Samim Ahamed

অন্ধকার নামলে নিজের ছায়াই সঙ্গ ছেড়ে দেয়, তখন কার জন্য অপেক্ষা?

24/03/2024

After 10 hours of hospital duty, the end with this picture. "I CARE FOR EYECARE". This is my
Happy World Optometry Day 💚🫰👁

23/03/2024

"𝗜 𝗖𝗔𝗥𝗘 𝗙𝗢𝗥 𝗘𝗬𝗘𝗖𝗔𝗥𝗘"

Taking care of your eyes is important for overall health and well-being. Regular check-ups with an eyecare professional can help ensure your eyes stay healthy.

Happy World Optometry Day 💚🫰👁

29/01/2024

এটা কি দেখলাম ?? শেষ পর্যন্ত দেখুন...😂😂⚠️

16/10/2022

Aponzone News 💜

Photos from Samim Ahamed's post 13/10/2022

Some Moments of World Sight Day, today at our University Campus 💜

11/10/2022

❤️

Photos from Samim Ahamed's post 05/10/2022

আমাদের জেলা, সর্বোপরি আমাদের ব্লকের বুকে ইংরেজ চলে যাওয়ার পর থেকে তাদের ব্যবহারকৃত বিশাল বাড়ি, ভারতবর্ষের প্রথম ভাইসরয় লর্ড ক্যানিং এর বাগান বাড়ি। আজ ও দুশো বছরের পরাধীনতার উজ্জ্বল চিহ্ন বহন করে চলেছে। ২০০১ সালে ওয়েস্ট বেঙ্গল হেরিটেজ কমিশন ঐতিহ্যবাহী স্থান হিসাবে স্বীকৃতি দেয়।
না ওটার কোনো পরিবর্তন দেখিনি এখনও মানুষ ওখানে ঝুটা ফেলে আসে, আগে বিকালে করে ক্রিকেট, ফুটবল খেলা করেছি আজ সেখানে কোনো কিছুই হয়না। মানুষের ঝুটা ফেলা ছাড়া অন্য কাজে ব্যাবহৃত হয় না। কিন্তু আমি একটু রাত্রে সুন্দর লেন্স বন্দী করার চেষ্টা করলাম মাত্র।

28/09/2022

♦️ Dept of Atomic Energy

♦️Dept of Space

♦️ DST

♦️Shanti Swaroop Bhatnagar পুরস্কার

♦️ISRO.... Etc Etc...

এরকম হাজারো সরকারি বিভাগে National, Dept Internal Award চালু আছে দীর্ঘদিন ধরে. যেগুলো মূলত বিজ্ঞান বিভাগের. এরকম পুরস্কার এর সংখ্যাটি 100 এর উপর.

♦️ যারা খেয়াল রাখেন তারা দেখবেন এই বছর Shanti Swaroop Bhatnagar পুরস্কারে কারো নাম ঘোষিত হয়নি.

ঘটনা হচ্ছে কাল সরকার নোটিশ জারি করে বলেছে এই সমস্ত পুরস্কার দেওয়ার প্রথা পার্মানেন্ট ভাবে তুলে দেওয়া হবে 🧐

❣️

©️Sagir Da

Photos from Samim Ahamed's post 19/09/2022

🇮🇳❤️

18/09/2022

পশ্চিমবঙ্গের ছাত্র আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্লাসেই প্র্যাক্টিস শুরু করে দিয়েছে😂
তবে খুব ট্যালেন্টেড ছাত্র✅

Photos from Samim Ahamed's post 18/09/2022

Emni 💜
Sunday Funday 🥧🌅

11/09/2022

দক্ষিণ চব্বিশ পরগনার সৌন্দর্যমন্ডিত পাখির চোখে মনি নদী এবং রায়দীঘি ব্রিজ।।😍

09/09/2022

মানুষ যদি একবার বুঝে যায় যে আপনি স্যাক্রিফাইস করতে জানেন, সে যেই হোক! মা, বাবা, ভাই, বোন বন্ধু যেই।

তখন তারা সবসময়ই এক্সপেক্ট করবে যে আপনিই স্যাক্রিফাইসটা করুন!

