Left Over Medicine Collection Campaign

Left Over Medicine Collection Campaign

Join the Campaign. Be a Donor to Save a life! Be a Volunteer to spread the Campaign!

'Left Over Medicine Collection Campaign' is an initiative that urges fellow citizens to donate their unused medicines that can be used for other needy patients.

16/07/2021
Photos from Left Over Medicine Collection Campaign's post 09/06/2021

কোভিড ওয়ারিয়র্স ও কলকাতার আড্ডার যৌথ রিলিফ টীম গিয়েছিল ঈশ্বরীপুর দ্বীপে। ওঁদের ওষুধপত্র, স্যানিটারি ন্যাপকিন ও স্বাস্থ্যসামগ্রী দিয়ে সহযোগিতা করা হয় Left Over Medicine Collection Campaign এর পক্ষ থেকে।

Photos from Left Over Medicine Collection Campaign's post 08/06/2021

ইয়াস আক্রান্ত ও জলমগ্ন গ্রামগুলোতে Health Camp করছেন Soul of Samaritan (SOS) এবং West Bengal Covid Aid Network ( WBCAN) . বহু অপরিচিত ও পরিচিত মানুষের সহযোগিতায় Left Over Medicine Collection Campaign এর তরফে অব্যবহৃত ওষুধ ও প্রয়োজনীয় স্বাস্থ্য সামগ্রী পৌছে দেওয়া হল তাদের কাছে। কাজ চলছে একসাথে...

সব্বার কাছে আবারও আমরা অনুরোধ করছি আপনার অব্যবহৃত ওষুধ অন্য মানুষের কাজে লাগান। ইয়াস আক্রান্ত গ্রামগুলোতে যে রিলিফ টিম যাচ্ছে তাদের যাতে পর্যাপ্ত ওষুধ ও স্বাস্থ্য সামগ্রী দিয়ে সাহায্য করার কাজ আমরা বজায় রাখতে পারি, তাই সাহায্য করুন নিম্নলিখিত ওষুধ বা জিনিসপত্রগুলি দিয়েঃ

1. Sanitary Napkin
2.Sanitiser
3. Mask
4. ORS
5. Paracetamol
6. Metrogyl বা Norflox.

Photos from Left Over Medicine Collection Campaign's post 07/06/2021

সোমা রায় গুপ্ত, মৌমিতা সেন, রাজর্ষি, সন্ময় সান্যাল ও সায়ন রায় Left Over Medicine Collection Campaign এর উপর ভরসা রেখে তাঁদের কাছে থাকা অতিরিক্ত অব্যবহৃত ওষুধ আমাদের ভলেন্টিয়ারদের হাতে তুলে দিলেন। তাঁদের সকলকে অভিনন্দন।

04/06/2021

এগুলো অনেক পরিমাণে লাগছে রিলিফ টীমগুলো তে। Donate করতে আগ্রহীরা যোগাযোগ করবেন।

১) Sanitary Napkin,
২) ORS,
৩) Sanitizer,
৪) Mask,
৫) প্যারাসিটামল আর
৬) ডাইরিয়ার ওষুধ

Photos from Left Over Medicine Collection Campaign's post 03/06/2021

Left Over Medicine Collection Campaign আসলে একটা মাধ্যম। আমরা এখনো অবধি বেশ কিছু মানুষের পাশে দাঁড়াতে পেরেছি কারণ নিঃশব্দে অনেকগুলো মানুষের আমাদের আহ্বানে সাড়া দিয়ে তাদের অব্যবহৃত, অতিরিক্ত ওষুধ বা বন্যা কবলিত এলাকায় প্রয়োজন হচ্ছে এমন ওষুধগুলো ভরসা করে আমাদের হাতে তুলে দিচ্ছেন বলেই।

Left Over কোভিড, নন-কোভিড ওষুধ কিংবা বন্যা কবলিত এলাকায় প্রয়োজন হয় এমন ওষুধ দিতে আগ্রহীরা যোগাযোগ করুন।

