জীবন গঠনের পথে
জীবন গঠনের পথে - " দেশের জাতীয়তাবাদী Entrepreneurship YouTube Channel " Overall Good
বিধান চন্দ্র রায় এমডি ডিএসসি এমআরসিপি, এফআরসিএস; একজন বিশিষ্ট ভারতীয় চিকিৎসক, শিক্ষাবিদ, সমাজসেবী, স্বাধীনতা সংগ্রামী এবং রাজনীতিবিদ ছিলেন যিনি 1948 সাল থেকে 1962 সালে তাঁর মৃত্যু পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেছিলেন।
বিধান রায়কে প্রায়শই আধুনিক পশ্চিমবঙ্গের নির্মাতা হিসাবে বিবেচনা করা হয় কারণ প্রতিষ্ঠার ক্ষেত্রে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান এবং পাঁচটি বিখ্যাত শহর, দুর্গাপুর, কল্যাণী, বিধাননগর, অশোকেনগর এবং হাবড়া। তিনি ইতিহাসের কয়েকজন ব্যক্তিদের মধ্যে একজন যিনি একই সাথে FRCS এবং MRCP ডিগ্রি অর্জন করেছেন।
ভারতে, জাতীয় ডাক্তার দিবস প্রতি বছর 1 জুলাই তার স্মরণে পালিত হয়। 1961 সালের 4 ফেব্রুয়ারি তাকে ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মান ভারতরত্ন দেওয়া হয়..........
BACE way of success | Best Computer Institute in Howarh | Computer Institute in Salkia|
Address : - 95/1, Sambhu Halder Lane, Babudanga, Bandhaghat, Salkia, Howrah, West Bengal 711106
Service options: Online classes, Offline Classes · On-site services not available
Phone :- 91635 56902
বেলুড়মঠ ভ্রমণ ।। Belur Math Travel
YouTube Channel Link :- https://youtu.be/Jkyofqfj8zg?si=xBn6LQnn1ZuXGm9O
Way to Salkia BASE Computer Training Institute ||
Full video link : https://youtu.be/Jkyofqfj8zg?si=Scsqs4qqqIf-r-Un
প্রধানমন্ত্রীর হাত ধরে ফিরে পেলো দেশ তার নালন্দা ইউনিভার্সিটি ||
হে, বন্ধুরা আমি রাজীব আর আপনারা দেখছেন জীবন গঠনের পথে - বাংলার জাতীয়তাবাদী Entrepreneurship Youtube চ্যানেল। 🖱🖨🖥
তোমরা যেন যে আজকের দিনে কম্পিউটার শিক্ষা আমাদের জীবনে ঠিক কতটা গুরুত্বপূর্ণ। তাই এই চ্যানেলের প্রথম এডুকেশন ব্লগটি তুলে ধরলাম। এটি হাওড়া সালকিয়ার একটি কম্পিউটার ট্রেনিং ইনস্টিটিউট BASE ইনস্টিটিউট যেখানে তোমরা কম্পিউটার বিভিন্ন কোর্স করানো করতে পারবে। 🖥💻
Channel Link :- https://www.youtube.com//featured
লোকনাথ ব্রহ্মচারী (জন্ম: ১৭৩০ - মৃত্যু: ১৮৯০) ছিলেন একজন হিন্দু সিদ্ধপুরুষ। তিনি বাবা লোকনাথ নামেও পরিচিত। হিন্দুধর্মানুশারীদের নিকট লোকনাথ ব্রহ্মচারী অত্যন্ত পূজনীয় ব্যাক্তিত্ব। তিনি দেহত্যাগের পূর্বপর্যন্ত বাংলাদেশের নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের বারদী আশ্রমে অবস্থান করেছিলেন। বাবা লোকেনাথ ব্রহ্মচারী আশ্রম নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারদীতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ হিন্দু তীর্থভূমি। বিশেষত বাঙালি হিন্দুর কাছে এটি একটি জনপ্রিয় তীর্থস্থান
