Acharya Sanjay
Welcome to official page of Acharya Sanjay Chakrabarty. Website : www.acharyasanjay.com
Most people live for themselves while certain people live for others. If we take a close look at the life and works of Acharya Sanjay Chakrabarty we can find this truth. It may be said for Sanjay that Music and Literature was the colour of his blood. His father, Late Ajit Kumar Chakrabarty, was a musician at heart. Sanjay is a restless seeker of truth in perspective of music ever since. His quest
সাম্য আমার কাছে আসছে বছর চারেক যাবৎ। সবরকমের গানে ওর রুচি এবং নিষ্ঠা আমাকে বেশ আহ্লাদিত করে।
পড়াশোনাতেও সাম্য বেশ এগিয়ে। স্কলার মেকানিক্যাল ইঞ্জিনিয়ার। কথা কম বলে। মুচকি হাসি অথবা গম্ভীর মুখ দেখেই শেখাবার বিষয় বা পদ্ধতি নির্বাচন করতে হয়।
বিগত সেপ্টেম্বরে "প্রাণসঙ্গীত একাডেমি"র প্রতিষ্ঠা উপলক্ষে "জন্মাষ্টমী সঙ্গীত সম্মেলন"এ সাম্য গাইল কবীরদাসজীর নির্গুণ ভজন। সঙ্গীতের কিংবদন্তী গন্ধর্বলোকাগত পন্ডিত কুমার গন্ধর্ব এই গানটি প্রায়ই গাইতেন। ও সাহস করল তাই আমিও সাহস দিলাম। পরিণাম আপনারা বলতে পারবেন। বলবেন এবং এই মর্মে আশীর্বাদ করবেন যে, সাম্য যেন যন্ত্রবিদ্যা এবং সঙ্গীতবিদ্যার মধ্যে প্রকৃত "সাম্য" বজায় রেখে আগামীদিনে সমাজে ও জীবনে অধিকতর সাম্য ফিরিয়ে আনবার কাজে লাগে। 🙏🌻🙏
RESURRECTION of MUSIC in INDIA
On 3rd of September 2023, The bound copy of “ The perfect Note for Life “ has been launched for the first time by Swami Suparnananda Maharaj, secretary, Ramkrishna Mission Institute of culture. One of the prominent inspiration behind this book launch is “ peerless Hospital “, kolkata. The book is officially published by S.V.Y.A.S.A., Bangalore publication.
We hope to offer you an introduction to all the guides in the inner circle of ‘sonusism’ , as well as a chance to better your life and society.
There are four basic pillars of ‘Sonusism’ , A) Music, B)Physiology, C) Yoga, and of course D) philosophy. Experts of these subjects have shared their views on the foreword of the book.
Padma Vibhushan Ustaad Amjad Ali Khan has written about Musical relevance. Physiological relevance is written by professor Dr. K K Deepak, former Head of physiology, AIIMS, New Delhi and current IIT (Biotechnology) , New Delhi and Former president of Cardiological Society of India and current HOD, Cardiology , peerless Hospital, kolkata, prof. Dr. Anjan Lal Dutta.
Padma Shri Dr. H.R.Nagendra, a nationally respected yogic expert, Ex- NASA scientist and present Chancellor of S.Vyasa University has written about the relationship of this book with yoga. The aspect of philosophy has been reviewed by learned people like our respected and loved literary-philosopher Mr. Sanjeev Chattopadhyay.
To collect, call (91) 7980127287 🙏🙏🙏
Ustad Taufiq Qureshi is ofcourse generally known as the youngest son of the ever glorious fatherly Ustad Allahrakkha Khan, as the last level rhythm maker and a living legend of story telling with the languages of different rhythmic musical instruments, any time, any where but.....
But sometimes I do feel that Taufiq Bhai is "rhythm" himself.
The master of "timings" likes to spend some time with "THE PERFECT NOTE FOR LIFE" and loves the messages of the book those I did love to send to all of you through my write up . As such I am sharing few edited words from him, particularly pertinent to this book " THE PERFECT NOTE FOR LIFE.🙏🌻🙏
Indian Music has a long reach. Monoamines are within arm’s reach of this music.
However, if you have knowledge and experience about how much hypothalamus can be activated by the application of a certain phrase of a certain octave projected at a certain angle at a certain vertebral position of parasympathetic or sympathetic fibres, then you can try exercising such act after watching this video while seated at home. But if you don’t have thorough knowledge or are inexperienced then it’s better to not practice such acts simply out of curiosity post watching this video , as it may put you in danger. There is no point in extending a particular situation to an extent where one has to call an ambulance as a result of meeting upto someone’s illogical urge.
