Hajj and Umrah Helpline
হজ্জ এবং উমরাহ মুসলিমদের বড় দুটি ইবাদত। এই কাজে আমরা সবাইকে সহযোগিতা করতে চাই.....
#নুসুক কিংবা তাওয়াক্কালনা অ্যাপের মাধ্যমে, রমজান মাসে ওমরাহ করার সর্বোত্তম সময় সম্পর্কে সহজে জেনে নিন।
#মক্কা_ও_মদিনা_আপনাদের_জন্য_অধীর_আগ্রহে_অপেক্ষা_করছে
খাদেমুল হারামাইন আশ-শরিফাইন বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ আল সৌদ -হাফিজাহুল্লাহ-এর পৃষ্ঠপোষকতায়
হজ ও ওমরাহ মন্ত্রণালয় তার তৃতীয় সংস্করণে
হজ_ ও_ ওমরাহ_ সেবাসমূহের_ একটি_ সম্মেলন_ ও_ প্রদর্শনীর_ আয়োজন_ করতে_ যাচ্ছে।
াহ_গমন
০৮ - ১১ জানুয়ারী ২০২৪
জেদ্দা সুপার ডোম
মোবাইলে সেইভ করে রাখুন, কাজে লাগবে ইনশাআল্লাহ
হজযাত্রীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ
🕋🕋🕋🕋🤲❤️❤️❤️🤲🕋🕋🕋🕋
পুরোদমে এগিয়ে চলছে হজ্জ কেন্দ্রিক হাজীদের সেবা দানের সকল প্রস্তুতি। আরাফা, মিনা, মুজদালিফা সহ হজের অত্যন্ত গুরুত্বপূর্ণ স্থানসমূহে ব্যাপক সংস্কার মূলক কাজ চলছে। হাতেগোনা আর মাত্র কদিন পরেই চাঁদ দেখার উপর ভিত্তি করে নির্ধারিত হবে কোন তারিখ হজ্জের কার্যক্রম শুরু হবে ইনশাআল্লাহ। হজ্জ পালন ইচ্ছুক আল্লাহর ঘরের মেহমানদের জ্ঞাতার্থে টুকিটাকি বিষয় সংশ্লিষ্ট সংক্ষিপ্ত আলোচনা এখানে উল্লেখ করা হলো।
হজযাত্রীদের জন্য কিছু পরামর্শ
🕋🕋🕋🕋🤲❤️❤️❤️🤲🕋🕋🕋🕋
মক্কার তাপমাত্রা🕋
🕋মে থেকে অক্টোবর পর্যন্ত সাধারণত ৩২-৪০ ডিগ্রি সেলসিয়াসের চেয়েও গরম হতে পারে, তাই বেশি বেশি পানি ও জুস পান করুন, যাতে আপনি সুস্থ থাকেন। বিভিন্ন কোম্পানি এ সময় বিনা মূল্যে খাবার, পানি ও জুস সরবরাহ করে থাকে, এগুলো অবশ্যই গ্রহণ করবেন।
🕋খাবারদাবার:
মক্কা ও মদিনায় সব ধরনের খাবার পাওয়া যায়। বিভিন্ন ইন্টারন্যাশনাল ফাস্টফুড চেইন কেএফসি, পিত্জাহাট, আলবাইক থেকে শুরু করে বাংলাদেশি খাবারের দোকান, সবই রয়েছে—একটু খুঁজে বের করে নিতে হবে, বাঙালি ভাইদের জিজ্ঞেস করুন।
🕋টাকা: ঢাকা থেকে সৌদি রিয়াল নিয়ে আসাটাই ভালো; পথে যেকোনো সময় কাজে লাগবে। ডলার ভাঙানোর জায়গা অবশ্য রয়েছে; আপনি চাইলে কিছু রিয়াল ও বাকিটা ডলার নিয়ে আসতে পারেন।
