হলো--
সিজিয়াম/রুপা/পারদ/ফ্লুরিন

7. নিচের কোনটি বংশগত রোগ নয়?
টাক পড়া/বর্ণান্ধতা/হিমোফিলিয়া/লিভার সিরোসিস

8. নিম্নের কোনটি বাদ্যযন্ত্র নয়?
পাখোয়াজ/মৃদঙ্গ/সানাই/তমশা

9. নিম্নের কোন নদীটি জলদাপাড়া অভয়ারণ্যের মধ্য দিয়ে গিয়েছে?
মহানন্দা/আত্রাই/হলং /সাংপো

10.রক্তাল্পতা রোগ কিসের অভাবে হয়?
অক্সিজেন/হিমোগ্লোবিন/অ্যালকোহল/কোনোটিই নয়

18/09/2023

প্রাইমারি টেট -2023
ম্যাথ কনটেন্ট
মডেল প্রশ্ন
Prepared by Santu Ghosh

1. প্রথম 30টি স্বাভাবিক সংখ্যার সমষ্টি কত?
a.30
b.900
c.465
d.none

2.একটি সরলকোনের মান একটি সমকোনের --
a.দ্বিগুণ
b.তিনগুন
c সমান
d.অর্ধেক

3.একটি ত্রিভুজের তিনটি বাহুর দৈর্ঘ্য যথাক্রমে 3সেমি,8সেমি ও 13সেমি। ত্রিভুজ টি কী ধরনের?
a.সমকোণী
b.সূক্ষকোণী
c.বিষমবাহু
d.বাস্তবে ত্রিভুজটি অস্তিত্বহীন

4. 6ঘন্টার1/6অংশ=30মিনিটের কতগুন ?
a.2
b.3
c.1
d.5

5.147×143×144 এর এককের ঘরের অঙ্ক কী হবে?
a.4
b.6
c.9
d.3

6.4*2*3=29,2*5*1=30 হলে 5*1*3=?
a.35
b.36
c.41
d.কোনোটিই নয়

7. 4.7+7.4+0.9-5.0=?
a.13-4.0+4.0-0.9
b.8.0-5.0+1.2
c.5+0.5+0.6+0.9+1.0
d.4.6+6.4

$$$$$Santu Ghosh $$$$

8.কোনো সংখ্যার দুই -তৃতীয়াংশ 22 হলে সংখ্যাটির তিনগুণের সঙ্গে কত যোগ করলে 200 এর অর্ধেক হবে?
a.1
b.-1
c.0
d.2

9.চার অঙ্কের ক্ষুদ্রতম পূর্ণবর্গসংখ্যার অঙ্ক গুলির গুনফল কত?
a.0
b.8
c.4
d.কোনোটিই নয়

10.একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফল 100 বর্গসেমি। উহার কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মূল ক্ষেত্রফলের কতগুন?
a.√2
b.2
c.3
d.√3

13/09/2023

আগামী 10ই ডিসেম্বর এবছরের প্রাইমারি টেট অনুষ্ঠিত হবে।

08/09/2023

#ফুডসাপ্লাইইনস্পেক্টর
গড়
শতকরা
লাভক্ষতি

1. বিরাট কোহলি দশম ইনিংসে 56 রান করায় তার রানের গড় বাড়ল 2।দশটি ম্যাচের পর তার রানের গড় কত হল?
a.48
b.36
c.38
d.none

2.সাতটি ক্রমিক জোড় সংখ্যার গড় 16। সবচেয়ে বৃহত্তম সংখ্যার দ্বিগুণ কত?
a.18
b.22
c.44
d.10

3.তিন বছর আগে 5 জনের একটি পরিবারের গড় বয়স ছিল 17 বছর। একজন শিশুপুত্র জন্মগ্রহণ করায় তাদের গড় বয়স একই আছে। শিশুপুত্রটির বর্তমান বয়স কত বছর?

a.2
b.3
c.4
d.কোনোটিই নয়

4.একটি ট্রেন প্রথম 10 মিনিট ঘন্টায় 60 কিমি বেগে ও পরের 10 মিনিট ঘন্টায় 90 কিমি বেগে চলল। ট্রেনটির গড় গতিবেগ কত কিমি/ঘন্টা?
a.75
b.72
c.80
d.10

5.টাকায় 35টি লজেন্স বিক্রি করে এক ব্যক্তির 25%ক্ষতি হয়েছে।টাকায় কটি করে লজেন্স বিক্রি করলে 25%লাভ হত?