Those who have proper training in ‘pransangeet’ must initiate in controlling the blood pressure of special patients with special causes of blood pressure in this way without any adverse effect, as a token of humanity.
GURU-SHISHYA PARAMPARAA
ওগো বন্দি তোমারে গুরু,
তুমি যে আমার সুধার সিন্ধু।
আমি যে তৃষিত মরু।
In Studio today
Maatha Baanchaao
MYSTERIES UNFOLDED PART 9
MYSTERIES UNFOLDED PART 8
"উৎকেন্দ্রিক সব"। ছোট করে বললে বোধহয় "উৎসব"।😊 আমাদের এই বারো মাসে একুশ উৎসবের দেশে একটানা কিছু করতে গেলে সবার আগে দোটানা এসে দাঁড়ায়। 😁
বাদ গিয়েছে সেপ্টেম্বর।🤔
অক্টোবর থেকে আবার চালু। 😌
মাসের শেষ শনিবার।👌
রহস্য উন্মোচন। 🙏🌻🙏
Dear friends, we are then meeting today and tomorrow at UTTAM MANCHA 4.30 p.m. Sharp
🌻🙏🌻
MYSTERIES UNFOLDED (part 7)
এইবছর কলেজ স্ট্রিট বইমেলায়।
দিনে দিনে "প্রাকৃত-অপ্রাকৃত" নিয়ে অনেকেই সরব হচ্ছেন।
সকলের আরো ভালো হোক। 🙏🙏🙏
দেখতে দেখতে কেটে গেল একমাস।
আগামীকাল শনিবার রহস্য উদঘাটনের ছ'নম্বর ঘরে ঢুকবো।
রাত এগারোটা থেকে তল্লাশি চালিয়ে দেখা যাক সেখানে ঠিক কী কী মনি-রত্ন রয়েছে যা কিনা আমাদের জীবনকে হাজার- লক্ষ-কোটি গুণে সমৃদ্ধ করে দিতে পারে!!!
"মহাগুরু"।
Whatsapp এ সামান্য দু-একজন হলেও একথা লিখছেন। গতবছর অবধি এইরকমের কুশিক্ষিত কথা সঙ্গীতজগতের থেকে অন্তত পাইনি। দিনে দিনে কোত্থেকে কিসব জঞ্জাল এসে এই বাংলায় জমা হচ্ছে কে জানে !
আজকের গুরু পূর্ণিমার দিনে অন্তত দয়া করে এই চ্যাংড়ামি বা ফাজলামিটুকু করবেন না। আপনাদের পায়ে পড়ি। আসলে কি জানেন? ভোগের আকাঙ্ক্ষায় এবং কেবল একমাত্র ভোগেরই আকাঙ্ক্ষাতে দিন কাটে যে যুগে,এমনকি সেই যুগেও, এই "গুরু" ব্যাপারটি অন্তত আজো পুরোপুরি বিক্রি হয় নি। কেন? সেই কথাই বলছি। মার্কেটিং নামক মহাজাগতিক কালসর্প এসে আলপিন থেকে বাপ-মা পর্যন্ত প্রায় সবই বেচে দেবার পরেও এই "গুরু" ব্যাপারটিকে পুরোপুরি বেচতে পারেনি। কারণ? লিখছি।
বিক্রি-বাট্টার সুবিধার জন্য সিনেমার পরিচালককে মহাপরিচালক বানানো গিয়েছে। নায়ককে বানানো গিয়েছে মহানায়ক। আশ্রমে,মঠে-মন্দিরেও বাইরের সমাজের সঙ্গে কেনাবেচা চলে। বিক্রি-বাট্টার স্বার্থে সেখানে শত শত সন্ন্যাসী হয়েছেন শত শত মহারাজ।
