Crack It

piu dey

14/09/2023

https://m.facebook.com/story.php?story_fbid=703382378515468&id=100065311370761&mibextid=CDWPTG

সবাই আমাদের এই পেজে জয়েন হয়ে যাও। এখানে রোজ আপডেট দেওয়া হয়।

Telegram: Contact @mGbonEW2JN83OGM1 29/06/2023

🛑WBPSC FOOD SI GOLDEN কোর্স 2023 🛑 all compitative exam batch
📛ভর্তি চলছে ...
👉 মান্থলি ফিজ
👉
👉 ব্যাচ কোর্সের ক্লাস শুরু হবে
👉 5 মাসের কোর্স এবং পরীক্ষা পর্যন্ত
🔴 এই কোর্সে যেসব বিষয় পড়ানো হবে-
✪ জেনারেল নলেজ- অধ্যায়ভিত্তিক ক্লাস এবং মক টেস্ট
(Gk-static, ইতিহাস, ভূগোল , সংবিধান , বিজ্ঞান, অর্থনীতি, খেলাধুলা, রাষ্ট্রসংঘ কম্পিউটার ,)
✪ গণিত- অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস এবং মক টেস্ট
✪ কারেন্ট অ্যাফেয়ার্স (বিগত 1 বছরের)
✪ নুতুন প্যাটার্ন অনুযাযী পরীক্ষার সিলেবাস ভিত্তিক 100 নম্বরের প্রাক্টিস সেট (উত্তরপত্র সহ)
✪ অধ্যায়ভিত্তিক ভিডিও ক্লাস+ মক টেস্ট+ Pdf+ Live Doubt Clearing Class
*🔥 ক্লাস সময় জানিয়ে দেওয়া হবে

Join
https://t.me/mGbonEW2JN83OGM1
🎈
🔴 আমাদের WBPSC FOOD SI GOLDEN ব্যাচ ভর্তি হতে ও অথবা বিস্তারিত জানার জন্য টেলিগ্রাম গ্রুপে যুক্ত হতে পারো

Telegram: Contact @mGbonEW2JN83OGM1

29/06/2023

WBSSC GROUP C CLERK VACANCY COLLECTION STARTED

Join
https://t.me/mGbonEW2JN83OGM1

10/06/2023

🎓 বি এড কমপ্লিট হয়নি, এমন সকল ছাত্র-ছাত্রীরা ও মাদ্রাসা টেট দিতে পারবেন। ।
জানালেন কলকাতা হাইকোর্ট!!

24/05/2023

HS 2023: প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।

পরীক্ষা শেষ হওয়ার ৫৭ দিনের মাথায় প্রকাশিত উচ্চমাধ্যমিকের ফল। এবছর পাশের হারের নিরিখে শীর্ষে পূর্ব মেদিনীপুর। সে জেলায় পাশের হার ৯৫.৭৫ শতাংশ। এই তালিকার দশম স্থানে রয়েছে কলকাতা।

গত ১৪ মার্চ শুরু হয়েছিল উচ্চমাধ্যমিক পরীক্ষা। শেষ হয় ২৭ মার্চ। মোট ৬০টি বিষয়ে পরীক্ষা হয়েছিল। এবছরের পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৮ লক্ষ ৫২ হাজার ৪৪৪ জন। পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ২৪ হাজার ৮৯১ জন। যাঁদের মধ্যে পাশ করেছেন ৭ লক্ষ ৩৭ হাজার ৮০৭ জন। পাশের হার ৮৯.২৫%। ছেলেদের পাশের হার ৯১.৮৬ শতাংশ। মেয়েদের মধ্যে পাশ করেছেন ৮৭.২৬ শতাংশ। এবার মেধাতালিকার প্রথম দশে রয়েছেন ৮৭ জন পরীক্ষার্থী। প্রথম স্থান অধিকার করেছেন নরেন্দ্রপুর রামকৃষ্ণমিশনের ছাত্র শুভ্রাংশু সর্দার। তাঁর প্রাপ্ত নম্বর ৪৯৬।