a.44
b.25
c.20
d.21

6.একটি পুস্তক বিক্রেতা ধার্যমূল্যের ওপর 20% ছাড়ে পুস্তক কিনে আনেন।তিনি যদি ধার্যমূল্যে পুস্তক বিক্রি করেন তবে তার লাভের শতকরা হার কত?
a.20%
b.25%
c.26%
d.10%

7.একটি ঘড়ি 150টাকায় বিক্রি করে 25%ক্ষতি হয় ।ঐ ঘড়িটি 200টাকায় বিক্রি করলে শতকরা কত লাভ হবে?
a.10%
b.25%
c.20%
d.0%

8.বিক্রয়মূল্যের ওপর 25%ক্ষতি হলে ক্রয়মূল্যের ওপর কত শতাংশ ক্ষতি হবে?
a.33%
b.25%
c.10%
d.20%

9.এক অসৎ ব্যবসায়ী 20%লাভে দ্রব্য বিক্রি করে এবং ওজনে 25%কম দেয়।ঐ ব্যক্তির মোটের উপর কত শতাংশ লাভ হয়?
a.25%
b.60%
c.26%
d.50%

10.চিনির মূল্য 10% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তি 110টাকায় 2কেজি চিনি কম পান।দাম বৃদ্ধির পূর্বে প্রতি কিলোগ্রাম চিনির মূল্য কত টাকা ছিল?
a.55
b.5
c.5.50
d.কোনোটিই নয়

06/09/2023

চলতি মাসেই প্রাইমারি টেটের বিজ্ঞপ্তি প্রকাশের সম্ভাবনা...সোর্স News 18 বাংলা

06/09/2023

#ফুডসাপ্লাইইনস্পেক্টর
গড় ও শতকরা
Preparation for food si

1. একজন পরীক্ষার্থী 32% নম্বর পেয়ে 18 নম্বরের জন্য ফেল করলো। ওই একই পরীক্ষায় অন্য একজন পরীক্ষার্থী 37% নম্বর পেয়ে পাশ নম্বর থেকে 12 নম্বর বেশি পেল। পরীক্ষার পাশ নম্বর কত ছিল?
600
210
310
120

2. এক ব্যক্তির বেতন পরপর দুবার যথাক্রমে 10% ও20% কমল এবং শেষবার 10% বৃদ্ধি পেয়ে মোটের উপর বেতন হল 9900 টাকা। ওই ব্যক্তির প্রাথমিক বেতন কত টাকা?
12000
13000
12500
কোনোটিই নয়

3. কোনো পরীক্ষায় 40% পরীক্ষার্থী ইংরেজিতে, 30% পরীক্ষার্থী গণিতে ফেল করলো। উভয় বিষয়ে 15% পরীক্ষার্থী ফেল করলে, শতকরা কতজন উভয় বিষয়ে পাশ করলো?
50
30
65
45

4. চিনির মূল্য 20% বৃদ্ধি পেল, খরচ অপরিবর্তিত রাখতে চিনির ব্যবহার কত শতাংশ কমাতে হবে?
20
25
76/5
100/6

5.বৃত্তের ব্যাসার্ধ 10% বৃদ্ধি পেলে তার ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
10
30
21
কোনোটিই নয়

6.3 জন ছাত্রের গড় বয়স 12 বছর। ছাত্র তিন জনের বয়সের অনুপাত 3:4:5 হলে সবচেয়ে বড় ছাত্রটির বয়স কত বছর?
9
15
12
কোনোটিই নয়

7. পরপর পাঁচটি বিজোড় সংখ্যার গড 37। সবচেয়ে বড় সংখ্যাটি কত?
39
38
41
43

8. একজন ব্যাটসম্যান একাদশতম ইনিংসে 80 রান করায় তার রানের গড় পূর্বের চেয়ে 5 বৃদ্ধি পেল। আগের দশটি ইনিংসে তার রানের গড় কত ছিল?
25
35
33
75

9. এক ব্যক্তি তার সমগ্র যাত্রাপথের প্রথম অর্ধেক 60কিমি/ঘন্টা ও শেষ অর্ধেক 40কিমি/ঘন্টা বেগে গেলে, সমগ্র যাত্রাপথে তার গড় গতিবেগ কত কিমি/ঘন্টা ছিল?
50
55
48
100