এদিকে প্রকৃতিতে, প্রকৃতির সাধারণ নিয়মেই শ্রেষ্ঠ পুরুষ রয়েছেন মহাপুরুষ হিসেবে। অনন্তকাল রয়েছে মহাকাল হয়ে। অখন্ড মায়া রয়েছেন মহামায়া নামে।
কিন্তু প্রকৃতিকে তো আর আমরা গড়ে তুলিনি। বরং প্রকৃতিই আমাদের জন্ম দিয়ে, জল দিয়ে, বাতাস দিয়ে, মৃত্যু দিয়ে বাঁচিয়ে রেখেছে।
প্রকৃতি,--- বাইনারির বাটখারার ধার ধারে না।বাইনারির ভন্ডামি তো আমরা বানিয়েছি। আমরা। মহামানুষেরা ।
মহাকাল আর মহামায়ার মধ্যে দাড়িপাল্লার উঁচু-নিচু নেই। কিন্তু পাঁচশো গ্রামের শোল মাছ তিনশো টাকা কিলো দরে দেড়শ টাকায় পাওয়া যায়। আর ঐ মাছটাই যদি তিন কেজি ওজনের হয়ে যায় তাকে বলে মহাশোল মাছ। সে মাছের এক কিলোর দাম পাঁচশো টাকা। আসলে মাছের দাম নয় "মহা"র দাম।
কিন্তু মানুষের তৈরি এই "মহা"র দরাদরির বাজারে "গুরু"কে এনে ফেললে ব্যাপারটা অশ্লীলতার কাছাকাছি পৌছে যায়।
কারণ,--- প্রাথমিকভাবে "গুরু" কোন বস্তু বা চরিত্র নয়।
গুরু হলো সনাতন সভ্যতার একটি শ্রেষ্ঠ তত্ত্ব আর সেই তত্ব স্বয়ংসম্পূর্ণ এবং চূড়ান্ত। এই তত্ত্বের "মহা" বা "অপ" করতে গিয়ে মহাগুরু তত্ত্ব বা অপগুরু তত্ত্ব ব্যাপারটা অশ্লীল হয়ে যায়। যুগে যুগে গুরুতত্ত্বের আংশিক বা সম্পূর্ণ লক্ষণ যেসব চরিত্রের মধ্যে পাওয়া যায় তাঁদের যথাক্রমে গুরুতুল্য বা গুরু বলে বলা যেতে পারে। প্রাচীন সময়ে গুরুতত্ত্বের সর্বোত্তম প্রকাশ পাওয়া গিয়েছিল "মহাভারত" নামক "মহাকাব্য"- রচয়িতা ব্যাসদেবের চরিত্রে। ("ভারত" বা "কাব্য" শব্দদুটির আগে "মহা" নামের উপসর্গ যোগের সার্থক দার্শনিক ও বৈজ্ঞানিক যুক্তিগুলো আপনারা অনেকেই জানেন। প্রসঙ্গান্তরে তা নিয়ে সুদীর্ঘ আলোচনা করা যেতেই পারে।) সেই কারণেই ভারতবর্ষের ""জাতীয় গুরু"" ব্যাসদেবের জন্মের দিনটিকে ব্যাসপূর্ণিমা বা গুরুপূর্ণিমা বলে সনাতন ভারত ধরে নিয়েছে।
কিন্তু আজ, সময় যে রকম অশ্লীলতার দিকে এগুচ্ছে তাতে মনে হয় অচিরেই মহাপরিচালকপূর্ণিমা, মহানায়কপূর্ণিমা এমনকি মহাগুরুপূর্ণিমা --- এইসব পর্যন্ত এসে হাজির হবে! কি ভয়ংকর !!! এই মুহূর্তে সকলেরই সতর্ক হয়ে সাবধান হয়ে যাওয়া উচিত। নইলে এবার গুরু নিয়েও বাইনারির ব্যাবসা চালু হবে। কে গুরু? কে মহাগুরু? শ্রীরামকৃষ্ণ নাকি বাবা লোকনাথ? রবীন্দ্রনাথ নাকি আইনস্টাইন? জ্ঞানপ্রকাশ নাকি আলাউদ্দিন? যীশুখৃষ্ট নাকি মুহম্মদ? কালুবাবা নাকি দিলুবাবা? তন্ত্রবাবা নাকি জ্যোতিষবাবা?
হায় ভগবান !!!!!!!!!!!
