Noor & Arzoo

Noor & Arzoo

সকলের কাছে অনুরোধ রইলো পেজটিতে নতুন হলে পেজটিতে লাইক দিয়ে পাশে থাকবেন

01/10/2023

ইবনে সিনা (980 - 1037) ছিলেন একজন পারস্য পলিম্যাথ যিনি ইসলামের স্বর্ণযুগের অন্যতম গুরুত্বপূর্ণ চিন্তাবিদ হিসেবে বিবেচিত। তিনি দর্শন, চিকিৎসা, জ্যোতির্বিদ্যা, আলকেমি, যুক্তিবিদ্যা, গণিত, পদার্থবিদ্যা, মনোবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ে লিখেছেন। তিনি বিশেষ করে অ্যারিস্টোটেলিয়ান দর্শন এবং তার চিকিৎসা বইয়ের (যেমন "দ্য ক্যানন অফ মেডিসিন") বিষয়ে তাঁর কাজের জন্য পরিচিত, যা মধ্যযুগীয় বিশ্ববিদ্যালয়গুলিতে মানসম্পন্ন হয়ে ওঠে।

Ibn Sina (980 – 1037) was a Persian polymath who is regarded as one of the most important thinkers of the Islamic Golden Age. He wrote on philosophy, medicine, astronomy, alchemy, logic, math, physics, psychology and other subjects. He is particularly known for his work on Aristotelian philosophy and his medical books (like “The Canon of Medicine”), which became standard at Medieval universities.

28/09/2023

মীলাদুন্নবী কি বিদআত ?

#মিলাদুন্নবী
#মিলাদ

26/09/2023

বিজ্ঞানের উপর ভরষা করেও কেউ অন্ধবিশ্বাসী হতে পারে!?

উত্তর : হ্যাঁ হতে পারে।
একজন রিক্সাওলা বা ভ্যানওয়ালা মূর্খ ব্যক্তিকে যদি আমি বলি ‘আপনি কি বিশ্বাস করেন পৃথিবী গোল।’ কিংবা বিশ্বাস করেন পৃথিবী ঘুরছে। অথবা থিওরি অফ রিলেটিভিটি ও বিগব্যাং থিওরীতে বিশ্বাস করেন। তখন বেচারা রিক্সাওলা কিংবা ভ্যানওয়ালা কী উত্তর দিবে?

সে তো জানলেও কেবল এতটুকুন জানে এগুলো বিজ্ঞানের বিষয়। এছাড়া কিছু বুঝেও না। তাহলে না জেনে বুঝে তার কি বিজ্ঞানের উপর বিশ্বাস করা উচিত হবে? সে কি বিশ্বাস করবে যে পৃথিবী গোল ও প্রতিনিয়ত ঘুরছে!

নাকি সে বুঝেনা বিধায় বলবে- ‘এগুলোতে আমি বিশ্বাস করি না। এগুলো মিথ্যা।’ আর যদি তাদের বিশ্বাস করা আবশ্যক হয়। তাহলে তাদের বিশ্বাসকে আমরা কীভাবে জাস্টিফাই করবো। তাদের তো না জেনে বুঝে বিশ্বাস করতে হচ্ছে। নাকি তাদের বিশ্বাসটা অন্ধবিশ্বাসের ক্যাটাগরিতে পরবে? তাহলে কি বিজ্ঞানের উপর বিশ্বাস করেও কেউ অন্ধবিশ্বাসী হতে পারে!?

বিদ্র : বিশ্বের অধিকাংশ মানুষ বিজ্ঞানের উপরে অন্ধ বিশ্বাস করে থাকে। তাদের যদি বলেন বিবর্তনবাদ অথবা আবর্তবাদ প্রমাণ করে দেখান। তারা শুধুমাত্র মাত্র বই খুলে পড়া শুরু করে দেবে। একজন সাধারণ মানুষের কাছে বিজ্ঞানকে বিশ্বাস করা মানেই অন্ধ বিশ্বাস ব্যাতিত কিছুই না। অতএব সাধারন মানুষের কাছে ডাক্তারকে বিশ্বাস করা আর ওঝাকে বিশ্বাস দুইটাই সমান। তাই যেসব নাস্তিক বিজ্ঞান বিজ্ঞান করে চিল্লা চিল্লি করে পরিবেশ দুষন করে। দিন শেষে তারাও বিজ্ঞানের নামে অন্ধবিশ্বাসী।

