BPKS Television

BPKS Television

You may also like

Sohel sathi
Sohel sathi

বন্ধন প্রবাসী কল্যাণ সংগঠন দেশ ও প্রবাসীদের কল্যানে কাজ করে।

Photos from BPKS Television's post 31/08/2024

বাংলাদেশ যুব অধিকার পরিষদ এর ৪র্থ প্রতিস্টা বার্ষিকী পালন করে যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখা 🇧🇩

সাংগঠনিক সিদ্ধান্তে বড় প্রোগ্রাম না করে ছোট প্রোগ্রাম করে অনুষ্টানের অর্থ দিয়ে বন্যার্থ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তাই সীমিত পরিসরে আমাদের কার্যক্রম

আজকের প্রতিস্টা বার্ষিকী অনুষ্টানে, গণ অধিকার পরিষদে,ছাত্র অধিকার পরিষদ,পেশাজীবি অধিকার পরিষদের ও যুব অধিকার পরিষদের সকল ইউনিটের নেতাকর্মী উপস্থিত ছিলেন,,,
সবাইকে বাংলাদেশ যুব অধিকার পরিষদ মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করি,

বাংলাদেশ জিন্দাবাদ
যুব অধিকার পরিষদ
জিন্দাবাদ, 🇧🇩

31/08/2024

এয়ারপোর্টে যাত্রীদের জন্য!

১.ফ্রি টেলিফোন,
২. ফ্রি ওয়াইফাই,
৩. হেল্প ডিস্ক,কাষ্টমার সার্ভিস,
৪. দ্রুত ল্যাগেজ প্রদান,
৫. ভালো ব্যবহার,
৬. ল্যাগেজ ভাঙ্গলে বা কোন কিছু চুরি হইলে, কর্মিদের বেতন থেকে টাকা কাটা হবে।

কোন ঘোষণা দিলো না,সেলফি তুললো না। নেতা কর্মীদের নিয়ে ফুলের মালা গলায় পড়লো না। সাংবাদিক সম্মেলন করলো না। বাবা এবং স্বামীর স্বপ্ন দেখলো না। সন্তান আর স্বজন হারানো কোন বেদনা ছাড়াই একটি ফোন কলেই সব ঠিক করে ফেলেছে।

আসলে শিক্ষিত লোকেরা কথা কম বলে,চিল্লায় কম, কাজ বেশি করে।
ড. ইউনুস স্যার -

30/08/2024
29/08/2024

বিদেশ পালাতে গিয়ে সাবেক মন্ত্রী শাহাব উদ্দিনের ভাগনাসহ দুই যুবলীগ নেতা আট ক।

বিদেশ পালাতে গিয়ে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে যুবলীগের দুই নেতা আটক হয়েছেন। এর মধ্যে একজন সাবেক পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান।



এয়ারপোর্টে কর্মরত ইমিগ্রেশন পুলিশ বৃহস্পতিবার (২৯ আগস্ট) বিকালে তাদেরকে আটক করে। আটকরা হলেন- সাবেক মন্ত্রী মো. শাহাব উদ্দিনের ভাগনা ও বড়লেখা সদর ইউপি চেয়ারম্যান- যুবলীগ নেতা ছালেহ আহমদ জুয়েল ও বড়লেখা সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি জালাল আহমদ।



সংশ্লিষ্ট সূত্রতে জানাযায় তারা দুজন দেশ থেকে পালিয়ে সৌদি আরব যাওয়ার উদ্দেশ্যে বৃহস্পতিবার বিকালে সিলেট বিমানবন্দরে আসেন। পরে বিকাল ৫টার দিকে ইমিগ্রেশন ডেস্কে গেলে কর্তব্যরত পুলিশ তাঁদের আটক করে। শেখ হাসনিার পতনের পর এ দুজনের বিরুদ্ধে মামলা হয়েছে বলে জানা গেছে।

28/08/2024

কমলগঞ্জে ৩শত পরিবারের মাঝে ৫কেজি করে পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট বিতরণ

মৌলভীবাজার প্রতিনিধি ঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা কবলিত এলাকায় ৩শত পরিবারের মাঝে ৫ কেজি করে উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট বিতরণ করছে বেসরকারি সংস্থা সেন্টার ফর ন্যাচারাল রিসোর্স স্টাডিজ (সিএনআরএস)।

