Biplab DSRDas
This is Education and Travel related and also local blogs related Page
নৈহাটির বড় মায়ের নতুন কষ্টি পাথরের মূর্তি 🙏🌺
কী অপূর্ব !
ধর্ম হোক যার যার , বড় মা সবার 🙏🌺
হাত ও পায়ের ১০টি প্রেসার পয়েন্ট। হালকা ম্যাসেজ করেই বিভিন্ন শারীরিক সমস্যার সমাধান করুন। 🚑
#কপি
পৃথিবীতে সবচেয়ে ইউজলেস এবং মিথ্যা কথা হলো "Money can't buy happiness."
বাচ্চাটার বাবার টাকা থাকলে পৃথিবীতে আসার আগেই তার জন্য হ্যাপিনেস কেনা হয়ে যেতো।
জগতের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস টাকা... টাকা থাকলে সব আছে। আর টাকা দিয়ে কেনা সবচেয়ে মূল্যবান জিনিসের নাম এক থালা ভাত।
এই বাচ্চাটা বেতন পেতো না সম্ভবত, দুই বেলা ভাত পেতো শুধু ৷
Don't be a philosopher, until you're rich.
#বিগত_পরীক্ষার_প্রস্তুতিবিষয়ক ১২টি পর্বে গুরুত্বপূর্ণ ৪০০টি প্রশ্নোত্তর
নোট Ramjan’s Support-All Jobs
#পর্ব-১
০১)"মন না মতি" বাগধারার অর্থ কী?
®__অস্থির মানব মন
০২)"আমন্ত্রণ" শব্দের সমার্থক শব্দ নয় নিচের কোনটি?
®__প্রত্যাবান
(সমার্থক আহ্বান,নিমন্ত্রণ,আবাহন)
০৩)"অম্বু"শব্দের সমার্থক শব্দ নিচের কোনটি?
®__পানি
(অম্বর অর্থ আকাশ)
০৪)"মহকুমা"কোন ভাষার শব্দ?
®__আরবি
(কলম,উকিল,গোসল ইত্যাদিও আরবি)
০৫)কোনটি নিপাতনে সিদ্ধ" প্রত্যয়যুক্ত শব্দ?
®__সৌর
( সূর্য+ষ্ণ=সৌর)
০৬)অর্থ্যানুসারে "হরিণ"কোন ধরনের শব্দ?
®__রূঢ়ি
(হস্তি,বাঁশি,তৈল,প্রবীন ইত্যাদিও)
০৭)বাংলা বর্ণমালায় পূর্ণমাত্রা, অর্ধমাত্রা ও মাত্রাহীন বর্ণ কতটি?
®__৩২টি/৮টি/১০টি
০৮)উদ্ধরণ চিহ্নের পূর্বে কোন চিহ্ন বসে?
®__কমা
০৯)"হ্ম" এর যুক্ত বর্ণ হবে?
®__হ্-ম
(ত্র---ত্+র-ফলা, ক্ষ--ক্+ষ)
১০)"Apenthesis" অর্থ কী?
®__অপিনিহিতি
১১)"চক্ষুদান করা"বাগধারাটির অর্থ?
®__চুরি করা
→পক্ষপাতিত্ব(একচোখা)
→সৌভাগ্য লাভ(কপাল ফেরা)
→ছিনিমিনি খেলা(নষ্ট করা)
১২)গুণ ও বৃদ্ধি বলা হয়?
®__কৃৎ প্রকৃতির আদি স্বরের পরিবর্তনকে।
১৩)"His behaviour surprised me (passive)
®__I was surprised at his behaviour.
®__Note by Ramjan
১৪)The word"Camouflage" means?
®__disguise(ছদ্মবেশ)
১৫)Anybody can apply for the post.here"Anybody"IS___?
®__Indefinite pronoun
(all,one,none,anyone, some ইত্যাদি)
১৬)"Once in a blue moon"means __?
®__very rarely(কদাচিৎ)
১৭)"Get rid of"means?
®__to be free from(মুক্তি পাওয়া)
১৮)"Homogeneous"means?
®__of the same kind(সমজাতীয়)
১৯)"এমন দেশটি কোথাও খোঁজে পাবে নাকো তুমি।"শুদ্ধ অনুবাদ হবে?
®__Nowhere will you find such a county.
২০) Who is calling me?(passive)
®__By whome am I being called?
২১)A speech full of too many words is---?
®__A verbose speech(কথাপূর্ণ বক্তব্য)
২২)The adjective form the word "Study"is?
®__studious(অধ্যয়নশীল)
২৩) The verb of the word" economy"is___?
®__economize(মিতব্যয়ী হওয়া)
২৪) A person whose head is in the clouds is---?
®__a day dreamer(আকাশ কুসুম কল্পনাকারী বা দিবাস্বপ্ন দেখা ব্যক্তি)
২৫) শব্দটি কেটে দাও(অনুবাদ)
®__Pen through tge word.
#পর্ব-২
০১) ৩৯ সংখ্যাটি নিচের কোন সংখ্যাটির ৬৫%?
®__৬০(৩৯*১০০/৬৫=৬০)
০২)একটি ক্রমিক সমানুপাতের ১ম ও ৩য় রাশি যথাক্রমে ৩ ও ১২ হলে মধ্যসমানুপাতিক নির্ণয় করো।
®__৬
০৩)দুটি ক্রমিক স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর ১৭ হলে সংখ্যাদ্বয়ের যোগফল কত?
®__১৭
(৮+৯=১৭)
০৪)একটি প্লাটফর্মের দৈর্ঘ্য ২০০ মিটার। ২৫০ মিটার লম্বা একটি ট্রেনকে অতিক্রম যে দূরত্ব অতিক্রম করবে তা হলো---?
®__৪৫০ মিটার
(২০০+২৫০=৪৫০)
০৫) 4 সে.মি,5 সে.মি. 9 সে.মি বাহু বিশিষ্ট ত্রিভুজের ক্ষেত্রফল কত বর্গ একক?
®__0 বর্গ একক।
০৬) স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টির সূত্র...?
®__n(n+1)(2n+1)/6
০৭) ১৫ থেকে ৩০ পর্যন্ত মৌলিক সংখ্যাগুলোর যোগফল কত?
®__৮৮
(১৭+১৯+২৩+২৯=৮৮)
০৮) বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ কোন দেশের সহায়তায় নির্মিত হয়?
®__ফ্রান্সের
(থেলেস অ্যালেনিয়া স্পেস কর্তৃক নির্মিত উৎক্ষেপিত হয় যুক্তরাষ্ট্র)
০৯) বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড একুরিয়াম কোথায় অবস্থিত?
®__কক্সবাজারে
১০) শেখ হাসিনা সেনানিবাস কোথায় অবস্থিত?
®__লেবুখালী,পটুয়াখালী
১১) কচু খেলা গলা চুলকায় কারণ কচুতে থাকে?
®__ক্যালসিয়াম অক্সালেট
(উপাদান লৌহ)
১২)ভিসুভিয়াস আগ্নেয়গিরি কোথায় অবস্থিত?
®__ইতালিতে
১৩) ইউয়ান কোন দেশের মুদ্রার নাম?
®__চীনের
→কিয়াট(মিয়ানমার)
→বাথ(থাইল্যান্ড)
→ডং(ভিয়েতনাম)
১৪)বায়ুমণ্ডলে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে থাকে?
®__নাইট্রোজেন(৭৮.০২%)
১৫) বাংলাদেশের সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি?
