Gang of girls
Looking for a women's group to join, but not sure where to start? GOG is empowering networks that ar
“Mom at school they say you are a witch.”
Mom - Okay…
“And that you do spells.”
Okay…
“And that I’m a witch.”
Okay…
“And that you are evil...”
“Darling, my love, do you know what a witch is made of?”
“No mom...”
“Well then, Let me explain...
A witch is made out of love.
Love for nature and studying energy.
Love for both strangers and friends.
Love for her family.
Love for life.
Love for Mother Nature.
Let me tell you how she is made...
Gather the following energy,
🔮 A lifetime of studying
🔮 Two Healing hands
🔮 Warmth
🔮 A set of eyes that allows her to see more than what appears...
🔮 An extremely developed intuition to guide her in finding the right herbs and vibes.
🔮 A self esteem made of iron, so she can be strong when others judge or hurt her with their ignorance.
🔮 A pure soul
🔮 A pair of legs so she can walk and run through nature
🔮 Wise and powerful ancestors
🔮 And a heart made of gold or amethyst so she can love... without fear...
All of it mixed together in the jar of sacred femininity
And they placed the jar in the world, to heal hearts and help souls find their inner light. To be strong and show the way to those who were lost but remembered who they were...
They mixed in life, suffering and pain so she would be humble enough yet courageous enough to be there for those who suffer...
They made us wise.
They made us strong.
They made us intelligent.
And givers of life.
Now my darling, my sweet girl... do you think us witches are evil?”
“No mommy, the next time they call me Witch I will welcome it with a smile on my face.”
লেপটন পরিবারের দ্বিতীয় প্রজন্মের সদস্য হলো মিওয়ন। এরা মৌলিক বস্তুকণা। অনেকেই নিশ্চয়ই জানেন, স্ট্যান্ডার্ড মডেল অনুসারে, এ পরিবারের প্রথম প্রজন্মের সদস্য কণা ইলেকট্রন এবং তৃতীয় প্রজন্মের সদস্য টাউয়ন বা টাউ-ইলেকট্রন।
রবীন্দ্রনাথ ঠাকুর জীবনে যত দুঃখ বহন করেছেন-
১. তের বছর বয়সে মাতৃহারা হন।
২. তাঁর বিয়ের রাতে ভগ্নিপতি মারা যান।
৩. চারমাস পরে আত্মহত্যা করেন যার প্রেরণা ও ভালোবাসায় তিনি কবি হয়ে উঠেছেন, সেই নতুন বৌঠান কাদম্বরী দেবী।
৪. ১৯০২ কবিপত্নী মৃণালিনী দেবী ২৯, মারা গেলেন l রবীন্দ্রনাথ তখন একচল্লিশ।
৫. দুই মেয়ের বিয়ের সময় শর্ত ছিল জামাইদের বিলেতে ব্যারিস্টারি ও ডাক্তারি পড়াতে বিলেত পাঠালেন। কিন্তু স্কিছুদিনের মধ্যেই রেনুকা অসুস্থ হয়ে পড়লেন। বাঁচানো গেলনা তাঁকে।
৫. ১৯০৫-এ চলে গেলেন পিতা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর।
৭. ১৯০৭ কনিষ্ঠ পুত্রের (১২ বছরের) কলেরায় মৃত্যু।
৮. ১৯১৩ রবীন্দ্রনাথ নোবেল পেলেন l
৯. ১৯১৮ বড়মেয়ে বেলি অসুস্থ, বেলাকে প্রতিদিন গাড়িতে করে দেখতে যেতেন কবি। বাবার হাত ধরে মেয়ে বসে থাকত বিছানায়। আর তখন রবীন্দ্রনাথের জামাই শরৎ টেবিলের ওপর পা তুলে সিগারেট খেতে খেতে রবীন্দ্রনাথকে ব্যাঙ্গ-বিদ্রুপ করতেন। একদিন বেলাকে দেখতে গিয়ে মাঝপথে শুনলেন সে মারা গেছে। মেয়েকে শেষ দেখা না দেখে ফিরে এলেন বাড়ি। পুত্র রথীন্দ্রনাথ লিখেছেন বাড়িতে এসে তিনি কাউকে বুঝতে দিলেন না কি শোকে, কি অপমানে, কি অসহ্য বেদনার মধ্য দিয়ে তিনি সন্তানকে হারিয়েছেন।
১০. কবির ছোটমেয়ে মীরার বিয়ে দিয়েছিলেন নগেন্দ্রনাথের সঙ্গে যাকে বিলাতে কৃষিবিজ্ঞানী করার জন্য প্রতিমাসে সেইসময় পাঁচশ টাকা করে পাঠাতেন, আর নগেন্দ্র চিঠি লিখে আরও টাকা পাঠানোর তাগাদা দিতেন। প্রত্যুত্তরে কবি লিখতেন, আমার জমিদারী থেকে প্রতিমাসে পাঁচশ টাকাই পাই, তার পুরোটাই তোমাকে পাঠাই। সেই নগেন্দ্র বিলাত থেকে ফিরে দুই সন্তান সহ মীরাকে পরিত্যাগ করে অন্যত্র চলে যান। কবির তিন জামাই যাদের প্রত্যেককে বিদেশে পড়িয়ে তিনি প্রতিষ্ঠিত করেছেন, তারা প্রতেকেই কোন না কোন ভাবে কবিকে দুঃখ দিয়েছেন। সারাজীবনে কবি দুঃখ পেয়েছেন বারেবারে, অপমানিত-উপেক্ষিতও হয়েছেন অসংখ্যবার।
১১. আর্জেন্টিনার কবিপ্রেমী লেখিকা ভিক্টোরিয়া ওকাম্পর সাথে তাঁর সম্পর্ক নিয়ে কুৎসা করে সংবাদপত্রও প্রকাশিত হয়েছে।