জয়গুরু। রক্ষে কর গুরু।🙏🙏🙏
MYSTERIES UNFOLDED PART 6
Please listen the whole content. Orhewise you will arrive at a different point, other than the proper destination of faith and practice and will have a wrong interpretation of a right thing,required for your better living. So please be careful.🌻🌻🌻
দয়া করে হয় পুরোটা শুনুন নয় আদৌ শুনবেন না। ৪০ মিনিটের মতো সময় হাতে নিয়ে বসবেন। নইলে হিতে বিপরীত এর আশঙ্কা। জীবন ভুল খাতে বইতে পারে। সাবধান।🙏🙏🙏
আগামী শনিবার রাত এগারোটায় আবার আমার পেজ থেকে-----
বিষয়-- উত্তর ভারতীয় শাস্ত্রীয় সংগীতের অধঃপতনের প্রধান কারণসকল এবং পুনরুত্থান বিষয়ক প্রকল্পগুলির অবতারণা। 🙏🙏🙏
I do always try to dedicate each and every solar day to music and associates, cause my existence in this world is set to the same. So no world MUSIC DAY as speciality. .
Now, today, which is marked internationally as the worldmusic day if you are interested to listen WORLDMUSIC, performed or composed by me then please open any one of the following links,scroll for few seconds or use the search engines of those related apps,---- you will surely find quite a few presentations. I shall be really greatful to you, friends, if you directly mention which or what quality of my music you did really enjoy or dislike -- as your comments. It will really help me to educate me more.Thanks and regards in advance. Please pray for me that I can grow myself as more and more useful in this mortal world having immortal music
🙏🙏🙏
Link 1 --- www.acharyasanjay.com ( official website of mine)
Link 2 ---- creativeartandartist ( you tube)
আবার দেখা হতে পারে ঐ একই সময়। আগামী শনিবার।🌻🙏🌻
সত্যি বলতে কি "প্রাকৃত-অপ্রাকৃত" আকারে আকৃতিতে সবদিক থেকে দেখতে শুনতে একটি বই-মত হলেও আসলে একটি বিশেষ জীবনপদ্ধতির ভিত্তি-নির্মাণ। দ্য সায়েন্স অফ বেটার লিভিং। ভাব-বিজ্ঞানভিত্তিক এই দর্শনের আন্তর্জাতিক নাম হল সোনাসিজম। তবে বইটি পড়লেই যেকথা বোঝা যায়, তাই নিয়ে এত গৌরচন্দ্রিকা কেন, এবার তা বলি।
এই বাংলার সবচেয়ে জনপ্রিয় পাবলিশার্স থেকে শুরু করে আরো কিছু হেভিওয়েট পাবলিকেশন হাউসে দু-তিন বছরের বিভিন্ন সময় ধরে বিভিন্ন দিনে এই বই ছাপানোর বিষয়ে কথা বলতাম । সেখানকার বন্ধু এবং শুভাকাঙ্খীরা এই গ্রন্থ প্রকাশ করবার জন্য সাদরে এগিয়েও এসেছিলেন। কিন্তু হাউসের নিয়ম তো সকলকেই মানতে হয়। বোর্ড অফ এডিটরস্ এর অপারেশন থিয়েটার এর বেডে,এক থেকে তিনমাস ধরে পড়ে থাকতে হবে আমার বইয়ের পাণ্ডুলিপিকে !
এডিটরস্? সুদীর্ঘ কাল ধরে আমার নিজের গবেষণার থেকে পাওয়া জীবনপদ্ধতির বিষয়ে যে বই,- সেই বই এর শব্দ, বাক্য প্রভৃতির কাটা--ছেঁড়া করবে কোন হাতুরে? ওরে বাপরে বাপ। তিনমাস ধরে সার্জারি চলবে আমার পান্ডুলিপির পাতায় পাতায় ? নোতুন দর্শন বিষয়ক প্রথম বই এর প্রথম প্রকাশের ক্ষেত্রে আশঙ্কার যেন আর শেষ নেই। মাঝে মাঝে তো এই আশঙ্কাও হত যে, আমার লেখার ভাবের কিডনি,ধারণার লিভার--, মাসতিনেকের মধ্যে এগুলোও যদি চোরা পথে পাচার হয়ে যায় অন্য কোথাও? অন্যকারুর অন্য বইয়ের পাতায় পাতায়!! অচেনা নার্সিংহোমে, অজানা পরিষেবার অন্দরমহলে আজকাল কী হয় কী না হয় !!!
