MD SOHEL DAKUA
Do you wanted to know about South korea?? so Let's Check it out & stay connected..
এই ফটোগ্রাফি করা হয়েছে যেই দেশে এই দেশের নাম (নরওয়ে) এই দেশের হিস্ট্রি আপনার কল্পনা কে ও হার মানাবে, আমি জোর দিয়ে বলতে পারি এই দেশের ওয়েদার, সেখানে মানুষ, সেখানে অবাস্তব প্রকৃতির খেলা পুরো পৃথিবী মধ্যে কোথাও পাবে না, (৩,৮৫,২০৭) বর্গকিলোমিটার দেশের মধ্যে ৬০ লক্ষ্য মানুষ।) এখানে মেয়েরা হলো ন্যাচারাল বিউটি বলতে পারেন, এই দেশের এক রাত আমাদের নরমাল দেশের ৬ মাসের সমান, আমি জানি আপনি এই বিষয় জানেন তাই লেকচার দিয়ে লাভ নেই, ৬ মাস রাত ৬ মাস দিন, এখানের রাতের আকাশ নরমাল নয়, কেনো জানেন আপনি এখানের আকাশ দেখলে মনে করবেন আপনি হয়তো স্বপ্ন দেখছেন, কারণ এখানের আকাশের রঙিন, লাল, নীল, গোলাপি, কতো কালার যে আপনি চিন্তা করতে পারবেন না, এই দেশে একটা রাস্তা আছে সেই রাস্তায় মনে করেন আপনি সাইকেল চালিয়ে যাচ্ছেন, অনেক সময় যাওয়ার পর দেখবেন সাইনবোর্ড এ লিখা, (END) কাউকে জিগ্যেস করলেন, ভাই সামনের রাস্তা নেই কেনো , তখন সে হেসে আপনাকে কী বলবে জানেন বলবে, (Brother, there is no road ahead, this is the last road and the last border of the world) তখন আপনার কেমন লাগবে, কমেন্টের মাধ্যমে আমাকে বলবেন , সবচেয়ে মজার কথা তো বললাম না,,, এখানের( জেল) এতো সুন্দর বাংলাদেশ ফাইভ স্টার হোটেল থেকে ও জমকালো, আপনাকে যদি হাতে টিকিট ধরিয়ে বলা হয়, যাও ঘুরে আসো সপ্নের দেশ (নরওয়ে) থেকে। আমার সপ্ন হলো নরওয়ে, মাত্র একটা দিন কাটাতে চাই, আপনি যদি ইউরোপের কোনো দেশে থাকেন নিশ্চয়ই যাবেন✌️
নিবন্ধন সংক্রান্ত নোটিশ
২০২৪ সালে কোরিয়ান ভাষা পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে আগামী ৪-৫ মার্চ তারিখ উম্মুক্ত পদ্ধতিতে অনলাইনে প্রাথমিক নিবন্ধন হবে। উক্ত নিবন্ধনে কোরিয়ান ভাষা জানা প্রার্থীদের অংশগ্রহণের জন্য পরামর্শ দেয়া হলো।
যোগ্যতা ও শর্তাবলী
১। কোরিয়ান ভাষা পড়া, লেখা ও বোঝার পারদর্শিতা থাকতে হবে;
২। শিক্ষাগত যোগ্যতা এসএসসি/সমমান;
৩। বয়স সীমা ১৮ থেকে ৩৯ বছর (জন্ম তারিখ মার্চ ৪, ১৯৮৫ হতে মার্চ ৪, ২০০৬ এর মধ্যে হতে হবে);
৪। পাসপোর্ট-এর মেয়াদ ৪ মার্চ ২০২৪ পর্যন্ত হালনাগাদ থাকা সাপেক্ষে;
৫। পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের তথ্যের সঙ্গে নাম ও জন্ম তারিখ এবং ছবির মিল থাকতে হবে;
৬। পোশাক-পরিচ্ছদ, আচার-আচরণ ও কথোপকথনে অবশ্যই মার্জিত হতে হবে;