১২. কবি তখন ৬৪, নোবেল পুরস্কারপ্রাপ্ত বিশ্ববরেণ্য সাহিত্যিক l কবির নোবেল প্রাপ্তি নিয়েও কিছু লোক তাঁকে ব্যাঙ্গও করেছিলেন। চিঠি লিখে কবির কাছে জানতে চাইছেন নোবেল পুরস্কার পাওয়ার টেকনিক, সেক্ষেত্রে ভাবী পুরস্কারপ্রাপক কবিকে অর্ধেক টাকা দিতেও রাজি।
১৩. শান্তিনিকেতনে সাক্ষাৎ করতে এসে কেউ কবিকে বলছেন, রবিবাবু আপনি কি এখনো কবিতা-টবিতা লেখেন নাকি? মানে অতোগুলো টাকা পাওয়ার পর আবার কেউ লেখে নাকি! অথচ অনেকেই জানেননা, নোবেল পুরস্কারপ্রাপ্তির খবরটা প্রশান্তচন্দ্র মহলনাবিশ যখন কবিকে দেন তখন কবির প্রথম প্রতিক্রিয়া ছিল, ‘ যাক, ওই টাকায় এবার বিশ্বভারতীর সেচখাল কাটার সংস্থানটা হবে’। যারা কবি বা লেখক তারা সকলেই সমাজের কাছে একটা স্বীকৃতি চায়, রবীন্দ্রনাথ বহুদিন সেটা বাঙালি সমাজের কাছে পাননি। তাই নোবেল পুরস্কার পাওয়ার পর তাঁকে যখন সম্বর্ধনা দেওয়া হলো তখন তিনি বললেন, ‘আমি এই সম্মানের পাত্রকে ওষ্ঠ পর্যন্ত তুলব কিন্তু গলা পর্যন্ত যেতে দেবনা’। কতবড় অভিমান ও দুঃখ থাকলে এ কথা বলা যায়!
১৪. রবীন্দ্রনাথ নিজেই বলেছেন, 'পৃথিবীতে এসে যে ব্যক্তি দুঃখ পেলনা, সে লোক ঈশ্বরের কাছ থেকে সব পাওয়া পেলনা’।
বারেবারে মৃত্যু-দুঃখ-অপমান রবীন্দ্রনাথকে শাণিত করেছে সৃষ্টিপথে, নির্মোহ করেছে জগৎসংসারে, নস্টালজিক করেছে ক্ষণেক্ষণে।
তাই তিনি বলতে পেরেছেন,
‘আছে দুঃখ, আছে মৃত্যু, বিরহদহন লাগে।
তবুও শান্তি, তবুও আনন্দ, তবুও অনন্ত জাগে’।
আমরাও যেন সদা তাঁর সুরে সুর মিলিয়ে বলতে পারি,
“মনেরে আজ কহ যে
ভালো মন্দ যাহাই আসুক
সত্যরে লও সহজে।”
collected
Today is Imbolc, pronounced 'im'olk this is the first of 8 Pagan holidays throughout the year called Sabbats. Imbolc comes from the old Irish name Imbolg which means 'in the belly', meaning sowing the first seeds into the earth. Imbolc is a time to acknowledge the First Spark of Spring, the embedded energies that have been sleeping over the winter. The seeds that are underground acknowledge the returning energy and will begin to convert it to life deep within. Underground and unseen by man they will start to make their way to the surface and break through the soil and begin to bud.
Even though it is still the dead of winter and feels like winter in most places, the Sun's energy has been returning ever since the Winter Solstice (longest night of the year, Yule)
On Imbolc we celebrate the first days of Spring, snowdrops and crocuses begin to appear, things become very spring-like with daffodils, daisies and hyacinths coming early. Animals begin to wake from their winter hibernation. Nights get shorter and days will get longer and it will start to get warmer as winter snow and frost begin to thaw.
We celebrate the rebirth of the Goddess on Imbolc after she sacrificed herself on Yule to give birth to the Sun God. Both the God and Goddess are young, the triple Goddess is in her maiden form and gains strength from the earth, while the Sun God will grow in strength over the coming months.
Imbolc is a Celtic fire festival, where in ancient times most towns and villages would build a ceremonial bonfire. The Goddess Brigid, the Goddess of fire, healing and fertility is worshipped on this day. The lighting of fires celebrated the increasing power of the Sun. The Goddess Brigid was so much loved by the Celts that when the Christians were converting Pagans they could not change the holiday of Imbolc so the holiday was reformed and renamed to 'Candlemas' when candles are lit to remember the purification of the Virgin Mary, and they changed the Goddess Brigid into Saint Brigid.
Imbolc is a fire festival it is the ending of Winter and the beginning of Spring. To celebrate Imbolc, light a fire, it may only be a very small one and make wishes for the coming year into the flames. Burn any leftover evergreens that were decorating your home at Yule. Clean your homes of clutter that was gathered over the Yuletide and get rid of the old and bring in the new. Plant seeds for them to bloom in the Spring and Summer. Use a sage smudge stick to cleanse your home of stale or unwanted negative energies.