10. 12টি পর্যবেক্ষণের গড় 50। পরে হিসাব করে দেখা গেল 26 এর পরিবর্তে 62 ও 53এর পরিবর্তে 35 নেওয়া হয়েছে। 12টি পর্যবেক্ষণ এর প্রকৃত গড় কত?
51.5
48.5
50
উপরোক্ত কোনোটিই নয়

11. প্রথম 21 টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
21
11
31
4
12.12টি সংখ্যার গড় 44। প্রতিটি সংখ্যাকে কত গুণ করা হলে নতুন সংখ্যা গুলির গড় হবে 440?
10
11
144
440
13.5টাকায় 5টি লেবু কিনে 7টাকায় 5টি হিসেবে বিক্রি করলে লাভের শতকরা হার কত হবে?
20%
60%
50%
40%
14.একটি ক্রিকেট ম্যাচে 10ওভারে রানের গড় 4.2।বাকী 40ওভারে রানের গড় কত হলে মোট রান হবে 292?
6.25
6.50
6.75
7.0

15. একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য ও প্রস্থ উভয়কে দ্বিগুণ করা হলো। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পাবে?
400
800
600
300

06/09/2023

প্রাথমিক টেটে সংরক্ষিত
প্রার্থীদের পাশ নাম্বার 82- ই রইল। জানিয়ে দিল 3rd বেঞ্চ..

Photos from Ghosh Educational Hub's post 05/09/2023

মুর্শিদাবাদ জেলায় আশা কর্মী নিয়োগ হবে। আশা কর্মী নিয়োগের জন্য ফর্ম ফিলাপ চলবে 1লা সেপ্টেম্বর,2023 থেকে 25শে সেপ্টেম্বর,2023পর্যন্ত।সবাই https//murshidabad.gov.in ওয়েবসাইটে গিয়ে আপনার নিজস্ব ব্লকের কোথায় কোথায় আশা কর্মী নেওয়া হবে তার লিস্ট ডাউনলোড করতে পারবেন। হরিহরপাড়া ব্লকের লিস্ট নিচে দেওয়া হল।

04/09/2023

#ডুরান্ডকাপ
একনজরে ডুরান্ড কাপ
_______________________
🟣 ডুরান্ড কাপের নামকরণ করা হয়েছে স্যার হেনরি মার্টিমার ডুরান্ডের নামে।

🟣 প্রতিযোগিতা টি শুরু হয়েছিল 1888সালে সিমলাতে।

🟣 প্রতিযোগিতাটি এশিয়ার সবচেয়ে প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা এবং বিশ্বের পঞ্চমতম প্রাচীন ফুটবল প্রতিযোগিতা।

🟣 এবছর অর্থাৎ ২০২৩ সালে মোহনবাগান সুপার জায়ান্টস এই কাপ জিতল। এই নিয়ে তারা ১৭ বার এই ট্রফি জিতল, যা দল হিসেবে সবচেয়ে বেশিবার এই ট্রফি জয়। ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এই ট্রফি ১৬ বার জিতেছে।

🟣 ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব এ বছর এই প্রতিযোগিতায় রানার্স আপ হল।

🟣 এবছর প্রতিযোগিতায় সবচেয়ে বেশি ছটি গোল করে সোনার বুট পেলেন মহামেডান স্পোর্টিং ক্লাবের ডেভিড লাললানসাঙ্গা।

*Ghosh Educational Hub*

🟣 দুর্দান্ত গোলকিপিং করে এ বছরের প্রতিযোগিতায় গোল্ডেন গ্লাভস পুরস্কার পেলেন মোহনবাগানের গোলরক্ষক বিশাল কেইথ।

🟣 দুর্দান্ত ফুটবল উপহার দিয়ে এবছরের প্রতিযোগিতায় সোনার বল পেলেন ইস্টবেঙ্গলের নন্দকুমার সেকার।

Join group chat on Telegram 02/09/2023

সাপ্তাহিক কুইজ ও মকটেস্ট দেবার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত হন

Join group chat on Telegram

28/08/2023

বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের জ্যাভলিন থ্রো-তে নীরজ চোপড়া সোনা জিতলেন।
অভিনব বিন্দ্রার পর অলিম্পিক ও বিশ্ব চ্যাম্পিয়নশিপে স্বর্ণপদক জয়ী ভারতের দ্বিতীয় খেলোয়াড় হলেন নীরজ চোপড়া।