সত্যমনা লেখক,

06/09/2023

মানব মস্তিষ্কে পর্নোগ্রাফির প্রভাব । পর্ন আসক্তি পার্ট ২

06/09/2023

ভারতবর্ষে পর্নোগ্রাফির বিস্তার । পর্ন আসক্তি পার্ট ১

28/08/2023
30/07/2023

Is there any caste system in Islam? ইসলামে কি caste system আছে? #ইসলামিক_ভিডিও

28/07/2023

একটি শর্ট ভিডিও এর জবাব । Hindu Muslim social experiment . &Arzoo

why Muslims? 😭 মুসলিমরাই কেন ? 😢 26/07/2023

Hi friends আজকে যে ভিডিও টা বানালাম সেটা ফেসবুক-এ আপলোড করা সম্ভব না, কারণ ভিডিওটা 20 মিনিট হয়েছে । তাই ইউটিউব এ গিয়ে দেখার অনুরোধ রইলো ।

why Muslims? 😭 মুসলিমরাই কেন ? 😢

22/07/2023

কিভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো ?

18/07/2023

আল কাকা ইবনে আমর আত তামিমি ছিলেন বনু তামিম গোত্রের ব্যক্তি| আহনাফ ইবনে কায়েসের সময়ে তিনি মুসলমান হন। ইয়ারমুকের যুদ্ধ এবং কাদিসিয়ার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদের নেতৃত্বে রাশিদুন সেনাবাহিনীর সেনাদলগুলোর একটির সেনাপ্রধান হিসেবে তিনি দায়িত্ব পালন করেন এবং দুটোতেই বিজয় অর্জন করেন। খলিফা থাকাকালে আবু বকর (রা)তাকে একবার একহাজার সৈন্যের সমতুল্য বলে প্রশংসা করেছিলেন। তাই তার পরবর্তী খলিফা উমর (রা) তাকে কাদিসিয়ার যুদ্ধে খালিদ বিন ওয়ালিদকে সাহায্য করার জন্য কিছু সংখ্যক দেহরক্ষীসহ পাঠান।

রাসুলুল্লাহ সাঃ এর ইন্তেকালের পর আরব পেনিন্সুলার বিরাট অংশ জুড়ে ধর্মত্যাগের ফিতনা দাউ দাউ করে জ্বলে উঠে। আবু বকরের (রা) মতো কোমল হৃদয় মানুষের অনমনীয় দৃঢ়তার ফলে ধর্মত্যাগের বিরুদ্ধে এক অসম যুদ্ধে নামে মুসলিম বাহিনী। এমন কোন সাহাবা খুঁজে পাওয়া যায় না, যিনি যুদ্ধে অংশ নেননি। এদের নেতৃত্বের ভার আবু বকর রাঃ তুলে দেন অন্যান্য সাহাবাদের তুলনায় পরে ইসলাম গ্রহণকারী খালিদ বিন ওয়ালিদের হাতে, যাঁকে রাসুলুল্লাহ সাঃ ‘সাইফুল্লাহ’ বা ‘আল্লাহর তলোয়ার’ উপাধি দিয়ে গেছেন। সাইফুল্লাহ বা খালিদ বিন ওয়ালিদ সামান্য সেনা নিয়ে বিরাট সব বাহিনীর বিরুদ্ধে অসাধারণ সব বিজয় লাভ করতে শুরু করেন। সমর ইতিহাসের সেরা সব পরিকল্পনা আর বীরত্বের ইতিহাস রচিত হতে শুরু করে খালিদের হাতে। ছোট কিংবা বড় কোন যুদ্ধক্ষেত্রেই পরাজয় নামের কোন শব্দ খালিদের সাথে যায়না। ধর্মত্যাগীদের বিরুদ্ধে সবচেয়ে ভয়াবহ যুদ্ধটি হয় ভন্ডনবী মুসায়লামার বিরুদ্ধে। রক্তক্ষয়ী সে যুদ্ধের পর আরব উপদ্বীপের ধর্মত্যাগীদের ফিতনা প্রায় পুরো নিয়ন্ত্রনে চলে আসে। আবু বকর রাঃ এরপর খালিদকে তখনকার পরাশক্তি পারস্য সাম্রাজ্যে আক্রমণ করার কঠিন অ্যাসাইনমেন্ট দেন। এরই মধ্যে খালিদ বিন ওয়ালিদ দীর্ঘদিনের নিরবিচ্ছিন্ন যুদ্ধে ক্লান্ত তাঁর সেনাদলকে পারস্য আক্রমণের জন্য আদেশ না করে তাদের জন্য তা ঐচ্ছিক করে দেন। ক্লান্ত যোদ্ধাদের অধিকাংশ বিশ্রামের অপশন গ্রহণ করে, যেহেতু তারা প্রায় এক বছরের মতো সময় পরিবারের বাইরে যুদ্ধক্ষেত্রে কাটাচ্ছে।

