Tofazzal Hossen

Public Figure

22/09/2023

সারাজীবন এমন একটা দেশের সপ্ন দেখতাম যে দেশ হবে কুরআনের যে দেশের কালচার হবে ইসলামের যে দেশের পতাকা হবে 🇸🇦 কালেমার।আলহামদুলিল্লাহ এখন তেমন একটা দেশে বাস করি।ইনশাআল্লাহ, মাতৃভূমিও একদিন সেই সপ্নের দেশ হবে।
Happy Saudi National Day! 🇸🇦🇸🇦🇸🇦🇸🇦

16/09/2023

এই প্রথম দেখা নতুন টেকনোলজি!
তাবুক যেভাবে উপরে তুলা হয়।

Tofazzal Hossen - YouTube 06/09/2023

https://youtube.com/.?si=Wj62lduc42d6SrTC

Tofazzal Hossen - YouTube Tofazzal Hossen is a Digital Content creator.

23/08/2023

গুনাহ করার পর যদি আপনি ভিতরে ভিতরে দগ্ধ হোন, অনুতপ্ত হোন, যদি অনুশোচনায় কাতর হয়ে উঠে আপনার তনুমন, তাহলে জানুন— আপনার অন্তরের কোথাও এখনও জিইয়ে আছে একটুকরো সবুজ। সেই সবুজকে বাড়তে দিলে তা একদিন ঘন অরণ্যে পরিণত হবে। তাতে যদি পানি দেওয়া হয়, পরিচর্যা করা হয়, সেই সবুজের অরণ্যে মহীরুহের মেলা বসবে একদিন।

কোন গুনাহের পরে ‘আল্লাহর সামনে কিভাবে দাঁড়াবো’— এই ভয়ে যদি প্রকম্পিত হয় অন্তর, তাহলে নিশ্চিত হোন— আপনার হৃদয়ের কোথাও এখনও মিটিমিটি করে জ্বলছে একটুকরো আলো। আলোটাকে নিভতে না দিয়ে যদি আরো ভালোভাবে জ্বলে উঠার ব্যবস্থা করা যায়, তাহলে অন্ধকার হৃদয় একদিন আলো ঝলমলে এক উঠোনে পরিণত হবে।

গুনাহের পরও আল্লাহ আপনাকে সুযোগ দেন। অনুতপ্ত হবার সুযোগ, অনুশোচনা করার সুযোগ। সুযোগগুলো লুফে নিন। কখনো হেলায় হারাবেন না।

Copy:আরিফ আজাদ

15/08/2023

আপনি আল্লামা সাঈদী সাহেবকে
পছন্দ করেন বা না-ই করেন, মাত্র ৫ মিনিট ৫৪ সেকেন্ডের এই আলোচনটা দয়াকরে একটু শুনে দেখবেন। তাঁর মতো একজন দ্বীনের দায়ীকে ভালোবাসার জন্য জামায়াতে ইসলামী করার দরকার পরেনা। তাঁকে ভালোবাসার জন্য, পছন্দ করার জন্য কুরআনের প্রতি আপনার হৃদয়ে গভীর ভালোবাসা, ইসলামি শরিয়ার প্রতি আপনার প্রেম, দাওয়াতে দ্বীনের খেদমদের প্রতি আপনার হৃদয়ে শ্রদ্ধা থাকাই যথেষ্ট।

15/08/2023

আল্লামা সাঈদি হুজুরের মরদেহ দেখতে পিরোজপুর সাঈদি ফাউন্ডেশনে এসেছেন মামলার সরকার পক্ষের প্রধান সাক্ষী সুখরঞ্জন বালি। সেই সময় তিনি মিথ্যা স্বাক্ষী দিতে রাজি না হওয়ায় সরকারি বাহিনী উনাকে আদালত প্রাঙ্গণ থেকে গুম করে ভারত পাঠিয়ে দেয়।

আসুন তার মুখ থেকে সত্য শুনি তিনি কি দেখেছিলেন ৭১ সালে!