বাবা লোকনাথ শ্রীকৃষ্ণের জন্মতিথি জন্মাষ্টমীতে ১৭৩০ খ্রিষ্টাব্দের ৩১ শে আগস্ট(২৫ শ্রাবণ, ১১৩৭ বঙ্গাব্দ) কলকাতা থেকে কিছু দূরে বর্তমান উত্তর চব্বিশ পরগণা জেলার কচুয়া গ্রামে (কচুয়াধাম নামে পরিচিত) একটি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন।(লোকনাথে জন্মস্থান নিয়ে শিষ্যদেরও ভেতরে বিতর্ক আছে। নিত্যগোপাল সাহা এ বিষয়ে হাইকোর্টে মামলা করেন ও রায় অনুযায়ী তার জন্মস্থান কচুয়া বলে চিহ্নিত হয়।) তার পিতার নাম রামনারায়ণ ঘোষাল এবং মাতা শ্রীমতী কমলা দেবী। তিনি ছিলেন তার বাবা-মায়ের ৪র্থ পুত্র
বাল্য জীবন :-
পিতা রামনারায়ণ ঘোষাল ছিলেন ধর্মপরায়ণ ব্যাক্তি এবং গুপ্তসাধক। তার বাসনা ছিলো একজন সন্তানকে ব্রহ্মচারী করবেন। কিন্তু মাতৃমায়ায় আচ্ছন্ন মা তাঁর পুত্রদের ব্রহ্মচারী হতে সম্মতি দিতে চাইছিলেন না। শেষে চতুর্থ সন্তান লোকনাথের জন্ম হলে মাতা কমলা দেবী নিজ হতেই ব্রহ্মচারী হওয়ার সম্মতি দেন।
এরপর রামনারায়ণ, আচার্য গাঙ্গুলী(ভগবান চন্দ্র গঙ্গোপাধ্যায়)-কে লোকনাথের আচার্য রূপে উপনয়ন সংস্কার করিয়ে আধ্যাত্ম জীবনের গুরুভার গ্রহণ করার জন্য অনুরোধ জানালেন। আচার্য গাঙ্গুলী ছিলেন পরম নিষ্ঠাবান এবং সর্বশাস্ত্রে সুপণ্ডিত গৃহী সন্ন্যাসী। তিনি চৌরাশীচাকলা গ্রামের নিকটে কাঁকড়া গ্রামে বাস করতেন। গ্রামটি কচুয়া নামে পরিচিত ছিল। উপনয়নের জন্য লোকনাথ আচার্য গাঙ্গুলীর শিষ্যত্ব লাভ করেন। একই সঙ্গে তাঁর প্রিয় সখা বেণীমাধব চক্রবর্তী ভগবান গাঙ্গুলীর শিষ্যত্ব লাভ করেন। এ সময় লোকনাথ ও সখা বেণীমাধবের বয়স ছিল ১১ বছর এবং আচার্য গাঙ্গুলীর বয়স তখন ৬০। এরপর আচার্য গাঙ্গুলীর সাথে দুজন বালক বেদোক্ত বিধিমত নৈষ্ঠিক-ব্রহ্মচারী হয়ে গৃহস্থাশ্রম ত্যাগ করেন.
সিদ্ধিলাভ :-
গৃহ ত্যাগের পর বাংলা ১১৪৮ সনে আচার্য গাঙ্গুলী তাদের নিয়ে আসেন কালীঘাটের শক্তিপীঠে। একান্ন পিঠের অন্যতম মহাপীঠ কালীঘাট। তৎকালে কালীঘাট ছিল ঘন জঙ্গলময়। কালীঘাটে আসার পর বাল্য ব্রহ্মচারীদ্বয় আচার্যকে সাধন-ভজন শিক্ষা দেওয়ার কথা বলেন। সাধন-ভজনের জন্য নির্জন স্থানের উদ্দেশ্যে তারা কালীঘাট ত্যাগ করেন। নির্জন স্থানে এসে শিষ্যদ্বয় কঠোর সংযম পালন করেন এবং দীর্ঘ ৩০-৪০ বছর নক্ত-ব্রত (দিনে অনাহারী থেকে রাত্রে আহার) ধারণ করেন। এরপর একান্তরা-ব্রত (একদিন উপবাসের পর দিন আহার), ত্রিরাত্রি, পঞ্চহ, নবরাত্রি ব্রত পালন করেন। আচার্য গাঙ্গুলী তাদের ধ্যান ও যোগ শিক্ষা দেন। এরপর সিদ্ধলাভের জন্য তারা হিমালয়ের বরফাবৃত এক নির্জন স্থানে উপস্থিত হলেন। পঞ্চাশ বছরের অধিক সময় কঠিন তপস্যা দ্বারা লোকনাথ সমাধির উচ্চতম শিখরে পৌছান এবং পরমতত্ত্ব লাভ করেন। তখন তার বয়স ৯০ বছর....
