House of prayer Extension
House of prayer is the
place where anyone can come and have a relationship with Our Creator Father. And lead a peaceful life...
“তোমরা সদাপ্রভুর ধন্যবাদ কর, কারণ তিনি মংগলময়;
তাঁর অটল ভালবাসা চিরকাল স্থায়ী।”-
(গীতসংহিতা ১০৭:১)।
তোমাদের মধ্যে জ্ঞানী ও বুদ্ধিমান কে? সে তার সৎ জীবন দিয়ে জ্ঞান থেকে বের হয়ে আসা নম্রতা-ভরা কাজ দেখাক। কিন্তু তোমাদের অন্তর যদি হিংসায় তেতো হয়ে ওঠে এবং স্বার্থপরতায় ভরা থাকে তবে জ্ঞানের গর্ব কোরো না, সত্যকে মিথ্যা বানায়ো না। এই রকম জ্ঞান স্বর্গ থেকে নেমে আসে না, বরং পৃথিবীর, মন্দ ইচ্ছার এবং মন্দ আত্মাদের সংগেই তার সম্বন্ধ; কারণ যেখানে হিংসা ও স্বার্থপরতা থাকে সেখানেই গোলমাল ও সব রকমের অন্যায় থাকে। কিন্তু যে জ্ঞান স্বর্গ থেকে আসে তা প্রথমতঃ খাঁটি, তারপর শান্তিপূর্ণ; তাতে থাকে সহ্যগুণ ও নম্রতা; তা করুণা ও সৎ কাজে পূর্ণ, স্থির ও ভণ্ডামিশূন্য। যারা শান্তির চেষ্টা করে তারা শান্তিতে বীজ বোনে এবং তার ফল হল সৎ জীবন।
(যাকোব ৩:১৩-১৮)।
আমাদের প্রভু ঈশ্বর দয়ালু ও ক্ষমাবান, যদিও আমরা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছি।
(দানিয়েল ৯:৯)।
মণ্ডলীর প্রধান নেতাকে এমন হতে হবে যেন কেউ তাঁকে দোষ দিতে না পারে। তাঁর মাত্র একজনই স্ত্রী থাকবে। তাঁর ছেলেমেয়েরা যেন খ্রীষ্টে বিশ্বাসী হয়, যেন তারা নিজেদের খুশীমত না চলে এবং অবাধ্য না হয়। ঈশ্বরের কাছ থেকে দায়িত্বভার পাওয়া লোক হিসাবে সেই পরিচালককে এমন হতে হবে যাতে কেউ তাঁর নিন্দা করতে না পারে। তিনি যেন একগুঁয়ে, রাগী, মাতাল বা বদ্মেজাজী না হন। অন্যায় লাভের দিকে যেন তাঁর ঝোঁক না থাকে; তার বদলে অতিথি সেবা ও দয়ার কাজ করতে তিনি যেন ভালবাসেন। তাঁর ভাল বিচারবুদ্ধি থাকবে, তিনি সৎ ও ঈশ্বরের বাধ্য হবেন এবং নিজেকে দমনে রাখবেন। ঈশ্বরের বিশ্বাসযোগ্য বাক্য, যা আমি শিক্ষা দিয়েছি, তাঁকে তা শক্ত করে ধরে রাখতে হবে, যেন সত্য শিক্ষার বিষয় তিনি প্রচার করতে পারেন এবং যারা বিরুদ্ধে দাঁড়ায় তাদের ভুল দেখিয়ে দিতে পারেন।
(তীত ১:৬-৯)।
ঈশ্বরভক্তেরা খুশী হোক
আর ঈশ্বরের সামনে আনন্দ করুক;
তারা খুশীতে আনন্দ করুক।
(গীতসংহিতা ৬৮:৩)।
এই কথা মনে রেখো যে, শেষ কালে ভীষণ সময় উপস্থিত হবে। মানুষ কেবল নিজেকেই ভালবাসবে, টাকার লোভী হবে, গর্ব করবে, সবাইকে তুচ্ছ করবে, সকলের দুর্নাম করবে, আর মা-বাবার অবাধ্য হবে। তারা অকৃতজ্ঞ ও ভক্তিহীন হবে, তাদের মধ্যে স্নেহ-ভালবাসা থাকবে না, আর তারা ঝগড়া করে আপোস করবে না। তারা পরের নিন্দা করবে, নিজেকে দমন করতে পারবে না, নিষ্ঠুর হবে, আর যা ভাল তা ঘৃণা করবে। তারা বিশ্বাসঘাতক, হঠকারী ও অহংকারে পূর্ণ হবে। ঈশ্বরকে ভাল না বেসে তারা জাগতিক সুখকে ভালবাসবে। বাইরের চেহারা দেখলে মনে হবে যেন ঈশ্বরকে তারা কত না ভক্তি করে, কিন্তু আসলে ঈশ্বরভক্তির শক্তিকেই তারা অস্বীকার করে। এই রকম লোকদের কাছ থেকে দূরে থেকো।