®__পুণ্ডবর্ধন
(বর্তমানে মহাস্থানগড়)
®__নোট রমজান
১৬) আকাশ নীল দেখায় কেন?
®__বিক্ষেপণ বেশি বলে।
১৭)বঙ্গবন্ধু সেতুতে যান চলাচল শুরু হয় কোন সাল থেকে?
®__১৯৯৮ সাল থেকে
(সেতুর পিলার ৫০টি,স্প্যান ৪৯টি)
১৮) ইউরোপীয় ইউনিয়নের চুক্তির আওতায় বিশ্বের কোন দুটি দেশ "ইউরো"মুদ্রা চালু করতে বাধ্য নয়?
®__ডেনমার্ক ও যুক্তরাজ্য
(বর্তমানে ২৮টি সদস্য দেশের মধ্যে ১৯টিতে চালু আছে)
১৯)বিশ্বের পঞ্চম বৃহত্তম সীমান্ত কোনটি?
®__ভারত-বাংলাদেশ সীমান্ত
(১ম কানাডা-যুক্তরাষ্ট্র)
২০)বিশ্ব অটিজম দিবস কবে?
®__২ এপ্রিলে
→৫ অক্টোবরে বিশ্ব শিক্ষক দিবস
২১) দেশের সর্বশেষ সিটি কর্পোরেশন কোনটি?
®__ময়মনসিংহ
(এটি দেশের ১২তম সিটি কর্পোরেশন)
২২) টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা(SDC) অর্জনের সময়কাল নিচের কোনটি?
®__২০১৬-২০৩০
লক্ষ্যমাত্রা ১৭টি
২৩)ব্রিটিশ উপনিবেশ না হয়েও নিম্নের কোন দেশটি কমনওয়েলথের সদস্য দেশ?
®__মোজাম্বিক ও রুয়ান্ডা
(বর্তমান সদস্য দেশ ৫৩টি)
২৪) কম্পিউটারের স্থায়ী স্মৃতিশক্তি কোনটি?
®__ROM
(Read only memory)
২৫) ই-৮ পৃথিবীর কোন ধরনের ৮টি দেশকে নির্দেশ করে?
®__সবচেয়ে পরিবেশ দূষণকারী ৮টি দেশকে।
#পর্ব_৩
০১) ম্যাকমোহন লাইন কোন কোন দেশের সীমানা নির্ধারণ করে?
®__চীন ও ভারতের
(৭০০ মাইলব্যাপী ভারতের অরুণাচল ও চীনের তিব্বত সীমানা জুড়ে)
০২)"কার্টাগোনা" প্রটোকল কী?
®__জাতিসংঘের জৈব নিরাপত্তা বিষয়ক চুক্তি
(২০০০ সালে ২৯ জানু. কানাডার মন্ট্রিলে গৃহীত হয়,কার্যকর ২০০৩ এ)
০৩) শান্তিতে অবদান রাখার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কোন পদকটি পেয়েছিলেন?
®__জুলিও কুরি পদক
(১০ অক্টোবর ১৯৭২ সালে)
০৪) বাংলাদেশের সশস্ত্র বাহিনির সর্বাধিনায়ক কে?
®__রাষ্ট্রপতি
(সেনা,নৌ ও বিমানবাহিনি নিয়ে গঠিত)
০৫) ২৬তম কমনওয়েলথ শীর্ষ সম্মেলন কবে অনুষ্ঠিত হবে?
®__২০২০ সালে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডাতে।
(২৭তম হবে ২০২২ সালে সামোরায়)
০৬)সংবিধানের ২৮(২) অনুচ্ছেদের বিষয়বস্তু কী?
®__সর্বস্তরে নারী-পুরুষের সমান অধিকার
০৭)বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয় কবে?
®__১১ মে ২০১৮(যুক্তরাষ্ট্রের সময়)
বাংলাদেশ সময় ১২ মে
০৮) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম-এ কয়টি তারকা চিহ্ন আছে?
®__৪টি
→রাষ্ট্রীয় মনোগ্রামের ডিজাইনার এন এ সাহা
→জাতীয় প্রতীকের ডিজাইনার পটুয়া কামরুল হাসান(সূত্র উইকি)
০৯)বাংলাদেশের কোনটি প্রাকৃতিক মৎস্য প্রজনন কেন্দ্র?
®__হালদা(খাগড়াছড়ি)
১০)বিখ্যাত যুদ্ধক্ষেত্র ওয়াটারলু কোন দেশে অবস্থিত?
®__বেলজিয়ামে
১১) রোহিঙ্গা মুসলিম নিধনে নেতৃত্ব প্রদানকারী অন্যতম প্রধান কে?
®__মাউং মাউং
১২) আন্তর্জাতিক অর্থ তহবিলের সদরদপ্তর কোথায়?
®__ওয়াশিংটনে
(বর্তমান সদস্য ১৮৯টি
১৩) ২০১৮ সালে মানব উন্নয়ন সূচকে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশ কততম?
®__১৩৬
১৪)স্বাধীন বাংলাদেশের নির্বাচিত প্রথম প্রধানমন্ত্রী কে?
®__বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
(বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ)
১৫)শীতকালে কোনটি বাংলাদেশের শীতলতম জেলা?
®__দিনাজপুর
®__Note by Ramjan
১৬)বাংলাদেশের সরকারি আয়ের প্রধান উৎস কী?
®__মূসক(মূল্য সংযোজন কর)
(১৯৯১ সালে ১ জুলাই কার্যক্রর)
১৭) বাংলাদেশের জাতীয় খেলা কোনটি?
®__কাবাডি
(১৯৭২ সালে হা-ডু-ডু কে কাবাডি নামকরণ করা হয়)
১৮) "WIMAX" এর পূর্ণরূপ কী?
®__Worldwide Interoperability for Microwave Access
(এটা ২০০১ সালের জুনে গঠিত হয়)
১৯) একটি ত্রিভুজের ভূমি ৬ সে.মি. এবং এর উচ্চতা ৫ সে. মি. হলে ত্রিভুজটির ক্ষেত্রফল কত?
®__১৫ বর্গ সে.মি.
(১/২*৬*৫=১৫)
২০)অর্ধবৃত্তস্থ কোণ সমান কত?
®__৯০ ডিগ্রি
২১)ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
®__১/২(a+b)h
(১/২*(সমান্তরাল বাহুদ্বয়ের ক্ষেত্রফল *উচ্চতা)
২২) ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত?
®__১৮০ ডিগ্রি
(ত্রিভুজের তিন কোণের সমষ্টি দুই সমকোণ বা ১৮০ ডিগ্রি)
২৩) ৭,১২,১৭,৩,১১,৬,১৩,৩ সংখ্যাগুলোর গড় কত?
®__৯
৭২/৮=৯
২৪) রম্বসের ক্ষেত্রফল নির্ণয়ের সূত্র কোনটি?
®__১/২*কর্ণদ্বয়ের গুণফল
২৫) ৫৫ ডিগ্রি কোণের পূরক কোন কত?
®__৩৫ ডিগ্রি
(দুটি কোণের সমষ্টি ৯০ডিগ্রি হলে কোন দুটিকে পরস্পরের পূরক কোণ বলা হয়।(৯০-৫৫=৩৫)
#পর্ব_৪
০১) চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে নিচের কোন সূত্রটি সঠিক?