৭। 3D (Dirty, Difficult and Dangerous) কাজ করার আগ্রহ থাকতে হবে;
৮। কালার ব্লাইন্ডনেস বা রঙ বোঝার সক্ষমতার সমস্যা মুক্ত হতে হবে;
৯। মাদকাসক্ত/সিফিলিস শনাক্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১০। ফৌজদারি অপরাধে জেল বা অন্য কোনো শাস্তি প্রাপ্ত ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১১। দক্ষিণ কোরিয়ায় অবৈধভাবে অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন;
১২। দেশ ত্যাগে নিষেধাজ্ঞা আছে এমন ব্যক্তিগণ অযোগ্য বলে বিবেচিত হবেন এবং
১৩। ই-৯ বা ই-১০ ভিসায় কোরিয়াতে ৫ বছরের বেশি অবস্থানকারীগণ অযোগ্য বলে বিবেচিত হবেন।
আগামী ৪ মার্চ ২০২৪ তারিখ সকাল ১০টা হতে ৫ মার্চ ২০২৪ বিকাল ৫ টায় পর্যন্ত নির্ধারিত নিবন্ধন ফি ৫০০/- (পাঁচশ) টাকা + বিকাশ চার্জ (অফেরতযোগ্য) বিকাশ গেটওয়ের মাধ্যমে জমা করে Transaction ID গ্রহণ পূর্বক নির্ধারিত নিবন্ধন সাইট eps.boesl.gov.bd-এ চাহিত তথ্য (নাম, জন্ম তারিখ, পিতা ও মাতার নাম, পাসপোর্ট নম্বর, নিজ-পিতা-মাতার জাতীয় পরিচয়পত্র নম্বরসহ প্রয়োজনীয় তথ্য) পূরণ করে নিবন্ধন সম্পন্ন করতে পারবেন। অর্থাৎ, এক্ষেত্রে আগে আপনার হালনাগাদ পাসপোর্টের জন্য উপরে বর্ণিত নিবন্ধন ফি প্রদান করে তারপর সংশ্লিষ্ট Transaction ID ব্যবহার করে নিবন্ধন করতে হবে। প্রার্থীগণকে বিকাশের মাধ্যমে ফি প্রদানপূর্বক প্রাপ্ত Transaction ID সংরক্ষণ করতে হবে কারণ এটি ছাড়া নিবন্ধন করা যাবে না। নির্ধারিত তারিখ ও সময়ের পর নিবন্ধন সাইট স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে যাবে। সেক্ষেত্রে ফি প্রদান করা থাকলেও আর নিবন্ধন সম্পন্ন করা যাবে না। ফলে আগামী ৫ মার্চ ২০২৪ তারিখ বিকাল ৪.৩০ টার পর নির্ধারিত নিবন্ধন ফি বিকাশ গেটওয়ার মাধ্যমে প্রদান না করার জন্য অনুরোধ করা হলো।
অনলাইন প্রাথমিক নিবন্ধনকৃত প্রার্থীর সংখ্যা ১২৪০০ (বার হাজার চারশ)-এর বেশি হলে এইচআরডি কোরিয়া কর্তৃক লটারির মাধ্যমে কোরীয় ভাষা পরীক্ষায় (ইউবিটি)-এ অংশগ্রহণের লক্ষ্যে চূড়ান্ত নিবন্ধনের জন্য প্রার্থী নির্বাচন করা হবে।
লটারি সংক্রান্ত কার্যক্রম আগামী ৭ মার্চ ২০২৪ তারিখ সকাল ১১ ঘটিকায় বোয়েসেল-এর অভিবাসি সম্মিলন হলে অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীগণ লটারির সময় উপস্থিত থাকতে পারবেন। লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের তালিকা এবং চূড়ান্ত নিবন্ধন সংক্রান্ত নোটিশ বোয়েসেলএর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে প্রচার করা হবে।