খালিদ রাঃ এমন পরিস্থিতিতে মদীনায় খলিফা আবু বকর রাঃ এর কাছে আরো সেনা পাঠিয়ে চিঠি লিখেন। আবু বকর রাঃ তাঁর উপদেষ্টাদের সাথে আলোচনারত ছিলেন এমন অবস্থায় খালিদের চিঠি তাঁর হাতে পৌঁছে। তিনি সশব্দে চিঠিটি পড়লেন যাতে সবাই শুনতে পায়। চিঠি পাঠ করার পর আবু বকর রাঃ কা’কা বিন আমর নামে এক যোদ্ধাকে খবর পাঠান।

কিছুক্ষণ পর কা’কা বিন আমর যুদ্ধসাজে সজ্জিত হয়ে আবু বকরের কাছ হাজির হন। খলিফা তাঁকে অবিলম্বে ইয়ামামায় খালিদের সাথে যোগদান করার জন্য নির্দেশ দেন। খলিফার সঙ্গীরা অবাক হয়ে জিজ্ঞেস করেন, “আপনি কি একজন ব্যক্তিকে পাঠিয়ে সেই বাহিনীর শক্তি বাড়াতে চান, যার অনেক সৈন্য বিশ্রামে আছে?” আবু বকর রাঃ কিছুক্ষন কা’কা বিন আমরের দিকে তাকিয়ে জবাব দেন, “সে বাহিনী পরাজয় বরণ করবে না, যাতে এই তরুণের মতো যোদ্ধা থাকবে”।

কা’কা খালিদের বাহিনীর সাথে যোগদান করার জন্য বিদ্যুৎ বেগে ঘোড়া ছুটিয়ে দেন। খালিদের পত্রের প্রেক্ষিতে আবু বকর কা’কা বিন আমর কে একা পাঠানোতে খালিদ কিছুটা বিস্মিত হলেও নিঃসন্দেহ হন, কেননা আবু বকর রাঃ এর বিচক্ষণতা সম্বন্ধে তাঁর কোন সন্দেহ ছিলো না। তিনি কা’কাকে সেনাদলের বিভিন্ন ট্রুপের কমান্ডার নিযুক্ত করেন। সেই থেকে কা’কা প্রমাণ দিতে শুরু করেন কেন তাঁকে একাই একদল সৈন্যের সাথে তুলনা করা হয়েছে। কখনো মুসলিম বাহিনীর অগ্রবর্তি দলের নেতা, কখনো গতিময় অশ্বারোহী টহল দলের নেতা, কখনো সম্মুখ যুদ্ধে ডুয়েল লড়াইয়ে কা’কা অসামান্য ক্ষিপ্রতা ও বীরত্বের স্বাক্ষর রাখেন। তবে তাঁর প্রতিভার সবচেয়ে সেরা প্রমাণ তিনি দেখান তিনি ‘শিকলের’ যুদ্ধে।