29/03/2023

আমাদের ফেসবুক পেজ👇👇👇🎯🎯

https://www.facebook.com/profile.php?id=100065311370761&mibextid=ZbWKwL

আমাদের টেলিগ্রাম পেজ
🎯🎯
https://t.me/mGbonEW2JN83OGM1

আমাদের ওয়াটস্যাপ গ্রুপ
🎯🎯
https://chat.whatsapp.com/CWpg2n9obW892Qp1RQ1FeS

সবাই লাইক কমেন্ট ফলো শেয়ার করে দিও🙏🎯🎯🎯 ⏰For free study material .. ⏰Note . ⏰Notification news

Crack It https://t.me/+mGbonEW2JN83OGM1

All Government job exam. psc, rail, MSC,
Slst, WBCS,

CRACK IT ( GK, Wbcs, SLST, PRIMARY,) 28/03/2023

🔴👇পশ্চিমবঙ্গের ভূগোল👇🔴

1. বাংলার যে জেলার ওপর দিয়ে কর্কটক্রান্তি রেখা গেছে – নদিয়া, দুই বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া
2. বাংলার পূর্বদিকে অবস্থিত দেশ হল – বাংলাদেশ ।
3. বর্তমানে বাংলার জেলার সংখ্যা হল – 23টি ।

🛑এরকম গুরত্বপূর্ন GK এবং প্রতিদিন ফ্রী MockTest দিতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করুন 👇
https://t.me/mGbonEW2JN83OGM1