বুধবার (২৮ আগস্ট) বেলা ১১টায় উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আনুষ্ঠানিকভাবে এসব বিস্কুট বিতরণ করা হয়।

১নং রহিমপুর ইউনিয়ন চেয়ারম্যান মো: ইফতেখার আহমেদ বদরুল এর সভাপতিত্বে এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিএনআরএস প্রতিবেশ প্রকল্পের সাইট অফিসার মনিরুজ্জামান চৌধুরী,ইউপি সদস্য ও প্যানেল চেয়ারম্যান মাহমুদ আলী,জুনেদ আহমদ খান,ধনা বাউরী, সিতাংশু কর্মকার, রাসেল আহমদ সহ অন্যান্য ইউপি সদস্য গন উপস্থিত ছিলেন।

Photos from BPKS Television's post 28/08/2024

বন্যার ভয়াবহতা অনেক পরিবার ঘরবাড়ি হারিয়ে নি:স্ব, বন্যার পানি নেমে যাওয়ার পর ভেসে উঠেছে ক্ষত চিহ্ন। সরেজমিন আজ বুধবার (২৮ আগষ্ট) কমলগঞ্জের ইসলামপুর ইউনিয়নের বাসিন্দাদের মাটির ঘরগুলো ধসে গেছে। এখন পানি পুরোপুরি নেমে গেছে। ফলে কাঁচা ঘর বাড়িগুলো ধসে পড়ছে। অনেক ঘরে ফাটল ধরেছে। এ ছাড়া কমলগঞ্জ উপজেলায় বন্যায় মূল সড়ক ও অভ্যন্তরীণ সড়কগুলো ভেঙে গেছে। যাতায়াতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা।
পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কমলগঞ্জ উপজেলার ইসলামপুর ইউনিয়নের কুরেঞ্জির বাসিন্দাদের বেশকিছু ঘর পুরোপুরি ভেঙে পড়েছে সেগুলো বসবাসের অনুপযোগী । উক্ত এলাকার বন্যায় ক্ষতিগ্রস্থরা বলেছেন, এখন আমাদের ত্রান নয় ঘরবাড়ি মেরামতের জন্য সহায়তার প্রয়োজন।

আজ বাংলাদেশ খাসি পিপলস এর ত্রান সহায়তার কিছু স্থিরচিত্র।

Photos from BPKS Television's post 28/08/2024

CNRS-WFP এর পক্ষ থেকে ১নং রহিমপুর ইউনিয়নের ৩শত পরিবারে ১কার্টুন করে বিস্কুট বিতরণ অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো:ইফতেখার আহমেদ বদরুল, চেয়ারম্যান ১নং রহিমপুর ইউনিয়ন পরিষদ, কমলগঞ্জ, মৌলভীবাজার।।

Photos from BPKS Television's post 27/08/2024

কুলাউড়া উপজেলার টিলাগাঁও ইউনিয়নের সুজাপুর (ক্যাম্পে) গ্রামের কয়েকটি ঘরের খন্ড চিত্র।ত্রানের চাইতে ঘর বাড়ি মেরামতের জন্য টীন নগদ টাকা সহ আসবাবপত্র প্রয়োজন।

Photos from BPKS Television's post 27/08/2024

লতিফি হ্যান্ডস মানবতার তরে নিবেদিত একটি বিশ্বস্ত নাম। হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব ফুলতলী প্রতিষ্ঠিত এই সংস্থা প্রতিষ্ঠাকাল থেকে অসহায় মানুষের খিদমাত করে যাচ্ছেন।

সাম্প্রতিক বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ফেনী জেলায় লতিফি হ্যান্ডস এর সেক্রেটারি জেনারেল জনাব মাওলানা গুফরান আহমদের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম চলমান আছে। তালামীযে ইসলামিয়ার কেন্দ্রীয় নেতৃবৃন্দও সাথে থেকে সহযোগিতা করছেন। উল্লেখ্য যে, বন্যা আক্রান্ত বিভিন্ন জেলায় শুরু থেকে প্রতিদিন লতিফি হ্যান্ডস কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

