Bangla One News

Bangla One News

unit of Ebong Shabdo Prakashani

এবং শব্দ প্রকাশনীর বার্ষিক মিলন উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান 19/01/2022

এবং শব্দ প্রকাশনীর বার্ষিক মিলন উৎসব ও বই প্রকাশ অনুষ্ঠান সম্প্রতি কলকাতার তপন থিয়েটার অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়ে গেল এবং শব্দ প্রকাশনী আ...

11/12/2021

আনন্দের সাথে জানানো হচ্ছে যে, আমরা বিচারকদের বিচার বিবেচনা দ্বারা সেরা ২৫ জন থেকে সেরা ১০ জনকে মনোনীত করা হল।

সেরা ৩-এ নাম ঘোষণা করা হবে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে। সেই অনুষ্ঠানে সকলকে আমন্ত্রণ জানানো হবে।

সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সাথে থাকুন। সাবধানে থাকুন।

ধন্যবাদ
বাংলা ওয়ান টিম

#সেরা ১০ 👇
Sania Mondal
Baishaly Saha
Payel Maity & Rahul Dalui
Manami Ghosh
Avijit Chakraborty
Dipanwita Ghosh
Anindita Roy Chowdhury
Ranadhir Biswas
Chandra Ghoshal
Santoshi Barik

04/11/2021

আনন্দের সাথে জানানো হচ্ছে যে, আমরা অসংখ্য সেলফি ও প্রশ্নের মধ্যে থেকে বিচারকদের বিচার বিবেচনা দ্বারা সেরা ২৫ জনকে মনোনীত করা হল। সকলকে অভিনন্দন ও শুভেচ্ছা।
সাথে থাকুন। সাবধানে থাকুন।

ধন্যবাদ
বাংলা ওয়ান নিউজ টিম

#সেরা ২৫ 👇
Jhumpa Chowdhury, Chandra Ghoshal, Punam Chatterjee, Tasneem Sultana (Sangita), Sania Mondal, Susmita Mitra, Avijit Chakraborty, Tithi Nandi, Anindita Roy Chowdhury, Shraboni Bacher, Labani Dhar, Monochita Debnath, Manami Ghosh, Saprativ Banerjee, Piyali Patra, Sangita Mukherjee, Baishaly Saha, Ranadhir Biswas, Dipannita-Sounak, Dipanwita Ghosh, Sayani Sinha, Payel-Rahul, Santoshi Barik, Sampita Biswas, Priyanka Belundi Sen

15/10/2021

সকলকে জানাই শুভ বিজয়ার আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। সকলের সারাটা বছর ভালো কাটুক।

Photos from Bangla One News's post 15/10/2021

প্রচুর ছবি পাচ্ছি... আর ছবি চাই...
অনেকে অনুরোধ করার জন্য সময় আর দুই দিন বাড়ান হল। অর্থাৎ শনি ও রবিবার (১৭-১০-২১) রাত বারোটার পর্যন্ত।

বি.দ্র. অনেকে পুজোর কাজে ব্যস্ত থাকার জন্য এবং ঘুরতে যাওয়ার কারণে ছবি পাঠাতে পারছে না, সেই কারণে এই দুদিন সময় বাড়ানো হলো।

12/10/2021

বাংলা ওয়ান নিউজ নিবেদিত এবার পুজোয় সেলফি কনটেস্ট ২০২১
"সেরা সেলফি সেরা সম্মান" এর Judge's Panel প্রকাশ করা হলো।
=================================
বিস্তারিত জানতে চোখ রাখুন
https://www.facebook.com/info.bonews
https://profile.dailyhunt.in/infobonews
Whatsapp no. 9647072505
=================================
আমাদের সাথে রয়েছে...

Travel Partner - FB Travel Group
DIGANTA PERIYE...Let's Travel Over the Boundaries
https://www.facebook.com/groups/2112316392402716

Fashion Partner
NOKKICHARA

Associate Partner
EBONG SHABDO PRAKASHANI
https://www.facebook.com/ebongshabdo

Associate Partner
R.S. & ASSOCIATES
https://www.facebook.com/to.rsassociates

পুজোয় সেলফি কনটেস্ট ২০২১ "সেরা সেলফি সেরা সম্মান" - Bangla One News | DailyHunt 12/10/2021

http://dhunt.in/n1GvZ

পুজোয় সেলফি কনটেস্ট ২০২১ "সেরা সেলফি সেরা সম্মান" - Bangla One News | DailyHunt শুরু হয়ে গেছে বাংলা ওয়ান নিউজ নিবেদিত এবার পুজোয় সেলফি কনটেস্ট ২০২১ "সেরা সেলফি সেরা সম্মান"। তোমার চোখে পুজো...

