Step Up Foundation for All - SUFAL
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Step Up Foundation for All - SUFAL, Nonprofit Organization, .
A non-profit & non-commercial organization registered (with Registration No- 190300772 for the year 2021) under Trust registration solely for the benefit of common people of our society.
We are happy to share the details of last day's (28/07/2023) medicinal saplings distribution program to 70 Schools of Dinhata, Cooch Behar and Tufangunj subdivisions.
A bag full of 15 different species of Ayurvedic plants are distributed among the honorable guide teacher of 70 Schools. We have provided the financial support to purchase the Ayurvedic samplings to make Herbal Garden for all the schools.
District inspector of School (DI), District Medical officer (AYUSH), Additional District Forest officer (ADFO), District Biodiversity Co-ordinator graced the occasion. Our honorable Chairman Mr. Mithun Saha and Secretary Mr. Pradip Kumar Dey were also present in that program to make awareness of the effectiveness of herbal plants and the smooth distribution of samplings.
We hope that this initiative will bring new enthusiasm throughout the district. We also request other schools to reach to us. We will provide them necessary saplings and other items to set up Herbal Gardens. Your active cooperation and participation are highly appreciated to make this district a first Herbal district of our state.
Additionally, special thanks to the School Education Dept and Forest Dept., West Bengal for considering us for this initiative.
A few pictures are attached herewith.
To make huge success of Van Mahothsav or Vanamahothsava (An annually observed tree planting festival), 2023, we directly took part in the initiative of distributing saplings to 100 schools of Cooch Behar district.
Please gather at the venue and collect the saplings to make a herbal garden in your schools.
The details of the programe:
"ভেষজ উদ্ভিদ নিয়ে কর্মশালা ও চারা বিতরণ"
স্থান: সদর গভর্নমেন্ট হাই স্কুল, কোচবিহার
তারিখ: ২৮-০৭-২০২৩ (ইং)
সময়: দুপুর ২:৩০
পরিচালনায়: জেলা স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর, আয়ুষ বিভাগ ও স্কুল শিক্ষা দপ্তর
সহযোগিতায়: বন দপ্তর, কোচ বিহার এবং স্টেপ আপ ফাউন্ডেশন ফর অল (সুফল)
***********Happy Announcement**************
We are pleased to announce that Ayush Dept of Govt of West Bengal responded our letter issued on 28/11/2022. We wanted to take part of Govt projects to set up Herbal Gardens in various colleges and schools in and around Cooch Behar district. On 11th July, we got an invitation from the District Medical Officer, DMO (Ayush) to be associated with the Bhesaj Suraksha Prakalpa, a highly successful project of Ayush Dept. We happily responded and take a pledge to work directly with Govt. for making the Herbal District and spreading awareness to use ayush plants which have huge societal, medicinal, and economic values.
We seek cooperation from every corner of society to make a green healthy sensible society for everybody.
The letter from DMO (Ayush), Cooch Behar is attached herewith.
"12 January, National Youth Day" celebration and Picnic with the youths in Baro Shalbari Village, Cooch Behar district.
Great enthusiasm among youths in the motivational session too. We must be responsible human beings for the good cause of our society.
What could be an alternate income for Special abled persons of our society?
It's our special drive to make aware the handicapped peoples and their families to start the ayurveda plantation on their premises.
Happy to get huge responses from the persons with special needs and their families.
Saplings distribution as well as Hands on training for large scale production was also part of the awareness program which in turn could be source of income for them.
Few images are attached herewith.
Hands on training for Traditional medicinal plantation among core villagers to observe National Ayurveda Day -2022.
Huge enthusiasm from the low income based core villagers especially from backward class self help male groups.
Selected photos are included.
Distribution of Herbal plants among Rabha Tribal Community peoples by Step Up Foundation for All - SUFAL Trust.
Day-long camp with fruitful interaction make it grand success. Self help groups are agreed to start huge plantation across their community areas. Hands on training also provided from our R&D team.
Local Panchayet Samiti member was also present in the program.
Selective pictures are attached.
We are happy to get associated with the "Tulsi Gram" project in collaboration with Tufangunj 2 Panchayet Samiti, Cooch Behar (W.B.). Special Thanks to BDO, Tufangunj-2 for the invitation.
We are requesting every citizens to come forward for the plantation drive to make a healthy green society.
Selective pictures are attached.