27/08/2024

মণিপুরী ললিতকলা একাডেমি ও আনবিটেন ক্লাব মাধবপুর এর আয়োজনে শ্রী শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্ঠমী উপলক্ষে আলোচনাসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ডি,এম সাদিক আল শাফিন।

Photos from BPKS Television's post 27/08/2024

বন্যায় কবলিত কমলগঞ্জ উপজেলার বিভিন্ন ইউনিয়ন নদীভাঙ্গন পরিদর্শন পথসভা করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস‍্য, মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)উপস্থিত ছিলেন উপজেলা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

27/08/2024

মৌলভীবাজার জেলা তথ্য অফিসের আয়োজনে "শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম শীর্ষক" প্রকল্পের আওতায় সংগীতানুষ্ঠানের স্থির চিত্র।

27/08/2024

আজ কমলগঞ্জ উপজেলার আদমপুর ইউনিয়নের উত্তরভাগ শব্দকর পাড়ায় নিরাপদ সড়ক চাই কমলগঞ্জ উপজেলা শাখার ত্রাণ বিতরণ।

27/08/2024

রাজনগর উপজেলার মনু নদীর বাঁধ সংলগ্ন গ্রাম একামধু ও কান্দিরকুল গ্রামের ৪২টি পরিবারের মাঝে রাজনগর পল্লী বিদ্যুৎ কর্মকর্তা ও কর্মচারী গনের ব্যক্তিগত উদ্যোগে বন্যা দূর্গত মানুষের মাঝে আজ ত্রাণ সহায়তা প্রদান করা হয়।

27/08/2024

মৌলভীবাজারের কমলগঞ্জ প্রেসক্লাব -এর আয়োজনে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) দুপুরে কমলগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের চৈতন্যগঞ্জ ও বাদে উভাহাটা গ্রামে শতাধিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।

27/08/2024

ছাত্র-জনতার আন্দোলনের মুখে অবশেষে পদ ছাড়লেন বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ।

27/08/2024

মৌলভীবাজার জেলার এসপি বদলি
মৌলভীবাজার জেলার পুলিশ
সুপারকে (এসপি) বদলি করা হয়েছে।
মঙ্গলবার (২৭ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ শাখা-১ থেকে
উপসচিব মো. মাহবুর রহমান শেখ
স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ বদলি করা হয়।
প্রজ্ঞাপনে মৌলভীবাজারের এসপি মো. মনজুর রহমান (পিপিএম)-কে নোয়াখালী ইনসার্ভিস ট্রেনিং সেন্টারের পুলিশ সুপার হিসেবে বদলি করা হয়েছে।

Photos from BPKS Television's post 27/08/2024

আঞ্জুমানে ছালেকীন বাংলাদেশ, সিরাজনগর দরবার শরীফ এর উদ্যোগে বানবাসীদের মধ্যে ভালবাসা বিতরণ।

27/08/2024

মৌলভীবাজার জেলায় বিগত ২০০৯ সালের ০৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামারিক জণগনকে প্রদান করা হয়েছে তাদের লাইসেন্স স্থগিত করা হলো এবং আগামী ০৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে গোলাবারুদসহ আগ্নেয়াস্ত্র সংশ্লিষ্ট থানায় জমা দেয়ার জন্য অনুরোধ করা হলো। এ আদেশ লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
আদেশক্রমে: জেলা ম্যাজিস্ট্রেট, মৌলভীবাজার।
প্রচারে: জেলা তথ্য অফিস, মৌলভীবাজার।

Photos from BPKS Television's post 27/08/2024

জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় সদস্য মুজিবুর রহমান চৌধুরী(হাজি মুজিব) কমলগঞ্জ উপজেলার ২নং পতনঊষার ইউনিয়নের গোপিনগর এলাকায় বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ করেন।

Photos from BPKS Television's post 26/08/2024

কুলাউড়া উপজেলাধীন টিলাঁগাও ইউনিয়নে বন্যা দুর্গত ১০০ টি পরিবারে মাঝে ত্রাণ ও ঔষধ বিতরণ কার্যক্রম সম্পন্ন।

আমাদের ত্রাণ কার্যক্রম চলমান থাকবে.....

