Mahfuz75
Hey everyone. Welcome to my page "Mahfuz75". And i hope all people enjoyed my viewed page
ছেলে হয়েও রান্না করতে পারি 😌
গোটা জীবন নিঃসঙ্গতায় কাটুক, তবুও কোনো ভুল মানুষ জীবনে না আসুক.!🖤
শুধু অন্যের জন্যই বিসর্জন।
জ্বলছে বঙ্গবাজার! জ্বলছে হাজার হাজার মানুষের স্বপ্ন আর রিজিক। একেকটা দোকান পুড়ে যাওয়া মানে একেকটা পরিবার জ্বলে পুড়ে ছারখার ভস্ম হয়ে যাওয়া।হে আল্লাহ তুমি রক্ষা করো।
আল্লাহ যদি গরিব বানাইতো তাহলে ভিক্ষা তো করতে পারতাম,আর নয় বড়োলোক বানাইতো জোরখাটিয়ে খাইতাম,,মধ্যবিত্ত তো চোখের পানি ফেলা ছাড়া উপায় নাই!
📝Ornov
Video : Rabby
Collect
আল্লাহ তুমি আমাদের মাপ করে দাও।
Wining moment. ❤️🇦🇷
হালকা করে ইমোশনাল হয়ে গেলাম।🤣
একটা মানুষ আছে যাকে তুমি ভালোবাসো। মাসের পর মাস, বছরের পর বছর জেনে এসেছো সেই মানুষটাও তোমাকে ভালোবাসে। কখনো সে বুঝতে দেয়নি যে তার ভালোবাসায় খাদ আছে। একটু একটু করে তোমার ভেতর সেই মানুষটার প্রতি তৈরি হয়েছে মায়া, টান, অনুভুতি, ঘর বাঁধার স্বপ্ন। মানুষটার প্রতি ভালোবাসা, মায়া, অনুভুতি গুলো এতোটাই গভীর হয়েছে যে তাকে ছাড়া নিশ্বাস নেয়াটাও যেন আর নিজের বশে থাকে না।
ঠিক সেই মুহুর্তেই হঠাৎ মানুষটা বদলে যেতে শুরু করলো। বাড়তে লাগলো দুরত্ব, অবহেলা। কমতে শুরু হলো ভালোবাসাময় কথোপকথন, চোখে চোখে অনুভুতির বিনিময়।
মানুষটার এই রূপ বদলের কারণ খুজঁতে গিয়ে বাস্তবতার কঠিন এক দ্বারে গিয়ে দাঁড়াতে হলো তোমায়।
জানা গেলো মানুষটা আসলে তোমাকে না, নিজের সবটুকু দিয়ে ভালোবেসেছে অন্য কাউকে । তোমার সাথে যেটা ছিলো সেটা কোনো ভালোবাসা ছিলো না, সেটা ছিলো তার ক্ষণিকের কষ্ট নিবারণ করার জন্য ছোট একটা উপায় মাত্র। যা সে তোমার সাথে ভালোবাসা-বাসির অভিনয় করে পেয়েছিলো। তার কষ্টের উপশম হওয়া মাত্রই নিজেকে গুটিয়ে নিয়েছে এই অভিনয়ের জগৎ থেকে।
দুনিয়া টা যেন থমকে গেলো সেখানে ।
মুহুর্তেই ভেঙে গেলো মানুষটাকে নিয়ে রাত জেগে দেখা হাজার হাজার সেই রংধনুরর মতো রঙিন স্বপ্নগুলো, হৃদয় থেকে শুরু হলো রক্তক্ষরণ, চোখের জলগুলো ঝড়তে লাগলো বাধাহীনভাবে।
রাত জেগে বালিশ ভেজানো, নেশার দুনিয়ায় নিজেকে ডুবিয়ে রাখা, নিজেকে শেষ করা বা করার প্রচেষ্টা, জায়নামাজে বসে চোখের পানি ফেলা এগুলো শুধুই আবেগ। এসবের কোথাও নেই একফোঁটাও ভালোবাসা।
বরং ভেঙে না পরে নিজেকে গুছিয়ে নিয়ে তার শুভাকাঙ্ক্ষী হওয়ার চেষ্টাতেই আছে ভালোবাসা। জায়নামাজে বসে আল্লাহর দরবারে মানুষটার ভালোবাসার পূর্ণতা, সুখ কামনাতেই আছে ভালোবাসা
ভালোবাসলেই পূর্ণতা পাওয়া যায় না, দূর থেকেও ভালোবাসা যায়।🌼
প্রবাসীদের
অধিকাংশ জীবনটা এমন।
প্রথম বিদেশ আসার সময় চিন্তা করে ৫ বছর ভালো ইনকাম করে দেশে গিয়ে ব্যবসাপাতি করে সুখে শান্তিতে জীবন যাপন করব!