®__C=P(1+r)n পাওয়ার
→C=n বছরের শেষে\সবৃদ্ধিমূল
→r=সুদের হার
→n=সময়/বছর
০২)আমি তাকে উপহাস করিনি....
®__I did not laught at him
(laught at উপহাস করা)
০৩) "Noun"from of "guilty"is?
®__guilt
০৪)All his hopes were---?
®__nipped in the bud
(Nipped in the bud idiom টির অর্থ
অঙ্কুরে বিনষ্ট হওয়া)
০৫) Academic is similar to--?
®__scholastic
(Academic(পাণ্ডিত্যপূর্ণ) শব্দটি scholastic বিশ্ববিদ্যালয় শিক্ষাবিষয়ক)
০৬)What is the synonym of "remarkable"?
®__Noteworthy(লক্ষণীয়)
০৭) Do or die(make simple)
®__Without doing you will die
০৮) We should live----harmony---- others.
®__in,with
০৯) The old man was very weak. His health broke---under the pressure of work.
®__down
(broke down অর্থ ভেঙে পড়া)
১০) He made me----car.
®__drive
(সে আমাকে দিয়ে গাড়িটি চালিয়ে নিল)
১১) Walk fast lest the train(miss).
®__would be missed
১২) বাতিটি নিভাও---Translate it.
®__Put out the lamp
১৩)কোনটি নিপাতনে সিদ্ধ সন্ধি নয়?
®__মধ্যাধার(মসী+আধার)
(অন্যান্য,মার্তণ্ড,কুলটা নিপাতনে সিদ্ধ)
১৪) নিচের কোনটির পুরুষবাচক শব্দ আছে?
®__সারী
(শুক---সারী,বাদশা-বেগম)
®__নোট রমজান....
১৫) হনন করার ইচ্ছা---?
®__জিঘাংসা
লাভ করার ইচ্ছা---লিপ্সা
১৬) খাতক শব্দের বিপরীত শব্দ?
®__মহাজন
প্রসারণ---সংকোচন
উত্তমর্ণ---অধমর্ণ
১৭) চাঁদের সমার্থক শব্দ কোনটি?
®__হিমাংশু
(শশাঙ্ক,হিমকর,সুধাকর,সোম অর্থও চাঁদ)
১৮) বিভক্তিযুক্ত শব্দকে কী বলে?
®__পদ বলে।
(বিভক্তিহীন শব্দকে বলে প্রাতিপদিক)
১৯) অপ্রাণিবাচক শব্দের উত্তরে কোন বিভক্তি বসে?
®__শূন্য
(যেমন কলম দাও)
২০) খিলিপান(এর ভিতরে) দিয়ে ওষুধ খাবে---কোন কারক?
®__অধিকরণ
২১) প্রকৃত বাংলা ব্যঞ্জনসন্ধি কোন নিয়মে হয়ে থাকে?
®__সমীভবন
২২) "In the good books"অর্থ কী?
®__সুনজরে
(Good looks সুন্দর চেহারা)
২৩) বিরামচিহ্ন কেন ব্যবহার করা হয়?
®__বাক্যের অর্থ স্পষ্টকরণের জন্য
২৪) কোনটি সাধু ভাষার ক্ষেত্রে প্রযোজ্য?
®__তৎসম শব্দবহুল
২৫) ভাষার মূল উপাদান কোনটি?
®__ধ্বনি
নোট Md. Ramjan
#পর্ব_৫
০১) সাধুরীতিতে কোন পদটি দীর্ঘরূপ হয় না?
®__অব্যয় পদটির
০২)ব্যাকরণের কোন অংশে কারক সম্বন্ধে আলোচনা করা হয়?
®__রূপতত্ত্ব বা শব্দতত্ত্বে
(শব্দের ক্ষুদ্রাংশকে বলা হয় রূপ,রূপ গঠন করে শব্দ)
০৩) ভিক্ষুকটা যে পেছনে লেগেই আছে,কী বিপদ!'---এ বাক্যে "কী" এর অর্থ কোনটি?
®__বিরক্তি
০৪)"The fire is out"___বাক্যটির অনুবাদ কী?
®__আগুন ছড়িয়ে পড়েছে।
০৫) নিচের কোনটিতে সাধু ভাষা সাধারণত অনুপযোগী?
®__নাটকে।
০৬) কোন বাংলা পদের সাথে সন্ধি হয় না?
®__ক্রিয়া পদের সাথে
০৭)"হাতে দূর্বা গজানো"বাগধারাটির অর্থ কী?
®__আলসেমির লক্ষণ
→হাড় হাভাতে --লক্ষ্মীছাড়া/অলুক্ষণে
→তালপাতার সেপাই--অতিশয় দুর্বল
০৮)"নীলাম্বর"কোন সমাস?
®__কর্মধারয় সমাস
→নীলাম্বর--নীল যে অম্বর
→নীলপদ্ম--নীল যে পদ্ম
০৯) 'তিলে তৈল হয়'--"তিলে'কোন কারকে কোন বিভক্তি?
®__অপাদানে ৭মী
→তিলে তৈল আছে বললে অধিকরণ
১০) মৌলিক শব্দ কোনটি?
®__আকাশ
(আরও কিছু মৌলিক শব্দ হাত,ফুল, বই,মুখ,গোলাম,গোলাপ,ভাই,বোন,নদ মাছ, লাল ইত্যাদি)
১১) How did you come by your lost watch? Here "come by" means---?
®__get
★"come by" অর্থ পাওয়া
১২) The word "ambiguous"is Synonym of--?
®__dubious(অনিশ্চিত)
★"ambiguous"অর্থ অনিশ্চিত
১৩) The Antonym of the word "dishearten"is--?
®__encourage(উৎসাহিত করা)
★dishearten অর্থ নিরুৎসাহিত করা
১৪) What is the synonymous word of "augment"?
®__Increase
★augment অর্থ বৃদ্ধি পাওয়া
১৫) Where there is a will,there is....?
®__a way
(ইচ্ছা থাকলে উপায় হয়)
১৬) To carry coal to---?
®__Newcastle
(তেলা মাথায় তেল দেওয়া)
১৭) তোমার বাবা কী করেন?
®__What is your father?
১৮) How karim has solved the problems---?
®__astounds us all(স্তম্ভীত করা)
১৯) The synonym of 'abandon' is--?
®__leave
★abandon' পরিত্যাগ করা
২০)A----in time saves in nine.
®__stitch
★timely action. সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।
২১) A man is known by the----he keeps.
®__company
(সঙ্গ দেখে লোক চেনা যায়)
২২) মৌলিক সংখ্যার সেট কীরূপ হবে?
®__অসীম
২৩) দুইটি সংখ্যার গ.সা.গু. 7 এবং ল.সা.গু. 84 সংখ্যা দুটির একটি 42 হলে অপরটি কত?
®__14
২৪) বৃত্তের সমান সমান জ্যা কেন্দ্র হতে সর্বদা নিচের কোনটি?
®__সমদূরবর্তী
২৫) বৃত্তের কেন্দ্রের কোণ কত ডিগ্রির সমান?
®__৩৬০ ডিগ্রির
#পর্ব_৬
০১) ১৯৭১ সালের মুক্তিযুদ্ধকালে জাতিসংঘের মহাসচিব কে ছিলেন?
®__উ থান্ট(১৯৬১-৭১ পর্যন্ত)
০২) ডেঙ্গু ও চিকুনগুনিয়া কোন ধরনের রোগ?