Celebration of National Ayurveda Day-2022.
Make the theme louder "Har Din Har Ghar Ayurveda"
Step Up Foundation for All (SUFAL) is celebrating the day by making an awareness camp in rural tribal areas of Tufangunj 2 block, Cooch Behar (W.B).
Selective pictures are given
Bihu celebration with specially abled childrens.
প্রতিবন্ধীদের শারীরিক অবস্থা সুস্থ মানুষের চেয়ে অনেক বেশি খারাপ ও দুর্বল। সরকারি ভাবে সরাসরি বাড়িতে সার্টিফিকেট প্রদান করার ব্যবস্থা গ্রহণ করার আবেদন জানাই।
"প্রতিবন্ধী সার্টিফিকেট তুলতে গিয়ে লাইনে দাঁড়িয়ে মৃত্যু এক ব্যক্তির। নদিয়ার কৃষ্ণনগর সদর হাসপাতালের ঘটনা ...."
https://www.facebook.com/102814471117679/posts/890419169023868/
তথ্য সূত্র: উওরবঙ্গ সংবাদ ( পেজ-৪, ২৬/১২/২০২১)
আবেদন করুন।
Scholarship Opportunity!
Hurry! Last date 15th December, 2021
ধন্যবাদ Digital Bangla টিমকে।
সংবাদে প্রচারিত কয়েকটি মুহূর্তের ছবি।
Step Up Foundation for All (SUFAL) এর উদ্যোগে অনুষ্ঠিত দ্বিতীয় স্বাস্হ্য শিবিরের কয়েকটি মুহূর্তের ছবি।
গত ৫ই অক্টোবর এর প্রথম বিনামূল্যে স্বাস্হ্য শিবিরের পর দ্বিতীয় বিনামূল্যে স্বাস্হ্য শিবিরের আয়োজন হয় ১১ই ডিসেম্বর কোচবিহার খাগড়াবাড়িতে।
উপস্থিত ছিলেন কোচবিহার এম.জে.এন. মেডিক্যাল কলেজের বিশিষ্ট চিকিৎসক ডা. কাজী আশিক ফিরদৌস মহাশয়।
দ্বিতীয় স্বাস্হ্য শিবিরে প্রায় ৮০ জন বিনামূল্যে ডাক্তারের পরামর্শ নিয়েছেন।
https://www.facebook.com/1677123572376607/posts/4673876252701309/
আজ ৫ই ডিসেম্বর,"আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবস"!
"মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য"।
জাতিসঙ্ঘ প্রতিবছর ৫ ডিসেম্বরকে আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস হিসেবে ঘোষণা করেছে।
স্বেচ্ছাসেবী এবং স্বেচ্ছাসেবী সংস্থাগুলির পক্ষে বিশ্ব সম্প্রদায়, বেসরকারী সংস্থা (এন জি ও), জাতিসংঘের সংস্থা, সরকারি কর্তৃপক্ষ এবং বেসরকারী খাতের সাথে তাদের প্রচেষ্টাকে উৎসাহিত করা, তাদের কাজের প্রচার করা, তাদের মূল্যবোধ ভাগ করে নেয়ার এক অনন্য সুযোগ সৃষ্টি হয় এর মাধ্যমে।
১৯৮৫ সালের ডিসেম্বরে জাতিসংঘের সাধারণ অধিবেশনে সর্বপ্রথম প্রতি বছর ৫ ডিসেম্বর আন্তর্জাতিক স্বেচ্ছাসেবক দিবস উদযাপনের সিদ্ধান্ত গৃহীত হয়।
নিজের ব্যাক্তিগত মূল্যবান সময় খরচ করে স্রোতের বিপরীতে গিয়ে দেশ,অসহায় মানুষদের জন্য কিছু করা এদের পেশা নয় নেশা হয়ে দাঁড়িয়েছে ।
বিনিময়ে কিছু পাবার আশায় নয়, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে।
স্যালুট সকল স্বেচ্ছাসেবীদেরকে।
সকল স্বেচ্ছাসেবীদের কে জানাই আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী দিবসের শুভেচ্ছা ।
বিশ্ব প্রতিবন্ধী দিবস আজ!
