Sitalkuchi Voice

Sitalkuchi Voice

অন্যায়ের বিরুদ্ধে সর্বদা

15/02/2024

কুচবিহার

Photos from Sitalkuchi Voice's post 15/02/2024

সন্দেশখালির মা বোনদের উপর পাশবিক নির্যাতন ও অত্যাচারের বিরুদ্ধে এবং বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার মহাশয়ের ওপর মমতা পুলিশের আক্রমনের প্রতিবাদে কুচবিহার জেলা বিজেপি ডাকে এসপি অফিস ঘেরাও কর্মসূচি

12/01/2024

রাম মন্দিরে বসানো হল দৈর্ঘ্যে ১২ ফুট, প্রস্থে ৮ ফুট সোনার প্রবেশদ্বার।

12/01/2024

সুপ্রিম কোর্টের নির্দেশে বড় ধাক্কা রাজ্য সরকারের। আগামী ২২ জানুয়ারি জলপাইগুড়ি সার্কিট বেঞ্চে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের বিরুদ্ধে আইনি মামলার শুনানি পর্যন্ত রাজ্য সরকারের পুলিশ তার বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে পারবে না।

09/01/2024

মমতার অনুপ্রেরণায় আমজনতাকে বঞ্চিত করে শাহজাহানরা গড়েছে তাদের সাম্রাজ্য!

05/01/2024
08/12/2023

ব্যাপার টা কি?? কোন্দল ভুলে কোচবিহারে সব নেতা এক সাথে

03/12/2023

দেশে একটাই গ্যারান্টি চলে,
মোদীজির গ্যারান্টি।।

15/11/2023

নিজের মামার মে, চাচা , পিসি, মাসীর মেয়েকে বিয়ে করা আবাল দের ভাই ফোটার সুভনান্দন

09/11/2023

হক নয় ন্যায় বলুন, ইনসাফ নয় সুবিচার বলুন, কম্যুনিস্টদের বাংলা ভাষাকে আরবি-ফারসিকরন বন্ধ করুন।

07/11/2023

10 জানুয়ারি 2023, ভারত-শ্রীলঙ্কা প্রথম ওডিআই ম্যাচে শ্রীলঙ্কাকে 374 রানের লক্ষ্যমাত্রা দিয়েছিল ভারত। রান তারা করতে নেমে শ্রীলঙ্কা 8 উইকেট হারিয়ে 306 রান করেছিল এবং তারা 67 রানে ম্যাচটি হেরে যাই।
ওই ম্যাচে শ্রীলঙ্কার ইনিংসের শেষ ওভারে দাসুণ শানাকা যখন 98* রানে ব্যাটিং করছিল সেই সময় শামি নন স্ট্রাইকার এন্ডে তাকে আউট করতে চেয়ে আবেদন করেছিল, কিন্তু অধিনায়ক রোহিত শর্মা সেই আবেদন তুলে নিয়েছিলেন।
পরে ম্যাচ শেষে রোহিত শর্মা বলেছিলেন, "আমি জানতামই না যে শামি ওকে আউট করেছে, সে 98 রানে ব্যাটিং করছিল এবং খুব ভালো খেলছিল। আমরা তাকে এইভাবে আউট করতে পারি না। "

এবং তারপর শানাকা তার শতরান পূর্ণ করেছিল। ক্রিকেটের নিয়মে সেটা আউট হলেও মনুষ্যত্বের দিক থেকে কিছুটা হলেও খটকা লাগবে এমন ভাবে কাউকে আউট করলে। 💙🙂
Rohit Sharma

05/11/2023

শীতলকুচির গাদোপোতা এলাকায় নিখোঁজ মহিলার 5 দিন পর মৃতদেহ উদ্ধার বাঁশ বাগান থেকে

30/10/2023

আপনারা কি জানেন দেশকে বিশ্বকাপে পর পর দুই গুরুত্বপূর্ণ ম্যাচ জেতানোর মূল কাণ্ডারী মহঃ শামী, তার নিজের দেশের "সো কল্ড সাম্যবাদী" আইনি ব্যবস্থার চোখে একজন "জামিনে ছাড়া পাওয়া বধু নির্যাতনে অভিযুক্ত আসামী"!!