📲 8967145173 (Priyam) / 91679 41934 (Jyotiska)

ছবিঃ পথের সাথী কলকাতার তরফে সুমিতা মুখোপাধ্যায় আমাদের ক্যাম্পেনে তাঁদের লেফ্ট ওভার মেডিসিন দিচ্ছেন।

03/06/2021

জনস্বার্থে প্রচারিত।

Photos from Left Over Medicine Collection Campaign's post 03/06/2021

দক্ষিণ ও উত্তর ২৪ পরগণা বা মেদিনীপুরে যে রিলিফ টীমগুলি যাচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি পরিমাণে প্রয়োজন হচ্ছে এই ওষুধ ও স্বাস্থ্য সংক্রান্ত জিনিষগুলি-
১) Sanitary Napkin,
২) ORS,
৩) Sanitizer,
৪) Mask,
৫) প্যারাসিটামল আর
৬) ডাইরিয়ার ওষুধ

এখনো পর্যন্ত আমরা বেশ কিছু রিলিফ টীমকে উপরোক্ত জিনিসপত্র দিয়ে সহযোগিতা করতে পেরেছি। কিন্তু যোগাযোগ করেছেন আরও বহুজন। বন্যা কবলিত নানা স্থানে পৌঁছাবে তাঁরা। তাঁদের সকলকে সহযোগিতা করতে আপনাদের সকলের সাহায্য প্রয়োজন। উপরোক্ত যে ওষুধ বা স্বাস্থ্য সংক্রান্ত জিনিষপত্র Donate করতে আগ্রহীরা যোগাযোগ করুন।

📲 91679 41934 (জ্যোতিষ্ক) / 8967145173 (প্রিয়ম)

ছবিঃ- ফ্রেজারগঞ্জের অন্তর্ভুক্ত পাতিবুনিয়া অঞ্চলে যাচ্ছে নাগেরবাজার নাগরিক সমাজের একটি রিলিফ টীম। ওদেরকে আমাদের ক্যাম্পেনের তরফ থেকে প্রয়োজনীয় ওষুধপত্র, ORS, Sanitary Napkin, Sanitizer, Mask ইত্যাদি দিয়ে সহযোগিতা করা হল।

02/06/2021

১) Sanitary Napkin,
২) ORS,
৩) Sanitizer,
৪) Mask,
৫) প্যারাসিটামল আর
৬) ডাইরিয়ার ওষুধ
এগুলো অনেক পরিমাণে লাগছে রিলিফ টীমগুলো তে। Donate করতে আগ্রহীরা যোগাযোগ করবেন।

02/06/2021

Covid hero: ঝুলিতে বাড়তি ওষুধ। দরকারে কোভিড রোগীদের বাড়ি পৌঁছে দিচ্ছেন ‘ওষুধওয়ালা’

পৃথা বিশ্বাস

কলকাতা ০২ জুন ২০২১ ০৮:৫৯ | আনন্দবাজার অনলাইন

বাড়তি ওষুধ সংগ্রহ করছেন ‘ওষুধওয়ালা’। যাঁদের প্রয়োজন তাঁদের কাছে পৌঁছে দিচ্ছেন সেই ওষুধ।

বেহালায় এক পরিবারে ৫ জন কোভিড আক্রান্ত। চিকিৎসার জন্য ওষুধ তাঁদের খুবই প্রয়োজন। তথ্যভাণ্ডার খুলে জানা গেল, শহরের কোন বাড়িতে তেমন ওষুধ বাড়তি পড়ে রয়েছে। ব্যস! ওমনি ঝুলি নিয়ে চললেন ‘ওষুধওয়ালা’। সে বাড়ি থেকে যাবতীয় ওষুধ সংগ্রহ করে বেহালায় পৌঁছে দিলেন সেই তক্ষুণি।