®__ভাইরাসজনিত রোগ
(এডিস মশার কামড়ে ছড়ায়)
০৩) দেশের প্রথম ইলেকট্রনিক বই কোনটি?
®__ একুশ ই বুক
০৪) "WIP0" এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
®__জেনেভায়
০৫) 'মংডু' কোন দুটি দেশের সীমান্ত এলাকা?
®__বাংলাদেশ-মিয়ানমার
০৬) বাংলাদেশ স্কয়ার কোন দেশে অবস্থিত?
®__লাইবেরিয়াতে
→বাংলাদেশ সড়ক আইভেরি কোস্টে
০৭) দেশে প্রথম ডিজিটাল ভূমি ব্যবস্থাপনা চালু হয় কোথায়?
®__চট্টগ্রামের ফটিকছড়িতে
০৮) "বর্ণালি ও শুভ্র" কী?
®__উন্নত জাতের ভুট্টা
০৯) ক্যান্সার চিকিৎসায় ব্যবহৃত গামা বিকিরণের উৎস হলো---
®__আইসোটোপ
১০) ফ্রান্সের বর্তমান প্রেসিডেন্ট কে?
®__ইমানুয়েল ম্যাক্রোঁ(২০১৭,১৪ মে)
(ফ্রান্সের ইতিহাসে সর্বকনিষ্ঠ প্রেসিডেন্ট)
১১) জাঙ্ক ফুডে নিচের কোন দ্রব্যের আধিক্য থাকে?
®__চর্বির
১২) ক্রিকেট খেলার মাঠের পিচের দৈর্ঘ্য কত?
®__২২ গজ(প্রস্থ ৩.৩৩ গজ)
(৬৬ ফুট ও ১০ ফুট)
১৩) বাংলার "ছিয়াত্তরের মন্বন্তর"এর সময়কাল কবে?
®__১৭৭০ সালে
১৪) স্ক্যানার কী ধরনের ডিভাইস?
®__ইনপুট
১৫) ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
®__৫৪টি
®__নোট রমজান
১৬)প্রাচীন "সমতট"জনপদ বর্তমানে কোন কোন জেলায় ছিল?
®__কুমিল্লা ও নোওয়াখালীতে
১৭)বিখ্যাত চিত্রকর্ম "তিনকন্যা" এর চিত্রকর কে?
®__কামরুল হাসান
→শ্রেষ্ঠ কার্টুনিস্ট রফিকুন্নবী
→শিশুস্বর্গ→এস এম সুলতান
১৮) যশোর জেলায় অবস্থিত বিলের নাম কী?
®__ ভবদহ
১৯) কোন উপজাতির ধর্ম ইসলাম?
®__পাঙন
(মৌলভীবাজারে কমলগঞ্জে বাস করে)
২০) সংসদ অধিবেশন কে আহব্বান করেন?
®__রাষ্ট্রপতি
→৭২(১) অনুচ্ছেদ অনুযায়ী সংসদ অধিবেশন আহব্বান,সংসদ স্থগিত ও ভঙ্গ করতে পারেন।
২১) পানামা খাল কোন মহাসাগরকে যুক্ত করেছে?
®__প্রশান্ত-আটলান্টিক মহাসাগরকে
(১৯১৪ সালে।দৈর্ঘ্য ৮১ কি.মিটার)
২২) আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়?
®__৮ মার্চে
(১৯১০ সালে জার্মান রাজনীতিবিদ ক্লারা জেটকিন এ দিবস ঘোষণা করেন। পালিত হচ্ছে ১৯১১ সাল থেকে)
২৩) পিঁপড়া,ভীমরুলের ও মৌমাছির কামড়ে থাকে?
®__মিথানয়িক এসিড বা ফরমিক এসিড
২৪) এয়ারফোর্স ওয়ান কী?
®__আমেরিকার রাষ্ট্রপতির বিমান
২৫) সৎগুণই জ্ঞান বা জ্ঞানই পুণ্য উক্তিটি কার?
®__সক্রেটিসের।
#পর্ব_৭
০১) বাংলাদেশের কোন স্থানে সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়?
®__সিলেটের লালখানে
→সর্বনিম্ন বৃষ্টিপাত হয় নাটোরের লালপুরে
→শীতলতম স্থান শ্রীমঙ্গল
→উষ্ণতম স্থান লালপুর
০২) বাংলাদেশের শিক্ষার স্তর কতটি?
®__৪টি
★জাতীয় শিক্ষানীতি ২০১০ অনুসারে স্তর ৪টি(প্রাক-প্রাথমিক, প্রাথমিক, মধ্যমিক ও উচ্চ শিক্ষা)
০৩)বিশ্বের কততম দেশ হিসেবে বাংলাদেশ সাবমেরিন যুগে পদার্পণ করে?
®__৪১তম
★বাংলাদেশ নৌবাহিনিতে ১২ মার্চ ২০১৭ "নবযাত্রা ও জয়যাত্রা"নামে দুটি সাবমেরিন যুক্ত হয় তাতেই বিশ্বে ৪১তম সাবমেরিন দেশ বাংলাদেশ।
০৪) সূর্য কিরণ থেকে কোন ভিটামিন পাওয়া যায়?
®__ভিটামিন ডি
★ভোজ্য তেল,দুধ,ডিমের কুসুমেও।
ডি এর অভাবে শিশুদের রিকেটস বা হাড়বাঁকা রোগ হয়।
০৫) জাতীয় শিক্ষক দিবস কবে?
®__১৯ জানুয়ারি
★বিশ্ব শিক্ষক দিবস ৫ অক্টোবরে
০৬) বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম উপজাতি কোনটি?
®__সাঁওতাল
০৭) বৌদ্ধ সভ্যতার তীর্থস্থান 'তক্ষশীলা' কোথায় অবস্থিত?
®__পাকিস্তানে
★পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়াল পিণ্ডিতে।১৯৮০ সালে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্য ঘোষণা করে।
০৮) "অর্থশাস্ত্র"গ্রন্থটি কার?
®__কৌটিল্যের
★খ্রিস্টপূর্ব ৩শতকে সংস্কৃত ভাষায় লেখেন চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কোটিল্য
০৯) দক্ষিণ আফ্রিকার মুদ্রার নাম কী?
®__র্যান্ড(রেন্ড)
★আইসল্যান্ড ও সুইডেন---ক্রোনা
আর্জেন্টিনা,চিলি,উরুগুয়ে,কিউবা, কলম্বিয়ার মুদ্রার নাম পেসো।
১০) মানুষের ভাষা কিসের সাহায্যে সৃষ্টি হয়?
®__বাগযন্ত্রের সাহায্যে
১১) কথ্যরীতির সমন্বয়ে বিশিষ্ট জনের ব্যবহৃত ভাষাকে কী বলে?
®__আদর্শ চলিত ভাষা
১২) "নেই আঁকড়া"বাগধারাটির অর্থ কী?
®__একগুঁয়ে বা নাছোড়বান্দা
১৩) সামীপ্য অর্থে কোন অধিকরণ হয়?
®__ঐকদেশিক
১৪) আমি কি ডরাই সখি ভিখারি রাঘবে?--"রাঘবে"কোন কারকে কোন বিভক্তি?
®__অপাদানে ৭মী
(ভয় উৎপন্ন হচ্ছে রাঘব থেকে তাই অপাদান কারক)
১৫) "Man gets as much as he wants"অনুবাদ?