🇮🇳 জয় হিন্দ 🇮🇳
বন্দেমাতরম ✅✅✅
লেখায় - রাজীব দে
। #জীবন_গঠনের_পথে ।
আপনারা যদি আপাদের ব্যাবসাকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ঃ- https://www.youtube.com//featured
শুভ বুদ্ধ পূর্ণিমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ❤️❤️🙏🙏🙏
🟢 ইন্টারভিউ দিতে চান ? ||
আপনার ভোট আপনার দ্বায়ীত্বে 🙏🙏🙏
YouTube Channel Link - https://www.youtube.com//featured
বন্ধুরা এখন চলছে লোকসভা এলেকশন এবং এই এলেকশনকে ঘিরে কিছু কথা আপনাদের বলার আছে।
আমার পাড়ার অঙ্কেগুলি কল চালু এবং বন্ধ করবার উপরের লকগুলি নেই ফলে প্রতিদিন কয়েকশো গ্যালন জল প্রতিনিয়ত নষ্ট হতে থাকে।
তো আমি এই বিষয়টা একজন রাজনৈতিক নেতাকে জানাই । প্রথমে তো তিনি বলেন যেঁ ব্যাপারটা তিনি বলেন খতিয়ে দেখবেন কিন্তু পরবর্তীকালে তিনি এই ব্যাপারটা নিয়ে কোন কাজই করেন নি এবং আজ পর্যন্ত কলের অবস্থা যেই কে সেই। প্রতিনিয়ত এক বিপুল পরিমানে জল নষ্ট হয়েই চলেছে।
তো আমার কথা বলার এইটা মানে যেঁ আপনারা যাকেই ভোট দেবেন না শুধু একটা প্রশ্ন জিজ্ঞাসা করবেন - যাকে ভোট দেবেন তিনি আপনার জন্য কি করবেন বা আপনাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের জন্য কি করবেন।
দেশের গরীব খেটে খাওয়া মানুষদের জন্য কি করবেন ? একটু খতিয়ে দেখবেন তারা কি ত্যাগ এবং সেবার মনভাব নিয়ে রাজনীতি করছেন নাকি ভোগ এবং নিজেদের স্বার্থ সিদ্ধির উদ্দেশে রাজনীতি করছে।
ব্যাপারটা একটু ভাবনা চিন্তা করে তাহলে ভোটটা দেবেন।
জয় হিন্দ।
জয় হিন্দ 🇮🇳
বন্দেমাতরম ✅✅✅
লেখায় - রাজীব দে
। #জীবন_গঠনের_পথে ।
আপনারা যদি আপাদের ব্যাবসাকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ঃ- https://www.youtube.com//featured
" আমি চিনি গো চিনি তোমাকে ওগো বিদেশিনী "
আপনাদের সকলকে শুভ রবীন্দ্রজয়ন্তীর শুভেচ্ছা ও অভিনন্দন
#রবীন্দ্রজয়ন্তী
ৈশাখ
#জীবন_গঠনের_পথে
🇮🇳 " চাণক্য নীতি " 🇮🇳
বন্ধুরা, চাণক্য নীতির টাকা-পয়সার রোজগারের ক্ষেত্রে এই তিনটে শ্লোক যেটা আমরা জীবনে ব্যবহার করে নিজের জীবনকে অর্থনৈতিকভাবে একটা নেক্সট লেভেলেই নিয়ে যেতে পারি... 💸💸💸
প্রথমত: - চাণক্য বলেছিলেন সকল কাজের মূলেই হল টাকা পয়সা...টাকা পয়সা ছাড়া যেমন গরিব মানুষের আশা পূর্ণ হয় না ঠিক তেমনি টাকা পয়সার অভাবে গুণী মানুষের গুনো প্রকাশ পায় ন।। টাকা-পয়সা ছাড়া ঈশ্বর সেবাও আর নাই নিজের পরিবারকে পর্যন্ত একটা ভালো জীবন দেওয়া যেতে পারে। সুতরাং টাকা পয়সা উপার্জন এ বিদ্যা, বুদ্ধি, সাহস, শক্তি, সততা এবং পরিশ্রম একান্তভাবেই প্রয়োজন।... ✅