এমনই একটি উদ্যোগ নিয়েছেন প্রিয়ম বসু, জ্যোতিষ্ক দাস, ইন্দ্রনীল নাগ, শাহিদ মোল্লা এব‌ং সঞ্চারিকা বসু। শহরবাসীদের তাঁরা অনুরোধ জানাচ্ছেন, অপ্রয়োজনীয় বাড়তি ওষুধ তাঁদের হাতে তুলে দেওয়ার জন্য। এতে যাঁদের আর্থিক অবস্থা তেমন স্বচ্ছল নয়, কিংবা বিপদের সময় যাঁরা জরুরি ওষুধ বাজারে পাচ্ছেন না, তাঁদের এই বাড়তি ওষুধ পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা যেতে পারে। এই উদ্যোগে অবশ্য তাঁদের সঙ্গে ধীরে ধীরে জুড়ে গিয়েছেন আরও বহু মানুষ। কলকাতা, হুগলি, উত্তর ২৪ পরগনার বেশ কিছু জায়গায় তাঁরা সকলে হাত মিলিয়ে এই কাজটা করছেন।

কী করে সন্ধান পাচ্ছেন এই বাড়তি ওষুধের? প্রিয়ম জানালেন, তাঁদের ফেসবুকে একটা পেজ (লেফ্টওভার মেডিসিন কালেকশন ক্যাম্পেন) রয়েছে। সেখানে তাঁরা একটা গুগ্‌ল শিট পোস্ট করেছেন। সকলকে অনুরোধ করছেন সেই ফর্ম ভরে দিতে। যাতে কাদের কাছে কী ধরনের ওষুধ রয়েছে, তার একটা তালিকা তৈরি থাকে তাঁদের কাছে। প্রয়োজনে সেই তালিকা ধরে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন তাঁরা। বন্ধুবান্ধব, চেনা-পরিচিত— সকলকেই অনুরোধ করছেন, ওই গুগ্‌ল ফর্মটা বেশি করে ভাগ করে নিতে হোয়াট্‌সঅ্যাপ বা নেটমাধ্যমে।

হঠাৎ এমন একটা উদ্যোগ নেওয়ার কথা কেন ভাবলেন এঁরা? উত্তরে প্রিয়ম বললেন, ‘‘গত বছর থেকে কোভিডের মাঝে আমরা পরিযায়ী শ্রমিকদের জন্য নানা রকম কাজ করছিলাম। সব সময় ওষুধ কিনে অনেক মানুষকে পৌঁছে দেওয়ার মতো ফান্ড থাকে না। আমার এক নিকট আত্মীয়ের মৃত্যু হয় কোভিডে। তার পরে তাঁর সব ওষুধ অনেক দিন পড়েই ছিল। তখনই মনে হল, যাঁদের আর ওষুধের প্রয়োজন নেই, তাঁদের কাছ থেকে ওষুধ সংগ্রহ করা যায়। সম্প্রতি ঘুর্ণিঝড়ে সুন্দরবনের অনেক এলাকার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছেন। আমরা চেষ্টা করছি তাঁদের কাছেও স্যানিটাইজার, জিওলিন, প্যারাসিটামল বা স্যানিটারি ন্যাপকিনের মতো জরুরি কিছু জিনিস পৌঁছে দেওয়ার।’’

তবে কাজটা খুব সহজ নয় ‘ওষুধওয়ালা’দের জন্য। এমনিতে ওষুধ কিনে দান করার লোক সংখ্যায় খুব কম। তবে অনেক বাড়িতে যদি কেউ সুস্থ হয়ে ওঠেন, তাঁরা বাড়তি ওষুধ দেওয়ার জন্য এগিয়ে আসেন। ‘‘মুশকিল হচ্ছে, বেশির ভাগ মানুষ প্রয়োজনের চেয়ে বেশি ওষুধ কিনে ফেলেন। এবং সেগুলি রেখে দেওয়ার একটা প্রবণতা রয়েছে। তবে আমরা আশাবাদী। প্রথম এক মাস খুব একটা সাহায্য পাইনি। তবে এখন বহু মানুষ এগিয়ে আসছেন এই উদ্যোগে,’’ বললেন প্রিয়ম।

