Kuwait Bangla News
we'll come
#কুয়েত থেকে সাধারণ ক্ষমায় যারা দেশে যাচ্ছেন, তাদেরকে প্লেন ছাড়ার ৫ ঘন্টা পূর্বে এয়ারপোর্টে উপস্তিত হওয়ার জন্য অনুরোধ করা হয়েছে ।
আসছে নওতাপ ২০২৪
NASA রা জানিয়েছেন যে আগামী ২৫ মে থেকে শুরু হবে নওতাপ। এই সময় সূর্য যেন আগুন ছড়াতে শুরু করবে পৃথিবীর বুকে। সূর্য প্রতি বছর যে সময় রোহিণী নক্ষত্রে অবস্থান করে, সেই সময়টায় সবেচেয়ে বেশি গরম পড়ে। আগামী ২৫ মে সকাল ৩টা ১৬ মিনিটে সূর্য রোহিণী নক্ষত্রে প্রবেশ করবে। ১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। *সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।*
সাবধানে থাকবেন সবাই
আল্লাহ সবাইকে হেফাজত করুক
জনকল্যাণ সার্থে পোস্ট টি শেয়ার করুন ।
#কুয়েত বাংলা নিউজ Kuwait Bangla News*
কুয়েতের নতুন আমীর শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবাহ .... ❤
কুযেতের আমির শেখ
নোয়াপ আহমেদ আল সোহবা
কিচুক্ষণ আগে দুনিয়ার মায়া ত্যাগ করে
পর পারে চলে জান।
ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ উনাকে জান্নাতের উচ্চ মোকাম দান করুক।।
#কুয়েতের ফাইলাকা দ্বীপ আজও কালের সাক্ষী হয়ে আছে।
এটা ডাক্তার সাহেব এর চেম্বার এর দরজা। এরা রোগি নয়, তবে রোগিকে মারার জন্য ডাক্তার কে ব্যাবহার করতে লাইন ধরে অপেক্ষায়।
হাসপাতালগুলোতে যেখানে রুগীর সিরিয়াল থাকার কথা, সেখানে দেখা যায় ঔষধ কোম্পানীর রিপ্রেজেন্টটেটিভদের সিরিয়াল।
আর ডাক্তার সাহেবরা যত ঔষধ লিখবে তত বেশি কমিশন। যেখানে রুগীরে এক রকমের ঔষধ দিলে ভালো হয়ে যাবে সেখানে দেওয়া হচ্ছে কয়েক রকমের ঔষধ। এ যেন এক মহামারি ব্যবসা,,,,,,
চট্টগ্রামের সন্দিপ নিবাসী, রেমিটেন্স যুদ্ধা কুয়েত আল মোজাইনী এক্সচেঞ্জের হাসাবিয়া শাখার কর্মকর্তা,মোহাম্মদ হাবিবুল্লাহ বাহার, অদ্য সকালে স্টক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমীন।আর পরিবারের সকলকে ধৈর্য্য ধারণ করার শক্তি দিন।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন। এক মজলুম মুফাসসির আলেমের চিরবিদায়........😭😭😭
আল্লাহ হুজুর কে জান্নাতের উচ্চ
মাকাম দান করুক আমিন।
একদিন কারেন্ট না থাকায় মেয়েটি মারা গেল।
®ফানি ভিডিও ®
#কুয়েত সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত।
কুয়েতের মতলা এলাকায় সড়ক দুর্ঘটনায় জহিরুল ইসলাম (৫৮) নামের একজন বাংলাদেশি প্রবাসী মারা গেছেন। স্থানীয় সময় রোববার বেলা ১১টায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, প্রতিদিনের মত ট্যাংকার চালিয়ে মতলা থেকে জাহরা এলাকায় যাচ্ছিলেন জহিরুল। এক পর্যায়ে ওভার ব্রিজের ওপর হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সেখান থেকে ছিটকে নিচে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত জহিরুল ইসলাম ঢাকা জেলার কেরানীগন্জ মডেল থানার সোনাকান্দা গ্রামের জাবেদ আলীর ছেলে। তিনি দীর্ঘদিন পানির ট্যাংকার চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
কুয়েত প্রবাসী মরহুমের সন্তান রায়হান দূর্ঘটনায় তার বাবার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃতদেহ মর্গে রাখা হয়েছে, চূড়ান্ত প্রক্রিয়া সম্পন্ন হলে লাশ দেশে পাঠানো হবে বলে জানায়।
#কুয়েত ফেনীর রেমিট্যান্স যোদ্ধা তাজুর মৃ-ত্যু
তাজু একটু আগে ফেনী সদর হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন,
ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
রাব্বুল আলামিন উনাকে জান্নাত দান করুন।
#কুয়েত মিরসরাইয়ের রেমিট্যান্স যোদ্ধা সুমনের মৃ-ত্যু
মিরসরাই উপজেলার ২ নং হিঙ্গুলী ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের গনকছরা গ্রামের কুয়েত প্রবাসী রফিকুল আলম সুমন আজ বিকেল ৩ টার সময় স্ট্রোক করে মা-রা যান(ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। সে গনকছড়া গ্রামের তাহের মেম্বার বাড়ির মৃ-ত বদিউল আলম সওদাগরের বড় ছেলে। জীবিকার তাগিদে ২০০৬ সালে কুয়েতে পাড়ি জমান সুমন। বর্তমানে তার ম-রদেহ জাহারা হাসপাতাল মর্গে রয়েছে। আইনী কার্যক্রম সম্পন্ন করে ম-রদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে।
কার কোন এলাকায়, ঘূর্ণিঝড় মোখার প্রভাব কেমন দেখছেন?