07/10/2021

মন্তেশ্বরের এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ, স্বামীকে গ্রেপ্তার করে পুলিশ

মন্তেশ্বর: চলতি মাসের ৩ তারিখ মন্তেশ্বরের ব্লকে মামুদপুর এক নম্বর গ্রাম পঞ্চায়েতে পুরুনিয়া এলাকার এক আদিবাসী মহিলাকে গণধর্ষণ -এর অভিযোগ ওঠে। বুধবার আদিবাসীদের চারটি সংগঠন একত্রিত হয়ে মন্তেশ্বর থানায় বিষয়টি নিয়ে প্রতিবাদ জানায়। বিক্ষোভ দেখায়। পাশাপাশি মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিকদের সাথেও কথা বলেন আদিবাসীদের এই চারটি সংগঠনের নেতৃত্ব। অবিলম্বে অভিযুক্তদের চিহ্নিত করে উপযুক্ত শাস্তির ব্যবস্থা করতে হবে এই দাবি নিয়েই এদিন তাঁরা প্রতিবাদ জানান। মন্তেশ্বর থানার পুলিশ আধিকারিকরা তাদের আশ্বস্ত করলে বিক্ষোভ কর্মসূচি তুলে নেন।

উল্লেখ্য এই ঘটনায় মন্তেশ্বর থানার পুলিশ নির্যাতিতার স্বামীকে গ্রেপ্তার করে। বুধবার তাকে কালনা মহকুমা আদালতে পাঠানো হয়।

06/10/2021

বাংলা ওয়ান নিউজ নিবেদিত
এবার পুজোয় সেলফি কনটেস্ট ২০২১
"সেরা সেলফি সেরা সম্মান"
তোমার চোখে পুজো?

-: নিয়মাবলী :-
১. দুটির বেশি সেলফি পাঠাবেন না।
২. যেকোনো পূজামণ্ডপ বা প্রতিমার সামনে সেলফি তুলে পাঠাতে হবে।
৩. সেলফির সাথে আপনার নিজের পুরো নাম, ঠিকানা এবং ফোন নম্বর অবশ্যই উল্লেখ করতে হবে।
৪. ওপরে দেওয়া প্রশ্নের উত্তর অতিসংক্ষিপ্ত ভাবে লিখে পাঠাতে হবে।
৫. সেলফি পাঠাতে হবে ষষ্ঠী থেকে দশমীর রাত বারোটার মধ্যে তারপরে পাঠালে তা গ্রহণ করা হবে না।
৬. নিচে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে সমস্ত কিছু পাঠাতে হবে অন্যথায় গ্রহণ করা হবে না।
৭. বিচারকদের সিদ্ধান্তই গ্রহণযোগ্য হবে।

আমাদের তরফ থেকে থাকছে বিশেষ পুরস্কার

বিস্তারিত জানতে চোখ রাখুন
https://www.facebook.com/info.bonews
https://profile.dailyhunt.in/infobonews
Whatsapp no. 9647072505

আমাদের সাথে রয়েছে...

Travel Partner
DIGANTA PERIYE...Let's Travel Over the Boundaries
https://www.facebook.com/groups/2112316392402716

Fashion Partner
NOKKICHARA

Associate Partner
EBONG SHABDO PRAKASHANI
https://www.facebook.com/ebongshabdo

Associate Partner
R.S. & ASSOCIATES
https://www.facebook.com/to.rsassociates

Bangla One News unit of Ebong Shabdo Prakashani

05/10/2021

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল কলকাতা পৌরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

05/10/2021

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল কলকাতা পৌরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

কলকাতা: আজ সকাল ১০টা ৩০মিনিট নাগাদ পথ অবরোধে নামে কলকাতা পৌরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের ভূকৈলাশ এর বাসিন্দারা। গার্ডেনরিচ সার্কুলার রোডের ওপর সিগারেট কলের কাছে এলাকার বাসিন্দারা ধর্না দেন রাস্তা আটকে। এর ফলে যান চলাচল বিঘ্ন ঘটে এবং গাড়ি বাস ঘুরিয়ে নিতে বাধ্য হয়।

বাসিন্দাদের অভিযোগ প্রায় এক বছর ধরে তাদের এই পানীয় জলের অভাব। বারবার এলাকার কাউন্সিলর রাম প্যায়ারে রাম মহাশয় কে চিঠি দিয়ে বিষয়টি জানালেও কোন কাজ হয়নি। এছাড়া লকডাউনের পর থেকে কাউন্সিলর ওখানের অফিসে আসেন না এর ফলে বাসিন্দাদের খোভ বেড়েছে আর। এক বাসিন্দা শশীকান্ত গুপ্তা জানান, এই সমস্যা চলতে থাকছে যখন বলতে যাওয়া হয় তখনই বলা হয় ইঞ্জিনিয়ার আসবে ১০-১৫ দিনে হয়ে যাবে কিন্তু তা এক পুজো থেকে আরেক পুজো চলে এল কিন্তু এখনো হয় নি।