দ্বিতীয়তঃ যে সমস্ত মানুষেরা টাকা পয়সা ব্যবহার করতে জানে না তাদের মা লক্ষ্মীও ত্যাগ করে, টাকা পয়সা ছাড়া জীবনের কোন প্রয়োজনীয়তা সিদ্ধ হয় না, টাকা পয়সার অভাব যেমন বিভিন্ন সমস্যা সৃষ্টি করে ঠিক তেমনি অতিরিক্ত টাকা-পয়সা অভাব অনর্থের কারণ হয়ে দাঁড়ায়.... 🔥💯
এবং তৃতীয়ত গরিব ব্যক্তির কোন বুদ্ধি থাকে না। দারিদ্রতার অন্যতম কারণই হল টাকা পয়সার অভাব। টাকা পয়সার অভাবের জন্য মানুষের স্মৃতিশক্তি এবং বুদ্ধির লোপ পেতে থাকে, তার জীবনশক্তি ক্ষয় হয় এবং যে ব্যাক্তির প্রচুর অর্থ আছে জীবনধারণের জন্য কিন্তু তাকে কোন চিন্তা করতে হয় না আর তারাই বোঝে জীবনের আসল মানে। 💡💰
🇮🇳 জয় হিন্দ 🇮🇳
বন্দেমাতরম ✅✅✅
লেখায় - রাজীব দে
। #জীবন_গঠনের_পথে ।
আপনারা যদি আপাদের ব্যাবসাকে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের মাধ্যমে প্রচার করতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমাদের ইউটিউব চ্যানেলের লিঙ্ক ঃ- https://www.youtube.com//featured
If you want to promote your business through podcasting and vlogging of our youtube channel then please contact us.......
স্বামী বিবেকানন্দ একজন মহান দেশপ্রেমিক । তিনি সমগ্র ভারতবর্ষে খালি পায়ে হেটে পরিভ্রমণ করেন এবং উপলব্ধি করেন যে ভারতবর্ষ যদি আধ্যাত্মিকভাবে খুবই উন্নত কিন্তু আধ্যাত্মিক শিক্ষার সাথে সাথে ভারতবর্ষের চাই বিজ্ঞান, প্রযুক্তিবিদ্যার এবং ব্যবসা করার শিক্ষা যাতে ভারতবর্ষে তার দারিদ্রতা শিকল ভেঙে বেরিয়ে আসতে পারে। স্বামীজীর মতে ব্যবসা করার উদ্দেশ্য টাকা পয়সা রোজগার করা নয়, ব্যবসা করার প্রকৃত উদ্দেশ্য দেশে কর্মসংস্থান তৈরি করা, দেশের জিডিপিতে অংশগ্রহণ করা এবং ভারতবর্ষকে অর্থনৈতিকভাবে শক্তিশালী রাষ্ট্রের পরিণত হতে পারে।
স্বামীজি লক্ষ্য করেছিলেন যে ভারতবর্ষের বিভিন্ন উপাদান যেমন মুগ ডাল অড়হর ডাল এবং বেনারসি শাড়ির বিদেশের বাজারে একটা বিশাল চাহিদা রয়েছে। যদি কেউ এমন একটি কোম্পানি তৈরি করে এই সমস্ত জিনিসপত্র গুলিকে বিদেশের বাজারে বিক্রি করতে পারে তো ব্যবসা করার ক্ষেত্রে ইটা খুব ভালো একটি সুযোগ হতে পারে তাই আমাদের চাকরির থেকে বেশি ব্যবসা করার জন্য এগিয়ে আস্তে হবে । এই ধরনের ইনফোরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে
জয় হিন্দ
#লেখায়_রাজীব_দে