15/08/2023

#সাঈদী
#সাঈদীর

15/08/2023

আত্মীয় স্বজন কিংবা পরিবারের কোনো সদস্য মৃত্যুতে কেউ না কেউ সান্ত্বনা দিতে এগিয়ে আসে কিন্তু যখন পুরো জাতি বিয়োগ ব্যাথায় শোকাহত তখন কে কাকে সান্ত্বনা দেবে?

সাঈদীর মৃত্যুর পর মা আমাকে কল দিলেন, আমি বললাম "সাঈদি মারা গেছইন,"রিপ্লাই আসল " খবর পাইছি, আমরা সবে মাতামাতি করিয়ার"

এক সাঈদীর মৃত্যুেতে প্রতিটি পরিবার প্রতিটি বাড়িতে প্রতিটি মহল্লায় আফসোস আর আফসোস যা কুরআনের পাখির প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ সেই সাথে যালেম কে ঘৃণাভরে প্রত্যাখ্যান করল জাতি।

#সাঈদীর

#সাঈদী

30/06/2023

যদিও কৃত্রিম তবুও ঝর্ণা সুন্দর!

05/06/2023

আহ জামায়াত! আহ!

একটু নাড়াচাড়া করতেই মজলুম, দিশেহারা জনতা আশান্বিত হয়ে বলাবলি করছে, এবার কিছু একটা হবে। সারা দেশে এক আলোচনা, আগামীকাল কি হবে! প্রশ্নের উত্তর দিতে দিতে অস্থির অবস্থা!

এটাই জামায়াতের রেপুটেশন। জনতার এক্সপেকটেশন এখনো জামায়াতের ওপরেই! সত্য কথা হলো জনতার আবেগ অনুভূতির ওজন অনেক বেশি। ভীতু কাপুরুষরা এর উপযুক্ত নয়!

প্রিয় সংগঠন আবারো বুদ্বিমত্তার পরিচয় দিল! আলহামদুলিল্লাহ!

05/06/2023

জামায়াতকে প্রতিহত করতে পুলিশের অস্ত্রে সজ্জিত এই মানবঢাল কেনো? একটা রাজনৈতিক দল সমাবেশ করতে চাইলে পুলিশের কাজ বাঁধা দেওয়া না, নির্বিঘ্নে সমাবেশের পরিবেশ সৃষ্টি করা।

পুলিশ জনগণের টাকায় লালিত বাহিনী। জণগণের টাকায় কেনা অস্ত্র জনতার উপর ব্যবহার বন্ধ করুন। ফ্যাসিবাদের সাহায্যকারী হয়ে নিজেদের অবস্থান আর বিতর্কিত করবেন না। ১৪ বছর ধরে যে পুলিশি রাষ্ট্র বানিয়ে রেখেছেন সেখান থেকে নিজেকে উঠিয়ে নিন।

জামায়াতের শনিবারের সমাবেশ বন্ধের নয়া পায়তারা করবেন না। এই কাজ করলে পুলিশের পুরো বাহিনীর উপর সামনের নির্বাচন বাধাগ্রস্ত করার দায় এসে পড়বে। সুতরাং সাধু সাবধান।

01/06/2023

أفلا ينظرون الى الإبل كيف خلقت

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে?

