Jharnakocha Picnic Spot

Jharnakocha Picnic Spot

Jharnakocha is charming place. It is one of the best Picnic Spot in Purulia

29/12/2021
29/12/2021

মরসুমে কাছেপিঠে পিকনিক বা ছুটি মিললে টুক করে বেরিয়ে পড়া। কিন্তু যাবেন কোথায়? ভরসা সেই ইন্টারনেট বা সরকারি তালিকা। কিন্তু ঘরের কাছে একটা ধানের শীষে শিশির বিন্দুর হদিস সেই তালিকায় মেলার নয়। মেলার নয় বরাবাজারের ঝর্নাকোচার নামও। সেখানে রয়েছে নিভৃত নিসর্গ। পাখির কাকলি আছে। মোটরগাড়ির কাশি নেই। শীতের ঝরা পাতা বিছিয়ে রয়েছে। আলুভাজার ফাঁকা প্ল্যাস্টিকের প্যাকেট নেই। প্রকৃতিকে যাঁরা ভালবাসেন, তাঁদের রুটম্যাপে এই ঝর্নাকোচার নাম তুলতে এ বারে উদ্যোগী হয়েছে প্রশাসন।

বরাবাজার-মানবাজার রাস্তায় সিন্দরি পঞ্চায়েতের ঝর্নাকোচা গ্রাম। পাকা রাস্তায় বিশকুদরা গ্রাম থেকে দূরত্ব প্রায় তিন কিলোমিটার। বিডিও (বরাবাজার) শৌভিক ভট্টাচার্য বলেন, ‘‘প্রাকৃতিক ঝর্না রয়েছে বলেই হয়তো এমন নাম হয়েছে। পাহাড়ের কোল থেকে ওই ঝর্না বেরিয়ে একটা বড় জলাশয় তৈরি করেছে। মানবাজারের দোলাডাঙার মতো এখানেও পিকনিকের যাবতীয় রসদ রয়েছে। প্রচারটাই নেই। অনেকে খবর পেয়ে মাঝে মধ্যে চলে আসেন।’’

Want your business to be the top-listed Travel Agency in Purulia?
Click here to claim your Sponsored Listing.

Website

Address

Jharnakocha
Purulia
723127