Khadija Fatima
১/বুঝতে পারছি না কিছুতে ঠকায় কে?
মানুষ নাকি ভাগ্য?
২/মধ্যবিত্ত পরিবারের সস্তান গুলোর পকেট ভরা টাকা না থাকুক । বুক ভরা স্বপ্ন ঠিকি থাকে #khadijafatima
ভুল ভ্রান্তি দিয়েই মানুষের জীবন। সেই ভুলকে প্রাধান্য দিয়ে, বাকি জীবনে অশান্তি ডেকে আনবার কোন মানে হয় না?
শুভ সকাল
আমি চাইনা আমার বোঝাগুলো হালকা হয়ে যাক, শুধু চাই, আমার শরীরে যেন সেই বোঝাগুলো বয়ে নিয়ে চলার মতন অপরিসীম শক্তি চিরকাল থাকে...
Shout out to my newest followers! Excited to have you onboard! MD Raheem, Ajijur Rohman Rocky, Md. Sharif UL Islam, Suvo Rana, মোঃ আশরাফুল ইসলাম বাবুল, Md Akter, Goljar Hossain, Abdur Rohim, Riaj Hosain, Adil Rasel Rasel, Md Alauddin SK, Ashad Uzzaman, MD Mohasin, Faruk Khan, Md Abu Nayem, নুর আলম, Mahabub Hasan, RJ Rasel Chowdhury, Md Ripon, Shivkmar Opwyeoipry, Kamrul Hasan Lebu, Khadija Afrin, Alamin Hasen Alamin Hasen, MD Imran, Jhudyy Lynn, Md Alom, Anzar Ansari, MD Khokon, MD Rony Akon, Sudhangshu Roy, রহমান হাওলাদার, Abu Tayab, Mohammad Mohammad, Md Billal Hossen, Muhammad Khalid, Shajuhan Ahmed, Oman Oman, Md Akter, গোপাল চন্দ্র মাজী, Md Ahmod MiAh, Mohaneed Ali, Md Mustafa, Mohammed Sajid, Sudip Bahadur, Mukhtar Ahmad, Mst Nazmin Akhtar, MD Jalil, Mainuddin Khan, Love Person, Sk Naim
Thanks for being a top engager and making it on to my weekly engagement list! 🎉 Md Hossain, Prince Mamun, Amir Ali Rehmani, Md. Jahid, সঙ্গের সাথী ঐ
🎉 Facebook recognized me as a top rising creator this week!
প্রতিটি মানুষের জীবনেই একজন বিশেষ মানুষ আসে। সেই মানুষটি জীবনে এসে হয় অগোছালো জীবন গুছিয়ে দেয়, না হয় গোছালো জীবনকে অগোছালো করে দেয়।
বিশ্বাস মানুষের একান্ত ব্যক্তিগত বিষয়। একটি সত্য ঘটনা একজন বিশ্বাস করলেও, অন্যজন বিশ্বাস নাও করতে পারে।যে বিশ্বাস করছে না তাকে বিশ্বাস করানোটা অনেক কষ্টসাধ্য ব্যাপার।এক্ষেত্রে প্রমাণ অতি জরুরি। ...
মা দুটো দিন কোথাও আমি থাকলে
আমায় দেখার জন্য কেমন শুরু করতে,
আমার কাছে তখন কেমন পাগলামী মনে হতো।
আজ আমার সন্তানের মুখ দেখার জন্য
বুকটা যেন অতৃপ্ত তৃষ্ণায় শুকিয়ে যাচ্ছে।
আজ তোমার পাগলামীর
মর্ম বুঝতে পেরেছি মা।
ক্ষমা করো এ নির্বোধ সন্তানকে।
খুব শীঘ্রই তোমার কোলে ফিরে আসবো মা।
আমি একজন হতো বাঘা প্রবাসী।
বাবা তোমার কছে পিকনিকের
টাকা চেয়ে পাইনি বলে
অনেক গালি দিয়েছি বকা বকি করেছি,
তোমার অসহায়ত্ব দেখেছি,
তোমার শান্ত্বনা বুঝতে পারিনি।
আজ অনুভব করতে পারছি
সন্তানকে সব উজার করে দেয়ার মন
সব পিতার আছে।
তোমাকে বুঝতে পারিনি বাবা,
ক্ষমা করে দিও নির্বোধ সন্তানকে। আমি একজন
অপরাধি প্রবাসী।
👷♂️প্রবাস জীবনের সব চেয়ে
বড় অভিজ্ঞতা হয় তখন,
যখন দেশে ফিরলে সবাই সবার
পাওনা বুঝে নেয়,
না পেলে অভিমানে মুখ ফিরিয়ে নেয়,
কিন্তু
কেউ জানতে চায় না
কিভাবে কেটেছে এতগুলো দিন এ-তো গুলো বছর, সব কস্ট বুকে চাপা রেখে নিরবে সহে জেতে হয় দুনিয়ার সকল
প্রবাসী কে... 👷♂️
👷♂️হাজারো কষ্টের মাঝে মুখ লুকিয়ে
ভাল থাকার গল্প রচনা করাই
প্রবাস জীবন।👷♂️
পেটে ক্ষুধার হাহাকার চেপে
অভিনয়ের ঢেকুর তুলে বলা,
তোমার শেখানো পদ্ধতিতে
রান্না করে আজ,👷♂️
অনেক বেশি খেয়ে ফেলেছি।
এটাই প্রবাসীদের জীবন।👷♂️
একজন প্রবাসী জানে বিশ্বাস কী?