চিত্তপ্রিয় রায়চৌধুরী, নীরেন্দ্রনাথ দাশগুপ্ত, মনোরঞ্জন সেনগুপ্ত এবং জ্যোতিশচন্দ্র পালকে সঙ্গে নিয়ে যতীন্দ্রনাথ মুখোপাধ্যায় তথা ' বাঘা যতীন ' অস্ত্রবোঝাই দুই জার্মান জাহাজ ' অ্যানি লার্সেন ' ও ' ম্যাভেরিক ' এর তীরে ভেড়ার প্রতীক্ষায় বালাসোরে এসে পৌঁছালেন। বালাসোরে তাঁরা ' ইউনিভার্সাল এম্পোরিয়াম ' নামে একটি দোকান খুলে মহুলডিহা ও তালডিহায় আস্তানা গাড়লেন। স্থানীয় মানুষদের আপদে - বিপদে পাশে দাঁড়িয়ে তাদের আস্থা অর্জন করলেন।
কিন্তু, এই পুরো পরিকল্পনাটা কোনো না কোনোভাবে ইংরেজদের কানে পৌঁছে গেল। তারা জার্মান জাহাজ দুটো যাতে কোনোভাবেই তীরে ভিড়তে না পারে সে ব্যবস্থা করলেন।
বৈদেশিক সহযোগিতায় দেশকে পরাধীনতার করালগ্রাস থেকে মুক্ত করার পরিকল্পনা ভেস্তে যাওয়ার পর ' বাঘা যতীন ' দৃপ্তকণ্ঠে বললেন ---
" দেশের মুক্তি দেশের বাইরে থেকে নয় ... দেশের মধ্যে থেকেই ঘটবে ... "
তখন, সংগঠনের মাথারা তাঁকে কিছুদিন গা ঢাকা দিয়ে থাকতে পরামর্শ দিলে পরে তিনি হাসিমুখে সে প্রস্তাব প্রত্যাখান করে বললেন ---
" আমরা মরবো, জগৎ জাগবে ... "
যথারীতি পুলিশের ধরপাকড় শুরু হল। ইংরেজরা তাঁদের ' জার্মান ডাকাত ' তকমা দিয়ে তাঁদের মাথার দাম স্থির করলেন।
শেষমেশ, ১৯১৫ সালের ৯ ই সেপ্টেম্বর বুড়িবালামের তীরে শুরু হল সম্মুখসমর। আধ ঘন্টাখানেক গুলির লড়াই চলার পর ' বুড়িবালামের যুদ্ধে ' প্রথম শহীদ হলেন চিত্তপ্রিয় রায়চৌধুরী। ইতিমধ্যে জ্যোতিষও আহত হলেন। গুলিও ফুরোতে চলেছে। যতীন্দ্রনাথ জ্যোতিষকে আত্মসমর্পণের নির্দেশ দিয়ে বললেন ---
" সবাইকে বোলো --- আমরা ডাকাত নই। "
পেটে গুলি লাগা ' বাঘা যতীন ' পরদিন মাত্র পঁয়ত্রিশ বছর বয়সে বালাসোর সরকারী হাসপাতালে শহীদের মৃত্যুবরণ করলেন। মৃত্যুর আগে পুরো দায়ভার নিজ কাঁধে নিয়ে তাঁর সহযোগীদের মুক্তির আবেদন জানালেন।
তেইশ বছরের নীরেন্দ্রনাথ ও বছর ষোলোর মনোরঞ্জনের মাস দুয়েকের মধ্যে ফাঁসি হয়ে গেল। জ্যোতিষ কারাগারে বন্দি অবস্থায় মৃত্যুর আগে কারাকক্ষের দেওয়ালে চারকোল দিয়ে লিখে গেলেন ---
" আমরা ডাকাত নই ... আমরা বিপ্লবী ! "
কিন্তু, মরণাপন্ন জ্যোতিষ চারকোল দিয়ে তাঁদের বীরত্বের যে কাহিনী লিখে গেলেন তার ছিটেফোঁটাও এমনকি স্বাধীনতার পরও এ দেশের মানুষ জানলেন না থুড়ি জানতে দেওয়া হল না।
🙏 ক্ষমা করবেন, বাঘা যতীন 🙏
✍ Avishek Halder
© নেতাজী
🌻| সুভাষ-প্রশস্তি |🌻
“একাত্ত নিরুপায় হয়ে তিনি নিয়েছিলেন
আমৃত্যু অনশনের সংকল্প!
