FashionZone
You can find here exclusive fashioneble dress update
হে'রে গিয়ে বিপরীতে থাকা মানুষটার বিপ'ক্ষে লড়ে কি লাভ! এই ছোট্ট শহরে আপনার আমার দেখা ঠিকই হবে।
লেখা :আফরোজা 🌸
Dress : Creation edg
ভালোবাসা হলো, জানাশোনা হলো। সবটা সীমাবদ্ধতাও দেখলাম। অতঃপর আমরা কেউ কাউকে পাবো না।
সংগৃহীত
Dress : creation edg
মির্জা গালিব লিখে রেখে গেছেন, যে মন একবার ভেঙে গেছে, সেটা আর দ্বিতীয়বার জোড়া লাগার নয়। কবর যতোই সাজাও, কেউ কখনো জীবিত ফিরে আসে কই? হয়তো এটা কবিতার সামান্য দুই লাইন, কিন্তু উপলব্ধি করে দেখো, শরীর আর রূহ দুটোই শীতল হয়ে আসবে।
পরিস্থিতি মুখ আর মু'খো'শে'র
পার্থক্য চিনতে শেখায়।
লেখা: সংগৃহীত
Dress : glam wear
ছোট্ট একটা জীবনে কতো কিছুই না ঘটে, একই আকাশের নিচে কেউ হাসে কেউ কাঁ'দে।
লেখা : সংগৃহীত
Dress : Shova fashion world
মানুষ বড়ই বিচিত্র,
নিজ প্রয়োজনে যেকোনো সময়
ধারণ করে বহু চরিত্র।
লেখা: মাহমুদা হাবিব
Dress : wear n smile
ফেইসবুক জুড়ে লেখক হুমায়ুন আহমেদ স্যারের মেয়ে নোভার একটা বক্তব্য ঘুরে বেড়াচ্ছে.... বক্তব্য টা অনেকটা এমন ছিলো:
"অনুষ্ঠানে উপস্থিত স্যারেরা আমাকে আমার বাবার পরিচয় দিয়ে পরিচিত করালেও আমি কিন্তু আমাকে আমার মায়ের মেয়ে বলে মনে করি। আমার চিন্তা চেতনা আমার পথচলা আমি আমার মায়ের আদর্শ অনুসরণ করেছি। আমি যখন পিএইচডি করছিলাম তখন আমার বাবা মায়ের ছাড়াছাড়ি হয়ে গেছে। বাবা আলাদা সংসার শুরু করেছিল। ছোটভাই নুহাশ তখন পড়ালেখা করছিল। আর বাবা টাকা দেওয়া বন্ধ করে দিয়েছিল। আমি জানি একজন মৃত মানুষ নিয়ে খারাপ কথা বলা উচিত না কিন্তু ভীষণ কষ্ট করেছি আমরা। অনেক সময় মনে হয়েছে যে আজকের রাতটা বোধহয় আর সকাল হবে না।"
নোভার এমন বক্তব্যে অনেকেই তার সাপোর্ট নিয়েছেন আবার অনেকেই তার সমালোচনা করছেন। তাদের ধারণা মতে হুমায়ুন আহমেদ স্যারের সমস্ত সুযোগ সুবিধা তার সন্তানেরা ভোগ করেও মিথ্যে বলছেন! যেটা উচিৎ হয়নি।
কিন্তু আমার কথা হলো- সুযোগ সুবিধা দিলেই কী বাবার দায়িত্ব পালন হয়ে যায়! এই সমাজে যে তাদের প্রতিটা মুহূর্তে অস্বস্তিতে পড়তে হয়েছে তার দায়ভার কে নিবে! তাদের বাবা মায়ের সেপারেশন, তাদের বাবার অন্য নারীতে আসক্ত- এবং তার কাছে চলে যাওয়া এবং নতুন ভাবে সংসার শুরু করা... এর কী ব্যাখ্যা দিবেন আপনি! এই যে দৈনিক দিন তাদের মানসিক কষ্টের মধ্যে দিয়ে যেতে হয়েছে- লোক সমাজে ছোট হতে হয়েছে...এর ই বা কী জবাব আছে আপনার কাছে! যারা শাওন কিংবা হুমায়ুন স্যারের হয়ে কথা বলেন তারা নিজেরা সেখানে নিজেদের রেখে কল্পনা করুন তাহলেই বুঝবেন- নইতো বুঝবেন না।
জীবনের উপলব্ধি হচ্ছে- সন্তান মানুষ করার জন্য, বড় করার জন্য মায়ের পাশাপাশি বাবার ও প্রয়োজন পড়ে। যে সমস্ত সন্তান বাবা মায়ের যেকোন একজন কে পায় তারা ই শুধু বুঝে বাবা মা আলাদা থাকার মূল্য কী!