আজ্ঞে হ্যাঁ।

একদম ঠিকই পড়েছেন। মহঃ শামী বর্তমানে একজন অভিযুক্ত আসামী। এই সেদিন বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে শেষ প্রস্তুতি ম্যাচটায় না খেলে শামীকে সারাদিম আমাদের কোলকাতার আলিপুর আদালতে কাটাতে হয়েছিল জামিন পাওয়ার জন্য। দীর্ঘদিন সেপারেটেড হাসিনা জাহানের হঠাৎ করে মনে হয়েছিলো তার দ্বিতীয় পক্ষের স্বামীর নামে বধু নির্যাতনের অভিযোগ করবেন। যেমন ইচ্ছা তেমন কাজ। আমাদের দেশের বিশ্বের সবচেয়ে বায়াসড বিচার ব্যবস্থা সেই অধিকার দিয়েছে মহিলা নাগরিকদের। যদিও স্ত্রীর বিরুদ্ধে সামান্যতমও অধিকার নেই কোনো পুরুষের অভিযোগ করার, তা সে যতই হাসিনা জাহান কিংবা আয়েষা মুখার্জির মতন মানসিক নির্যাতন করুক না কেনো!!

মহঃ শামীকে এত কেনো ভালো লাগে জানেন?? এত কিছুর পরেও জীবনের প্রতিটি দিন লড়াই করেন। একবার এক সাক্ষাৎকারে বলেছিলেন "একবার ভেবেছিলাম সুইসাইড করে নিই", কিন্তু তার নাম যে মহঃ শামী। একের পর এক লেজেন্ডারি ব্যাটারদের স্ট্যাম্প ওড়ানো শামী অত সহজে হেরে গিয়ে প্রতিবছর ৮৪ হাজার হেরে যাওয়া ভারতীয় পুরুষদের মতন হারিয়ে গেলে আমাদের দেশ অনেক ম্যাচই জিততো না।

বিশ্বাস করুন, মহঃ শামীর জন্য স্টেডিয়ামে কোনো অনুষ্কা শর্মা কিংবা রিত্বীকা সেজদা অথবা সারা টেন্ডুলকার অপেক্ষায় থাকে না, কেউ ছুঁড়ে দেয় না ফ্লাইং কিস গ্যালারি থেকে, তবুও যখনই সুযোগ পান বর্তমান প্রজন্মের ফাস্ট বোলিং এর এক ক্লাসিকাল মিউজিক গেয়ে যান। নিজেকে উজাড় করে দেন দেশের সাফল্যের জন্য।

ও হ্যাঁ, একটা কথা বলে লেখা শেষ করি, হাসিনা জাহান তার নতুন প্রেমিকের সাথে স্টে করতে করতে শামীর সাফল্য দেখে উল্লাসিত হয়ে পোস্ট করে বলেছেন "শামী যত ভালো খেলবে, আমার ততো ভালো। কারন ও যত বেশী ইনকাম করবে, কোর্ট আমাকে ততো বেশী টাকা দেবে"!!

হ্যাঁ, নির্লজ্জতা, কিংবা রাখ-ঢাক না রেখে এই সত্যি কথাই বলেছেন (স্ক্রিনশট কমেন্ট বক্সে) হাসিনা জাহান!! আসলে বলার সাহস দিয়েছে আমাদের দেশের আইন, কারন -

কোনো স্ত্রীর অকেশানাল এডেল্টারীর জন্য তার হাসবেন্ডকে খোরপোশ দেওয়া থেকে মুক্তি দেওয়া হয় না। স্ত্রী অকেশানালা এড্যাল্টারী করলেও খোরপোশ দিতে বাধ্য স্বামী। একমাত্র যদি লিভিং এডল্টারি করে তখন অনলি কোর্ট ভেবে দেখতে পারে। 🙃🙃🙃🙃