#চট্রগ্রাম কক্সবাজার মহসড়কে গরমে পিচ গলে যাচ্ছে। তাপমাত্রা ৪৩.৪ ডিগ্রি সেলসিয়াস।
#কুয়েতে নির্মিত হতে যাচ্ছে পৃথিবীর সর্বোচ্চ উচ্চতার টাওয়ার ‘বুর্জ মুবারক।
ক্বাবা চত্বরে হাজ্বিদের সেজদারত এই ছবি টুইটারে সাড়া ফেলেছে ❤
ফটোগ্রাফি : আব্দুর রহমান আল সাহলি।
#কুয়েত জরুরী অবস্থায় ঘোষণা।
আপনার দোকানের ব্যবসা-বাণিজ্য বিজ্ঞাপন দেওয়ার জন্য যোগাযোগ করুন।
হুন্ডির প্রভাবে কুয়েত থেকে ব্যাংকিং খাতে টাকা পাঠানোর হার কম।
ফ্রান্সের মতই সর্বোচ্চ শক্তিধর কান্ট্রি আমাদের হৃদয়ের স্পন্দন প্রিয় নবী রাসূল (সাঃ) কে নিয়ে কটূক্তি-মন্দবাক্য বলে বিস্তীর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছিল,সেই জায়গায় ভা'র'ত একটা ভিখারি রাষ্ট্র।
"স্বাগতম মধ্যপ্রাচ্যকে,একটু দেরিতে হলেও সঠিক সিদ্ধান্ত ভা'র'তের বিরুদ্ধে।
সৌদি কুয়েত কাতার বাহরাইন ওমান ইরান আমিরাতসহ মধ্যপ্রাচ্যে আরো অন্যান্য মুসলিম বিশ্ব ভা'র'তের পণ্য বয়কট করছে।
আরো প্রতিটি মধ্যপ্রাচ্যে থাকা ভারতীয় রাষ্ট্রদূতরা বিভিন্ন প্রশ্নের সম্মুখীন!ভিখারির বা'চ্চা'রা আরবের চাকর-বাকর,চাকরানী এবার ঠেলা সামলা।
👉ইসলাম ধর্ম এবং রাসূল (সাঃ) এর জন্য মুমিন মুসলমান সর্বোচ্চ ত্যা'গ দিতে প্রস্তুত সাবধান জা'লি'ম'রা স্বার্থ আর দল থেকে ইসলাম অনেক অনেক বড়।
❝বিশ্ব নবীর অপমান!
সইবে না কোন মুসলমান ❞
Kuwait's Amir condoles with Bangladesh Pres. on fire victims..
H.H the Amir Sheikh Nawaf Al-Ahmad Al-Jaber Al-Sabah sent a cable Tuesday to the President of Bangladesh Mohammad Abdulhameed, expressing his condolences on the victims of the fire that resulted in the death of dozens in Sitakunda area, H.H the Amir also expressed condolences to the victims' families & wished the injured quick recovery.