®__মানুষ যত পায়,তত চায়।
১৬) "It is long story" অনুবাদ?
®__সে অনেক কথা।
১৭) কৃদন্ত পদের সাথে উপপদের যে সমাস হয় তাকে কী বলে?
®__উপপদ তৎপুরুষ সমাস
১৮) "অন্তরীপ"সমস্তপদটি কোন বহুব্রীহি সমাসের অন্তর্গত?
®__নিপাতনে সিদ্ধ
১৯) অম্বর শব্দের সমার্থক শব্দ?
®__নভঃ
★ব্যোম,অন্তরীক্ষ, শূন্য,দ্যু,ছায়লোক
২০)"শুক"শব্দের স্ত্রীবাচক শব্দ?
®__সারী
২১) গুজবে কান দেওয়া উচিত নয়"এর বাংলা অনুবাদ?
®__One should not give ear to rumour.
২২) The noun form of "broad"is?
®__Breadth(প্রশস্ততা)
২৩) Your watch has run---?
®__down
★Run down----অকেজো
২৪) The word ""docile""refers to?
®__tame
docile বাধ্য, tame বাধ্য/অনুগত
২৫) The antonym of"Candid" is?
®__Reserved
★Candid মনখোলা, Reserved গম্ভীর
#পর্ব_৮
০১) "At a loss" means____?
®__Puzzled
★At a loss"অর্থ বিভ্রান্ত অর্থাৎ Puzzled অর্থও বিভ্রান্ত।
০২) "Autonomous"শব্দের অর্থ?
®__স্বায়ত্তশাসন
(পরীক্ষায় বানানটাও আসে)
০৩) দুহিতা এর বিপরীত শব্দ কী?
®__পুত্র
★দুহিতা অর্থ কন্যা।জায়া এর সমার্থক অর্ধাঙ্গী
০৪) "পাপে বিরত থাকো"কোন কারকে কোন বিভক্তি?
®__অপাদানে ৭ মী
০৫) কেতাদুরস্ত বাগধারার অর্থ কী? ®__পরিপাটি।
→ইতুনিদ কুঁড়ে ---অলস
→কাকভুশণ্ডি----দীর্ঘজীবী
০৬) সন্ধি"ণ-ত্ব, ষ-ত্ব"বিধান ব্যাকরণের কোন আলোচিত হয়?
®__ধ্বনিতত্ত্বে
০৭) "দহরম-মহরম"এর বিপরীত বাগধারা বোনটি?
®__অহি-নকুল
০৮)নিচের কোন বানানটি সঠিক?
®__ন্যূনতম
★জ্যোতি,ন্যূজ,ন্যূন
০৯)"ডাক্তার ডাক"কোন কারকে কোন বিভক্তি?
®__কর্মকারকে শূন্য
১০) মৌমাছি কোন সমাস?
®__মধ্যপদলোপী কর্মধারয়
→মৌ(মধু)আশ্রিত মাছি
১১) ৫:৭: এবং ৩:১৩ অনুপাতগুলোর ধারাবাহিক অনুপাত কত?
®__১৫, ২১, ৯১
১২) নিচের কোন সংখ্যার ৮% এর সমান?
®__২২৫
১২) 4x(power)=2 হলে x এর মান কত?
®__1/2(half)
১৩) ৭৫ টাকায় ১৫টি কলম কিনে ৯০টাকায় বিক্রয় করলে শতকরা লাভ কত?
®__২০%
১৪) ৪,৬,৮ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
®__১২
১৫) বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ?
®__স্থূলকোণ
১৬) Man has no escape---death.
®__from
★escape from(মুক্তি পাওয়া/এড়িয়ে যাওয়া)
১৭) "কলমটি তার"অনুবাদ?
®__He is the owner of the pen.
১৮) বিনয় মহত্ত্বের ভূষণ....
®__Modesty is embellishment of greatness.
★embellishment of---ভূষণ
১৯) কেটলিতে পানি টগবগ্ করছে....
®__The water is simmering in the kettly
★simmer অর্থ টগবগ্ করে ফোটা
২০) ট্রেনটি ঢাকা যাবে....
®__The train is bound for Dhaka.
★bound for----কোথাও বা কোন দিকে যেতে প্রস্তুত বা গমনরত।
২১) The shirt is ------?
®__after my taste
★The shirt is after my taste অর্থ জামাটি আমার পছন্দসই বা প্রিয়।
২২) What is the meaning of "Prior to"---?
®__before
★Prior to-----পূর্বে
২৩) Three-fourth of the work----finished.
®__has been
২৪) The synonym of the word"huge" is----?
®__colossal(বিশাল)
২৫) The Antonym of the word "unique" is----?
®__common
#পর্ব_৯
০১) গারো পাহাড় কোন জেলায় অবস্থিত?
®__ময়মনসিংহ
→বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড় গারো পাহাড়( উচ্চতা ২০৫০ ফুট)
০২) বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
®__ফরিদপুরে
→নদী গবেষণা পানি সম্পদ মন্ত্রণালয়ের অধীনে ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়।
→প্রথম সদরদপ্তর ছিল ঢাকায়
→বর্তমানে ফরিদপুরের হারুকান্দিতে
০৩) বাংলাদেশের সাথে কয়টি দেশের সীমান্ত রয়েছে?
®__২টি
★দেশের ৩২টি জেলা জুড়ে সীমান্ত বিদ্যমান।
০৪) বাংলাদেশের রুটির ঝুড়ি বলা হয় কোন জেলাকে?
®__ঠাকুরগাঁ কে।
★দেশের সবচেয়ে বেশি গম উৎপাদন হয় এই জেলায়।
০৫) বাংলাদেশ কমনওয়েলথ এর কততম সদস্য?
®__৩২তম
★কমনওয়েলথ এর বর্তমান সদস্য ৫৩টি
→বাংলাদেশ ১৯৭২ সালের ১৮ এপ্রিলে ৩২তম সদস্য পদ পায়।
০৬) বাংলাদেশের কোন মসজিদকে ইউনেস্কো বিশ্ব ঐতিহ্যের স্থান ঘোষণা করেছেন?
®__ষাটগম্বুজ মসজিদকে
★৩২১তম বিশ্ব ঐতিহ্য হিসেবে ১৯৮৫ সালে ঘোষণা করা হয়।
০৭) "সুইফট"কোডের সংখ্যা কত?
®__৮ অথবা ১১ ডিজিট
০৮) "HTML" এর পূর্ণরূপ কী?
®__Hyper Text Markup Language
০৯) বাংলা নববর্ষ"পহেলা বৈশাখ" চালু করেন কে?
®__সম্রাট আকবর
★প্রবর্তন করেন ১৫৮৪ সালে
→কার্যকর করেন ১৫৫৬ সালের সিংহাসন আরোহনের দিন থেকে।
১০) মালয়েশিয়ার মুদ্রার নাম কী?
®__রিংগিট
→রুবল---রাশিয়া ও বেলারুশের মুদ্রা
→পেসো---ফিলিপাই,চিলির...মুদ্রা
১১) "হিউম্যান প্যাপিলোমা" কী?
®__ভাইরাস জনিত রোগের নাম
১২) ইনসুলিন কে আবিষ্কার করেন?
®__ফ্রেডরিক গ্র্যান্ট বেন্টিং ও চার্লস এইচ বেস্ট
→বসন্তের টিকা---অ্যাডওয়ার্ড জেনার
১৩) টেস্ট ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরি করেন কে?