It is customary to make a Corn Dolly on Imbolc, this represents the Goddess, who will watch over you and your home throughout Spring and Summer. It is also traditional to make a Brigid Cross or Sun Cross on Imbolc, this is a cross woven traditionally from reeds but can be made with anything such as wheat, straw or paper and put them around your home to bring luck and protection for the coming year. Fill your alter with lit white candles and leave them to carefully burn through the day. Add any blooming flowers such as snowdrops, crocuses, daffodils or daisies and anything yellow, orange, gold or silver to honour the Sun God.
Imbolc is a time of contemplation, to think about the year that has past and the mistakes or successes we have had and what we have learned from them to help us achieve our goals, dreams and ambitions for the coming year. As well as planting seeds to grow in the earth also plant seeds and ideas in your mind to grow and blossom over the coming months.
Have a blessed Imbolc, May the God and Goddess watch over you.
Post image by the talented Tal Gauthier.
Coming soon on our YouTube channel.
Subscribe to listen to it first. 😇❤
Color is a microconsciousness. Like our senses of taste and smell, color helps us to understand the world around us. While it gives us elementary survival skills, color also enriches our lives, allowing us to appreciate everything from the beauty of a rainbow, to the aesthetic pleasure of a painting.
The brain uses light signals detected by the retina's cone photoreceptors as the building blocks for color perception. Three types of cone photoreceptors detect light over a range of wavelengths. The brain mixes and categorizes these signals to perceive color in a process that is not well understood.
The retina is covered with millions of light sensitive cells called rods and cones. When these cells detect light, they send signals to the brain. Cone cells help detect colors. Most people have three kinds of cone cells.
Grapheme–color synesthesia or colored grapheme synesthesia is a form of synesthesia in which an individual's perception of numerals and letters is associated with the experience of colors. Like all forms of synesthesia, grapheme–color synesthesia is involuntary, consistent and memorable.
Nafisa Ali, born on January 18, 1957 at Baratajpur, a village near Janai and Begampur, of Hooghly district, is an acclaimed Indian actress, social activist, Star Swimmer, former beauty queen and Politician.
Her father Ahmed Ali, son of prominent Bengali writer S. Wajid Ali, was a reputed photographer. Her mother's name is Philomena Torresan, an Anglo-Indian lady who is now settled in Australia. She have a brother Niaz Ali, a motor rallyist who is also settled in Australia. Her paternal aunt (father's sister) was Zaib-un-Nissa Hamidullah, an eminent Pakistani journalist and feminist leader.
Nafisa attended La Martiniere, Calcutta and was a star swimmer and . She was the national swimming champion from 1972 to 1974. She won the Miss India title in 1976 and went on to represent the country at the Miss International pageant and become 2nd runner-up.
Her foray into Indian cinema began with Shashi Kapoor's period drama "Junoon" (1978) directed by Shyam Benegal. Despite films success and cult status she dosnt do another film until 1998's Mejor Saab, starring Amitabh Bacchan. She goes on to do few more films like Bewafaa (2005), Guzaarish (2010), Lahore (2010), Life In A... Metro (2007) and Yamla Pagla Deewana (2010) with Dharmendra and Uunchai (2022).
She has also acted in a Malayalam film Big B (2007) with Mammootty.
She married polo player and Arjuna awardee, retired Col R.S. Sodhi and had 3 children with him. Nafisa is a cancer survivor, In November 2018, Ali was diagnosed with stage 3 peritoneal and ovarian cancer.
Apart from her acting prowess, Nafisa Ali is recognized for her commitment to social causes, advocating for issues like the environment, women's rights, and education. She is associated with Action India, an organisation working to spread AIDS awareness.
Her resilience in the face of personal and professional challenges adds to her inspirational persona. Nafisa Ali continues to contribute to both the arts and societal well-being, embodying a harmonious blend of creativity, talent, awareness, responsibility and activism.
The festival is celebrated with cultural diversity, including traditions like kite flying, bonfires, and feasts. Some traditional foods eaten during the festival include:
Gud Ki Chikki, Popcorn, Til K*t, Khichdi, Undhiyu, Gud Kheer.
The festival is known by different names in different parts of India:
Western India: Makar Sankranti
South India: Pongal
Northern India: Lohri
Eastern India: Named after the dish "khichdi"
Andhra Pradesh: Pedda Panduga'/'Makara Sankranti
Karnataka, Telangana, and Maharashtra: Makara Sankranti
Tamil Nadu: Pongal
Assam: Magh Bihu
Parts of central and north India: Magha Mela
Kerala: Makara Sankranti or Shankaranti
*Meet Prabha Atre – The classical vocalist from Kirana Kharana awarded the Padma Vibhushan this year*
One of the many ironies of our times is when we wonder about our maestros only when they are conferred upon the highest civilian awards. Vidushi Prabha Atre is one such name, who is one of the only four recipients to be awarded the Padma Vibhushan this year.
Prabha Atre who is revered as ‘Gaan Prbha’ (The sunrise of Music) among Classical aficionados, started from Pune as an aspiring musician of tomorrow. Born in 1932 to Abasaheb and Indirabai Atre, she started taking music lessons from the early age of eight. Later into her serious training as a classical musician, she went on to learn from Pt. Sureshbabu Mane and took the training of Kirana Gharana’s khayal gayaki from Late Vidushi Hirabai Badodekar.
