National University
�জাতীয় বিশ্ব বিদ্যালয় সম্পর্কিত যে কোন আপডেট পেতে সাথেই থাকুন।
♦️অনার্স ১ম বর্ষের রেজাল্ট লাগলে শুধুমাত্র রেজিষ্ট্রেশন নাম্বার কমেন্ট করুন।
👉আপনার রুমমেটকে ম্যানশন দিয়ে মন খুলে তার প্রশংসা করুন।
♦️অনার্স ৪র্থ বর্ষের বিষয় ভিত্তিক রুটিন লাগলে সাবজেক্টের নাম কমেন্ট করুন
♦️১ম মেরিট লিস্টে চান্স পেয়ে ভর্তি না হলে ২য় মেরিট লিস্টে ভর্তির সুযোগ নাই।
একবারে রিলিজ স্লিপে আবেদন করে চান্স পেতে হবে তখন।
👉১ম মেরিট লিস্টে যাদের চান্স হয় নাই তারা ২য় মেরিট লিস্টের জন্য অপেক্ষা করুন, এরজন্য আলাদা করে আবেদন করতে হবে না।
👉ফেসবুক সারা দুনিয়াতেই ডাউন ছিল
কার কি অভিজ্ঞতা এই কয় মিনিটে ?
♦️মাস্টার্স (নিয়মিত) ভর্তির রিলিজ স্লিপের আবেদন শুরু হবে আজ ২৭ ফেব্রুয়ারী বিকাল ৪ টা থেকে যা চলবে ০৫ মার্চ রাত ১২ টা পর্যন্ত।
✅রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে?
👉ক) প্রাথমিক আবেদন করেছেন কিন্তু প্রথম মেধাতালিকায় চান্স হয় নি
👉খ) চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয় নি
👉গ) চান্স পেয়ে ভর্তি হওয়ার পর তা আবার বাতিল করেছে
👉 ঘ) এবং ২য় পর্যায়ে ১৩ ফে়ব্রুয়ারী থেকে ২০ ফেব্রুয়ারী পর্যন্ত যারা প্রাথমিক আবেদন করছেন তাদেরকেও মেধাতালিকায় স্থান পেতে হলে রিলিজ স্লিপে আবেদন করতে হবে। রিলিজ স্লিপে আবেদন না করলে ভর্তি হতে পারবেন না।
👍আবেদন করতে হবে ৩টি কলেজে,এর কম ও না বেশি না
🚫কারা আবেদন করতে পারবেনা?
👉যারা ১ম ও ২য় পর্যায়ের কোনটার মধ্যে প্রাথমিক আবেদন করে নাই।
👉প্রাথমিক আবেদন করছে কিন্তু টাকা পেমেন্ট করে নাই।
👉যারা প্রিলিমিনারি টু মাস্টার্স প্রাইভেট থেকে পাস করছে।
✅রেগুলার ভর্তি শেষ হলে প্রাইভেট ভর্তির নোটিশ দিবে।
♦️ব্রেকিং নিউজ
ডিগ্রি ৩য় বর্ষের ফলাফল প্রকাশিত হয়েছে।
রেজাল্ট লাগলে রেজিষ্ট্রেশন নাম্বার কমেন্ট করুন।
♦️আজ ১৮ ফ্রেব্রুয়ারি বিকাল ৪ টা থেকে অনার্স ১ম বর্ষের ভর্তি আবেদন শুরু যা চলবে ২৮ ফ্রেব্রুয়ারি পর্যন্ত।
♦️একফ্রেমে ৬ জন বিসিএস ক্যাডার, একজন এডিসি, আইসিটি অফিসার, একজন ইউএনও, দুইজন এসিল্যান্ড, একজন সিনিয়র সহকারী কমিশনার, মানে সবাই সফল।
সারাদিন শুধু ফোন না টিপে এই ছবিগুলো দেখে সবাই মিলে একসাথে গ্রুপ স্টাডি করতে বসেন, সফল হলে এর থেকেও সুন্দর ভাবে ফাল্গুন উদযাপন করতে পারবেন, তখন আমার থেকেও ভালো ফটোগ্রাফার দিয়ে শ্যুট করায়েন।
আপাতত সবকিছু রেখে পড়তে বসেন।
Copyright : চিত্রকথা - Chitro Kotha
Photographer : Afridi
Collected
♦️বেলা আজ দুপুর ১টা থেকে মাস্টার্স শেষ পর্বের ফাইনাল পরীক্ষা শুরু হবে লক্ষিটি 🙈
দামড়ি হয়া গেসো তাও তোমাক পরীক্ষার আগে এত কথা জানাই দিতে হয়...