কিন্তু পরিকল্পনা করা যত সহজ জীবনকে পরিকল্পনা মাফিক সাজানো ততো কঠিন। পাঁচ বছর শেষ হলে কিভাবে যেন এক যুগ পার হয়ে যায় অনেক প্রবাসী টের ও পায়না এবং অনেক সময় জীবনের পড়ন্ত বেলা পর্যন্ত এই গাড়ির মত প্রবাসী জীবনের ঘানি টানতে হয় বেশিরভাগ প্রবাসীর।
পরিশেষে সকল প্রবাসী একে অন্যের জন্য দোয়া করবেন। যেন প্রবাসী জীবনের খুব তাড়াতাড়ি শেষ করে সফলভাবে স্বদেশ প্রত্যাবর্তন করতে পারে বেশিরভাগ প্রবাসী। কারণ এভাবে জীবনের বেশিরভাগ সময় পরবাসে কাটানো কোন মানে হয়না। জীবন অনেক সুন্দর বাবা, দাদা এবং দাদার বাপেরা তাদের সময় জীবনগুলো কত সুন্দরভাবে না কাটালো। আমাদের প্রজন্মের কেন এভাবে পরবাসের চিন্তা মাথায় আসলো শুধু ডাল ভাত খেয়ে জীবনটা যদি পার করে দেওয়া যেত তাহলে কতোই না সুন্দর হতো। আল্লাহ সকল প্রবাসীর ইনকামের বরকত ও আমাদের অল্পতে সন্তুষ্ট থাকার তৌফিক দিও এবং খুব দ্রুত নিজ মাতৃভূমিতে ভালোভাবে সফলভাবে ফেরার মতো ব্যবস্থা করে দিও আমিন।
জলিল আহমেদ
আচ্ছা একটা কথা বলোতো তোমরা যারা চীট করো তোমরা কি আসলে সুখ খুঁজে পাও? তোমরা কি সুন্দর একটা জীবন পাও না। তোমরা সবসময় মরীচিকার পিছনে ছুটো। একটা মানুষ একসমুদ্ ভালবাসার পরেও কেনো ধোঁকা দাও কোন সুখের আশায়? তোমরা বুঝ না কেন যেমানুষটা এত খেয়াল রাখে কেয়ার করে সে মানুষটার বিশ্বাসটাকে কেন ভেঙে দাও? আর তোমরা চীট করার দরকার কি সোজা বলে দিতেও তো পারো এত লুকোচুরি কেন?
ভালবাসায় বিচ্ছেদ ঘটে এটা আহামরি কিছু না,কিন্তু বিচ্ছেদটা যাতে এমন না হয় যে তোমাকে আজীবন দোষী হয়ে থাকতে হয়। সব বিচ্ছেদ ঘৃণার নয় কিছু বিচ্ছেদ সম্মদনেরও হয়।
প্রাক্তন হও তবে এমন হও যাতে তুমি তাকে হারালেও আজীবন তোমার প্রতি তার সম্মানটা থাকে 🖤🌸
কারো বিচ্ছেদ না ঘটুক সবার ভালবাসা পূর্ণতায় ভরে উঠুক এ কামনা করি। আর তোমরা যারা ঠকাতে ব্যস্ত তাদের প্রতি রইল একসমুদ্র ঘৃণা 💔
💔💔😥
বাংলাদেশের খেলা মানেই টান টান উওেজনা। ইনশাআল্লাহ জয় হবেই টাইগারদের ❤️অনেক অনেক শুভ কামনা রইলো।
সবসময় মানুষের দুঃখ কষ্ট দেখলে নিজের মনে করে ভাবতাম। হায়রে যদি আমার সাথে এমন হতো।
মানুষের মন খারাপে সবসময় মানুষকে হাসানোর চেষ্টা করতাম যেকোন উপায়ে।
কত একাকীত্বের সঙ্গ দিয়েছি রাত জেগে।
যতটুকু সম্ভব খারাপ সময়ে মানুষকে সার্পোট দেওয়ার চেষ্টা করছি। আমার বেলায় এমন কাউকে পেলাম না 😥
একটা মানুষের জীবনে কি কি কারনে? মন খারাপ হতে পারে। কি কি কারনে ডিপ্রেশন থাকে সবগুলো সিচুয়েশনে আমার জীবনে আমি পার করছি এখনো করি। আমি আমার খারাপ সময় কাউকেই তেমন ভাবে পাশে পাইনি।😥 খুব করে চেয়েও কাউকে পাশে পাইনি। এটা আমার জীবনের বড় একটা কষ্ট 😥😥
এজন্য আমি ঐসমস্ত মানুষের সঙ্গি হতে চাই। তাদের
সার্পোট দিতে চাই।❤️
তবে দিন শেষে আমাকে সার্পোট দেওয়ার কেউ থাকেনা।