আসলে কয়েক বছর ধরে প্রায় কালঘাম ছুটিয়ে লেখা এই বইয়ের যে কোন পরিচ্ছেদের যে কোন শব্দ বা বাক্য পর্যন্ত ,আমার শরীরের অঙ্গ-প্রত্যঙ্গের মত হয়ে দাঁড়িয়েছিল। সেখানে কোনো এডিটর বা পাবলিশারের বোর্ড অফ এডিটরস্,-- আমার কাছে মুখোশে ঢাকা হাতুরে সার্জেন বা কসাইয়ের ভয়ঙ্কর রূপ নিয়ে দমচাপা রাতের দুঃস্বপ্নের চরিত্রের মত ছিল।
" না। এরচেয়ে থাক পড়ে এই পান্ডুলিপি। বই প্রকাশ করবারই দরকার নেই।"--- কথায় কথায় একদিন এই কথাটা বলে ফেললাম আমার পুত্রসম ভাই অর্ণবকে।অর্ণব চক্রবর্তী। পেশায় শিক্ষক,লেখক এবং অতি উচ্চমানের ফ্যাশন ডিজাইনার আর নেশায়,-- দুনিয়ার হিন্দি-বাংলা গানের জীবন্ত মিউজিয়াম। আমার এই "থাক পড়ে থাক পাণ্ডুলিপি"---কথাটা সে খুব একটা ভালো ভাবে নিলো না।
কয়েক দিন যেতে না যেতেই অর্ণব আমার বাড়িতে নিয়ে এলো তার বন্ধু এক ভীম তাগড়াই যুবককে। দেখে মনে হয় রেসলার অথচ আগাপাশতলা সংস্কৃতি দিয়ে মোড়ানো। এমন মানুষ সচরাচর খুব একটা দেখিনি। নাম অভিষেক পাল। অর্ণব বললে, "এঁদের পাবলিকেশন হাউজ অত্যন্ত অভিজাত এবং প্রায় পঁচাত্তর বছরেরও বেশি সময় ধরে এঁরা শতশত বিদ্বানের শতশত গ্রন্থ প্রকাশ করেছেন। ওকে আমি সব বলেছি। এবার তোমাকে বলি। নবভারতী প্রকাশনী তোমার বই প্রকাশ করবে।"
প্রথমে আমি একটু দ্বন্দ্বে পড়লাম। প্রকাশনীর কর্ণধারককে না চিনলেও নবভারতী প্রকাশনীর নাম তো আমিও ছেলেবেলা থেকেই শুনে আসছি। জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন স্কুলের বিভিন্ন ক্লাসরুম আর বিভিন্ন টিচারদের কথা মনে পড়ে গেল। আমি সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষক এর ছেলে। ছোটবেলা থেকে অবৈতনিক বা সবৈতনিক সরকারি স্কুলের বাংলা মিডিয়ামে পড়েই বড় হয়েছি। নবভারতী প্রকাশনীকে আমি শিক্ষকদের বেতের ডগায় আর নিজের হাড়ে হাড়ে চিনি বৈকি!!!
অভিষেক বলল, "সে সময় বাবা দেখতেন। এখন আমি দেখি"। বলতে বলতে টেবিলের উপরে রাখা পান্ডুলিপি দুই হাত দিয়ে তুলে নিজের বুকে জড়িয়ে ধরলে! আমি বাকরুদ্ধ । অভিষেক বলল,"বোর্ড অফ এডিটর'স আমারও আছে কিন্তু তারা কেউই পান্ডুলিপি ছুঁয়েও দেখবেন না। এমনকি সমস্ত প্রুফ পর্যন্ত তুমিই দেখবে। এই পান্ডুলিপি আজ আমি নিয়ে যাচ্ছি। আমি এক লাইনও পড়িনি কিন্তু কথা দিচ্ছি যে এই বইয়ের একটি শব্দেও কোন পরিবর্তন হবে না"।
এমন কথাও কোনো পাবলিশার বলে? বললাম, তোমার জন্য একটু ঝুঁকি হয়ে যাচ্ছে না কি? ওই ভীমমৃর্তি বলল, "জীবনে ঝুঁকি অনেকবার নিয়েছি, না হয় আরেকবার নিলাম!"
