Ummah News
Nearby public figures
Moidan, Howrah
Howrah
Bagnan. Howrah, KOLKATA
KOLKATA @ITB.YEOR.LUCKY25
Howrah
Howrah
kolkata, KOLKATA
Howrah, Howrah
Howrah, Howrah
Howrah 711105
Howrah 711302
KOLKATA
Howrah
Howrah 711302
Howrah
ইসলামোফোবিয়ার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে সত্য তুলে ধরাই আমাদের কাজ
মহানুভবতা বনাম মনুষত্বহীনতা।
মানবতা বনাম হিংস্রতা।
উদারতা বনাম সংকীর্ণতা ।
সভ্যতা বনাম অসভ্যতা।
মানবিকতা বনাম পাশবিকতা।
নোংরা মানসিকতা বনাম স্বচ্ছ মানসিকতা।
লা ইলাহা নাসিদ অরিজিনাল চেচেন ভার্সন
চ্যানেলটা সবাই ফলো করবেন ইন শা আল্লাহ্
লা ইলাহা ইল্লাল্লাহ নাশিদের অরিজিনাল চেচেন ভার্সন লা ইলাহা ইল্লাল্লাহ নাশিদের অরিজিনাল চেচেন ভার্সন। ১৯৯৫ সালে যু'দ্ধের সময়ে ইমাম শামিলদেরকে নিয়ে চেচেন মায়েদের গ....
*ওয়াকফ সংশোধনী বিল, ২০২৪* রদ করার জন্য কয়েকটি আইনি এবং রাজনৈতিক পদ্ধতি রয়েছে:
1. **সংসদে বিলের বিরোধিতা**: সংসদ সদস্যরা এই বিলের বিরুদ্ধে কথা বলে এবং ভোটের মাধ্যমে বিলটি রদ করার চেষ্টা করতে পারেন। বিশেষ করে বিরোধী দলগুলো এই ক্ষেত্রে বড় ভূমিকা পালন করতে পারে। যদি সংখ্যাগরিষ্ঠ সংসদ সদস্যরা এই বিলের বিরুদ্ধে ভোট দেন, তবে এটি পাস হবে না।
2. **সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ**: যেকোনও সংবিধানবিরোধী আইন বা সংশোধনী ভারতের সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা যেতে পারে। যারা মনে করেন এই বিলটি সংবিধানবিরোধী বা ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘন করছে, তারা আদালতে গিয়ে এটি রদ করার আবেদন করতে পারেন।
3. **গণপ্রতিবাদ ও আন্দোলন**: অনেক সময় ব্যাপক জনমত ও আন্দোলন সরকারকে বিল বা সংশোধনী পুনর্বিবেচনার জন্য চাপ দিতে পারে। সাধারণ মানুষ, সংগঠন, এবং বিভিন্ন সম্প্রদায়ের প্রতিনিধিরা ব্যাপকভাবে প্রতিবাদ করে সরকারের উপর চাপ তৈরি করতে পারেন।
4. **রাষ্ট্রপতির অনুমোদন**: কোনো বিল পাস হলে তা রাষ্ট্রপতির অনুমোদনের জন্য পাঠানো হয়। রাষ্ট্রপতির কাছে বিলটি রদ বা পুনর্বিবেচনার জন্য পাঠানোর আবেদন করা যেতে পারে। যদিও এটি সাধারণত বিরল ঘটনা, তবে রাষ্ট্রপতি এই ক্ষমতা ব্যবহার করতে পারেন।
5. **সংশোধন প্রস্তাবনা**: যদি পুরো বিলটি রদ করা সম্ভব না হয়, তবে সংসদ সদস্যরা বা রাজনৈতিক দলগুলো বিলের কিছু অংশ সংশোধন করার প্রস্তাব দিতে পারেন। এই পদ্ধতিতে আইনটি আংশিক পরিবর্তন বা উন্নত করা সম্ভব।
এই প্রক্রিয়াগুলো আইনি এবং রাজনৈতিক প্রেক্ষাপটে কার্যকর হতে পারে এবং এর জন্য প্রয়োজন যথাযথ সংগঠন, কৌশল এবং জনমত সংগ্রহ করা।
মাসুদুর আলি সরদার
আলহামদুলিল্লাহ
কক্সবাজার রামুতে এক ভাই বৌদ্ধ ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন চিকু বড়ুয়া বর্তমান নাম মোহাম্মদ ইব্রাহীম!