বাসিন্দাদের কথায় জানা যায়, প্রতিদিন ১-২ গাড়ি করে পানীয় জল দিলেও তা পর্যাপ্ত নয়। সামনে পুজো ও নবরাত্রি আসছে ফলে পানীয় জলের দরকার খুবই। যখন মুসলমানদের পরব ও ঈদ থাকে তখন পানীয় জলের অভাব হয় না।

05/10/2021

তুলতুল পেলেন মহাত্মাগান্ধী পিস এ্যাওয়ার্ড

বাংলাদেশ: র্বতমান সময়ের লেখকদের মধ্যে আলোকিত ও জনপ্রিয় নাম শাম্মী তুলতুল। লেখালেখির মাধম্যে অবদান রাখায় পেয়েছেন বেশ কিছু পুরস্কার ও সম্মাননা। এবার ২রা অক্টোবর গান্ধীর জন্মদিনে পেয়েছেন সাহিত্যে মহাত্মা গান্ধী পিস এ্যাওয়ার্ড। মহাত্মা গান্ধী গবেষণা পরিষদ তার এই নাম ঘোষণা করেন। বিকেল ৪টায় শিশু কল্যাণ পরিষদ,(২২/১ তোপখানা রোড ) সেমিনার হলে অনুষ্ঠানটি উনুষ্ঠিত হয়। এখানে প্রধান অতিথি ছিলেন প্রফেসর ড. নাজমুল আহসান কলিমুল্লাহ চেয়ারম্যান জনিপপ সাবেক ভিসি রোকেয়া বিশ্ববিদ্যালয়, উদ্বোধক সারোয়ার ওয়াদুদ চৌধুরী, বঙ্গবন্ধু গবেষক ও পিস ফোরামের চেয়ারম্যান। প্রধান বক্তা ডা. উত্তম কুমার বড়ুয়া - সভাপতি বঙ্গবন্ধু গবেষণা সংসদ এবং অন্যান্য অতিথি বৃন্দ।

এমন পুরস্কার পাওয়ার পর অনুভূতি প্রকাশ করতে গিয়ে তুলতুল বলেন, গান্ধীজী ছিলেন দেশপ্রেমিক, অসাম্প্রদায়িক আদর্শবান নেতা। উনার জীবনী পড়লে দেশপ্রেম এর এক জলন্ত উদাহরণ আপনি পরতে পরতে দেখতে পাবেন। উনার জন্মদিনে উনার নামে পাওয়া এ্যাওয়ার্ড আমার কাছে অনন্য। বলার ভাষা নেই। আর তাছাড়া আমার পরিবার মুক্তিযোদ্ধা পরিবার, চেষ্টা করি নিজ লিখার মাধ্যমে মানব সেবা করে যেতে। আর যত বার এ্যাওয়ার্ড পাই আম্মুর জন্য অঝোরে কাঁদি। আমার মা থাকেন ওই আকাশে। মা আমাকে নিয়ে খুব চিন্তা করতেন পড়াশোনা করতে চাইতাম না বলে। তাই বলতে ইচ্ছে করে দেখো তোমার পড়ালিখায় ফাঁকিবাজ মেয়েটির কাজের মূল্যায়ন কোথায় কোথায় ছড়িয়ে যাচ্ছে।

শাম্মী তুলতুল একাধারে লেখক, ঔপন্যাসিক, শিশুসাহিত্যিক, আবৃত্তিশিল্পী, ব্র্যান্ড এম্বাসেডর পাঠাগার আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ বেতার চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান পরিচালক, নাটক রচয়িতা ও দাবা খেলোয়াড় হিসেবেও তিনি পরিচিত। মুক্তিযুদ্ধের উপন্যাস চোরাবালির বাসিন্দা, বাল্যবিবাহের ওপর লিখিত উপন্যাস পদ্মবু, এইডসের ওপর লিখিত প্রেমের উপন্যাস মনজুয়াড়ি, ঐতিহাসিক উপন্যাস একজন কুদ্দুস ও কবি নজরুল, ছোটোদের বই নানটুঁ ঝান্টূর বক্স রহস্য, গণিত মামার চামচ রহস্য, পিঁপড়ে ও হাতির যুদ্ধ, কচ্ছপ রাজার রাজপ্রাসাদ, টুনটুনির পাখিস্কুল, চাঁদে বেড়ানোর পাসপোর্ট এই বইগুলো তাকে নিয়ে গেছে সফলতার শীর্ষে। জায়গা করে নিয়েছে সে পাঠক হৃদয়ে। শিশু-বয়স থেকেই তুলতুল জাতীয় পত্রিকা ও দেশের বাইরের সকল পত্রিকায় লিখালিখি করে যাচ্ছেন।বর্তমানে বেস্ট সেলার তালিকায় তার নাম অন্তর্ভুক্ত। ভারত-বাংলাদশ দুই বাংলার জনপ্রিয় লেখকও তিনি। প্রকাশিত বইয়ের সংখ্যা ১৫ টি।