পারস্যে মুসলিম বাহিনীর প্রথম বড় যুদ্ধ হলো এই শিকলের যুদ্ধ যা কাজিমা নামক স্থানে সংগঠিত হয়। মুসলিম বাহিনীকে মোকাবেলা করার জন্য দাস্ত মেইসানের গভর্নর ও ১ লক্ষ দিরহাম মূল্যের ক্যাপ পরিধানকারী জেনারেল হরমুজ তার বিশাল সেনাবাহিনী নিয়ে হাজির হয়। তখনকার দিনে পারস্যে সেনা কমান্ডারদের র‍্যাংক ও সম্মান নির্ধারিত হতো ক্যাপের মূল্যের ভিত্তিতে। পাঁচশ-এক হাজার থেকে শুরু করে বিভিন্ন দামী ক্যাপ ছিলো র‍্যাংক বিন্যাসে। আর এর ভেতর সবচেয়ে দামী ক্যাপটি ছিলো এক লাখ দিরহামের। হরমুজ ছিলো এই এক লক্ষ দিরহাম ক্যাপ জেনারেল। তাঁর সামরিক দক্ষতা ছিলো পারস্য বাহিনীর ইতিহাসে ঈর্ষণীয়। হরমুজ যুদ্ধে পারস্যের যুদ্ধের পূর্বতন ট্রাডিশন অনুযায়ী তার সৈন্যদের গ্রুপে গ্রুপে ভাগ করে পরস্পরকে শিকলের সাহায্যে জুড়ে দেন। এর ফলে সুবিধা ছিলো এই যে, প্রতিপক্ষ বাহিনীর পক্ষে বুহ্য ভেদ করে ঢোকা ভীষণ কষ্টকর হতো এবং তারা সহজেই শেকলের ঘেরাওয়ের ভেতর পড়ে আটকা পড়তো। এছাড়াও পারস্য সৈন্যরা যুদ্ধক্ষেত্র থেকে পালাবার চিন্তা বাদ দিতে বাধ্য হয়ে মরনপণ যুদ্ধ করতো।

শিকলের যুদ্ধের আগেই সমগ্র আরব উপদ্বীপে ও সমগ্র পারস্যে খালিদ বিন ওয়ালিদ রাঃ এর বীরত্বগাঁথা ছড়িয়ে পড়ে। মানুষের মনে এই ধারণা গেঁথে বসতে থাকে যে, যে যুদ্ধে খালিদ থাকবে, সেখানে প্রতিপক্ষের পরাজয় অনিবার্য। আর সেজন্যই হরমুজ যুদ্ধের নিয়ম ভেঙে এক ভয়াবহ পরিকল্পনা আঁটে। যুদ্ধ শুরুর আগের দিন সে তার অন্যান্য জেনারেলদের নিয়ে পরিকল্পনা করে যে, পরদিন সে খালিদকে অস্ত্রহীনভাবে খালি হাতে দ্বৈত যুদ্ধের আমন্ত্রণ জানাবে। খালিদ কাছে এলে আগে থেকে লুকিয়ে থাকা কয়েকজন চৌকশ ঘোড়সওয়ারের একটি দল অতর্কিতে আক্রমণ করে তাঁকে হত্যা করবে। খালিদকে হত্যা করলে মুসলিম বাহিনীর মনোবল নষ্ট হয়ে যাবে আর তখন তাদের সমূলে নিশ্চিহ্ন করে দেয়া হবে। পরিকল্পনা মতো যুদ্ধের দিন অতর্কিতে আক্রমণকারী বাহিনী প্রস্তুত হয়ে থাকে। সবকিছুই প্রস্তুত তাদের পরিকল্পনা মতো। তবে আল্লাহ যেভাবে কুরআনে বলেছেন, “তারা ষড়যন্ত্র করে, আর আল্লাহ্‌ও পরিকল্পনা করেন। আর আল্লাহ্‌ হলেন শ্রেষ্ঠ পরিকল্পনাকারী”, সেদিন সকালে আবার তা আবার প্রমাণিত হয়।