Renowned classical singer and Padma Vibhushan recipient Dr Prabha Atre passed away in Pune Saturday following a cardiac arrest, hours before she was to leave for Mumbai to perform at a concert next week.
Pronam
World’s only countries with no airports!
Botticelli's "Primavera", a gift to the Medici family in the 1480s, is more than just a visual feast. It's rich with classical Greek symbolism that invites deeper contemplation on the ideas presented in the painting, such as love, beauty, and ethics.
https://www.inspiredoriginal.org/post/interpreting-a-masterpiece-botticelli-s-primavera-1
In the quiet embrace of nature, we rediscover our roots and nurture our spirits. Our well-being is entwined with the health of our planet; we are not merely visitors here, but integral threads of the intricate tapestry of life. Let us tread gently, for in every step, we honor the enduring bond between humanity and the natural world, ensuring a harmonious legacy for generations to come. 🌿🌍
About this artwork: In a tranquil sleep, Mia wandered fields of endless green, where kale soared like kites and spinach sprouted like stars. Awake, she craved the freshness she dreamt, living by "Greens in my Dreams." 🌱
© Artwork: Greens in my Dreams by Earth Unveil
#মহাভারতের_শেষে
মহাভারতের সময় থেকে শুরু করে ইন্দ্রপ্রস্থের রাজাদের তালিকাঃ
ইন্দ্রপ্রস্থের শেষ রাজা ছিলেন শ্রী যশপাল। রাজা শ্রী যুধিষ্ঠির থেকে যশপাল পর্যন্ত আনুমানিক ১২৪ জন রাজা, মোট ৪,১৭৫ বছর ৯ মাস ১৪ দিন রাজত্ব করেছিলেন।
শ্রীমান যুধিষ্ঠির প্রভৃতি আনুমানিক ৩০ পুরুষ ১৭৭০ বছর ১১ মাস ১০ দিন রাজত্ব করেছিলেন। নিম্নে তার বিবরণ তুলে ধরা হলোঃ
০১। রাজা যুধিষ্ঠির = ৩৬ বছর ৯ মাস ১৪ দিন।
০২। রাজা পরীক্ষিত = ৬০ বছর ৮ মাস ২৫ দিন।
০৩। রাজা জনমেজয় = ৮৪ বছর ৭ মাস ২৩ দিন।
০৪। রাজা অশ্বমেধ = ৮২ বছর ৮ মাস ৩২ দিন।
০৫। দ্বিতীয় রাম = ৮৮ বছর ২ মাস ৮ দিন।
০৬। ছত্রমল = ৮১ বছর ১১ মাস ২৭ দিন।
০৭। চিত্ররথ = ৭৫ বছর ৩ মাস ১৮ দিন।
০৮। দুষ্টশৈল্য = ৭৫ বছর ১০ মাস ২৪ দিন।
০৯। রাজাউগ্র সেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১০। শূরসেন = ৭৮ বছর ৭ মাস ২১ দিন।
১১। ভুবনপতি = ৬৯ বছর ৫ মাস ৫ দিন।
১২। রণজিৎ = ৬৫ বছর ১০ মাস ৪ দিন।
১৩। ঋক্ষক = ৬৪ বছর ৭ মাস ৪ দিন।
১৪। সুখদেব = ৬২-০-২৪
১৫। নরহরিদেব = ৫১-১০-০২
১৬। সুচিরথ = ৪২-১১-০২
১৭। শূরসেন (২য়) = ৫৮-১০-০৮
১৮। পর্বতসেন = ৫৫-০৮-১০
১৯। মেধাবী = ৫২-১০-১০
২০। সোনচীর = ৫০-০৮-২১
২১। ভীমদেব = ৪৭-০৯-২০
২২। নৃহরিদেব = ৪৫-১১-২৩
২৩। পূর্ণমল = ৪৪-০৮-০৭
২৪। করদবী = ৮৮-১০-০৮
২৫। অলংমিক = ৫০-১১-০৮
২৬। উদয়পাল = ৩৮-০৯-০
২৭। দুবনমল = ৪০-১০-২৬
২৮। দমাত = ৩২-০-০
২৯। ভীমপাল = ৫৮-০৫-০৮
৩০। ক্ষেমক = ৪৮-১১-২১
মুলত পাণ্ডু বংশের রাজত্ব এখানেই শেষ হয়ে যায়।
রাজা ক্ষেমকের প্রধান মন্ত্রী বিশ্রবা ক্ষেমক রাজাকে নিহত করে সিংহাসন অধিকার করেন। তাঁর ১৪ পুরুষ ৫০০ বছর ৩ মাস ১৭ দিন রাজত্ব করেন। তাঁদের তালিকাঃ
১। বিশ্রবা = ১৭-০৩-২৯
২। পুরসেনী = ৪২-০৮-২১
৩। বীরসেনী = ৫২-১০-০৭
৪। ফবঙ্গশায়ী = ৪৭-০৮-২৩
৫। হরিজিৎ = ৩৫-০৯-১৭
৬। পরমসেনী = ৪৪-০২-২৩
৭। সুখপাতাল = ৩০-০২-২১
৮। কদ্রুত = ৪২-০৯-২৪
৯। সজ্জ = ৩২-০২-১৪
১০। ফমরচূড় = ২৭-০৩-১৬
১১। অমীপাল = ২২-১১-২৫
১২। দশরথ = ২৫-০৪-১২
১৩। বীরসাল = ৩১-০৮-১১
১৪। বীরসালসেন = ৪১-০০-১৪
