R Y F west bengal

R Y F west bengal

RYF West Bengal লাল সালাম...
বিপ্লব দীর্ঘজীবী হোক...

Photos from R Y F west bengal's post 09/12/2023

বঞ্চনার ১০০০ দিন, অবিলম্বে যোগ্যদের নিয়োগ চাই...

Photos from R Y F west bengal's post 19/11/2023

RYF দক্ষিণ ২৪পরগণা জেলার সব লোকালের সভাপতি-সম্পাদক ও জেলার গুরুত্বপূর্ণ কর্মীদের নিয়ে রাজনৈতিক শিক্ষা শিবির।

Photos from R Y F west bengal's post 05/11/2023

আর ওয়াই এফ পূর্ব বর্ধমান জেলা সম্মেলন.…

Photos from R Y F west bengal's post 29/10/2023

RYF বালুরঘাট দক্ষিণ লোকালের উদ্যোগে ফুটবল ট্যুর্নামেন্ট অনুষ্ঠিত হলো বালুরঘাটের কুয়ারণ ময়দানে।

Photos from R Y F west bengal's post 17/10/2023

"যুবকণ্ঠ" শারদ সংখ্যা ১৪৩০/২০২৩

16/10/2023

"যুবকণ্ঠ" শারদ সংখ্যা প্রকাশিত হবে আগামী মঙ্গলবার বিকাল ৩ টা আর ওয়াই এফ রাজ্য দপ্তরে।

Photos from R Y F west bengal's post 12/10/2023

জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি লোকালে সম্মেলন প্রস্তুতি সভা।

Photos from R Y F west bengal's post 08/10/2023

৭-৮ অক্টোবর ২০২৩ মুর্শিদাবাদ জেলা RYF এর ১৫ তম জেলা সম্মেলনের দ্বিতীয় দিনে RYF নেতৃত্ব, পার্টি নেতৃত্ব ও গণ সংগঠনের নেতৃত্বের আলোচনা।

Photos from R Y F west bengal's post 08/10/2023

RYF মুর্শিদাবাদ জেলার ১৫তম সম্মেলন..

28/09/2023
26/09/2023

"চোখের সামনে মানুষ অনাহারে মরবে, ব্যাধি, জরা, মহামারীতে উজাড় হয়ে যাবে, আর দেশের মানুষ চোখ বুজে 'ভগবান' 'ভগবান' করবে - এমন ভগবৎ প্রেম আমার নেই"....
- ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, জন্ম ২৬ শে সেপ্টেম্বর, ১৮২০
জন্মদিনে আমাদের শ্রদ্ধা 🙏🏽🙏🏽🙏🏽

23/08/2023

অভিনন্দন ISRO....
বিশ্বাস নয়, বিজ্ঞানের জয়....

11/08/2023

ফাঁসির মঞ্চে গেয়ে গেল যারা জীবনের জয়গান...

বীর বিপ্লবী শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য 🙏🙏🙏

08/08/2023

যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে
ভাঙো ভাঙো, আজি ভাঙো তারে নিঃশেষে --
ধর্মকারার প্রাচীরে বজ্র হানো,
এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো।

প্রয়াণ দিবসেআমাদের শ্রদ্ধার্ঘ্য.....🙏🙏

09/05/2023

হেথায় আর্য, হেথা অনার্য
হেথায় দ্রাবিড়, চীন--
শক-হুন-দল পাঠান মোগল
এক দেহে হল লীন।

পশ্চিম আজি খুলিয়াছে দ্বার,
সেথা হতে সবে আনে উপহার,
দিবে আর নিবে, মিলাবে মিলিবে
যাবে না ফিরে,

এই ভারতের মহামানবের
সাগরতীরে।

কবিগুরুর জন্মদিবসে শ্রদ্ধাঞ্জলি 🙏🙏

04/05/2023

•পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন

• ধর্মীয় উন্মাদনা ও রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রতিবাদে
•নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের ও প্রকৃত ইতিহাস ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষাদানের দাবিতে
প্রতিবাদ সভা
PSU,RYF,NBMS

Photos from R Y F west bengal's post 04/05/2023

•পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন

• ধর্মীয় উন্মাদনা ও রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রতিবাদে
•নয়া জাতীয় শিক্ষানীতি বাতিলের ও প্রকৃত ইতিহাস ও বিজ্ঞানসম্মত পদ্ধতিতে শিক্ষাদানের দাবিতে
প্রতিবাদ সভা
PSU,RYF,NBMS

Photos from R Y F west bengal's post 27/04/2023

কালিয়াগঞ্জে নাবালিকা ধর্ষণের বিচার বিভাগীয় তদন্তের দাবিতে,মালদায় স্কুলে বন্দুকবাজের অনুপ্রবেশের প্রতিবাদে,ও রাজ্যজুড়ে আইনশৃঙ্খলার অবনতির প্রতিবাদে PSU ও RYF র ডাকে বালুরঘাট থানা মোড়ে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচী...

