Girls Community Sylhet - SPP

Girls Community Sylhet - SPP

Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Girls Community Sylhet - SPP, Grocers, Sylhet Sadar, South Surma, .

সৎ পথের পথিকরা-Soth Pother Pothikra ( একটি সেবাদানকারী সংগঠন, সিলেট) এর শাখা। 🩺🩸💊

*নারী শক্তি, নারী তুমি মা, তুমি বোন, তুমি অর্ধাঙ্গিনী, তুমি কন্যা 💚

নতুন কিছু তৈরিতে আমরা সক্ষম 🥰

Photos from Girls Community Sylhet - SPP's post 29/08/2024

আলহামদুলিল্লাহ 🥰 আগামী কাল কুলাউরার উদ্দেশ্যে রওনা ❤️ সৎ পথের পথিকরা - Soth Pother Pothikra ( একটি সেবাদানকারী সংগঠন, সিলেট )

23/08/2024

আলহামদুলিল্লাহ 🥰❤️

20/08/2024

❤️🫰❤️
আর মাত্র ৩দিন বাকি 🥰 শুভক্ষণের, দেখা হবে প্রিয় দের সাথে 💐
সৎ সৎ পথের পথিকরাবাদানকারী সংগঠনের ৩য় প্রতিষ্ঠা বার্ষিকী ❤️❤️ ২২ আগস্ট।

21/06/2024

16/06/2024

ঈদ মোবারক 🌙🌙

09/04/2024

সৎ পথের পথিকরা সেবাদানকারী সংগঠন, সিলেট।

17/03/2024

আলহামদুলিল্লাহ পবিত্র রমজান মাসে 🥰 ৮ম বারের মতো এবি+🩸লাল ভালোবাসা দান করেছেন ❤️ (৬বার ফুল ব্যাগ, ২বার এমএল)
Aysha Begum apu🤍🤲
একজন ক্যান্সার আক্রান্ত রোগী, নর্থ ইস্ট মেডিকেল।
রাত : ১১:২০ মিনিটে।
ের_পথিকরা_রামাদান_প্রজেক্ট_২০২৪
🇯🇴 উৎসর্গ ফিলিস্তিনের অসহায় নির্যাতিত ছোট্ট শিশুদের 🇯🇴
সৎ পথের পথিকরা সেবাদানকারী সংগঠন।
🩺🩸
সৎ পথের পথিকরা - Soth Pother Pothikra ( একটি সেবাদানকারী সংগঠন, সিলেট )

15/03/2024

Girls Community Sylhet - SPP
মাহে রামাদান মোবারক 🕋🕌❤️
সৎ পথের পথিকরা - Soth Pother Pothikra ( একটি সেবাদানকারী সংগঠন, সিলেট )

11/03/2024

★আগামীকাল সকাল 10 ঘটিকা থেকে 2023-2024 সেশনে নার্সিং ভর্তি আবেদন শুরু হবে★

✪ 3টি প্রোগ্রামে এই আবেদন করা যাবে-
১। ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি
২। ডিপ্লোমা ইন মিডওয়াইফারি (শুধু মহিলাদের জন্য)
৩। বি. এসসি ইন নার্সিং

☆ যারা আবেদনে যোগ্য হবেন-
ক) যাদের এসএসসি পাশের সন 2019/ 2020/ 2021 এবং যাদের এইচএসসি পাশের সন 2021/ 2022/ 2023।
খ) বি.এসসি নার্সিং এর ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই এসএসসি ও এইচএসসি দুটি পরীক্ষা গড় জিপিএ 7.00 থাকতে হবে, কোন পরীক্ষায় 3.00 এর কম হবে না, আলাদাভাবে শুধুমাত্র জীববিজ্ঞানে 3.00 থাকতে হবে।
গ) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এর ক্ষেত্রে প্রার্থীর অবশ্যই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় গড় জিপিএ 6.00 থাকতে হবে। কোন পরীক্ষায় 2.50 এর নিচে গ্রহণযোগ্য হবে না।
ঘ) সরকারী প্রতিষ্ঠানগুলোতে পুরুষ প্রার্থীদের বেলায় 10% কোটা এবং বেসরকারী প্রতিষ্ঠানগুলোতে পুরুষ প্রার্থীদের বেলায় 20% কোটা বরাদ্দ থাকবে।

★ আবেদন করতে প্রার্থীর যা যা প্রয়োজন হবে-
১। এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদপত্র/নম্বরপত্র/প্রবেশপত্র।
২। পাসপোর্ট সাইজের ছবি এবং সাদা কাগজে প্রদত্ত স্বাক্ষর।
৩। বর্তমান ও স্থায়ী ঠিকানা।
৪। মুক্তিযোদ্ধা কোটার প্রার্থীদের ক্ষেত্রে মুক্তিযোদ্ধার তালিকা/গেজেট নম্বর।

✪আবেদন ফিঃ
ক) ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি - 500/- টাকা
খ) বি. এসসি ইন নার্সিং - 700/- টাকা

☆ সতর্কতাঃ
ক) একবার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর নাম নির্বাচনের পর তা পুণরায় বাতিল করা যাবে না।
খ) স্পষ্ট ছবি ও স্বাক্ষর প্রদান করতে হবে।
গ) সকল তথ্য সঠিক ও নির্ভুল প্রদান করতে হবে।

Aysha Begum
আয়েশা সিদ্দিকা প্রিয়া

24/01/2024

আলহামদুলিল্লাহ 🖤❤️ সন্তুষ্টি 🥰 আপনাদের সাহায্য ও কর্মসংস্থান এর ব্যবস্থা করে দেওয়া ই আমাদের মূল লক্ষ্য ✌️🥰 নার্সিং হোম সার্ভিস 🩺💉💊🩸
Girls Community Sylhet - SPP 🫰
সৎ পথের পথিকরা - Soth Pother Pothikra ( একটি সেবাদানকারী সংগঠন, সিলেট ) 🤍

22/01/2024

#মেয়েদের_হেল্প
যেকোনো ধরনের সিভি বানাতে সহযোগিতা লাগলে যোগাযোগ করবেন ✅💚
বিভিন্ন সিভির ফরমেট আছে আমার কাছে ✌️CV
AAysha Begum

19/01/2024

সৎ পথের পথিকরা-Soth Pother Pothikra ( একটি সেবাদানকারী সংগঠন, সিলেট) এর শাখা।

নারী শক্তি 🥰 নারী তুমি মা তুমি জননী , তুমি বোন, তুমি অর্ধাঙ্গিনী, তুমি কন্যা 💜💙 তুমি শান্তি 💚

আমরা সর্বদা নতুন কিছু তৈরিতে সক্ষম, আমরা ভালো কাজের পরিধি ❤️

বিশ্বের যা সৃষ্টির চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর 🫰

সেবা দিতে সর্বদা প্রস্তুত 🤗

পরিচালক ও লেখক 📝🖊️
আয়েশা সিদ্দিকা প্রিয়া
মিডওয়াইফ, সংগঠক।
প্রতিষ্ঠাতা ও পরিচালক।
🩺🩸💊
Aysha Begum

Telephone