(২ তীমথিয় ৩:১-৫)।
হে সদাপ্রভু, আমি যে ন্যায়পথে আছি তা তুমি দেখিয়ে দাও,
কারণ আমি সৎ ভাবে চলি;
আমি স্থিরভাবে সদাপ্রভুর উপর নির্ভর করি।
হে সদাপ্রভু, তুমি আমাকে খাঁটি বলে প্রমাণ কর;
আমাকে পরীক্ষা করে দেখ,
আর আমার অন্তর ও মনের খাদ বের করে ফেল;
কারণ সব সময় তোমার অটল ভালবাসা
আমার চোখের সামনে রয়েছে;
তোমার বিশ্বস্ততার কথা মনে রেখে আমি চলাফেরা করি।
আমি ঠগদের সংগে থাকি না,
আর ভণ্ডদের সংগে ওঠা-বসা করি না।
যারা মন্দ কাজ করে
তাদের দলকে আমি ঘৃণা করি;
আমি দুষ্টদের সংগে বসতে রাজী নই।
হে সদাপ্রভু, আমি নির্দোষ অবস্থায় হাত ধুয়ে ফেলব
আর তোমার বেদীর চারপাশে ঘুরে আসব,
যাতে চিৎকার করে আমি তোমাকে ধন্যবাদ দিতে পারি,
আর তোমার সমস্ত আশ্চর্য কাজের কথা বলতে পারি।
হে সদাপ্রভু, যে ঘরে তুমি বাস কর,
তোমার মহিমা যেখানে থাকে,
সেই জায়গা আমি ভালবাসি।
পাপীদের দলে তুমি আমাকে ফেলো না;
যারা রক্তপাত করতে ভালবাসে
তাদের সংগে আমাকে মেরে ফেলো না।
তাদের হাতে রয়েছে মন্দের পরিকল্পনা,
তাদের ডান হাত ঘুষে ভরা।
কিন্তু আমি সৎ ভাবে চলাফেরা করি;
আমাকে তাদের হাত থেকে মুক্ত কর,
আর আমার প্রতি দয়া কর।
আমি সমান জায়গায় দাঁড়িয়ে আছি;
আমি সকলের সামনেই সদাপ্রভুর গৌরব করব।
(গীতসংহিতা ২৬:১-১২)।
যীশু
>মনুষ্য পুত্র হলেন যেন আমি ঈশ্বরের পুত্র হতে পারি।(যোহন ১:১২)।
>নিজে পাপী হলেন যেন আমি ঈশ্বরে ধার্মিক হতে পারি।((২ করি ৫:২১)।
>সাপগ্রস্ত হলেন যেন আমি তার আশীর্বাদে আনন্দ করতে পারি।( গালাতীয় ৩:১৩)।
>তিনি ক্ষত হলেন যেন আমি সুস্থ হই।(যিশাইয় ৫৩:৪-৫)।
ছাত্র তার শিক্ষকের উপরে নয়, কিন্তু পরিপূর্ণ শিক্ষা পেয়ে প্রত্যেকটি ছাত্র তার শিক্ষকের মতই হয়ে ওঠে।
(লূক ৬:৪০)
তুমি তো ঈশ্বরের লোক; এই সব থেকে তুমি পালাও। সৎ জীবন, ভক্তি, বিশ্বাস, ভালবাসা, ধৈর্য ও নরম স্বভাবের জন্য আগ্রহী হও। খ্রীষ্টের উপর বিশ্বাসের জন্য তাঁর পক্ষে প্রাণপণে যুদ্ধ চালিয়ে যাও। যে অনন্ত জীবনের জন্য ঈশ্বর তোমাকে ডেকেছিলেন সেই অনন্ত জীবন ধরে রাখ। তুমি অনেক লোকের সামনেই তোমার বিশ্বাসের সাক্ষ্য দিয়েছিলে। ঈশ্বর, যিনি সব কিছুকে জীবন দান করেন আর খ্রীষ্ট যীশু, যিনি পন্তীয় পীলাতের সামনে সত্যের বিষয়ে সাক্ষ্য দিয়েছিলেন, সেই ঈশ্বর ও খ্রীষ্ট যীশুর সামনে আমি তোমাকে এই আদেশ দিচ্ছি- আমাদের প্রভু যীশু খ্রীষ্ট