Photos from R Y F west bengal's post 09/04/2023
Photos from R Y F west bengal's post 08/04/2023

★রাজ্য জুড়ে ব্যাপক ধর্মীয় অসহিষ্ণুতা....
★প্যান-আধার লিঙ্কের নামে রাষ্ট্রীয় ডাকাতি....
★জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও জিনিসপত্রের মূল্য বৃদ্ধির
বিরুদ্ধে..

সমস্ত মানুষ এক হোউন...
-----------------------------------------------------------------------
নদীয়া, ধুবুলিয়া..

Photos from R Y F west bengal's post 08/04/2023

★রাজ্য জুড়ে ব্যাপক ধর্মীয় অসহিষ্ণুতা....
★প্যান-আধার লিঙ্কের নামে রাষ্ট্রীয় ডাকাতি....
★জীবনদায়ী ওষুধের অস্বাভাবিক দাম বৃদ্ধি ও জিনিসপত্রের মূল্য বৃদ্ধির
বিরুদ্ধে..

সমস্ত মানুষ এক হোউন...
------------------------------------------------------------------------
কলকাতা, বৌবাজার, ব্যাঙ্ক অফ ইন্ডিয়া মোড়

Photos from R Y F west bengal's post 25/03/2023

উত্তর দিনাজপুরের গোয়ালপোখোরের সাহা বাজারে RYF এর কর্মী সভা। উপস্থিত ছিলেন রাজ্য সম্পাদক কমরেড আদিত্য জোতদার।

22/03/2023

জন্মদিবসে আমাদের শ্রদ্ধার্ঘ্য...

