জাসমিনের কবিতা

জাসমিনের কবিতা

তোর চাওয়াতে চিরাগ জ্বেলে আমার চাওয়ার চাষ
তোকে ভালো রেখেই আমার---ভালো থাকার আশ

02/04/2024

ঝরনা মেয়ে
জাসমিন সুলতানা

শিশিরভেজা নূপুর পায়ে
যাবো আমি অচিন গাঁয়ে ।
বাদল দিনের মাদল হয়ে ,
বাজছি আমি ঝরনা মেয়ে ।

মনের সুখে নদী হয়ে
যাবো আমি শুধু বয়ে ।
বিজন পথে বন্ধু সাথে ,
হাতটি ধরে রেখো হাতে ।

পাখ-পাখালি, গাছ-গাছালি
বন্ধু সবাই হয়-যে খালি ।
নিত্যনতুন বায়না ধরে--
সঙ্গে যাবে--যাচ্ছে ঘুরে !

আষাঢ় মাসের বাদল দিনে
বৃষ্টি আমায় বন্ধু মানে ।
শীতের আমেজ, উষ্ণ তেজে--
জ-ড়িয়ে রাখে সূর্য নিজে !

মাছরাঙাদের মোড়ল এসে ,
মন ভিজিয়ে ভালোবাসে ।
বনফুলের সোহাগ নিয়ে ,
প্রজাপতিরা থাকে চেয়ে ।

চলতি পথে আমার সাথে
বন্ধুরা সব স্বপ্ন গাঁথে ।
আমিও তাই বন্ধু পেয়ে ,
বইছি দেখো ঝরনা মেয়ে ।

15/10/2023

সাথী
জাসমিন সুলতানা

আমার একলা থাকার স্বপ্নগুলো টগবগিয়ে ওঠে ,
আমার কল্প-মনের গল্পগুলো পাহাড় দেশে ছোটে ।
আমার জোসনা-মন বালুকাবেলায় সাঝেঁর প্রদীপ জ্বালে ,
স্বপ্ন আমার লুকিয়ে হাসে নিঝুম নিশির কোলে ।

আমার বৃষ্টিবহুল দিনগুলিসব রংধেনু রং মাখে ,
আলসে প্রহর আয়েশ করে সবুজ মনের শাঁখে ।
আঁধার রাতের চৈতি হাওয়ায় মন যে তেপান্তর ,
চাঁদের পাহাড় ডিগবাজি খায়--ডিঙোয় অন্তর ।

দূর অজানার মন-মোহনায় কল্প ডিঙি ভাসে ,
চলতি পথের দোদুল-হাওয়া দিব্যলোকে হাসে ।
আয় যাবি আয় আমার সাথে--চলবো পাশাপাশি ,
দুই জীবনের কষ্টগুলোয় মিশিয়ে দেবো হাসি ।

এই সহজ জীবন তোর মনেতে বাঁধবে সহজিয়া ,
এই রঙিন মনের ছাদনাতলায় রাঙবি রাঙানিয়া ।
মন-পবনের বকুল বনে , আমরা এক হবো--
এগিয়ে চলার মন্ত্রগাহে--আমরা সাথী রবো ।

11/10/2023

মনের কৌশলে
জাসমিন সুলতানা

দগ্ধ-মনের শুক্রগ্রহে কিসের আলো জ্বালবি !
পথ হারানোর আলেয়াতে কেমন করে খেলবি ?
সরল পথের পৃষ্ঠা জুড়ে যে আনকো আলিঙ্গন ,
চেনার দ্রোহে চিনে নিবি সেই পথের সমীক্ষণ ।

আজকে যাকে গুহ্য-বুকের কপাট খুলে দিলি ,
বৈরী সেজে কালকে আবার হাসবে খিলিখিলি ।
সজীব-মনের চৈতি হাওয়া চিনবি মনে মনে ,
খুঁজে তাকে নিবি জানি খোঁজার আহবানে ।