®__ব্রেন্ডন ম্যাককালাম(৫৪) বলে
১৪) বিশ্বের সর্বাধিক ব্যবহৃত ভাষার মধ্যে বাংলা ভাষার অবস্থান কততম?
®__৬ষ্ঠ
১৫) কোন জেলাকে শস্য ভাণ্ডার বলা হয়?
®__বরিশালকে।
→বরিশালকে বাংলার ভেনিসও বলা হয়
১৬) "এপিকালচার"কী?
®__মৌমাছিপালন বিদ্যা
→এভিকালচার---পাখিপালন বিদ্যা
→পিসিকালচার---মৎস্যপালন বিদ্যা
১৭) ছয়টি ক্রমিক পূর্ণসংখ্যার প্রথম ৩টির যোগফল ২৭ হলে, শেষ ৩টির যোগফল কত?
®__৩৬
১৮) ১ নটিক্যাল মাইল সমান কত?
®__১৮৫৩.১৮ মিটার
১৯) একটি লেবু ৪টাকায় কিনে ৫ টাকায় বিক্রি করলে লাভ কত?
®__২৫%
২০) প্রথম ১০টি স্বাভাবিক সংখ্যার গড় কত?
®__৫.৫০
২১) সমকোণী ত্রিভুজের অপর কোণদ্বয় -----?
®__৫৫ডিগ্রি,৩৫ডিগ্রি
২২) একটি ত্রিভুজের কোনগুলোর অনুপাত 2:3:5। এর বৃহত্তম কোণটি--?
®__90ডিগ্রি
২৩) বৃত্তের ব্যাস ৩গুণ বৃদ্ধি পেলে ক্ষেত্রফল বৃদ্ধি পাবে?
®__৯ গুণ।
২৪) সিসমোগ্রাফ কী?
®__ভূমিকম্প মাপার যন্ত্র
২৫) "আরেক ফাল্গুন"উপন্যাসটি কার?
®__জহির রায়হানের
→১৯৫৫ সালের ২১ ফেব্রুয়ারির অভিজ্ঞতার আলোকে লেখা।
→প্রকাশিত হয় ১৯৬৮ সালে
#পর্ব_১০
০১) "স্বকীয়"শব্দের বিপরীত শব্দ কোনটি?
®__পরকীয়
→স্বকীয় বিশেষণবাচক শব্দের অর্থ হচ্ছে নিজের।
০২) "শত্রুকে দমন করে যে"এক কথায় প্রকাশ---?
®__অরিন্দম
→"শত্রুকে হনন বা বধ করে যে---শত্রুঘ্ন
→উপকারীর অপকার করে যে---কৃতঘ্ন
০৩) It is health-----is wealth.
®__Which
০৪) I carried an umbrella in case---?
®__it rained.
০৫) He spoke as though he----everything...
®__had known
০৬) "Ten to one"means----?
®__Very likely(খুব সম্ভবত)
০৭) Find out the correct synonym of "occupy"----?
®__grab
★occupy(দখল করা)
Grab (দখল বা হস্তগত করা)
০৮) Find out the correct antonym of "assist".....
®__hinder(সাহায্য করা)
০৯) "Nip in the bud" means?
®__ro be stopped in the beginning(অঙ্কুরে বিনষ্ট করা)
১০) Verb of the word "apology" is---?
®__apologise
১১) একটি সুষম ষড়ভুজের বহিঃস্থ কোণের পরিমাণ কত?
®__৬০ডিগ্রি
১২) কোন সংখ্যার ১৫% ৫৪ হবে?
®__৩৬০
১৩) ১ থেকে ১০০ পর্যন্ত মৌলিক সংখ্যা কত?
®__২৫টি
১৪) ৫.১১.১৩.৭.৮.১০ সংখ্যাগুলোর গড় কত?
®__৯
১৫) বাংলাদেশের একমাত্র প্রবাল দ্বীপ কোনটি?
®__সেন্টমার্টিন
→অন্যনাম নারিকেল জিঞ্জিরা
→আয়তন ৮ বর্গ কি.মিটার
→১৯৮৩ সালে ইউনিয়নে উন্নীত করে
১৬) বাংলাদেশের ক্রীড়া সংগীতের রচিয়তা কে?
®__সেলিনা রহমান
→সরকার খন্দকার নূরুল আমিন
→১০ চরণ বিশিষ্ট(বাংলাদেশের দুরন্ত সন্তান আমরা দুর্দম দুর্জয়)
১৭) ভারতের প্রজাতান্ত্রিক দিবস কবে?
®__২৬ জানুয়ারি
→প্রজাতান্ত্রিক দিবস পালন হয় ১৯৫০ সাল থেকে
১৮) সবচেয়ে বড় দিন কোনটি?
®__২২ ডিসেম্বর ও ২১ জুন
→২২ ডিসে. দ.গোলার্ধে বড় দিন ছোট রাত
→২১ জুন উত্তর গোলার্ধে বড় দিন ছোট রাত
১৯) বিশ্বের সবচেয়ে বড় অর্থনৈতিক জোট কোনটি?
®__EU
→বড় বাণিজ্যিক জোট WTO
২০) দেশের বাহিরে প্রথম শহিদ মিনার নির্মিত হয় কোথায়?
®__জাপানে
২১) "ভাওয়াইয়া"কোন অঞ্চলের গান?
®__রংপুর অঞ্চলের
★গানের সূত্রপাত রংপুর ভারতের কুচবিহারে।
২২) "গম্ভীরা"কোন অঞ্চলের গান?
®__চাপাইনবাবগঞ্জের
২৩)"ভাটিয়ালী"কোন অঞ্চলের গান?
®__ময়মনসিংহ ও সিলেটের
২৪) "১১-দফা আন্দোলন কখন হয়েছিল?
®__১৯৬৯ সালে
→১৪ জানুয়ারি ১৯৬৯ সালে "সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদ" গণঅভ্যুথানে এ কর্মসূচি ঘোষণা করে।
২৫) সার্কের প্রথম মহাসচিব কে?
®__আবুল আহসান(বাংলাদেশ)
→৮ ডিসেম্বর ১৯৮৫ সালে
#পর্ব_১১
০১) ভিটামিন "সি"এর অভাবে কোন রোগ হয়?
®__স্কার্ভি
→এ এর অভাবে রাতকানা
→বি-১ এর অভাবে বেরিবেরি
→ডি এর অভাবে রিকেটস রোগ হয়
০২) নিউমোনিয়া রোগে আক্রান্ত হয় মানবদেহের কোথায়?
®__ফুসফুসে
→এটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্ট রোগ
→ফুসফুসের প্রদাহকে নিউমোনিয়া
→যকৃতের প্রদাহকে হেপাটাইটিস
→কিডনির প্রদাহকে নেফ্রাইটিস বলে
০৩) "লাইন অফ কন্ট্রোল"কোন দুটি দেশের মধ্যে?
®__ভারত-পাকিস্তান
→পাকিস্তান-ভারত সীমান্ত বরাবর কাশ্মমীর নিয়ন্ত্রণ রেখা
→লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল ভারত-চীনের সীমান্তবর্তী রেখা
০৪) "ছকড়া-নকড়া"বাগধারাটির অর্থ কী?
®__সস্তা দর
০৫) অনুবাদের পারদর্শিতা কিসের উপর নির্ভর করে?
®__ভাষান্তরের পারদর্শিতার উপর
০৬) "Patience has its reward" অনুবাদ?