Bangla One News (@info.bonews) • Instagram photos and videos 03/10/2021

www.instagram.com/info.bonews

Bangla One News (@info.bonews) • Instagram photos and videos 28 Followers, 0 Following, 13 Posts - See Instagram photos and videos from Bangla One News (.bonews)

03/10/2021

শাহরুখ পুত্র আরিয়ান আটক মাদককাণ্ডে, তদন্ত শুরু করল এনসিবি

এবার মুম্বই ক্রুজ কাণ্ডে শাহরুখ পুত্র আরিয়ান আটক হয়েছেন বলে খবর। এরপর বড়সড় সংকট নেমে এল শাহরুখের পরিবারে। নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর তরফে অভিযান চালিয়ে সেখান থেকে আটক করা হয়েছে বলে জানা গিয়েছে। অন্তত পক্ষে ৮ থেকে ১০ জনকে আটক করা হয়েছে এই ঘটনায়। এই পার্টিতে পুরুষ ও মহিলারা আলাদা আলাদাভাবে লুকিয়ে মাদক নিয়ে গিয়েছিলেন। তারকা পুত্র সেখানে কেবলই অতিথি হিসাবে আমন্ত্রিত ছিলেন এমনই দাবি সূত্রের। তবে শাহরুখ পুত্র আরিয়ানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গিয়েছে। ওই পার্টিতে যাঁরা এসেছিলেন, তাঁদের মধ্যে ২ তরুণী আটক হয়েছেন। আটকদের অনেকেরই পরিবার মুম্বইয়ের প্রধান ব্যক্তিত্বদের সঙ্গে জড়িত বলে জানা যায়। পার্টিতে আসা পুরুষদের শার্ট ও প্যান্টের সেলাইতে এই মাদকগুলি রাখা ছিল বলে জানা যায়।

এদিকে, আরিয়ানকে আটক করার খবরে কার্যত তোলপাড় শুরু হয়ে গিয়েছে বলিউডে। শাহরুখ পুত্র ছাড়াও আরও ৭ জনকে জেরা করে চলেছেন এনসিবি কর্তারা। জানা গিয়েছে ,পার্টিতে যে মহিলারা এসেছিলেন সেখানে তাঁদের পার্সের লক-এ বিশেষভাবে এই মাদক রাখা ছিল।

সামান্য যাত্রীর ছন্দবেশ ধরে ওই ক্রুজে টিকিট কটে সওয়ার হন এনসিবির কর্তারা। ক্রুজে সওয়ার হয়ে যখন পার্টি তুঙ্গে উঠতে শুরু করে তখনই এনসিবির কর্তারা নিজবেশ ধারণ করে পর পর গ্রেফতারি চালান। শাহরুখ পুত্রের সঙ্গে যে ২ জন মহিলাকেও আটক করা হয়েছে তাঁদের মধ্যে একজন দিল্লির বাসিন্দা।

সূত্রের খবর, চরস, এমডিএমএ, মেফেড্রোন, কোকেন সহ একাধিক নিষিদ্ধ মাদক পাওয়া গিয়েছে। এদিকে সূত্রের খবর, আরিয়ান খানের হোয়াটসঅ্যাপ চ্যাট এই ইস্যুতে খতিয়ে দেখা হচ্ছে। সেখান থেকে কোনও সূত্র পেলে, তারপর পদক্ষেপ নেবে এনসিবি।

03/10/2021

তিন কেন্দ্রে বিশাল জয়ে, খুশির মেজাজ তৃণমূল শিবিরে

কলকাতা: নিজের প্রাপ্ত ভোটকে লিড দিয়ে ৫৮ হাজার ৮৩২ ভোটে জয় লাভ করলেন মমতা। ভবানীপুরের সবকটি ওয়ার্ডেই জয়লাভ করেছে তৃণমূল। ভবানীপুরের পাশাপাশি রাজ্যের প্রাক্তন মন্ত্রী জাকির হুসেন জঙ্গিপুরে থেকে ৯২ হাজার ৬১৩ ভোটে জিতে রেকর্ড করলেন। অন্য দিকে সামশেরগঞ্জে ২৬ হাজারের বেশি ভোটে জয় লাভ করেছেন তৃণমূল প্রার্থী আমিরুল ইসলাম।

জয়ের পরে কালীঘাটে নিজের বাসভবনের বাইরে এসে ভবানীপুরবাসী কে ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী। সঙ্গে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিধানসভা ভোটে একটি কেন্দ্রের হারে কষ্ট পেয়েছিল মানুষ। তাই সমগ্র বাংলা তাকিয়ে ছিল ভবানীপুরের দিকে। ভবানীপুরের মানুষ তাদের ভালোবাসা উজাড় করে দিয়েছে। তিনি আরো বললেন বিধানসভা নির্বাচনে চক্রান্তের জবাব দিলো ভবানীপুরের মানুষ। ভোট পাওয়ার পাশাপাশি আরও একটি রেকর্ড করেছেন তিনি।

