Mohammed Morshad

Mohammed Morshad

সংবাদ কর্মী

26/04/2024

হযরত মুসা (আ.) এর আমলে দীর্ঘদিন যাবত বৃষ্টি বন্ধ ছিলো। তাঁর উম্মতরা তাঁর কাছে এসে বললো "হে নবী, আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করেন, এই বৃষ্টিহীন গরম আর সহ্য হয় না"।

হযরত মুসা (আ.) সবাইকে নিয়ে বৃষ্টির জন্য নামাজ পড়ে দোয়া করতে শুরু করলেন।

দোয়া করার সাথে সাথে রোদের তীব্রতা আরো বেড়ে গেলো।

হযরত মুসা (আ.) অবাক হলেন। তিনি জিজ্ঞাসা করলেন-

আল্লাহ, বৃষ্টির জন্য দোয়া করলাম, তুমি রোদের তেজ বাড়াইয়া দিলা।

আল্লাহর পক্ষ থেকে জবাব আসলো-

- এই জমায়েতে এমন এক ব্যক্তি আছে, যে চল্লিশ বছর যাবত আমার নাফরমানী, আমার বিরোধীতা করছে, একটি দিনের জন্যও আমার বাধ্য হয়নি। তাঁর কারনেই বৃষ্টি আসা বন্ধ আছে।

হযরত মুসা (আ.) জমায়েতের দিকে তাকিয়ে, সেই অচেনা, অজানা লোকটিকে বের হয়ে যেতে বললেন।

সেই লোকটি ভাবলো, এখন যদি বের হয়ে যাই, তবে সবার সামনে পাপী হিসেবে লজ্জা পাবো। আর যদি থাকি, তবে বৃষ্টি আসা বন্ধ থাকবে।

নিজের ইজ্জত বাঁচানোর স্বার্থে সে আল্লাহর কাছে দোয়া করলো "আল্লাহ, চল্লিশ বছর আমার পাপ গোপন রেখেছেন, আজকে সবার সামনে বেইজ্জতি করবেন না। ক্ষমা চাচ্ছি"।

একদিকে দোয়া শেষ হলো, অন্যদিকে আকাশ ভেঙ্গে বৃষ্টি শুরু হলো।

হযরত মুসা (আ.) আবারো অবাক হয়ে জিজ্জাসা করলেন-
আল্লাহ, কেউ তো জমায়েত থেকে বের হলো না, তবে বৃষ্টি দিয়ে দিলা যে?

আল্লাহ জবাব দিলেন-
- যার কারণে বৃষ্টি আসা বন্ধ ছিলো, তাঁর কারনেই বৃষ্টি শুরু হলো। আমি তাঁকে ক্ষমা করে দিয়েছি।

চল্লিশ বছরের পাপ, দশ সেকেন্ডে ক্ষমা...

হযরত মুসা (আ.) জিজ্জাসা করলেন-
- লোকটির নাম পরিচয় তো কিছুই জানালেন না।

আল্লাহ বললেন-
- যখন পাপে ডুবে ছিলো, তখনই জানাই নাই, এখন তওবা করেছে, এখন জানাবো? পাপীদের পাপ আমি যথাসম্ভব গোপন রাখি, এটা আমার সাথে আমার বান্দার নিজস্ব ব্যাপার।

অথচ আমরা নিজেরা পাপী হয়েও প্রতিদিন, প্রতিমুহূর্তে কারো না কারো নামে বদনাম / গীবত করতেই থাকি।

আল্লাহ আমাদের সকলের ছোট-বড় সকল পাপ মাফ করে দিন!
আমিন।
(ফটো ফেইসবুক থেকে)
সংগৃহীত

25/04/2024
25/04/2024

যারা বংশগতভাবে ধনী তারা ফুটানি দেখায় না। ফুটানি দেখায় ফকিন্নি যখন হঠাৎ বড়লোক হয়।