05/03/2023

স্বাধীনতা পরবর্তী যুগটাও ছিল ছাত্র আন্দোলনের। 1970 সাল, স্বাধীনতার ২৩ বছর পরেও চরম দারিদ্রতা, বেকারত্ব , অশিক্ষা, অপুষ্টি, খাদ্য সংকটের তীব্রতা সত্ত্বেও লক্ষ্য করা যায় যে, স্বাধীনতা প্রাপ্তির সময়কালের আপসহীন লড়াইয়ে প্রত্যয়ী ছাত্র-ছাত্রীদের মধ্যেও একধরণের স্থিতাবস্থা বজায় রাখার মানসিকতার জন্ম নিচ্ছে। কারুর কারুর মধ্যে পরোক্ষভাবে স্থিতাবস্থাকেই সাহায্য করে এরূপ মানসিকতার লক্ষনও দেখা যায়। এহেন অবস্থায় বাংলায় বিপ্লবী সমাজবাদে প্রত্যয়ী একদল যুবকের মধ্যে মানবসভ্যতার ভবিষ্যৎ বিকাশে যুবশক্তির ভূমিকা কি হওয়া উচিত তা নিয়ে আলোচনান্তে ঠিক হয় যে, যুবগোষ্ঠীর স্বভাবজাত আবেগ উন্মাদনাকে কাজে লাগাতে হবে এবং ঐ অংশকে সমাজসচেতন, শ্রেনীসচেতন, ইতিহাসচেতন করে এমনভাবেই গড়ে তোলার কাজে ব্রতী হতে হবে যাতে ওঁদের মধ্যে আরও বেশি সংবেদনশীল, সমাজমুখী মনোভাব বৃদ্ধি পায়, পুঁজিবিরোধী ক্ষোভ তীব্র হয়ে ওঠে, কারণ তবেই একমাত্র যুবসমাজকে পুঁজির এই সভ্যতা- মনুষ্যত্ব- বিরোধী লড়াইয়ে প্রগতিশীল ভূমিকায় সামিল করা যাবে। এবং এই যুব অংশকে সমাজের মৌলিক পরিবর্তন সাধনে আপসহীন এক রক্তক্ষয়ী সংগ্রামে অগ্রচারীর ভূমিকায় সামিল না করতে পারলে ভারতের ন্যায় পুঁজিবাদী রাষ্ট্রের কর্ণধারেরা প্রগতিশীলতার ধ্বজা উড়িয়ে এমনভাবে দেশের যুবশক্তিকে পরিচালিত করবে যা প্রকৃতপক্ষে দেশের ধনিকশ্রেণীকেই উপকৃত করবে, তাই " বিপ্লব, সমাজতন্ত্র, শান্তি"র আহ্বান জানিয়ে গঠিত হলো RYO (Revolutionary Youth Organization )। প্রতিষ্ঠাতা সম্পাদক প্রয়াত কমরেড প্রণব মুখার্জী। প্রয়াত কমরেড ক্ষিতি গোস্বামীও RYO-র রাজ্য সম্পাদক হয়েছিলেন । এরপর,1992 সালে ৫ মার্চ বাংলার RYO ও কেরালার PYF (Progressive Youth Front)-এর কেরালায় অনুষ্ঠিত এক সর্বভারতীয় সন্মেলনে একীকরণ হয় এবং নতুন নাম হয় RYF(Revolutionary Youth Front) যার প্রথম সাধারণ সম্পাদক হিসেবে কমরেড মনোজ ভট্টাচার্য ও সর্বভারতীয় সভাপতি হিসেবে কমরেড বাবু দিবকরন নির্বাচিত হয়েছিলেন। তখন এই বাংলায় রাজ্য সম্পাদক ছিলেন কমরেড সুকুমার ঘোষ। সেদিন ও লড়াইটা ছিল পুঁজিবাদী শক্তির বিরুদ্ধে, আর আজকের দিনে দাঁড়িয়েও আমাদের প্রিয় সংগঠন তার পথ থেকে বিচ্যুত হয়নি । বিপ্লবী সমাজবাদের ঐ আদর্শে RYF আজও পথ চলছে। যুগ পাল্টেছে, দেশের ধনকুবেরদের আয়ও বেড়েছে, পাশাপাশি বেড়েছে মানুষে মানুষে বৈষম্যও, কিন্তু ৭০-এর দশকে দেশের দন্ডমূর্তের কর্তাদের শোষণের যে মানসিকতা ছিল তার কোনও অদল বদল ঘটেনি। বদলেছে শুধু পুঁজির রণকৌশলের। তাই তো আমরা লক্ষ্য করি যে, বর্তমান ভারতে বেকারত্বের সংখ্যা রেকর্ড করেছে, অপুষ্টিজনিত কারণে বিশ্বের যতজন শিশু, নারী রয়েছেন তার সিংহভাগই ভারতীয়, বিশ্ব ক্ষুধা সূচকে আমরা ক্রমাগত নিম্নের দিকে চলেছি, সারা দেশে এক গৃহযুদ্ধের বাতাবরণ বিরাজ করছে। অথচ, মানুষ মানুষকে ঘেন্না করার সংস্কৃতিতে আচ্ছন্ন হয়ে রয়েছে। শোষণের নাগপাশে জর্জরিত হয়ে থাকলেও প্রতিবাদ-প্রতিরোধের সংগঠিত ভাষা যেন কোথায় হারিয়ে যাচ্ছে! দেশ, রাজ্য, বিশ্ব সর্বত্র একই চেহাড়া। আসলে বিশ্বব্যাপী পুঁজি আজ যে গভীর সংকটে পড়েছে তার থেকে বেরিয়ে আসবার কোনও পথ খুঁজে পাচ্ছে না, তাই সে আজ তার রাজনৈতিক ক্রীতদাসেদের ব্যবহার করে এক স্বেচ্ছাচারী, স্বৈরাচারী শাসন কায়েম রেখে লড়াইয়ের দৃষ্টি অন্য পথে ঘুরিয়ে দিতে চাইছে। RYF মনে করছে ৭০-এর দশকের সংকটাপন্ন পুঁজি অবস্থার থেকে বেরোবার পথ হিসেবে অরাজকতাকেই যেমন ভাবে হাতিয়ার করেছিল আজও ঠিক তেমনভাবেই পথ চলছে। পাল্টেছে শুধু স্লোগান, উদ্দেশ্য কিন্তু একই আছে। সজাগ থাকতে হবে যুব সমাজকে। RYF-এর রাজনৈতিক মতাদর্শের প্রাসঙ্গিকতা তাই আজও অটুট আছে।
বিপ্লব সমাজতন্ত্র শান্তি জিন্দাবাদ ।

Photos from R Y F west bengal's post 24/01/2023

RYF দক্ষিণ দিনাজপুর জেলা সম্মেলনের সমর্থনে প্রচার সভা....

Photos from R Y F west bengal's post 10/12/2022

14 ডিসেম্বর রাজভবন অভিযানের সমর্থনে মিছিল ও প্রথসভা পূর্ব মেদিনীপুরের পটাশপুরে...