📜পরীক্ষার রুমে এডমিট আর রেজিষ্ট্রেশন কার্ড অবশ্যই নিয়ে যাবা। হাজিরা কিন্তু কিউআর কোড স্ক্যান করে হবে।যদি রেজিষ্ট্রেশন না নিয়ে যাও আর যদি Ab আসে তাহলে কিন্তু আমি দৌড়াদৌড়ি করতে পারবো না বলে দিলাম।
☕ পরীক্ষা রোল, রেজি: নম্বর, পরীক্ষা কোড লেখতে ভুলিও না। যদি ভুল হয়েও যায় তবুও সঠিকটা লেখে আসবা।
🔔 পরীক্ষা কিন্তু ২০২১ সালের। উত্তরপত্রে ২০২১ লেখিও।
📖 বাসায় থেকে বের হওয়ার আগে যাতায়াত ভাড়া নিসো কি না চেক করে নিবা। পরে আমাক ফোন দিয়া যদি বলো যে, টাকা বাসায় রেখে আসছি তাহলে আমি কোনো টাকা নগদে দিতে পারবো না।
🙂 কলম, পেন্সিল, রাবার সব বের হওয়ার আগে চেক করে নিবা।
🧭 এডমিট আর রেজিষ্ট্রেশন কার্ড কপি করে ইলার হাতে দিসো? যদি বাসায় ফেরার পথে রিকশার মধ্যে ফাইল রেখে আসো তাহলে কিন্তু আমাকে বলবা । ঐ জন্য আগেই কইসি একটা কপি ইলাকে দিবা ও রেখে দিবে।
☕ বের হওয়ার আগে একটু পেট ভরে খেয়ে নিও। সাথে বোতলে পানি নিও কিন্তু।
🛌 নাপা, নাবিস্কো বিস্কুট এলাচটা নিও। তোমারতো মিনিটে মিনিটে খিদা লাগে।
⭐ লেখার সময় আল্লাহর নাম নিয়ে লেখবা। আবার খাতার মধ্যে লেখিও না আমি সিফাতের বেলা। পাশ দিয়েন স্যার! তাইলে কিন্তু আবার ফেল করবা।
🙂 স্মার্ট ওয়াচ পরে যাবা না। তাইলে কিন্তু এক্সপেল। প্রশ্নে লেখবা না, এক্সপেল করে দিবে।
বেলাকে😒নিয়ে একটু টেনশন হইতেসে বুঝলেন।
কি যে করবে পাগলিটা🤢
ইলা বেলাকে টেনশন করতে দিও না।
✍️ইতি- বেলার নাং 🙂
©Shifat Abrar
✅বাংলাদেশ রেলওয়ে পরীক্ষার আপডেট
👉পরীক্ষার তারিখ: ২৪/০২/২৪ (শনিবার)
👉পদের নাম: বুকিং সহকারী,
👉সময় : সকাল ১০ টা থেকে ১১:৩০
👉পদের নাম : টিকিট কালেক্টর
👉 সময় :দুপুর ২ টা থেকে ৩:৩০
👉পরীক্ষা পদ্ধতি : MCQ
👉প্রশ্ন : ৭০ টি প্রশ্ন থাকবে প্রতিটির মান ১ এবং ভুল উত্তরের জন্য . ৫০ কাটা যাবে
👉পরীক্ষার স্থান: ঢাকা
👉প্রবেশ পত্র: ১৯ ফেব্রুয়ারি সকাল ১০ থেকে ডাউনলোড করতে পারবেন
(বি:দ্র: উত্তর পত্রের সেট কোড এবং প্রশ্নের সেট কোড একই হতে হবে এটা নিশ্চিত হয়ে বৃত্ত ভরাট শুরু করবেন শুভকামনা রইলো সবার জন্য)
♦️অনার্স ১ম বর্ষের ভর্তির আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে।
👉আবেদন যোগ্যতা ও আগের থেকে কমানো হয়েছে।
👉 আবেদন করা যাবে ১৮ তারিখ থেকে ২৮ ফেব্রুয়ারী পর্যন্ত।
🤔কারা আবেদন করতে পারবে?
👉যারা প্রথমবার প্রাথমিক আবেদন করে নাই
👉প্রাথমিক আবেদন করছে কিন্তু কলেজে টাকা পেমেন্ট করে নাই।
রেজাল্ট মার্চ মাসের আগে দিবে না
♦️আজ ১৩ ফেব্রুয়ারী বিকেল ৪ টা থেকে শুরু হবে মাস্টার্স শেষ পর্বের নিয়মিত ভর্তির প্রাথমিক আবেদন যা চলবে ২০ ফেব্রুয়ারী রাত ১২ টা পর্যন্ত।
🤔কারা আবেদন করতে পারবে?
👉যারা অনার্স পাস করছেন কিন্তু প্রথমবার প্রাথমিক আবেদন করে নাই
👉প্রাথমিক আবেদন করছে কিন্তু কলেজে টাকা পেমেন্ট করে নাই।
এবং যারা প্রিলিমিনারি টু মাস্টার্স (নিয়মিত) পাশ করছে তারা।
🚫কারা আবেদন করতে পারবে না
👉যারা প্রিলিমিনারি টু মাস্টার্স (প্রাইভেট) তারা
এই আবেদনের জন্য কোন মেরিট লিস্ট দিবে না।
প্রাথমিক আবেদন সম্পূর্ণ হলে, ৩ টি কলেজে রিলিজ স্লিপে আবেদন করার নোটিশ দিবে।
বিঃদ্রঃ যারা আগে আবেদন করছেন কিন্ত মেরিট লিস্টে চান্স পান নাই বা পেয়েও ভর্তি হতে পারেন নাই তাদের এই নোটিশে কোন কাজ নাই,
এই আবেদন শেষ হলে সবার জন্য রিলিজ স্লিপের নোটিশ দিবে।
✅রেগুলার ভর্তি শেষ হলে প্রাইভেট ভর্তির নোটিশ দিবে।
♦️তাদেরকে জানিয়ে দিয়েন
মাস্টার্স শেষ পর্বের ফাইনাল পরীক্ষার রুটিন প্রকাশিত হয়েছে।
পরীক্ষা শুরু ১৮ ফেব্রুয়ারি থেকে।
♦️আজ বিকাল ৪ টা থেকে শুরু হবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স ভর্তির অনলাইন আবেদন।
চলবে ১১ ফেব্রুয়ারী পর্যন্ত।
👉আবেদন করতে লাগবে এস.এস.সি এবং এইচ.এস.সি রোল নাম্বার,সদ্য তোলা এক কপি পাসপোর্ট সাইজ ছবি ও একটি সচল মোবাইল নাম্বার,
👉আবেদন একবারের বেশি করতে পারবেন না,তাই চুড়ান্ত ফরম পূরণ করার আগে সঠিক সিদ্ধান্ত নিতে হবে কলেজ ও সাবজেক্ট চয়েস দেওয়ার ক্ষেত্রে।
🚫প্রাথমিক আবেদন না করলে এ বছর আর অনার্সে ভর্তির সুযোগ নাই।
🤔ভর্তি সংক্রান্ত কোন প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
♦️আমার কোন ক্যারিয়ার পছন্দ করা উচিত ?