গান্ধী দিয়ে গেছেন পথের নির্দেশ–মানবাত্মার দুর্বার শক্তি।
তাকে জানিয়েছিলাম বিনম্র শ্রদ্ধাঞ্জলি।
কিন্তু কী দিলেন তিনি?
ব্রিটিশের ক্ষমতাদর্পের বিরুদ্ধে শুধুমাত্র ধিক্কার!
বর্বর ব্রিটেনের বিন্দুমাত্র শৃঙ্খল ছিন্ন করবার ক্ষমতা ছিল না তার দুর্বল বাহুতে।
আমাদের শ্রদ্ধার্ঘ্যকে উপেক্ষা করে তিনি আবার আত্মগোপন করলেন
তার ক্ষুদ্রায়তন অন্ধকার পর্ণকুটীরে।
প্রার্থনামন্ত্রে দানবশক্তি রুখবার তার প্রয়াস ব্যর্থ! তিনি মহানুভব, তিনি সাধুপুরুষ – তিনি যে বড় বেশী সাধু! 🌷
সুভাষচন্দ্র বোস :
তোমার কাছে আমার জিজ্ঞাসা –
কী আছে ভারতের ভবিষ্যৎ মঞ্জুষায়?
মানলাম, — তোমার জন্মভূমি আজ ব্রিটেনের নাগপাশ ছিন্ন করতে চায়।
মানলাম, — জাপান তোমার হাতে রাখী পরাতে বাড়িয়ে দিয়েছে হাত।
কিন্তু সেটাই তো সমাধানের শেষ যবনিকা নয়!
এ যে শুধু দুটি শুভেচ্ছার মেল-বন্ধন।
ব্রিটিশ-দানবের নাগপাশ ছিন্ন করবে কেমন করে? কেমন করে নিশ্চিহ্ন করবে বাধার দুর্মদ পর্বতকে? শত্রু কামড়ে ধরছে তোমার দেশজননীর কণ্ঠনালী, সে আজও দুর্বারি।
বল, — কেমন করে জেগে উঠবে ভারত?
বল, — কেমন করে জাপান সেবা করবে তোমাকে? বিক্ষুব্ধ তরঙ্গ আজ উত্তাল, প্রভঞ্জন আজ দুর্বার –
সময় এগিয়ে আসছে–কাছে,আরও কাছে। দ্বিধাসংকোচ দূরে ছুঁড়ে ফেলে আজও কি জেগে উঠবে না ভারত?
শাণিত খড়্গ হাতে তুলে নিয়ে রুখে দাঁড়াবার মহালগ্ন কি আজও আসেনি?