4. উত্তর – পূর্ব ভারতের প্রবেশ দ্বার বলা হয় – শিলিগুড়িকে ।
5. দক্ষিণবঙ্গের প্রবেশ দ্বার হল – ক্যানিং ।
6. বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশটি বাংলায় যে জেলা নামে পরিচিত – পুরুলিয়া ।
7. বাংলার ওপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে – 21 শে জুন ।
8. সুন্দরবন ম্যানগ্রোভ বাদাবন অবস্থিত যে জেলায় – দক্ষিণ 24 পরগনা ।
9. প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলাসদর হল – আলিপুর ।
10. ‘Chicken’s Neck’ বলা হয় – উত্তর দিনাজপুরের চোপড়াকে ।
11. ‘City of Joy’ বলা হয় – কলকাতাকে ।
12. বাংলার উত্তরের সমভূমি অংশ হল – বরেন্দ্রভূমি ।
13. বাংলা ও নেপাল সীমান্তে রয়েছে – সিঙ্গলিলা ।
14. বাংলার সর্বোচ্চ শৃঙ্গ – সান্দাকফু ।
15. বাংলার মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ হল – গোর্গাবুরু ।
16. বাংলায় বালিয়াড়ি দেখা যায় – উপকূলীয় সমভূমিতে ।
17. রাঢ় সমভূমির ভূপ্রকৃতি – তরঙ্গায়িত ।
18. কালিম্পঙ -এর সর্বোচ্চ শৃঙ্গ হল – ঋষিলা ।
19. বক্স গিরিখাত দিয়ে যাওয়া যায় – ভুটানে ।
20. বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ দেখা যায় – বীরভূমে ।
21. পেডং কথার অর্থ – অর্কিডের শহর ।
22. তরাই শব্দের অর্থ – স্যাঁতসেঁতে ভূমি ।
23. শুশুনিয়া পাহাড় অবস্থিত – বাঁকুড়া জেলায় ।
24. দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ Rail Station হল – ঘুম ।
25. রাঙামাটির দেশ বলা হয় – রাঢ় অঞ্চলকে ।
26. মথুরাখালি পাহাড় অবস্থিত – বীরভূমে ।
27. গঙ্গা দুভাগে বিভক্ত হয়েছে মুর্শিদাবাদের – ধুলিয়ানে ।
28. গঙ্গা বাংলায় প্রবাহিত হয়েছে – 520 কিমি ।
29. বাংলার প্রধান নদী – গঙ্গা ।
30. দামোদরনদকে বলা হয় – বাংলার দুঃখ ।
31. বহরমপুর বিখ্যাত – রেশম শিল্পের জন্য ।
32. রাঢ় অঞ্চলের সবচেয়ে বড়ো শহর হল – বর্ধমান ।
33. বাংলার দুটি প্রধান মৎস্য শিকার কেন্দ্র হল – দিঘা ও জুনপুট ।
34. ভারতে প্রথম পাতাল রেল চালু হয় – কলকাতায় ।
35. হলদিয়া বিখ্যাত – পেট্রোরসায়ন শিল্পের জন্য ।
খ্যাত – মৃৎ শিল্পের জন্য ।
37. জলপাইগুড়ি শহর অবস্থিত – তিস্তা ও করলা নদীর তীরে ।
38. শংকরপুর একটি – মৎস্য বন্দর ।
39. বাংলায় প্রাণী ও মৎস্যবিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত – কলকাতায় (বেলগাছিয়া) ।
40. লোথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি অবস্থিত – দক্ষিণ 24 পরগনায় ।
41. বক্সা অভয়ারণ্যটি স্থাপিত হয় – 1986 সালে ।
42. বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্রটি অবস্থিত – কলকাতার বেলগাছিয়ায় ।
43. দমদম বিমান বন্দরের পত্তন হয়েছিল – 1875 সালে ।
44. বাংলায় ধানের বউল বলা হয় – বর্ধমানকে ।
45. জয়ন্তি হল – সংরক্ষিত বনভূমি ।
46. সুন্দরবন হল – সুরক্ষিত বনভূমি ।
47. খোয়াই অঞ্চল দেখা যায় – বীরভূম জেলায় ।
48. উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি – খিয়র নামে পরিচিত ।
49. তাল শব্দের অর্থ – জলাভূমি ও নিম্নভূমি ।
50. সুন্দরবনের যেসব অঞ্চলে কৃষিকাজ হয়, তাকে – আবাদ বলে ।
51. বাংলায় সবচেয়ে কম বৃষ্টি হয় – বীরভূমের ময়ূরেশ্বরে ।
52. বাংলায় সবচেয়ে বেশি উষ্ণতা দেখা যায় – আসানসোলে ।
53. মৌসুমি রাজ্য বলা হয় – বাংলাকে ।
54. খরার জেলা বলা হয় – পুরুলিয়াকে ।
55. বাংলায় সর্বাধিক বৃষ্টিপাত হয় – বক্সা ডুয়ার্সে ।
56. করোনেশন ব্রিজ অবস্থিত – তিস্তা নদীর ওপর ।
57. কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশের নাম – কুন্তী নদী ।
58. দামোদরের প্রধান উপনদীর নাম – বরাকর ।
59. সুন্দরবন অঞ্চলের বৃহত্তম জলবহনকারী নদী হল – মাতলা ।
60. অজয়নদ -এর উৎপত্তি – দুমকা উচ্চভূমি থেকে ।
61. 2011 জনগণনা অনুসারে বাংলার বেশি জনসংখ্যাযুক্ত জেলা হল – উত্তর 24 পরগনা (10082852 জন) ।
62. 2011 জনগণনা অনুসারে বাংলার কম জনসংখ্যাযুক্ত জেলা হল – দক্ষিণ দিনাজপুর (1670931 জন)

JOIN🔜 https://t.me/mGbonEW2JN83OGM1


🌏 ☞𝗝𝗢𝗜𝗡➠ এখানে Click করুন🌏
🗣 Share and Support Us🙏
*♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*
━━━━ ✧❂✧ ━━━━

CRACK IT ( GK, Wbcs, SLST, PRIMARY,) https://youtube.com/channel/UC8YSYALaUg7O2FDf4dFYq_A