তিন কেন্দ্রেই বড় ব্যাবধানে জিতে কার্যত খুশির মেজাজ তৃণমূল শিবিরে। এই জয়ের পর মুখ্যমন্ত্রী বলেন, এ জয় বাংলার মানুষের জয়, নন্দীগ্রামের যোগ্য জবাব। তিনি আরও বলেন-”তিনটে সিটে লড়াই করেছি। তিনটে সিটেই আমরা জিতছি। বাংলাই ভারতকে পথ দেখাবে।”

27/09/2021

‘বিশ্ব কন্যা দিবস’ উপলক্ষ্যে পুরুলিয়ার চড়িদা গ্রামের ২৫০ শিশুদের বস্ত্র বিতরণ করে ভবানীপুর ৭৫ পল্লী দুর্গাপুজো কমিটি

কলকাতা: ভবানীপুর ৭৫ পল্লী দুর্গাপুজো কমিটির এবারের পুজোর থিম ‘মানবিক’। এই থিমকে ভিত্তি করে ৭৫ পল্লী দুর্গাপুজো কমিটি এবারে পুরুলিয়ার ছৌ-শিল্পীদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবার সিদ্ধান্ত নিয়েছে। পুরুলিয়ার চড়িদা গ্রামের ২৫০ জন শিশুদের মধ্যে বস্ত্র বিতরণ করে ‘বিশ্ব কন্যা দিবস’ পালন করলো। মানবিক অঙ্গ হিসেবে এই শিশুকন্যাদের নতুন বস্ত্র বিতরণের আয়োজন।

দক্ষিণ কলকাতার এই পুজো কমিটির সদস্যরা যে অভিনব থিমের মাধ্যমে প্রতি বছর সমাজের প্রতি একটি বার্তা পৌঁছে দিচ্ছে, তার জন্যই এই দুর্গাপুজো টি ধীরে ধীরে উল্লেখযোগ্যভাবে সামনের সারিতে উঠে এসেছে। তারই রেশ ধরে এবারের থিম। নিজেদের সুনাম অক্ষুন্ন রাখতে বদ্ধ পরিকর। নিজস্ব শৈলী নাচের মাধ্যমে জনসমক্ষে তুলে ধরেন ছৌ শিল্পীরা, যা দেশ তথা বিদেশের মাটিতেও যথেষ্ট জনপ্রিয়।

26/09/2021

আগামী ৬ই অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন বিস্তারিত জানানো হবে। সাথে থাকুন...

24/09/2021

এক ফিট কাগজের দূর্গা প্রতিমা তৈরি করে তাক লাগলো এক ছাত্র

জলপাইগুড়ি: কাগজের এক ফিট দূগা প্রতিমা তৈরি করে তাক লাগালো জলপাইগুড়ির এক ছাত্র। জলপাইগুড়ি মার্চেন রোডের বাসিন্দা। নাম আদিত্য সিং। সোনাউললা উচ্চ বিদ্যালয়েল সপ্তম শ্রেণীর ছাত্র সে। মূল উপকরণ হিসেবে লেগেছে কাগজ, এছাড়াও তুলি, রং, রাংটা ইত্যাদি উপকরণ দিয়ে তৈরি করেছে এই ধরনের ছোট প্রতিমা। সময় লেগেছে দুমাস। এরপরে মাটির মূতি একটি তৈরি করার ও চিন্তা রয়েছে তার।

21/09/2021

মন দিয়ে সাজানো স্মৃতির আয়নায় ফুটে উঠেছে চন্দ্রানীর গান, "ক্লান্ত মন"

কলকাতা: রিষভের সুরে আর মনোতোষের অসাধারন সঙ্গীত পরিকল্পনায় জয়দীপ ঘোষের লেখা "ক্লান্ত মন", চন্দ্রানীর গলায় এক হারিয়ে যাওয়া স্মৃতিকে আবার ফিরে দেখার রূপ পেয়েছে।

গানটিকে নিয়ে চন্দ্রানী জানালেন, "আজকের অতি আধুনিকতার সুরে ভেসে না গিয়ে ওঁরা বাংলা মেলোডিকে আবার ফিরিয়ে আনার চেষ্টা করেছেন। এই সিরিজের নাম ওঁরা দিয়েছেন, 'আমাদের গান'। 'ক্লান্ত মন', গানটি ওঁদের শুধু আধুনিক বাংলা মেলোডিকে ফিরিয়ে আনা নয়, বরং প্রত্যেক মানুষের ক্লান্ত অবসন্ন মনের ঠিকানা খুঁজে পাবার প্রচেষ্টা"।

গানটি সম্প্রতি রিলিজ করেছেন Audio Curry নামে মুম্বাইয়ের একটি প্ল্যাটফর্ম। ইউটিউবে প্রকাশের পর গানটি মানুষের মন ছুয়ে গেছে সাথে অসাধারণ ভিডিও পরিকল্পনা দর্শকদের মুগ্ধ করেছে।