উট নোনা পানি পান করতে পারে, এমনকি মৃত সাগরের পানিও। এতে তার রক্তচাপ বাড়ে না। কারণ, তার কিডনি পানিকে ফিল্টার করে, যাতে সে তা তাজা পান করতে পারে। কাজেই তার কিডনি লবণ থেকে পানি আলাদা করে দেয়।

উট কাঁটা খেতে পারে। এতে তার পাকস্থলী ও অন্ত্রের কোনো ক্ষতি হয় না। কারণ, তার লালা এসিডের মত, যা কাঁটা গলিয়ে দেয়। পরে সে ওই কাঁটা রুটি ও আটার মতো খেয়ে ফেলে। এজন্য হাতে পায়ে কাঁটা ফুটলে আরব বেদুইনরা সেখানে উটের লালা লাগিয়ে দেয়। এবং সেই কাঁটা গলে বেরিয়ে আসে।

উটের চোখের পর্দা দুটি। একটি পাপড়ির পর্দা এবং অন্যটি মাংসের। এজন্য মরুভূমির ধূলিকণার মধ্যে চলতে পারে এবং তার চোখের ক্ষতি হয় না। কারণ সে তখন স্বচ্ছ পাপড়ির পর্দা বন্ধ করে দেয়।

উট তার দেহের তাপমাত্রা পরিবর্তন করতে পারে। বরফঢাকা জমিতে থাকলে সে তার তাপমাত্রা বাড়াতে পারে এবং উত্তপ্ত মরুভূমিতে থাকলে সে তার তাপমাত্রা কমাতে পারে।

أفلا ينظرون الى الإبل كيف خلقت

তারা কি উটের দিকে দেখে না, কিভাবে তাকে সৃষ্টি করা হয়েছে। [সূরা আল-গাশিয়াহ:১৭]

সুবহানাল্লাহ!

01/06/2023

মৃত্যুর কথা আমার মনে পড়ে,কোনো জায়গায় কারো মৃত্যুর খবর শুনলে আমার তা মনে পড়ে তবে সিম্পলভাবে, হৃদয়ে কোনো নাড়া দেয় না,দুনিয়ার রং তামাশা ভুলায় না,চলার গতি পরিবর্তন হয় না যেমন ছিল তেমন থাকে।পাড়া-প্রতিবেশী, পরিচিত কিংবা আত্মীয় কারো মৃত্যুর খবর পেলে আফসোস করি,এক সাথে চলার কিংবা কথা বলার সৃতি মনে পড়ে, সৃতিচারণ করি। উফ!অমুক মারা গেল!ভালো মানুষ ছিল।মৃত্যু কে কিছুটা হলেও উপলব্ধি করি।চিন্তার সাগরে ঢেউ খেলে।রঙিন দুনিয়ায় কালোমেঘের ঘনঘটা দেখি পরোক্ষনে আড়াল থেকে সূর্য এসে দুনিয়ার ভোগবিলাসে মগ্ন রাখে।পরকালের চিন্তা হৃদয়ে আলতো ছুঁয়ে আবার হারিয়ে যায়।

কিন্তু যখন পরিবারের কেউ চলে যান না ফেরার দেশে,তখন পাথুরে হৃদয় ফেটে চোখ দিয়ে জলধারা প্রবাহিত হয়,জলধারা প্রবাহিত হয় একদম শুষ্ক হওয়ার আগ পর্যন্ত।বিদায়ী যাত্রীর শেষ সময়ের কথাগুলি একে অপর থেকে শুনি আর ডুকরে কেঁদে উঠি,এই কান্না আসে একদম হৃদয়ের গহীন থেকে।প্রতিটি নিশ্বাসে হৃদয়ের গহীনে অনুভূত হয় বিচ্ছেদের যন্ত্রণা।বিচ্ছেদে মনে হয় আলোকোজ্জ্বল পৃথিবী ধোকা দিয়ে বোকা বানিয়ে রেখেছে,আসলেতো তাই!