CRACK IT ( GK, Wbcs, SLST, PRIMARY,) 15/03/2023

PSC UPDATE
২০ অথবা ২১ মার্চ PSC অফিস অভিযান করার কথা ভাবা হয়েছিল। কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষার কারণে ২৭ মার্চ পর্যন্ত করা যাবে না।
মেল করেছিলাম।
ওদের বক্তব্য
১) MSP ক্লার্কশিপের টাইপ টেস্টের নোটিফিকেশন সামনে সপ্তাহে করবে। মানে ২৪ মার্চের মধ্যে।
২) WBCS (EX) 2022 এর প্রিলির রেজাল্ট ও ২২-২৪ মার্চের মধ্যে হতে পারে।
৩) খুব শীঘ্রই ফুড এস আই এর নূতন নোটিফিকেশন আসবে।
৪) মিসলেনিয়ার্স ও ক্লার্কশিপের ও নূতন নোটিফিকেশান আসবে।
৫) পঞ্চায়েত নির্বাচনের জন্য WBCS(EX)2023 এর প্রিলি ডেট ফাইনাল হচ্ছে না। সেই কারণে পরীক্ষা ক্যাডেন্ডারে নেই তবে মে মাসে হওয়ার সম্ভাবনা।

Join Crack It telegram's group

https://t.me/mGbonEW2JN83OGM1

CRACK IT ( GK, Wbcs, SLST, PRIMARY,) https://youtube.com/channel/UC8YSYALaUg7O2FDf4dFYq_A

13/03/2023

🏆95th OSCAR AWARDS 2023🏆

🏆 BEST FILM
🔷 Everything Everywhere All at Once (winner)

🏆 BEST ACTOR
🔷 Brendan Fraser for 'The Whale'

🏆 BEST ACTRESS
🔷 Michelle Yeoh for 'Everything Everywhere All at Once'

🏆 BEST DIRECTOR
🔷 Daniel Kwan with Daniel Scheinert for 'Everything Everywhere All at Once'

🏆 BEST ORIGINAL SONG
🔷 Naatu Naatu by Kaala Bhairava and Rahul Sipligunj (RRR)🇮🇳

🏆 BEST DOCUMENTARY SHORT
🔷 The Elephant Whisperers 🇮🇳

🏆 BEST ANIMATED FEATURE
🔷 Guillermo del Toro's Pinocchio

🏆 BEST INTERNATIONAL FEATURE FILM
🔷 All Quiet on the Western Front

🏆BEST ORIGINAL SCREENPLAY FILM
🔷 Everything Everywhere All at Once
#জিকে

13/03/2023

অযোগ্যরা চাকরি থেকে বরখাস্ত হচ্ছে এটা নিশ্চয়ই মেধাবীদের জন্য, পড়ুয়াদের জন্য ভালো খবর। ১৯৯৮ থেকে ২০১৩ সাল পর্যন্ত পড়াশোনায় ভালো ছেলেমেয়েদের সরকারি চাকরি পাওয়ার বিরাট সুযোগ ছিলো। বিশেষ করে গ্রাম বাংলার মেধাবী ছেলেমেয়েরা হয় ডক্টর, ইঞ্জিনিয়ার আর তা না পারলে বা সুযোগ না থাকলে বেসিক ট্রেনিং করে প্রাইমারী বা M.A. B.Ed. করে High School এ শিক্ষকতা করার লক্ষ্যকে পাথেয় করে ভবিষ্যতের স্বপ্ন বুনতো, সংসারের হাল ধরার চেষ্টা করতো। দরিদ্র মেধাবীরা মনপ্রাণে পড়াশোনা করে জীবন গড়ার লড়াই চালিয়ে যেতো কারন তাদের কাছে অন্য অপশন ছিলো না।