চন্দ্রানী, রিষভ, জয়দীপ আর মনোতোষ, ওঁরা সবাই "ক্লান্ত মন"কে মানুষের মনের একটি আয়না বলে, সব্বাইকে শুনতে অনুরোধ করেছেন।

20/09/2021

সিল্করুট ট্যুরিজমের পক্ষ থেকে অভিনব পদক্ষেপ

জুলুক: ইউনাইটেড সিল্করুটের ট্যুরিজমের পক্ষ থেকে নেওয়া হল এক অভিনব পদক্ষেপ। যে সমস্ত পর্যটকরা হাই অল্টিটিউড বা উচ্চতা জনিত কারণে অক্সিজেনের অভাব বোধ করেন, তাদের এবার এই সংস্থার তরফ থেকে দেওয়া হবে পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার। সম্পূর্ণ বিনামূল্যে এই সিলিন্ডার আপতকালীন ভিত্তিতে মিলবে কুপুপ ভ্যালি, নাথাং, লং থুং আর পদমচেনে। যোগাযোগ করতে হবে কুলুপ ভ্যালির সোনম গ্যায়েতসো এর সাথে, কুলুপ ভ্যালিতে নাথাং রেসিডেন্সি আর লং থুং এ লেকপা ভুটিয়ার সাথে। জুলুকে এই সুবিধা দিচ্ছেন চুন্ডু ভুটিয়া। পর্যটকদের সুবিধার্থে এই উদ্যোগ যে খুব অভিনব তা সন্দেহে নেই। আগামী দিনে সিল্করুটের পর্যটন এই উদ্যোগে আরো রঙীন হয়ে উঠবে এই উদ্যোগের ফলে।

20/09/2021

ভাতারের রাজিপুরের দুই ছাত্র কচ্ছপের প্রাণ বাঁচিয়ে বনদপ্তরের হাতে তুলে দিলো আজ।

পূর্ব বর্ধমান: আজ পূর্ব বর্ধমানের ভাতার থানার রাজিপুর গ্রামের বাসিন্দা সেখ হাসান ও সেখ সালাউদ্দিন রবিবার সকালে একটি পোলট্রি ফার্মের পাশে একটি বড় আকৃতির কচ্ছপকে ঘোরাফেরা করতে দেখে। এরপর তারা দুজনে ওই কচ্ছপটিকে উদ্ধার করে ভাতার থানায় নিয়ে আসে। সেখান থেকে বনদপ্তরের সঙ্গে যোগাযোগ করে। পরে তারা কচ্ছপটিকে বনদপ্তরের কর্মীদের হাতে তুলে দেওয়ার পরে বাড়ি ফেরেন । তবে ভাতারের রাজীপুর গ্রামের এই দুই পশুপাখি প্রেমী ছাত্রের মানসিকতার প্রশংসা করেছেন এলাকার মানুষজন।

ছবি: প্রতীকী ছবি

18/09/2021

কোভিড যোদ্ধাদের প্রাতিষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল ডায়মন্ড হারবার জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন

ডায়মন্ড হারবার: আজ ডায়মন্ড হারবার জার্নালিস্ট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন -এর পরিচালনায় কোভিড যোদ্ধাদের প্রাতিষ্ঠানিক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছিল রবীন্দ্রভবনে।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুন্দরবন উন্নয়ন মন্ত্রী শ্রী বঙ্কিমচন্দ্র হাজরা ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী শ্রী দিলীপ কুমার মন্ডল সহ বিধায়ক মণ্ডলী, প্রশাসনিক ও পুলিশ আধিকারিক সহ বিশিষ্ট অতিথিগন।

প্রয়াত কোভিড যোদ্ধাদের পরিবারের হাতে মরনোত্তর সংবর্ধনা তুলে দেয় অতিথিগণ। এছাড়া দক্ষিণ ২৪ পরগনা জেলার ছয়টি প্রেসক্লাব সহ ডায়মন্ড হারবার এর সমস্ত থানা, বিডিও অফিস, কোভিড হাসপাতাল, জেলা স্বাস্থ্য কেন্দ্র ও স্বেচ্ছাসেবী সংস্থার হাতেও সংবর্ধনা তুলে দেওয়া হয়।

18/09/2021

বাবুলের মন্ত্রীত্ব না পাওয়ার আসল কারণেই কি দলবদল!