,🕋শপিং: মনে রাখবেন, ওমরাহ ও হজ শেষ না হওয়া পর্যন্ত শপিংয়ে বের হবেন না। আপনি যে উদ্দেশ্যে মক্কা গিয়েছেন, সেটি আগে সম্পন্ন করুন। ওমরাহ ও হজ শেষে জায়নামাজ, আতর ইত্যাদি কিনতে অবশ্যই ভুলবেন না। আর নিত্যপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য ক্লক টাওয়ারের ‘বিন-দাউদ’ সুপারস্টোরে সবই পাবেন।
🕋সিম কার্ড:
হাজিদের অনেক সময় স্পেশাল সিম কার্ড দেওয়া হয়; তবে আপনি আপনার হাজি আইডি কার্ড দেখিয়ে এখানকার সিম কার্ড কিনে নিলেই ভালো। আর বিভিন্ন তিন, চার ও পাঁচ তারকা হোটেলে ওয়াইফাই থাকে, সেটিও ব্যবহার করতে পারেন। তবে মনে রাখবেন, সৌদি আরবে বেশির ভাগ সোশ্যাল মিডিয়া অ্যাপ যেমন ওয়াটসঅ্যাপ ও ভাইবার ভিডিও কল কাজ করে না। যে দুটি অ্যাপে ভিডিও কল এখনো করা যাচ্ছে, তা হলো ফেসবুক মেসেঞ্জার ও বোটিম। তাই এই অ্যাপগুলো জেদ্দা যাওয়ার আগেই ইনস্টল করে নিলে ভালো।
🕋মুঠোফোনে সেলফি:
হজ শেষ না হওয়া পর্যন্ত সেলফি তুলবেন না। আপনার হজের উদ্দেশ্য নষ্ট করবেন না। হজ শেষে যত খুশি সেলফি তুলুন।
🕋ছয়টি আজান:
মক্কায় আপনি ছয়টি আজান শুনতে পাবেন; প্রথম আজানটি আসলে তাহাজ্জুদের; তবে তাহাজ্জুদের সালাতে কোনো জামাত হয় না।
🕋জানাজা নামাজ:
মক্কায় প্রায় প্রতিটি জামাতের নামাজের পরই জানাজা নামাজ হবে। এগুলো অবশ্যই আদায় করুন।
🕋মদিনায় যাওয়া:
হজ শেষে আপনি অবশ্যই মদিনায় যাবেন; তবে এটি হজের অংশ নয়। অনেকেই মদিনায় ৪০ রাকাত নামাজ আদায়ের বিশেষ সওয়াবের কথা বলেন; আসলে এটির কোনো সহিহ সনদ নেই, এটি কোরআন ও সুন্নাহ দ্বারা সমর্থিত নয়।
(মসজিদে নববিতে অবশ্যই নামাজ আদায় করবেন প্রতি ওয়াক্ত জামাতের সঙ্গে; আর দোয়া চাইবেন আল্লাহর কাছে, রাসুলের কাছে অবশ্যই নয়)
🕋 রওজা তুম মিন রিয়াদিল জান্নাহ।
সম্ভব হলে ‘রিয়াদুল জান্নাহ’তে নামাজ আদায় করুন। আজকাল ‘রিয়াদুল জান্নাহ’তে ঢোকার জন্য আগেভাগেই অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়, যার কনফারমেশন কাগজটি রাসুল (সা.)-এর রওজায় ঢোকার সময় দেখাতে হয়। এ ব্যাপারে আপনার এজেন্সির সহায়তা নিন।
‘রিয়াদুল জান্নাহ’ জান্নাতের একটি অংশ এবং এটি মসজিদে নববিতে রাসুলের রওজার পাশে চিহ্নিত একটি স্থান; এখানে নামাজ আদায় করার সওয়াব অনেক।