মৃত্যুর পর আত্মীয়রা এক থেকে তিন দিন ডুকরে ডুকরে কাঁদবে,মাস-দেড়েক তাদের চোখে সৃতি হয়ে থাকবে,তারপর তারা তাদের আপন গতিতে চলবে;শুধু থাকবে না তুমি।থাকবে কৃতকর্মের ফল নিয়ে অজানা এক রহস্যময় জগতে। ভাবনায় মৃত্যুকে গভীর ভাবে স্হান দিলে পূর্ণিমার চাঁদের সৌন্দর্য নতুন এক ভয়ের জগতে নিয়ে যায়।নিজের কাছে দুনিয়ার সাজ-সজ্জা , কারুকার্য শোভিত ঘরবাড়ি,পই পই করে সাজানো উন্নত বিশ্বের শহরের জীবন ব্যাবস্তা,সবুজে সবুজে সজ্জিত প্রকৃতি,সুরে সুরে দেওয়া সাগরের গর্জন,সবুজে ডাকা গভীর অরণ্যে মুগ্ধ হয়ে এক পলকে তাকিয়ে থাকা এখন আমার কাছে হাস্যকর মনে হয়। মরেই যাব তো তাহলে ছোট পোকার ভক্ষনের দেহ নিয়ে অবৈধ পথে এগুলোর পিছ ধরার মানেইবা কি?

সময়ের সাথে আমরা বিচ্ছেদের শোক ভুলতে থাকি।এই শোক ভুলা আল্লাহর পক্ষ থেকে মানুষ কে দেয়া এক নেয়ামত।শোক ভুলার নেয়ামত পাওয়ায় আমরা আনন্দ উপভোগ আর সুখের ছোঁয়া পাই সেইসাথে ক্ষনস্থায়ী দুনিয়ার মিথ্যা প্রলোভনে মৃত্যুকে দূর বহু দূরে রেখে দুনিয়াবি পরিকল্পনা সাজাই অথচ কথা ছিল পরকালীন জিন্দেগী নিয়ে পরিকল্পনা করা ।ক্ষনস্থায়ী দুনিয়াকে নিয়ে একটুও থিংকিং করার কি আমাদের সময় নাই?
হ্যাঁ,অন্তত আত্মীয় স্বজন কিংবা পরিবারের কারো মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদের দিকে থাকিয়ে একটু ভাবলে দুনিয়া যে আসলে কিছু না তা ফিল করা যায়। মানুষ বাতাসের উপর নির্ভর করে এত কিছু করে কিন্তু বাতাস বন্ধ হলে শূন্য হাতে মহাকালের পথে যাত্রা শুরু হয়। শূন্য হাতে যাত্রার আগে রেখে যাওয়া সম্পদ নিয়ে কখনো কি চিন্তা করেছো?তা বিপদের কারণ হবে না তো?
সম্পদ অর্জনে সাবধান!সাবধান!

✍️তোফাজ্জল হোসেন

07/04/2023

𝗗𝗥𝗘𝗔𝗠 𝗜𝗙𝗧𝗔𝗥 ❤️

𝗬𝗮 𝗔𝗹𝗹𝗮𝗵 𝗣𝗹𝗲𝗮𝘀𝗲 𝗚𝗶𝘃𝗲 𝗨𝘀 𝗖𝗵𝗮𝗻𝗰𝗲 𝗧𝗼 𝗗𝗼 𝗜𝗳𝘁𝗮𝗿 𝗜𝗻 𝗠𝗮𝗱𝗶𝗻𝗮...

26/03/2023

নূর মোহাম্মাদ আবু তাহের ভাই❤️❤️

15/03/2023

হুজুর তোমার লগে থাকমো,
মজা আনিয়া খাওয়ামো🥲😀😀

#মক্তব-শিক্ষা

15/03/2023

My working place.

14/03/2023

মদিনার পাহাড়

03/03/2023
28/02/2023

বন্ধু ভুলে যেওনা কখনো...….

