We Care foundation

We Care foundation

We work for education, women empowerment, environmental awareness, Forest & Wildlife Conservation

Photos from We Care foundation's post 05/12/2023

আমাদের বহু আকাঙ্খিত দিনটি অবশেষে এলো। ৩০শে নভেম্বর বৃহস্পতিবার আমরা পৌঁছেছিলাম লোহাগর আর পুটুঙ গ্রামে যেখানে অপেক্ষা করেছিল ছোট্ট কচিকাঁচা থেকে বয়স্ক সব্বাই। এই আট থেকে আশির ভিড়ে ছিল না কোনো বিশৃঙ্খলা। সক্কালবেলা চুপচাপ হাসি মুখ গুলি আমাদের জানালো উষ্ণ অভর্থনা। আমরাও প্রতিজ্ঞা বদ্ধ ছিলাম শীতের মরশুমে উষ্ণতার ছোঁয়া দিতে। তাই নতুন শীতবস্ত্র তুলে দেওয়া হলো এক থেকে ১৫ বছর বয়সি বাচ্চাদের হাতে। আর বড়োদের জন্য ছিল তাদের শীত পোশাকের সম্ভার।
ফেরার সময় ক্লান্ত শরীর থাকলেও মন টা ছিল বড্ড ফুরফুরে। চারপাশের প্রকৃতির সৌন্দর্য উপভোগ করতে করতে রবি ঠাকুরের "শেষের কবিতা"র দুটো লাইন মনে খেলে বেড়াচ্ছিলো...
"হে ঐশ্বর্যবান,
তোমারে যা দিয়েছিনু সে তোমারি দান-
গ্রহণ করেছ যত ঋণী তত করেছ আমায়।
হে বন্ধু, বিদায়।"

সবাই কে অনেক অনেক ধন্যবাদ যারা আমাদের পাশে ছিলেন আমাদের কে সাহায্য করেছেন এই কাজ টা করবার জন্য। আসা করবো আগামি তেও আপনারা আমাদের পাশে থাকবেন।

বিশেষ ধন্যবাদ বন বিভাগ ও JFMC কর্মী দের যারা আমাদের সাহায্য করেছে আমাদের পাশে থেকে এবং আগামী দিনে আসা করবো একসাথে আরো ভালো কাজ আমরা করবো।

Special thanks to Samiran Raj, Range Officer panighata

27/09/2023
27/09/2023

দাবদাহ আর বর্ষণের রেশারেষিতেও কাশ ফুল জানান দিচ্ছে মা আসছেন। আসন্ন পুজোর আনন্দে দিন যেমন আমরাও গুনছি, ওরাও সেভাবেই দিন গুনছে। কচি কচি মুখ গুলো অধীর অপেক্ষায়, আমরা কবে যাবো। গত কয়েক বছর ধরে নিয়ম করে আমরা বিভিন্ন চা বাগান আর প্রান্তিক মানুষগুলোর কাছে পৌঁছেছি। তাদের হাতে তুলে দিয়েছি জামাকাপড়, শীত পোশাক, কম্বল।

এবছর ও সেই একই ভাবে আমরা পৌঁছবো ওদের কাছে। কিন্তু এবার শুধু কচি কাঁচাদের আমরা দিতে পারবো। আমাদের সাধ্য খুব কম। সহযোগিতা চাই আপনাদের। প্রত্যেক বার যেমন সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন নির্দ্বিধায়, তেমন ভাবেই। বাচ্চা দের জন্য জামাকাপড় কিনে দিতে পারেন কিংবা সামান্য অর্থ সাহায্য, যার যা মন চায়।

"মোর পাত্র রিক্ত হয় নাই
শূন্যেরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই
উৎকণ্ঠ আমার লাগি, কেহ যদি প্রতিক্ষ্মীয়া থাকে
সেই ধন্য করিবে আমাকে..."

For donation: Google Pay - 9474904461

Want your organization to be the top-listed Non Profit Organization in Siliguri?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

দাবদাহ আর বর্ষণের রেশারেষিতেও কাশ ফুল জানান দিচ্ছে মা আসছেন। আসন্ন পুজোর আনন্দে দিন যেমন আমরাও গুনছি, ওরাও সেভাবেই দিন গ...

Telephone

Website

Address

1no Dabgram Colony, Ward 23
Siliguri
734006