25/04/2024

আওয়ামী লীগ নেতা বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নতুন চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। আজ বুধবার তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দেওয়া হয়।

আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ চট্টগ্রামের মহাসচিব মোহাম্মদ ইউনুছ বর্তমান চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষের স্থলাভিষিক্ত হবেন।

চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সহসভাপতি এম জহিরুল আলম দোভাষের মেয়াদ আজ শেষ হয়েছে। তিনি দুই দফায় পাঁচ বছরের জন্য নিয়োগ পেয়েছিলেন সর্বশেষ ও দ্বিতীয় দফায় ২০২১ সালে তাঁকে তিন বছরের জন্য নিয়োগ দিয়েছিল সরকার।

এদিকে মোহাম্মদ ইউনুছকে সিডিএর নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা হতে প্রজ্ঞাপন প্রকাশ করা হয়েছে। মন্ত্রণালয়ে উপসচিব ভাস্কর দেবনাথ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০১৮–এর ধারা-৭ অনুযায়ী মোহাম্মদ ইউনুছকে অন্যান্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষে চেয়ারম্যান পদে নিয়োগ প্রদান করা হলো। রাষ্ট্রপতির আদেশক্রমে জনস্বার্থে এ অফিস আদেশ জারি করা হলো।
সূত্র : আজাদী ( সংগৃহীত )

14/04/2024

কোন প্রকল্পে কবে কিস্তি শুরু:
• রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র ২০২৬ সাল।
• পদ্মা রেলসংযোগ প্রকল্প ২০২৪ সাল।
• ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে ২০২৬ সাল।
• কর্ণফুলী নদীর তলদেশে টানেল নির্মাণ ২০২৪ সাল।
• দোহাজারী-কক্সবাজার রেলপথ স্থাপন ২০২৭ সাল।
• পায়রা কয়লা বিদ্যুৎকেন্দ্রের কিস্তি শোধ শুরু।
• ইতিমধ্যে মেট্রোরেল প্রকল্পের কিস্তি শোধ শুরু।

14/04/2024

শুভ বাংলা নববর্ষ
সবাইকে
শুভেচ্ছা

09/04/2024

চাঁদ🌙দেখা যাক আর না যাক চাঁদপুর সহ বাংলাদেশের কয়েকটা স্থানে বুধবার ঈদ।

08/04/2024

সবাইকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা
ঈদ মোবারক ❤️

Photos from Mohammed Morshad's post 08/04/2024

সেনেগালে অনুষ্ঠিত ১১তম ইন্টারন্যাশনাল হিফজুল কুরআন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন বাংলাদেশি হাফেজ আবু রায়হান।

08/04/2024

সঠিক ...

08/04/2024

ঈদের নামাজ পড়ার নিয়ম।

সংগৃহীত ।

Photos from Mohammed Morshad's post 06/04/2024

সৌদিআরব : ট্রাফিক, ড্রাইভারদের জরিমানা ৫০% ক্ষমা করে ১৮ এপ্রিল থেকে ১৮ অক্টোবর ২০২৪ ইং এর মধ্যে পরিশোধ করার সুযোগ দিয়েছেন সরকার।

06/04/2024

রোজা রেখে থুথু গিলতে ভয় পাওয়া অনেক মানুষ কিন্তু ভাই-বোন কিংবা হকদার বা অন্যজনের সম্পত্তি গিলতে দ্বিধাবোধ করে না।
আবার রমজান মাসে ওমরা হজ্ব ও করে...