(খবরের লিঙ্ক প্রথম কমেন্টে)

Photos from Left Over Medicine Collection Campaign's post 01/06/2021

পায়ে পায়ে বেশ কিছুটা এগিয়ে গেল Left Over Medicine Collection Campaign এর কাজ। গত প্রায় এক মাসের কাছাকাছি সময় ধরে অব্যবহৃত ও অতিরিক্ত ওষুধ দাতা ও বর্তমানে যারা অসুস্থ, যাদের ওই ওষুধ কাজে লাগতে পারে এমন মানুষের মধ্যে যোগাযোগ তৈরীর মাধ্যম হিসাবে কাজ করছি আমরা।

আজ চতুর্থবার পাটুলির Citizens Response এর সেন্টারে কোভিডের চিকিৎসায় ব্যবহার এমন ওষুধ পৌঁছে দিতে পারলাম আমরা।

এখনও অবধি কলকাতা, উত্তর ২৪ পরগণা, হাওড়া, হুগলী থেকে যাঁরা আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের অতিরিক্ত ও অব্যবহৃত ওষুধ ভরসা করে আমাদের হাতে তুলে দিয়েছেন, তাদের সকলকে আমাদের পক্ষ থেকে অনেক অভিনন্দন। তাঁদের সহযোগিতাতেই ওই ওষুধগুলো বহু মানুষের কাজে লাগছে।

আপনার কাছে থাকা অতিরিক্ত, অব্যবহৃত কোভিড, নন-কোভিড ওষুধ বা বর্তমানে বন্যা দূর্গতদের জন্য প্রয়োজনীয় ওষুধ, মাস্ক, স্যানিটাইজার বা স্যানিটারি ন্যাপকিন দিয়ে সহযোগিতা করুন।

যোগাযোগ - 91679 41934 (জ্যোতিষ্ক) / 8967145173 (প্রিয়ম)

31/05/2021

বাসন্তীর ছাত্রছাত্রীদের উদ্যোগ 'পাশে আছি সুন্দরবন'-এর টিমের কাছে Left Over Medicine Collection Campaign এর পক্ষ থেকে ২০০ প্যাকেট স্যানিটারি ন্যাপকিন পৌছে দেওয়া হল।

এভাবেই, সাইক্লোন আর ভরা কোটাল এর জোড়া ধাক্কায় আবার তছনছ এলাকার মানুষের কাছে যাঁরা পৌঁছাচ্ছেন, তাদের ওষুধ, স্যানিটারি ন্যাপকিন, মাস্ক, স্যানিটাইজার দিয়ে সাহায্য করছি আমরা। রিলিফ এ প্রয়োজনীয় ওষুধ ও জিনিসপত্রের তালিকায় আছে নিম্নলিখিত ওষুধগুলো এবং Sanitary Napkin বা Mask, Sanitiser ইত্যাদি।

Tab.Paracetamol
Tab.Metrogyl
ORS
Halogen tablet / Zeoline
Tab. Ondansetron for vomiting
Tab. Pantoprazole
Tab. Antacid

উপরোক্ত ঔষধ, Sanitary Napkin বা Mask, Sanitiser ইত্যাদি দিতে যোগাযোগ করুন-

8967145173 (প্রিয়ম) / 9167941934 (জ্যোতিষ্ক)

29/05/2021

Cyclone আর ভরা কোটাল এর জোড়া ধাক্কায় আবার তছনছ বাংলার বহু এলাকা। ভরা কোটাল এর জলে ডুবে বহু গ্রাম। ঘর ভেঙে গেছে অনেক মানুষের, আশ্রয় নিয়েছেন কোনো ফ্লাড সেন্টার বা স্কুলে। ঝড় জলে আক্রান্ত গ্রামে যাওয়ার উদ্যোগ নিচ্ছেন অনেক বন্ধুরা বা সংগঠনরা। রিলিফ এ প্রয়োজনীয় ওষুধ ও জিনিসপত্রের তালিকায় আছে Paracetamol, Metrogyl, Zeoline, ORS, Sanitary Napkin এর মত জিনিস গুলো। Covid এর সময়ে একটা সেন্টার এ অনেকের থাকার জন্য প্রয়োজন পড়ছে Mask, Sanitiser ও।