সেই শুরু। ব্যবসার মধ্যে থেকেও বিদ্যার প্রতি আন্তরিকতা ও শ্রদ্ধার যেসব নমুনা অনেক আগে পাওয়া যেত,আধুনিককালে যা বিশেষ দুর্লভ,----বলতে পারেন আপনাদের আশীর্বাদে আমাদের লেখক-প্রকাশক সম্পর্কের মধ্যে, দিনে দিনে তা যেন নোতুন করে জেগে উঠলো। মিত্র ঘোষ পাবলিশার্স এর সঙ্গে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় , আনন্দবাজার এবং সুনীল গঙ্গোপাধ্যায়, দে'জ এর সঙ্গে যেমন নারায়ণ সান্যাল, অনেকটা সেই সেদিনের মতো।
লেখক প্রকাশকের এই সম্পর্ক সেসব দিনে যেন আরো প্রাণবন্ত হয়ে উঠত এই পয়লা বৈশাখে।
পুরোনো বইয়ের আনাগোনা কেমন? নতুন বইয়ের ধারণা কি বা কেমন? এই সব নিয়ে আলোচনা, পর্যালোচনা,আড্ডা। মিষ্টিমুখ।গরম চা। সে এক দারুন মজার ব্যাপার।
সেই মজাই হল আজ। গিয়েছিলাম কলেজ স্কোয়ার সাহিত্য উৎসবে। সাহিত্য উৎসব হওয়ায় হেভিওয়েট প্রকাশকের সঙ্গে সঙ্গে কিছু ক্রেতা আর হেভিওয়েট পাঠক-পাঠিকারাও সঙ্গে রইলেন। 🌻🙏🌻
MYSTERIES UNFOLDING...PART 2
SHARE TO AWARE..... ISSUES MAY GROW AS DETRIMENTALFOR TOMORROW..MAY CAUSE YOUR MENTAL AND/OR PHYSICAL DEATH.
IT'S YOUR TODAY'S AWARENESS ONLY, THAT MAY SAVE MILLIONS OF TOMORROW.
Its IMPORTANT
MYSTERIES UNFOLDING ..Part 1
এই শনিবার থেকে শুরু হচ্ছে দ্বিতীয় ক্রম।
Second Series...""MYSTERIES UNFOLDING".
ডাক্তারের পরামর্শ, সব উপদেশ সবসময় মনে রাখা সম্ভব হয় না। তারচেয়ে বৈদিক ব্যবস্থা ভালো। দু'কলি গান গুন গুন করে যদি সব মনে থেকে যায়, রোগের আক্রমণ থেকে রেহাই পাওয়া যায় তবে ক্ষতি কি?
আমার মনে হচ্ছে মাত্র ১৫ দিনের মধ্যে সবাই দেখে উঠবার সুযোগ পাচ্ছেন না। মাত্র একবার শুনে অনেকের মনও মানছে না। অনেক ব্যস্ততার মধ্যে দুবার শুনতে চাইলে তার আগেই আরেকটি এসে পৌঁছে যাচ্ছে।
মনে হয় আরো একটু মনোযোগের অবসর প্রয়োজন।
তাই এবার থেকে MYSTERIES OF INDIAN MUSIC FB LIVE লাইভ, প্রতি মাসে মাত্র একবার করে।
তাতে আগের দ্বাদশ পর্বগুলো নতুন করে শুনে নেবার সময় আর অবসরটুকুও পাওয়া যাবে এবং আরো ভালো করে বোধগম্য বা আলোচনা-সমালোচনা ইত্যাদি করার পর রহস্যের নতুন নতুন পর্যায়ে নতুন করে পৌঁছানো যাবে।
যাদের এখনো একবারও শোনার সময় হয়নি তারাও এই অবসরে সেই সময় পেয়ে যাবেন।
২০২২ এ এই সিরিজ এর শিরোনামমেও সামান্য রদবদল করে TITLE হল
MYSTERIES OF MUSICAL INDIA
কেমন প্রস্তাব?
MYSTERIES OF INDIAN MUSIC PART 12
www.acharyasanjay.com
আগামী শনিবার ২৫ শে ডিসেম্বর। এই বিশেষ তারিখে অনেকেরই নানারকমের ব্যস্ততা থাকে। তাই বহুজনের অনুরোধে MYSTERIES OF INDIAN MUSIC, PART 12 ফেবু লাইভ, এবার শনিবারের পরিবর্তে
রবিবার।
আন্তর্জাতিকতার খাতিরে সময় একই। রাত ১১টা থেকে ১১.৩০ ।
রহস্যের অন্ধকারে এবার থেকে ক্রমাগত সমাধানের আলোর অন্বেষন। সমস্যার বিভিন্ন স্তরে সমাধানের বিভিন্ন ব্যবস্থার প্রাককথন।
তাহলে রবিবার। রাত ১১ টায় .... 🙏🌻🙏