রাজনীতি করে, রাজনৈতিক নেতাদের দালালি করে, গ্রাম পঞ্চয়েতের নেতা হয়ে ভবিষ্যত গড়ার কথা প্রায় কেউই ভাবতো না, ভাবার মতো পরিস্থিতিও ছিলো না। তবে ক্ষমতা ভোগ করা, রাজনৈতিক ভাবে চোখ রাঙানি, এলাকায় প্রভাব বিস্তারের জন্য রাজনৈতিক সংযোগ ছিলো। থানা পুলিশের সাথে যোগাযোগ রেখে কিছু কামিয়ে নেওয়ার সুযোগ ছিলো কিন্তু বর্তমানের মতো এতটা প্রকাশ্য ছিলনা, পেশা হিসাবে গ্রহণ করার নির্লজ্জতা ছিলো না। কিন্তু বর্তমানে গ্রাম বাংলায়ও মূর্খ থেকে অর্ধ শিক্ষিত, কিংবা পড়াশোনা নিয়ে ক্যারিয়ার তৈরি করতে পারবে না এমন বহু যুবক প্রত্যক্ষ রাজনীতিতে জড়িয়েছে, যাদের লক্ষ্যই হলো জনগণের টাকা লুট করে ধনশালী হওয়া, পাড়ায় দাদাগিরি ফলানো।
MGNREGA বা ১০০ দিনের কাজের প্রকল্প এবং প্রধানমন্ত্রী আবাস যোজনা - এই দুটি প্রকল্প নেতাদের লুটে নেওয়ার বিস্তর সুযোগ তৈরী করে দিয়েছে।
রাজনীতিতে যোগ দেওয়ার আগে যাদের আর্থিক অনটন ছিলো চোখে পরার মতো তারাই আজ সম্পদশালী।
এরা সিনা চওড়া করে রাজনীতি করে। এদের অধিকাংশই প্রায় সব রকম নোংরামির সাথে জড়িত। সমাজের প্রায় সবরকম অপকর্মের পৃষ্ঠপোষক। কৃতকর্মের জন্য কোনো অনুতাপ, অনুশোচনা নেই বরং রয়েছে আস্ফালন, তৈরি হয়েছে দুর্বলের উপর অত্যাচারী মানসিকতা, দাম্ভিকতা, দু চাকা, চার চাকা নিয়ে আর্থিক সমৃদ্ধির বহিঃপ্রকাশ। তারা মেতেছে বাড়িতে শ্বেত পাথর বা ডিজিটাল টাইলস বসানোর প্রতিযোগিতায়। শিক্ষক কিংবা শিক্ষিত, ভদ্রলোকের প্রতি রয়েছে তাদের অবজ্ঞা, কটাক্ষ।
"আমি এক মাসে যা কামাই করি, high school teacher এক বছরেও তা পারবে না" -এই জাতীয় ভাষণ তারা বন্ধু বা পরিবারের সাথে গর্ব করে বলে। তাদের বাবা মা বা আত্মীয়স্বজনও খুশিতে টগমগ।

কিন্তু সমস্যা তৈরি হয়েছে অনেক গভীরে। এরাই বর্তমানে সমাজের রোল মডেল হয়ে উঠেছে। মেধাবীদের জন্য চাকরি নেই, গ্রামের দরিদ্র মেধাবীরা সামনে ভালো কিছু দেখার সুযোগ পাচ্ছে না, কাউকে ভালো উদাহরণ বা রোল মডেল খুঁজে পাচ্ছে না, স্বাভাবিকভাবেই অনুপ্রেরণা পাচ্ছে না।
গ্রামীন সমাজটা যেনো নেতিবাচক ভাবে পাল্টে গেছে। পাড়ায় পড়াশোনার আলোচনা নেই, মেধা দিয়ে চাকরি পাওয়ার খিদেটাও নেই। সকলেরই প্রায় একই ভাবনা পড়াশোনা করে তো আর চাকরি পাওয়া যাবে না! "পড়ে কি হবে?" আজকের গ্রামীণ যুব সমাজ অফ রুটেই, অন্যায় ভাবেই নিজের আকাঙ্খা পূরণে প্রতিযোগিতায় নেমেছে।
চাকরি চোরেরা পাকড়াও হলেও এরা কিন্তু বহাল তবিয়তে আছে। এরা প্রত্যেকেই আগামী পঞ্চায়েতে ভোট লুট করা, বম মারা, কিংবা যে কোনও উপায়ে ভোটে জেতার প্রস্তুতি নিচ্ছে। এদের শাস্তি পাওয়ার সম্ভাবনা খুব ক্ষীণ কারণ এরা নির্দিষ্ট রাজনৈতিক দলের স্থায়ী নেতা নন, এরা কোনও সংগ্রামের মধ্যে দিয়ে নেতা হয়নি, রাজনীতি নিয়ে কোনো পড়াশোনাও করেননি। ফলে রাজনৈতিক মূল্যবোধ, আদর্শ, বা কোনো রাজনৈতিক দায়বদ্ধতাও নেই, আগামীতে যে দলই ক্ষমতায় আসুক তারাই নেতা।

