Sayan Sarkar
Quote Writer
Mobile Photographer
Founder & Admin of Siliguri Chitrography
মায়ের আসার অনুভূতি টাই আলাদা ❤️
Siliguri Chitrography
কাটিং চা ☕
একটু হবে নাকি?
পাহাড় + বৃষ্টি = শান্তি
রাজবাড়ী 🏰
Shot On Redmi Note 7 Pro 📸
Siliguri Chitrography
সায়ন সরকার
প্রকৃতির টানে প্রকৃতির কাছে; তোর্সায়
Do you love this 😀❤️?
🖼️ Frame Covered by Kuheli Biswas
তারাও চলে গেলো
যাওয়ার সময় হয়েছে
না গেলে বড্ড জ্বালা!
প্রত্যেকের মনের ভেতর এক অজানা দ্বন্দ্ব
সে কি ভালো নাকি মন্দ?
শুনলাম সে নাকি খুব toxic !
কিন্তু সবাই যে বলে *ছেলেটা* বেশ ভালো
তাহলে কি সে খারাপ?
নাকি আমরা শুধু আমাদের দিক টাই দেখছি,
তার দিক থেকে আমরা কি একবারও ভেবে দেখলাম না ;
দ্বন্দ্বে ডুবিয়ে নিয়ে,শেষ মেষ সব শেষ
সবাই নিলো বিদায়,কেউ ফিরিয়ে তাকালো ও না ।
আসলে একটা ভুল, হাজার ঠিককে ভেঙে চুরমার করে দেয়
মানুষ কখনওই ভালো টা কে দেখে না
খারাপ টা সবার চোখে পরে।
ভালো মানুষের বড্ড অভাব;
পাওয়া যাবে কি কোন এক *কাছের মানুষ* কে?
গুপ্তধনের মত যদি যায় পাওয়া, তাহলে নাহয় খুজেই নেবো
অজানা পারের কোনো এক আস্তানায় !
Raw Shots at Kumartuli siliguri
Paper boat drinks
আজ কুমোরটুলি তে
প্রস্তুতি পর্ব 01
See this teenager boy's hard journey
কঠোর পরিশ্রম করে সাহায্য করছে বাবাকে ❤️
কুর্নিশ জানাই 🙏🙏🙏
বৃষ্টির আমেজে আমিও এক
রোমান্টিসিজমের কবিতা লিখতে বসেছি
মুহূর্তকে মেলাতে চাচ্ছি বৃষ্টির ফোটায়
কবিতা নয় quote এ চলেছি
এক অচেনা কে নিজের বলে মনে হচ্ছে আজ
প্রত্যেকটি কলমের নীল বিন্দুতে ছড়িয়ে আছে কারোর নাম
রপ্ত করে নিতে চাচ্ছি,বিফল হয়ে যাচ্ছে
সিগারেটের ধোয়ায় সব নিষিক্ত
মেঘ ডাকছে,প্রবল তার গর্জন
ঘনিয়ে আসছে কারোর চুলের গন্ধ
মম করছে চারিদিক
সন্নিহিত আবেশে ডায়ারির পাতা....
বাকি টা না হয় অপ্রকাশিত থাক
Jitna bhi tum resturant or cafe main khalo,
Street food ki baat hii kuch aur hai👀💗
©️ Sayan Sarkar
যদি একবার
হারিয়ে যেতে পারতাম
ফিরতে না পারার দেশে...
তুমি আমায় যতটা খারাপ ভাবো
আমি ততটা খারাপ ও নই...
Christmas এ শিলিগুড়ির লাইট হাউস
Siliguri Chitrography
শেষের পর্বে শিলিগুড়ি কুমোরটুলি ❤️
শিলিগুড়ি কুমোরটুলি তে ❤️
তুমি কি আসবে ফিরে
কলেজ মাঠের পাশে
বসবো দুজন ঘাসের মাঝে
উড়ে যাবে পাখিগুলো
ডানা ঝাপটে ঝাপটে
মাটির ভাঁড়ের চায়ের প্রলাপে
জমিয়ে নেবো দুজনায় !
কখনো ধূসর মেঘ দেখেছো?
বা শীতলতায় থাকা উষ্ণ চাহনির স্রোত?
মিশেছ কখনও ধূলিকণায়?
নাকি জ্যোৎস্নার আলোয় নিজেকে জুরিয়েছ !
রবীন্দ্রসংগীতে ডুবেছ?
নাকি বিদ্রোহের কবিতায় জ্বালিয়েছো আগুন !
কখনো অন্যকে ভেঙে পড়তে দেখেছো
নাকি নিজে জ্বলে পুড়ে ছাই হয়ে গেছো !
দু মুঠো শান্তি পেয়েছো
নাকি অর্থের নেশায় শান্তি কে হারিয়েছো
বিবেক কখনো হারিও না, আবেগ কিন্তু বেশিদিন থাকে না
আবেগ আমাদের ভাঙতে শেখায়,বিবেক সেটা ফিরিয়ে আনে,তাই আবেগ ছেড়ে বিবেক কে দেখো,মোহ এর কাছে আর মায়া থাকবে না
চিবুক কেটে জুড়িয়ে নেয় কাগজের ফুল গুলো🌸
Calligraphy by :: Sayan Sarkar
Empty Baghajatin Park 🙂
📸 Sayan Sarkar
সারাজীবন অপেক্ষারত রয়ে গেলাম,
আজও অপেক্ষারত...
আমরা প্রত্যেকেই পছন্দ কাউকে একে রাখি
আর তাকে খুজে পাওয়ার আশা নিয়ে থাকি
তাই আমরা তা বুঝিয়ে প্রকাশ করতে পারিনা
যে কেনো আমরা ভালোবাসি,
আমরা তাকেই ভালোবাসি
যাকে আমরা মন থেকে চাই
কারণ ভালো লাগে অনেককেই,
কিন্তু সেই অনেককে কোনোদিন ভালোবাসতে পারিনা
তাই আজও সেই একজনের অপেক্ষায় অপেক্ষারত
হ্যাঁ ! অপেক্ষারত তার খোজে
খুঁজে বেড়াই তাকে যেদিকে আমি খুজে বেড়াই
অপেক্ষা এত সহজে কাছে আসেনা
অপেক্ষা অপেক্ষার পরই আসে...
কিন্তু সেই অপেক্ষা কি ফিরে আসবে আদৌ?
Nature 🍃🍁🍂🌿
চা বলতে
Siliguri বইমেলা 2021 📘
আদি বাড়ি ❤️
আজ শিলিগুড়ি বইমেলা প্রাঙ্গণে 📘
ফ্রেম কভার -
“Architecture should speak of its time and place, but yearn for timelessness” - Frank Gehry.
"The only way of catching a train I have ever discovered is to miss the train before." — G.K. Chesterton
স্বপ্নের ফেরিওয়ালা 🌿🌱
Instagram.com/isayanstagram
বকুল ফুল 💮🌼
ফ্রেমে Chaudhuri
Today's photoshoot(Mobile) 📸
In frame - Riyanka Ghosh
Lights in Focus ❤️🔥
Click here to claim your Sponsored Listing.
Category
Address
734006
Sreema Sarani, Haider Para
Siliguri, 734006
Wedding Photography by *Subha Lagna* Bookings are open for the session 2024