এই প্রশ্ন গত কিছুদিন হলেই আমার কাছে আসতেছে । এবং আমার কাছে পরামর্শ চাইছেন যে আমি যেন তাদেরকে বলে দেই তার কি করা উচিত ।
আসলে- পরামর্শ দেয়ার মত বা গাইড করার মত জ্ঞান বা অভিজ্ঞতা বা বিশেষ দক্ষতা আমার নাই ।
আমি আপনাকে চিনিনা,
আপনার কিসে দক্ষতা আছে,
আপনার প্যাশন কি,
আপনার কি করতে ভাল লাগে এসবের কিছুই না জেনে আসলেই কাউকে পরামর্শ দেয়া যায়না, সেটা উচিতও না ।
সক্রেটিস এর সেই গুরুত্বপুর্ন উক্তি আবারো মনে করি - নিজেকে জানো !
আপনি কিসে ভাল করবেন - সেটা আপনার নিজের চাইতে ভাল আর কেউ জানেনা ।
কিন্তু নিজের ভিতরে থাকা এই বিশেষ দক্ষতা আপনি কিভাবে খুজে বের করবেন ?
দুনিয়ার তাবৎ বড় কোম্পানিরা আপনার ক্যারেক্টার প্রোফাইলিং করে ।
আপনি কি বলছেন, কি সার্চ দিচ্ছে এসবই গুগল, ফেসবুকের মত বড় কোম্পানিরা তাদের কাছে নিয়ে নেয় - এবং সেইসবের উপর ভিত্তি করেই আপনাকে বিজ্ঞাপন দেখায়
একদিন বেবি ফুড নিয়ে আলোচনা করে সেইদিন ফেসবুক এ আপনি কিসের বিজ্ঞাপন দেখেন খেয়াল করবেন ।
এই যে, আপনার নিজেকে জানার বা চেনার একটা প্রসেস আছে, অ্যালগরিদম বা সিস্টেম আছে ।
সেটা কিভাবে বুঝবেন ? নিজের দক্ষতা কিসে সেটা খুজে বের করার বিজ্ঞানভিত্তিক সমাধান কি ?
//.\\
ধরা যাক, আপনি একজন ইন্ট্রোভার্ট লোক,
আপনি বিবিএ পড়েছেন এবং চাকুরিতে জয়েন করার পরে আপনাকে টিম লিড করতে দেয়া হল ।
অথবা, আপনি ইমোশনাল একজন মানুশ, আপনার দূরদর্শিতার অভাব আছে । আপনাকে দেয়া হল এইচআর ডিপার্ট্মেন্ট এ যেখানে আপনাকে ডিজাস্টার ম্যানেজমেন্ট করতে হবে !
কি ঘটবে ?
চাকুরিতে কি আপনি ভাল পার্ফর্ম করতে পারবেন ?
আপনি ইমোশনাল, সাথে এক্সট্রোভার্ট এবং আপনার দূরদর্শিতা আছে - লজিক্যাল সিদ্ধান্ত নিতে পারেন - সেক্ষেত্রে আপনি লিডারশিপ আছে এমন কিছুতে ভাল করবেন ।
অথবা, আপনি লজিক্যাল - ইন্ট্রোভার্ট - আপনি একাউন্টস সেকশন এ ভাল করবেন ।
introversion/extraversion,
sensing/intuition,
thinking/feeling,
judging/perceiving
ইন্ট্রোভার্ট / এক্সট্রোভার্ট
অদূরদর্শি / দূরদর্শী
লজিক্যাল চিন্তা করেন / ইমোশনাল চিন্তা করেন
গোছানো / ক্রিয়েটিভ
এইসব গুণের উপর আপনার দক্ষতা এবং চরিত্র নির্ভর করে -
ক্যারিয়ার নির্ভর করে ।
আপনার চরিত্রগত বৈশিষ্ট্য এর উপরে আপনার ক্যারিয়ার নির্ভর করে - চরিত্রগত বৈশিষ্ট্য আপনি চেস্টা করেও খুব সহজে বদলাতে পারবেন না ।
কাজেই, আমাদের সবারই উচিত, নিজের চরিত্রগত বৈশিষ্ট্য জেনে, সেই হিসেবে ক্যারিয়ার প্লান করা ।
কিন্তু কিভাবে এটা করা যায় ?
//.\\
কমেন্ট এ একটি লিংক দিচ্ছি,
মানুষের ১৬ ধরন হয় বা আমি আপনি যেকোন ১৬ ধরনের প্যাটার্ন এর মাঝে পড়ি ।
এই ধরন খুজে বের করতে কিছু প্রশ্ন করে উত্তর জানতে হয় - সেইটা থেকে আপনি আমি কেমন প্যাটার্ন এর সেটা বের করা খুবই সহজ হয়ে যায় ।
কমেন্ট এর লিংক এ ৫০+ প্রশ্ন আছে আপনার চরিত্রের প্যাটার্ন বের করার ।
পরিক্ষা দিলে সেটা অই লিংকেই পেয়ে যাবেন আপনি ১৬ ধরনের মাঝে কোন ধরনের মানুষ ।
ESTJ, ENTJ, ESFJ, ENFJ, ISTJ, ISFJ, INTJ, INFJ, ESTP, ESFP, ENTP, ENFP, ISTP, ISFP, INTP & INFP
এই ১৬ ধরনের মাঝে আপনি কোন ধরনের সেটা জেনে নিয়ে সেইটার ক্যারিয়ার অপশন কি গুগলে বা ইউটিউবে সার্চ দিলেই পাবেন কোণ ক্যারিয়ার আপনার জন্য সেরা হবে ।
কিসে কাজ করলে আপনি সবচে বেশি সাফল্য পেতে পারেন ।
আমার, নিজের ক্ষেত্রে, পরিক্ষা দেবার পরে যা এসেছিল - সেই প্যাটার্ন এ আমাকে সাজেস্ট করা হয়েছিল -
আমি সবচে ভাল করব ফান্ড রেইজার হিসেবে !
