Islami student sibir Italy
Aziende Di Alimentari E Bevande nelle vicinanze
Rome 00185
Mercato Carlo Calisse, Rome
Rome
Rome
Rome
Via Carabelli, Rome
Via di Tor Sapienza, Rome
Mercato Via Niccolini, Rome
Via Patate E Carote, Rome
Piazza Luigi Diodati, Rome
Rome
Monterotondo 00015
Un Po' di Qua Un Po' di La, Rome
Rome
Italy � Rome, Rome
Potrebbe piacerti anche
Informazioni di contatto, mappa e indicazioni stradali, modulo di contatto, orari di apertura, servizi, valutazioni, foto, video e annunci di Islami student sibir Italy, Negozio di alimentari, Rome, Livorno.
Congratulations 🎉
তুরস্কের ১৩ তম রাষ্ট্রপতি রেজেপ তাইয়িপ এরদোয়ান এর জন্য শুভ কামনা।সঠিক ভোটের মাধ্যমে মানুষের মন জয় করে বর্তমান সময়ের মুসলিম বিশ্বের আধুনিক নেতা হিসেবে নিজের অবস্থান আবারো প্রমাণ করলেন প্রিয় নেতা রেজেপ তাইয়িপ এরদোয়ান। জয় হোক সত্যবাদীর, জয় হোক মানবতার।
আসসালামুয়ালাইকুম
প্রিয় দ্বীনি ভাইয়েরা,,
মিছিলে যাওয়া এবং আসার ক্ষেত্রে নিম্নোক্ত বিষয়গুলো খেয়াল রাখা অবশ্যই দরকারঃ
✓ অ্যান্ড্রয়েড ফোন সাথে করে না নিয়ে যাওয়া।
✓ মিছিল শেষ করে আসার সময় রিক্সাতে একসাথে 3 জন/অটো রিক্সা তে 3 জনের বেশি না ওঠা।
✓চিকন গলিতে দল বেঁধে না আসা।
✓হাইওয়ে রোড ব্যাবহার করা নিরাপদ।
✓মিছিল শেষে সাধারণ মানুষের মধ্যে মিশে যাওয়া ভালো তবে ওই জায়গায় অবস্থান করা যাবে না।
✓মিছিলে সাংগঠনিক কোনো ডকুমেন্ট নিয়ে না যাওয়া।।
✓ পুলিশ ব্যাতিত জনগন/ আওয়ামীলীগ/ডিবি দ্বারা কেউ আটক হলে পালিয়ে না গিয়ে দল বেধে সাহসের সাথে মুকাবেলা করে ছিনিয়ে নিয়ে আসা।
✓পুলিশের হাতে আটক হলে ফোন থেকে তাৎক্ষণিক whatsap/ টেলিগ্রাম/ ম্যাসেঞ্জার আনইনস্টল করে দিতে হবে।
✓আটক হলে পরিচিত কাউকে
জানানো
✓থানার জনসক্তিদের সঠিক দিক নির্দেশনা দিয়ে নিয়ে আসা এবং নিরাপদে ফিরে যাওয়ার ব্যাবস্থা করে দেওয়া থানা সভাপতিদের দায়িত্ব।।
✓কেউ আটক হলে সুযোগ থাকলে ছবি/ভিডিও করা যেতে পারে।
✓ মিছিলে হামলা হলে বিচ্ছিন্ন না হয়ে সাহসের সাথে মোকাবেলা করা যেতে পারে, মোকাবেলা করা সম্ভব না হলেও দূরে না পালিয়ে নিরাপদ স্থান থেকে ঘটনা পর্যবেক্ষণ করে সঠিক তথ্য দেওয়া ।।
সর্বশেষ আল্লাহর উপর আস্থা, হিকমত,সহস ও দায়িত্বশীলের সঠিক আনুগত্যর মাধ্যমে যেকোনো সমস্যা অনেকাংশে সমাধান করা যেতে পারে।।
আল্লাহ আমাদেরকে হেফাজত করুন(আমিন)।
রক্তে রঞ্জিত আজ নোয়াখালী শহর
প্রতিটি রক্তের ফোটা কড়ায় গন্ডায় হিসাব দিতে হবে। ইনশাআল্লাহ।
১৯৭১ টু ২০২২. পার্থক্য
১৯৭১ সালে কাপড় খুলে নুনু চেক করা হয়েছিল!