লটারিতে উত্তীর্ণ প্রার্থীদের এইচআরডি কোরিয়া কর্তৃক নির্ধারিত ২৮ মার্কিন ডলার সমপরিমাণ অর্থ প্রদানপূর্বক কোরীয় ভাষা পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত নিবন্ধন সম্পন্ন করতে হবে।
চূড়ান্ত নিবন্ধনকারী অর্থাৎ প্রবেশপত্র গ্রহণকারী প্রার্থীদের ব্যক্তিভিত্তিক পরীক্ষায় আগামী ২৭ মে হতে ২১ জুন ২০২৪ তারিখ-এ প্রবাসী কল্যাণ ভবন এর নির্ধারিত ইউবিটি-হল-এ অনুষ্ঠিত হবে। এ সংক্রান্ত নোটিশ এইচআরডি কোরিয়া থেকে প্রাপ্তি সাপেক্ষে আগামী ১৫ মে ২০২৪ তারিখ বোয়েসেল এর ওয়েবসাইট ও ফেইসবুক পেইজে যথাসময়ে প্রচার করা হবে।
বোয়েসেল কর্তৃৃপক্ষ।
Inside of my company 👽
ইপিএস ভাইদের জন্য সুখবর:
মৎস্য ও কনস্ট্রাকশন খাতে বাংলাদেশ থেকে লোক নিবে দক্ষিণ কোরিয়া 🇰🇷
যদিও কাজ গুলা কষ্টের তবুও কারো না কারো তো উপকার হবে।
আলহামদুলিল্লাহ 💕
🤸♂️🕺
Fireworks of Lotte World Tower in Jamsil, Seoul, Korea
কোরিয়াতে এখন তাপমাত্রা মাইনাস (-)১১°
কোথাও কোথাও মাইনাস (-)২০°তে নেমে গেছে।
সবাই সাবধানে থাকবেন,নিরাপদে থাকবেন।
শীতের শুরুতে কোরিয়া সেজেছে 🥰😘
ইপিএস রোস্টারভুক্ত ভাই বোনদের জন্য শুভ কামনা 💕
পাহাড়ে ঘেরা প্রকৃতির অপরূপ সৌন্দর্য ও প্রযুক্তির অপূর্ব সুন্দর মনোরম পরিবেশের দেশ দক্ষিণ কোরিয়া।
🫰
#রাশিয়া_নিয়োগ 🫰
🇷🇺🇧🇩 বিগ নিউজ!!
BOESL এর মাধ্যমে রাশিয়ায় নিয়োগ।
ভাষা জানা আবশ্যক নয়। ইংরেজিতে কিছু জানা থাকতে হবে। পদের সংখ্যাঃ ৬০০ জন। ATN News
দক্ষিণ কোরিয়ার শেষ সীমানা।
পাহাড়ের ওই পাশে উত্তর কোরিয়া🫰
দক্ষিণ কোরিয়া আসার ধাপ সমূহ 🇰🇷
পেজটি মূলত যারা দক্ষিণ কোরিয়া তে আসতে চায় তাদের জন্য।এই পেজের মাধ্যমে আমি চেষ্টা করব তাদের কাছে কোরিয়া সম্পর্কিত সকল তথ্য শেয়ার করার।
আশা করি উপকৃত হবে সবাই।
ধন্যবাদ।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
7F, 484, Gangnam-daero, Gangnam-gu
Seoul, 06120
Tổng hợp thông tin du lịch Hàn Quốc! Du lịch Hàn như người bản địa!
Seodaemoongu
Seoul, 03783
ล่าม/ไกด์พาเที่ยว,จองร้านอาหาร โรงแรม เคเบิ้ล สั่งของออนไลน์ เช่ารถพร้อมคนขับ ระดับ LUXURY
3rd Floor, 57, Myeongdong 2-gil, Jung-gu
Seoul
FOR Foreinger in korea VISA Tour Visitor Korea Information (culture, law, visa ,immigration )