24/08/2023

23/08/2023

আপার প্রাইমারি রেজাল্ট প্রকাশিত হয়েছে।

23/08/2023

আজকের জিকে
ফুড সাপ্লাই ইন্সপেক্টর প্রস্তুতি
তাং-23/08/2023

1. ভারতের কোন মহিলা প্রথম কেন্দ্রীয় মন্ত্রী হয়েছিলেন?
ইন্দিরা গান্ধী/রাজকুমারী অমৃতা কাউর/সুচেতা কৃপালিনী/সরোজিনী নাইডু

2. গরবা কোন রাজ্যের লোকনৃত্য?
আসাম/গুজরাট/পাঞ্জাব/হরিয়ানা

3. একজন বিখ্যাত ঠুমরি গায়ক হলেন--পণ্ডিত ঋত্বিক সান্যাল/শুভা মুদগল/পন্ডিত যশরাজ/ওস্তাদ বড়ে গুলাম আলী খান

4. বিধানসভার সদস্য হওয়ার জন্য নূন্যতম কত বছর বয়স প্রয়োজন?
28/25/35/30

5. নিম্নলিখিত কোন রাজ্যে বিধান পরিষদ নেই?
উত্তর প্রদেশ/বিহার/মহারাষ্ট্র/কেরল

6. নিম্নলিখিত কোন ব্যক্তি একদা ভারতের মুখ্য নির্বাচন কমিশনার ছিলেন?
টি এন শেষণ/শংকরদয়াল শর্মা/আর কে নারায়নন/পি এ সাংমা

7. পশ্চিমবঙ্গ বিধানসভায় মোট কত টি আসন রয়েছে?
294/550/72/42

8. নিচের বিকল্পগুলির মধ্যে কোনটি ভেক্টর রাশি?
ভরবেগ/চাপ/শক্তি/কার্য

9. টিটাগড় কোন শিল্পের সঙ্গে সংযুক্ত?
লৌহ ইস্পাত//অ্যালুমিনিয়াম//কাগজ//তামা

10. ভারত সরকারের স্মার্ট সিটির প্রাথমিক তালিকায় পশ্চিমবঙ্গের কয়টি শহর ছিল?
4/3/2/6

(উত্তর পেতে হোয়াটসঅ্যাপ করুন 9153930362 নম্বরে)

22/08/2023

ফিফা মহিলা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো স্পেন। তারা ফাইনালে ইংল্যান্ড কে 1-0 গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হলো।

এক নজরে মহিলা ফুটবল বিশ্বকাপ -2023
----------------------------------------------------------
আয়োজক -অস্ট্রেলিয়া এবং নিউজিল্যান্ড
মোট প্রতিযোগিতা মূলক দেশ -32
চ্যাম্পিয়ন-স্পেন
রানার্স আপ-ইংল্যান্ড
তৃতীয় স্থান-সুইডেন
চতুর্থ স্থান-অস্ট্রেলিয়া
ফেয়ার প্লে ট্রফি -জাপান
সেরা ফুটবলার -আইতানা বনমাতি (স্পেন)
শীর্ষ গোলদাতা -হিনাতা মিয়াজাওয়া -5টি (জাপান)
স্পেন হলো সেই দেশ যারা পুরুষদের পাশাপাশি মহিলা ফুটবল বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো।
এর আগে এই কৃতিত্ব অর্জন করেছে জার্মানি ফুটবল দল।

Want your school to be the top-listed School/college in Hariharpara?
Click here to claim your Sponsored Listing.

Category

Telephone

Website

Address

Hariharpara

Opening Hours

Monday 9am - 5pm
Tuesday 9am - 5pm
Wednesday 9am - 5pm
Thursday 9am - 5pm
Friday 9am - 5pm
Saturday 9am - 5pm
Sunday 9am - 5pm

Other Education in Hariharpara (show all)
Tarifa Memorial Institute of Pharmacy Tarifa Memorial Institute of Pharmacy
Hariharpara

Diploma in Pharmacy College (D.Pharm)

Hariharpara SAHAJ PATH academy Hariharpara SAHAJ PATH academy
Hariharpara School Road
Hariharpara

Rajeev Gandhi Youth Computer Saksharta Mission Rajeev Gandhi Youth Computer Saksharta Mission
Hariharpara Water Tank
Hariharpara, 742166

RGYCSM HARIHARPARA

GK MR.com GK MR.com
Hariharpara, 742166

Daily GK question & answer.West Bengal

Sova Public School Sova Public School
Sova Public School(Miyarbagan Branch), Babur Market 1st Floor, Kashimnagar Road, Murshidabad
Hariharpara, 742165

1. Nursery School 2. Nursing and Paramedical