২০২২ সালে মোবাইল,Facebook, gallery, WhatsApp, Imo চেক করে। এরা জানে না কোন এক সময় এদের কি হবে?
অযোগ্য ব্যক্তিরা হিংসা করে,
পিছিয়ে পড়া লোকেরা গীবত করে,
মানসিকভাবে অসুস্থ ব্যক্তিরা দোষ খুঁজে,
তাই এদের এড়িয়ে চলুন,
অন্যথায়, আপনিও তাদের মত হয়ে যাবেন।
ইন্না লিল্লাহ ....
সম্মানিত আমীরে জামায়াত কে কিছুক্ষণ আগে গ্রেফতার করেছে জুলুমবাজ সরকারের পেটুয়া বাহিনী। আল্লাহ ওনাকে হেফাজত করুন।আমীন।
এমন একটা সময় আসবে আওয়ামী লীগের নাম বাংলার জমিন থেকে চিরতরে মুছে যাবে।
১৪ বছরের অবৈধ ক্ষমতা ইতিহাসের পাতায় লেখা থাকবে।
ইসলামী ব্যাংকের উপরে আজ শকুনের ছায়া পড়েছে
---আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান
বাংলাদেশের এবং দক্ষিণ এশিয়ার ব্যাংকিং জগতে এক জীবন্ত বিপ্লবের নাম ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। কিছু আল্লাহভীরু আমানতদার, বিশ্বস্ত, কঠোর পরিশ্রমী, সাহসী ও দূরদর্শী মানুষের ত্যাগের ফসল এ ব্যাংক। উদ্যোক্তাদের বেশির ভাগই দুনিয়ায় এখন আর জীবিত নেই। ব্যাংকটি তার চলার পথে গোটা মুসলিম বিশ্বকে এক মোহনায় এনে শামিল করেছিলো। বিশ্বের মুসলমানদের বিশ্ব ব্যাংক আইডিবি, ইসলামী ব্যাংক বাংলাদেশের গর্বিত অংশীদার। কুয়েত ফাইন্যান্স হাউজ ও সৌদি আরবের বিখ্যাত ইসলামী ব্যাংক আল-রাজিসহ বিশ্বের অনেক নামিদামি ব্যক্তিত্ব ও সংস্থা এর উদ্যোক্তা সদস্যদের অন্তর্ভুক্ত।
বাংলাদেশের মুসলমানদের সুদের বিপরীতে কুরআন-সুন্নাহ ভিত্তিক ব্যাংকিং ব্যবস্থায় আস্থাশীল করে তুলতে ব্যাংকটিকে অনেক চ্যালেঞ্জিং রাস্তা অতিক্রম করতে হয়েছে। মহান আল্লাহর যে বান্দারা এ ব্যাংক ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাঁদের দুনিয়ায় এ ব্যাংকের মাধ্যমে আর্থিক ফায়দা লুটার কোন মতলব ছিলো না। তাঁরা নিছক মানুষকে ব্যাংকি ব্যবস্থার মাধ্যমে জান্নাতের পথ দেখানোর জন্য দেশ এবং দুনিয়ায় নিরন্তর ছুটাছুটি করেছেন। তাঁদের হাত ধরেই বাংলাদেশের বিপুল সংখ্যক ব্যাংকের মধ্যে থেকে একমাত্র ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ ও পরিচ্ছন্ন ব্যাংক হিসেবে গ্লোবাল ফাইন্যান্স অ্যাওয়ার্ড বার বার জয় করেছে। সেই ব্যাংকটাতে ডাকাত পড়লো ক্ষমতাসীনদের আশকারা ও আশ্রয়-প্রশ্রয়ে। আজ এ ব্যাংকটাকে লুটপাটের মাধ্যমে ধ্বংসের পাঁয়তারা চলছে।