কারণ আপনি এই কাজটাতে অভিজ্ঞ। আর হিউম্যান ন্যাচার সবসময় অভিজ্ঞ লোকই খোঁজে।

07/09/2022

তিনি হাত পাতেন নি, পরিশ্রম করছেন ❤

এই পৃথিবীতে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়, কেউ তোমার জন্য করে দেবে না, তোমায় ছিনিয়ে নিতে হবে 🍂❤

05/09/2022

ডঃ ফারুক রহমান স্যার,"শিক্ষারত্ন" সম্মাননা গ্রহণ করছেন।।❤️❤️❤️ খোদার বাজার তথা সারা বিশ্বের গর্ব।

05/09/2022

🔺 আজ তথা কথিত শিক্ষক দিবস। প্রতিটি স্কুল, কলেজ, কোচিং সেন্টার গুলো তে স্বড়ম্বরে পালিত হবে। কিন্তু সবাই জীবনের প্রথম শিক্ষক কে একটুও শুভেচ্ছা জানাবে না। এই দিন টি তে শুধু মাত্র শিক্ষক দিবস পালন করা আমার চিন্তা চেতনার পরিপন্থী। আমি প্রত্যেক দিন কে শিক্ষক দিবস মনে করি। যাঁর কাছে থেকে একটা অক্ষর ও যদি শিখি তাকে নিজের সেরা ভালোবাসার ও সম্মানের উষ্ণ ছোঁয়া দেওয়ার চেষ্টা করি। এবার আসি জীবনের প্রথম শিক্ষকের কথা তে, পড়াশুনার জন্য আজ ১৪ বছরের বেশি বাড়ির বাইরে আছি। শিক্ষক কে খুব একটা বেশি দিন পাশে পাইনা তবে অতিথির মতন যখনই পাশে পৌঁছেছি কিছু না কিছু শিখেছি। যিনি বাড়িতে না থাকলে, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগে, যিনি না বকে ঝকে চোখে আঙুল দিয়ে না দেখলে কোনো কিছুই শিখতাম না। আমি যখন খুবই ছোটো ছিলাম দুর্বল ছিলাম সেদিন তুমি আমার হাত ধরে হাঁটতে শিখিয়েছো, যেদিন শক্ত খাবার খেতে শিখিনি সেদিন খাবার নরম বানিয়ে খাওয়ানো শিখিয়েছো, পৃথিবীতে নতুন অতিথি হিসাবে যখন এসেছিলাম কোনটা আমার কে হয় সেটা ও তুমি শিখিয়েছো। যখন গোঙানো কথা ছাড়া বলতে পারতাম না তুমি খেলার ছলে বড়ো দের " তুমি " বলতে হয় সেটা শিখিয়েছো। আজীবন সেটাই করে যাবো তোমার শেখানো মূল মন্ত্র গুলো বুকে আগলে রেখেই আগিয়ে যাবো। আমি যখন দুর্বল ছিলাম তুমি আমাকে সবল বানাতে ব্যাস্ত ছিলে, নিজের খাওয়া, নাওয়া, নিদ্রাতে সময় দাওনি। সেই ব্যাক্তি টা হলো মা। " মা " শব্দটি ছোট্ট হলেও এই শব্দের শক্তি অনেক, দৃঢ়তা অনেক, মমতাময়ী, পৃথিবীর সমস্ত স্নেহ মায়া ভরা। পৃথিবীর প্রথম অবৈতনিক শিক্ষক। ঠিক এই ভাবে তোমার শেখানো রাস্তা তে তুমি ও যেদিন দুর্বল হবে তোমার পাশ থেকে দূরে কোথাও যাবো না। তুমি শিখিয়ে ছিলে দুর্বলের পাশে দাঁড়াতে হয় আজও সাধ্য মতো দুর্বলের পাশে দাঁড়ানোর চেষ্টা করি।

শিক্ষক মানুষ গড়ার কারিগর
শিক্ষা আনে চেতনা
চেতনা আনে বিপ্লব
বিপ্লব আনে প্রকৃত শিক্ষার অধিকার।