রাজা বীরসাল সেনের প্রধান মন্ত্রী বীরমহা প্রধান তাঁহাকে হত্যা করে রাজ্যাধিকার করেন। তাঁর বংশ ১৬ পুরুষ ৪৪৫ বৎসর ৫ মাস ৩ দিন রাজত্ব করেন।
তাঁদের তালিকাঃ
১। রাজা বীরমহা = ৩৫-১০-০৮
২। অজিত সিংহ = ২৭-০৭-১৯
৩। সর্বদত্ত = ২৮-০৩-১০
৪। ভুবনপতি = ১৫-০৪-১০
৫। বীরসেন (প্রথম) = ২১-০২-১৩
৬। মহীপাল = ৪০-০৮-০৭
৭। শত্রুশাল = ২৬-০৪-০৩
৮। সঙ্গরাজ = ১৭-০২-১০
৯। তেজপাল = ২৮-১১-১০
১০। মানিক চাঁদ = ৩৭-০৭-২১
১১। কামসেনী = ৪২-০৫-১০
১২। শত্রুমর্দন = ০৮-১১-১৩
১৩। জীবনলোক = ২৮-০৯-১৭
১৪। হরিরাও = ২৬-১০-২৯
১৫। বীরসেন (২য়) = ৩৫-০২-২০
১৬। আদিত্যকেতু = ২৩-১১-১৩
প্রয়োগের রাজা ‘ধন্ধব’ মগধদেশের রাজা আদিত্যকেতুকে হত্যা করে রাজ্যাধিকার করেন। তাঁহার বংশ ৯ পুরুষ, ৩৭৪ বছর ১১ মাস ২৬ দিন রাজত্ব করেন। তাঁদের তালিকা
১। রাজা ধন্ধর = ৪২-০৭-২৪
২। মহর্ষি = ৪১-০২-২৯
৩। সনরচ্চী = ৫০-১০-১৯
৪। মহাযুদ্ধ = ২০-০৩-০৮
৫। দূরনাথ = ২৮-০৫-২৫
৬। জীবনরাজ = ৪৫-০২-০৫
৭। রুদ্রসেন = ৪৭-০৪-২৮
৮। অরীলক = ৫২-১০-০৮
৯। রাজপাল = ৩৬-০০-০০
সামন্ত মহান পাল রাজা রাজপালকে হত্যা করে রাজ্যাধিকার করেন। তিনি এক পুরুষে ১৪ বছর রাজত্ব করেন। তাঁর কোন বৃদ্ধি নাই।
রাজা বিক্রমাদিত্য অবন্তিকা (উজ্জায়নী) হইতে আক্রমণ চালাইয়া রাজা মহানপালকে হত্যা করে রাজ্যাধীকার করেন। তাঁহার বংশ ১ পুরুষ ৩৯ বছর রাজত্ব করেন। তাঁহার কোন বৃদ্ধি নাই।
শালিবাহনের মন্ত্রী সমুদ্রপাল, যোগীপৈঠনের রাজা বিক্রমাদিত্যকে হত্যা করে রাজ্যাধিকার করেন। তাঁহার বংশ ১৬ পুরুষ, ৩৭২ বছর, ৪ মাস ২৭ দিন রাজত্ব করেন। তাঁহাদের তালিকাঃ
১। সমুদ্রপাল = ৫৪-০২-২০
২। চন্দ্রপাল = ৩৬-০৫-০৪
৩। সাহায়পাল = ১১-০৪-১১
৪। দেবপাল = ২৭-০১-১৭
৫। নরসিংহপাল = ১৮-০০-২০
৬। সামপাল = ২৭-০১-১৭
৭। রঘুপাল = ২২-০৩-২৫
৮। গোবিন্দপাল = ২৭-০১-১৭
৯। অমৃতপাল = ৩৬-১০-১৩
১০। বলীপাল = ১৩-০৮-০৪
১১। মহীপাল = ১৩-০৮-০৪
রাজা মহাবাহু রাজ্য পরিত্যাগ করিয়া তপস্যার্থে বনে গমন করেন।
ইহা শুনিয়া বঙ্গ দেশের রাজা আধীসেন ইন্দ্রপ্রস্থে আসিয়া নিজে রাজত্ব করিতে আরম্ভ করেন। তাঁর বংশ ১২ পুরুষ, ১৫১ বৎসর ১১ মাস ২ দিন রাজত্ব করেন।
তাঁদের তালিকা –
১। রাজা আধীসেন = ১৮-০৫-২১
২। বিলাবলসেন = ১২-০৪-০২
৩। কেশবসেন = ১৫-০৭-১২
৪। মাধবসেন = ১২-০৪-০২
৫। ময়ূরসেন = ২০-১১-২৭
৬। ভীমসেন = ০৫-১০-০৯
৭। কল্যানসেন = ০৪-০৮-২১
৮। হরিসেন = ১২-০০-২৫
৯। ক্ষেমসেন = ০৮-১১-১৫
১০। নারায়ণসেন = ০২-০২-২৯
১১। লক্ষ্মীসেন = ২৬-১০-০০
১২। দামোদর সেন = ১১-০৫-১৯
রাজা দামোদরসেন তাঁর পাত্রমিত্রদিগকে অনেক কষ্ট দিতেন। এই নিমিত্ত তাঁর জনৈক পাত্রমিত্র দীপ্তসিংহ সৈন্য সংগ্রহ করিয়া তাঁহার বিরুদ্ধে যুদ্ধ করেন এবং তাঁকে যুদ্ধে নিহত করে স্বয়ং রাজত্ব করা আরম্ভ করেন। তাঁহার বংশ ৬ পুরুষ, ১০৭ বৎসর ৬ মাস ২ দিন রাজত্ব করেন। তাঁদের তালিকা –
১। দীপসিংহ = ১৭-০১-১৬
২। রাজসিংহ = ১৪-০৫-০০
৩। রণসিংহ = ০৯-০৮-১১
৪। নরসিংহ = ১৩-০২-২৯
৬। জীবনসিংহ = ০৮-০০-০১
কোন কারণ বশতঃ রাজা জীবনসিংহ তাঁহার সমস্ত সৈন্য উত্তরদিকে প্রেরণ করেন। বৈরাটের রাজা পৃথ্বীরাজ চৌহান সেই সংবাদ পেয়ে জীবনসিংহকে আক্রমণ করেন এবং তাঁহাকে যুদ্ধে নিহত করিয়া ইন্দ্রপ্রস্থে রাজত্ব করা আরম্ভ করেন। তাঁর বংশ ৫ পুরুষ, ৮৬ বৎসর ০ মাস ২০ দিন রাজত্ব করেন। তাঁহাদের তালিকা –
১। পৃথ্বী রাজ = ১২-০২-১৯
২। অভয়পাল = ১৪-০৫-১৭
৩। দুর্জ্জব পাল = ১১-০৪-১৪
৪। উদয়পাল = ১১-০৭-০৩
৫। যশপাল = ৩৬-০৪-২৭
সুলতান শাহাবুদ্দিন ঘোরী গজনীর দুর্গা হতে রাজা যশপালকে আক্রমণ করেন এবং ১২৪৯ সালে তাঁকে প্রয়োগের দুর্গে বন্ধী করেন। অতঃপর সুলতান শাহাবুদ্দিন ইদ্রপ্রস্থে (দিল্লীতে) রাজত্ব করিতে আরম্ভ করেন। তাঁর বংশ ৫৩ বৎসর, ১ মাস ও ১৭ দিন রাজত্ব করেন।