লক্ষ-লক্ষ বিনিয়োগকারীর শেয়ার এবং আমানতের নিরাপত্তা নিয়ে গোটা দেশবাসী আজ শঙ্কিত। অথচ এ ব্যাংকটি নিয়েই দেশবাসী ছিলো গর্বিত। ব্যাংকটির হাত ধরে দেশে এখন পর্যন্ত ১০টির মতো পূর্ণাঙ্গ ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয়েছে। এছাড়া সরকারী-বেসরকারী দেশি-বিদেশী ব্যাংক প্রায় ১৬০০টি শাখার মাধ্যমে তাদের ইসলামী ব্যাংকিং উইন্ডো কিংবা ব্রাঞ্চ পরিচালনা করে আসছে। যা ক্রমাগত বৃদ্ধি পেয়ে চলছিলো। কার্যতঃ ব্যাংকিং ব্যবস্থার এ চ্যালেঞ্জে ইসলামী ব্যাংকের সফলতার কারণেই তা সম্ভব হয়েছে। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডই একমাত্র ব্যাংক যা সরকারী-বেসরকারী সকল ব্যাংকের আস্থার শীর্ষে ছিলো। ডিপোজিট, বিনিয়োগ, রিজার্ভ এবং রেমিট্যান্স আহরণ (বৈদেশিক মুদ্রা), আমদানি, রপ্তানীতে সকল ব্যাংকের শীর্ষে ছিলো এ ব্যাংকের অবস্থান। মোট রেমিট্যান্সের এক তৃতীয়াংশ ইসলামী ব্যাংকের মাধ্যমেই আসতো। আস্থার এ জায়গাটিতে কুঠারাঘাতের কারণে বাংলাদেশের গোটা ব্যাংকিং ব্যবস্থা এবং রেমিট্যান্সের ওপরে ভয়াবহ নেতিবাচক প্রভাব সৃষ্টি হওয়ার সমুহ আশঙ্কা দেখা দিয়েছে।
গতানুগতিক ব্যাংকিং ধারণার বাইরে এসে সাধারণ জনগণ ও প্রান্তিক জনগোষ্ঠির সেবা ও জীবনমান উন্নয়নে ব্যাংকটির ছিলো অনেকগুলো চমৎকার উদ্যোগ। যার মধ্যে রয়েছে- প্রান্তিক দরিদ্র জনগোষ্ঠির মধ্যে সহজ শর্তে ঋণ প্রদানের মাধ্যমে তাদেরকে সাবলম্বী করে তোলা। ব্যাংক এ কাজটি করতো আরডিএস বা রুরাল ডেভেলপমেন্ট স্কীমের মাধ্যমে। স্বল্প সময়ের মধ্যেই দেশের আনাচে-কানাচে প্রান্তিক জনগোষ্ঠির কাছে এ উদ্যোগটি অত্যন্ত আকর্ষণীয় ও জনপ্রিয় হয়ে উঠে। পাশাপাশি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল, মধ্যবিত্ত ও স্বল্প আয়ের মানুষের জন্য মানসম্মত হাসপাতাল/কমিউনিটি হাসপাতাল দ্রুততম সময়ের মধ্যে সারাদেশে ছড়িয়ে পড়তে শুরু করে। অদক্ষ ও শিক্ষিত বেকার জনশক্তিকে দক্ষ জনবলে পরিণত করার জন্য ব্যাংকটির রয়েছে অনেকগুলো কারিগরি ও বৃত্তিমূলক প্রতিষ্ঠান। এছাড়াও সিএসআর এর মাধ্যমে দেশ ও জাতির ওপরে দূর্যোগ ও দূর্ভিপাকে সহযোগিতায় ব্যাংকটির রয়েছে বড়সড় অবদান। এমন একটি ব্যাংকের ওপরে আজ শুকুনের ছায়া পড়েছে।
আজ বড়ই প্রয়োজন, ব্যাংকটির উদ্যোক্তা, ডিপোজিটর, শেয়ারহোল্ডার এবং ব্যাংকের সাথে সংশ্লিষ্ট প্রকৃত সৎ ব্যবসায়ীদের ডাকাত ও লুটেরারদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার। তাহলে হয়তো এখনো ব্যাংকটিকে বাঁচানোর কোনো রাস্তা বেরও হতে পারে।