আমাদের ছোটো বেলাতে খুব ভালো করে মনে পড়ে শিক্ষক দের দিক নির্দেশনা কিভাবে চুল কাটতে হবে, কিভাবে পোশাক পরিচ্ছদ হবে❗ চলন, বলন কেমন হবে। সে আজ স্মৃতি, স্মৃতির পাতা আগলে ধরে জির্ণ শীর্ণ হয়ে একদিন চলে যাবো না ফেরার দেশে।

আমার জীবনের একটা ঘটনা না শেয়ার না করলেই নয় - লাজুক প্রকৃতির উচ্চতায় কম অল্প বয়সী শ্যাম বর্ণ রুক্ষকায় আমি পঞ্চম ক্লাসে এক মিশনারী স্কুলে ভর্তি হলাম নতুন অনেক সহপাঠী পেলাম কিন্তু তারা অনেক ভালো পড়াশুনার সবাই নামী দামী স্কুল থেকে এসেছে, আমি সেখানে একদম মফস্বলের অনামী স্কুলের ছাত্র নতুন পরিবেশ কে মানিয়ে নিতে নিতে স্কুলের মিড টার্ম পরীক্ষা চলে এলো পরীক্ষা ও দিলাম কিন্তু একটা অঘটন তো ঘটেই গেলো অঙ্কে ১০০ এর মধ্যে ১১, নম্বর টা দেখে আমি ও ভেঙে পড়ি, কিন্তু আমি কি করবো বুঝতে পারছিলাম না ঠিক সেই সময় এক বন্ধু এসে বললো - সে ও অনেক কম নম্বর পেয়েছে। তাকে জিজ্ঞাসা করলাম কি করবে সে❓ সে জানালো পাশে হাড়োয়া ওখানে চলে যাবে দুপুরে রাতে খাওয়া টা পাবে বাকি কোনো কিছু একটা করে কাটিয়ে দেবে পড়াশুনা তার দ্বারা হবে না। এই কথা শেষ করেই জানতে চাইলো আমি যাবো কি না ? আমি কিংকর্তব্য বিমূঢ় হোস্টেলে গেলে খালিদ স্যার এর পিটুনি তো খাবোই কেউ বাঁচাতে পারবে না, আবার অন্য একটা বন্ধু সালেক এসে জানতে চাইলো কত পেয়েছি! জানালাম পাস করিনি। তাকে জানালাম ওপর বন্ধুর কথা টা সে বললো একদম এসব করিস না একটা পরীক্ষার নাম্বার সব কিছু না ,আর এখনও ফাইনাল পরীক্ষা তো বাকি সেখানে নম্বর টা একটু টেনে দিবি অনেক টা মেক আপ হয়ে যাবে। সত্যি কথা সেই বন্ধু সেদিন বলে ছিলো বলেই আজ আমি লিখছি, না হলে প্রথম বন্ধুর সঙ্গে গিয়ে মূল স্রোত থেকে হারিয়ে যেতাম। তোমরা বোধ হয় আমি সামিম এর কোনো অস্তিত্ব জানতেই পারতে না। আজ সেই বন্ধু কে ও জানাই শিক্ষক দিবসের অশেষ শুভেচ্ছা। কিন্তু সেদিনের জন্য অনেক পিটুনি খেতে হয়েছিল আজও মনে পড়ে, সেই শাসন আমাকে পরবর্তী পরীক্ষায় অঙ্কে ৭০ শতাংশের বেশি নম্বর পাওয়ায়। পিটুনি দেওয়া শিক্ষকের ও অনেক শুভেচ্ছা আপনার পিটুনির স্বাদ আজও অমৃত লাগে।

🔺বন্ধু পৃথিবীটা একটা নাট্য মঞ্চ অনেকে আসবে যাবে কিন্তু তোমাকে আমাকে সেটা থেকে উৎকৃষ্ট শিক্ষা গ্রহণ করতে হবে। হাল ছাড়লে হবে না লেগে থাকতে হবে।