‘রিয়াদুল জান্নাহ’ থেকে বের হওয়ার সময় রাসুল (সা.)-এর রওজা জিয়ারত করুন; প্রথমেই রয়েছে রাসুল (সা.)–এর কবর, তারপর আবুবকর (রা.) ও সবশেষে রয়েছে উমর (রা.)–এর কবর। বাঁ পাশ দিয়ে পার হওয়ার সময় সবাইকে আলাদাভাবে সালাম দিন।
🕋জান্নাতুল বাকি
মসজিদে নববির পাশেই রয়েছে ‘জান্নাতুল বাকি’, এখানে শায়িত আছেন অনেক বিখ্যাত নবী ও সাহাবিরা এবং বিবি খাদিজা (রা.) বাদে রাসুলের (সা.) বিবিগণ। তবে এখানে নারীদের প্রবেশ নিষেধ; তাই নারীরা ফেন্সের বাইরে থেকে দেখুন আর দোয়া করুন।
🕋এ ছাড়া মদিনায় রয়েছে অনেক ঐতিহাসিক স্থান ও মসজিদ যেমন মসজিদে কুবা, মসজিদে কিবলাতাইন—এগুলো ঘুরে দেখতে পারেন।
সৌদিয়া এবং ফ্লাই-নাস এয়ারলাইনসের টিকেট কাটলে উমরাহ ভিসা ফ্রি🥰
মার্বেলের উপর চিহ্ন দেওয়া জমজম কূপের অবস্থান দেখায় যা কাবা থেকে 21 মিটার দূরে এবং গভীরতা প্রায় 31 মিটার। তবে সাম্প্রতিক বছরগুলিতে মাতাফ থেকে চিহ্নটি সরানো হয়েছে..
The marking on the marble shows the location of the Zam Zam well which is 21 meters away from the Ka’bah and the depth is approximately 31 meters. However the marking was removed from Mataaf in recent years..
বর্তমান অর্থনৈতিক মন্দায় হজ্বের প্যাকেজ অসহনীয় পর্যায়ে চলে গেছে। বিমান বাড়া তো প্রায় ২ লাখের কাছাকাছি! প্যাকেজের মূল্য পূনঃবিবেচনায় মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি।
আটাবের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে প্যাকেজের মূল্য পূনঃবিবেচনার আবেদন।
https://www.facebook.com/163059227060505/posts/6725815357451493/?mibextid=Nif5oz
এবার হজযাত্রী জাহাজে করে পাঠানোর আলোচনা কর্ণফুলী শিপ বিল্ডার্স লিমিটেড বলছে, চট্টগ্রাম বন্দর থেকে সৌদি আরবের জেদ্দা বন্দরে যেতে জাহাজে সময় লাগবে ১০ দিন।...
২০২৩ সালে যারা হজ্জে যাবেন তাদের পাসপোর্টের মেয়াদ ২৮ ডিসেম্বর ২০২৩ পযর্ন্ত থাকতে হবে।
"হজ্জ-২০২৩ ইং"
বেসরকারি ভাবে ২০২৩ সালের জন্য হজ্জ প্যাকেজ ঘোষণা করা হয়েছে।
প্যাকেজ মূল্য: ৬,৭২,৬১৮ টাকা।
(২০১৯ সালের তুলনায় প্রায় দ্বিগুণ)
বিমানভাড়া- ১ লক্ষ ৯৮ হাজার টাকা,
বাসাভাড়া- ২ লক্ষ ৪ হাজার টাকা।
আল্লাহ আমাদের জন্য সহজ করুন, আমিন....