প্রতিবন্ধকতা বিষয়ে সচেতনতার প্রসার এবং প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা সম-উন্নতকরণ, অধিকার সুরক্ষা এবং উন্নতি সাধন নিশ্চিত করার লক্ষ্যে প্রতিবছর ৩ ডিসেম্বর বিশ্ব প্রতিবন্ধী দিবস হিসেবে পালন করা হয়।
১৯৯২ সাল থেকে এই দিবসটি পালিত হয়ে আসছে জাতিসংঘের তত্ত্বাবধানে। শারীরিকভাবে অসম্পূর্ন মানুষদের প্রতি সহমর্মিতা ও সহযোগীতা প্রদর্শন ও তাদের কর্মকন্ডের প্রতি সম্মান জানানোর উদ্দেশ্যেই এই দিবসটির সূচনা।
বিশ্বজুড়ে প্রতিবন্ধী দিবসের অনুগামিতার পিছনে আছে এক ঘটনাবহুল জীবনস্মৃতি। ১৯৫৮ খ্রিস্টাব্দের মার্চ মাসে বেলজিয়ামে এক সাংঘাতিক খনি দুর্ঘটনায় বহু মানুষ মারা যান। আহত পাঁচ সহস্রাধিক ব্যক্তি চিরজীবনের মতো প্রতিবন্ধী হয়ে পড়েন। তাদের জীবন দুর্বিষহ হয়ে ওঠে। তাদের প্রতি সহমর্মিতায় ও পরহিতপরায়ণতায় বেশ কিছু সামাজিক সংস্থা চিকিৎসা ও পুনর্বাসনের কাজে স্বতঃপ্রবৃত্ত ভাবে এগিয়ে আসে। এর ঠিক পরের বছর জুরিখে বিশ্বের বহু সংগঠন সম্মিলিত ভাবে আন্তর্দেশীয় স্তরে এক বিশাল সম্মেলন করেন। সেখান থেকেই প্রতিবন্ধকতা সম্পর্কে বিস্তারিত সব তথ্যের হদিশ মেলে। সেখানে সর্বসম্মতভাবে প্রতিবন্ধী কল্যাণে বেশকিছু প্রস্তাব ও কর্মসূচি গৃহীত হয়। খনি দুর্ঘটনায় আহত বিপন্ন প্রতিবন্ধীদের প্রতি দৃষ্টি আকর্ষণের জন্য বিশ্ব প্রতিবন্ধী দিবস পালন করতে আহ্বান জানানো হয়। সেই থেকেই কালক্রমে সারা পৃথিবীর প্রতিবন্ধী মানুষের প্রতি সহযোগিতার হাত বাড়ানোর দিন হয়ে উঠেছে।
দিবসটি সফল হোক।
বাক-প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য যুগান্তকারী আবিষ্কার!
ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ টেকনোলজি (IIT), যোধপুর এবং অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স (AIIMS), যোধপুরের গবেষকরা বাক-প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য কম দামের "টকিং গ্লাভস" তৈরি করেছেন৷
পেটেন্ট করা ডিভাইসটির দাম 5000 টাকার কম এবং এটি স্বয়ংক্রিয়ভাবে বক্তৃতা তৈরি করতে কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) এবং মেশিন লার্নিং (ML) এর নীতিগুলি ব্যবহার করে যা ভাষা-স্বাধীন হবে এবং নিঃশব্দ ব্যক্তি এবং অ-অক্ষম ব্যক্তিদের মধ্যে যোগাযোগের সুবিধা দেবে৷
গবেষক দলের মতে, ডিভাইসটি ব্যক্তিদের হাতের অঙ্গভঙ্গিগুলিকে পাঠ্য বা প্রাক-রেকর্ড করা কণ্ঠে রূপান্তর করতে সাহায্য করতে পারে, একজন ভিন্নভাবে সক্ষম ব্যক্তিকে স্বাধীন করে তোলে এবং কার্যকরভাবে বার্তাটি যোগাযোগ করতে পারে।
" ডিভাইসটি আজকের বৈশ্বিক যুগে কোনও ভাষা-বাধা ছাড়াই মানুষকে মূলধারায় ফিরিয়ে আনবে। ডিভাইসটির ব্যবহারকারীদের শুধুমাত্র একবার শিখতে হবে এবং তারা তাদের জ্ঞানের সাথে যেকোন ভাষায় মৌখিকভাবে যোগাযোগ করতে সক্ষম হবে," বলেন সুমিত কালরা, সহকারী অধ্যাপক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ, আইআইটি যোধপুর।