ক্ষুদ্র-আশার ফুলঝুরিতে কিসের শোভা ঢালবি !
ঝাপসা চোখের ঝাড়বাতিতে কেমন করে চলবি ?
ধৃষ্ট ধরার ধন্দে ঘুমায় নতুন নতুন নীতি ,
যাত্রাপথে যুঝে নিবি এগি-য়ে চলার রীতি ।

সহস্র-বাঁধার সলতে জ্বেলে মনের চিরাগ জ্বালবি ,
আঁধার রাতে আঁখি খুলে আলোর প্রহর গুনবি ।
তোর মনেরই নৈশ-বনে আশার আলো জ্বলে ,
তুই তাকে আজ রাঙিয়ে নিস-- মনেরই কৌশলে ।

02/10/2023

গহীন রাতের বন্ধু
জাসমিন সুলতানা
------------------------------

আকুলি পাথালি বহিছে বায়ু, নিভিয়াছে রাতের আলো...
চাঁদনী রাতের জ্যোৎস্না বনে, নিশি ঘুমায় ঢলো-ঢলো ।
মাতাল করা রাতের ঘ্রাণ ছুঁয়ে যাক তনু-মন...
বেণু ও বীণা স্নাত হোক, ধরুক নূতন গান ।

সরষে ক্ষেতের সরু আলে শুয়ে বিমর্ষ ঘাসফুল
নিজেকে বারবার করে ধিক্কার....
দু-একটি নক্ষত্রসম--বন্ধু কেন হলো না তার ?

স্রোতের বুকে ভাঙছে দু-কুল, খানখান জলরাশি...
চমকে চমক, উত্তাল হাওয়া, চমকিত বালুকা রাশি ।
আদ্যোপান্ত কাঁপিছে বন থরথর, নিঃশ্বাস পড়িছে এলোমেলো...
অঘোরে ঘুমায় ফুল-পশু-পাখি, ঘুমায় রাতের কালো ।

বিজন পথে নিঃস্ব বুকে, ধূলিকণা আজ কাতরায় !
কলিজা ফাটে হাহাকারে, মন শুধু হয় ভার....
দু-একটি পাহাড়সম--বন্ধু কেন হলো না তার ?

অজানা ডাকের নিশুতি মায়ায় কবিতা ঘুমায় টলোমলো...
কবিরা জাগে ঝিঁঝিঁ রাত, দীর্ঘশ্বাস পরে এলোমেলো !
লেখনী কাঁপে বিষাদে আবার গহীন রাতের দুয়ারে বসে...
রাতের পেঁচা শেখায় বাঁচা, মনের কল্পনাতে এসে ।

সাগর জাগে নিশির কোলে, টনটনে বুকের ব্যথা !
মনের কোণে অশ্রু জ্বলে, হৃদয় হয় ছারখার...
গগণসম বন্ধু কেন--হলো না একটি তার ?

পাহাড় ডাকে আয় ছুটে আয়, আয়রে ধূলিকণা...
আজ আকাশের বুক ফেটেছে, পড়ছে জলকণা ।
তারার আদর ঝরে পড়ে ঘাসের বিছানায় ,
কবির কবিতা ছন্দ ধরে, কলম গান গায়...
আমরা সবাই--বন্ধু হলাম-- এই গহীন রাতের বেলায় ।

25/08/2023

দুঃস্বপ্ন
জাসমিন সুলতানা

সহজ জীবনের সহজিয়া হয়ে এক বাউল এসেছিল ,
বৈষ্ণব পদাবলীর রাধিকাও এক স্বপ্ন দেখেছিল ,
চীন দেশ থেকে আনা হয়েছিল চীনের পুতুল, কলের পুতুল, হাতের পুতুল ।
কিন্তু চিরাচরিত সভ্য সমাজের রঙিন নাট্যমঞ্চে বিবাগী পথিকের পথ সদাই উন্মুক্ত !
স্বপ্নের ফেরিওয়ালা আজকাল জীবন্ত স্বপ্ন ফেরি করতে ব্যস্ত !
একদিন কলের পুতুলটার ভেঙে গেল কল-কব্জা ,
ক্লান্ত বাউলও অজানা উজানের টানে বিবাগী হয়ে গেল ,
হাতের থেকে খসে গেল হাতের পুতুল ,
যেন চাঁদের গায়ের কলঙ্ক ঢাকতে আছাড় মেরে
ফেলে দেওয়া হলো সুন্দরী চন্দ্রাবতীদের ।
ঐতিহ্যবাহী বিলাসিতায় গুঁড়িয়ে দেওয়া হলো ফেরিওয়ালার ঝাঁকা ।
তবে কি আর কোনদিন বাস্তবে ফিরবে না ঐ রাধিকা !
নাকি দুঃস্বপ্নের চোরাবালিতে সারা জীবন হাতড়ে ফিরবে অধরা শ্যামকে !