তাই নোভার এমন বক্তব্য শুনতে তিতা হলেও এটাই বাস্তবতা যে- লেখক হুমায়ুন স্যার যতটা সফল ছিলেন লেখক হিসাবে- ব্যক্তি হুমায়ুন স্যার ততটাই ব্যর্থ ছিলেন এবং সেটা একজন বাবা হিসাবে, অভিভাবক হিসাবে এবং অবশ্যই স্বামী হিসাবে।
ভালোবাসি বাবা,ঘৃণা করি বাবা ২ টা ২ রকম বাক্য।
কিন্তু শব্দ তো একটাই।
বাবা
লেখা : সংগৃহিত (কিন্তু কথাগুলো ভীষণ সত্যি )
ছবি: সংগৃহীত
"সৌন্দর্য একটি নিয়ামত!"
সব থেকে সুন্দর হলো আপনার কথা-বার্তা! এর দ্বারা চাইলে কারো মন জিতে নিতে পারেন! আর চাইলে কারো মন ভে'ঙেও দিতে পারেন!
লেখা: মাওলানা তারিক জামিল
📷: আফরোজা 🌸
যে প্রেম মরে গেছে, তার স্মৃতি মনে করিয়ে দিতে,
পৃথিবীতে এখনো বৃষ্টি আসে।
_প্রবর রিপন।
Dress : Anglica's colour
সুন্দর বলে কিছু হয় না,
তুমি যাকে যত বেশি ভালোবাসবে, তাকে তত বেশি সুন্দর মনে হবে।
লেখা: হুমায়ূন আহমেদ
Dress : wild fashion bd
অন্যের অনুভূতিকে সম্মান করতে পারাটাও, একটা সুন্দর মন-মানসিকতার পরিচয়।
লেখা: মাহমুদা হাবিব
Dress : Zeroes online shopping
খুব করে চেয়েও আমি তেমায় পাইনি,
অথচ তাকেই পেলাম যাকে কখনো চাইনি।
© মাহমুদা হাবিব
Dress : zeroes online shopping
মনখারাপের খোঁজ সবাই যদি রাখতো,
তাহলে চোখের জল এত সস্তা হতো না।
লেখা: আফিয়া চৌধুরী
Dress : wear n smile
শুনছো প্রিয়,
এ শহরে মানুষ মানুষের স্বপ্ন,
ভে'ঙে দিয়ে বলে ভালো থেকো।
এ শহরে মানুষ মানুষের ঘুম,
কেড়ে নিয়ে বলে ঘুমিয়ে পড়।
লেখা: কষ্টের ফেরিওয়ালা
Dress : wear n smile
স্বা'র্থ ফুরলে কেউ কারও খোঁজ রাখে না,
দিনশেষে আমার আমি ছাড়া নিজের বলে কেউ থাকে না।
লেখা: আফরোজা সিক্তা
Dress : Zeroes online shopping
ক্ষ'ত শুকিয়ে যায়,দা'গ থেকে যায়"
রাগ শেষ হয়ে যায়,
তবে রাগের মাথায় দেওয়া আ'ঘা'ত;
চিরদিন রয়ে যায়।
লেখা: মাহবুব সরদার সবুজ
Dress : wild fashion bd
ভালোবাসা এমন এক ম'হৎ জিনিস, যা সবার মাঝে পা'ওয়া যায় না ।
লেখা: হাবিবুর রাহমান সোহেল
Dress : 4S collection
অন্যের ক'ষ্টে ক'ষ্ট পাওয়া কোনো দু'র্বল'তা নয় বরং তা হলো কোমল হৃ'দয়ের পরিচায়ক।
লেখা: জোসে এন. হ্যারিস
Dress : Akhiya's outfit
নাম : মারিনা ড্রেস
এই ড্রেস টা ডায়মন্ড জরজেট দিয়ে করা, সেম টু সেম হবে
(রেওন সুতা এমব্রয়ডারি ওয়ার্ক করা)
কামিজ লং : ৪০, সালোয়ার লং : ৪০ ( ২ পিছ )
বডি সাইজ : ৩৮/৪২
Dress : mowshumi mow collection
সংসারে কারো উপর ভরসা করবে না, নিজের হাত ও পায়ের উপর ভরসা করতে শিখো।
লেখা: শেক্সপিয়র
আপনাকে "তুমি" করে না পাওয়ার আ'ক্ষে'প বুকে নিয়ে হয়তো এভাবেই কে'টে যাবে আমার একজীবন।
লেখা: শাহরিয়ার শরীফ
Page : zeroes online shopping bd
আমরা একই আকাশের নিচে থাকবো, গো'পনে একে অপরের কথা ভেবে কাঁদবো, তবুও আমাদের আর কখনো কথা হবে না, দেখা হবে না!
লেখা: সংগৃহীত
🌐www.zeroesbd.com
অন্যের জীবনের ছোট কাহিনী শুনে উপন্যাস লিখা যায়,
আর নিজের পুরো জীবন নিয়ে গল্প লিখা দায়।
লেখা: আফরোজা সিক্তা
Page : wear n smile
BOUTIQUE DRESS
Kamij fabric: premium silk
Kamij body: 52”
Kamij long: 45”
Kamij sleeves: 18”
Gotapatti cut dana real mirror beads and stoning karchopi work.