তো, আশ্বর্য হয়ে গেলাম - আমি এখন সেই কাজই করছি, এবং বেশ ভালই করছি ।
//.\\
সাধারনত, আমি আমার নিজের পোস্ট শেয়ার দেয়ার অনুরোধ করিনা,
কিন্ত এই লেখাটা এতই গুরুত্বপুর্ন যে,
আমাদের দেশের প্রাইমারি এবং হাইস্কুল লেভেল এ এইটা ব্যাপক ভাবে চর্চা হওয়া জরুরি ।
নইলে, যার হবার কথা ছিল ডাক্তার, সে হয়ে যাবে ব্যাংকার ।
আর যার হবার কথা ছিল ইঞ্জিনিয়ার - সে হয়ে যাবে ডাক্তার ।
©Mojahidul Islam Jahid
♦️জাতীয় বিশ্ববিদ্যালয়ে
মাস্টার্স Regular V/S মাস্টার্স Private
বিঃদ্রঃ পোস্টে প্রাইভেট বলতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বুঝানো হয়নি।এইখানে প্রাইভেট বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের কথা বলা হয়েছে,অনেকেই জানেন না যে প্রাইভেট কোর্স ও রেগুলার কোর্সের পার্থক্য।
আবার সনদের মান একই কি আলাদা তা নিয়ে সন্ধিহান। আমার এই পোস্ট পড়লে আশাকরি আপনার মনের ভেতর থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর নিজেই বাছাই করে নিতে পারবেন আপনার জন্যে কোনটা উত্তম !! আমি আবার বলছি 😎নিজেই বেচে নিতে পারবেন আপনার জন্যে কোনটা আপনার জন্য উত্তম” **এর মানে হল আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিবেন কোনটা ভর্তি হবেন। আমি এইখানে কোনটাইকে ছোট করে দেখাবো না। দুইটাই আমার কাছে সমান। ধন্যবাদ।
👉রেগুলার এর সারসংক্ষেপ:
যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার হিসেবে ডিগ্রি/অনার্স পাস করেছে শুধু মাত্র তারাই রেগুলারের পড়তে পারবে। রেগুলারে নিয়মিত ক্লাস করতে হয়। রেগুলারদের জন্য নির্দিষ্ট পরিমাণ সিট বরাদ্দ দেওয়া আছে।
♦️এবার মাস্টার্স প্রাইভেট এর সারসংক্ষেপ:
মাস্টার্স প্রাইভেট কোর্স তাদের জন্য যাদের শিক্ষায় অনেক গ্যাপ আছে, যারা উন্মুক্ত, অন্য কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে স্নাতক পাস করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তে প্রাইভেট শিক্ষার্থী ছিল তারাই এখানে আবেদন করতে পারবে। আবার ১০ বছর আগে ডিগ্রি পাস করেছিল যে সেও এখানে এপ্লাই করতে পারবে। যারা রেগুলারে চান্স পাবে না তারা প্রাইভেটেও পড়তে পারবে মানে যাদের পয়েন্ট কম সাবজেক্ট পাবে না এরকম আশংকা থাকলে এখানে এপ্লাই করতে হবে। প্রাইভেটের ভর্তি সবসময় রেগুলারের ভর্তির পরে শুরু হয়। মাস্টার্সে প্রাইভেটে যারা পড়বে তারা রেগুলার ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না, শুধু পরীক্ষা আসলে পরীক্ষা দিবে কারণ তাদের কাছ থেকে কলেজ সেশন ফি নিবে না। যেমন রেগুলার দের কাছ থেকে সেশন ফি বাবদ ৩০০০+/- টাকা নেয় কিন্তু প্রাইভেটের বেলায় বিশ্ববিদ্যালয় নির্ধারিত রেজিঃ ফি ১১০০+ টাকা নেয়।
আলাদা আলাদা করে সুবিধা গুলো পড়ার আগে জেনে নিন উভয়ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে,
(১) উভয় ক্ষেত্রে সিলেবাস একই। রেগুলার যা পড়বে প্রাইভেটেও তা পড়তে হবে। একই মানবন্টনে পরীক্ষা হবে।
(২) প্রাইভেট ও রেগুলার উভয়ের সার্টিফিকেটর মান সমান, চাকরির ক্ষেত্রে দুটাই সমান মূল্যায়ন করা হয়। সার্টিফিকেটে প্রাইভেট কি রেগুলার তা উল্লেখ থাকেনা।
(৩) উভয় ক্ষেত্রে পঠিত বিষয়গুলো সমান, শুধু প্রাইভেটে টার্মপেপার থাকেনা, কিন্তু, উভয় ক্ষেত্রে ভাইভা পরিক্ষা দিতে হয়।
(৪) উভয় ক্ষেত্রে ফরমপূরন, রুটিন, পরিক্ষা ও রেজাল্ট একই সময়ে হয়
---------------
রেগুলারের সুবিধা সমূহঃ
(১) রেগুলারে কলেজে নিয়মিত ক্লাস পাচ্ছেন। ক্লাসেই পড়াশুনা শেষ করতে পারতেছেন। বন্ধুদের সাথে প্রতিদিনকার পড়া নিয়ে গ্রুপ-স্টাডি করতে পারতেছেন। (একসাথে ৩টি সুবিধা বললাম)
