Indra Jeet
FIGHT FOR DEMOCRACY BJP
ভারতীয় জনতা পার্টির ৪২তম প্রথিষ্ঠা দিবসে সহকর্মীদের সাথে পতাকা উত্তোলন। বিশ্বের সব চেয়ে বড়ো রাজনৈতিক দলের প্রথিষ্ঠা দিবসে সকল জাতীয়তাবাদী মানুষকে গৈরিক অভিনন্দন।
বিজেপি জিন্দাবাদ। ভারত মায়ের জয় হোক।
আমরা এইসব নিয়ে একদম ভাববো না। দেশ এগিয়েছে তো কি হয়েছে, আমরা ভাতা ভিক্ষা নিয়েই সুখী।
Thanks Modiji. 100 crores vaccinated in 287 days.
উনি যখন বিরোধী আসনে ছিলেন তখন বন্যা ম্যানমেড ছিল না, এখন শেষ ১০ বছরে যখনই বন্যা হয় তখন ই ম্যানমেড। এগিয়ে বাংলা।।
আজ বেগড়ীতে "রাষ্ট্রবাদী সমাজসেবী সংগঠন" এর পক্ষ থেকে প্রায় ২০০০ দুস্থ মা বোনেদের হাত এ বস্ত্র তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে "আমন্ত্রিত অতিথি" হিসাবে উপস্থিত থাকতে পেরে আমি ধন্য। আমি এই সংগঠনের প্রত্যেক কার্য্যকর্তা কে এই মহত উদ্দেশ্য নিয়ে এই অনুষ্ঠান করার জন্য ধন্যবাদ জানাই।
আপনি যত ভোটেই জিতুন বা হারুন ৫৩% পলিং প্রমাণ করছে ভবানীপুর আপনাকে চায় না, আপনাকে ভয় পায়।
নন্দীগ্রাম পেরেছিল। ভবানীপুর কি পারবে?
https://www.facebook.com/237083810442081/posts/1037233093760478/
মানুষের মৃতদেহের সাথে কুকুরের মৃতদেহের তুলনা। আর কতটা নির্মম হবেন?
https://www.facebook.com/1893889227306378/posts/4992545210774082/
অনেক শুভেচ্ছা ও অভিনন্দন।।
প্রেমের শুরু ঝালমুড়ি দিয়ে, শুভ পরিণয় হল আজ।
আশা করি এবার বিরোধীরা পেট্রল ও ডিজেলের দাম বাড়া নিয়ে রাস্তায় নামবেন না। কারন অবিজেপি রাজ্যের প্রতিনিধিরা পেট্রল ও ডিজেলে GST লাগু করতে দিলেন না।
ডুমুরজলা স্টেডিয়াম আর খেলার মাঠ থাকবে না। ওখানে ৬০ তলা আবাসন ও মল হবে। "খেলা হবে" শ্লোগানে আগমন এদিকে খেলার জায়গাই বেচে দেওয়া হল। এগিয়ে বাংলা।
#বেচুনদিদি
77CR vaccinatiom done in India. 60% of the Indian population 1st vaccination done. Those who raised questions on the ability of Modi Govt that "How the Govt will provide vaccination to this huge population?", here is the reply. Well done Sir. We are proud of you for your vaccination drive. There cannot be a better way to celebrate your birthday by vaccinating nearabout 2 CR Indians today.
রাজ্যের ১০ কোটি মানুষকে ঠিকমত ভ্যাকসিন দিতে পারছেন না, কিন্তু মোদিজী ইতিমধ্যেই ৭৫ কোটি ভ্যাকসিন দেশবাসীর স্বার্থে জনগনের কাছে পৌঁছে দিয়েছেন। দলাদলি না করে ঠিকমত ভ্যাকসিন টা বিতরণ করলে এতদিনে রাজ্যের অনেক বেশী মানুষ ভ্যাকসিন টা পেতেন। ৩রা সেপ্টেম্বর এর হিন্দুস্থান টাইমস এর মতে বাংলা ভ্যাকসিন প্রধানে সর্বশেষ নাম্বার এ আছেন। এগিয়ে বাংলা।।
https://www.google.co.in/amp/s/www.hindustantimes.com/india-news/with-41-population-receiving-1st-jab-of-vaccine-bengal-ranks-last-in-states-101630653258674-amp.html
তাহলে তো খুব চাপ।।।
ভবানীপুরে আপনি জেতার ব্যাপারে এতো কনফিডেন্ট তাহলে আপনার মন্ত্রীরা প্রচারে কেন?