প্রকাশিত না হওয়া পর্যন্ত নিখুঁত ভাবে আমার আদেশ পালন করে যাও, যেন কেউ তোমার নিন্দা করতে না পারে। সেই পরম ধন্য ঈশ্বর, যিনি একমাত্র শাসনকর্তা, যিনি রাজাদের রাজা ও প্রভুদের প্রভু, তিনিই তাঁর উপযুক্ত সময়ে খ্রীষ্টকে প্রকাশ করবেন। একমাত্র ঈশ্বরই মৃত্যুর অধীন নন। তিনি এমন আলোতে বাস করেন যেখানে কোন মানুষ যেতে পারে না। কোন মানুষ কোন দিন তাঁকে দেখেও নি, দেখতে পায়ও না। সম্মান এবং ক্ষমতা চিরকাল তাঁরই। আমেন।
(১ তীমথিয় ৬:১১-১৬)|
শাসকগণ, তোমরা কি সত্যিই ন্যায়সঙ্গত কথা বলো?
তোমরা কি সমতার সঙ্গে লোকেদের বিচার করো?
না, তোমাদের হৃদয়ে তোমরা অন্যায় পরিকল্পনা করো,
আর তোমাদের হাত দিয়ে তোমরা পৃথিবীতে হিংসা ছড়াও।
জন্ম থেকেই দুষ্টরা বিপথে যায়;
মাতৃগর্ভ থেকেই তারা বিপথগামী ও মিথ্যাবাদী।
সাপের বিষের মতোই তাদের বিষ,
ওরা কালসাপের মতো, যা শুনতে অস্বীকার করে,
এবং সাপুড়েদের সুর উপেক্ষা করে
যতই তারা দক্ষতার সঙ্গে বাজাক না কেন।
হে ঈশ্বর, তাদের মুখের দাঁতগুলি ভেঙে দাও;
হে সদাপ্রভু, সেই সিংহদের বিষদাঁত উপড়ে ফেলো।
শুকনো জমিতে জলের মতো তারা যেন মিলিয়ে যায়;
তাদের অস্ত্রশস্ত্র তাদের হাতেই ব্যর্থ করে তোলো।
পথে চলার সময় তারা যেন শামুকের মতো গলে পাঁকে পরিণত হয়;
মৃতজাত শিশুর মতো হোক যে কখনও সূর্যের মুখ না দেখে।
ঈশ্বর, তরুণ কি প্রবীণ, সকলকে উড়িয়ে নিয়ে যাবেন
কাঁটাগাছের আগুনের আঁচ তোমাদের পাত্রের গায়ে লাগার আগেই।
অন্যায়ের প্রতিকার দেখে ধার্মিক লোক উল্লাসিত হবে।
দুষ্টদের রক্তে তারা তাদের পা ধুয়ে নেবে।
তখন সকলে বলবে,
“ধার্মিকেরা নিশ্চয় পুরস্কার পায়;
নিশ্চয় ঈশ্বর আছেন, যিনি জগতের বিচার করেন।”
(গীত 58:1-11)|
সদাপ্রভুর নির্দেশে কোন খুঁত নেই,
তা মানুষকে জাগিয়ে তোলে।
সদাপ্রভুর বাক্য নির্ভরযোগ্য,
তা সরলমনা লোককে জ্ঞান দেয়।
সদাপ্রভুর সমস্ত নিয়ম সোজা পথে চালায়
আর অন্তরে দেয় আনন্দ।
সদাপ্রভুর আদেশ খাঁটি,
তা অন্তরকে সতেজ করে।
সদাপ্রভুর প্রতি যে ভক্তিপূর্ণ ভয়,
তা শুচিতায় ভরা আর চিরকাল স্থায়ী।
সদাপ্রভুর আইন-কানুন সত্য,
তাতে অন্যায় কিছু নেই।
(গীতসংহিতা ১৯:৭-৯)|
এসো, যীশুর মাধ্যমে আমরা ঈশ্বরের কাছে অবিরাম প্রশংসার বলি উত্সর্গ করি—তা হল ওষ্ঠাধরের ফল, যা তাঁর নামকে স্বীকার করে। আর সৎকর্ম ও অন্যদের সঙ্গে তোমাদের সম্পদের সহভাগী করার কথা ভুলে যেয়ো না, কারণ এধরনের বলিদানেই ঈশ্বর সন্তুষ্ট হন।
(ইব্রীয় 13:15-16)|
তোমরা আর অসম্পর্কিত ও বহিরাগত নও, তোমরা এখন ঈশ্বরের প্রজাদের সহনাগরিক এবং ঈশ্বরের পরিবারের সদস্য।
(ইফিষীয় 2:19)|
সদাপ্রভু আমার জ্যোতি ও আমার পরিত্রাণ,
তাই আমি কেন ভীত হব?