২. রেগুলারে সবচেয়ে বড় যেই সুবিধাটা রয়েছে তা হল কলেজ টিচারদের সান্নিধ্যে থেকে পড়াশুনা+সেশন পরীক্ষা দিতে পারা। এতে ফাইনাল পরীক্ষা আপনার ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাই। তাঁদের দিক-নির্দেশনা রেগুলার শিক্ষার্থীদের জন্যে একটা আশীর্বাদ স্বরুপ।
(৩) রেগুলারের ক্ষেত্রে ইনকোর্স, সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয়। যা একজন শিক্ষার্থীকে ফাইনালের জন্যে পুরোপুরি তৈরি হতে অনেক সাহায্য করে। এতে ফাইনাল পরীক্ষায় যেই ভয়-ভীতিটা থাকে তা কেটে যাই।
(৪) রেগুলারে যেহেতু মেধার মাধ্যমে ভর্তি হতে হয় তাই এইখানে সব ভালো ভালো শিক্ষার্থীদের মিলনমেলা হয়। তাই বলা যেতে পারে, তারুন্যের একটি ঐক্য এখানে গড়ে উঠে।
---------------
👉প্রাইভেটের সুবিধা সমূহঃ
(১) চাকুরিজীবি বা বিবাহিতদের জন্যে মাস্টার্স (প্রাইভেট) অনেক জনপ্রিয় এবং শ্রেয়।
(১) ডিগ্রি ও মাষ্টার্সে প্রাইভেটে পোগ্রাম আছে, কিন্তু অনার্সের প্রাইভেট পোগ্রাম নাই।
(২) প্রাইভেটের ভর্তি সবসময় রেগুলারের ভর্তির পরে শুরু হয়। তাই এদিক দিয়ে যারা রেগুলারে চান্স পায় না তারা এখানে ভর্তি হতে পারে।
(৪) প্রাইভেটে ভর্তির খরচ অনেক কম, প্রিলীতে ভর্তি আনুমানিক প্রায় ১১০০+টাকা।
(৫) প্রাইভেটে ভর্তির পদ্ধতিও সহজ, অনলাইনে আবেদন করে তা অনলানের আবেদন কপিসহ টাকা, ছবি ও সার্টিফিকেট ও মার্কশীট কলেজে জমা দিলেই ভর্তি পক্রিয়া শেষ।
(৬) প্রাইভেটে ক্লাসের ব্যবস্থা নাই,তাই ক্লাস করতে হয় না। চাকুরিজীবীদেরর জন্য এটাই শ্রেয়।
(৭) প্রাইভেটের ক্ষেত্রে সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয় না। তবে ২০ নাম্বারের ইনকোর্স পরীক্ষা দিতে হবে।
এইবার ভর্তি সংক্রান্ত কিছু তথ্য জেনে নিনঃ
(১) রেগুলারে ভর্তির সুযোগ না পেলে প্রাইভেটে সহজেই ভর্তি হতে পারবেন
(২) প্রাইভেটে ভর্তির জন্য শুধু পাশই যথেষ্ট, তবে প্রিলীতে ভর্তির জন্য পচন্দের বিষয়ে গড়ে নূন্যতম ৪০+ নাম্বার থাকতে হয়।
(৩) প্রাইভেটে ভর্তির জন্য বয়সের কোন সমস্যা নাই।
(৪) প্রাইভেট থেকে ডিগ্রী করলে সে আর রেগুলারের মাষ্টার্স করতে পারেরে না।
(৫) প্রাইভেটের আসন সংখ্যা প্রতিটি বিষয়ে ১০০০ (এক হাজার) টি।
(৬) রেগুলারে ভর্তি হতে খরচ বেশি হয়। প্রাইভেটে খরচ অনেকটা কম। কারন রেগুলারের সেশন ফি যা লাগে তা প্রাইভেটে নেোয়া হয় না।
(৭) সব কলেজে প্রাইভেট পোগ্রাম থাকে না।
(৮) সারা বাংলাদেশে মাত্র ৬০+ কলেজে প্রাইভেটের মাষ্টার্স আছে।
©আলোর পথিক
🤔ভর্তি সংক্রান্ত আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
ধন্যবাদ সকলকে
♦️ মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত) ভর্তিঃ
✌️চান্স পেলে করনীয়
👉যার চান্স পেয়েছেন তারা ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম পূরণ করতে হবে।
👉২০ ডিসেম্বরে মধ্যে কলেজে ভর্তি ফরম,টাকা ও প্রয়োজনীয় কাগজ পএ জমা দিতে হবে। কাগজপএ ও টাকার পরিমাণ কলেজ ভেদে ভিন্ন ভিন্ন, তাই যে কলেজে চান্স পেয়েছেন সে কলেজের ভর্তি নোটিশ দেখুন বিস্তারিত উল্লেখ করা আছে।
😢চান্স না হলে করনীয়
👉২য় কোন মেরিট লিস্ট দিবে না
👉যাদের চান্স হয় নাই তারা রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে 😭
👉রিলিজ স্লিপে ৩ টি কলেজে আবেদন করতে পারবেন।সরকারি /বেসরকারি যেসকল কলেজে সিট খালি থাকবে সেসকল কলেজে।
👉যারা কোটা উল্লেখ করে আবেদন করছেন তাদের রেজাল্ট মেধা তালিকার ভর্তি শেষ হলে তারপর প্রকাশ করবে।
♦️যারা প্রাথমিক আবেদন করেন নাই বা আবেদন করে ও টাকা পেমেন্ট করেন নাই এবং পেমেন্ট করার পরেও যাদের আবেদন রিসিভ করে নাই, তারা এবছর নিয়মিত মাস্টার্সে ভর্তি হতে পারবেন না।আপনাদের জন্য অপশন হলো প্রাইভেট মাস্টার্স