হরমুজ তার বাহিনী থেকে বেরিয়ে খোলা ময়দানে এসে খালিদ রাঃ কে দ্বৈতযুদ্ধের আহবান জানায়। খালিদ রাঃ সে আহবানে সাড়া দিয়ে এগিয়ে আসেন। প্রথমে অস্ত্র সহ দ্বৈত যুদ্ধের সূচনা হয়। উভয়ে উভয়কে মরনপণ আঘাত করতে থাকে কিন্তু একে অপরের আঘাত এড়িয়ে যেতে সক্ষম হন। উভয় মহান যোদ্ধা পরস্পরের নৈপুণ্যে বিস্মিত হন। এক সময় হরমুজ অস্ত্র ফেলে খালিদকে খালি হাতে কুস্তি লড়বার আমন্ত্রণ জানায়। খালিদ সে আমন্ত্রণ গ্রহণ করেন। কুস্তি শুরু হবার সাথে সাথে হরমুজ খালিদকে শক্ত করে ধরে চিৎকার করে তার গোপন বাহিনীকে সাহায্যের জন্য আমন্ত্রণ জানায়। খালিদ রাঃ কিছু বুঝে উঠার আগেই পারস্যের অশ্বারোহী একটি দল তাদের ঘিরে ফেলে উদ্ধত অস্ত্র হাতে। খালিদ রাঃ বুঝে ফেলেন তাঁকে নিরস্ত্র অবস্থায় হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু ততোক্ষণে কিছুই করার নেই। তবে আল্লাহর কৃপায় খালিদ হঠাৎ এমন একটি কাজ করেন যাতে ঘেরাও করা দলটি কিছুক্ষণের জন্য আক্রমণ করা থেকে বিরত থাকতে বাধ্য হয়। তিনি হরমুজকে চেপে ধরে মাটিতে পড়ে যান এবং অনবরত মাটিতে গড়াতে শুরু করেন। এর ফলে খালিদকে আঘাত করতে গেলে হরমুজ আঘাতপ্রাপ্ত হতে পারে-এই সমস্যার জন্য দলটি আঘাত করা থেকে বিরত থাকে।

ইতিমধ্যে দুই বাহিনী দূর থেকে এই দৃশ্য দেখে দুরকম প্রতিক্রিয়া দেখায়। পারস্য বাহিনী খুশিতে চিৎকার করে ওঠে আর মুসলিম বাহিনীতে উৎকণ্ঠার নিরবতা ছেয়ে যায়। এমনি সময় কেউ কিছু বুঝে উঠার আগেই সবাই দেখতে পায় মুসলিম বাহিনীর এক ঘোড়সওয়ার বিদ্যুতের মতো এগিয়ে এসে চোখের পলকে হরমুজের গোপন বাহিনীর তিনজনের গর্দান উড়িয়ে দিয়েছে। সামান্য সময়ের ভেতর বাকী অন্য কয়জনও এই যুবকের আঘাতে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এই যুবকই হলেন আবু বকরের পাঠানো একজনের সেনাবাহিনী কা’কা বিন আমর। কা’কা হরমুজের সাথে খালিদের সাথে কুস্তি শুরু হবার পরই চারদিকে চোখ রাখতে শুরু করেন এবং গোপন বাহিনী বেরিয়ে আসার পর পরই ষড়যন্ত্র হচ্ছে বুঝতে পেরে তিনি দ্রুত খালিদের সাহায্যের জন্য এগিয়ে যান। সেই পরিস্থিতি এত দ্রুত ব্যবস্থা দাবী করছিলো যে, তিনি অন্য কাউকে ব্যাপারটা বুঝিয়ে বলে তাঁর সাথে এগিয়ে যাবার আহবান জানানোকেও সময় অপচয় বলে ভাবলেন। আর এভাবেই আল্লাহর তাঁর তরবারীকে কা’কার ক্ষিপ্রতার মাধ্যমে রক্ষা করেন। মুসলিম বাহিনী আল্লাহু আকবার বলে চিৎকার দিয়ে ওঠে।

কা’কার তৎপরতার পর খালিদ উঠে গিয়ে এক আঘাতে হরমুজের জীবন সাঙ্গ করেন। লক্ষ দিরহামের জেনারেল হরমুজকে হারিয়ে মনোবল ভেঙে পড়ে পারস্য বাহিনীর। স্বল্প সংখ্যার মুসলিম বাহিনীকে বিজয় দেন আল্লাহ্‌।