কলকাতা: বিজেপি ছেড়েই তৃণমূলে যোগ দিলেন বাবুল। আজ হঠাৎ তিনি জোড়াফুল শিবিরে যোগ দেখে অনেকেই আশ্চর্য হয়েছেন। মন্ত্রীত্ব হারাতেই রাজনীতি ছেড়ে ছিলেন প্রাক্তন বিজেপি নেতা বাবুল। সেই সময় তার দলবদল নিয়ে জল্পনা তৈরী হয়েছিল। তিনি বলেছিলেন, রাজনীতি ছাড়ছেন তাই অন্য কোনো দলে যোগ দেবেন না। যদিও শেষ পর্যন্ত নিজের কথার রাখলেন না বাবুল। তবে এবার বাবুলের দলবদল নিয়ে মুখ খুললেন রাজ্যের বিজেপির নেতারা।

বাবুলের এই সিদ্ধান্তের পর বিজেপি নেতা রাহুল সিনহা বলেছেন, “পদ না পেলে যদি কেউ দলত্যাগ করেন, তাঁর বিশ্বাসযোগ্যতার অভাব রয়েছে তো বটেই। যদি অসম্মান করা হতো, গুরুত্ব না দেওয়া হতো, মতামতের দাম না দেওয়া হতো তাহলেও একটা কথা ছিল। সেই অভিমান বা কষ্টে দল ছেড়েছেন বলা যেত। কিন্তু, মন্ত্রীত্ব থেকে ড্রপ করামাত্র দলত্যাগ করায় আদর্শ নিয়ে প্রশ্ন তো উঠবেই।” এছাড়াও শমিক ভট্টাচার্য রিতিমত বাবুলে কটাক্ষ করে বলেন, “বাবুলের BJP ভালো লাগেনি। মন্ত্রী হওয়াই মূল লক্ষ্য ছিল তাঁর। তাই দল ছেড়েছেন।” সদ্য‌ বিজেপিতে যোগ দেওয়া অভিনেতা রুদ্রনীল বলেছেন, “বাবুল সুপ্রিয় তৃণমূলে যেতে পারেন তা ঘুণাক্ষরেও টের পাইনি। আসলে শিল্পী বাবুলকে চিনতাম। রাজনীতিক বাবুলকে সেভাবে চেনার সুযোগ হয়নি।”

18/09/2021

ভাদর মাসে ভাদু পূজা আর ভাদু গানকে ঘিরে সরগরম পূর্ব বর্ধমানের ভাতার, বলগোনা, মির্জাপুর সহ বিভিন্ন গ্রামীণ এলাকা।

পূর্ব বর্ধমান: কথায় বলে 'ভাদর মাসে ভাদু পূজা। আর ভাদ্র মাসের শেষ সপ্তাহে ভাদু গানকে ঘিরে সরগরম পূর্ব বর্ধমানের ভাতার, বলগোনা, মির্জাপুর সহ বিভিন্ন গ্রামীণ এলাকা। জেলার বলগোনা এলাকায় ভাদু গানের দল নিয়ে বেরিয়েছেন শিল্পীরা। একসময় গ্রামে বা দুয়ারে ভাদু শিল্পীরা এলে গৃহস্থরা ভাদু শিল্পীদের যত্ন করে পা ধুইয়ে দিতেন। সেই দিন আর নেই। আক্ষেপ শিল্পীদের। মোবাইল-নির্ভর বিনোদনের দাপটে হারিয়ে যেতে বসেছে ভাদু গান। পূর্ব বর্ধমানের এই এলাকায় কয়েকজন ভাদু শিল্পী মিলে কোনক্রমে টিকিয়ে রেখেছেন বঙ্গীয় লোকসংস্কৃতির এই প্রাচীন ধারাকে।

গোটা ভাদ্র মাস ধরেই চলে ভাদু উৎসব। সঙ্গে গাওয়া হয় ভাদুগান। সাধারণত গ্রামের মহিলা, বিশেষত গৃহবধূদের জীবনের কাহিনীই এই গানের বিষয়বস্তু। তাছাড়া পৌরাণিক ও সামাজিক ভাদুগানগুলি পাঁচালির সুরে গাওয়া হয়ে থাকে। সেই গানগুলিতে ফুটে ওঠে রামায়ণ, মহাভারত ও রাধা-কৃষ্ণের প্রেমের পৌরাণিক কাহিনী বা বারোমাস্যা থেকে হালফিলের নানা বিষয়।

প্রাচীন লোকসংস্কৃতিরই একটি ধারা রাঢ়বঙ্গের ভাদুগান। মূলত ভাদু উৎসবকে কেন্দ্র করেই এই গানের প্রচলন। এ হল পশ্চিমবঙ্গের পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পশ্চিম মেদিনীপুর, দুই বর্ধমান এবং ঝাড়খন্ডের রাঁচি ও হাজারিবাগের এক লোকউৎসব। এই উৎসবের নেপথ্যে রয়েছে করুণ কাহিনী। ভাদু উৎসব তথা এই গানের প্রচলনকে ঘিরে বেশকিছু গল্প শোনা যায় লোকমুখে।

