হৃদু

তোমার প্রতি আমার অন্ধ বিশ্বাস 🖤

02/06/2024

দেখি কোন অঞ্চলের মানুষ বেশি❤️❤️

01/06/2024

৫ লাখ টাকা খরচ করেও মালয়েশিয়া যেতে পারেননি ৩১ হাজার শ্রমিক। এই সমস্যার সমাধান কোথায়?

29/05/2024

Me : ✋🙋‍♂️

29/05/2024

বিয়ের বয়স হলে শেয়ার দিন😑

29/05/2024

আলহামদুলিল্লাহ ❤️
২৮/০৫/২০২৪খ্রি.
ফিলিস্তিন স্বাধীন দেশের স্বীকৃতি পেয়েছে! 🇵🇸 🤍🫶🏻

28/05/2024

কেউ করে বৃষ্টি বিলাস
কেউ করে দুঃখ বিলাস

27/05/2024

Today's The Best Photo 🥀🌻🥀
.... beautiful

Photos from হৃদু's post 27/05/2024

ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে দ্বীপ ভোলা চরফ্যাশন উপজেলাধীন 'ঢালচর' ও চরকুকরি মুকরি ইউনিয়ন তলিয়ে গেছে।
গবাদিপশু ও সেখানের মানুষের করুন অবস্থা 😭
আমরা সকলে দোয়া করি
আল্লাহ্ যেন দ্বীপ জেলা ভোলা সহ উপকূলীয় সকল জেলার মানুষকে হেফাজত করুন।

Photos from হৃদু's post 26/05/2024

ব্রাহ্মণবাড়িয়া চম্পকনগর বাজারে লিচু বিক্রি হচ্ছে ১০০ লিচু ২৫০ টাকা করে 🍒

24/05/2024

চাইলে আমিও এমন ছবি তুলতে পারতাম কিন্তু আমারতো সাদা বস্তা নাই😩

23/05/2024

মিম তোরে আগেই কইছিলাম,খাল কেটে কুমির আনিস না,,,🫠

21/05/2024

ঘটক বিয়ের কথা নিয়ে আমাদের বাসায় এসে দেখে আমি আম গাছে....🙂

21/05/2024

এমন মুহূর্ত আমাদেরও হোক! 🥺❤️

21/05/2024

শশুর বাড়ি যাচ্ছেন না কেন?

21/05/2024

কোন এক রাতে নদীর পাড়ে তুমি আর আমি পাশাপাশি বসে চাঁদ দেখবো!🫶🖤

19/05/2024

৪-৫ বছর আগে যেসব পোলাপাইন দিয়ে গাছের সুপারী পাড়াইতাম তারা এখন লিডার হয়ে গেছে!🤢🤢