জার্মানিতে মেয়ে আগে ইসলাম ধর্ম গ্রহণ করে, মাকে ইসলামের দাওয়াত দিয়ে মসজিদে নিয়ে আসে ইসলাম গ্রহণ করার জন্য মা যখন কালেমা পড়ছে মেয়েটি খুশিতে কান্না করে দিয়েছে ❤️
আকাবিরে দেওবন্দের উজ্জ্বল নক্ষত্র, আসলাফের নমুনা, আমীরে হেফাজত, ক্বায়েদে মিল্লাত, আল্লামা শাহ্ মুহিব্বুল্লাহ বাবুনগরী দাঃবাঃ অন্তরের অন্তস্থল থেকে বরণ করে নিলেন এবং মিষ্টিমুখ করালেন সদ্য কারামুক্ত শাইখুল হাদিস আল্লামা জ'সিম'উদ্দী'ন রহ'মানি হাফিজাহুল্লাহ'কে।
Mahmudul Hasan Gunovi
"আব্বু-আম্মুকে ফেলে যাচ্ছেন কেন? আপনারা নৌকা থামান, আমি তাদের ছাড়া যাবো না..."
কান্নারত শিশুটিকে সেচ্ছাসেবীরা কিভাবে বোঝাবে, শুধু তার আর দাদির জায়গা হবে নৌকাতে। ফেলে আসতে হচ্ছে মা-বাবাদের।
চিরতরে বিদায়ের মতো বিচ্ছেদের কান্না আসে কানে, বিস্ময় কাটে না শিশুর চোখেমুখে। নৌকা ছেড়ে দেয়ার আগে সন্তানকে জড়িয়ে ধরে, চুমু খেয়ে মা বলেন, "পানির কাছে যাবেনা, দাদির আচল ছাড়বে না..."
এই যন্ত্রণা কিভাবে ভুলবে স্বেচ্ছাসেবীরা। নিরুপায় স্বেচ্ছাসেবীরা নির্দয়ের মতো ইঞ্জিন চালিয়ে দেয় নৌকার, পিছনে ফেলে আসে ভালোবাসার মানুষগুলোকে।😓
আজ বাংলাদেশের ফুলগাজীর ধরমপুর আর জগতপুরের মানুষদের
উদ্ধারের কাজ করছে স্বেচ্ছাসেবীরা।
©️
বাংলাদেশের হিন্দুদের বলছি, শত্রুকে চিনো
আলহামদুলিল্লাহ
মুফতী জসিমউদ্দিন রহমানি হাফিজাহুল্লার জামিন হয়েছে
পাকিস্তানী ছাত্ররা স্লোগান দিচ্ছে:
বাঙালিও সে রিশতা কেয়া,
"লা ইলাহা ইল্লাল্লাহ" 💚
৩ ইসরায়েলি সাহসী সৈন্য এবং তাদের ডরমিটরিতে অনুপ্রবেশকারী একটি সন্ত্রাসী আরশোলার মধ্যে ভারী সংঘর্ষ হয় 🤣
আমরা বিভিন্ন জায়গা থেকে খবর পাচ্ছি খুনি হাসিনা গণভবন থেকে পালিয়েছে
আমরা আরেকটু নিশ্চিত হয়ে কনফার্ম করবো।
পোলাপাইন খুব দুষ্টু
এই জেনারেশন কে কিভাবে আটকাবে?
রাসূলুল্লাহ ﷺ সাধারণত কারো নাম ধরে বদদুআ করতেন না। কিন্তু, একবার তিনি ৭ জন কাফিরের নাম ধরে বদদুআ করেন।
হাদীসের বর্ণনাকারী বলেন, রাসূলুল্লাহ ﷺ যাদের নাম ধরে বদদুআ করেন আমি তাদের সবাইকে বদরের কূপে নিহতাবস্থায় পড়ে থাকতে দেখেছি।
আল্লাহর সবচেয়ে প্রিয় সৃষ্টি রাসূলুল্লাহ ﷺ। তাঁর ওপর শারীরিক অত্যাচার করা হলে তিনি সর্বশক্তিমান আল্লাহর কাছে যালিমদের নাম ধরে বিচার দেন।
আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুআ কবুল করেছেন। মাযলুমের দুআ আল্লাহ সাথে সাথে কবুল করেন, কিন্তু সেটা আমাদের কাছে দৃশ্যমান হয় আল্লাহর নিয়মানুযায়ী।
রাসূলুল্লাহর ঐ দুআর অন্তত ২ থেকে ৫ বছর পর সেই সাতজন কাফির মারা যায় বদর যুদ্ধে।
আল্লাহ চাইলে তো সাথে সাথেই তাদের ফয়সালা করতে পারতেন। কিন্তু, আল্লাহ তাঁর নিয়মানুযায়ী, তাঁর দেয়া অবকাশ অনুযায়ী সেই বিচার দুনিয়াতে করেন, কিয়ামতের বিচার তো বাকি।
আল্লাহ পবিত্র কুরআনের একটি সূরা নাযিল করে জানিয়ে দিলেন ‘আবু লাহাব ধ্বংস হবে’। রাসূলুল্লাহ ﷺ–এর যুগের আর কোনো কাফিরের নামোচ্চারণ আল্লাহ পবিত্র কুরআনে করেননি। সেই আবু লাহাব তার ভাতিজাকে (ﷺ) কী না করেছে! তাঁর কলার ধরে টেনেছে, ঘরের সামনে আবর্জনা রেখেছে।
আল্লাহ পবিত্র কুরআনে একটি সূরা নাযিল করা সত্ত্বেও সেই আবু লাহাবের পরিণতি আসতে অন্তত ১০ বছর লাগে।
আবু জাহেল নির্মমভাবে হত্যা করে সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা এবং ইয়াসির রাদিয়াল্লাহু আনহুকে। তাঁদের ছেলে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু আনহু। তিনি মক্কায় যতোদিন ছিলেন ততোদিন চোখের সামনে দেখতে পান তাঁর মা-বাবার হত্যাকারী আবু জাহেল কী আরামে ঘুরে বেড়াচ্ছে!