তবে চাকরি থেকে অযোগ্যদের বরখাস্ত হাওয়ার ফলে, চাকরি মাফিয়ারা ধরা পরার ফলে মেধাবীরা আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করেছে। দীর্ঘদিন যাবৎ নিয়োগ না হাওয়ার ফলে বহু শূন্যপদ রয়েছে তাই স্বচ্ছ ভাবে নিয়োগ হলে আগামীতে অনেকের স্বপ্ন বাস্তবায়িত হবে, গ্রামীন, ছাত্রছাত্রীরা আবার নতুন উদ্যমে পড়াশোনা করার অনুপ্রেরণা পাবে। গরীব বাবা মা তাদের ছেলে মেয়েকে নিয়ে আবার নতুন করে স্বপ্ন দেখতে শুরু করবে। শুভবুদ্ধিসম্পন্ন সুস্থ্য মস্তিষ্কের মানুষ নিশ্চয় দুর্নীতির বিরুদ্ধে, বঞ্চনার বিরুদ্ধে লড়াইয়ে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সামিল হবে এটা আশা করা যেতেই পারে।

ধন্যবাদ:- সাহেদুল হক

সংগৃহীত ( হোয়াইট পলিটিক্স পেজ)

Telegram: Contact @SWAPNOURAAN 10/03/2023

⏰♻️ ⏰♻️⏰♻️⏰♻️⏰♻️
╭───────────────────╮
🌤️⛅ দৈনিক কারেন্ট অ্যাফেয়ার্স: 10-3-2023✔️✔️✔️✔️✔️
╰l───────────────────╯

#সাম্প্রতিক
https://t.me/mGbonEW2JN83OGM1

1.বিশ্ব কিডনী দিবস পালন করা হয় ৯ই মার্চ; এবছরের থিম হলো-"Kidney Health for All - Preparing for the unexpected, supporting the vulnerable"

2. "As Good as My Word: A Memoir" শিরোনামে বই লিখলেন কে.এম. চন্দ্রশেখর

3.গবেষনা, প্রযুক্তি এবং উদ্ভাবনের উপর মেক্সিকোর সাথে MoU স্বাক্ষর করলো ভারত

4.এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সেরা এবং পরিষ্কার এয়ারপোর্টের তকমা পেল দিল্লি এয়ারপোর্ট

5.আমেরিকার জেলা কোর্টের প্রথম বিচার পতি হিসাবে নিযুক্ত হলেন ভারতীয় বংশোদ্ভূত তেজল মেহতা

6.23rd Commonwealth Law Conference শুরু হলো গোয়াতে

7.সম্প্রতি ৬৬ বছর বয়সে মারা গেলেন অভিনেতা সতীশ কৌশিক

৪.প্রথম মহিলা অফিসার হিসেবে ভারতীয় বিমান বাহিনীর কমব্যাট ইউনিটের নেতৃত্ব দিচ্ছেন শালিজা ধামী

9.জাতীয় ফটোগ্রাফি অনুষ্ঠানে লাইফটাইম অ্যাচিভমেন্ট সম্মানে ভূষিত হলেন শিপ্রা দাস

10.2023 Porter Prize জিতলো ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্ৰক

JOIN🔜https://t.me/mGbonEW2JN83OGM1
https://t.me/mGbonEW2JN83OGM1

https://t.me/mGbonEW2JN83OGM1
🌏 ☞𝗝𝗢𝗜𝗡➠ এখানে Click করুন🌏
🗣 Share and Support Us🙏
*♡ ㅤ ❍ㅤ ⎙ㅤ ⌲*
*ˡᶦᵏᵉ ᶜᵒᵐᵐᵉⁿᵗ ˢᵃᵛᵉ ˢʰᵃʳᵉ*
━━━━ ✧❂✧ ━━━━