জেনো, জাপান আছে তোমার পাশেই, তোমার সহকারীরূপে—
ওঠো বন্ধু! ভারতকে পৌঁছে দাও শেষবিজয়ের সিংহদ্বারে!” 🇮🇳
✴️ উল্লেখ্য — নব্বই দিন ডুবো জাহাজে কাটিয়ে ‘ সুভাষচন্দ্র ’ যখন এশিয়ার মুক্তিদূতরূপে টোকিওতে আত্মপ্রকাশ করলেন সেই সময় সে সংবাদ পেয়ে জাপানের জাতীয় কবি ‘ য়োনোজিরু নোগুচি ’ 20.6.43 তারিখে যে সুভাষ-প্রশস্তি রচনা করেছিলেন তারই বঙ্গানুবাদ।
🇮🇳 জয়হিন্দ 🇮🇳
✊জয় নেতাজী✊
সংকলনে ✒️ স্বপ্নাশিষ দেবনাথ
♦️তথ্যসূত্রঃ নেতাজী রহস্য সন্ধান (নারায়ন সান্যাল)
© এক যে ছিলো নেতা
| ে_ছিলো_নেতা |
📌 Facebook এর পাশাপাশি আমরা পথচলা শুরু করেছি YouTube এও.. আমাদের কাজ ভালো লাগলে আমাদের channel টি Subscribe করে পাশে থাকবেন.. এই রইলো link 👇 https://appopener.com/yt/19zgtp0em
হে বন্ধুরা, এটা “জীবন গঠনের পথে” YouTube Channel প্রথম podcast ভিডিও এবং আজকের ভিডিওর আমাদের প্রথম অতিথি হলেন Mr. Mrinal Pal.
এই ভিডিওতে তিনি রাসবিহারী বসুর জীবনী, বাল্যকাল, স্বাধীনতা সংগ্রামে আসার অনার অনুপ্রেরনা এবং বড়লাটের ওপর বোমা নিক্ষেপের মত সেই সমস্ত অজস্র তথ্য তুলে ধরেছে যেইগুলি আজও ভারতবাসীর কাছে অজানা।
তো আশাকরি, আমাদের ভিডিও মাধ্যমে আপনারা রাসবিহারী বসুর যেই সমস্ত অজানা তথ্য জানতে পারবেন এবং আপনারা যদি আপনাদের কোন বক্তব্য আমাদের YouTube Channel মাধ্যমে জানাতে চান তাহলে অবশ্যই আমাকে massage বা direct whatsapp করতে পারেন। শিগ্রহী দেখা হবে ঠিক এমনি একটি অন্য ভিডিওতে।
জয় হিন্দ……… জয়তু নেতাজী
----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
Hey guys, this is the first podcast video of “Jibon Gothoner Pothe” YouTube Channel and our first guest for today's video is Mr. Mrinal Pal.
In this video, he has revealed many facts about Rasbihari Bose's biography, childhood, Honor's motivation to join the freedom struggle and the bombing of Baralat, which are still unknown to the people of India.
So hopefully, through our video, you can know all the unknown information of Rasbihari Basu and if you want to share your opinion through our YouTube channel, then you can massage or direct whatsapp me. See you soon in another video.
Jai Hind……… Jaitu Netaji
YouTube Channel Link :- https://youtu.be/XppX2a9fY4M
Sahid Khudiram Bose... 11 August, 1908.