®__সবুরে মেওয়া ফলে।
০৭) "সকলের জন্য প্রযোজ্য"এক কথায়?
®__সর্বজনীন
→সকলের জন্য কল্যাণকর---সার্বজনীন
০৮) বুড়িমারী স্থলবন্দর কোন উপজেলায় অবস্থিত?
®__পাটগ্রামে
০৮) আমিষ বেশি আছে?
®__মসুর ডালে
০৯) কোন মৌলিক ধাতু সাধারণ তাপমাত্রায় তরল থাকে?
®__পারদ
১০) সাধারণ বৈদ্যুতিক বাল্বের ভেতর কি গ্যাস ব্যবহার করা হয়?
®__নাইট্রোজেন
১১) "সাবাস বাংলাদেশ"ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
®__রাজশাহী বিশ্ববিদ্যালয়ে
১২) কেন্দ্রিয় শহিদ মিনারের স্থপতি কে?
®__হামিদুর রহমান
১৩) "He is out of luck---এর অর্থ?
®__তার পোড়া কপাল
১৪) জিজ্ঞাসিব জনে জনে-- এখানে "জনে জনে"কোন কারকে কোন বিভক্তি?
®__কর্মে ৭মী
১৫) The Antonym of the word "adverse" is?
®__favourable
®__Note by Ramjan
১৬) His----pleased us all.
®__maiden speech
১৭) দুইটি সংখ্যার গুণফল ৫৪ এবং ল.সা.গু ১৮ হলে গ.সা.গু কত?
®__৩
১৮) সামন্তরিকের কর্ণদ্বয় পরস্পর সমান হলে সামন্তরিকটি হবে---?
®__আয়তক্ষেত্র
১৯) "VDU" এর পূর্ণরূপ?
®__Visual Display Unit
২০) পানিতে কোন ভিটামিন দ্রবণীয়?
®__বি ও সি
২১) কোন দেশের রাজাকে "Son of God" বলা হয়?
®__চীনের
২২) "বঙ্গভঙ্গ" হয় কত সালে?
®__১৯০৫ সালে
→রদ বা বাতিল হয় ১৯১১ সালে
২৩) দুইটি ধনাত্বক পূর্ণ সংখ্যার বর্গের সমষ্টি ২২১ হলে ক্ষুদ্রতম সংখ্যাটি কত?
®__১০
২৪) ৪.৮. ও ১০ এর ৪র্থ সমানুপাতি কোনটি?
®__২০
২৫) একটি কোণের দ্বিগুণ 60ডিগ্রি হলে, তার পূরক কোণ কত?
®__60ডিগ্রি
#পর্ব____১২
০১) নিচের কোনটি নিত্য স্ত্রীবাচক শব্দ?
®__এয়ো
→কবিরাজ নিত্য পুরুষবাচক
০২) ব্যাসবাক্যের অপর নাম কী?
®__বিগ্রহবাক্য
→যে যে পদ নিয়ে সমাস হয় তাকে বলে সমস্যমান পদ।
→সমাসের রীতি এসেছে সংস্কৃত ভাষা থেকে
০৩) "মাতঙ্গ"শব্দের সমার্থক শব্দ?
®__হাতি
→ভুজঙ্গ অর্থ সাপ
→বিহঙ্গ অর্থ পাখি
০৪) "চশমা"কোন ভাষার শব্দ?
®__ফারসি
০৫) "He lives from hand to mouth"--অনুবাদ?
®__সে দিন আনে দিন খায়
০৬) "Milk and water"means?
®__timid(ভীরু)
০৭) Everybody hates a liar.(Interrogative)
®__Who does not hate a liar.
০৮) ৬০ থেকে ৮০ এর মধ্যবর্তী বৃহত্তম ও ক্ষুদ্রতম মৌলিক সংখ্যাদ্বয়ের গড় কত?
®__৭০
০৯) 0,2,3 এর গ.সা.গু কত?
®__1
১০) ১ ইঞ্চি= কত?
®__২.৫৪ সেমি
১১) বাংলাদেশের রেলওয়ের সর্ববৃহৎ কারখানা কোথায়?
®__সৈয়দপুরে
১২) "CIRDAP ও BIMSTEC" এর সদরদপ্তর কোথায়?
®__ঢাকায়
১৩) সাবান তৈরির উপজাত হিসেবে পাওয়া যায়---?
®__গ্লিসারিন
১৪) কীটপতঙ্গ সম্পর্কিত বিদ্যাকে কী বলে?
®__এনটোমলজি
১৫) "নায়াগ্রা জলপ্রপাত" কোথায় অবস্থিত?
®__যুক্তরাষ্ট্র-কানাডা
১৬) নারীকে সম্বোধনের ক্ষেত্রে প্রযোজ্য হবে?
®__শ্রদ্ধাস্পদাসু
১৭) "হাত ধুয়ে বসা"বাগধারাটির অর্থ?
®__আশা ত্যাগ করা/দায়ত্ব না রাখা/ নিশ্চিন্তবোধ করা
১৮) The antonym of the word "liberty" is----?
®__bondage(বন্দিদশা)
১৯) The synonym of the word "call" is---?
®__summon
২০) "Come to light"means?
®__to become known
★Come to light(প্রকাশ হয়ে যাওয়া)
২১) বিনা মেঘে বজ্রপাত"----?
®__It is bolt from the blue
২২) He and I-----well.
®__are
২৩) I have no money----hand.
®__in
★হাতে সময় বা টাকা থাকা বুঝাতে In hand ব্যবহৃত হয়।
২৪) একটি অপূর্ণ বাক্যের পরে অন্য একটি বাক্যের অবতারণা করতে হলে কোন চিহ্ন বসে?
®__কোলন
২৫) Two and two-----four.
