Md.Ruman khan

Md.Ruman khan

everything all

26/10/2023

একটা ছেলের সবচেয়ে কষ্টের মুহুত কি জানেন। ছেলেটা এখনো সফল হতে পারেনি কিন্তু অন্যদিকে তার বাবা মা বৃদ্ধ হয়ে যাচ্ছে 🖤🥹

25/10/2023

জীবনে অনেক কঠিন সময় পার করছি। তবে এখন যে সময় পার কারতেছি সেটা কখনও কল্পনাও করতে পারিনি! জীবন এতটা নিষ্ঠুর হবে ধারণার বাইরে ছিলো.!

মাঝে মাঝে নিজের ভাগ্যটাকে নিয়ে আফসোস হয়, জীবনটা তো এমন হওয়ার কথা ছিল না। মাঝে মাঝে এতটাও মনে হয় জীবন আরেকটু সুন্দর হলে কি বা ক্ষতি হতো....!

23/10/2023

তুমি অন্য কারোর ভাবনায় ভালো আছো আর আমি তোমার ভাবনায় ভালো আছি! আসলে আমাদের পথটা আলাদা তবে আমাদের গন্তব্য একটাই

14/10/2023

এমন ভাবে আল্লাহর নিকটবর্তী হও---

Courtesy-- Hidayat-হিদায়েত

12/10/2023

আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের বড্ড ভালোবাসেন 🌻

09/10/2023

কেউ না বুঝলেও তিনি ঠিকই বুঝে যান।❤️ ব্যাপার টা সুন্দর না?
Courtesy -- Hidayat-হিদায়েত

08/10/2023

- তোমরা তোমাদের রবকে ডাক অনুনয়-বিনয় করে ও চুপিসারে, নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমালঙ্ঘনকারীদেরকে।

[ সূরা: আরাফ, আয়াত-৫৫ ]

06/10/2023

রসুলﷺ বলেছেনঃ-অনেক সময় মুমিনের উপর লাগাতার বিপদ আসতেই থাকে যাতে করে জীবন্ত অবস্হায় তার সমস্ত গোনাহ মাফ হয়ে যায়।

তিরমিযি- ২৩৯৮

05/10/2023

পাত্রী দেখার নিয়মাবলী :

১. প্রথমে পাত্রীপক্ষ পাত্রকে দেখবে, পাত্র ও তার পরিবার সম্পর্কে জানবে। এরপর যদি তারা সামনে এগুতে ইচ্ছুক হয়, তবেই তারা তাদের মেয়েকে দেখাবে। আমাদের সমাজে এই প্রক্রিয়া বাদ দিয়ে ছেলেকে একের পর এক মেয়ে দেখানোর যে প্রচলন আছে, সেটা ক্ষতিকর ও শরিয়তের মেজাজবিরুদ্ধ।

২. পাত্রী দেখার বেলায় প্রথমে ছেলের মাহরাম কোনো নারী যেমন মা, বোন, খালা বা ফুফু গিয়ে পাত্রীকে দেখবেন। যা যা জানার, জানবেন। এরপর তার পছন্দ হলে তবেই পাত্র তাকে দেখবে। উল্লেখ্য, উক্ত মাহরাম নারী পাত্রীকে দেখার সময় বাহ্যিক ও প্রয়োজনীয় জিনিসগুলোর বাইরে অতিরিক্ত ও অশোভন কিছু দেখতে চাইবেন না। এটা অনুচিত এবং খুবই দৃষ্টিকটু।

৩. পাত্রী দেখতে গিয়ে ছেলে ব্যতীত অন্যকোনো পুরুষ তাকে দেখা হারাম। আমাদের সমাজে ছেলের বাবা, ভাই, দুলাভাই, মামা—এরাও পাত্রীকে দেখে। এটা খুবই জঘন্য একটা কাজ।

৪. অনেকে অতিরিক্ত লজ্জা বা বুজুর্গির কারণে বিয়ের আগে পাত্রীকে দেখে না। এটা ভালো নয়। অনেক সময় বিয়ের পরে এর জন্য পস্তাতে হয়।

৫. পাত্রী দেখতে গেলে ছেলে-মেয়েকে একাকী কথা বলতে বা দেখা করতে দেওয়া যাবে না। প্রয়োজন হলে পাত্রীর মাহরাম কোনো পুরুষের উপস্থিতিতে এমনটা করা যাবে। এমনকি বিয়ে ঠিক হওয়ার পরেও ফোনে বা সরাসরি ছেলে-মেয়ের মাঝে মিষ্টি আলাপন নিষিদ্ধ। জরুরি কথা থাকলে সেটা বলা যাবে।
৬. কেবল পাত্রই পাত্রীকে দেখবে, তা নয়; বরং পাত্রীও পাত্রকে অন্তত একনজর দেখে নেবে। পাত্রের ব্যাপারে কিছু জানার থাকলে জেনে নেবে। এখানে অতিরিক্ত লজ্জা ক্ষতিকর।