ঈদে দুইদিন ছুটি কাটালাম কাউকে পেলাম না একটু কল দিয়ে খবর নিতে। সবাই সবার মত ব্যাস্ত।😥
😥😥
সত্যিই।
এটাই প্রবাস জীবন৷ টানা ১২ ঘন্টা কাজ করার পর রুমে এসে পানিটাও নিজের ঢেলে খেতে হয়।😥শরীর প্রচুর ক্লান্ত থাকে। যতক্ষন না পযন্ত নিজে পাক করবো। কেউ এসে খানা সামনে দিবেনা।😭 সত্যি কথা বলতে কি ভাই প্রবাসির কষ্ট বুঝানোর ক্ষমতাও কারো নাই৷ বুঝার ক্ষমতাও কারো। একমাএ আল্লাহ ছাড়া। ❤️
জীবনে এই বয়সে আইসা যত সিসুয়েসনপেস করছি যত খারাপ সময় পার করছি, বিশ্বাস করেন ভাই কাদে হাত রেখে সার্পোট দেওয়ার মত কোন মানুষ পাইলাম না৷😥 একমাএ বাবা -মা ছাড়া।❤️
সব মন খারাপের কথা তো আর সবার সাথে শেয়ার করা যায়না৷ অনেক ভাই বন্ধুদের সাথে শেয়ার করছি, সবাই ক্ষনিকের জন্য মিথ্যা শান্তনা দিছে। দিন শেষে কেউই পাশে থাকে না৷ নিজের একাই লড়তে হইছে, জানতাম ওদের শান্তনা মিথ্যে, তবে শেষ পর্যন্ত থাকবে তারা এটা আমি আসা করছিলাম। কিন্তু কেউই থাকলো না৷ কখনো কেউই ভিতর থেকে জানার চেষ্টা করেনা৷ ভাই আপনাদের অর্থ দিয়ে সার্পোট দেওয়া লাগতো না৷ শুধু মনে সাহস যোগানোর জন্য মেন্টালি সার্পোটা আসা করছিলাম। তাও কেউ দিলো না৷
তবে আমার এইরকম আসা করাটাই ছিল বোকামি ।
তবে দিন শেষে এটা শিখতে পারলাম।এই দুনিয়াতে কেউ কারোনা। কেউ ব্যার্থদের টেনে ওঠাতে চায় না৷ এটা ভেবে যে যদি সে আমার থেকে উপরে ওঠে যায়।
তবে আমি আছি সবার সাথে ইনশাআল্লাহ যেকোন বয়সেরই হোক। মন খারাপের সময়, মন খুলে কথা বলার মত মানুষ খুজে পাওয়া অনেক কঠিন৷ কাউকে না পাইলে আমারে বইলেন আমি আছি৷ আমি আমার অভিজ্ঞতা দিয়ে যত টুকু সম্ভব সার্পোট দেওয়ার চেষ্টা করবো। ❤️
স্কুল জীবনটারে অনেক মিস করি😥। ফিরে যেতে মন চায় আবার সেই স্কুল জীবনে😍। আর চাইলেও সবাই একসাথ হতে পারবো না৷ যে যেখানে আছোচ সবাই ভালো থাকিস, সবাইকে অনেক ভালোবাসি। ❤️
এই শহরে বাঁচতে হলে প্রচুর অভিনয় জানতে হবে।
Valobashi Baba.❤️❤️
Click here to claim your Sponsored Listing.
Videos (show all)
Category
Contact the public figure
Telephone
Website
Address
2365
Riyadh
بكلاريوس هندس مدينه إدارة المشاريع الاحترافيه PMI-PMP أدارة المخاطر الاحترافيه PMI-RMP
Office: Mol78 Abo Tamimi (Riyadh)/Marina Beach (Jeddah)
Riyadh
MIDDLE EAST RIDERS..is NOT another teen group :P.. it is a full organization..MER have been created in 2005..in Riyadh city..it is about a crew of guyz..from Saudi Arabia.
Http://www. Al-jazirah. Com. Sa/writers/201177. Html
Riyadh
http://ar.wikiquote.org/wiki/ثريا_العريض http://www.alarabiya.net/programs/2010/04/17/1061
Riyadh
د. سلمان بن فهد العودة Www.islamtoday.net جوال (00966554250250) فاكس (00966