নেতাজি সুভাষচন্দ্র বসু জিন্দাবাদ
আজাদ হিন্দ ফৌজ জিন্দাবাদ ❤️🙏🇮🇳
চলুন আজকে একটা গল্প শোনাব এমনই একজন বাঙালি বিজ্ঞানীর যিনি পদার্থবিজ্ঞানের এক অসাধারন অবদান রেখে সারা ভারতবর্ষ বিশেষ করে বাংলার মুখ উজ্জল করে গেছেন।
এই বাঙালি বিজ্ঞানী সব সময় বলতেন “যারা বলে বাংলা ভাষায় বিজ্ঞান পড়াশনা হয় না তারা হয় তো বাংলা জানে না বা বিজ্ঞান বঝে না।‘
ভাবলে আশ্চর্য হতে হয় তিনি অঙ্কে একবার ১০০ মধ্যে ১১০ পেয়ে ক্লাসের সবাইকে আশ্চর্য করে দিয়ে ছিলেন।
আমি কথা বলছি বাঙালি পদার্থবিজ্ঞানী এবং গনিতজ্ঞ সত্তেন্দ্রনাথ বসুর। Mathematics এবং Physics তার ছিল অগাধ ভালোবাসা।
তিনি আচার্য জগদীশ চন্দ্র বসু, এবং প্রফুল্ল চন্দ্র রায়ের মত বিজ্ঞানীদের নিজের শিক্ষক হিসবে পেয়েছিলেন।
M.Sc Complete করে ১৯১৬ সালে কলকাতা বিশ্ববিদ্যালয়ের Science College এ Theory of Relativity ওপর research শুরু করেন।
তিনি বিজ্ঞানের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে গিয়েছিলেন তবে তার সব থেকে গুরুত্বপূর্ণ অবদান ছিল কোয়ান্টাম Physice ওপর।
পরবর্তীকালে বসুর সাঙ্গে আলবার্ট আইনস্টাইন নাম মিলিত হয়ে বোস আইনস্টাইন Statistic বিজ্ঞানের জগতে এক নতুন পথের সন্ধান দিয়েছিল। ্ল
এই ধরনের information পেতে অবশ্যই চ্যানেটি subscribe ও পেজটি ফলো করবেন।
জয় হিন্দ।
আজ রামকৃষ্ণ মিশন বেলুড় মঠে প্রসাদ গ্রহন এবং বেলুড় মঠ পরিভ্রমন।
জয় স্বামীজি 🙏🙏🙏
অনেক দিন থেকেই আমি শিবাজি দার “Explorer Shibaji” YouTube Channel টির ভিডিও দেখছিলাম।
কিন্তু বর্তমানে উনি আন্দামানের Vlog এ আন্দামানের যে বিপ্লবী বিশেষ করে বাঙালি বিপ্লবীদের ইতিহাস তুলে ধরেছেন সেটা সত্যি খুব তথ্য সম্রিদ্ধ এবং অনার কাজ এক্ষেত্রে এক কথায় অনস্বীকার্য।
ধন্যবাদ Dr Jayanta Choudhuri (Netaji Researcher) যিনি “আন্দামানে নেতাজি” বইটি লিখেছেন এবং আমাকে বইটি তুলে দিয়েছিলেন এছাড়া ধন্যবাদ জানাই শিবাজীদা ও প্রিত্থবিজীত দা কে এত সুন্দর ভাবে তথ্যটি আমাদের সামনে তুলে ধরবার জন্য।
এই ভাবে কাজ করে যান।
জয় হিন্দ।
এই ধরনের ভিডিও বা পোস্ট পেতে অবশ্যই আমার YouTube Channel টি subscribe করে পাশে থাকবেন। লিঙ্ক - https://www.youtube.com//featured
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Website
Address
Howrah
711106
Karan_jampa
Howrah
� | welcome to my profile �� � | a young digital enterpreneur � � | automation system �
Howrah, 711103
Printing, Designing, Content Developement, Study Material, DPP, Mock Test, OMR Checking, Online Test
63/2A/25B, Surya Sen Naga, Bhatta Nagar, Liluah
Howrah, 711203
The most important decision you will make when it comes to interior home decoration is finding skill
43/55, Drive Md Samim Khan Road
Howrah, 711107
“Turning imagination into enterprise.
Howrah, 711101
We're your one-stop destination for all things delightful and exquisite.
Howrah
OPTICIANS+ 🇮🇳 FAMILY MEMBER OF ONPASSSIVE🌍 A MAN ATTITUDE SOMETHING DIFFERENT_BELIEVE IN HELPING🤝
Belgachia
Howrah, 711108
Social Media Marketer I Help Businesses To Build Strong Social Media Presence That Creates Authority & Drive More Sales.
West Santinagar
Howrah
Forever living products deal all range of products mostly such as Aloe Drinks, Bee Hive, weight Management, Personal Care, Skin Care, Nutrition Supplements, Advanced Skin Care. All...