~আবুল হাসানাত কাসিম হাফি
Deen-দ্বীন

05/10/2023

ধৈর্য ধরুন, দেরিতে হলেও আপনি সফল হবেন ইনশাআল্লাহ🖤

05/10/2023

একা হয়ে পড়েছেন?
একাকিত্বকে উপভোগ করুন! একাকিত্ব আপনাকে জীবনযুদ্ধে একাকী লড়বার শক্তি জোগাবে। নিজেকে নিবেদন করুন আল্লাহর কুদরতি কদমে। দেখবেন আপনার জীবন হয়ে ওঠবে ভীষণ অন্যরকম।

বই—আঁধারে ঢাকা ভোর
- আদিব সালেহ

04/10/2023

মাঝে মাঝে আমাদের মন বিষন্নতায় ভুগে রব থেকে দূরে থাকার কারনে, আল্লাহর কাছে ফিরে আসুন আপনি শান্তি পাবেন ইনশাআল্লাহ🖤

04/10/2023

মাঝে মাঝে নিজের পরিস্থিতি নিয়ে কথা বলতে ভালো লাগেনা! কারণ, বললেই আমি কেঁদে দিবো! আমি জানি, আল্লাহ সব দেখেন, আল্লাহ আমার মনের কথা সব জানেন! তিনি একদিন সব ঠিক করে দিবেন!

ইনশাআল্লাহ !

04/10/2023

সন্তানের সফলতা না দেখা পর্যন্ত আল্লাহ তা'লা যেন পৃথিবীর সকল বাবা মাকে বাঁচিয়ে রাখেন...
আমিন...

03/10/2023

2017 🖤🌿

03/10/2023

ভাবুন তো!

02/10/2023

O Lord of guidance bestow your guidance upon me 🖤🌿

02/10/2023

মা শা আল্লাহ।
বাবা-ছেলের কি সুন্দর কথপোকথন।

কার্টেসি: Message Of Da'waah

01/10/2023

ধৈর্য ধরো..

তুমি আবার কাঁদবে,তবে দোয়া কবুল হওয়ার আনন্দে।

এবং আপনার পালনকর্তা আপনাকে তা দেবেন এবং আপনি সন্তুষ্ট হবেন

“অচিরেই তোমার প্রতিপালক তোমাকে এত দেবেন যে,, তুমি খুশী হয়ে যাবে”

ইনশা আল্লাহ।

(সূরা আদ-দোহা:৫)

01/10/2023

অপেক্ষা করুন সঠিক সময়ের জন্য।

01/10/2023

আমি আশ্চর্য হই ঐ ব্যক্তির উপর যে ফজরের নামাজের জন্য জাগ্রত হয় না। অথচ কাজে যাওয়ার জন্য ঠিকই জেগে উঠে। কিভাবে সে রিজিকের জন্য ছুটে যায়, অথচ রিজিকদাতাকে ভুলে থাকে।

30/09/2023

বলুনতো এখানে কাকে দেখা যায় ?

28/09/2023

আল্লাহর জন্য নিজেকে পরিবর্তন করে দেখুন,আপনি সব পাবেন ইনশাআল্লাহ🖤

28/09/2023

ইনশাআল্লাহ।🌼

28/09/2023

যখন আপনি বুঝবেন

আল্লাহ ছাড়া আপনার কেউ নেই, তখন আপনি এ ও বুঝবেন আল্লাহ কে পেলে আর আপনার কিছুর দরকার নেই।

27/09/2023

এসব ফ্যামিলি বুঝবেনা।
বুঝলে হাজারো ভাই বোন যিনাহ থেকে বেচে থাকতে পারত।

26/09/2023

হতাশ না হয়ে আশা রাখুন, মানুষ ফিরিয়ে দেয়, আল্লাহ না!

আলহামদুলিল্লাহ ✿⁠ ⁠♡

21/09/2023

হঠাৎ করে চোখ বন্ধ করে আল্লাহ কে বলুন, ইয়া রব আমি আপনাকে ভিষণ ভালোবাসি । নিশ্চই আপনিও আমায় ভালোবাসেন।

আপনাকে ভালোবাসি,

মুখে বলি ঠিকই কিন্তু কাজে-কর্মে তা প্রকাশ করতে পারি না। কিন্তু একটা সত্য, যে এক ইলাহা মানে আমি আপনাকেই বুঝি!