তাঁর মা-বাবার হত্যাকারীর পরিণতি দেখতে তাঁকে অপেক্ষা করতে হয় অন্তত ১০ বছর।
ইসলাম গ্রহণ করার কারণে কী নির্মম অত্যাচার করা হয়েছিলো বিলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু আনহুকে! মরুভূমির প্রখর রোদের মধ্যে শুইয়ে পাথর চাপা দেয়া হতো। গরমে তাঁর শরীরের মাংস পুড়ার গন্ধ বের হতো!
বিলাল রাদিয়াল্লাহু আনহুকে অত্যাচার করতো উমাইয়্যা ইবনে খালাফ। তিনি লিটারেলি প্রতিশোধ নেন এই অত্যাচারের প্রায় ১৩ বছর পর!
আমি যখন সীরাত পড়ি, তখন হতাশ হই না। আমি বর্তমান নিয়ে আশা দেখি।
যখনই মনের কোণে হা-হুতাশ জাগে, এতো এতো মাজলুমের দুআ কি আল্লাহ শুনছেন না? মাজলুমের দুআ আর আল্লাহর মধ্যে তো পর্দা থাকে না। তাহলে কেনো আল্লাহ সাড়া দিচ্ছেন না?
তখনই সীরাতে চলে যাই। গিয়ে দেখি, আল্লাহ ঠিকই সাড়া দেন। আমি যখন, যেভাবে চাচ্ছি সেভাবে না; আল্লাহ সাড়া দেন আল্লাহর সুন্নাত অনুযায়ী।
মাজলুম হিশেবে আমার আপনার কাজ চেষ্টা করা, দুআ করা।
আল্লাহ সাড়া দিবেন এই ইয়াক্বিন রাখা।
সাড়া দিচ্ছেন না কেনো, আল্লাহ কি সাড়া দিবেন না –এসব ‘তর্ক’ বান্দা হিশেবে আমাদের মানায় না।
🚨 চট্টগ্রামের বায়তুশ শরফ আদর্শ কামিল মাদ্রাসার ছাত্রদের গভীর রাতে ধরে নিয়ে যাচ্ছে পুলিশ।
তারিখ: ১৭ই জুলাই ২০২৪
বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা তার মেয়ে পুতুলের বিয়ে ঠিক করলে ধানমন্ডি ৫ নম্বর রোডের ৫৪ নম্বর বাড়িতে শেখ হাসিনার স্বামী ড.ওয়াজেদ মিয়া এসে শেখ হাসিনার প্রতি ক্ষিপ্ত হয়ে বলতে লাগলেন, মেয়ে কি তোমার একার? মেয়ে কি আমার না? তুমি রাজাকারের (ইঞ্জিনিয়ার মোশাররফ হুসেন, বর্তমান প্রবাসী কল্যাণ মন্ত্রী) ছেলের সাথে আমার মেয়ের বিয়ে ঠিক করেছ। রাইফেল হাতে নিয়ে যে রাজাকারগিরি করেছে। মুক্তিযোদ্ধা মেরেছে। তার ছেলের সাথে আমি কিছুতেই আমার মেয়ের বিয়ে দেব না।
শেখ হাসিনা বললেন, আমি মেয়ে বিয়ে দিব। পারলে তুমি ঠেকাও। ড.ওয়াজেদ বললেন, তাই বলে রাজাকারের ছেলের সাথে বিয়ে দেবে? শেখ হাসিনা ক্ষিপ্ত হয়ে বললেন, কিসের আবার রাজাকার ফাজাকার, আমার আত্মীয় এটাই বড় কথা। সাথে মরলে আত্মীয়রাই মরে। দেখ নাই ঐ মুক্তিযোদ্ধা ফুক্তিযোদ্ধারাই আমার মা বাবা ভাইদের কিভাবে মেরেছে। মেয়ে আমি এখানেই বিয়ে দেব, তুমি পারলে ঠেকাও।
তখন ড. ওয়াজেদ মিয়া বললেন, তোমাদের সাথে ঠেকাঠেকিতে তো আর আমি পারব না। তবে আমি বলে দিচ্ছি, এ বিয়েতে আমি নাই।
শেখ হাসিনা তার স্বামীর কথা রাখলেন না। রাজাকারের সাথে আবার নতুন করে আত্মীয়তা করলেন !!