05/04/2024

🤲 🤲
رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ
হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দুনিয়াতে কল্যাণ দিন এবং পরকালেও কল্যাণ দিন এবং আমাদেরকে জাহান্নমের আগুনের আযাব থেকে রক্ষা করুন।

04/04/2024

আজ 'জুমাতুল বিদা' ২০২৪ইং
মাহেরমজানের শেষ জুমা।
এই পবিত্র মাসের ওসিলাই আমাদের সকলকে ক্ষমা করে দাও এবং সবার মনের নেক আশা গুলি কবুল করো
ইয়া রব্বুল আলামীন।

03/04/2024

নিজের আথবা বাপের কষ্টের টাকায় মোবাইল কিনে নেতার ছবি পোস্ট করে কি লাভ❓

26/03/2024

কেউ বেশী বাড়াবাড়ি করিও না।
হুজুরের ঠিকানা পাওয়া গেছে 😀😀😀

Photos from Mohammed Morshad's post 26/03/2024

বিশ্বসুন্দরী নির্বাচনে অন্যতম বড় আসর মিস ইউনিভার্সে প্রথমবারের মতো নাম লেখাতে যাচ্ছে সৌদি আরব। এবারের মিস ইউনিভার্সের প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন দেশটির ২৭ বছর বয়সী তরুণী মডেল রুমি আলকাহতানি।

26/03/2024

শুভ জন্মদিন
প্রিয় মাতৃভূমি
বাংলাদেশ। ❤️

26/03/2024

বাংলাদেশকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়েছে 'পাকিস্তান।

26/03/2024

রাত্রে স্বামী স্ত্রী দুজনে শুয়ে ছিলো। রাত দুটোর সময় হঠাৎ স্ত্রীর ফোনে ম্যাসেজ টোন বেজে উঠলো.....
চমকে উঠে স্বামী স্ত্রীর ফোনে BEAUTIFUL লেখা দেখে স্ত্রীকে উঠিয়ে বললো,
“তোমার ফোনে ম্যাসেজ এসেছে BEAUTIFUL.
তোমার ফোনে এমন ম্যাসেজ, কেনো...??”
স্ত্রী ধড়পড় করে উঠে বললো:
“এই ৪৫ বছর বয়সে কে আর BEAUTIFUL বলবে....!!” তারপর মোবাইল দেখে চিৎকার করে স্বামীকে বললো, “এবার থেকে চশমা পরে ফোন হাতে নেবে। ওটা BEAUTIFUL লেখা নয়....
ফোন চার্জে দেওয়া ছিলো,
তাই BATTERYFULL লেখা দেখাচ্ছে...। 😂😁🤣

সংগৃহীত ।

26/03/2024

সৌদিআরব : পরামর্শমূলক পরিষেবা পেশায় ৪০%
সৌদিকরণের দ্বিতীয় ধাপ কার্যকর হচ্ছে আজ থেকে।

মানবসম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রনালয় ঘোষণা করেছে যে পরামর্শ পরিষেবার পেশাগুলির সৌদিকরণের দ্বিতীয় পর্যায়টি সোমবার, ২৫ মার্চ কার্যকর হয়েছে৷

মন্ত্রণালয় প্রকাশ করেছে যে দ্বিতীয় পর্যায়ে পরামর্শ পরিষেবার সৌদিকরণের অধীনে থাকা প্রধান পেশাগুলির মধ্যে রয়েছে আর্থিক পরামর্শ বিশেষজ্ঞ, ব্যবসায়িক পরামর্শ বিশেষজ্ঞ, সাইবার নিরাপত্তা পরামর্শ বিশেষজ্ঞ, প্রকল্প ব্যবস্থাপনার ব্যবস্থাপক, সেইসাথে প্রকল্প ব্যবস্থাপনা প্রকৌশলী এবং প্রকল্প ব্যবস্থাপনা বিশেষজ্ঞ।

সৌদি নাগরিক পুরুষ ও মহিলাদের জন্য আরও চাকরি তৈরির লক্ষ্যে মন্ত্রণালয়ের প্রচেষ্টার অংশ বলে জানানো হয় প্রতিবেদনে।

25/03/2024

২৬শে মার্চ স্বাধীনতা দিবস।
সকল বীর শহীদদের প্রতি জানাই বিনম্র শ্রদ্ধা।❤️

25/03/2024

সদ্যপ্রাপ্ত সংবাদ। (বেশী বেশী শেয়ার বা কপি করুন )