এই অবস্থায়, Left Over Medicine Collection Campaign এর প্ল্যাটফর্ম থেকে সবার কাছে আবেদন রাখছি আপনার পক্ষে সম্ভব হলে নিম্নলিখিত ওষুধগুলো এবং Sanitary Napkin বা Mask, Sanitiser দিয়ে পাশে থাকুনঃ

Tab.Paracetamol
Tab.Metrogyl
ORS
Halogen tablet / Zeoline
Tab. Ondansetron for vomiting
Tab. Pantoprazole
Tab. Antacid

এগুলো arrange করা গেলে বিভিন্ন রিলিফ টিম এর মাধ্যমে বা হেলথ ক্যাম্প এর মাধ্যমে পাঠানো হবে Cyclone আক্রান্ত গ্রামগুলিতে।

যোগাযোগ করতে পারেন ঃ 8967145173/9167941934

Join hands to once again.

22/05/2021

আপনাদের সমর্থনে Left Over Medicine Collection Campaign এগিয়ে চলেছে। কলকাতার প্রায় সমস্ত প্রান্ত থেকেই সাড়া পেয়েছি আমরা। একে একে তাদের কাছে পৌঁছে যাচ্ছে আমাদের ভলেন্টিয়াররা।

বাড়ির অতিরিক্ত / অব্যবহৃত ওষুধ (কোভিড/নন-কোভিড) দান করুন, যাতে তা অন্য কোন রোগীর জীবন বাঁচাতে পারে। ওষুধ দিতে বা স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হতে যোগাযোগ করুন আমাদের সাথে।

20/05/2021

To Donate unused/leftover Medicine (Covid or Non Covid) or To Volunteer fill the Google Form.
(Link is in the first Comment) ⬇️

Share Widely.

Photos from Left Over Medicine Collection Campaign's post 19/05/2021

Left Over Medicine Collection Campaign ; যেটা কয়েকদিন আগেও গুটি কতক মানুষের উদ্যোগ ছিল; সেটাই আজ একটু একটু করে ডানা মেলছে। কলকাতা, উত্তর ২৪ পরগণা, হুগলি জেলার থেকে উৎসাহী জন তাঁদের বাড়ির অতিরিক্ত ওষুধ দিতে চেয়ে যোগাযোগ করেছেন। বহুজন যোগাযোগ করেছেন স্বেচ্ছাসেবক হিসাবে উদ্যোগটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য।

নীতিমালার শুরুর দিকেই বলা হয়, Slow but Steady, Wins the Race! মানে শেষ অবধি যদি লক্ষ্যে পৌঁছাতে হয় তবে ধীরে হোক কিন্তু ধারাবাহিক হতে হবে। আমাদের ক্যাম্পেনও বিশ্বাস করে সে কথাই। তাই আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রতিদিন লাগাতার প্রচারের পাশাপাশি, গতকাল থেকে যে ওষুধ সংগ্রহ শুরু হয়েছিল, তা আজও চলল। আজ অব্যবহৃত ওষুধ দিলেন ইন্দ্রাণী দাস সরকার ও আকাঙ্খা আহুজা।

এভাবেই এগিয়ে আসুন আপনারাও; যাতে আপনার বাড়ির অতিরিক্ত অব্যবহৃত ওষুধগুলো কাজে লাগতে পারে আরও কিছু মানুষের।

ওষুধ দিতে বা স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হতে কমেন্টে দেওয়া গুগুল ফর্ম ফিলাপ করুন।