ইন্দ্রপ্রস্ত তথা আর্যাবর্তের রাজাদের ধারাবাহিক পরিচিতি ও রাজত্ব কালের পরিচয় তুলে ধরেছিলেন মহর্ষি দয়ানন্দ সরস্বতী। তিনি এই তথ্য সংগ্রহ করেছিলেন রাজপুতনার অন্তর্গত উদয়পুর মেদার রাজ্যের রাজধানী, চিতোরগড়ের শ্রিনাথদ্বার হতে প্রকাশিত এবং বিদ্যার্থী সম্মিলিত "হরিশ্চন্দ্র চন্দ্রিকা" এবং "মোহঞ্চন্দ্রিকা" নামক পাক্ষিক পত্রিকা হতে। উক্ত পত্রিকাদ্বয়ের সম্পাদক মহাশয় ১৭৮২ বিক্রমাব্দে লিখিত একখানি গ্রন্থ তাহার কোন বন্ধুর নিকট হতে প্রাপ্ত হয়ে তা থেকে সংগ্রহ করে প্রচলিত ১৯৩৯ সালে মুদ্রন করেন।
Are you searching for a way to experience true freedom, joy, and expansion in your life?
Look no further than the Vibrational Frequencies of Awakening.
Consider this scale of consciousness your personal roadmap to guide you on your journey towards self-discovery. It not only shows you where you currently stand, but also where you've been and where you could potentially go.
This isn't a rigid hierarchy, but a nonlinear journey that values every step, every piece of the puzzle. Your unique vibration adds to the beautiful symphony of existence.
Our aim isn't to ascend, but to integrate. We recognize that different areas of our lives may resonate at different levels, and that's okay. By understanding where you stand overall, you can identify which areas may need a little extra attention or care.
It's easy to want to reject the "lower" frequencies, but the truth is that light and shadow are interconnected. Every aspect of existence is playing a crucial role in our collective evolution. Even those parts of ourselves that we may view as hindrances have something to teach us.
So take a moment to reflect on your own life. Which players are contributing to your awakening, and which ones may be holding you back?
Embrace each frequency with an open mind and see where it leads you on your path to self-discovery.
✨🙏✨
Our services Includes:
Skin analysis
Glycolic skin peeling
Hydra facial
Ayurvedic and organic facials are done with handmade natural products
Threading and different types of Haircuts are offered
Waxing
Hair colouring
Keratin treatment
Hair Botox treatment
Nanoplastia
Straightening kerasmoothening
Bridal and party makeup
During the period leading up to *September 25th* ,The equinox has created significant shifts in your timelines and trajectories are occurring, bringing together past, present, and future soul paths. It can be helpful to stay grounded and prioritise what truly matters. This is an opportune moment to align Self with the broader rhythms and flow of the Universe.
The Equinox energies have created a clearing out of the old energies, which can At times feel heavy and dense for the physical body , prioritising your rest and self-care during this time. You may experience vivid dreams, intense emotions, bodily aches, and heightened insights as part of the releasing process. This release creates space for personal expansion. We can all use this opportunity to focus on areas of life that need more harmony and manifest balance for yourself during this time .