Photos from R Y F west bengal's post 07/12/2022

RYF/PSU এর ডাকে রাজভবন অভিযানের সমর্থনে মালদায় অর্থ সংগ্রহ ও প্রচার কর্মসূচী গৃহীত হল...

Photos from R Y F west bengal's post 07/12/2022

RYF/PSU এর ডাকে রাজভবন অভিযানের সমর্থনে বর্ধমানের কার্জন গেটে পথসভা অনুষ্ঠিত হয়।সভায় উপস্থিত ছিলেন RYF এর রাজ্য সম্পাদক কমরেড আদিত্য জোতদার ও রাজ্য সম্পাদক মন্ডলীর অন্যতম সদস্য কমরেড রনজিৎ মজুমদার।

Photos from R Y F west bengal's post 05/12/2022

হুগলির কোন্নগরে দেওয়াল লিখন...

Photos from R Y F west bengal's post 19/11/2022

14ই ডিসেম্বর RYF ও PSU ডাকে রাজভবন অভিযানে কলকাতা চলো....

10/11/2022

গতকাল ২০১৪ সালের টেট পরীক্ষার্থীরা কলকাতার ক্যামাক স্ট্রিটে যে আন্দোলন করছিলেন তা দমন করতে রাজ্য পুলিশের অতি সক্রিয়তা এককথায় বর্বরোচিত ও পাশবিক। বিচার ব্যবস্থার বদান্যতায় যখন নিয়োগ নিয়ে একটার পর একটা কেলেঙ্কারী প্রকাশ হচ্ছে তখন যোগ্য চাকরি প্রার্থীদের নিয়োগের ন্যায়সঙ্গত দাবিকে মানবিক দৃষ্টিতে বিচার না করে পুলিশ যে অসহিষ্ণুতার পরিচয় দিল তা প্রমাণ করল "মা, মাটি, মানুষ"-এর এই সরকার অন্যায়ের বিরোধিতা করা প্রতিবাদী সত্তাদের দমন করতে কতখানি নিষ্ঠুর হতে পারে।
এক মহিলা চাকরিপ্রার্থীকে দাঁত দিয়ে যেভাবে কামড়ানো হয়েছে তা আবার প্রমাণ করল বর্তমান কলকাতা পুলিশ শুধু নৃশংসই নয় এক অপেশাদার বাহিনীতে রূপান্তরিত হয়েছে।
আসলে আমাদের রাজ্যে একদল অপ্রশিক্ষিত ও অযোগ্যদের হাতেই সর্বস্তরের প্রশাসন পরিচালনার দায়-দায়িত্ব অর্পণ করে তৃণমূল কংগ্রেস নিজেদের সংকীর্ণ ব্যক্তিস্বার্থ চরিতার্থ করার উদ্দেশ্যেই রাজ্যজুড়ে নৈরাজ্য সৃষ্টি করতে চাইছে।
যাতে অন্যায়ের প্রতিবাদ করার বা লড়াই করে নিজ অধিকার আদায় করে নেওয়ার যে প্রবণতা নাগরিক মাত্রই রয়েছে সেদিক থেকে মানুষের দৃষ্টি বা বিচার বিশ্লেষণের অভিমুখ ঘুরিয়ে দিয়ে মানুষকে অন্য আলোচনায় ব্যতিব্যস্ত করে ফেলতে চাইছে।
গণতান্ত্রিক আন্দোলন দমন করার এই মরিয়া চেষ্টা আবারও প্রমাণ করল জনগণের অধিকার রক্ষায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার সম্পূর্ণ ব্যর্থ।
RYF পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি মনে করে যে অন্যায়ের বিরোধিতা করার ও অধিকার লড়ে আদায় করে নেওয়ার যে শিক্ষা বাংলার প্রতিটি মানুষের মজ্জায় মজ্জায় বিদ্যমান তাকে আজ রক্ষা করতে হলে রাজ্যের চেতনাসম্পন্ন, গণতন্ত্রপ্রিয়, সকল মানবিক মানুষকে দলমতের উর্দ্ধে উঠে আমাদের বাড়ির সন্তানদের পাশে দাঁড়াতেই হবে এবং পুলিশ ও প্রশাসনের এহেন জঘন্য, অমানবিক আচরণের বিরোধিতায় সামিল হয়ে বাংলার কৃষ্টি, সংস্কৃতিকে তার হৃত সম্মান পুনরুদ্ধারের এক নয়া অধ্যায়ের সূচনা অবিলম্বে করতে হবে।

সম্পাদক সভাপতি
আদিত্য জোতদার সব্যসাচী ভট্টাচার্য

Photos from R Y F west bengal's post 06/11/2022

RYF গোসাবা 2 নম্বর লোকাল কমিটির সম্মেলন ..উপস্থিত ছিলেন RYF রাজ্য কমিটির সভাপতি কমরেড সব্যসাচী ভট্টাচার্য, রাজ্য সম্পাদক কমরেড আদিত্য জোতদার, জেলা সম্পাদক কমরেড হায়দার মোল্লা...