সদাপ্রভু আমার জীবনের আশ্রয় দুর্গ,
তাই আমি কেন কম্পিত হব?
আমায় গ্রাস করতে
যখন দুষ্টরা আমার দিকে এগিয়ে আসে,
আমার শত্রুরা ও আমার বিপক্ষরা
হোঁচট খাবে ও পতিত হবে।
যদিও এক সৈন্যদল আমাকে ঘিরে ধরে,
আমার হৃদয় ভয় করবে না;
আমার বিরুদ্ধে যুদ্ধ ঘোষিত হলেও,
আমি আত্মবিশ্বাসী রইব।
(গীত 27:1-3)|
যীশু যখন এসেছিলেন, তখন বারোজন শিষ্যের অন্যতম, দিদুমঃ নামে আখ্যাত থোমা সেখানে ছিলেন না। তাই অন্য শিষ্যেরা তাঁকে বললেন, “আমরা প্রভুকে দেখেছি।”
কিন্তু তিনি তাঁদের বললেন, “আমি যতক্ষণ না তাঁর হাতে পেরেকের চিহ্ন দেখছি এবং যেখানে পেরেকের চিহ্ন ছিল, সেখানে আঙুল রাখছি, আর তাঁর বুকের পাশে আমার হাত না-রাখছি, ততক্ষণ আমি বিশ্বাস করব না।”
এক সপ্তাহ পরে শিষ্যেরা আবার গৃহমধ্যে ছিলেন। থোমা তাঁদের সঙ্গেই ছিলেন। দ্বার রুদ্ধ থাকলেও যীশু এসে তাঁদের মধ্যে দাঁড়িয়ে বললেন, “তোমাদের শান্তি হোক!” তারপর তিনি থোমাকে বললেন, “এখানে তোমার আঙুল রাখো। আমার হাত দুটি দেখো। তোমার হাত বাড়িয়ে দাও, আমার বুকের পাশে রাখো। সন্দেহ কোরো না ও বিশ্বাস করো।”
থোমা তাঁকে বললেন, “প্রভু আমার, ঈশ্বর আমার!”
যীশু তখন তাঁকে বললেন, “তুমি আমাকে দেখেছ বলে বিশ্বাস করেছ, কিন্তু ধন্য তারা, যারা আমাকে না-দেখেও বিশ্বাস করেছে।”
যীশু শিষ্যদের সাক্ষাতে আরও অনেক চিহ্নকর্ম করেছিলেন, সে সমস্ত এই পুস্তকে লিপিবদ্ধ হয়নি। কিন্তু এ সমস্ত এজন্য লিখিত হয়েছে, যেন তোমরা বিশ্বাস করো যে, যীশুই মশীহ, ঈশ্বরের পুত্র এবং বিশ্বাস করে তোমরা তাঁর নামে জীবন লাভ করো।
(যোহন 20:24-31)
প্রার্থনা করবেন..