🌹🕌ফ্যামিলি শপিং সেন্টার🌹🌹 (বারইয়ার হাট)আপনাদের জন্য নিয়ে এলো ডিসকাউন্ট প্রাইজে ঈদের শপিং,মনমুগ্ধকর পরিবেশে সম্পুর্ণ শিতাতপ নিয়ন্ত্রিত,রোজার ভিতর এ দিক সে দিক ঘুরোঘুরি না করে ।এক জায়গায় বসে সব কিছু পেয়ে যাবেন ফ্যমিলি শপিংএ ইনশা-আল্লাহ ।পবিত্র মাহে রমযানের শুভেচ্ছা স্বাগতম।🌹🕌
#কুয়েত আপনাদের ব্যাবসা প্রতিষ্ঠান বাসা বাড়ী কোথাও সিসি ক্যামেরা লাগানোর দরকার হলে আমাদের কল করুন। Contact: 55187467,90040483
#কুয়েত দূতাবাসে বাংলাদেশ এম্বাসিতে প্রবাসীদের হয়রানী করতেছে রিতিমতো।যেন দেখার মত কেউ নেই?
আমার পাসপোর্ট দূতাবাসে প্রস্তুত আছে যেনে ও সিরাজ মিঞা আমাকে বলতেছে আমার পাসপোর্ট আমি আজকে পাবোনা। তার পরে জিজ্ঞেস করলাম কবে পাবো নানা, উনি বল্লো বৃহস্পতিবারে ২টার দিকে আসো।এর পরে আমি বল্লাম নানা আমার পাসপোর্টের জন্য আমি এই মাসের১০ তারিখে আসলাম তার পরে গত কালকে আমার এক বড় ভাই ফোন করেছিলো আপনাকে আপনি বল্লেন পাসপোর্ট চলে আসছে এখন বলতেছেন আসে নাই বৃহস্পতিবারে আসতাম।
এই নেন বড় ভাই লাইনে আছে কথা বলেন,
তার পরে সিরাজ মিঞা বলতেছে বাদ্দে কোথা কার কে নাতি এখন কাউকে চিনীনা আমি, তুই বৃহস্পতিবারে আয়।
আইচ্ছা নানা বৃহস্পতিবারে আসলে সিউর পাবো নাকি?
সিরাজ মিঞা বলতেছে জানি না সঠিক কবে পাবে। আমি বল্লাম নানা আমার কপিলে চিল্লা চিল্লী করের আমার পাসপোর্ট আজকে না নিলে কপিলে আরো বকা বকি করবে এখন কি করি। তার পরে সিরাজ মিঞা বল্লো এই দিগে আয়, গেলাম, ৫দিনার দে পাসপোর্ট এখন দিয়ে দেবো, আমি ও কি করবো নিরুপায় ৫দিনার দিয়ে দিলাম তার পরে সে আমাকে পাসপোর্ট দিয়ে দিলো ১৫ মিনিট পরে,
আমার প্রশ্ন হলো আপনাদের কাছে আপনারা বলেন এটা কেমন বিচার কেমন আচরণ আমাদের সাথে প্রবাসে ও করতেছে,
কিন্তু কেনো, এমন কাজ করে প্রবাসীদের হয়রানী করতেছে উনারা। সিরাজের মতো এমন হাজার ও সিরাজ রয়েছে দূর্নীতির আড়ালে।
আমার কাছ থেকে টাকা নিছে সেই প্রমাণ সহ দিলাম দেখেন সবাই এই সেই ঘোষ খোর সিরাজ।
#সিরাজ মিঞার নাম্বার এটা 99093073
কুয়েত আজ থেকে আবার কারফিউ শুরু হয়েছে ০৭/০৩/২০২১ -ইং,থেকে ০৭/০৪/২১ পর্যন্ত ।
মনে হচ্ছে পৃথিবীর সব কিছু নিমিষে শেষ ,
কি বলবো কোনো
ভাষা খুঁজে পাই না যে একজন ভুক্তবুগি সেই বলতে পারবে এক মাএ করোনা কি 👉🏻🦠 🇰🇼
হে-আল্লাহ্ পৃথিবীর সবাইকে তুমি করোনা মুক্ত করে দাও..