অতিরিক্তভাবে, ডিভাইসটিকে রোগীর আসল ভয়েসের মতো একটি ভয়েস তৈরি করতে কাস্টমাইজ করা যেতে পারে, যা ডিভাইসটি ব্যবহার করার সময় এটিকে আরও স্বাভাবিক দেখায়, কালরা বলেছেন।
ডিভাইসে, প্রথম সেট সেন্সর দ্বারা বৈদ্যুতিক সংকেত তৈরি করা হয়, যা একজন ব্যবহারকারীর প্রথম হাতের বুড়ো আঙুল, আঙুল এবং কব্জির সংমিশ্রণে পরিধানযোগ্য। এই বৈদ্যুতিক সংকেতগুলি আঙ্গুল, বুড়ো আঙুল, হাত এবং কব্জির নড়াচড়ার সংমিশ্রণ দ্বারা উত্পাদিত হয়। একইভাবে, অন্য দিকে সেন্সরগুলির দ্বিতীয় সেট দ্বারা বৈদ্যুতিক সংকেতও তৈরি হয়।
"এই বৈদ্যুতিক সংকেতগুলি একটি সংকেত প্রক্রিয়াকরণ ইউনিটে গৃহীত হয়। প্রাপ্ত বৈদ্যুতিক সংকেতগুলির মাত্রাকে সংকেত প্রক্রিয়াকরণ ইউনিট ব্যবহার করে একটি মেমরিতে সংরক্ষিত প্রাক-সংজ্ঞায়িত সংমিশ্রণের বহুত্বের সাথে তুলনা করা হয়। AI এবং ML অ্যালগরিদম ব্যবহার করে, এইগুলি সংকেতগুলির সংমিশ্রণগুলি ধ্বনিতত্ত্বে অনুবাদ করা হয় যা কমপক্ষে একটি ব্যঞ্জনবর্ণ এবং একটি স্বরবর্ণের সাথে সম্পর্কিত।
"টিমটি ডিভাইসটির স্থায়িত্ব, ওজন, প্রতিক্রিয়াশীলতা এবং সহজে-ব্যবহারের মতো বৈশিষ্ট্যগুলিকে আরও উন্নত করার জন্য আরও কাজ করছে৷ উন্নত পণ্যটি আইআইটি যোধপুর দ্বারা উত্পাদিত একটি স্টার্টআপের মাধ্যমে বাণিজ্যিকীকরণ করা হবে," তিনি বলেছিলেন৷
তথ্য সূত্র: Republic Network
"অষ্টম শ্রেণীর ছাত্র-ছাত্রীদের জন্য কেন্দ্রীয় সরকারের স্কলারশিপ"
দুঃস্থ ও প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের সম্পূর্ণ বিনামূল্যে অনলাইন আবেদন করার উদ্যোগ আমাদের।
আবেদনের শেষ তারিখ: 30/11/2021
ফর্ম পূরণ সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
যোগাযোগ করুন:
Step Up Foundation for All (SUFAL) Trust, Cooch Behar 📞8597169200📞
🙏🙏 মানবিক বার্তা🙏🙏
👉স্বাধীনতার পচাত্তরটি বসন্ত পার করেও গোটা দেশ তথা রাজ্য যখন উওরোওর বৃদ্ধির লক্ষ্যে ধাবিত হচ্ছে, ঠিক সেইসময় শীতে কম্পমান সহায় সম্বলহীন, বিশেষ করে প্রতিবন্ধী মানুষ গুলো শীত বস্ত্রের অভাবে কি নিদারুণ কষ্টে দিনানীপাত করছে! ডিজিটাল ভারত, গ্ল্যামারাস ভারতের পাশাপাশি এ যেন ধূসর খর বাস্তবতা।
"জীবে প্রেম করে যেইজন সেইজন সেবিছে ঈশ্বর", পরমপুরুষ রামকৃষ্ণ দেবের এই মহান আদর্শ কে পাথেয় করে তাই আমরা STEP UP FOUNDATION FOR ALL(SUFAL), Cooch Behar উদ্যোগ নিয়েছি এইসব শীতার্ত প্রতিবন্ধী মানুষদের গরম কাপড় (কম্বল) প্রদান করে এইসব শ্রী হীন প্রতিবন্ধী জীবনে সামান্য উষ্ণতার ছোয়া প্রদান করতে।
তাই আসুন নিজেদের বিবেক কে জাগ্রত করি, নিজেদের সামর্থ্য বুঝে, সেবাধর্ম পালনে ব্রতী হই এইসব শীতার্ত মানুষ দের কল্যানে।
সরাসরি সাহায্য পাঠানোর ঠিকানা:
Name: Step Up Foundation for All SUFAL
Bank Account No. : 40560483514
State Bank of India
IFSC: SBIN0011382
এগিয়ে আসুন, পাশে থাকুন।🙏🙏🙏
*Mission of Spreading Warm Love'
an initiative by our Organization to help the poor disabled to overcome the harsh cold weather by distributing winter clothes/blankets.