#আমরা যেন যীশুর উপরে ও তাঁর বাকের উপর সন্ধেয় না করি;
#যীশুকে যেন পরিক্ষায় না ফেলি ;
#বিশ্বাস করুন তিনি আমার ও আপনার জীবনে অলৌকিক কাজ করছেন ও করবেন।
#তাঁর মধ্যে জীবন আছে আমরা যেন সেই জীবন পাই|
যীশুর নামে চাই আমেন।
তিনি জাতিদের মধ্যে বিচার করে দেবেন
এবং দূরের শক্তিশালী লোকদের মধ্যে আপোষ-মীমাংসা করবেন।
তারা তাদের তলোয়ার ভেংগে লাংগলের ফাল গড়বে
আর বর্শা ভেংগে গড়বে ডাল ছাঁটবার ছুরি।
এক জাতি অন্য জাতির বিরুদ্ধে আর তলোয়ার উঠাবে না;
তারা আর যুদ্ধ করতে শিখবে না।
প্রত্যেকে নিজের নিজের আংগুর লতার ও ডুমুর গাছের নীচে বসবে এবং কেউ তাদের ভয় দেখাবে না, কারণ সর্বক্ষমতার অধিকারী সদাপ্রভুই সেই কথা বলেছেন। সব জাতিরা তাদের দেব-দেবতার শক্তিতে কাজ করলেও আমরা চিরকাল আমাদের ঈশ্বর সদাপ্রভুর শক্তিতে কাজ করব।
(মীখা ৪:৩-৫)
হে ঈশ্বর, তুমি আমারই ঈশ্বর, আমি আগ্রহের সংগে তোমাকে ডাকছি;
এই শুকনা জলহীন দেশে,
যার ফসল দেওয়ার শক্তি পর্যন্ত ফুরিয়ে গেছে,
সেখানে তোমার জন্য আমার প্রাণ পিপাসিত,
তোমার জন্য আমার দেহ ব্যাকুল হয়ে উঠেছে।
এই ভাব নিয়েই সেই পবিত্রস্থানে আমি তোমাকে দেখেছি,
দেখেছি তোমার শক্তি ও গৌরব।
তোমার অটল ভালবাসা পাওয়া বেঁচে থাকার চাইতেও ভাল;
আমার মুখ তোমার গৌরব করবে।
আমি সারা জীবন তোমার প্রশংসা করব;
তোমার উদ্দেশে আমি হাত তুলে প্রার্থনা করব।
(গীতসংহিতা ৬৩:১-৪)|
তোমাদের জন্য আমার পরিকল্পনার কথা আমিই জানি; তা তোমাদের মংগলের জন্য, ক্ষতির জন্য নয়। সেই পরিকল্পনার মধ্য দিয়ে তোমাদের ভবিষ্যতের আশা পূর্ণ হবে।
(যিরমিয় ২৯:১১)|
সে-ই বাস করতে পারে, যে লোক সৎভাবে চলাফেরা করে ও যা ঠিক তা বলে, যে লোক জুলুম করে লাভ করা ঘৃণা করে ও ঘুষ নেওয়া থেকে হাত সরিয়ে রাখে, যে লোক খুনের ষড়যন্ত্রের কথা শোনা থেকে কান বন্ধ করে রাখে আর মন্দ কাজ করতে দেখা থেকে চোখ বন্ধ করে রাখে। সেই লোক নিরাপদে বাস করবে এবং তার আশ্রয় হবে পাহাড়ী দুর্গ। তাকে খাবারের যোগান দেওয়া হবে আর সে নিশ্চয়ই জল পাবে।
(যিশাইয় ৩৩:১৫-১৬)|
কারণ আমাদের মহাযাজক এমন নন, যিনি আমাদের দুর্বলতায় সহানুভূতি দেখাতে অক্ষম; বরং আমরা এমন একজনকে পেয়েছি, যিনি আমাদেরই মতো সর্বপ্রকারে প্রলোভিত হয়েছিলেন, অথচ নিষ্পাপ থেকে গেছেন। তাই এসো, আস্থার সঙ্গে আমরা তাঁর অনুগ্রহ-সিংহাসনের সামনে উপস্থিত হই, যেন আমরা করুণা লাভ করতে পারি ও আমাদের প্রয়োজনের সময়ে অনুগ্রহ পাই।
(ইব্রীয় 4:15-16)।
Egra Church/House Of Prayer at Egra
https://maps.app.goo.gl/dSuxY8fXsKuCxKsLA
হে ঈশ্বর, তুমি উচিত বিচার কর, আর এই ভক্তিহীন জাতির বিরুদ্ধে
আমার পক্ষ হয়ে কথা বল;
ঠগ ও দুষ্ট লোকের হাত থেকে তুমি আমাকে বাঁচাও।
তুমিই আমার আশ্রয়-দুর্গ ঈশ্বর;
কেন তুমি আমাকে ত্যাগ করেছ?
কেন আমাকে শত্রুর অত্যাচারে মনে দুঃখ নিয়ে বেড়াতে হবে?