সৌদি আরব দীর্ঘ প্রতীক্ষিত ই-মুশাফ (কোরআন) প্রকাশ করেছে। এই ই-মুশাফ (কোরআন) আপনার আত্মীয়, বন্ধু ও আপনার পরিচিত সবাইকে পাঠান। কাউকে বাদ দিবেন না। কারণ অনেক প্রচেষ্টা, গবেষণা ও লম্বা সময় লেগেছে ই-মুশাফ প্রস্তুত করতে।
সমগ্র কুরআন তার ব্যাখ্যা সহ পৃষ্ঠাগুলি বাম থেকে ডানে স্ক্রীন স্পর্শ করে উল্টে যায়। এর মধ্যে আপনি পাবেন কণ্ঠ + আবৃত্তি + অনুবাদ + ব্যাখ্যা।
আপনার মোবাইলে বা ল্যাপটপ বা ট্যাবলেটে সবসময়ই এই ই-মুশাফ সাথে থাকবে আপনার, যাতে যেকোন সময় আপনি কোরআন অধ্যয়ন করতে পারেন। নিচের লাইনটি হচ্ছে লিংক:

http://quran.ksu.edu.sa/m.php?l=ar =1_1

লিংকটি কপি করে অথবা এই লেখাটি কপি করে সবার কাছে ফরোয়ার্ড করুন।
আল্লাহ আমাদের ভালো কাজগুলোকে কবুল করুন এবং আমাদের খারাপগুলোকে ক্ষমা করে দিন।
(সংগৃহীত)
ছবি: নমুনা পৃষ্ঠা

*Breaking news:*
The e-Mushaf (Qur'an) is issued by the Kingdom of Saudi Arabia with the issuance of a long-awaited e-Mushaf (Qur'an).

Do not leave a single relative, friend or anyone you know without sending this e-Mushaf (Qur'an) to him, as they have made great efforts in preparing it.
The entire Qur’an is with its interpretation..
The pages are turned by touching the screen from left to right.
*http://quran.ksu.edu.sa/m.php?l=ar =1_1*

Post it to be a stand for you and your parents
Voice + recitation + translation + interpretation

Forward it to all.
May Allah accept our good deeds and forgive our bad ones.

22/03/2024

সৌদিআরব -রিয়াদ ।
১৩ রমজান ১৪৪৫ হিঃ
২৩ মার্চ ২০২৪ ইং
সেহরি ৪ : ৩৬ & ইফতার ৬ :০৬

22/03/2024

সৌদিআরবে'গরম কাল আসার কথা ছিল এসেছে ↩️ শীত

21/03/2024

যোদ্ধা....
একজন বাবা - একজন স্বামী - একজন ভাই - একজন ছেলে !

Want your public figure to be the top-listed Public Figure in Riyadh?
Click here to claim your Sponsored Listing.

Videos (show all)

সৌদিআরব : বিভিন্ন স্থানে ফ্রি'তে ভ্যাক্সিন দিচ্ছে।
সৌদিআরব রিয়াদ বাথাহ"র পাশে বড় বিল্ডিংএর পিছনে ইশারা খাজ্জান কেসিও বিল্ডিংয়ের সাথে ৩মার্চ২০২৪ইং রবিবার সকাল ৪টার দিকে আগু...
ঈদ মিলাদুন্নবী((সঃ) পালন করা নিয়ে আলোচনা...
রিয়াদ দারাইয়া" বানিজ্য মেলা। বুকিং 📞 0566648124
সৌদিআরব : হজ্ব ২০২৩ইং প্রশাসনের নিরাপত্তা কর্মীদের একটি কুচকাওয়াজ।
মদিনা শরিফ...
শুভেচ্ছা...
জুমা'মোবারক..

Category

Telephone

Website

Address

Riyadh