█▒▒▒ সর্বশেষ/Just In ▒▒▒█
**সরকারি ব্যবস্থাপনায় হজ প্যাকেজের খরচ জনপ্রতি ৬ লাখ ৮৩ হাজার ১৮ টাকা: ধর্ম প্রতিমন্ত্রী
**বাংলাদেশ থেকে এবার হজে যেতে পারবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন: ধর্ম মন্ত্রণালয়
সৌদি সরকার ইন্টারনেটের মাধ্যমে তাঁদের ওয়েবসাইটে ভার্চ্যুয়ালি মসজিদে নববি ঘুরে দেখার সুযোগ চালু করেছে।
আসুন না, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মাসজিদটি একটু ঘুরে আসি...
https://vr.qurancomplex.gov.sa/msq/
(লিংকে ঢুকতে লোডিং হলে একটু অপেক্ষা করুন।
এরপর স্কিনে লিস্ট আসবে বিভিন্ন দরজা এবং রওজা মুবারকের। আপনি ইচ্ছা মত ক্লিক করে সেগুলো ৩৬০ ডিগ্রিতে দেখতে পারবেন)
*এবছরের হজ্জ্ব চুক্তি স্বাক্ষর*
আলহামদুলিল্লাহ, ২০২৩ সালের হজ্জের জন্য বাংলাদেশের সাথে সউদি আরবের আনুষ্ঠানিক হজ্জ চুক্তি ৯ জানুয়ারী ২০২৩ সউদি আরবের জেদ্দায় সম্পন্ন হয়। ধর্মপ্রতিমন্ত্রী জনাব ফরিদুল হক খাঁনের নেতৃত্বে তিন সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের অন্য সদস্যরা ছিলেন ধর্ম মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব জনাব মতিউল ইসলাম এবং হাব এর সভাপতি এম.শাহাদাত হোসাইন তসলিম।
এই বছর পূর্ণ কোঠায় হজ্জ যাত্রী যেতে পারবেন ইনশাআল্লাহ।
❤️পবিত্র হজ্জ ও উমরাহ❤️
আল্লাহ তাআলা ইরশাদ করেছেন-
ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا، ومن كفر فان الله غنى عن العلمين.
অর্থাৎ মানুষের মধ্যে যারা সেখানে (বায়তুল্লাহ) পৌঁছার সামর্থ্য রাখে তাদের উপর আল্লাহর উদ্দেশ্যে এ গৃহের হজ্ব করা ফরয। আর কেউ যদি অস্বীকার করে তাহলে তোমাদের জেনে রাখা উচিত যে, আল্লাহ তাআলা সৃষ্টিজগতের প্রতি মুখাপেক্ষী নন।-সূরা আলে ইমরান (৩) : ৯৭
হাদিসে বলা হয়েছেঃ
تابعوا بين الحج والعمرة، فإنهما ينفيان الفقر والذنوب كما ينفي الكير خيث الحديد، والذهب والفضة، وليس للحجة المبرورة ثواب إلا الجنة.
তোমরা হজ্ব ও উমরা পরপর একত্রে পালন কর। কেননা এ দুটি (হজ্ব ও উমরাহ) দারিদ্র ও গুনাহসমূহ এমনভাবে দূর করে দেয় যেমন কামারের হাপর লোহা ও সোনা-রূপার ময়লা দূর করে দেয়। আর হজ্বে মাবরূরের বিনিময় জান্নাত ছাড়া আর কিছুই নয়।-(সুনানে তিরমিযী)
Click here to claim your Sponsored Listing.
Category
Website
Address
Mecca
Makkah Mukarrrah
Mecca, 24211
A person who journeys to a sacred place for religious reasons.
Al HaJJ Street
Mecca, 29528
The Company Pouring The Umrah & Hajj Land packages for B2B External Agency
Makkah
Mecca
Sightseeing Experiences سیر و تفریح کے تجربات
Makkah
Mecca, 00
شركه رند المشاعر لتنظيم الرحلات السياحيه بمكه المكرمه والمدينه/فنادق_نقل_عمره_حج 00966538492907📞واتس
Bakaoa Grocery, 7696 طريق الدائري الثاني، Al Khalidiyyah
Mecca, 24232
Ingin tau kabar terbaru dan terkini seputar umroh haji dan sekitar tanah suci Makkah Madinah? Ikuti