Photos from Left Over Medicine Collection Campaign's post 18/05/2021

ভাস্কর কুন্ডু, রঞ্জুশ্রী চৌধুরি ও নিকিতা শাহ-এর হাত ধরেই শুরু হল আজকের Left Over Medicine Collection Campaign এর ওষুধ সংগ্রহ অভিযান। ওনারা ফর্ম ফিলাপ করেছিলেন আগেই। আজ আমাদের ভলেন্টিয়াররা তাঁদের বাড়ি পৌঁছাল ওষুধগুলি আনতে। অন্যদিকে আজই সংগ্রহ হওয়া ওষুধের অনেকটাই আমরা পৌঁছে দিলাম পাটুলির Citizens Response এর সেন্টারে।

এই বিপন্ন সময়ে একে অপরের পাশে দাঁড়ানোর এমন আরও হাজারো নজির গড়ে উঠুক প্রতিদিন। আপনিও এগিয়ে আসুন। আপনাদের বাড়ির অব্যবহৃত অতিরিক্ত ওষুধ দান করুন। যাতে তা বাঁচাতে পারে আরও অনেকগুলো মানুষের জীবন।

▶️ বাড়ির অব্যবহৃত অতিরিক্ত ওষুধ দান করতে বা এই উদ্যোগের সাথে স্বেচ্ছাসেবক হিসাবে যুক্ত হতে প্রথম কমেন্টে 👇 দেওয়া গুগুল ফর্মটি ফিলাপ করুন।

The Medicine Collection drive commenced today as our fellow citizens Nikita Shah, Ranjushree Choudhury and Bhaskar Kundu extended their support. Our volunteers reached them today to collect the unused medicines they donated. Major part of the collected Covid medicines have also been sent to the Citizens Response COVID Relief Facility at Patuli, Kolkata today. We urge you all to come forward to stand hand in hand to fight out this distressed time. Donate your unused or extra Covid/ Non Covid essential medicines to save many more lives.

▶️ To donate Leftover/Unused Medicines or to volunteer plz fill the google form. Link is given in the first Comment. 👇

17/05/2021

Share Your unused Medicine with us. Your unused medicine can save someone's life..!
Covid or Non-Covid medicines are accepted.
To donate leftover medicines, fill the google form. Link is given in first comment.👇

Spacial Thanks to West Bengal Covid Aid Network ( WBCAN) for their support.

Photos from Left Over Medicine Collection Campaign's post 17/05/2021

West Bengal Covid Aid Network ( WBCAN) voices for the campaign..

Our collection and of medicines from donors will start today or tomorrow..

Photos from Left Over Medicine Collection Campaign's post 16/05/2021

আপনার বাড়ির অব্যবহৃত অতিরিক্ত ওষুধ কাজে লাগতে পারে অন্যজনের । অব্যবহৃত অতিরিক্ত ওষুধ ফেলে দেবেন না; তা দান করুন।

বেশ কয়েকদিনের আলোচনার পর, আজ ৩ দিন হল উদ্যোগটা পথ চলা শুরু করেছে। একটি আবেদন ( বাংলা ও ইংরেজি ভাষায় ) এবং একটি গুগুল ফর্ম; আমাদের তরফ থেকে এইটুকুই প্রচার হয়েছে এখনও। তবে আশার কথা এই যে, এইটুকু প্রচারেই সাড়া দিতে শুরু করেছেন বহুজন। স্বেচ্ছায় নিজ উদ্যোগে Left Over Medicine Campaign এর কথা চারিদিকে ছড়িয়ে দিচ্ছেন তাঁরা। শুরু থেকেই এই উদ্যোগের সাথে দৃঢ়ভাবে দাঁড়িয়েছেন West Bengal Covid Aid Network ( WBCAN) এর সাথীরা। কেউ বা যোগাযোগ করছেন ওষুধ দিতে।

আপনাদের সকলের এই উদ্যোগ-ই পারে এই Campaign - কে আরও বেশি ছড়িয়ে দিতে। বেশি বেশি করে শেয়ার করুন। যুক্ত হন আমাদের সাথে। আর যাঁদের বাড়িতে অব্যবহৃত অতিরিক্ত ওষুধ পড়ে আছে, সেগুলো দান করুতে আমাদের সাথে যোগাযোগ করুন।