®__makes
নোট Md. Ramjan
জনস্বার্থে পোস্ট
চিত্র-১। যদি রাস্তার মাঝখানে কাটাকাটা সাদা দাগ থাকে, তাহলে বুঝবেন, আপনি ওভারটেক করতে পারবেন।
চিত্র-২। যদি দাগ এক টানা হয়ে থাকে, তাহলে বুঝবেন, ওভারটেক করা ঝুঁকিপূর্ণ।
চিত্র-৩। যদি দাগ ডাবল দেওয়া থাকে, তাহলে ভুলেও ওভারটেক করার চেষ্টা করবেন না। এটা সম্পূর্ণ নিষিদ্ধ, বিপদজনক এবং আইনত দণ্ডনীয়।
সংগৃহীত
আজ ২৬এ আগস্ট, বিশ্ব সারমেয় দিবসে আসুন স্মরণ করি লাইকাকে, যার আত্মবলিদান দিয়ে শুরু হয়েছিল মানবজাতির মহাকাশ গবেষণা।
#মহাকাশের অগ্রণী প্রাণী লাইকার কাল্পনিক জবানবন্দী(১৯৫৭ সালের ৩ রা নভেম্বর)
___________________________________
______________
১৯৫৪ সালে রাশিয়ার মস্কোর রাস্তায় আমি জন্মেছিলাম। মা,ভাই-বোনেদের সাথেই কাটছিল আমার বালখিল্য জীবন। কিন্তু আমি ছিলাম সবার থেকে আলাদা। আমার যেমন ছিল গায়ের জোর,তেমনি ছিল দম। আমার সমসাময়িকরা আমার কাছে ছিল নস্য। কাজেই ধীরে ধীরে সকলে আমাকে গুরুত্ব দিতে শুরু করলো। এইভাবে বেশ চলছিল। কোথ্থেকে একদিন কিছু লোক এসে আমাকে খাবারের লোভ দেখিয়ে ধরে নিয়ে গেলো। আমি বুঝতে পারলাম, যে আমার শক্তি, দম, গুণাবলী এগুলো আমার কাল হলো। ওরা আমাকে ধরে নিয়ে গিয়ে একটা খাঁচায় ভরে দিলো। দেখলাম আমার আগে আরও অনেকেই ওখানে বন্দী ছিল।
প্রথমে কিছু বুঝে ওঠার আগেই খাতির যত্ন শুরু হলো। কত রকমের খাবার। আরাম আয়েশের সমস্ত রকম ব্যবস্থা তৈরি ছিল। এইভাবে কদিন চলার পর ওরা আমাদের ধীরে ধীরে নানান রকম কায়দাকানুন শেখাতে শুরু করলো। কত রকমের ট্রেনিং, নাকে তুলো গুঁজে, মুখে দড়ি দিয়ে বেঁধে, না খেতে দিয়ে কিছু সময় ওরা আমাদের ওপর অত্যাচার চালিয়ে যেত। ভয়ে অনেকেই পালিয়ে গেল। আমি শত চেষ্টা করেও ওখান থেকে পালাতে পারলাম না। উল্টে ধীরে ধীরে আমি ওদের খুব পছন্দের পাত্র হয়ে উঠলাম। ট্রেনিং চলার পাশাপাশি ওরা আমাকে খুব যত্ন করতে লাগলো।তাই আমি ও আর পালাবার চেষ্টা করিনি।
এইভাবে চলতে চলতে একদিন সেই দিনটি এলো।১৯৫৭ সালের ৩রা নভেম্বর।আগের দিন থেকে নানান রকম পোশাক আশাকে আমাকে সাজানো হলো। সকলের আকর্ষনের কেন্দ্রবিন্দু ছিলাম আমি।আমাকে দেখার জন্য সমস্ত পৃথিবীর মানুষ মস্কোতে জড়ো হয়েছিল। ক্রমে এলো সেই সন্ধিক্ষণ। সকলে মিলে আমাকে স্পুটনিক ২ নামের একটা মহাকাশযানে জোর করে তুলে বেধে দিলো। তখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি কি হতে চলেছে আমার সঙ্গে।
হঠাৎ বিকট আওয়াজে আমি চমকে উঠে যেই পালাবার জন্য মরনপণ চেষ্টা করলাম, দেখলাম শরীরটা এমনভাবে শক্ত খুঁটির সাথে আটকানো আছে যে আমার সমস্ত প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবশিত হলো।
তারপর অসম্ভব রকমের ধোঁয়ায় চারদিকে ভরে গেল।আমি ধীরে ধীরে উপরে উঠতে লাগলাম।প্রথমটায় কি মজাটাই না হচ্ছিল।ভাবছিলাম ফিরে এসে সকলকে গল্প শোনাব। কিন্তু কয়েক মুহূর্তে আমার সকল আনন্দ, ইচ্ছা কর্পূরের মতো উবে গেলো। যান যতই ওপরে উঠতে থাকে ততই তীব্র শ্বাসকষ্টে আমি শেষ হয়ে যাচ্ছি। শরীরে নানান পরিবর্তন লক্ষ্য করছি।
আমি বুঝতে পারলাম মানুষ নিজের স্বার্থে আজ আমাকে গিনিপিগ করেছে।
কিন্তু এ আমি কোথায় পৌছালাম। এ যে পৃথিবীর কক্ষপথ। কিন্তু অক্সিজেনের অপরিমিত ব্যবস্থা করে আমাকে কেন পাঠানো হলো। মানুষ কে জবাব দিতেই হবে। অপরিসীম কষ্ট সহ্য করে শেষে আমার মৃত্যু হলো।
এই কষ্টের মৃত্যু তো আমার পাওনা ছিল না।মানুষ নিজের স্বার্থে আমাকে বলির কুকুর করলো।
সবথেকে আশ্চর্যের ২০০২ সাল পর্যন্ত আমার মৃত্যুর প্রকৃত কারণ গোপন করা হলো কেন? পশু প্রেমীদের ভয় না অন্য কোন কারণ।
তবে এটা ভেবে আনন্দ পাই যে আমি মনুষ্যেতর প্রাণী হয়ে মানুষকে পথ দেখাতে পেরেছি।
২০০৮ সালে রাশিয়ার মস্কোতে আমার কী সুন্দর একটা মূর্তি তৈরি হয়েছে। তোমরা মানুষরা একটিবার গিয়ে দেখে এসো।
আজ মৃত্যুর পর আমি গর্বিত।
আমি লাইকা। আমি আজকের দিনে ১৯৫৭ সালে পৃথিবীর কক্ষপথে পৌঁছেছিলাম।আমিই প্রথম।।
সমগ্র পৃথিবীর মঙ্গলের জন্য আমি আমার জীবন উৎসর্গ করেছিলাম।
তোমরা মানুষরা অন্তত মনে রেখো আমাকে।
ধন্যবাদ।।
Double Compression Gland Top to Bottom Parts Name
SINGLE COMPRESSION GLAND TOP TO BOTTOM PARTS NAME
How to Maintenance Diesel Generator (DG)
How to use Ferrule Printing Machine
Full Concept of Transformer
How to Repair Electrode Holdar of Welding Machine
LBS- Load Break Switch
Star-Delta Starter connection without Timer
সাধক রামপ্রসাদের জন্মস্থান
Most Valuable Speech by Prosenjit Chatterjee
Sunshine
My very close friend Sourabh's wedding
Stay well my friend
বাসের রুটটা দেখে অবাক হবেন না। একসময় কোলকাতা থেকে দিল্লি হয়ে লন্ডন যাওয়া যেত বাসে করে। তখন বিশ্বের সবচেয়ে বড় বাস রুট ছিল কোলকাতা টু লন্ডন ভায়া দিল্লি। কোন ভারতীয় বা ব্রিটিশ কোম্পানি না, অস্ট্রেলিয়ার সিডনি শহরের #অ্যালবার্ট_ট্যুর_কোম্পানি এই বাস চালাতো। প্রায় ২৫ বছর ধরে চলে এই বাস সার্ভিস।
১৯৫০ সালের প্রথম পর্যন্ত এই বাস সার্ভিস চালু ছিল। এই বাসের ভাড়া কোলকাতা থেকে লন্ডন ৮৫ পাউন্ড থেকে ১৪৫ পাউন্ড ছিল। বাস কোলকাতা ধর্মতলা থেকে ছেড়ে বেনারস, এলাহাবাদ, আগ্রা, দিল্লি,লাহোর, রাওয়ালপিন্ডি, কাবুল, কান্ধাহার, তেহরান, ইস্তানাবুল, যুগোস্লাভিয়া, বুলগেরিয়া হয়ে ইংল্যান্ড পৌছাত।
এই রাস্তা কমবেশি ২০৩০০ কিমি ছিল। ১১টি দেশ পার করে অবশেষে লন্ডন পৌছানো যেত।
#সংগৃহীত
Enjoy...
75th Independence Day
যদি চিনতে পারেন, তাহলে বুঝবো আপনার শৈশব খুব স্মৃতিমধুর ছিলো….❤️ 🙂🥰
Good Morning
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the school
Telephone
Website
Address
Kolkata
743135