27/10/2023

জেসিপি দিয়ে প্রতিমা বিসর্জনের পরিপ্রেক্ষিতে কিছুকথা খুব জানতে ইচ্ছে করে ----
১)চার দিন ধরে ষোড়শোপাচারে তন মন ধন দিয়ে পুজো করার পর সেই মাতৃ মূর্তিকে জেসিপি দিয়ে টেনে হিচড়ে ফেলে দেওয়ার কুদৃশ্য কেন মাথাভাঙ্গাবাসীকে সহ্য করতে হবে? এর দায় কার?
২)মাননীয় বিধায়ক, আপনি যে দলের প্রতিনিধিত্ব করেন সে দলের পরমারাধ্য শ্রীরামচন্দ্র। আর রামচন্দ্রের জন্যই 'অকালবোধন'। আপনার বিধানসভা ক্ষেত্রের সুটুঙ্গা নদীর ঘাটের বিজয়া দশমীতে এই অসুন্দরের আয়োজনে আপনার প্রতিক্রিয়া কিরূপ??
৩) এই কুৎসিত ঘটনার দায় দায়িত্ব ও অপারগতায় পৌরসভার ভূমিকা কতটা?
৪)মাথাভাঙ্গার সমস্ত চিত্রশিল্পী, সাহিত্যিক, গায়ক ও সমস্ত বুদ্ধিজীবীদের কাছে জানতে চাইছি (ধর্মীয় বিশ্বাস ছেড়ে দিন) কুমোরদের তিল তিল করে গরে তোলা অসম্ভব সুন্দর এই শিল্পসৃষ্টিগুলোর এই হতাশাজনক পরিণতি কি মেনে নেওয়া যায়?
৫)মুজনাই পারলো, ইচ্ছামতী পারলো, সুটুঙ্গা পারলো না। আইন মানুষের জন্য না মানুষ আইনের জন্য??
স্বাস্থ্যকর ও সুন্দর ঐতিহ্য ধরে রাখতে প্রশাসনের বিকল্প ভাবনা কি এতই অসম্ভব ছিল?
(তবে কি ধরে নেব যোগ্য প্রশাসকের অভাব, তা সে এডমিনিস্ট্রেশন হোক বা সিভিল অ্যাডমিনিস্ট্রেশন, অথবা দুইয়ের মধ্যে কোঅর্ডিনেশন।)
৬) লাস্ট বাট নট দ্যা লিস্ট, মাথাভাঙ্গার জনগণ কি এতটাই অনিয়ন্ত্রিত, আইনভঙ্গকারী ও অশান্ত যে কিছুতেই সব দিক ঠিক রেখে (পরিবেশও আবেগ) বিজয়া দশমীর হৃত গৌরব ফিরিয়ে আনা যায় না!

আমি আমার পরিপূর্ণ অশ্রদ্ধা জানালাম কর্তৃপক্ষকে।আর শেষে বিজয়া দশমীর এই আনন্দঘন মুহূর্তেও খুব দুঃখ নিয়ে বলি ---
"ক্ষমিতে পারিলাম না, ক্ষম হে মম দীনতা... "

24/10/2023

বিশ্বের সবচেয়ে অকৃতজ্ঞ দেশ

নিজেদের সঠিক পরিচয়ের বহিঃপ্রকাশ। জন্মদাতার জন্ম পাকিস্তানে হলে, এটাই হয়, বাংলাদেশ প্রমাণ করছে। ১৯৭১ সালে ভারতীয় সেনাদের রক্তের বিনিময়ে, ভারতের সম্পূর্ণ সাহায্যে তৈরী হয়েছিল বাংলাদেশ নামক স্বাধীন রাষ্ট্র। আর মধ্যপ্রাচ্যের দেশ হিসেবে, ইজরায়েল প্রথম বাংলাদেশ নামক রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েছিল। সেজন্যেই ওরা আজ মিছিল করছে, শ্লোগান দিচ্ছে, ইজরায়েল-ভারত নিপাত যাক।

হামাস ইজরায়েলে ঢুকে সাধারণ মানুষ মারলে, এরা জান্তব উল্লাস প্রকাশ করে। সারাদিন ভারতের সমালোচনা ছাড়া, কোন কাজ নেই এদের। উপকারীর বিরুদ্ধে শত্রুতা করাটাই, অনেকের মজ্জাগত সংস্কার। বাংলাদেশ তার প্রকৃত উদাহরণ।

শুধু যদি ইজরায়েলের বিরুদ্ধে বলত, তাও ঠিক ছিল। সঙ্গে ভারতকেও টানছে। এদের শুধু তিস্তার জল নয়, সবরকমের সাহায্য বন্ধ করা করে দেওয়া উচিত। তবে এদের শিক্ষা হবে। আর যারা সবসময় এই দেশটার প্রতি, এখনও আবেগে আদেখলামি করেন, তাদের জন্য করুণা হয়। শুধু ভাষা এক বলে, এদের দয়া দেখানোর সময় গেছে।