তোমার আলো ও তোমার সত্য আমাকে দাও;
তারাই আমাকে পথ দেখাক।
তারাই আমাকে নিয়ে যাক তোমার সেই পবিত্র পাহাড়ে
যেখানে তুমি বাস কর,
যেন আমি ঈশ্বরের বেদীর কাছে যেতে পারি।
তিনিই আমার সুখ ও আনন্দ।
হে ঈশ্বর, আমার ঈশ্বর,
আমি বীণা বাজিয়ে তোমার গৌরব করব।
হে আমার প্রাণ, কেন তুমি নিরাশ হয়ে পড়ছ?
কেন এত চঞ্চল হয়ে উঠেছ?
ঈশ্বরের উপরে আশা রাখ,
কারণ আমি আবার তাঁর গৌরব করব;
তিনিই আমার উদ্ধারকর্তা ও আমার ঈশ্বর।
(গীতসংহিতা ৪৩:১-৫)|
মনুষ্যপুত্র তাঁর দূতদের সঙ্গে নিয়ে নিজ পিতার মহিমায় ফিরে আসবেন, তখন তিনি প্রত্যেক ব্যক্তিকে তার কাজ অনুসারে ফল দেবেন।
(মথি 16:27)|
সেরাতেই স্বপ্নের রহস্য দানিয়েলের কাছে এক দর্শনের মাধ্যমে প্রকাশ পেল। তখন দানিয়েল স্বর্গের ঈশ্বরের প্রশংসা করলেন। তিনি বললেন:
“ঈশ্বরের নামের চিরকাল প্রশংসা হোক;
কারণ জ্ঞান ও শক্তি তাঁরই।
তিনি সময় ও ঋতু পরিবর্তন করেন;
তিনি রাজাদের অপসারণ করেন ও অন্য রাজাদের উত্থাপন করেন।
তিনি জ্ঞানীকে জ্ঞান দেন,
আর বিচক্ষণকে বুদ্ধি দেন।
তিনি গভীর ও লুকানো বিষয় ব্যক্ত করেন;
তিনি জানেন অন্ধকারে কী লুকিয়ে আছে,
আর আলো ঈশ্বরেই বাস করে।
হে আমার পূর্বপুরুষের ঈশ্বর, আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি;
তুমি আমায় জ্ঞান ও শক্তি দিয়েছ,
আমরা তোমার কাছে যা জানতে চেয়েছিলাম তা তুমি আমার কাছে প্রকাশ করেছ,
তুমি আমাদের কাছে রাজার সেই স্বপ্নের রহস্য প্রকাশ করেছ।”
(দানিয়েল 2:19-23)|
তোমাদের মধ্যে যে জীবন ভালোবাসে
এবং অনেক উত্তম দিন দেখতে চায়,
তোমার জিভ মন্দ থেকে সংযত রাখো
এবং মিথ্যা বাক্য থেকে মুখ সাবধানে রাখো।
মন্দ থেকে মন ফেরাও আর সৎকর্ম করো;
শান্তির সন্ধান করো ও তা অনুসরণ করো।
সদাপ্রভুর দৃষ্টি ধার্মিকদের প্রতি রয়েছে,
এবং তাদের আর্তনাদে তিনি কর্ণপাত করেন;
কিন্তু সদাপ্রভুর মুখ তাদের বিরুদ্ধে যারা দুষ্কর্ম করে,
তিনি তাদের স্মৃতি পৃথিবী থেকে মুছে ফেলবেন।
ধার্মিকরা কেঁদে ওঠে, আর সদাপ্রভু শোনেন;
তিনি তাদের সকল সঙ্কট থেকে মুক্ত করেন।
সদাপ্রভু ভগ্নচিত্তদের নিকটে,
এবং যারা অন্তরে চূর্ণবিচূর্ণ, তাদের তিনি উদ্ধার করেন।
ধার্মিক ব্যক্তি অনেক দুর্ভোগের সম্মুখীন হয়,
কিন্তু সদাপ্রভু তাকে সেইসব থেকে মুক্ত করেন;
তিনি ধার্মিকের হাড়গোড় রক্ষা করেন,
তাদের মধ্যে একটিও ভাঙ্গে না।
দুষ্কর্মই দুষ্টকে বিনাশ করবে;
ধার্মিকের শত্রুরা শাস্তি পাবে।
সদাপ্রভু তাঁর দাসদের মুক্ত করবেন;
যারা তাঁর শরণাগত, তাদের কেউই দোষী সাব্যস্ত হবে না।
(গীত 34:12-22)।