19/02/2022

#নামাজ

25/01/2021

অসাধারণ টেকনিক

21/11/2020

মনের ভয়

ভৌতিক কাহিনী নিয়ে গল্প করতে আমরা প্রায় রাত দশটার দিকে বাড়ি পথ ধরে হাঁটছি।আর পাঁচ-ছয় মিনিট হাঁটলে পৌছে যাবো যার যার বাড়িতে।ভূত বলতে কিছু আছে সেটা আলম বিশ্বাস করে না।সে আরো বলে তাবিজ-বাবিজ এগুলো ভূয়া ।হঠাৎ আলম কিছু একটা দেখে ভয়ে আমাকে জড়িয়ে ধরল আর কাঁপতে কাঁপতে বলল,
-বন্দু দেখ সামনে কি?
আমি চেয়ে দেখি আগ্নি শিখা জ্বলছে।
-এটা তো উড়ন্ত অবস্তায় আগুন দেখা যাচ্ছে!
-বন্দু ঐ আগুন আমাদের দিকে আসছে এখন কি করব?
-তুই এ বিষয়ে কোনো কিছু বিশ্বাসই করছ না, আজ তো নিজ চোখে দেখে বিশ্বাস করলে।ঐ আগুটা কিসের আগুন জানছ!
-না,
-কাউকে মরারা জন্য গণক পাতিলের মধ্যে আগুন দিয়ে ছেড়েছে। যার নামে ছেড়েছে ঐ লোকটা মরবে।আমারার কিচ্ছু হবে না ভয় করিছ না।
- আমি আর সমনে যাব না, যদি ঐটা আমার উপর পড়ে যায়।
-চোখ বুজে আর দুই-তিন মিনট হাঁটলেই আমার বাড়িতে পৌছে যাবো। তুই আজ আমার সথে থাকবে।
-ঠিক আছে, এক দৌড়ে বাড়িতে যাব।

এক দৌড়ে চলে এলাম আমার রুৃ্মে। দৌড়ের আওয়াজ শুনে কিছু সময়ের ভিতরে বাড়ির সব চলে এলেন আমার রুমে,চমকে উঠে বাবা বললেন,
-কি হয়েছ!তোমরার কি হয়েছে?
আমি হাঁপাতে হাঁপাতে বললাম"আগুন,আগুন"
-কিসের আগুন?কোথায় আগুন?
-যাদুর আগুন! রাস্তায় বের হয়ে দেখো।

বাবা রাস্তা থেকে ফিরে এসে ধমক দিয়ে বললেন,
-আমি তো আগুন দেখলাম না,তোমরা মশকরা করছ না কি?আমার সাথে চলে এসো তোমরা, দেখি কোথায় আগুন?

আলম ভয়ে ঘর থেকে বাহিরে আসছে না।আমি বাবার সাথে রাস্তায় গিয়ে বললাম,
-ঐ দেখো!ঐ দেখো!আগুন আমাদের দিকে আসছে!

বাবা মুসকি হাসি দিয়ে বললেন"আরে পাগল,জমসেদ মিয়ার বাড়ির নতুন টাওয়ারের লাল বাতি এটা!"

ছোট গল্প
✍তোফাজ্জল হোসেন

29/10/2020

কুরআন অবমাননার অপরাধে পিঠিয়ে হত্যা, লাশে আগুন!
লালমনিরহাট পাটগ্রাম-বুড়িমারী জামে মসজিদে কোরআনুল কারীমে পা দিয়ে অবমাননা করার অপরাধে এক ব্যক্তিকে আগুন জ্বালিয়ে দেয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা ৷

06/10/2020

মানুষরূপী শ্বাপদ

স্বাধীন অধীন পরাধীন আমি মুক্ত স্বাধীন,
আইন ফাইন বিচার চাইন আমি বাধাহীন।
আমার তরে আদর করে ঝান্ডা ধরে নেতাজি।
শান্ডামী আর গুন্ডামী আর ধান্দামী, হচ্ছে আমার পুজি।

আমি হায়না আমি চাইনা, কে কোথাকার? কে কবে কার?
কাছে আছে, মোছে গেছে মোর বিবেকের দ্বার।
আমি সন্ত্রাসী রক্তপিপাসী দোষী আমি দুর্নিবার।
আমি জানি আমি মানি আমি খুনি তুবুও হবে না আমার বিচার।

হা হা হা হা হা হা হা হা হা হা হা হা হা

তোফাজ্জল হোসেন।
০৬.১০.২০২০

04/10/2020

➢০৬
রক্তে কেনা স্বাধীনতার
নেই কেন আজ দাম?
মনের মাঝে প্রশ্ন জাগে
কেন স্বাধীন হলাম??