06/08/2023

বহিঃপ্রকাশ
জাসমিন সুলতানা

প্রতিদিন এক দুঃস্বপ্নের সমুদ্রে অবগাহন করি আমি ।
অতিপ্রাকৃতিকের অনাবিল স্পর্শে---
বুকের ভিতর মচমচে পাতা জমায় ।
যেদিন স্বপ্নেরা রক্ত ঝরাবে--
সেদিন হবে এক রক্তাক্ত কাব্যের দাবানল !
মনের ভিতর আষ্টেপৃষ্ঠে বেঁধে রেখেছি
যে কল্পনার কাঁটাতার,
তার আঁচড়ে সৃষ্টি হবে একদিন
জনৈক জ্বালাময়ী কাব্যের জ্বালামুখ !

হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সবাই বলবে সেদিন--
' শাপে বর হয়েছে ! '

---- আরে !
আমার কাব্যরা যে পাখনা মেলেছে--- !!

কালের প্রবাহে কোন এক বিদ্রোহী কবিতায় ঝলসে উঠবে এক বুকফাটা বিপ্লব !
---ওটা আমার বক্ষভেদী চাবুক,
নিভন্ত কাব্যের জ্বলন্ত বহিঃপ্রকাশ !
তারপর একদিন--
ইতিহাসের পাতাছেঁড়া-বন্যার কান্না থেকে
এক লিপ্তপদী পাতিহাঁস ভেসে আসবে ।
---ওটা আমার জীবন সংগ্রামের করুন কীর্তিনাশা‌ ,
কাব্যময় জীবনের এক অকল্পনীয় বারোমাস্যা ।

হিতাহিত জ্ঞানশূন্য হয়ে সেদিনও সবাই বলবে---
' যতক্ষণ শ্বাস ততক্ষণ আশ ! '

----আরে !
এটাই তো আমার কাব্যের বহিঃপ্রকাশ--- !!

Want your establishment to be the top-listed Arts & Entertainment in KOLKATA?
Click here to claim your Sponsored Listing.

Category

Website

Address

BADURIA
Kolkata

Other Poet in Kolkata (show all)
poem_era poem_era
17/1 M M Ali Road
Kolkata, 700023

𝕌𝕟𝕜𝕟𝕠𝕨𝕟 𝕡𝕠𝕖𝕥

Piu Mitra Piu Mitra
1 Sarsuna Main Road
Kolkata, 700061

Anushree Ghosal Anushree Ghosal
Kolkata

https://youtube.com/channel/UCMZ27qnQg0eFGPq4j0rBtAg

Sahitya Sadhona Sahitya Sadhona
25/5 Dhakuria East Road
Kolkata, 700078

Nayan poetry Nayan poetry
Kolkata

Hindi shayari

Chai Sang Rina Chai Sang Rina
Kolkata

चाय संग चाहत हुई है ।

Moner Thikana Moner Thikana
Madhyamgram
Kolkata, 700130

Soumyadeep Deb Blowing candle 30 th August Here I will leave some of my poems....

Poem with Piku Poem with Piku
Kolkata
Kolkata, 743330

It is a poem page. I think poem keep our mind calm and relax . So I hope everybody love this contain

sad poem sad poem
B/E-3, , Rajarhat Road, , , New Town,/
Kolkata, 700059

sad poem

Syed Parwez Balliyawee Syed Parwez Balliyawee
10, Tanti Bagan Road, Kolkata 14
Kolkata, 700014

Shayer O Zakir e Ahle Bayt