Mohammed Hanif
•
__একদিন সব ইচ্ছা পূর্ণতা পাবে ! 🖤🥀
𝐈𝐧 𝐒𝐚𝐡 𝐀𝐥𝐥𝐚𝐡____☺️🌺
•
ফিলিস্তিনের পক্ষে কারা আছ ?
পারলে নিজের পছন্দের ক্রিকেটার কে জিতিয়ে দেখান!
( কার জুড়ি সেরা ) ❤️🥰🥀🤟
Big shout out to my newest top fans! 💎
E Ra
ইনশাআল্লাহ 🧡🖤
ভালোবাসার আরেক নাম ❤️🥰
প্রিয় সূরা?🌸😍
- আল্লাহ'র উপরে বিশ্বাস রাখুন, এই রমজানেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ইনশাআল্লাহ!❤️
সুবহানাল্লাহ❤🧡
আলহামদুলিল্লাহ
এই মুহুর্তে কি পেলে খুশি হবেন 😟🌹
ইচ্ছে আছে❤️
- আল্লাহ'র উপরে বিশ্বাস রাখুন, এই রমজানেই আপনার জীবনের মোড় ঘুরে যাবে। ইনশাআল্লাহ!❤️
ছবি যখন কথা বলে......!
আমাদেরকে আল্লাহ কতোইনা সুখে রেখেছেন এসব দেখলে অনুভব হয়।
আলহামদুলিল্লাহ
ছবি কথা বলে 🥰
ফিলিস্তিন-ই একমাত্র রাষ্ট্র যেখানে রোজা আছে ইফতার নেই, তারাবি আছে সেহেরি নাই। হে আল্লাহ তুমি তোমার গায়েবি রহমত বরকত দাও। আমিন।
ছবি যখন কথা বলে😥
তারা ঘাস দিয়ে ইফতার করছে 🥲
আর আমরা খাবার অপচয় করি। এটি ঘাসের সাথে লেবুর রস দিয়ে তৈরি করা একটি সুপ।
নবীকে ভালোবাসেন
হ্যা না
✅ ❎
চেলসি সেবার ঠিক করলো একজন ৩৫ বছর বয়সী ডিফেন্ডার কিনবে। তার কাছ থেকে যে খুব বেশি আশা করেনি চেলসি ফ্যানরা। পিএসজি তাকে চায়নি কিন্তু ঠিক কি মবে করে ল্যাম্পার্ড তাকে দলে ভেড়াতে চেয়েছিলো সেটা এখনো একটা ধোঁয়াশা।
কিছু পাবার তীব্র আকাঙ্খা থাকলে তার খুব কাছে যেয়ে সেটা না পেলে মানুষ বোধ হয় আসেপাশের সবাইকেই এভাবেই দোষে যেভাবে পিএসজি সবাইকে দোষী মনে করছিলো। তাই হয়তো চাইছিলো সবাইকে নিজের কাছ থেকে দূরে সরিয়ে দিতে। ওই ফাইনালে হার আপনার ভাগ্য বদলে দিয়েছিলো বলেই আমি মনে করি৷ তবে সত্যি কি তারা চেয়েছিলো আপনার থেকে মুক্তি? আপনার সাথে ল্যাম্পার্ডের মৌখিকচুক্তি হওয়ার পর পিএসজি তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসলেও ততক্ষণে অনেকটা দেরি হয়ে গেছে। বলে না যে 'ভদ্রলোকের এককথা'। তাই সিলভা তার কথা রেখেছিলেন। পুরো বিষয়টায় তখন সেলেসাও ক্যাপ্টেইনের প্রতি শ্রদ্ধাবোধ বাড়িয়ে দিয়েছিলো আমার।
ফ্লুমিনেন্স থেকে মিলানে গিয়েছিলেন ১০ মিলিয়ন ইউরোতে আর পিএসজিকে সিলভাকে আনতে খরচ করতে হয়েছিলো ৪২ মিলিয়ন। একঝাঁক নতুন তারকা সাইনিং এর ভিতর তার নামটা অবশ্য উপরের দিকেই থাকবে কারণ মিলানের হয়ে প্রায় ৩ সিজন খেলে নিজেকে প্রমাণ করে ছিলেন তিনি। সেরি আ এর সেরা ডিফেন্ডারদের একজন হয়ে উঠে ছিলেন৷ সেখান থেকে পিএসজি আর সেখানেও প্রায় ৮ সিজনের একটা স্পেল।
হাজারটা অভিযোগ ছিলো৷ কেনো পিএসজি এটা করলো তার সাথে এটা নিয়ে। এ নিয়ে একটা ইন্টারভিউ দিয়েছিলেন। সেখানে একটা কথা ও পিএসজির বিরুদ্ধে বলেননি। হাউমাউ করে কেঁদে ছিলেন। প্রতি টা মানুষের ভারাক্রান্ত হয়েছিল ভিডিও টা দেখে।
বায়ার্ন মিউনিখ এর সাথে সেই হেরে যাওয়া ম্যাচটায়ও সেরা পারফর্ম করেছিলেন আর সেটাই ছিলো পিএসজির হয়ে তার লাস্ট মাঠে নামা। তার সাথে তুখেলকেও স্যাক করেছিলো পিএসজি। তারপর দুইজনই পিএসজিকে ছেড়ে ইউসিএল জিতেছিলেন চেলসি তে।
হ্যা এতোকিছুর পরেও বলতেই পারি পিএসজির একজন থিয়াগো সিলভা ছিল৷ যে ক্লাবের প্রতি লয়্যাল ছিলো, ডেডিকেটেড ছিলো। সত্যিকার অর্থে ভালো বেশে ছিলো নীল-লাল রাঙা এই জার্সিটাকে। প্রিয় নাম্বার ২ এই ক্লাবটিকে আপনি যেভাবে ভালোবাসেন তা অনেক বছর ধরে এখানে থাকার পরেও অনেকেই তা পারেননি।
পৃথিবীর সবথেকে মধুর সম্পর্ক এবং নিঃস্বার্থ ভালোবাসা।
#মা
আমাদের ক্যাপ্টেন আমাদের গর্ব
সাদামাটা এমপি সাব। Mashrafe Bin Mortaza
হযরত মুহাম্মদ (সাঃ) এর উম্মত হিসাবে একবার শুকরিয়া আদায় করি! আলহামদুলিল্লাহ ❤️🩹🌸
২০১৭ সালে এক রিকশায় বাংলাদেশি ক্রিকেটার প্রিয় মাহমুদউল্লাহ রিয়াদ ও কিউট মেয়ে
কেউ বেস্ত না ভাই
যার আপনাকে যতোটুকু প্রয়োজন!
সে আপনাকে ততোটুকু গুরুত্ব দিবে! 😊😊
- ভালো থাকার সূত্র"☺️
- ধৈর্য + অপেক্ষা + আল্লাহর প্রতি ভরসা!"😇🌺
• Today's the best Photo 🌿🥰💚💛
আজকের সেরা ছবি
•🔴 Beautiful
#টেইকব্যাকবাংলাদেশ
#টেইক_ব্যাক_বাংলাদেশ
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Website
Address
Muscat
Muscat
Filipino & South Indian Traditional food/dishes| Own recipe | Food videos related | Dessert |Beverage