🔺আরো একটি ঘটনার অংশ তোমাদের মাঝে প্রকাশ করি তোমরা ও কিছু যদি নিতে পারো - সময় টা ২০১৫ মনে পড়ে খুব, শিক্ষক দিবসের একটা রেওয়াজ সব স্কুলেই মোটামুটি চলে উচ্চ শ্রেণীর দাদা দিদি রা ছোটো ছোটো শ্রেণীর ক্লাস নিয়ে থাকে, আমাদের ও ব্যাতিক্রম নয়, প্রতিক্ষিত দিন প্রথম ক্লাস নেওয়ার জন্য আমাকে পূর্ববর্তী রুটিন মাফিক পাঠানো হলো আমার জীবন বিজ্ঞান টা খুবই ভালো লাগতো তাই বিজ্ঞানের ক্লাস টি তে পাঠানো হলো। আমি ও রেজিষ্টার এ নাম ডেকে বিজ্ঞান বই খুলে গাছের জীবন আছে এই ব্যাপারে জুনিয়র দের বলতে লাগলাম স্যার ম্যাম রা রাউন্ডে এসে দেখে খুব খুশি তাদেরই ছাত্র ছাত্রী রা শিক্ষক দিবস কে খুব সুন্দর করে পালন করছে। যাই হোক আমাদের স্কুলের রেওয়াজ ছিল দুটো তিনটে ক্লাস এর পর ডিবেট হলে সাংস্কৃতিক অনুষ্ঠান হবে, রীতি মত তাই হলো স্কুলের সম্পাদক মহাশয়, প্রধান শিক্ষক সহ প্রায় বয়োজ্যেষ্ঠ শিক্ষক শিক্ষিকারা বলছেন এক সময় আরবী শিক্ষক এর সময় এলো ওনার ক্ষুদ্র বক্তব্য পেশ করার অনুরোধ করা হলো। উনি প্রথমে সবাই কে শুভেচ্ছা জানিয়ে শুরু করলে ও বর্তমান শিক্ষক ছাত্রের সম্পর্কের উপর আলোচনা করতে গিয়ে ছাত্রদের দুর্ব্যবহারের কথা বলতে গিয়ে বড় দুঃখ ও অনুতাপের সঙ্গে বললেন - যে ছাত্র ছাত্রী রা এত সম্মান দিয়ে পেন - ডায়েরি - গোলাপ - মিষ্টি দিয়ে বরণ করে কি হবে যদি শিষ্টাচার না শিখতে পারি। সেদিন থেকে সংকল্প নিয়ে ফেলি পড়াশুনাতে ভালো ছাত্র হতে পারলেও শিষ্টাচারে কখনই খারাপ ছাত্র হবো না।
প্রত্যেক ঘটনার সঙ্গে শিক্ষা জড়িত নতুন দের করি আহ্বান তোমরা সজাগ হও এগুলো খেয়াল রাখো দেখবে তোমাদের সাফল্য কেউ আটকাতে পারবে না। আসবেই আসবে হয় আজ না হয় কাল।

ভারতবর্ষের উত্তর আকাশে কালো মেঘের ঘনঘটা - সিঁদুরে মেঘ দেখলে যেমন ঘর পোড়া বাছুর ভীত সন্ত্রস্ত থাকে ঠিক তেমনি ভীত সন্ত্রস্ত আগামীর ভারতবর্ষকে নিয়ে।

🔺শিক্ষক দেবাশিস মণ্ডল ও শেখ নুরুদ্দিন একজন মাধ্যমিকের ওপর জন উচ্চ মাধ্যমিকের দুজনের আলাদা জায়গায় পড়াশুনা, আলাদা কৃষ্টি কালচার, আলাদা স্কুল কিন্তু দুজনের উদ্দেশ্য ছিলো আমাকে বাংলা ভাষায় পারদর্শী করা। দুটো মানুষ আমার জন্য অনেক পরিশ্রম করেছেন।

🔺দেবাশিস স্যার সেদিন যদি আমাকে পড়াতে রাজি না হতেন আর নুরুদ্দিন স্যার যদি আমার অনুজ অঙ্কুশ কে পড়াতে রাজি না হতেন আমরা বোধ হয়
সাম্প্রদায়িক খেলায় মেতে উঠতাম।

বর্তমান ভারতবর্ষ হলে হয়তো এনাদের কাছে আমার পড়াই হতো না। এখন যা সাম্প্রদায়িক খেলা চলছে তার ছাপ শিক্ষা অঙ্গন কে কলুষিত করতে পারে তাই বর্তমান শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করবো এই খেলায় আপনারা পড়বেন না আপনারা মানুষ গড়ার কারিগর। আপনারা চলে গেলে পরবর্তী প্রজন্ম বর্বর দিশাহীন হয়ে পড়বে।