আমি জানি আপনি আমার এত এত নিকৃষ্ট কর্মে পরেও ভালোবাসেন। তওবার দরজা খুলে রেখেছেন। আমি জানি আপনি আমায় ভালোবাসেন বলেই এখানো নিয়ামত দিয়ে যাচ্ছেন।

আহ্ আমার রব! আপনার প্রতি আমার যে টুকু ভালোবাসা আছে, অইটুকু ভালোবাসার উপর আপনি সন্তুষ্ট হয়ে যান। আমাকে ক্ষমা করে দিন।🖤🌿

10/09/2023

ও বউ ____ও বউ___ কনে গেছো তুমি

08/09/2023

অর্থ কম থাকুক · যোগ্যতা কম হোক ! কিন্তু তোমার কথা, তোমার ব্যবহার, আচরণ, মানসিকতা এগুলো যেন সুন্দর এবং মার্জনীয় হয় ।কারন একজন মানুষ হিসেবে এগুলোই আপনার সবচাইতে বড় সম্পদ, এবং মানুষের কাছ থেকে পাওয়া সম্মানটা তোমার জীবনের সবচেয়ে বড় অর্জন 🖤🌿

06/09/2023

চোখের সামনে তরতাজা বাপ বুড়ো হচ্ছে, মায়ের চামড়ায় ভাজ পরতাছে, আপন মানুষের সঙ্গে দূরত্ব বাড়ছে, বন্ধুরা দূরে সরে যাচ্ছে। দায়িত্ব কাঁধে ভর করতেছে, একা হয়ে যাচ্ছি। এই হাসি, এই কান্না। হুটহাট মন খারাপ ডিপ্রেশন। বাস্তবতা শরীর থেকে ঘাম বের করছে। জীবন কোথায় নিয়ে যাচ্ছে

জানিনা, একদমই জানিনা...... 🖤🌿

04/09/2023

পুরুষ এক রহস্যময় চরিত্র...!! "যার মধ্যে লুকিয়ে থাকে হাজারো না পাওয়ার গল্প..!! 🖤🌿

03/09/2023

অন্যের সপ্ন ভেঙে দিয়ে নিজের সপ্ন পূরণ করবেন কখনোই হবে না সৃষ্টি কর্তা দয়া’বান কিন্তু ন্যায়বিচারক....!! 🖤🌿

26/08/2023

🖤🌿

25/08/2023

আপনার অবসর সময়টুকু স্ত্রীকে দিন,পরিবারের সাথে কাটান। কর্মস্থল থেকে ফিরে,ফ্রেশ হয়ে,পেটেপুরে খাবার খেয়ে বিছানায় গা এলিয়ে সোশ্যাল মিডিয়ায় সময় নষ্ট করাটা এসমাজে একটা বদঅভ্যাস হয়ে দাঁড়িয়েছে!!

25/08/2023

কী এক অদ্ভুত বয়স পাড় করছি.....

এই সময়ে কেউ বিয়ে করছে কেউ জীবন নিয়ে খুব স্ট্রাগল করছে - কেউ হঠাৎ করে এই কম বয়সে সফলতার দেখা পাচ্ছে আবার কেউ কিছুই করতে না পেরে খুব হতাশ হয়ে যাচ্ছে... |

কেউ এই বয়সেই পুরো সংসার চালাচ্ছে - কেউ খুব ফুর্তিতে জীবন কাটাচ্ছে..| যাকে ছোট থেকেই কোনো কাজের মনে হত সেও এই বয়সে

খুব দায়িত্বশীল হয়ে যাচ্ছে...

Mohammad rumman

খুব আজব এক সময় তাইনা এই ১৮-২৮

বছর...।

22/08/2023

টেনশন থেকে বুকে ব্যাথা

বুক ব্যাথা থেকে হার্টের ব্যাথা। হার্ট থেকে হার্ট ব্লক ধীরে ধীরে মৃত্যু এসব রোগের কোনো বয়স লাগে না.! 🖤🌿

22/08/2023

ইয়া রব
আপনি যাকে আমার জন্য রেখেছেন তাকে আপনি হেফাজতে রাখিয়েন। সে যদি দুর্বল হয়, আপনি তার সহায় হয়েন। তাকে শুধুই আমার জন্য রাখিয়েন।🖤🌿

Want your public figure to be the top-listed Public Figure in Riyadh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

আল্লাহ তায়ালা ধৈর্যশীলদের বড্ড ভালোবাসেন 🌻
🖤🌿
জি এটাই সত্যি 🖤🌿
🖤🌿
🖤🌿
🖤🖤🌿

Category

Website

Address

Riyadh