Please come forward and donate us.
Please scan the code & pay to Millap account.
Thanking you all.
❤️❤️❤️ "Mission of Spreading Warm Love" ❤️❤️❤️
বিশেষ চাহিদাসম্পন্ন দুঃস্থ মহিলা, শিশু ও বৃদ্ধদের শীতবস্ত্র বিতরন।
সবাই এগিয়ে আসুন ও সাধ্যমত সহযোগিতার হাত বাড়িয়ে দিন যাতে কোনো প্রতিবন্ধীরা এই শীতে কষ্ট না পায়।
https://milaap.org/fundraisers/support-support-for-disabled-people #
Help an IITian Who is Saving Hundreds of Disabled People To Overcome Help an IITian who is saving Hundreds of Disabled people to overcome the deadly winter of North Bengal. Could we make this year’s 25th December a highly memorable day of our life by spreading warm love & making them smile! Amidst the first and second wave of this pandemic, Step Up Foundation for A...
প্রতিবন্ধী ছাত্রছাত্রীদের স্কলারশিপ।
ফর্ম পূরণ সংক্রান্ত যে কোনো সহায়তার জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।
Step Up Foundation for All (SUFAL) Trust, Cooch Behar।
আমরা গর্বের সাথে জানাচ্ছি, এবারে আমরা যুক্ত হয়েছি বক্সিরহাট এর সাথে। বক্সিরহাট উচ্চ বিদ্যালয়ের (H.S.) প্রথম প্রাক্তন ছাত্র-ছাত্রী সভার আর্থিক সহযোগিতা করতে পেরে আমরা আনন্দিত।
We have proudly announced to get associate this time with Bakshirhat. Happy to Sponsor the 1st Alumni Meet of Bakshirhat High School (H.S.).
পাহাড় থেকে সমুদ্র, উওরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, সাদামাটি থেকে লালমাটি সর্বত্র সাধারণ মানুষের পাশে দাঁড়াতে অঙ্গীকারবদ্ধ "SUFAL"।
এবারে পুজোতে কলকাতার সন্নিকটে ফলতা অঞ্চলে দুঃস্থ অসহায় মহিলাদের পাশে দাঁড়ালাম আমরা। নতুন বস্ত্র ও স্যানিটারি প্যাড বিতরণ করা হয়।
আমরা Step Up Foundation for All (SUFAL) trust এর পক্ষ থেকে ধূপগুড়ি্র এই ফুটফুটে বাচ্চাটির পড়াশোনার দায়িত্ব নিতে চাই।
ধূপগুড়ি এলাকার কেউ কি আছেন? বাচ্চাটির বাবা ধূপগুড়ি পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সঞ্জয় তরফদার। ওনার Contact No. দয়া করে কেউ কি জোগাড় করে দেবেন?
জনগনের সেবায় নিয়োজিত SUFAL Trust। বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের উদ্বোধনে উপস্থিত সাধারণ মানুষেরা ও MD/MS ডাক্তাররা ।
দারুণ সাড়া মিললো প্রথমবার কোচবিহারে সম্পূর্ণ বিনামূল্যে আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে।
Step Up Foundation for All (SUFAL) trust এর উদ্যোগে কোচবিহারের খাগড়াবাড়িতে আয়োজিত এই শিবিরে ৬ জন MD/MS ডাক্তার (Paramount হাসপাতাল, শিলিগুড়ি থেকে আগত) বিনামূল্যে ডাক্তারি পরামর্শ দেন।
আগামী দিনে নিয়মিত এরকম শিবির আরও হবে। সর্বসাধারণের সহযোগিতা কাম্য।