🔺 জীবনের চলার পথে অনেক শিক্ষক শিক্ষিকা কে পেয়েছি অনেক কিছু শিক্ষা পেয়েছি আজও চলার পথে পাথেয় করে চলার চেষ্টা করি। যাঁর কাছ থেকে আমি একটা অক্ষর শিখেছি তিনি রাস্তার ভ্যান ওয়ালা কাকুই হোক তাকেও শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা।

পৃথিবীর সমস্ত শিক্ষক শিক্ষিকা কে শিক্ষক দিবসের অনেক অনেক শুভেচ্ছা, আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন।

#নোট : এটা একটি প্রতীকী ছবি দৃষ্টি আকর্ষণ করার জন্য দেওয়া।

04/09/2022

বিচ্ছেদের অনুভূতি লুকানো যায়
কিন্তু প্রেমে পড়ার অনুভূতি লুকানো যায় না✅

04/09/2022

গগন শ্যামা বৃষ্টি নামে মেপে মেপে
বৃষ্টি নামলে বক্ষ পিঞ্জর আজও কেঁপে ওঠে
বস্তিবাসীদের জন্য
বৃষ্টি নামলে সবার বুকে রোমান্টিকতা আসেনা
তাদের তো বক্ষ পিঞ্জর কাঁপতে থাকে একটু মাথা গোঁজার জন্য✅

04/09/2022

কল্পনা আর বাস্তবতার ব্যাস দীর্ঘ✅

03/09/2022

Finally Teesta Setalvad walks out of Jail.

01/09/2022

সুন্দরবনের বাঘের গর্জন✅

01/09/2022

মোস্তাক হোসেন বাঙালি মুসলিম দের শিক্ষা, সাহিত্য, স্বাস্থ্য ক্ষেত্রে অকৃপনীয় অবদান রেখেছেন, ওনাকে শুধু মাত্র বাঙালি মুসলিম শিল্পপতি বললে ভুল হবে। গ্রাম বাংলা থেকে প্রান্তিক মুসলিম ছেলে মেয়ে গুলো কে মিশনারী স্টাইলে পড়াশুনার স্বপ্ন দেখানো তিনি প্রথম শুরু করেন। মোট কথা তিনি বাঙালি মুসলিম জাতির আর্থ সামাজিক পেক্ষাপট বদলে দিয়েছেন✅

30/08/2022

মাঝেমধ্যে খেয়াল করে দেখবেন, বিকেল বেলায় কেমন জানি অদ্ভুত টাইপের মন খারাপ হয়, চারেদিকের সব কিছু নাই নাই লাগে! দুনিয়ার কোনো কিছুই তখন ভাল্লাগেনা, এই ব্যাপারটা অদ্ভুত' কিন্তু সত্য! কি জানি কিসের জন্য মন খারাপ হয় আপনি নিজেই বুঝবেন না!🖤

30/08/2022

পুরুষের অর্ধেক সৌন্দর্য্য তার কথা বলার ধরনে; বাকি অর্ধেক তার চরিত্রে!!

30/08/2022

দক্ষিণ ২৪ পরগনার ক্যানিং থেকে সুদূর হিমালয় দর্শন মনে হচ্ছে✅

30/08/2022

Sealdah - Canning Route. New Station

Photos from Samim Ahamed's post 28/08/2022
28/08/2022

©️ Optography

26/08/2022

" #মোদী সরকার কেন #আপ এর উপর এমন আক্রমণাত্মক হয়ে উঠেছে? তার একমাত্র কারণ #গুজরাট, সাহেবের গড়ে #আপ এর ক্রমশ প্রভাব বৃদ্ধি। আজ আমরা যদি ঘোষনা করে দি যে, আমরা আগামী বিধানসভা নির্বাচনে অংশগ্রহন করবো না, দেখবেন পরেরদিন থেকেই এই সব CBI, ED বন্ধ হয়ে যাবে " অরবিন্দ কেজরিওয়াল।
আজ দিল্লি বিধানসভা অধিবেশনে।