19/05/2024

আমার স্ত্রী প্রাইমারি টিচার।
রাতে ডিনারের শেষে আমার স্ত্রী ক্লাস ফাইভের খাতা দেখছিলো।
খাতা দেখতে দেখতে আমার মিসেসের চোখ দুটো ছলছল করে করে উঠেছে।
আমি কাছেই বসে টিভি দেখছিলাম। মিসেসের দিকে নজর যাওয়াতে দেখি আমার স্ত্রী চোখের জল মুছছে।
আমি অবাক হয়ে জিজ্ঞেস করলাম কি হয়েছে কাঁদছো কেনো!!!
আমার মিসেস বললো.. ক্লাস ফাইভের পরীক্ষায় এক রচনা এসেছে। "my wish"
--তো কাঁদার কি হলো!!
--সব খাতা গুলো দেখলাম। সবাই ভালো লিখেছে। --তো?
--একজনের খাতা দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। চোখ দুটো জলে ভরে উঠলো।
--আচ্ছা বলো কি লিখেছে ওই বেবি।
মিসেস রচনা পড়তে শুরু করলো.....
আমার ইচ্ছা আমি স্মার্টফোন হবো।
আমার বাবা মা স্মার্টফোন খুব ভালোবাসে। কিন্তু আমায় ভালোবাসে না।
যেখানে যায় আমার বাবা তার স্মার্টফোন সঙ্গে করে নিয়ে যায়। কিন্তু আমায় সঙ্গে করে নিয়ে যায় না।
ফোন এলে আমার মা তাড়াতাড়ি গিয়ে ফোন ধরে। কিন্তু আমি কান্না করলেও আমার কাছে আসে না মা।
আমার বাবা স্মার্টফোনে গেম খেলে। কিন্তু আমার সাথে খেলে না। আমি বাবাকে বলি আমায় একটু কোলে নাও না বাবা। কিন্তু বাবা আমায় কোলে নেয় না। স্মার্টফোনটাই সব সময় বাবার কোলে থাকে।
মা কে গিয়ে বলি, মা মা চলো না আমার সাথে একটু খেলবে। কিন্তু আমার মা আমার উপর রেগে গিয়ে বলে, দেখতে পাচ্ছিস না আমি এখন তোর মামার সাথে চ্যাটে কথা বলছি।
আমার বাবা মা রোজ স্মার্টফোন টাকে যত্ন করে মোছামুছি করে। কিন্তু আমায় একটুও আদর করে না।
আমার মা যখন বাবার সাথে ফোনে কথা বলে তখন মা স্মার্টফোনে বাবাকে চুমু দেয়। কিন্তু আমায় একদিনও চুমু দেয়নি মা।
আমার বাবা মাথার কাছে স্মার্টফোন নিয়ে ঘুমায়। কিন্তু আমায় কোনোদিনও জড়িয়ে ধরে ঘুমায় না।
আমার মা রোজ চার পাঁচবার স্মার্টফোন টিকে চার্জ দেয়। কিন্তু মাঝে মাঝে আমায় খাবার দিতে ভুলে যায় মা। কিন্তু স্মার্টফোন টিকে চার্জ দিতে ভুলে না আমার মা।
তাই আমি স্মার্টফোন হবো।
আমার ইচ্ছা স্মার্টফোন হয়ে বাবা মায়ের সাথে সবসময় থাকতে চাই।
স্ত্রীর মুখে লেখাটি শোনার পর আমি খুব ইমোশনাল হয়ে স্ত্রীকে জিজ্ঞেস করলাম..
--কে লিখেছে এই রচনাটি ?
--আমাদের সন্তান।
আমি স্তব্ধ হয়ে বসে রইলাম কিছুক্ষন। অনেক কিছুই ভেবে চলেছি। আমার আর আমার স্ত্রীর চোখে তখন জলের ধারা নামতে শুরু করেছে।
★------------★★ 🍂🍂🍂 #অরিন্দম অরিত্র

লেখাটা পড়ে কেমন লাগলো,প্লিজ জানাবেন সবাই।

19/05/2024

- শখের বয়সে কিসের অভাব.?🙂💔

18/05/2024

18 থেকে ২২ বছরের ছেলেটাকে,

লাখ টাকার বোঝা মাথায় চাপিয়ে প্রবাসে পাঠিয়ে দেওয়া হয়, আর ওই দিক দিয়ে পরিবারেরর লোক ভাবে এইবার বুঝি কষ্টের দিন শেষ!😅

17/05/2024

ইমিগ্রেশনের দরজাটা দেখতে খুব ছোট্ট কিন্তু এই দরজাটা দিয়ে পাড় হওয়া যে কি পরিমান কষ্টের। 💔

এপারে প্রিয়মুখগুলোর কান্নাভেজা চোখ আবার ওপারে জীবনের তাগিদে যেতেই হবে, বিদায়ের এই সময়টা এতো কষ্টের আর যন্ত্রণার, এই দরজাটা পার হওয়ার সময় কষ্টে হাত পা অবশ হয়ে আসে! 🙂

17/05/2024

১৬ বছর আগে পরিবার থেকে হারিয়ে যাওয়া ইয়াসিন জন্মধাত্রী মাকে দেখতে চায়।।

নাম- মোহাম্মদ ইয়াসিন(২৩)বাবার নাম মনে নাই।
মায়ের নাম আমেনা বেগম,তিন বোন এক ভাই বোনদের নাম-লিমা, সীমা,শিলা,সে ইয়াসিন।
তার দেয়া তথ্য মতে সাত বছর বয়সে সে মাদ্রাসায় পড়া অবস্থায় বাড়ির পাশে ট্রেন স্টেশন ছিল স্টেশনের পাশে মাজার ছিলো ঘুরার উদ্দেশ্যে ট্রেনে উঠে পড়ে পরে আখাউড়া রেলস্টেশনে চলে আসে,সেখান থেকে ভুলে আবার অন্য আরেকটি ট্রেনে উঠে পড়ে এভাবে হারিয়ে যায় তিনি,১৬ টি বছর ধরে পরিবার ফেরার জন্য ব্যাকুল হয়ে রয়েছে তিনি একটিবার জন্মধাত্রী মায়ের মুখটি দেখতে চান,কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস গ্রাম থানা জেলার নাম বলতে না পারায় পরিবারে ফিরতে পারতেছেন না,তবে সে ধারণা করে তার বাড়ি চট্টগ্রাম বিভাগে সিলেট কুমিল্লা অথবা ব্রাহ্মণবাড়িয়া হতে পারে।
কেউ যদি ছেলেটির পরিবারের খোঁজ জেনে থাকেন
দয়া করে আমাদের কে ফোন করুন।।