বাংলাদেশীসহ কুয়েত মোট ১০০ জন আটক
কুয়েতে অবৈধভাবে কাজ করার অভিযোগে দেশটির বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বাংলাদেশীসহ প্রায় ১০০ জন প্রবাসীকে আটক করেছে যৌথ টীম।
কুয়েত এর জনশক্তি কর্তৃপক্ষ, স্বরাষ্ট্র মন্ত্রনালয় (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) কুয়েত পৌরসভা শ্রম আইন ও আবাসিক আইন লঙ্ঘনকারী ওই বিদেশীদের লক্ষ্য করে দেশের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেছে।
সূত্র জানায়, যৌথ বাহিনীর এই অভিযান চালায় খাইতান, জিলিব আল সুয়েখ, ফারওয়ানিয়া, ওয়াফরা, কাবাদ ও জাহরা এলাকায় প্রতিদিন অভিযান অব্যাহত থাকবে ।
আরবী দৈনিক আল কাবাস। সূত্রে
এই অভিযানগুলোতে এখনও পর্যন্ত ১০০ জন আইন লঙ্ঘনকারীকে আটক এর খবর নিশ্চিত করে।
জিলিব আল সুয়েখের ক্যাম্পেইনে ১৮ ও ২০ নাম্বার আকামাধারী কমপক্ষে ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে যারা দৈনিক মজুরিতে কাজ করত।
তারা তাদের কফিলের আওতায়
কাজ না করে বাইরে কাজ করছিল। কাবাদ ও ওয়াফরা এলাকায় অস্থায়ী বাজারে খাদ্য সামগ্রী, শাকসবজি ও ফল বিক্রি করে এমন ২৫ জন প্রবাসীকে গ্রেপ্তার করা হয়েছে।
--->প্রধানমন্ত্রীর কাছে কুয়েত প্রবাসীদের
--->>কুয়েতে ফিরে যাওয়ার জন্য আকুতি।
হাজার হাজার কুয়েত প্রবাসী ছুটিতে দেশে এসে আটকে পড়েছে । সবাই কুয়েতের বৈধ প্রবাসী । কুয়েত সরকার এক বছর ছুটির মেয়াদ বেঁধে দিয়েছে ইতিমধ্যে অনেকেরই সাত থেকে আট মাস পার হয়ে গেছে এক দুই মাসের ভিতর কুয়েত ফিরে যেতে হবে কারণ বহু প্রবাসীর আকামা ভিসা ছুটির মেয়াদ শেষ হয়ে যাবে, অনেকের শেষ হয়ে গিয়েছে, কিছু দিন পর বহুলোক অবৈধ হবে, ফিরে যাওয়ার পথ বন্ধ হয়ে যাবে ।এক আগস্ট কুয়েত বানিজ্যিক ফ্লাইট চালু করছে, কিন্তু বাংলাদেশিদের যাওয়া অনিশ্চিত, দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশ সরকারের সরকারি কোনো পদক্ষেপ নেই, কোনো কূটনৈতিক তথপরোতা নেই, কুয়েতে বাংলাদেশি দূতাবাসও ঘুমন্ত ।
এমতাবস্থায়,
মাননীয় প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্র মন্ত্রী আপনাদের কাছে অনুরোধ করছি আমাদের কুয়েত প্রবাসীদেরকে কুয়েত ফিরে যাওয়ার ব্যবস্থা করুন, তাতে দেশ এবং প্রবাসীদের পরিবার উপকৃত হবে । প্রবাসীরা বেকার হয়ে গেলে অনেক প্রবাসীদের পরিবার গুলো নিঃস্ব হয়ে যাবে ।
আসা করি মাননীয় প্রধানমন্ত্রী প্রবাসীদের সাহায্যে এগিয়ে আসবেন । তিনি হৃদয়বান মানুষ, আশা করি দুঃসময়ে বিপদ গ্রস্ত মানুষের পাশে থাকবেন।
আগামী১০ই মে হইতে ৩০ই মে পর্যন্ত পুরো কুয়েত (Curfew)আওতায় আনা হয়েছে হে আল্লাহ্ একমাত্র আপনি আমাদের শেষ ভরসা।
কুয়েতের মরু এলাকায় কষ্টে অতিষ্ঠ বাংলাদেশিরা, বিক্ষোভ নিয়ন্ত্রণে ফাঁকা গুলি; অসুস্থ হয়ে মারা গেছেন ৪ বাংলাদেশি।
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Telephone
Website
Address
9241
Souk Al Wathaniya Libration Towr Near Building
Kuwait City, 15000
kuwait online supporting media & businesses
Kuwait City
Hayak Kuwait is For The Love Of Kuwait We Make Provide The Latest News For Tourism Purposes In Kuwait
Kuwait Towers, دسمان-قطعة 1 مدينة الكويت, الكويت
Kuwait City
This is a platform where youths come together to learn and upgrade our life Our motive is to be hel
Kuwait City
Kuwait Today Tamil News Kuwait Today News Kuwait Uptodate Kuwait Breaking News
Kuwait City
Whoever you are, whatever your origin,, if you live in Kuwait Daily Kuwait is your page You Welcome.
Jamal Abdul-Nasser Street
Kuwait City
See The Kuwait Closer Fresh news everyday which make the headlines