👉রেগুলার মাস্টার্সের ভর্তি শেষ হলে প্রাইভেট মাস্টার্সের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে।
🤔ভর্তি সম্পর্কিত আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন,উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
♦️আজ বিকেল ৪ টায় প্রকাশিত হবে মাস্টার্স নিয়মিত ভর্তির মেধাতালিকার রেজাল্ট।
👉চান্স পেলে ১৯ ডিসেম্বরের মধ্যে অনলাইন থেকে ভর্তি ফরম পূরণ করতে হবে।
👉২০ ডিসেম্বরে মধ্যে কলেজে ভর্তি ফরম, টাকা ও প্রয়োজনীয় কাগজ পএ জমা দিতে হবে।
👉আরো বিস্তারিত জানার জন্য নিজ নিজ কলেজের নোটিশ বোর্ডে চোখ রাখুন।
😢যাদের চান্স হবে না তারা রিলিজ স্লিপের জন্য অপেক্ষা করতে হবে 😭
👉রিলিজ স্লিপে নতুন করে ৩ টি কলেজে আবেদন করতে পারবেন।
👉যারা কোটা উল্লেখ করে আবেদন করছেন তাদের রেজাল্ট মেধা তালিকার ভর্তি শেষ হলে তারপর প্রকাশ করবে।
🥀ভর্তি সংক্রান্ত যেকোন তথ্য পেতে সাথে থাকুন সকল আপডেট পাবেন ইনশাআল্লাহ।
©আলোর পথিক
♦️দেশের উল্লেখযোগ্য কয়েকটি কলেজের মাস্টার্স (নিয়মিত) মেধা তালিকায় স্থান প্রাপ্ত শিক্ষার্থীদের ভর্তি বিজ্ঞপ্তিঃ
👉আপনার কাছে কোন কলেজের নোটিশ থাকলে কমেন্টে দিতে পারেন,আর কোন কলেজের লাগলে ও কমেন্টে জানাতে পারেন।
♦️২০২০সালের ডিগ্রি ৩য় বর্ষ(২০১৭-১৮) পরিক্ষা দিয়ে যারা পাস করছেন! কিন্তু ১ম ও ২য় বর্ষে ইম্পুভমেন্ট ছিল তাদের সিজিপিএ রেজাল্ট প্রকাশিত হয়েছে!
✅ সিজিপিএ রেজাল্ট দেখবেন যেভাবেঃ
👉 https://www.nu.ac.bd/results/ ওয়েবসাইট-এ প্রবেশ করুন।
👉 Degree → Consolidated অপশনে ক্লিক করে আপনার ডিগ্রি ৩য় বর্ষের রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার, এক্সাম ইয়ার ২০২০ দিয়ে পূরন করুন।
👉 Enter the code above here লেখার নিচে বক্সে উপরের বক্সে উল্লেখিত কোড লিখুন।
👉 Search result বাটনে ক্লিক করুন।
♦️শেষ হয়ে গেল মাস্টার্স (নিয়মিত) ভর্তির প্রাথমিক আবেদনের সময়।
👉যারা আবেদন করছেন কিন্তু এখানো পেমেন্ট করেন নাই,তারা আজকের মধ্যে অবশ্যই পেমেন্ট করে নিন, পেমেন্ট না করলে আবেদন বাতিল হয়ে যাবে।
✍️আর যারা আবেদন এবং টাকা পেমেন্ট করছেন তারা অনলাইনে রোল ও পিন নাম্বার দিয়ে লগইন করে দেখুন কি লেখা আসে, রিসিভ লেখা আসলে আপনার আবেদন সম্পুর্ন হয়েছে, আর সাবমিট লেখা আসলে দ্রুত কলেজে যোগাযোগ করুন
👉আজকেই শেষ সময়,পরবর্তীতে অভিযোগ করলেও কোন কাজ হবে না।
🤔ভর্তি সংক্রান্ত আর কোন প্রশ্ন থাকলে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ।
♦️জাতীয় বিশ্ববিদ্যালয়ে
মাস্টার্স Regular V/S মাস্টার্স Private
বিঃদ্রঃ পোস্টে প্রাইভেট বলতে প্রাইভেট বিশ্ববিদ্যালয় বুঝানো হয়নি। এইখানে প্রাইভেট বলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আন্ডারে মাস্টার্স প্রাইভেট প্রোগ্রামের কথা বলা হয়েছে, অনেকেই জানেন না যে প্রাইভেট কোর্স ও রেগুলার কোর্সের পার্থক্য।
আবার সনদের মান একই কি আলাদা তা নিয়ে সন্ধিহান। আমার এই পোস্ট পড়লে আশাকরি আপনার মনের ভেতর থাকা সব প্রশ্নের উত্তর পেয়ে যাবেন। আর নিজেই বেচে নিতে পারবেন আপনার জন্যে কোনটা শ্রেয়!! আমি আবার বলছি “**নিজেই বেচে নিতে পারবেন আপনার জন্যে কোনটা শ্রেয়” **এর মানে হল আপনার বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে সিদ্ধান্ত নিবেন কোনটা ভর্তি হবেন। আমি এইখানে কোনটাইকে ছোট করে দেখাবো না। দুইটাই আমার কাছে সমান। ধন্যবাদ।
রেগুলার এর সারসংক্ষেপ:
