Sifat Hossain
We try to make people aware through thematic discussions
বাহ্রা পশ্চিম কবরস্থান
তারা ফিরবে বার বার নতুনরুপে
বুক কি কাপে❓
Allaha Save Us
সাবেক তথ্যমন্ত্রী ও জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনুকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বিকেলে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দেখতে দেখতে ৩৭ দিনে এক বছর পেরিয়ে গেল!
ড. ইউনুস কান্নাকাটি ছাড়াই ১০০০ কোটি ফান্ডিংয়ের ব্যবস্থা করছেন।
ওদিকে আবার বাংলাদেশ প্রথমবারের মতো টেস্টে পাকিস্তানকে হারিয়ে দিচ্ছে,তাও দশ উইকেটে!
কীসের ভেতর দিয়ে কী যে হচ্ছে!
এভাবে একটা দেশ চলতে পারে?
আমরা কি এমন স্বাধীনতা চেয়েছিলাম?
দেখুন শিক্ষার্থীদের উপর হামলার পরেও কিভাবে শিক্ষার্থীরা আনসারদের নিরাপদে বের করে দিচ্ছে।
এটাই শিক্ষা।।।
জাতীয় সংসদের সামনে এবার রিকশাওয়ালাদের অবরোধ, রাস্তা বন্ধ।
তাদের দাবী অটোরিকশা বন্ধ করতে হবে।
সবাই বিপ্লবী এখন,তাতে সমস্যা নাই,তবে একটু ত সময় দেওয়া যায়। কাজ করার সুযোগ না দিলে,দেশ সংস্কার করব কিভাবে?
পিকচারটা বেশী বেশী শেয়ার করুন এই ফেসগুলো বের করতে সাহায্য করুন 🙏
প্রবাসীরা এ জাতির সূর্য সন্তান। দেশের সংকটে তারা দেশকে যথেষ্ট সাপোর্ট দিচ্ছে।
সিলেটের আদালতে মারধরের কারণে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের অন্ডকোষ ফেটে গেছে। গতকাল শনিবার রাত সাড়ে ১১টার দিকে আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছে। সেখানেই তার শরীরে অস্ত্রোপচার করা হয়েছে। এ সময় সাবেক এই বিচারপতির শরীরের বিভিন্ন অংশে আঘাতের চিহ্ন পাওয়া গেছে বলে হাসপাতাল সূত্র জানায়। এদিকে আমাদের সময়ের হাতে আসা একপত্রে দেখা গেছে, সিলেট কেন্দ্রীয় কারাগারের কারা হাসপাতালের সহকারী সার্জন ডা. মো. ইমদাদুল হক চৌধুরী স্বাক্ষর করে লিখেছেন ‘রোগী আনফিট’। সেখানে কারাগারের সিনিয়র জেল সুপারেরও স্বাক্ষর রয়েছে।
আনসার বাহিনীর লাস্ট আপডেট
চেয়েছিলাম জাতীয়করণ
হয়ে গেল পাছা গরম
জাস্ট ওয়াও
এভাবে সবাইকে এগিয়ে আসতে হবে।
প্রশ্ন:
বন্যার সময় লাশ দাফনের নিয়ম কি?
উত্তর:
বিসমিল্লাহির রহমানির রহিম।
কোথাও জমিন না পাওয়া গেলে গোসল ও কাফন পড়ানোর পরে জানাযা পড়ে পানিতে ভাসিয়ে দিতে হবে।
(মুফতি আফফান বিন শরফুদ্দিন হাফি.)
তথ্য: হানাফি ফিকহ গ্রুপ
উনার বাবকে সবজায়গায় রেখেছে।
পাকিস্তানের কারাগারে বন্দী সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান ব্রিটেনের স্বনামধন্য অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের পরবর্তী চ্যান্সেলর হওয়ার জন্য আবেদন করেছেন।
আন্দোলনকারীদের জন্য সরকার থেকে প্রাইভেট হসপিটালগুলোতে বিল মওকুফের অথবা ন্যূনতম শুধু মেডিসিন বিল নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে৷
কোনো প্রাইভেট হসপিটাল পূর্বের মতো চোরের ন্যায় বিল করলে বা অপ্রত্যাশিত আচরণ করলে ইন্সট্যান্ট জানাবেন ৷ আমরা সরাসরি ডিল করবো ৷
যোগাযোগের ঠিকানা :
01731814449 (মাহিন) সমন্বয়ক
01865352083 (অদিতি) সমন্বয়ক
আমাদের প্রাণের দাবি
Pinaki Bhattacharya - পিনাকী ভট্টাচার্য এর সকল মামলা প্রত্যাহার করে দেশে ফেরানো হোক।
ভারতও স্বীকার করলো যে আমরা পরাধীন ছিলাম৷
খুনি হাসিনার অপরাধের শেষ নেই!