During this Libra Season, justice is on your side as a power callback takes place. This event has been building since the Spring Equinox in March, April, and May of 2023. Throughout this time, you have been setting clearer and stronger intentions and boundaries, raising expectations, and making improved choices for a more aligned and abundant life.
The intentions you have planted are now starting to manifest physically. obstacles in your path will be brought to the surface and released during the upcoming Eclipses. The alignments during Libra Season are part of the restructuring process for the foundation of our New Earth Reality, which will continue unfolding over the next six months until the Autumn / Spring Equinox in 2024.
Starseeds You possess incredible power that extends beyond your physical being, this is called the Cosmic Lattice and your spiritual intent. Your conscious Intent is like a radio beacon it affects those who are tuned to it by synchronicity and have consciously chosen to be influenced by it.
Similarly, in physics, elements of the planet interact with each other based on their own inherent properties. You have the ability to harness the healing essence of medicines by simply holding them in your hand, a phenomenon known as "substance intent," which allows the healing attributes to transfer to your body without ingestion or injection. Expect these attributes to expand and present themselves in the very near future .
During the Autumn / Spring Equinox, Higher Cosmic frequencies are present, marking a significant chapter in our Ascension that propels us into the next phase of conscious evolution . It's a profound opportunity to release and experience quantum timeline shifts ,
The Starseed collective assists in redirecting planetary energies towards fulfilling personal destinies. This period signifies the end of the conscious poverty timeline, as the power of the Light brings in new opportunities for expansion, free from obstacles and challenges. The activated Solar Codes will further align us with this new trajectory during the Eclipse window.
During the upcoming four weeks, Venus which rules Libra energies will bring a sense of harmony, vibrational alignment , love, and abundance to all ascending Starseeds .The rays of truth, justice, love, and harmony are shining upon us. Our DNA is composed of photonic light, the light of the divine source. The intensity of this light is increasing due to Activated solar flares .
Libra season, along with the equinox portal, amplifies the magnetism of light. Our magnetic fields work together in tandem as we serve to anchoring the light here for the ascending humanity, Gaia, and the multiverse. Your energy is incredibly amplified in this process. Momentum is building for intense lightbody activations assisting the planetary liberation.
Venus the planet of love and beauty will assist you to attract genuine love, experience new connections and expansion . It will help you develop new and stronger friendships, enhance your intuition, to develop a stronger desire for balance, alignment , justice and personal growth.
In today's business landscape, women emerge as formidable leaders, spearheading major enterprises and disrupting traditional gender norms. This transformative shift not only signifies progress in gender equality but also promises a more diverse, innovative, and inclusive future for corporate giants. As we spotlight the rise of female executives, we explore the forces driving this change, celebrate their achievements, and acknowledge the profound impact on industries, economies, and the path toward a merit-based leadership paradigm.
https://epaper.telegraphindia.com/t2/2023-09-02/79/Page-12.html
Shaleni S Biswas Easy Note Stationery Private Limited Klass Note
8 Signs Of High Intelligence That Cannot Be Faked
8 Types of Intelligence
“A highly intelligent person is one who is flexible in their thinking and can adapt to changes, they think before they speak or act, and they’re able to effectively manage their emotions,” Dr. Catherine Jackson, licensed clinical psychologist and board certified neurotherapist. “In short, they possess several different types of intelligence, including but not limited to intellectual, social, and emotional intelligence.
Logical – This involves the ability to logically analyze, as well as skills in math and scientific investigation.
Interpersonal – Also known as social intelligence. It helps people understand and positively interact with others.
Intrapersonal – This is the ability to reflect and understand oneself. It can overlap with self-awareness.
Naturalist – Good recognition and classifications of different elements of nature.
Musical – This is the skill of performing, composing, and appreciating music.
Spatial – This is the awareness of how to use large space and smaller patterns.
Linguistic – This refers to having strong abilities to use language effectively, whether written or spoken.
Bodily-kinesthetic – Also known as the ability to use the body to create and problem-solve
Wishing you a joyful Raksha Bandhan
www.neeuvu.in
------------------"ক্লাস"------------
*সেদিন সুধা নারায়ানামুর্তি'র একটা ইন্টারভিউ দেখছিলাম*..