Photos from R Y F west bengal's post 31/10/2022

কলকাতার গান্ধী মূর্তির নিচে SLST নবম-দশম ও একাদশ-দ্বাদশ চাকরীর প্রার্থীদের কাছে RYF ও PSU এর নেতৃত্ব।

Photos from R Y F west bengal's post 23/10/2022

হবু শিক্ষকদের শান্তিপূর্ণ আন্দোলনে পুলিশি বর্বরতাকে ধিক্কার জানিয়ে আজ বহরমপুর শহরে PSU ও RYF এর উদ্যোগে মিছিল ও বিক্ষোভ সভা অনুষ্ঠিত হল....

Photos from R Y F west bengal's post 22/10/2022

RYF-PSU এর ডাকে টেট উত্তীর্ণ চাকরীপ্রার্থীদের উপর মাঝরাতে তৃণমূল সরকারের পুলিশের অনৈতিক ও বর্বর আক্রমনের প্রতিবাদে ধিক্কার মিছিল, মালদা ইংরেজ বাজার শহরের রথবাড়ি মোড়ে, এছাড়াও পথসভা ও টায়ার জ্বালিয়ে সড়ক অবরোধ করা হয়.....

Photos from R Y F west bengal's post 21/10/2022

হবু শিক্ষকদের উপর পুলিশী হামলার প্রতিবাদে মৌলালিতে RYF-PSU বিক্ষোভ...

28/09/2022

‘‘আমরা চাই সমাজতান্ত্রিক বিপ্লব, এরই অবিচ্ছেদ্য প্রাথমিক কাজ হল রাজনৈতিক বিপ্লব সফল করা। তাই-ই আমরা করতে চাই। রাজনৈতিক বিপ্লব মানে শুধুমাত্র ব্রিটিশের হাত থেকে ভারতীয়দের হাতে রাষ্ট্র হস্তান্তর করা বোঝায় না। আমাদের সুনির্দিষ্ট বিপ্লবী লক্ষ্য আছে, জনগণের সমর্থনের ভিত্তিতে বিপ্লবী দলের হাতে রাষ্ট্রক্ষমতা আমরা চাই। তারপর সমাজতান্ত্রিক ব্যবস্থার ভিত্তিতে গোটা সমাজকে পুনর্গঠিত করার পথে সংগঠিতভাবে আমাদের এগোতে হবে। বিপ্লবের এই সঠিক ধারণা যদি আপনার না থাকে তবে দয়া করে থামুন, ইনকিলাব জিন্দাবাদ স্লোগান তুলবেন না। বিপ্লব শব্দটির তাৎপর্য অন্তত আমাদের কাছে সুমহান। এ শব্দটিকে যেমন তেমন করে ব্যবহার করতে বা অপব্যবহার করতে আমরা দিতে পারি না।”

...শহীদ ভগৎ সিং

জন্মদিবসে আমাদের শ্রদ্ধা 🙏🙏

26/09/2022

"চোখের সামনে অনাহারে মরবে, ব্যাধি, জরা, মহামারীতে উজাড় হয়ে যাবে আর দেশের মানুষ চোখ বুজে 'ভগবান ভগবান ' করবে --এমন ভগবৎ প্রেম আমার নেই, আমার ভগবান আজকে মাটির পৃথিবীতে। স্বর্গ চাইনা, মোক্ষ চাইনা, বারে বারে ফিরে আসি এই মর্ত্য বাংলায়।

---বিদ্যাসাগর

02/09/2022

কবি বীরেন চট্টোপাধ্যায়ের জন্মদিনে আমাদের শ্রদ্ধা..
🙏🙏🙏

Photos from R Y F west bengal's post 11/08/2022

শহীদ ক্ষুদিরাম বসুর আত্মবলিদান দিবসে শ্রদ্ধা নিবেদন..

Videos (show all)

•পশ্চিমবঙ্গের ক্রমবর্ধমান নারী ও শিশু নির্যাতন• ধর্মীয় উন্মাদনা ও রাজ্যের আইন শৃঙ্খলার চূড়ান্ত অবনতির প্রতিবাদে•নয়া জা...

Telephone

Website