তাই সে রক্ত ঝড়া পরিশ্রমের টাকা কারো এ্যাকাউন্টে পাঠায়।
একজন বিলাসী আত্মীয় বোঝে
টাকার প্রয়োজনীয়তা কী?
তাই সে বিশ্বাস ভেঙে টাকা ভাঙে।
একটু অনুমতিরও প্রয়োজন
মনে করে না,বেঁচে থাকুক পৃথিবীর সমস্ত
বিশ্বাসী প্রবাসী।আপনাকে জানাই হাজারও সালাম..💐
**বেকার বলে কত জনে করছে অবহেলা
অনাহারে অর্ধাহারে কেটেছে দিন বেলা।
ঝুঁকি নিয়ে, প্রিয়জন ফেলে
এলাম দূর প্রবাসে
কত স্মৃতি কত ব্যাথা
চোখের পাতায় ভাসে।
স্রোষ্টা যদি সহায় থাকে,
আর মায়ের আর্শিবাদ,
দুঃখের ক্ষেতে করব এবার
সুখেরি আবাদ।
অচেনা লোক বেতাল ভাষা
প্রকৃতির অমিল
তবুও প্রবাসে কাটাই সময়
সুখ নাই এক তিল।
স্বপ্ন সাজাই আকাশ ছোঁয়া
বাধঁব সুখের ঘর
টাকা থাকলে সবার আপন
কেউ থাকেনা পর........!
কোটিবার চিন্তা কর কোনো সিদ্ধান্ত নেয়ার আগে, কিন্তু সিদ্ধান্ত নেয়ার পর কখনও পিছনে ফিরিওনা যদি কোটিটা সমস্যা ও আসে।
আসসালামু আলাইকুম শুভ সকাল আমার কলিজার ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন?
সহপাঠী বা প্রতিবেশীর সঙ্গে
সুসম্পর্ক আর বন্ধুত্ব এক নয়
চেতনা ও আদর্শের মিল
রয়েছে এমন কারো
সঙ্গেই বন্ধুত্ব হতে পারে.....?
আমার বড় আম্মা জান সবাই দোওয়া করবেন।
ভালবাসা হলো এমন একটি
মায়া,তুমি যত দুরে যাবে যাবে
ততই কাছে টানবে,যত ভুলে
যাবে ততই মনে পড়বে,আর
যতটুকু হাসবে তার
থেকে বেশি কাঁদবে.......!
আসসালামু আলাইকুম আমার ভালো বাসার কলিজার টুকরো ভাই ও বোনেরা সবাইকে জানাই শুভ সকাল
আসসালামু আলাইকুম জুম্মা মোবারক
প্রতিটি কাজ করার আগে অন্তত একবার নিজেকে
জিজ্ঞেস করুন কাজটি
আপনি কেন করবেন...?
আপনার সময় নেই, এ
অজুহাত গ্রহনযোগ্য নয়,
কারণ সময় কোন কাজে
ব্যয় করবেন, তা নির্ধারণের
অধিকার আপনার রয়েছে....!
সমস্যা শব্দটির পরিবর্তে
সম্ভাবনা শব্দটি
বেশি ব্যবহার করুন..?
আলহামদুলিল্লাহ ১৩০০০ হাজার ফলোয়ার ডান
আত্ম বিশ্বাস হচ্ছে সকল সাফল্য
সকল অর্জনের ভিত্তি। বিশ্বাসই
রোগ নিরাময় করে,মেধাকে
বিকশিত করে,যোগ্যতাকে
কাজে লাগায়,দক্ষতা সৃষ্টি করে
ব্যর্থতাকে সাফল্যে আর
অশান্তিকে প্রশান্তিতে রূপান্তরিত করে,
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the business
Telephone
Address
Muscat
Muscat
Filipino & South Indian Traditional food/dishes| Own recipe | Food videos related | Dessert |Beverage