কা’কা বিন আমরের সামরিক দক্ষতার যে ইতিহাস, তা দিয়ে কয়েক ডজন ব্রেভহার্ট ধরণের চলচিত্র তৈরী করা সম্ভব। নিজের দক্ষতাকে প্রচার করতে চাইলে তাঁর নাম ও খ্যাতি আরো ছড়াতো এতে কোন সন্দেহ নেই। তবে তিনি খ্যাতির জন্য লড়াই করেননি কোনদিন। তাঁর লড়াই ছিলো কেবল আল্লাহ্‌র সন্তুষ্টির জন্য। আর তাই ব্যক্তিগত বীরত্বে ভরা তাঁর জীবনে তিনি কোনদিন এসব কৃতিত্বের জন্য গৌরব বোধ করতেন না। সমরাঙ্গনের বাইরে লাজুক ও মুখচোরা ধরণের এই অনন্য সাধারণ লোকটি যুদ্ধের বাইরের সময়টা আল্লাহ্‌র ইবাদতে কাটিয়ে দিতেন। ঘোড়ার পিঠে আর তরবারীর ছায়ায় যেমন ক্ষিপ্র ছিলো তাঁর জীবন, ততোধিক গোপনে ও নিরবে তিনি অশ্রু ঝরাতেন আল্লাহ্‌র কাছে। প্রতিটি রাতের নিকষ কালো আঁধারে।

16/07/2023

ভারতে কেনো মহিলাদের সংখ্যা বাড়ছে ?

14/07/2023

Reply to khan sir on polygamy ইসলামে বহুবিবাহ

12/07/2023

শয়তানের প্রধান আকাঙ্ক্ষা হলো মানুষ যেন জাহান্নামে যায়। তারা যেন কখনো জান্নাতে প্রবেশ করতে না পারে। আর সে জানে এর জন্য সবচেয়ে সহজ উপায় হলো তাদের জামাকাপড় খুলে নেওয়া।

শুধু তাদের জামাকাপড় খুলে নাও, বাকিটা অটোমেটিক। এরপরের সবকিছুই অটো পাইলট। তারা নিজেরাই নিজেদেরকে জাহান্নামে নিয়ে যাবে। আমাকে কিছু করতে হবে না।

তাই তার একমাত্র চাকরি হলো মানুষকে দিয়ে নিজেদের জামাকাপড় খুলে নেওয়া। এটা তার এক নাম্বার কৌশল। সে এই কৌশলটা মানবজাতির প্রথম দুইজনের উপর ব্যবহার করেছিল। এভাবেই তার মিশনের যাত্রা শুরু।

এজন্যই আল্লাহ বলেছেন অশ্লীলতার কাছেও যেও না। জেনার নিকটেও যেও না। রাসূলুল্লাহর সিরাহ থেকেও আমরা জানি (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম), একেবারে প্রথম দিকের মুসলমানদেরকেও তিনি এই আদেশ দান করেছিলেন।

এজন্য দেখা যায়, কোরআনে আল্লাহ আমাদের বলেছেন যদি তোমরা কবিরা গুনাহ থেকে বেঁচে থাকো আমি তোমাদের সগিরা গুনাহগুলো মাফ করে দেব এবং তোমাদের জান্নাতে প্রবেশ করাবো। এক আয়াতে তিনি অশ্লীলতার ব্যাপারটাও এর সাথে জুড়ে দেন। আমরা জানি জানি বড় গুনাহের মধ্যে অশ্লীল কার্যকলাপও অন্তর্ভুক্ত। কিন্তু তিনি অশ্লীলতাকে আলাদাভাবে হাইলাইট করলেন। তিনি বলেন— "যারা বিরত থাকে বড় বড় পাপ আর অশ্লীল কার্যকলাপ থেকে ছোট খাট দোষ-ত্রুটি ছাড়া; বস্তুতঃ তোমার প্রতিপালক ক্ষমা করার ব্যাপারে অতি প্রশস্ত।" (সূরা আন নাজম, আয়াত 32)