যারা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে রেগুলার হিসেবে ডিগ্রি/অনার্স পাস করেছে শুধু মাত্র তারাই রেগুলারের পড়তে পারবে। রেগুলারে নিয়মিত ক্লাস করতে হয়। রেগুলারদের জন্য নির্দিষ্ট পরিমাণ সিট বরাদ্দ দেওয়া আছে।
এবার মাস্টার্স প্রাইভেট এর সারসংক্ষেপ:
মাস্টার্স প্রাইভেট কোর্স তাদের জন্য যাদের শিক্ষায় অনেক গ্যাপ আছে, যারা উন্মুক্ত, অন্য কোন প্রাইভেট বিশ্ববিদ্যালয়, মাদ্রাসা থেকে স্নাতক পাস করেছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ে ডিগ্রি তে প্রাইভেট শিক্ষার্থী ছিল তারাই এখানে আবেদন করতে পারবে। আবার ১০ বছর আগে ডিগ্রি পাস করেছিল যে সেও এখানে এপ্লাই করতে পারবে। যারা রেগুলারে চান্স পাবে না তারা প্রাইভেটেও পড়তে পারবে মানে যাদের পয়েন্ট কম সাবজেক্ট পাবে না এরকম আশংকা থাকলে এখানে এপ্লাই করতে হবে। প্রাইভেটের ভর্তি সবসময় রেগুলারের ভর্তির পরে শুরু হয়। মাস্টার্সে প্রাইভেটে যারা পড়বে তারা রেগুলার ক্লাসে অংশগ্রহণ করতে পারবে না, শুধু পরীক্ষা আসলে পরীক্ষা দিবে কারণ তাদের কাছ থেকে কলেজ সেশন ফি নিবে না। যেমন রেগুলার দের কাছ থেকে সেশন ফি বাবদ ৩০০০+/- টাকা নেয় কিন্তু প্রাইভেটের বেলায় বিশ্ববিদ্যালয় নির্ধারিত রেজিঃ ফি ৮০০ টাকা নেয়।
আলাদা আলাদা করে সুবিধা গুলো পড়ার আগে জেনে নিন উভয়ক্ষেত্রে কি কি সুবিধা রয়েছে,
(১) উভয় ক্ষেত্রে সিলেবাস একই। রেগুলার যা পড়বে প্রাইভেটেও তা পড়তে হবে। একই মানবন্টনে পরীক্ষা হবে।
(২) প্রাইভেট ও রেগুলার উভয়ের সার্টিফিকেটর মান সমান, চাকরির ক্ষেত্রে দুটাই সমান মূল্যায়ন করা হয়। সার্টিফিকেটে প্রাইভেট কি রেগুলার তা উল্লেখ থাকেনা।
(৩) উভয় ক্ষেত্রে পঠিত বিষয়গুলো সমান, শুধু প্রাইভেটে টার্মপেপার থাকেনা, কিন্তু, উভয় ক্ষেত্রে ভাইভা পরিক্ষা দিতে হয়।
(৪) উভয় ক্ষেত্রে ফরমপূরন, রুটিন, পরিক্ষা ও রেজাল্ট একই সময়ে হয়।
---------------
রেগুলারের সুবিধা সমূহঃ
(১) রেগুলারে কলেজে নিয়মিত ক্লাস পাচ্ছেন। ক্লাসেই পড়াশুনা শেষ করতে পারতেছেন। বন্ধুদের সাথে প্রতিদিনকার পড়া নিয়ে গ্রুপ-স্টাডি করতে পারতেছেন। (একসাথে ৩টি সুবিধা বললাম)
২. রেগুলারে সবচেয়ে বড় যেই সুবিধাটা রয়েছে তা হল কলেজ টিচারদের সান্নিদ্দে থেকে পড়াশুনা+সেশন পরীক্ষা দিতে পারা। এতে ফাইনাল পরীক্ষা আপনার ভালো হওয়ার সম্ভাবনা বেড়ে যাই। তাঁদের দিক-নির্দেশনা রেগুলার শিক্ষার্থীদের জন্যে একটা আশীর্বাদ স্বরুপ।
(৩) রেগুলারের ক্ষেত্রে ইনকোর্স, সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয়। যা একজন শিক্ষার্থীকে ফাইনালের জন্যে পুরোপুরি তৈরি হতে অনেক সাহায্য করে। এতে ফাইনাল পরীক্ষায় যেই ভয়-ভীতিটা থাকে তা কেটে যাই।
(৪) রেগুলারে যেহেতু মেধার মাধ্যমে ভর্তি হতে হয় তাই এইখানে সব ভালো ভালো শিক্ষার্থীদের মিলনমেলা হয়। তাই বলা যেতে পারে, তারুন্যের একটি ঐক্য এখানে গড়ে উঠে।
---------------
প্রাইভেটের সুবিধা সমূহঃ
(১) চাকুরিজীবি বা বিবাহিতদের জন্যে মাস্টার্স (প্রাইভেট) অনেক জনপ্রিয় এবং শ্রেয়।
(১) ডিগ্রি ও মাষ্টার্সে প্রাইভেটে পোগ্রাম আছে, কিন্তু অনার্সের প্রাইভেট পোগ্রাম নাই।
(২) প্রাইভেটের ভর্তি সবসময় রেগুলারের ভর্তির পরে শুরু হয়। তাই এদিক দিয়ে যারা রেগুলারে চান্স পাই না তাদের মধ্যে কমপক্ষে ২য় ক্লাস প্রাপ্তরাও প্রাইভেটে ভর্তির সুযোগ পাই । অর্থাৎ ২০১৮-১৯ শিক্ষাবর্ষ থেকে ৩য় ক্লাস বা ২.২৫ পয়েন্টের নিচে যারা পেয়েছে তারা প্রাইভেটেও ভর্তি হতে পারিনি। তাই সবার উচিত কমপক্ষে ২য় ক্লাস বা ২.২৫ সম পয়েন্ট পেয়ে যাতে প্রিলি পাশ করা যায় সেদিকে লক্ষ্য রাখা।
(৪) প্রাইভেটে ভর্তির খরচ অনেক কম, প্রিলীতে ভর্তি আনুমানিক প্রায় ১,১০০ টাকা।