Orna fabric: Kashmiri silk
Orna long: 2.5 mtr
Afsan printed and designer tercel jhull work.
Pant fabric: viscous cotton
Pant long: 2.25 mtr
Colour:
1. Peach
2. Light olive
Price:2250 tk.
2 pcs:2100 tk
আমি তোমাকে অসংখ্যভাবে ভালোবেসেছি,
অসংখ্যবার ভালোবেসেছি, এক জীবনের পর অন্য জীবনেও ভালোবেসেছি,
বছরের পর বছর, সর্বদা সবসময়।
লেখা: রবীন্দ্রনাথ ঠাকুর
Page : Ayman's designs
আমার সঠিক জানা নেই সুখ কাকে বলে,
শুধু জানি মনে শান্তি অনুভব করি তুমি পাশে থাকলে।
লেখা: মাহমুদা হাবিব
Page : gorgeous glamorous
এই যে আমি তোমাকে দেখছি, দেখে মন ভরে যাচ্ছে, না দেখতে পেলে বুক টনটন করে, বেঁচে থাকাটা বিবর্ণ হয়ে যায়, এই অনুভূতি কি ভালোবাসা নয় ?
লেখা: সমরেশ মজুমদার
page : wear n smile
ফুলকে ভালোবাসলে
বৃক্ষের শেকড়ে জল দাও,
মানুষ ভালোবাসলে
রূপের নয়, চরিত্রের সম্মান দাও!
লেখা: প্রসেনজিৎ বড়ুয়া
ড্রেস : রিলায়েন্স
কোন কাজে হাল ছেড়ে দিওনা
মনে রেখো কাজটা যদি সহজ হতো
তাহলে সবাই তা করতো!
লেখা:আইনস্টইন
Dress : wear n smile
একা থাকতে শিখে গেলে একাকীত্ব বা হতাশা কোনো ব্যাপার না,
হয়তো সাময়িক কষ্ট পাবেন কিন্তু আপনি ভালো থাকবেন।
লেখা: মাহমুদা হাবিব
Dress : Signature collection
অভিমানের ভাষা যদি সবাই বুঝতো, তাহলে সম্পর্কগুলো কখনো বিচ্ছেদ হতো না।
আফরোজা🌸
Dress : Fartas
কিছু মানুষ আছে!
যারা সময়ের প্রয়োজনে কাছে আসে, আবার সময় ফুরিয়ে গেলে চলে যায়।
আফরোজা 🌼
Dress : Fartas
অভাব মিটে গেলে,
কিছু মানুষের স্বভাব
খারাপ হয়ে যায়।
লেখা: রুমিজ উদ্দিন খাঁন
Dress : Fartas
যে তোমাকে ছাড়াই ভালো আছে,
তুমিও তাকে ছাড়া বাঁচতে শেখো।
আফরোজা 🌸
dress : online zeroes
যে তোমার মূল্য বোঝে না,
তোমাকে বুঝতে পারে না,
তুমি কষ্ট হলেও বুঝে নিও,
সে তোমাকে চায় না!
তা হোক বন্ধু বা ভালোবাসা!
লেখা: খাদিজা আক্তার দোলা
হাতের কাজের কুশন বেডশিট নিতে চাইলে নীলাম্বরী পেজটি ঘুরে আসতে পারেন।
অন্যের প্রতি আশা রাখা মানে, নিজেকে অযোগ্য প্রমাণ করা।
লেখা: দেলোয়ার হোসাইন খান
dress : glamgril
ভালো সম্পর্ক তখনই তৈরি হয়
যখন কেউ তোমার অতীতকে গ্রহণ করে, বর্তমানকে সমর্থন করবে।তোমাকে ভালোবাসার ভবিষ্যতের জন্য উৎসাহ দেয়।
আফরোজা🌼
Dress : Shundori
মনের কথা বলা ভালো,
তবে সবাই কে নয়।
যত পরিচিত মানুষ আছে চারিপাশে,
সবাই কিন্তু আপন নয়।
লেখা: ছন্দা সাঁতরা
Dress : Shundori
আপনি মানুষকে অনুসরণ করবেন কেন!
বরং আপনার জীবনে এমনভাবে সাজান,
মানুষ আপনাকে স্মরণ করবে।
অর্পিতা🌸
Dress : glamgrl
যে মানুষটা সবসময় মেন্টালি সাপোর্ট দিয়ে পাশে থাকে, সেই তো প্রিয় মানুষ।
লেখা: মাহমুদা হাবিব
Dress : wild fashion bd
সফলতা পেতে হলে
আত্মবিশ্বাসী হওয়াটা খুব প্রয়োজন।
Dress : wild fashion bd