MD ALNUR
।।মোটিভেশন দিয়ে তোমার শুরু হবে।।
প্রত্যেকের জীবনে একটা গল্পঃ আছে
জীবনে চলার পথে একে অপরের খুব প্রয়োজন
কথা গুলো শুনুন,আপনার মনে শান্তি এনে দিবে
স্বপ্নকে বাস্তব করার জন্য কোনো
যাদুমন্ত্র নেই।
সব কিছু নিজের হাতে যাচায় করো, অন্যের কথায় কান দিও না।
জীবন আর সময় হলো পৃথিবীর শ্রেষ্ট শিক্ষক।।
একজন মানুষ যত বড়ো হতে চায়
তত বড়ো হতে পারে
পরে যাওয়া মানে হেরে যাওয়া নয়
তুমি মানুষ কোনো মূর্তি নয়
গীবত থেকে বাঁচার কিছু উপায়।
নিজেকে কখনো ছোটো করে দেখোনা
এই দুটি কাজ ভুলেও কখনও করবেন না
কিছু ত্যাগের পরেই সফলতা
Harry potter
Series
জে কে রাউলিং
ব্যার্থতা থেকে সফলতার ছোট্ট একটা গল্পঃ
আপনার উচিৎ সৃষ্টিকর্তার উপর কৃতজ্ঞ হওয়।
সফলতার অন্যতম সিড়ি
পরিশ্রম করা
আর তাতে দরকার
ধৈর্য ধারণ করা।
বাজে সময় নষ্ট করা বন্ধ করো
বয়ষ যখন ৪০-১০০
"সাফল্য চাইলে সাফল্যকে লক্ষ্য বানিও না;
তুমি যা করতে ভালোবাসো, সেটাই করতে থাকো।
সাফল্য নিজেই ধরা দিবে।
সম্পদ তোমাকে পাহারা দিতে হয়,
কিন্তু জ্ঞান তোমাকে পাহারা দিয়ে রাখে।
একমাত্র নিঃশ্চুপ লোকই তার সফলতা দিয়ে
তাক লাগিয়ে দিতে পারে।
আল্লাহর উপর বিশ্বাস রাখুন।
আপনার ভাগ্য বদলে দিতে
আল্লাহর এক সেকেন্ড সময়ও লাগবে না।
সমস্ত কঠিন আর সমস্যার
মাঝেই লুকিয়ে থাকে,
সেরা সুযোগটি।
তুমি যদি কোনো লোককে জানতে চাও,
তাহলে তাকে প্রথমে ভালোবাসতে শেখো।
যদি স্বপ্ন দেখতে পারো,
তবে তা বাস্তবায়নও করতে পারবে।
শত্রু মরে গেলে আনন্দিত হবার কারণ নেই।
শত্রু সৃষ্টির কারণগুলো এখনও মরেনি।
মাদ্রাসায় পড়ার সৌভাগ্য আমার হয়নি,
কিন্তু আমার সন্তানের হবে.
ইনশাআল্লাহ।
যদি খুব ভালো কিছু করতে না পারো,
তবে ছোটো ছোটো কাজ খুব ভালো করে করো।
অভ্যাসকে জয় করাই
পরম বিজয়।
জিবনে সফল হতে চাইলে
দুটি জিনিস প্রয়োজন,
জেদ আর আত্মবিশ্বাস।
সত্য কথা বলে
শয়তানকে
অপমান করো।
জিবনে উন্নতি করার
গোপন সূত্র হল
কাজ শুরু করা।
সফল হতে চাইলে
তোমার সামনে আসা সব চ্যালেঞ্জ
মোকাবিলা করতে হবে।
চ্যালেঞ্জ বেছে নেওয়ার কোনও সুযোগ নেই।
সত্যের জন্য
সব কিছুকে ত্যাগ করা চলে,
কিন্তু কোনও কিছুর জন্য সত্যকে
বর্জন করা চলে না।
Click here to claim your Sponsored Listing.