সুতরাং যেনা ব্যভিচার এবং অশ্লীলতা থেকে বিরত থাকা ছাড়া দীনের পথে অগ্রগতি লাভ করা অসম্ভব।

11/07/2023

Khan sarrrr 😂😂 part 1

09/07/2023

অনেক সময় দেখা যায়, মানুষকে বিভ্রান্ত করার জন্য এবং মানুষের ঈমান নষ্ট করার জন্য অনেকে বিভিন্ন ভুয়া মেসেজ লিখে অন্যদের কাছে পাঠায়। সেখানে লেখা থাকে, রাসুল (সা.) মদিনার এতজন আলেমকে স্বপ্নে দেখিয়েছেন, এই এই করতে হবে। মেসেজটি এতজনকে পাঠালে সুখবর পাবেন, আর না পাঠালে দুঃসংবাদ পাবেন। এ ধরনের মেসেজগুলো একদম ভিত্তিহীন। এটা সাধারণত কিছু অমুসলিম এবং কিছু মূর্খ মুখোষধারি মুসলিম করে থাকে । এটা আমাদের ঈমান নষ্ট করে দেয় । তাই এ ধরনের কাজের ব্যাপারে রাসুল (সা.) কঠোরভাবে সতর্ক করেছেন। রাসুল (সা.) বলেছেন, যে ব্যক্তি আমার ওপর মিথ্যারোপ করল, সে যেন তার বাসস্থান জাহান্নামকে বানিয়ে নেয়। (তিরমিজি, হাদিস : ২৬৬১)

অতএব যারা এ ধরনের ভিত্তিহীন মেসেজ তৈরি করবে এবং যারা এ ধরনের মেসেজগুলো ছড়াবে প্রত্যেকেই এই মিথ্যা ছড়ানোর গুনাহে লিপ্ত থাকবে। এই চেইন যত দিন চালু থাকবে তত দিন মেসেজ তৈরিকারী ও প্রচারকারীরা গুনাহগার হবে। এমন অবস্থায় সে যদি মারাও যায়, এর গুনাহ তার কবরে পৌঁছাতে থাকবে। তাই এই সমস্ত ভুল sms কে ছড়ানো থেকে নিজেকে দূরে রাখুন ।

আল্লাহ আমাদের উত্তম জ্ঞান দান করুন ।

28/06/2023

হিন্দু দেবদেবী কে অপমান করলো বিখ্যাত ইউটিউবার adam seeker । এর পরেও চুপ থাকলো হিন্দু সম্প্রদায় ।

28/06/2023

একজন বৃদ্ধ এবং যুবকের শিক্ষণীয় ইসলামিক গল্প । Educational Islamic stories for old and young man -

Send a message to learn more

27/06/2023

আজানের সময় যে কাজগুলো আমাদের করা উচিত নয় ।

19/06/2023

এর পরেও কি বলবে মুসলিমরা হিংসা ছড়াচ্ছে ?

Videos (show all)

মীলাদুন্নবী কি বিদআত ?#miladunnabi #মিলাদুন্নবী #মিলাদ
Pornography and our brain 🧠
মানব মস্তিষ্কে পর্নোগ্রাফির প্রভাব । পর্ন আসক্তি পার্ট ২ #addiction  #addictionrecovery #pornaddiction
পর্ণোগ্রাফি এবং আমাদের সমাজ 😭
ভারতবর্ষে পর্নোগ্রাফির বিস্তার । পর্ন আসক্তি পার্ট ১#addiction
#shorts #shortsfeed  Is there any caste system in Islam? ইসলামে কি caste system আছে?
একটি শর্ট ভিডিও এর জবাব । Hindu Muslim social experiment . #islam #pm2vlogs #Noor&Arzoo
কিভাবে আমরা আমাদের সন্তানদের মানুষ করবো ?
ভারতে কেনো মহিলাদের সংখ্যা বাড়ছে ? #islam #ইসলাম
Reply to khan sir on polygamy ইসলামে বহুবিবাহ #ইসলাম
খান স্যারের ভিডিওর জবাব #ইসলাম
পেঁয়াজ আর রসুনের বারোটা বাজালো সনাতন ধর্ম 😂😂

Telephone

Website