নীলমণি সিংদেওর মেয়ে ভদ্রাবতীর গল্প তার মধ্যে সবচেয়ে প্রচলিত। পঞ্চকোট রাজপরিবারের রাজা নীলমণি সিংদেওয়র তৃতীয় কন্যা ছিলেন ভদ্রাবতী (বা ভদ্রেশ্বরী)। বিয়ে ঠিক হওয়ার পরেও হবু স্বামীর অকাল মৃত্যুতে চরম মানসিক আঘাত পান তিনি। তারপরেই শোকে আত্মহত্যা করেন ভদ্রাবতী। আসলে বিয়ে করতে আসার পথে হবু বর ও বরযাত্রীরা ডাকাতদলের হাতে নিহত হন। সেই শোকেই স্বামীর চিতায় নিজেকে শেষ করে দেন তিনি। মেয়ের স্মৃতিকে মানুষের মধ্যে বাঁচিয়ে রাখতেই নীলমণি সিংদেও ভাদুগানের প্রচলন করেন।

যদিও বর্তমানে পূর্ব বর্ধমানের এই এলাকার শিল্পীরা টিকা প্রদান থেকে আরম্ভ করে কন্যাশ্রী এবং প্রচলিত নানা সামাজিক বিষয়কে নিজেদের গানের সুরে প্রচার করে থাকেন তবে তাদের আক্ষেপ বছরের এই সময়টায় তারা লোকসংস্কৃতিকে টিকিয়ে রাখলেও সারাবছর অভাব-অনটনে দিন কাটে তাদের।

17/09/2021

কালিকাপ্রসাদ কে নিয়ে মৈনাক পালধীর গাওয়া গান 'প্রসাদ বন্ধু রে'

সম্প্রতি প্রখ্যাত সঙ্গীতশিল্পী ও গবেষক কালিকাপ্রসাদের জন্মদিন ছিল। আর ঠিক সেই দিন অর্থাৎ ১১ই সেপ্টেম্বর প্রকাশ পেলো কালিকাপ্রসাদ কে নিয়ে গাওয়া গান 'প্রসাদ বন্ধু রে"। পশ্চিমবঙ্গের অন্যতম লোকসংগীত শিল্পী মৈনাক পালধীর ইউটিউব চ্যানেল থেকে প্রকাশ পায় তার গাওয়া এই গান। গানের কথা লিখেছেন কবি শুভ দাসগুপ্তর এবং সুর করেছেন প্রখ্যাত সুরকার কল্যাণ সেন বরাট।

এই গান সম্পর্কে মৈনাক পালধী বলেন, "কালিকাপ্রসাদ আমার কাছে একটা প্রতিষ্ঠান, ভারতীয় লোকগানের ধারক ও বাহক। এই মানুষকে আমি মনেপ্রাণে এতোটাই ভালোবেসে ফেলেছি যে ওনার আকষ্মিক চলে যাওয়াটা এখনও মেনে নিতে খুব কষ্ট পাই। যে মানুষটার সংগ্রহ করা গানের সংখ্যা অজস্র ছিল তার খুবই সামান্যই আমরা পেয়েছিলাম ওনার কাছ থেকে। উনি স্বর্গলোকে চলে যাওয়ায় আমরা বঞ্চিত হলাম অজস্র কর্মকাণ্ড থেকে। আমাদের ছেড়ে চলে যান ২০১৭ সালের ৭ ই মার্চ সেদিন থেকেই মনের মধ্যে বাসনা ছিল ওনার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে গান গাইবো। বিভিন্ন বাধাতে তাই এতোদিন সম্ভব হয়নি। পরিপূর্ণ হলো আমার স্বপ্ন এইবছর অর্থাৎ ২০২১ র ১১ই সেপ্টেম্বর।"

অসাধারণ ভিডিও পরিচালনা করেছেন ঝাড়গ্রামের মানুষ সৌমেন মন্ডল।

11/09/2021

বন্দর এলাকায় বিধ্বংসী আগুন।

01/09/2021

মহেশতলায় বেহাল রাস্তার সাথে নিত্যদিনের ভোগান্তি

মহেশতলা সম্প্রতি উড়ালপুলের নিচে বজবজ ট্রাঙ্ক রোডের অবস্থা দিন দিন শোচনীয় থেকে ভয়ানক হয়ে উঠছে। বারবার রাস্তা সঠিক ভাবে ঠিক না করার ফলে তা বেশিদিন দীর্ঘস্থায়ী হচ্ছে না। সে কারণেই একদিকে যেমন বেহাল রাস্তায় গাড়ি চলাচলে নিত্য ভোগান্তি। তার ওপর সঠিক পরিকাঠামোর অভাব যানজটে মানুষের আর এক নতুন ভোগান্তি। এই সকল ভোগান্তি থেকে কবে মানুষ নিস্তার পাবে তা এখন শুধুই প্রশ্নচিহ্নের মুখে।

Videos (show all)

পানীয় জলের দাবিতে পথ অবরোধ করল কলকাতা পৌরসভার ৭৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।
বন্দর এলাকায় বিধ্বংসী আগুন।

Telephone