Telegram: Contact @SWAPNOURAAN

CRACK IT ( GK, Wbcs, SLST, PRIMARY,) 09/03/2023

✅ সাধারণ জ্ঞান ✅

1. বিখ্যাত করিবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
🔰 উঃ। জাবেজী নদী

2. জার্মানি ও পোল্যান্ডের সীমারেখাকে কী বলা হয়?
🔰 উঃ। হিন্ডন ব্যাংকক স্কয়ার লাইন

3. ভারতে সবচেয়ে বেশি জাফরান উৎপাদক কোনটি?
🔰 উঃ। জম্মু ও কাশ্মীর

4. ভারতীয় চলচ্চিত্র ও উন্নয়ন নিগম কোন সালে প্রতিষ্ঠিত হয়?
🔰 উঃ। 1980 সালে

5. প্যালিওলিথিকের সর্বশ্রেষ্ঠ কৃতিত্ব ছিল
🔰 উঃ। আগুনের আবিষ্কার

6. বায়ুমণ্ডলে নাইট্রোজেনের শতাংশ কত?
🔰 উঃ। 78%

7. আলীগড় আন্দোলন কে শুরু করেন?
🔰 উঃ। সৈয়দ আহমদ খান

8. ডায়নামোর নীতি কোন কর্পোরেশনের উপর ভিত্তি করে?
🔰 উঃ। ফ্যারাডে এর আইন

9. কোন সালে ভারতে মানি অর্ডার সিস্টেম শুরু হয়?
🔰 উঃ। 1880

10. The Wealth of Nations কে লিখেছেন?
🔰 উঃ। অ্যাডাম স্মিথ

11. বাল্মীকি কোন ভাষায় রামায়ণ রচনা করেন?
🔰 উঃ। সংস্কৃত

12. ভারতের প্রথম উপ-প্রধানমন্ত্রী কে ছিলেন?
🔰 উঃ। সর্দার প্যাটেল

13. আলেকজান্ডার কবে ভারত আক্রমণ করেন?
🔰 উঃ। 326 খ্রিস্টপূর্বাব্দে

14. শিখদের প্রথম গুরু কে ছিলেন?
🔰 উঃ। গুরু নানক দেব

15. এনজাইম কি দিয়ে গঠিত?
🔰 উঃ। অ্যামিনো অ্যাসিড

16. দ্য ডোজ লাফটার এর লেখক কে?
🔰 উঃ। আর কে লক্ষ্মণ

17. এলাহাবাদের স্তম্ভ নিবন্ধগুলি কে লিখেছেন?
🔰 উঃ। হরিসেন

18. শাক সংবত অনুযায়ী শেষ মাস কোনটি?
🔰 উঃ। ফাল্গুন

19. ভারতের প্রথম দলিত প্রধান বিচারপতি কে হন?
🔰 উঃ। কে জি বালাকৃষ্ণান

20. পেশীতে কোন এসিড পাওয়া যায়?
🔰 উঃ। মায়োসিন অ্যাসিড

Group Link
https://t.me/mGbonEW2JN83OGM1

CRACK IT ( GK, Wbcs, SLST, PRIMARY,) https://youtube.com/channel/UC8YSYALaUg7O2FDf4dFYq_A

07/03/2023

03/03/2023

TET 2022 এ নিজের খাতা PPR/PPS স্ক্রুটিনি Link👇
https://www.wbbpeonline.com/Dashboard/VerifyForPPSPPR

Want your school to be the top-listed School/college in Midnapore?
Click here to claim your Sponsored Listing.

Telephone

Address

West Midnapore
Midnapore
721101

Other Education Websites in Midnapore (show all)
CRACK JECA CRACK JECA
B/47
Midnapore, 721101

Technology For the Next Generation Technology For the Next Generation
SOUTH INDA, P. O. KHARAPUR DIST: MIDNAPORE
Midnapore

Hi This is created for Online Education of 2D & 3D Design Courses

Midnapore College - Autonomous Midnapore College - Autonomous
Raja Bazar Main Road, Medinipur
Midnapore, 721101

MIDNAPORE COLLEGE (AUTONOMOUS) Affilated to Vidyasagr University Accreditated by NAAC:GRADE-A+ CGPA-