(৫) প্রাইভেটে ভর্তির পদ্ধতিও সহজ, অনলাইনে আবেদন করে তা অনলানের আবেদন কপিসহ টাকা, ছবি ও সার্টিফিকেট ও মার্কশীট কলেজে জমা দিলেই ভর্তি পক্রিয়া শেষ।
(৬) প্রাইভেটে ক্লাসের ব্যবস্থা নাই,তাই ক্লাস করতে হয় না। চাকুরিজীবীদেরর জন্য এটাই শ্রেয়।
(৭) প্রাইভেটের ক্ষেত্রে সাময়িকী ও নির্বাচনী/টেস্ট পরিক্ষা দিতে হয় না। তবে ২০ নাম্বারের ইনকোর্স পরীক্ষা দিতে হবে।
এইবার ভর্তি সংক্রান্ত কিছু তথ্য জেনে নিনঃ
(১) রেগুলারে ভর্তির সুযোগ না পেলে প্রাইভেটে সহজেই ভর্তি হতে পারে।
(২) প্রাইভেটে ভর্তির জন্য শুধু পাশই যথেষ্ট, তবে প্রিলীতে ভর্তির জন্য পচন্দের বিষয়ে গড়ে নূন্যতম ৪০+ নাম্বার থাকতে হয়।
(৩) প্রাইভেটে ভর্তির জন্য বয়সের কোন সমস্যা নাই।
(৪) প্রাইভেট থেকে ডিগ্রী করলে সে আর রেগুলারের মাষ্টার্স করতে পারেরে না।
(৫) প্রাইভেটের আসন সংখ্যা প্রতিটি বিষয়ে ১০০০ (এক হাজার) টি।
(৬) রেগুলারে ভর্তি হতে খরচ বেশি হয়। প্রাইভেটে খরচ অনেকটা কম। কারন রেগুলারের সেশন ফি যা লাগে তা প্রাইভেটে নেয়া হয় না।
(৭) সব কলেজে প্রাইভেট পোগ্রাম থাকে না।
(৮) সারা বাংলাদেশে মাত্র ৬০+ কলেজে প্রাইভেটের মাষ্টার্স আছে।
🤔ভর্তি সংক্রান্ত আর কোন প্রশ্ন থাকলে করতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ
ধন্যবাদ সকলকে
♦️ডিগ্রি রিলিজ স্লিপের আবেদন শুরু হয়েছে, যা চলবে ৫ ডিসেম্বর পর্যন্ত।
✌️রিলিজ স্লিপে কারা আবেদন করতে পারবে?
১) প্রাথমিক আবেদন করছে এবং ২৫০ টাকা পেমেন্ট করে কলেজ কতৃক নিশ্চযন হয়েছে
২) ১ম ও ২য় মেধা তালিকায় এবং কোটায় স্থান পায়নি
৩) মেধা তালিকায় ও কোটায় স্থান পেয়েও ভর্তি হয়নি
৪) মেধা তালিকায় ও কোটায় ভর্তি হয়ে পরবর্তীতে ভর্তি বাতিল করেছে, সে সকল আবেদনকারী মেধা তালিকায় স্থান পেতে অবশ্যই রিলিজ স্লিপের মাধ্যমে আবেদন করতে হবে।
👉কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেনা?
১) যারা প্রাথমিক আবেদন করেন নাই
২) প্রাথমিক আবেদন করলে ও
কলেজ কর্তৃক যে সকল আবেদনকারী প্রাথমিক আবেদন নিশ্চয়ন করা হয়নি,সে সকল আবেদনকারী রিলিজ স্লিপে আবেদন করতে পারবে না।
৩)মেধা তালিকায় চান্স পেয়ে ভর্তি
হয়েছে।
🎈আবেদন করতে লাগবে শুধুমাএ রোল ও পিন নাম্বার,আবেদে ফরম কোন কলেজে জমা দিতে হবেনা,কোন টাকা ও পেমেন্ট করতে হবে না ।
♦️ডিগ্রি ২য় বর্ষের রেজাল্ট এখনো না পেয়ে থাকলে শুধু রেজিষ্ট্রেশন নাম্বার কমেন্ট করুন
👉আঙুলে এরকম ছোট্ট দাতের কা*মড় কখনো খেয়েছেন?
♦️অনার্স ৪র্থ বর্ষের সিজিপিএ রেজাল্ট লাগলে রোল ও রেজিষ্ট্রেশন নাম্বার কমেন্ট করুন।
♦️১৮তম বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (NTRCA) এর আবেদন শুরু
✍️ স্কুল 2 -(যোগ্যতা- এইচএসসি/আলিম পাশ)
✍️ সহশিক্ষক -(যোগ্যতা -ডিগ্রি/অনার্স/ফাজিল)
✍️ প্রভাষক- যোগ্যতা - অনার্স/ মাস্টার্স)
☞ আবেদন ফি: ৩৫০/- টাকা
☞ আবেদন শুরু: ৯ নভেম্বর ২০২৩
☞ আবেদনের শেষ: ৩০ নভেম্বর ২০২৩
♦️অনার্স ২য় বর্ষের বিষয় ভিত্তিক রুটিন লাগলে সাবজেক্টের নাম কমেন্ট করুন
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Website
Address
8482 Qasr Khuzam
Jeddah, 21478
Aspire to Achieve - الرقي للإنجاز خـريـج #جـامعـة_عـفت: سفيـر | متقـن | محسـن | راع Effat Universit
Dar Al-Hekma University, Prince Majed-Al Faiha
Jeddah, 22246
Official page for Dar Al-Hekma University. Apply here: http://bitly.ws/pTvA
السعودية
Jeddah, 22333
تأمين شهادات جامعية معتمدة ومصدقة من كافة الجهات
شارع الملك فهد
Jeddah, 22333
الراغبين بشراء شهادات جامعية معتمدة و مصدقة