যেভাবে সারাদিন ভারতের বিরুদ্ধে বলে যায়, আর সারাবছর সংখ্যালঘু হিন্দুদের আজও অত্যাচার করে চলেছে, তাতে এদের এবার উচিত শিক্ষা দেবার সময় এসেছে.. 'নাতি' বলে আসকারা দেবার দিন শেষ।

©...... Manab Guha

23/10/2023

এই পুজোয় যদি দেখেন কেউ অর্ধনগ্ন হয়ে ঘুরছে তাহলে বুঝে নিবেন অর্ধনগ্ন হয়ে ঘুরছে আপনাকে দেখাতে নয়, হতে পারে বাবার অর্ধনগ্ন দেখতে ভালো লাগে সেই কারনেই ওই সব পোশাক কিনে দিয়েছে.......

কারও যদি এই পোস্ট দেখে ফাটে তাতে আমার কিছু আসে যায় না😂

23/10/2023

পুজোতে এমন সব ড্রেস পরছে, শালা বুঝতেই পারছি না ঠাকুর দেখতে যাচ্ছে নাকি নাইট ক্লাবে যাচ্ছে....

জানি পোশাক নিয়ে কথা বলার অধিকার আমার নেই তাও বলছি অর্ধ উলঙ্গ হয়ে পুজো মন্ডপে ঢুকতে লজ্জা করে না?

22/10/2023

ধর্ম না মানা ধর্ম বিরোধী পূজা বিরোধী দলের বুড়ো ভাম রা বই বিক্রি করছে দূর্গা পূজায়, ।

15/10/2023

পুজোয় কলকাতা পুলিশের সিভিক বোনাস পাবে পাঁচ হাজার তিনশত টাকা করে, আর বাকি রাজ্যে কর্মরত সিভিক পাবে দু'হাজার টাকা করে। এটা কেমন বিচার?
দক্ষিণ কলকাতা কেন্দ্রিক প্রশাসন এতটা এক চোখা, এত পক্ষপাতদুষ্ট?

কলকাতা পুলিশের সিভিক ভলান্টিয়ার পাঁচ হাজার তিনশত টাকা করে বোনাস পেতেই পারেন, এতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু রাজ্যের সমস্ত সিভিক ভলান্টিয়াররাই যেন সমান অঙ্কের বোনাস পান, কোনো বৈষম্য চলবে না।

Photos from Sitalkuchi Voice's post 15/10/2023

এই ছবি দেখে যাদের জ্বলছে জ্বলতে দিন

13/10/2023

9830510000
+919434145333
ডাবল ডাবল চাকরি পেতে ফোন করুন

11/10/2023

এইডা কে

11/10/2023

পূজার মুখে নিজেদের জমানো " সারদার " টাকা ফেরৎ পেতে এই নং কল করুণ 9836158214
ছিনাল ঘোষ।😁

05/10/2023

🔴 BIG BREAKING NEWS 🔴
রাজ্যজুড়ে ১২টি জায়গায় একাধিক পুরসভার চেয়ারম্যান ও পুর আধিকারিকদের বাড়িতেও চলছে ED তল্লাশি। সাতসকালে মাইকেল নগরে খাদ্যমন্ত্রী রথীন ঘোষের বাড়িতে চলছে তল্লাশি। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের রাজভবন অভিযানের দিনই খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডি!

04/10/2023

গুজরাটের স্ট্যাচু অফ ইউনিটি সর্দার বল্লভভাই প্যাটেলের সামনে বিশ্বকাপের ট্রফি।🇮🇳🧡🇮🇳

অসাধারণ দৃশ্য .!!

Want your public figure to be the top-listed Public Figure in Sitalkuchi?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

কুচবিহার
Joy sri ram
#TMC #Bhaipo #pisi Babul Supriyo
#TMC#abhisek#viralvideo #JoyBangla
#TMCP
শীতল কুচি কলেজের ঘটনা
মাথাভাঙ্গা বিধানসভা২১৪ নং বুথ।হাজরা হাট ১ নং গ্রাম পঞ্চায়েত
Joy bangla
আজকে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কে সামনে রেখে শীতলকুচী বিধানসভার 5নং মন্ডলের গোসাইরহাটে এক বিরাট মিছিল । উপস্থিত ...
@Shankar GhoshM.L.A., Siliguri & Joint Secretary of B.J.P. West Bengal

Category

Website

Address

Sitalkuchi
COOCHBEHAR