Dr Hassan Palliative Care & Oncology
How to approach management of Cancer patients to improve the quality of life of patients and their relatives.
A moment to cherish this valentine day 2024, thanks to Palliative Care society of Bangladesh PCSB
প্যালিয়েটিভ কেয়ার স্বেচ্ছাসেবক প্রশিক্ষণ-
দু''দিনের প্যালিয়েটিভ কেয়ার ভলান্টিয়ার সার্টিফিকেট ট্রেইনিং এর আয়োজন করেছে এমিনেন্স প্রফেশনাল ডেভেলপমেন্ট একাডেমী, ঢাকা।
১৮ বছরের বেশি বয়স্ক যে কেউ বাংলাদেশের যে কোন জেলা থেকে আবেদন করতে পারেন যারা ক্যান্সার রোগী, কিডনী ফেইলর রোগী, স্নায়ূরোগী, প্যারালিসিস আক্রান্ত বয়স্কদের সেবা প্রদানে আগ্রহী এবং যাদের পরিবারে এই অনিরাম্যযোগ্য রোগী রয়েছে তাঁরা এই প্রশিক্ষণ গ্রহণ করে উপকৃত হতে পারেন।
যারা কেয়ার জব করতে আগ্রহী তারা এই প্রশিক্ষণ গ্রহণ করে উপকৃত হবেন।
ফোন ০১৭০৯৬৪৯৯০১-
প্রশিক্ষণটি অন লাইন এবং অফ লাইন দুভাবেই পরিচালিত হবে, যে কোন অপশন বেছে নিন। আপনার সফট ফোনেই অংশগ্রহণ করতে পারেন অন লাইন প্রশিক্ষণে-
বিস্তারিত Eminence এর নীচের লিংকে ক্লিক করে রেজিস্ট্রেশন করে নিন-
👏Eminence Professional Development Academy is back with a most demanding training program- Palliative Care Volunteer Training. We invite you all to learn the art of palliative care and explore the global arena. We have highly qualified professionals ready for you both locally and abroad.
Limited spots are available, secure your seat fast.
Eligibility:
1. Anybody 18+ years, willing to help patients in the community.
2. Family members of cancer, kidney failure, stroke, paralysis, dementia, and disabled patients.
3. Allied persons in the community.
4. Teachers and students of college or university.
5. Anybody working in the health sector.
Duration: 2 days (Saturday and Sunday)
Time: 10.00 am - 4.00 pm
👉Registration Link: https://forms.gle/YjD56TfiFAAj3dtz8
👉Details: https://www.epda.education/courses/palliative/
Registration Fee: After 30% discount
2100 BDT (Virtual)
4000 BDT (In-person)
Bkash No. +8801709649902
Training Venue: eminence
Address: House-483 (1st Floor), Road-32,
Mohakhali DOHS, Dhaka-1206, Bangladesh
Info: [email protected]
Any queries, Please Contact: +8801709649901
13th October is to celebrate International Children Palliative care, let us put our hats on
BMSF interviewed me on Palliative care, one of the vdo clips here
সংযোগ বনাম সংঘর্ষ / হাসান মাসুম
ডাক্তার ও রোগী'র মধ্যে অনাদিকাল থেকে শোনা যায় এক অলিখিত সংঘর্ষ। অসুস্থ হয়ে আপনি যখন ডাক্তার খুঁজতে থাকেন তখন মনে হয় পাওয়া গেলে হয়, কিন্তু ডাক্তার দেখানোর পরে ঘটে বিপত্তি। কি হয়েছে? ডাক্তার এর ভুল চিকিৎসায় হয় মরেছে কিম্বা অংগহানি হয়েছে। এ নিয়ে রোগীর পরিবার ও ডাক্তার, ক্লিনিক মালিক, হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাদানুবাদ, বচসা, হাতাহাতি, হামলা, মামলা, আদালত ইত্যাদি।
রোগী ও ডাক্তারের মধ্যে এমত সংঘর্ষ কেন? অনেক কারণের মধ্যে অন্যতম হলো রোগী ও ডাক্তারের মধ্যে সংযোগের অভাব-Lack of Communications between Patient and doctor- ডাক্তার রোগী'র শরীর Clinical examination করে, যথাযথ investigations যেমন রক্ত, এক্স-রে, সিটি স্ক্যান ইত্যাদি করে রোগ নির্ণয় করে তারপর চিকিৎসা পরিকল্পনা করবেন- এই পুরো প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে গিয়ে ডাক্তার রোগীকে ও রোগী'র আত্মীয় স্বজনকে নিয়ে একটি Family meeting করে তাদের জানাবেন কি অসুখ হয়েছে রোগীর, কোন পর্যায়ে রয়েছে অসুখটি, এই অসুখের কি কি চিকিৎসা Options রয়েছে। এই আলোচনা কে বলা হয় Palliative discussion- রোগীর এবং রোগীর নিকট আত্মীয়ের সাথে রোগীর স্বাস্থ্য- সমস্যা বিষয়ক এই বিশেষ তথ্যপ্রদায়ক আলোচনা কি করা হয়? হয় না বলেই ডাক্তার ও রোগীর মধ্যে সংযোগ অসম্পূর্ণ রয়ে যায়। বেশিরভাগ রোগী নন-মেডিকেল, তাদের জন্য ডাক্তারের তরফ থেকে Palliative diacussion করা অত্যন্ত প্রয়োজনীয়। মৃত্যু অমোঘ, অর্থাৎ মৃত্যু হতে পারে জীবনের যে কোন পর্যায়ে যা Palliative discussion এ আলোচিত হতে পারে। Palliative diacussion এ ডাক্তার রোগীকে জানাতে পারেন ঔষধের পার্শ্বপ্রতিক্রিয়া, কোন Invasive procedure এর pros & cons, কোন বিরূপ প্রভাব রোগীর শরীরে পড়তে পারে কিনা ইত্যাদি।