শুধুই কি ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এর পাশাপাশি আরো কয়েকটি ইসলামী ব্যাংক লুটপাটের করুন চিত্র গণমাধ্যমে অতিসম্প্রতি উঠে এসেছে, এটা কোন ধরনের উন্নয়নের লক্ষণ? হয়তো একদিন সময় আসবে কড়ায়-গন্ডায় হিসাব নেয়ার।
ইয়া রব! আপনার সরাসরি সাহায্যের আজ বড়ই প্রয়োজন।
#আলহামদুলিল্লাহ
কারাগার থেকে পরীক্ষা দেওয়া শিবিরের সাথীর রেজাল্ট GPA-5
জালেমের কারাগারে থেকে এবারে দাখিল পরীক্ষা দিয়েছিল বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির হবিগঞ্জ জেলার সদর থানা শাখার সাথী শহীদুল ইসলাম জামান
আজকে প্রকাশিত রেজাল্টে সে GPA-5 পেয়েছে।
এখনও ভাইটি কারাগারেই আছে।
আল্লাহ যেন তাকে দ্রুত মুক্তির ব্যবস্থা করে দেন,সকলে তার জন্য দোয়া করবেন।
নতুন ইতিহাস পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে উদ্বোধন হলো বিশ্বকাপ ফুটবল।
সেই ১৯৩০ সাল থেকে প্রতি চার বছর পর পর মাঠে গড়ায় বিশ্বকাপ ফুটবলের আসর। এ বছরের আগে পেরিয়ে গেছে ২১টি আসর। কিন্তু এবারের আসরটি একেবারেই ভিন্ন। বদলে গেছে ইতিহাস। খরচ কিংবা আধুনিকায়ন সব দিক থেকেই ২০২২ বিশ্বকাপ আলাদা। এসবের ভিড়ে নতুন করে আলোচনায় এসেছে পবিত্র কুরআনের কথা। কেননা এবারের বিশ্বকাপে উদ্বোধনী অনুষ্ঠানে পবিত্র কুরআন তেলওয়াত করা হয়েছে। যা ৯২ বছরের ইতিহাসে কখনো ঘটেনি!!
ইন্না-লিল্লাহ
বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর"ডাঃ শফিকুর রহমান ভাইর ছেলে রাফাত সাদিক সাইফুল্লাহকে অন্যায় ভাবে আওয়ামী গুন্ডা বাহিনি জঙ্গিবাদের অপবাদ দিয়ে গ্রেফতার করেছে।আমীরে জামায়াতের ছেলে কারাগারে কেনো? খুনি হাসিনা জবাব দে,ভোট চোর হাসিনা জবাব দে।
সরকারের সামগ্রিক আয়-ব্যয়ও এখন অনেকটা ভারসাম্যহীন হয়ে পড়েছে। সরকার লক্ষ্য অনুযায়ী আয় করতে পারছে না, কিন্তু খরচ বেড়েই চলেছে। চলতি অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়ে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি টাকার ঘাটতি হয়েছে। অন্যদিকে আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধির কারণে জ্বালানি তেল ও সারে সরকারের ভর্তুকির পরিমাণ বাড়ছে। কিন্তু সরকার আর এ খাতে বরাদ্দ বাড়াতে পারছে না। এ কারণেই জ্বালানির দাম এক দফা বাড়ানো হয়েছে। এখন চাপ রয়েছে সার ও বিদ্যুতের দাম বাড়ার।
আওয়ামীলীগ দেশকে দেউলিয়া করেই ছাড়বে!