তোফাজ্জল হোসেন

04/10/2020

➢০৫
রং বে রংয়ের ফ্যাশন করে
আসল যরা প্রতিবাদে,
হাতে ধরে গায়ে লেগে
ধর্ষন করে মনের স্বাদে!!!

তোফাজ্জল হোসেন

04/10/2020

➢০৪
যদি দ্বীপ্ত কন্ঠে শক্ত হাতে
গড়ে তুলো প্রতিরোধ,
জেল জুলুম আর নির্যাতনে
জালিম নেবে প্রতিশোধ।

তোফাজ্জল হোসেন

Want your business to be the top-listed Media Company in Dammam?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

এই প্রথম দেখা নতুন টেকনোলজি!তাবুক যেভাবে উপরে তুলা হয়।
আপনি আল্লামা সাঈদী সাহেবকেপছন্দ করেন বা না-ই করেন, মাত্র ৫ মিনিট ৫৪ সেকেন্ডের এই আলোচনটা দয়াকরে একটু শুনে দেখবেন। তাঁর ম...
আল্লামা সাঈদি হুজুরের মরদেহ দেখতে পিরোজপুর সাঈদি ফাউন্ডেশনে এসেছেন মামলার সরকার পক্ষের প্রধান সাক্ষী  সুখরঞ্জন বালি। সেই...
#WeAreAllamaSayedee#সাঈদী #সাঈদীর
আত্মীয় স্বজন কিংবা পরিবারের কোনো সদস্য মৃত্যুতে কেউ না কেউ সান্ত্বনা দিতে এগিয়ে আসে কিন্তু যখন পুরো জাতি বিয়োগ ব্যাথায় শ...
যদিও কৃত্রিম তবুও ঝর্ণা সুন্দর!
خيام
নূর মোহাম্মাদ আবু তাহের ভাই❤️❤️
হুজুর তোমার লগে থাকমো, মজা আনিয়া খাওয়ামো🥲😀😀#মক্তব-শিক্ষা
My working place. #saudiarabia #workingplace #Dammam

Category

Telephone

Website

Address

Dammam

Other Digital creator in Dammam (show all)
Analie's vlog Analie's vlog
Jubail
Dammam

God is Good all the time 🙏

জোনাকির আলো jonakir alo জোনাকির আলো jonakir alo
Dammam

পাশে থাকলে পাশে পাবে বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা

ISSAY VLOG ISSAY VLOG
Dammam

stop needing people who doesnt need u

Inday mary Inday mary
Dammam

Independent 👩 woman💪 hardworking mother🙆 imperfection God is my shepherd👏

Mohammad Mahmudul Hasan Sohag Mohammad Mahmudul Hasan Sohag
Dammam, 214

Mohammad Mahmudul Hasan Sohag is ready to give you full computer skill and freelancing service.

Afran Sabuj Afran Sabuj
Dammam

আল্লাহ এক তাহার কোন শরিক নেই

Ak Entertainments Ak Entertainments
4139 King Fahd Bin Abdulaziz Road
Dammam, 32272

Assalamo alikum to all : You can see at this page Sad stories , Dramas , Emotional stories & othera social stories. So folow us on facebook & Youtube channel thank you so much.

Saudi work vilog Saudi work vilog
Dammam

Saudi Arabia

Rongin Dunia Rongin Dunia
Dammam

Jhaneash Page Jhaneash Page
Dammam

Hello Vlog welcome to my Guy's🤭 Please follow,react, comment and share 🫰