দিনে ১কোটির বেশী ভ্যাকসিন, দেশে প্রায় ৬৫ কোটির ভ্যাকসিন। আর যারা ভারতের GDP নিয়ে খুব বেশী চিন্তিত ছিলেন যে দেশটা COVID পরিস্থিতি তে রসাতলে গেল তাদের জন্য উপহার এই ২০% আর্থিক বৃদ্ধি। দেশের মানুষরা এবার হয়ত বুঝতে পারছেন এই প্যান্দামিকে ২০ হাজার লক্ষ কোটির আর্থিক প্যাকেজ কেন আনা হয়েছিল? কেন জোর দেওয়া হয়েছে "মেক ইন ইন্ডিয়া" প্রজেক্ট এর ওপর?
ভোট পরবর্তী হিংসা নিয়ে বিজেপি নাকি মিথ্যা কথা বলেছিল, কিন্তু মহামান্য আদালত ও কি মিথ্যা বলছে? জনগণ বিচার করবেন।
ভারতীয় জনতা যুব মোর্চা, জেবিপুর ৩নং মণ্ডলের উদ্যোগে মাকড়দহ শ্মশানধারের নিকট ভারতমাতার আরাধনা। ভারতমাতার জয় হোক।
ওড়িশা হকি সংস্থার প্রধান কে ?
উঃ দিলীপ তির্কে।
যোগ্যতা কি ?
উঃ প্রাক্তন অলিম্পিয়ান এবং ভারতীয় দলের অধিনায়ক। ভারতীয় হকি দলের নির্ভরযোগ্য সেন্টার ব্যাক। বর্তমানে বিজু জনতা দলের রাজ্যসভার সাংসদ।
বেঙ্গল হকি সংস্থার প্রধান কে ?
উঃ স্বপন বন্দোপাধ্যায় ওরফে বেবুন।
যোগ্যতা কি ?
উঃ রক্তদান এবং কম্বলদান। সম্পর্কে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের ভাই। হকির স্টিক জীবনে হাতে ধরেন নি।
ফলাফল ?
উঃ ওড়িশায় "প্রতিষ্ঠান তৈরি", বাংলায় "প্রতিষ্ঠানকে তছনছ করে দেওয়া"...
খেলাধুলাকে expert, ক্রীড়ানুরাগীদের হাত থেকে ছিনিয়ে নেওয়ার ইতিহাস সিপিএম শুরু করেছিল সুভাষ চক্রবর্তী - রমলা চক্রবর্তীর মাধ্যমে। কিন্তু সেটি তৃণমূল সরকার এমন এক জায়গায় নিয়ে গেছে যে বাংলার খেলাধূলার বারোটা বেজে গেছে। আগে ব্যাডমিন্টন, টেনিস, কুস্তি, ভারোত্তোলন, টেবিল টেনিস, সাঁতার সব খেলা থেকেই কোনো না কোনো চ্যাম্পিয়ন বাংলা থেকে বেরোতো। এখন বেশিরভাগ ক্রীড়াবিদকেই অন্য রাজ্যে পালিয়ে যেতে হয়। SAI -এর টেবিল টেনিস High Performance Center-টি কলকাতাতেও আছে। কিন্তু যা অবস্থা, ঐটাও সরে যাবে রাজ্য থেকে খেলোয়াড় না বেরোলে।
বেঙ্গল অলিম্পিক এসোসিয়েশন-এর প্রধান কে ?
উঃ অজিত বন্দোপাধ্যায়।
সম্পর্কে কে ?
উঃ মমতা ব্যানার্জীর দাদা। স্বপনের আপন ভাই।
যেমন করে বাম আমলে সব ক্রীড়া সংস্থার মাথায় সুভাষ ও রমলা চক্রবর্তী বসে থাকতেন, ক্রীড়াবিদদের "পার্টির ক্যাডার" বানাতেন, তৃণমূলের সময় একই অবস্থা "ব্যানার্জী পরিবার" করে ছেড়েছে। রাজ্যের ২০+ ক্রীড়া সংস্থার মাথায় বসে আছেন মমতা ব্যানার্জীর কোনো না কোনো ভাই।
ফলাফল ?