#জয়নাল_আবেদীন_রাজীব 01716-911647

16/05/2024

বেশি না, মাত্র ৭ তলার ওপর থেকে! এক হাত দিয়ে রশি ধরে রাখা, আরেক হাত দিয়ে রং দেয়া।
তার যায়গায় নিজেকে ভাবতেছিলাম!
ভাবতেই কেমন যেন পা কাঁপা-কাঁপি শুরু হয়ে গিয়েছিল!

জীবন সুন্দর!❤️

14/05/2024

যদি পাঙ্গাশ মাছের এক মিলিয়ন ফ্যান থাকে, তাহলে তার মধ্যে আমি একজন।
যদি পাঙ্গাশ মাছের একজন ফ্যান থাকে, তাহলে আমিই সেই জন।
যদি পাঙ্গাশ মাছের কোনো ফ্যান না থাকে, ধরে নেবেন আমি আর বেঁচে নেই।
আই জাস্ট লাভ পাঙ্গাশ মাছ। ❤️

14/05/2024

সুখে থাকার জন্য কোটি টাকা লাগে না, লাগে শুধু একে অপরের প্রতি সম্মান আর ভালোবাসা ❤️❤️

14/05/2024

পরে নেতা নিয়ে আসছে 😑🤣

13/05/2024

অরজিনাল সভাপতি 😂😑😑

12/05/2024

ছেলেরা ও ডান্স করতে পারে 😎😎

11/05/2024

লিচুর রাজধানী বলা হয় ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর কে 🥰🖤

10/05/2024

আহ সেই সাদ😋

10/05/2024

খুব সাধারণ একটা বিয়ে করবো। একদম সাদামাটা। আজকের সমাজ প্রথম দেখাতেই যেটাকে ব্যাকডেটেড বলবে ঠিক সেরকম!

দুইপক্ষ থেকে ২০/৩০ জন মানুষ থাকবে। কোন ফ্যামিলির উপর কোনরকম আর্থিক চাপ থাকবে না। অহেতুক লোক দেখানো বিড়ম্বনার মাঝে দিয়ে কেউ যাবে না। দুহাত ভরে সবাই আমাদের অনেক দোয়া দিবে।

আমি সেদিন একদম হালকা সাজবো। আমার খুব কাছের কোন বান্ধবী আমাকে খুব সাধারণভাবে সাজিয়ে দিবে, যাতে আমাকে একদম পুতুলের মত না লাগে। দুই হাত ভর্তি মেহেদী দিয়ে দিবে। ব্যাস! মেকআপের আড়ালে আমি আমার বিদায়বেলার কষ্টগুলোকে কোনভাবেই ঢেকে দিতে চাই না। কিংবা কাজল ছড়িয়ে যাওয়ার ভয়ে আমি আমার কান্নাগুলোকেও আটকে রাখতে চাই না। আমি সেদিন মনখুলে কাদঁবো। আমার জন্য কতটুকু ভালোবাসা সবাই সঞ্চয় করে রেখেছে চুপচাপ বসে বসে সেগুলো উপভোগ করবো।
ঘরোয়া পরিবেশে ছিমছাম ভাবে সবাই এলোমেলো ভাবে ছড়িয়ে ছিটিয়ে গল্প করবে। কারো মাঝে কোন তাড়াহুড়া থাকবে না। খুব কম আয়োজনের মাঝে আমাদের বিয়েটা হবে।

কাবিনের টাকা যেখানে ভবিষ্যতের ইনভেস্টমেন্ট হিসাবে গণ্য হবে না কিংবা আমার অমুকের এত কাবিনে বিয়ে হয়েছে, আমার তো আরো বেশীতে হতে হবে এরকম কোন ঘটনা অহেতুক চাপ ফেলবে না। শরিয়ত মোতাবেক সেটা কেবল মাত্র তার অর্থনৈতিক অবস্থা নির্ধারণ করে দিবে এবং আমার কিংবা আমার ফ্যামিলির সেটাতে কোন মতভেদ থাকবে না। খুব শান্ত একটা পরিবেশে সবাই আমাদের দোয়া করে বিদায় দিবে।