**************************
*ডাক্তারের কন্যা, একেবারেই* *মধ্যবিত্ত পরিবারে বড় হয়েছেন । নারায়ানামুর্তি যখন সুধা'কে বিয়ে করেন, তখন তিনি বেকার । চাকরি বাকরি* *কিছু করেন না । সুধা'কে তাঁর বাবা জিজ্ঞেস করেন " আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব দের কাছে বেকার জামাই এর পরিচয় কি করে দেবো ??"*
*সুধা বাবাকে বললেন*
*"বোলো এ সুধার স্বামী" !!*
*এর কিছুদিন পরে নারায়ণমুর্তি সুধা'কে বলেন তিনি একটি আই.টি কোম্পানি খুলতে চান, কারন খাঁটি ভারতীয় কোনো আই.টি কোম্পানি তখন এদেশে খুব দরকার । নারায়াণমুর্তি সুধা'কে আরও বলেন "আগামী তিন বছর আমি তোমাকে সংসার চালানোর কোনো খরচা দিতে পারবো না । সংসার তোমার রোজগারেই চালাতে হবে, উল্টে,..এই কোম্পানি খোলার জন্য তোমাকেই আমাকে সাহায্য করতে হবে "।*
*সুধা একটি ছোট্ট টিনের বাস্কে কিছু টাকা জমিয়েছিলেন মোট দশ হাজার দু'শো পঞ্চাশ টাকা ।*
*সুধার ভাষায় " দু'শো পঞ্চাশ টাকা এমার্জেন্সি'র জন্য রেখে, বাকী দশ হাজার আমি ওকে লোন দিয়েছিলাম "।*
*শুরু হলো --" ইনফোসিস"*
*"ইনফোসিস" এর যখন স্বর্ণযুগ চলছে, নারায়ণমুর্তি স্ত্রী'কে এক কোটি টাকা দিতে চেয়েছিলেন । সুধা তাঁকে বললেন --" ফেরত দিতে চাইলে, ওই দশ হাজার-ই ফেরত দাও...!! তোমার লাগলে, আবার ধার দেবো । আর যে এক কোটি আমাকে দিতে চাইছো, সেটা মাদার টেরিজা' কে পাঠিয়ে দাও ।"*
*তখন ভারতবর্ষের সবথেকে বড় আই.টি কোম্পানি ইনফোসিস এর মালিকের স্ত্রী সুধা । কিন্তু "ক্লাস" তো তৈরী হয়নি তাঁর..!!!*
*সাধারণ কম দামী শাড়ী, সাধারণ কথাবার্তা, সাধারণ মানুষ জনে'র সাথে মেলামেশা । ঠাঁট-বাট ই নেই, কলেজে পড়ান, পায়ে হেঁটে বা ফিয়াট ট্যাক্সি চেপে ঘুরে বেড়ান..। নিজেকে তৈরী করেন নি এলিট-ক্লাসে'র জন্য !!*
*কিছুদিন আগে ব্রিটেন যেতে* *গিয়ে প্রথম সমস্যা হলো মেয়ে লন্ডন থেকে "বিজনেস ক্লাস" এর টিকিট পাঠিয়েছিল।* *বোর্ডিং পাশ হাতে নিয়ে "বিজনেস ক্লাসের" লাইনে দাঁড়াতে পিছনের ব্রিটিশ দম্পতি বললেন,*
*"ম্যাডাম, আপনি ভুল লাইনে দাঁড়িয়েছেন, এটা বিজনেস ক্লাসে'র লাইন ।* *"ইকোনমি-ক্লাস" টা ঐ দিকে "। পাশ থেকে ভদ্রলোকের স্ত্রী তির্যক মন্তব্য করলেন --" ক্যাটেল ক্লাস বলো, তাহলে ভালো বুঝতে পারবে"..!!!*
*প্লেনে উঠে সুধা দেখলেন বিজনেস ক্লাসে, তাঁর পাশেই সিট পড়েছে সেই দম্পতির । সুধা আর লোভ সামলাতে পারলেন না...!! উঠে গিয়ে জিজ্ঞেস করলেন " ক্লাস বলতে তোমরা কি বোঝাতে চাও..??? মাদার টেরিজা হচ্ছেন "ক্লাস" । পন্ডিত রবিশংকর হচ্ছেন "ক্লাস" । অ্যালবার্ট আইন্সটাইন হচ্ছেন "ক্লাস"...!! এইটুকু ছোট্ট প্লেনের আবার " ক্লাস" হয় নাকি...???"*
*পরের বিপত্তি হলো হীথরো এয়ারপোর্টে নেমে । ইমিগ্রেশন বিভাগের অফিসার সুধা'কে জিজ্ঞেস করলেন " আপনি লন্ডনে কোথায় উঠবেন, ফর্মে লিখে দিন " ।*
*সুধা ফর্মে লিখলেন --" ১০ নং ডাউনিং স্ট্রিট "...!!*
*অফিসার বললেন --"আর ইউ কিডিং উইথ মি.."!!!*
*সিকিউরিটি গার্ড'রা এগিয়ে এলো !! সে এক ঝামেলা.... ব্রিটিশরা কিছুতেই বিশ্বাস করতে চায় না --তাদের মাননীয় প্রধানমন্ত্রী এই সাধাসিধে মহিলার জামাই !!!*
*এই হচ্ছে সুধার --" ক্লাস "..!!*
*ইন্টারভিউ এর শেষে সুধা বলেন --" আমি ভালো আছি কারণ -- অসহায় ও গরীব মানুষদের সাহায্য করে আমি মানসিক শান্তি পাই ! কেউ যদি বলে আমি চ্যারিটি করছি, তবে সেটা ভুল । "চ্যারিটি" বলে কিছু হয় না । আমি যেটুকু যা করতে পারছি -- সেটা সমাজের প্রতি আমার কর্তব্য । ডিউটি শুধু নিজের পরিবারের মধ্যেই সীমাবদ্ধ নয় । সমাজের প্রতিও আমাদের ডিউটি আছে "।*
*এটা সুধার নিজস্ব " ক্লাস"...!! *********
Collected.
শুভ জন্মদিন ❤️❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
700005
Baranagar
Kolkata, 700035
this page share your idea, feeling, story and others
Kolkata
Nutrition for 11 to 12 (any medium)..Life science for 5 _10
58/92 Prince Anwarshah Road
Kolkata, 700045
Our salon is a full service beauty salon dedicated to consistently providing high customer satisfact