বন্ধন প্রবাসী কল্যান সংস্হা 🇧🇩 (BPKS)

26/08/2024

আলহামদুলিল্লাহ আজকে কুলাউড়া টিলাগাও ত্রান সামগ্রী ও জরুরি ঔষধ বিতরণ করা হবে।
বন্ধন প্রবাসী কল্যান সংস্থা।

23/08/2024

দেশের বন্যা পরিস্থিতি সময়ের সাথে সাথে খারাপ এবং ভয়ংকর রূপ নিচ্ছে। এমতাবস্থায় বন্ধন প্রবাসী সংস্থা কর্তৃক বন্যার্তদের মধ্যে শুকনো খাবার এবং ত্রাণ সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আপনারা যারা বন্যার্তদের সাহায্যের হাত বাড়িয়ে দিতে চান তারা নির্বিঘ্নে নিম্নোক্ত নাম্বারে এবং ঠিকানায় টাকা পাঠিয়ে অসহায় বন্যায় কবলিত মানুষের পাশে দাড়াতে পারেন।
আপনাদের ব্যাংকের স্টেটমেন্ট সহ কোথায় কিভাবে কত টাকা খরচ হবে যাবতীয় সকল বিষয় আমাদের অফিসিয়াল ফেসবুক পেজে উল্লেখ করা হবে।

BPKS Official Bkash : 0174121-6511

Bank Account :
1. Exim Bank
03012100368961, Dakshin Fenchuganj Branch, Sylhet.

2. Dutch Bangla Bank
1901580013538, Shahjalal Upashahar Branch, Sylhet.

23/08/2024

এগিয়ে আসুন সবাই।
সহযোগীতার হাত বাড়িয়ে দিন।

Want your business to be the top-listed Media Company in Kuwait City?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

মিলাদ শেষে বেগম জিয়ার জন্য দোয়া করা হয়
কমলগঞ্জে ৩শত পরিবারের মাঝে ৫কেজি করে পুষ্টিগুণ সম্পন্ন বিস্কুট বিতরণমৌলভীবাজার প্রতিনিধি ঃমৌলভীবাজারের কমলগঞ্জে বন্যা কব...
ছাত্র-জনতার আন্দোলনের মুখে অবশেষে পদ ছাড়লেন বিশ্বনাথ আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুমান আহমদ।
মৌলভীবাজার জেলায় বিগত ২০০৯ সালের ০৬ জানুয়ারি হতে ২০২৪ সালের ০৫ আগস্ট পর্যন্ত যে সমস্ত আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বেসামারিক ...
আসুন অসহায় মানুষের পাশে দাড়াই
এই এলাকার মানুষের অবস্থা কোব খারাফ, আমরা আছি আপনারা সহযোগিতা করতে চাইলে যোগাযোগ করুণ। 017 17 228 484 আপনাদের সেই আমানত প...

Category

Telephone

Address

Kuwait City

Other TV Channels in Kuwait City (show all)
Kwentong Pambata Kwentong Pambata
Kuwait City

Beautiful stories for kids and additional knowledge for learning.

Mathew tv Mathew tv
Al Dasma Block 5
Kuwait City

just for fun

Arvee tv Arvee tv
Salmiya
Kuwait City, 30001

This page is uploading random funny, inspirational and motivational video.

القرآن الكريم القرآن الكريم
Kuwait City, 92209

إِنَّ هَذَا الْقُرْآنَ يَهْدِي لِلَّتِي هِيَ أَقْوَمُ

Philip  Nrenzah  Tv Philip Nrenzah Tv
Kuwait City

News

Rowell TV Rowell TV
Kuwait City

SA Islamic TV SA Islamic TV
Kuwait City

❣️❣️শরীর দেখানো যদি আধুনিকতা হয়, তাহলে পশুরাই সবচেয়ে বেশি আধুনিক❣️❣️

SAB TV 21 SAB TV 21
Kuwait City, 7282439

SAB TV 21

yassi tv yassi tv
Kuwait City

hard worker, always trust god

Mesal tv Mesal tv
Kuwait Kabad
Kuwait City, 6000

Bhongs channel Bhongs channel
Nasser Bader Street
Kuwait City, SALMIYA

My Page is for entertainment purpose only

Nrenzah Tv 2 Nrenzah Tv 2
Kuwait City

Bring you covered about the happenings in Ghana and the world �.