বিলাসিতা বলতে একটা ফটোগ্রাফার থাকবে, যে আমার ছোট ভাই বা মাহরাম কেউ থাকবে, যে আমাকে অযথা প্রেশারে ২/৩ ঘন্টা ধরে সবার থেকে আলাদা করে রাখবে না। সে শুধুমাত্র আমার মূহুর্তেগুলো ফাঁকেতালে নিজের মত করে ধারণ করবে, একদম আমার অজান্তে। সেদিন আমি কোন পোজ দিতে বাধ্য না। একটু যদি ছাদে যাই। দুজনে পাশাপাশি দাড়িয়ে নিশ্চিন্তে চা খেতে খেতে কিছু ক্লিক! এতটুকু পোজ!
খুব সহজ না? আসলেই অনেক সহজ।

আজকালের ট্রেন্ডগুলো আমি ঠিক বুঝে উঠতে পারি না। আমি জানি না "ব্রাইডেল শাওয়ার" কি, আমি জানি না "ব্যাচেলর নাইট", "মেহেদি নাইট", "হলুদ সন্ধ্যা" কিংবা "আইবোরোভাত" কাকে বলে।

আমি শুধু একটা কথা জানতে চাই এগুলো কি আমার ভবিষ্যতের সুখের কোন গ্যারান্টি দিতে পারবে? তবে?

না , তোমার সাধ্যের মধ্যে থাকলে তুমি মন ভরে কর। কিন্তু আমি আমার বাবার, আমার জন্য করা সারাজীবনের সঞ্চয় মানুষের দুইবেলা কাচ্চির পিছনে ঢেলে, সমালোচনা শুনতে বাধ্য ন‌ই।

সমস্যা হচ্ছে এটাই স্বাভাবি।এই স্বপ্ন টা সারাজীবন দেখি।কিন্তু "লোকে কি বলবে?"এইটুকু কথার কাছে হেরে যাই।সমাজের তৈরি বাড়াবাড়ি যদি একটু সাহস করে এড়িয়ে যাই,তাহলে জিবন সুন্দর সহজ হয়ে যায়।

সন্তুষ্টির বিয়ে গুলোতে কিন্তু রহমত বেশি হয়❤️
কপি পোস্ট

Want your public figure to be the top-listed Public Figure in Dammam?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

🥰🥰
🤣🤣🤣
🥰🥰🥰
😑😑😑
😒😒😒😒
ছেলেরা ও ডান্স করতে পারে 😎😎
চিকেন বিরিয়ানি 🥰
What a magic😹
You are enough for me..!💚
😌😌🥰🥰
Moye moye 😒😒🤣🤣
🥰🥰🥰

Telephone

Website

Address

দাম্মাম থেকে কুয়েত এর রাস্তা
Dammam

Other Dammam public figures (show all)
ابراهيم الحساوي ibrahim alhasawi ابراهيم الحساوي ibrahim alhasawi
Dammam

فنان ممثل ومُنتِج

Ehsas Ehsas
Dammam

وجودكم بجانبي يزيد طموحي ويزيد ثقتي في نفسي من اجل الوصول الى غايتي تحياتي Ehsas Abdul Bari

يوسف الحوت يوسف الحوت
Dammam, B.O.BOX16602DHAHRAN31311

شاعر | عضو اتّحاد الكتّاب السّعوديّين صدر له كتاب •لست?

YASIN ツ YASIN ツ
Dammam

Mother & Father is the best gift from Allah� Every mother & Father is Jannah��

nzfshrkh nzfshrkh
Dammam

شركه تنظيف بالدمام

relex and chill relex and chill
Dammam, 11411

just for fun and jokes

LT ARIF 360 LT ARIF 360
Sudi Arabia
Dammam, 09876

Entertainment

Ashik gaming Bd Ashik gaming Bd
Dammam

hi I am Ashik and this is my official page please follow my page thank you everyone and love

Anwar Hossain official Anwar Hossain official
Dammam
Dammam

hi everyone my new page please follow me and support

𝐀 𝐫 𝐢 𝑦 𝐚 𝐧ツ 𝐀 𝐫 𝐢 𝑦 𝐚 𝐧ツ
Dammam

- মুসাফির"😑

Dammam Used Furniture Dammam Used Furniture
4048 Shaddad Bin Aws
Dammam, 32247

شراء مستعمل مكيفات الدمام. Buy Used Furniture☎️☎️☎️0565888978 in Dammam. Are you Looking for