তাও এখনো এদেশের ছুঁপা আওয়ামী ঘাতক-দালালেরা এই খুনির পক্ষে কিছু বলতে না পেরে তার স্বৈরাচার বাপের দালালি করছে। এরাই গণহত্যা করে পালিয়ে যাওয়া খুনি হাসিনাকে এদেশের রাজনীতিতে আবারো পুনর্বাসন করতে চায়। এদের সম্মিলিত ভাবে রুঁখে দিতে হবে
এক সাগর র'ক্তের বিনিময়ে পাওয়া স্বাধীনতা। আমরা আমাদের ভাইদের কোনভাবেই ভুলতে পারবোনা 💔
লুটেরা লীগের এক সিনিয়র সচিব শাহ কামালের বাসা থেকেই উদ্ধার করা হয়েছে-
- নগদ ৩ কোটি বাংলাদেশী টাকা
- ৩ হাজার মার্কিন ডলার
- ৩৫ হাজার কোরিয়ান মুদ্রা
- ৪ হাজার সিঙ্গাপুর ডলার
- ৩ হাজার সৌদি রিয়াল
- ২ হাজার অস্ট্রেলিয়ান ডলার।
একজনের বাসা থেকেই এতো সম্পদ উদ্ধার! আরো কতো জায়গায় কতো কি আছে আল্লাহ মাবুদই জানে! একবার ভাবেন এই ১৬ টা বছরে এরা দেশটাকে কিভাবে শুষে নিয়েছে!
আসসালামু আলাইকুম .সালামের জবাব দেওয়া ওয়াজিব..
দেশ পরিবর্তনের আগে নিজেকে পরিবর্তন করতে হবে।
বাহ্রা ইউনিয়ন পরিষদের দেয়ালে চলছে মাদ্রাসা ছাত্রদের দেয়াল অংকন৷
আমরা এমন একটি সংগঠনের স্বপ্ন দেখি যে সংগঠন কোন রাজনৈতিক দলের হয়ে কাজ করবে না, সুধু প্রবাসীদের হয়েই কাজ করবে। প্রবাসিদের সমস্যা তুলে ধরবে। প্রত্যেক দেশে তাদের শাখা থাকবে এবং প্রবাসীরাই এর নেতৃত্ব দিবে।
দুঃখজনক হলেও সত্য এই সংকটকালে প্রবাসীদের প্রতিনিধিত্ব করার মত কোন বড় সংগঠন নাই। আমি ছোট করে চেষ্টা করছি প্রবাসীদের এক করতে, একটা নেটওয়ার্ক করতে কিন্তু পারছি না। আমার মত আপনি যদি এমন কিছু চান দয়া করে আসুন একটি নেটওয়ার্ক তৈরি করি যাতে করে প্রবাসীদের সার্থ নিয়ে দেশের সাথে আলোচনা করা যায়।
যারা প্রবাসে থেকেও দল মত নির্বিশেষে দেশ ও প্রবাসীদের নিয়ে কিছু করতে চান তারা সবাই এই গ্রুপে যুক্ত হোন।
সবার অংশগ্রহণ ছাড়া নির্বাচন না হলে কি আমরা প্রবাসীরা প্রয়োজনের অতিরিক্ত বা ফ্যামিলির খরচ ছাটা বাকি রেমিট্যান্স নিজেদের কাছে জমা রাখতে পারি?
এটা হতে পারে প্রবাসীদের নিরব প্রতিবাদ।
প্রবাসীদের উন্নয়নে কাজ করার জন্য আমাদের কিছু বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ প্রবাসী দরকার। যে সকল প্রবাসীরা মনে করেন প্রবাসীরাই পারে প্রবাসীদের ভাগ্য পরিবর্তন করতে তাদের দৃষ্টি আকর্ষণ করছি।
Bangladesh EXpatriate Development Organisation
কেমন আছেন সবাই?
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Kuwait City
Let's fight together against Corona Be clean | Use masks | & sanitizers | | Inhale the Good & Exhal
Kuwait City
Social Media Marketing & Content Creator | Business Development | Strategic Planner
Kuwait City
This page is regularly updated.It contain authentic Islamic contents from Quran and Hadiths Page created to spread knowledge of Islam and ultimately seek the pleasure ofAllahعزوجل ...