সূত্র- আমার ফাসি চাই, পৃষ্ঠা ১৪৪, লেখক মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু (তিনি ও তার স্ত্রী একটানা ১৭ বছর শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী ছিলেন। আওয়ামী সরকার ১৯৯৬ সালে ‘আমার ফাসি চাই’ বইটি বাজেয়াপ্ত করে।)
#পুরোটাই_মিথ্যাচার_ও_গুজব
আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লাহ। গত কয়েকদিন ধরে দেশে চলমান কোটা আন্দোলন বিক্ষোভ সমাবেশ, মিছিল, ভাংচুর, হত্যাকাণ্ড ও কারফিউ ইত্যাদি সব মিলিয়ে পুরো দেশে একটি
থমথমে পরিস্থিতি বিরাজ করেছ, এখনো করছে।
বিগত ২/১ দিন থেকে ধীরে ধীরে দেশের পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করেছে। স্বল্প পরিসরে চালু হয়েছে নেট সেবাও।
গত কয়েকদিন নেট চালু না থাকায় কে বা কারা "আমাকে উক্ত ইস্যুর সাথে জড়িয়ে" গ্রেফতার বা হয়রানির যে মিথ্যা পোস্ট ফেইসবুকে প্রচার করেছে
তা সম্পুর্ণ মিথ্যা, বানোয়াট ও গুজব বৈ কিছুই নয়"!
মুল ইস্যু থেকে জনমানুষের মস্তিষ্ককে ভিন্ন দিকে না সরিয়ে চলমান মৌলিক ইস্যুর দিয়ে দৃষ্টি নিবদ্ধ রাখার বিনীত অনুরোধ করছি।
আরেকটি বিষয় সকলের দৃষ্টি আকর্ষণ করতে চাই।
অন্তত আমাদের পারিবারিক সুত্র এবং অফিশিয়াল পেইজ মিডিয়া ও চ্যানেল ব্যাতিত কোন বাইরের কোন আন অফিশিয়াল পেইজ মিডিয়া বা চ্যানেল থেকে প্রাপ্ত কোন মিথ্যা সংবাদ বা গুজবে মোটেই কান দেয়া থেকে বিরত থাকার জন্য সবিনয় অনুরোধ করছি।
Abu Taw Haa Muhammad Adnan Abu Taw Haa Muhammad Adnan
১৮ মুহাররাম ১৪৪৬ হিজরি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
Kolkata
Budge Budge 2
Kolkata, 743377
Our aim and goal is to spread Sunniism by bringing the world's Sunni scholars on one platform. And t
€nlighten India Productions, 519/B, 3rd Floor, Hemanta Mukherjee Sarani, Lake Terrace, Ballygunge, Near Tyagraj Hall
Kolkata, 700029
Journalist | Founder & Chairperson - €nlighten india Productions (€iP) | Associate Editor of DINKAAL Newspaper.
Kolkata
This page is created for you tube channel You can upload your youtube creation in this page thanks
Hindustan
Kolkata
আমাদের এই পেইজ এর মূল উদ্দেশ্য হলো সনাতন ধর্মের প্রচার করা এবং উজ্জ্বল ও সবার সামনে তুলে ধরা
Kolkata
IT'S BEST CHANNEL FOR GOOD HOT, VIRAL , BEST , BANGLA , MORNING , BHALO KHOBOR,DPN TOP NEWS 📰🗞️
Kolkata
It is an informative page from which you get more than breaking news, lots of cultural elements.🌿
Kolkata
Md Iqbal Designation: Editor Kolkata West Bengal WE SHOW THE TRUTH سماجی،سیاسی،ادبی،کھیل,فلم