রাজনীতিকদের আমরা গালাগালি দিই। কিন্তু ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পাটনায়ক একাধিক খেলায় ওড়িশাকে দেশের "Sports Powerhouse" বানিয়ে তুলেছেন "প্রতিষ্ঠান তৈরি"-কে সর্বোচ্চ জায়গায় স্থান দিয়ে। পরিকাঠামো, স্পনসরশিপ, যুব পর্যায়ে কোচের ব্যবস্থা, বিশ্বমানের জিম ও ডাক্তারের ব্যবস্থা। কলিঙ্গ স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা। "ওড়িশার পাপ্পু" (নবীন পটনায়কের ডাকনাম "পাপ্পু") ওড়িশাকে আলাদা আত্ম বিশ্বাসের যোগান দিয়ে দিয়েছেন। উল্টোদিকে বাংলার ক্রীড়ামহল হতাশায় ভুগছে।
কেউ বিশ্বাস করবে, যে বাংলায় বিশ্বের প্রাচীনতম হকি প্রতিযোগিতা বেটন কাপ শুরু হয়েছিল, তার নিজস্ব কোনো astro turf নেই ! বেঙ্গল হকি সংস্থার সচিব পদ থেকেও অলিম্পিয়ান গুরুবাক্স সিংহকে সরিয়ে দিয়েছে তৃণমূলীরা।
খালি ওই "সুভাষদা"-র মতোই পুরো ক্রীড়া ব্যবস্থাকে নিজের পার্টির বশংবদ করার লক্ষ্য মমতা ব্যানার্জীর।
যার ফলে অতনু দাস, প্রণতি নায়করা অন্য রাজ্যে চলে গেছেন।
আরো উল্লেখযোগ্য বিষয়: *ভারতীয় পুরুষ ও মহিলা হকির স্পন্সর হল উড়িষ্যা। কিন্তু নবীন পট্টনায়ক কোনো দিন ঢাক পেটান নি।
থেকে সংগৃহীত।।
তোমার অকাল প্রয়াণে আমরা শোকস্তব্ধ ও মর্মাহত। যেখানেই থাক ভাল থেকো দাদা।
Together we fight together we win.
Bharat Mata Ki Jay.
শুভ নববর্ষ ১৪২৮।
সকলে ভাল থাকুন, সুস্থ থাকুন।
অযোগ্যরাই ধর্নায় বসে বলা পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী নিজেই ধর্নায় বসে প্রমাণ করে দিলেন তিনি মুখ্যমন্ত্রী পদের অযোগ্যা।
অনুপমদা রাজিবদা জিতছে,
২রা মে গেরুয়া আবির উড়ছে।।
যে যাত্রা তাপসী মালিকের লাস নিয়ে শুরু হয়েছিল সে যাত্রা শীতলকুচির ৪টে লাস দিয়ে শেষ হবে।
পশ্চিমবাংলায় লাশের রাজনীতির অবসান ঘটতে চলেছে।
সকাল সকাল চুপ চাপ
রাজীব দা কে পদ্মে ছাপ।
ভারত মাতা কি জয়।
আগামী ৬ই এপ্রিল আসছে দিন
পদ্ম চিন্হে ভোট দিন।
জেবিপুরের ভূমিপুত্র অনুপম দা কে জিতিয়ে দিন
সোনার বাংলা গড়তে দিন।
জেবিপুর বলছে অনুপম দা জিতছে।
ডোমজুড় আজ গেরুযাময়। আজকের জনপ্লাবন বলছে মানুষ বিজেপি কে চাইছে।
লড়ছি লড়ব, সোনার বাংলা গড়ব।।
এটা কোন শ্রী তে পাওয়া সাইকেল নয়।
দেখ রে খুলে দুনয়ন
ঝুলছে তোর উন্নয়ন।
#দিদিআরফিরছেনা
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Jagat Ballav Pur
Howrah
কর্মাধ্যক্ষা - বিদ্যুৎ ও অচিরাচরিত শক্তি। হাওড়া জেলা মহিলা তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদিকা
Howrah, 711410
Official page of MLA,183,Jagatballavpur assembly constituency. Director, South Bengal State Transport Corporation
Duillya-beltala, Howrah
Howrah, 711302
Member and Supporter of Aam Aadmi Party.Join Aam Aadmi Party for transform India.
Bhattanagar
Howrah, 711203
PRESIDNT -BALLY KENDRA TRINAMOOL YOUTH CONGRESS COMMITTEE. GENERAL SECRETARY-HOWRAH DISTRICT TRINAMO