Shaishav sikder piall
Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Shaishav sikder piall, Grocers, Jubail.
ভালোবাসার মানুষটাকে এখন আর ভালো লাগতেছে না? দূরত্ব বাড়িয়ে দিতে ইচ্ছে হচ্ছে? ছেড়ে দিতে ইচ্ছে হচ্ছে? সম্পর্ক শেষ করে দিতে ইচ্ছে হচ্ছে? তবে এখন আপনার করণীয় কি জেনে নিন!
যেহেতু মানুষটাকে আপনার ছাড়া'ই লাগবে, মানুষটার কোনো দোষ বা ভুল খুঁজে বের করতে হবে! সেটাকে একটা বড় 'ইস্যু' বানাতে হবে! আপনি তো আর এমনি এমনি ছেড়ে আসতে পারবেন না, হাজারহোক আপনি একজন বিবেকবান মানুষ, কাউকে ডিরেক্ট ছেড়ে আসাটা অন্যায় বলে মনে হবে আপনার কাছে! আর ডিরেক্ট কাউকে ছাড়া যায়'ও না, কারণ মানুষটা আপনাকে বারবার 'ছেড়ে দেয়ার কারণ' জিজ্ঞেস করবে! আর তাকে উত্তর দেয়ার মতো আপনার কাছে থাকবেও না কিছু! কাজেই আপনাকে যেটা করতে হবে, 'মানুষটাকে আপনার অনবরত ইগনোর করা শুরু করতে হবে!'
হ্যাঁ মুখে অবশ্যই তাকে বলবেন যে 'ভালোবাসি তোমাকে!' কিন্তু কাজে কর্মে প্রচুউউর ইগনোর করবেন, করতেই থাকবেন! তার অপছন্দের কাজগুলো বেশি বেশি করতে থাকবেন!
তারপর মানুষটা বুঝবে আপনি তাকে ইগনোর করতেছেন! সে আপনাকে জিজ্ঞেস করবে 'তাকে কেনো ইগনোর করতেছেন!?' আপনি ক্লিয়ার করে কোনো উত্তর দিবেন না, বরং অনবরত ইগনোর করা চালিয়ে যাবেন! তারপর একসময় মানুষটা মা/ন/সিক ভাবে প্রায়ই পা/গল হয়ে যাবে, অস্থির হয়ে উঠবে তাকে ইগনোর কেনো করা হচ্ছে সেই কারণ জানতে না পেরে!
ঠিক এমন সময়টায় মানুষটার উপর আপনার ভালোভাবে নজর রাখতে হবে! মানুষটা মানসিক ভারসাম্য হারিয়ে কোনো ভুল কিংবা আপনার অপছন্দনীয় কোনো কাজ করতেছে কিনা ভালোভাবে দেখতে হবে! একবার যদি এমনকিছু করে ফেলে, তাইলেইই কাজ শেষ! আপনার মিশন সাকসেস!
তারপর মানুষটারে তার ভুলটার জন্যে ধরবেন! এমন এক্টিং করবেন, 'যেনো সে আপনার বিশ্বাসে আ/ঘাত দিয়েছে, আপনাকে অনেক বেশি কষ্ট দিয়েছে, আপনার প্রতি তার কোনো ভালোবাসাই নেই!'
মানুষটাও তখন ভ্যাবাচ্যাকা খেয়ে যাবে, সে আসলেই ভুল কোনো কাজ করে ফেললো তাই!
তারপর আপনি সুযোগ বুঝে তাকে বিচ্ছেদের কথা জানাবেন, মুক্তি চাইবেন তার কাছ থেকে! সেও আর আপনাকে কোনোরকম বাঁধা দিতে পারবে না, যেহেতু সে ভুল করেছে কিংবা আপনাকে আঘাত দিয়েছে! তো সবশেষে সফলভাবে একটা সম্পর্কের সমাপ্তি ঘটাতে সক্ষম হবেন আপনি!
কি? অবাক হচ্ছেন? নিজের সাথে মিলে গেলো? আমি আসলে কোনো টেকনিক শেখাচ্ছি না আপনাকে। আপনার সাথে আসলেই যেমনটা ঘটেছে, সেই কাহিনিটাই ব্যাখ্যা করলাম।🌼
এভাবে পাগল কেন করো, বলো তো?
ধীরে ধীরে তোমাতে ডুবে গিয়ে আমি এক পা তোমার দিকে এগুলে, তুমি দশ পা পিছিয়ে যাও...
আমি যে রোজ তোমার শাড়ির প্রেমে হাবুডুবু খাই।
দু'চোখে গাঢ় কাজল মেখে তুমি যে মন আরও মাতোয়ারা করে দাও, মিষ্টি হেঁসে আমায় উন্মাদ করে দাও....
এভাবে দিনের পর দিন আমায় পাগল করে দিয়ে তুমি তো সেই দূরেই থাকো। তোমাকে ছুঁয়ে দেখার বাসনায় আমি রোজ একটু একটু করে তোমার দিকে অগ্রসর হই। হৃদয়ে প্রেমের ঝড় বয়ে যায়, তোমার অবয়ব ভয়ঙ্করদর্শনে মন আরও উতলা হয়ে যায়।
আমায় ভালোবেসে তো দেখো। পৃথিবীতে কতশত মানুষ ভালোবেসে কাছে আসে, তুমি কেন আসো না? তোমার হাসির কাছে পরাজিত পৃথিবীর জাগতিক সব সৌন্দর্যরা ঈর্ষা করে! অথচ ওরা আমায় ডুবাতে পারেনি, যতটা তোমার মাঝে ডুবেছি।
তোমায় কি করে বোঝাই? এ হৃদয়ে খরা কেটে বর্ষণ শুরু হয়। সেই বর্ষণে উর্বর মস্তিষ্কে প্রেমের বীজ বেড়ে ওঠে। আমি যে তোমায় চাই, খুব কাছে। তোমার হাত দুটো ধরতে চাই, তোমার কাজল চোখে চোখ রেখে আমি ডুবে ম র তে চাই! আমায় মে রে ফেলো সোনা, মে রে ফেলো।
এভাবে পাগল করে দিয়ে কেন দূরে থাকো?
প্রেম তো কাছে এলেই গভীর হয়। কাছে এসে দেখো, এ মন কতটা উতলা হয়ে আছে তোমার জন্য।
Click here to claim your Sponsored Listing.