Form: Left Over Medicine Collection Campaign 16/05/2021

*অপচয় নয়; আসুন আমরা পড়ে থাকা অব্যবহৃত ওষুধ অপরের সাথে ভাগ করে নিই*

আজকের এই অতিমারির সময় আমরা কোভিডের চিকিৎসার ও অন্যান্য প্রয়োজনীয় ঔষধের জোগানে সংকটের কথা শুনতে শুরু করেছি। বহু রোগী/তাদের পরিবার পরিজন/ স্বেচ্ছাসেবকরা ঔষুধের খোঁজের দোকানে দোকানে ঘুরছেন। অনেক ক্ষেত্রেই দেখা যাচ্ছে ঔষধ কোথাও পাওয়া গেলেও তার দাম বহু পরিবারেরই সামর্থ্যের বাইরে।

এই পরিস্থিতিতে আমরা বিভিন্নজনের কাছে থাকা অতিরিক্ত অব্যবহৃত ঔষুধ গুলিকে সংগ্রহ করে যাতে অন্য রোগীদের কাজে লাগানো যায় তার জন্য 'Left Over Medicine Collection Campaign' নামে এক উদ্যোগ নিয়েছি।

এই উদ্যোগকে সফল করতে আমরা আমাদের সহ নাগরিকদের কাছে সহযোগিতা চাইছি।

১) কোভিড / নন কোভিড অত্যাবশ্যকীয় ওষুধ আমরা সংগ্রহ করব।

২) Expiry Date পেরিয়ে যায়নি এমন ওষুধই নেওয়া হবে।

৩) ওষুধের গায়ে Batch No./MFG/Expiry Date স্পষ্টভাবে দেখা যাচ্ছে এমন ওষুধই নেওয়া হবে।

৪) ওষুধগুলির পাতা স্যানিটাইজ করা হতে হবে।

৫) এই উদ্যোগ কারোর থেকে ওষুধ কিনবে না, কাউকে দাম দিয়ে ওষুধ বিক্রিও করবে না। তাই এই উদ্যোগে কোন প্রকার আর্থিক লেনদেন নেই।

এই উদ্যোগের খবর সকলের কাছে ছড়িয়ে দিতে এই আবেদন ও ফর্মটিকে ব্যপকভাবে শেয়ার করুন।

ওষুধ দিতে আগ্রহী বা স্বেচ্ছাসেবক হিসাবে এই উদ্যোগে যুক্ত হতে আগ্রহী দের ফর্ম-

https://forms.gle/CRVHLzDJ55Pfe13J6

এই উদ্যোগ সম্পর্কে বিস্তারিত জানতে বা যাঁরা স্বেচ্ছাসেবক হিসাবে এই উদ্যোগের সাথে যুক্ত হতে চান, তারা নীচের দেওয়া নম্বরে যোগাযোগ করুন।

8967145173/ 9167941934/ 9064887335

Form: Left Over Medicine Collection Campaign Lets not Spare, Let us all Share

16/05/2021

Left Over Medicine Collection Campaign is an initiative that urges fellow citizens to donate their unused/leftover medicines, so that those can be used for other needy patients. We request all to join the campaign.
Be a Donor and save a life!🙂
Be a Volunteer to spread the Campaign!🙂

Want your organization to be the top-listed Non Profit Organization in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এগুলো অনেক পরিমাণে লাগছে রিলিফ টীমগুলো তে। Donate করতে আগ্রহীরা যোগাযোগ করবেন।১) Sanitary Napkin,২) ORS,৩) Sanitizer, ৪)...
To Donate unused/leftover Medicine (Covid or Non Covid) or To Volunteer fill the Google Form. (Link is in the first Comm...
Donate usused or extra medicine or be a volunteer... Spread the word..
Share Your unused Medicine with us. Your unused medicine can save someone's life..! Covid or Non-Covid medicines are acc...

Telephone

Address

Jadavpur
Kolkata
700092