১৪ বছর ধরে উন্নয়নের রচনা মুখস্থ করতে করতে ঘুমিয়ে পড়ছিলাম, হঠাৎ পরীক্ষা দিতে এসে দেখি রচনার নাম "দুর্ভিক্ষ"
লে🙏
ওরা বঙ্গবন্ধুর আদর্শে আওয়ামীলীগ করে, আর
আমরা বিশ্ব নবীর আদর্শে জামায়াত শিবির করি। আলহামদুলিল্লাহ্ 🥰🥰
আপনার ছেলেকে ছাত্র শিবির নামক প্রতিষ্ঠানে ভর্তি করিয়ে দিন নামাজী,বিনয়ী ভদ্র,নেশামুক্ত ও জাতীয় সম্পদ হবে
ইনশাআল্লাহ✅
জামায়াত শিবির কে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে পারো।।। কিন্তু বাংলাদেশের মানুষের অন্তর থেকে- কখনো নিষিদ্ধ করতে পারবে না-
#ইনশাআল্লাহ...
টানা ৪০ দিন মসজিদে গিয়ে জামাতে এশা ও ফজরের সালাত আদায়ের চ্যালেঞ্জে জয়ী শিশুদেরকে পুরস্কার হিসেবে সাইকেল দিয়েছেন মিরপুর ডিওএইচএস সেন্ট্রাল মসজিদ কর্তৃপক্ষ। আগামী প্রজন্মকে মসজিদমুখী করতে তাঁরা অনুসরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছেন। আমি তাঁদের এই উদ্যোগকে সাধুবাদ জানাই। পুরস্কারজয়ী শিশু-কিশোরদের অভিনন্দন! তাদের পিতা-মাতার আন্তরিক চেষ্টা ছাড়া শিশু-কিশোরদের দ্বারা এরকম অর্জন সম্ভব হতো না। এজন্য তাঁদের প্রতি আন্তরিক ভালোবাসা।
আপনার সন্তানকে কিশোর গ্যাং ও বখাটেপনার হাত থেকে বাঁচাতে সালাতের অভ্যাস গড়ে তুলুন। ফিতনা-সংকুল সময়ে মুসলমানের সন্তানদের দীনবিমুখ করার জন্য চারপাশে হাজারো উপকরণ ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে। এ সময়ে শিশু-কিশোরের মধ্যে ইসলামী মূল্যবোধ জাগ্রত করতে ও দীনি শিক্ষার প্রতি আগ্রহ বাড়াতে অন্যান্য মসজিদ কর্তৃপক্ষও সাধ্যমতো নানা আয়োজন করতে পারেন।
মহান আল্লাহ সবাইকে সুসন্তান ও তাকওয়াবান মুসলিম হওয়ার তাওফিক দান করুন।
Clicca qui per richiedere la tua inserzione sponsorizzata.
Digitare
Sito Web
Indirizzo
Rome
Livorno
100
Via Mastacchi, 234
Livorno, 57122
Unicoop Tirreno è una Cooperativa di Consumatori con circa 100 punti vendita.
Corso Amedeo, 40
Livorno
laboratorio e rivendita di prodotti di produzione propria senza glutine e senza lattosio.
Via Gino Graziani
Livorno, 57121
Unicoop Tirreno è una Cooperativa di Consumatori con circa 100 punti vendita.
Via Giovanni Gelati, 4
Livorno, 57124
Unicoop Tirreno è una Cooperativa di Consumatori con circa 100 punti vendita.
Livorno, 57125
Vieni a scoprire tutte le miscele del nostro caffè in capsule. Potrai scegliere il nostro sistema The Coffy Way oppure le capsule compatibili Nespresso, A Modo Mio e Dolce Gusto! ...
Via Della Pina D’oro 28
Livorno, 57122
Aperto tutti i giorni dal Lunedì alla domenica dalle 7 alle 19.00