এইভাবে একান্ত প্রচেষ্টার মাধ্যমে চিকিৎসা চলাকালীন সময়ে ডাক্তার ও রোগীর মধ্যে একটি মানসিক বন্ধন তৈরী হয় যখন ডাক্তার ও রোগীর পারস্পরিক বোঝাবুঝি হয় এবং স্বাস্থ্য বিষয়ক আলোচনা ফলপ্রসূ হয়। ডাক্তার ও রোগীর সংঘর্ষের অবসান ঘটুক এই শুভকামনা জানাই।
আমার শ্রদ্ধেয় চিকিৎসকগণ যদি Palliative discussion সম্মন্ধে বিশেষায়িত প্রশিক্ষণ Communication with patients এ আগ্রহী হন তাহলে খোলা মনে আমার সাথে যোগাযোগ করতে পারেন ইনবক্সে-
বি:দ্র: লেখাটি ভাল লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন
Donation for humanity
ক্যান্সার রোগীর সাথে ডাক্তার কিভাবে কথা বলবেন তার জন্য বিশেষ প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন- Palliative Care Communication
ক্যান্সার ধরা পড়লে জানুন কোন ধরনের ক্যান্সার, কি কি চিকিৎসা পদ্ধতি এবং কোথায় চিকিৎসা নিতে হবে
প্রিয় বন্ধু,
রকমারি ডট কম থেকে অন লাইনে অর্ডার করে আপনি একটি কাব্যদিগন্ত সংগ্রহ করে নিয়ে দাঁড়াতে পারেন ক্যান্সার রোগীদের পাশে
কাব্যদিগন্ত প্রকাশনা উৎসব -
কবিতায় ক্যান্সার সচেতনতা
ক্যান্সার মানে মৃত্যু নয়
সঠিক চিকিৎসা ক্যান্সার জয়...
ক্যান্সার রোগী ও তাদের আত্মীয়-স্বজন এপয়েন্টমেন্ট নিতে ইনবক্স করুন পরামর্শের জন্য
The International Childhood Cancer Day (ICCD) is a global collaborative campaign to raise awareness about cancer and to express support for children and adolescents living with cancer, the survivors, and their families. It is marked annually on the 15th of February.
Paediatric palliative care (PPC) promotes the best possible quality of life and care for children with life-limiting conditions and their families. Paediatric palliative oncology (PPO) is an emerging field that integrates the principles of palliative care early into the illness trajectory of children with cancer.
ক্যান্সার রোগী, রোগীর পরিবারের সদস্যবৃন্দ কন্সাল্টেশন করতে চাইলে
এপয়েন্টমেন্ট নিন
Greetings to all Cancer patients and their families in the World Cancer day 4th of February -" CLOSE THE CARE GAPS"
with Square hospital, Dhaka team of Oncology and Palliative Care
ক্যান্সার রোগীর সমস্যাসমূহ নিয়ে আলোচনা করতে বায়োপসি রিপোর্টসহ ইনবক্সে লিখুন
Thanks to Bangladesh Cancer society & Bangladesh society of Radiation Oncologists for giving me the special award for integration of palliative Care in Cancer treatment in Bangladesh.
When I was receiving the award in Hotel Sonargaon Cancer conference from our Hon'ble Vice chancellor of BSMMU Prof Dr Sharfuddin Ahmed sir and our Hon'ble president of BCPS, renowned Neurologist Prof Quazi Deen Mohammad sir, I was praying for the Cancer patients well being, to be taken care of by our renowned physicians of Bangladesh. I want to express my gratitude to Prof Dr Qazi Mustaq Hussain sir , Prof Sayeed Hossain sir and Prof Golam Mohiuddin Faruque sir and all other colleagues.
Cancer patients and their family members are invited for discussion
ক্যান্সার রোগীর যে কোন সমস্যা নিয়ে কথা বলতে ইনবক্স করুন রোগীর বায়োপসি রিপোর্ট / হেমাটলজি রিপোর্ট
Happy holidays in Christmas
এবারে বাংলাদেশে গিয়ে দেখা হলো প্যালিয়েটিভ কেয়ার এর দিকপাল অধ্যাপক ডাঃ নিজামুদ্দিন স্যার এর সাথে
প্রিয় বন্ধু,
কাব্যদিগন্ত দেখুন
https://fb.watch/fkyV6EG6pV/
ইরানের রেডিও তেহরান বাংলা বিভাগের আমন্ত্রণে ক্যান্সার এর পেলিয়েটিভ কেয়ার সেবা নিয়ে সিরিজ অনুষ্ঠানে কথা বলব, অনুষ্ঠানটি প্রচারিত হবে ৮ই জুন ২০২২ থেকে, শোনার আমন্ত্রণ জানাই আপনাদের -
তিনদিন এর পেলিয়েটিভ কেয়ার দ্বাদশ বিশ্ব কংগ্রেস হলো বেলজিয়ামে, অংশগ্রহণ করেছি, শিখেছি-
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the practice
Website
Address
100
Opening Hours
Friday | 17:00 - 21:00 |
Saturday | 17:00 - 21:00 |
House No. 5, Maluti Road, Maseru West
Maseru, 100
We are a Basotho owned facility established in May 2021 with the sole purpose of offering diagnostic, therapeutic or preventative outpatient services, and a Pharmacy.