Want your practice to be the top-listed Clinic in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এটা কি দেখলাম ?? শেষ পর্যন্ত দেখুন...😂😂⚠️
পশ্চিমবঙ্গের ছাত্র আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে ক্লাসেই প্র্যাক্টিস শুরু করে দিয়েছে😂তবে খুব ট্যালেন্টেড ছাত্র✅
তিনি হাত পাতেন নি, পরিশ্রম করছেন ❤ এই পৃথিবীতে নিজের জায়গা নিজেকেই করে নিতে হয়, কেউ তোমার জন্য করে দেবে না, তোমায় ছিন...
ডঃ ফারুক রহমান স্যার,"শিক্ষারত্ন" সম্মাননা গ্রহণ করছেন।।❤️❤️❤️ খোদার বাজার তথা সারা বিশ্বের গর্ব।
Finally Teesta Setalvad walks out of Jail. #TeestaSetalvad
সুন্দরবনের বাঘের গর্জন✅
Sealdah - Canning Route. New Station #matlahalt
" #মোদী সরকার কেন #আপ এর উপর এমন আক্রমণাত্মক হয়ে উঠেছে? তার একমাত্র কারণ #গুজরাট,  সাহেবের গড়ে #আপ এর ক্রমশ প্রভাব বৃদ...
মানসারুল হক দাদার বক্তৃতা 💜 প্রথমে ভাবছিলাম দেখি কি আলোচনা করেছেন পরে পুরো টা শুনে বেশ ভালো লাগলো। ভালো ছেলে মেয়েদের রা...
সেদিন লালু প্রসাদ যাদব যদি সমজোতা করে নিত তাহলে বিগত এক যুগ জেলের ভাত খেতে হতো না✅
দেশের পতাকা যতদিন তিন রঙা থাকবে ততদিন নাকি অশুভ যাবে না। এদের থেকে দেশো প্রেম শিখতে হবে? বক্তা - কৌস্তভ চ্যাটার্জী।
স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্তি তে নরেন্দ্র মোদী মিথ্যা বলছেন, ইতিহাস বিকৃতি করছেন: সুগত বসু।ভিডিও ক্রেডিট: ABP Ananda

Category

Website

Address

Kolkata
700124

Other Optometrists in Kolkata (show all)
Netradeep Netradeep
47, Diamond Harbour Road, Narisha (opposite Sakher Bazar Petrol Pump)
Kolkata, 700008

Netradeep- Khan Eye Care Pvt Ltd is a eye hospital situated in 47 Diamond harbour road shakerbazar b

Netralayam- The Superspeciality Eye Care Centre Netralayam- The Superspeciality Eye Care Centre
Netralayam, 330 Barakhola, Mukundapur Main Road, EM Bypass
Kolkata, 700099

Netralayam is one of the most sophisticated and all-inclusive super-specialty eye care in Kolkata

Himalaya Optical Eyewear Himalaya Optical Eyewear
455, Kalikapur Road, Beside Reliance Digital
Kolkata, 700078

OptiXpress OptiXpress
9Q Topsia Road
Kolkata, 700039

Ms.optom Ms.optom
MC GARDEN DUMDUM Road
Kolkata, 700073

An Optometrist An Eye Care Professional

Lenskart Lenskart
40, Arpan Apartment, Dum Dum Station Road, Near Bus Stand Surer Math
Kolkata, 700074

Optography Optography
Kolkata, 700033

Optometrists Redefined

Eyecon Eyecon
85/A Biren Roy West, Bakultala, Behala
Kolkata, 700061

The optical store

Anika Optical Anika Optical
Kharibari
Kolkata, 700128

আনিকা অপটিক্যাল

Sushovan Nandi - A House of Eye Care Sushovan Nandi - A House of Eye Care
Ananda Palit Road. Kolkata
Kolkata, 700014

Master of Optometrist, Eye Care Consultant

Raya Sinha - Vision Therapist Raya Sinha - Vision Therapist
Kolkata

This page is specially for my patients who wants to connect with me directly, subscribe YT channel

Specs.hub Specs.hub
1 Bipin Bihari Ganguly Street
Kolkata, 700073

Retail store