Tarek Creation
অচেনা পাহাড়ের একলা ঘরে আমার দিন কেটে যাবে,অন্যের বিছানায় তোমার রাত কাটবে তো?💔
অতিরিক্ত কোন কিছুই ভালো না।
অতিরিক্ত কিছু করার আগে ভেবে চিন্তা করে করতে হয়ে।
অতিরিক্ত কিছু আপনার কপালে দুঃখ ছাড়া ভালো কিছু নিয়ে আসবে না।
মূর্খের কাছে সেই
ব্যক্তি ভালো, যে মূর্খের মত
কথা বলতে পারে। :(:
-হিউ লার্ভাস
একজন প্রবাসীর জীবনে থাকে বহু নির্ঘুম রাত। কাজে ছুটে চলা বাস-ট্রেনের ভোর, কাজে যাওয়ার তাড়া, মালিকের অসহ্য কুরুচিপূর্ণ ভাষা, ক্ষুধার্ত দুপুর, অবসন্ন বিকেল।
তারপর ক্লান্ত গোধূলিলগ্নে চোখ কপালে তোলা শুকিয়ে যাওয়া সাদা ঠোঁটের মলিন মুখ। রান্নার তাড়া, তারপর খিটখিট মেজাজ নিয়ে বাড়ীতে ফোনে কথা বলা, আর সবার মন রক্ষা করার মিথ্যে হাঁসির আড়ালে হৃদয়ক্ষরণ কৌশলের কাছে হার মানা !
আমাকে যখন কেউ জিজ্ঞেস করে পেট্রোল কেনার টাকা কই পাও।
লে আমি😎
যেই দেশে ৬ মারলে টিনের চালে বল পড়লে আউট, পুকুরে পড়লে লেংটা হয়ে নিজে বল আনতে হয়,,🥲
সেই দেশে বিগ হিটার জন্মাবে ক্যামন...?😕
ব্রিটিশরা ২০০শ বছর শা'স'ন কইরাও আমাগো ইংরেজি শিখাইতে পারে নাই। আর স্যারেরা ১ ঘন্টা ইংরেজি পড়ায়া কয়, 'বুঝছো? 🙂
যেসব টিমের আগে B ছিলো সব ভরা খাইসে! 💣
Brazil
BNP
Bangladesh
Barcelona 💣
আচ্ছা কোনোভাবে কি বাংলাদেশ ক্রিকেট দলকে ঢাকা এয়ারপোর্টের বদলে ব্রাহ্মণবাড়িয়া ল্যান্ডিং করানো যায় না?
~ সাকিব ভাই সরি! 🙂
ক্ষমতায় যেই আসুক আমার মাথাব্যথা নেই এতে। আমি খালি চাই যে আসবে সে দেশের ইসলামের নিয়মে দেশ চালাবে। দ্রব্য মূল্য মানুষ নাগালে রাখবে। সঠিক আইন ব্যবহার করবে আর কিছু না। আমরা শান্তি চাই আর কিছু না।
"কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা'য়
তাই বলে কি কুকুর কামড়ানো মানুষের শোভা পায়?"
বাণীতে - জায়েদ খান
নিজের চিৎকার নিজে গিলে ফেলার নাম হচ্ছে সহনশীলতা।
- নিজেকে নিজে ভালো রাখতে শেখো,
এই দুনিয়ায় আজকাল ঋতু পরিবর্তনের মত মানুষ বদলে যায়!🙂
রেজিস্ট্রির ফর্মে আরোও একটি ফর্ম থাকলে ভালো হতো যেখানে দুজনেই দুজনের বাবা মা এর দায়িত্ব নিতে বাধ্য থাকবে।
🌸❤
মানুষকে ঠকিয়ে জান্নাতের আশা করা বোকামি ছাড়া কিছু না।
Big problem🙃
কালো তু😅
যেখানে 'সময় টিভি'র সময়ই খারাপ যায়,সেখানে আমার কথা বাদই দিলাম!🙂
মানুষ হয়তে গেলে ঝামেলা
অমানুষের কোন দুঃখ থাকে না🙂
আমাদের কাপ দরকার নাই, সেমি ফাইনাল ও দরকার নাই,
শুধু ইন্ডিয়ার হারাতে পারলেই চলবে😅
ব্যর্থতা চিরকাল আঁকড়ে পারবে না একদিন ছেড়ে যাবেই🌸
নিজের যা চেহারা মানুষকে নক দিবো দূরে থাক, সব সময় ভয়ে থাকি কখন কে আনফ্রেন্ড করে দেয়!🥺
মা "চিংড়ি-মাছ" ভাজছিলো;
আমি কয়েকটা লুকিয়ে খেয়ে নিয়েছি!
এখন আমি আর মা মিলে "বিড়াল"-কে খুঁজতেছি!🙂
ইগো দিয়ে সম্পর্ক হয় না,সম্পর্কে বেহায়া হতে হয়🌸
তোমার যে অবস্থায় থাকো নামাজ বাদ দিও না,
কারন নামাজের মধ্যে রয়েছে শান্তি ও মুক্তির পথ🤲🕋📿
বুলেটের সামনে পাথর এ যেনো এক বদর।
আল্লাহু আকবর🙏
Our last hobe🙂💔
আপা আজকে ফুল প্যাকেটের পথে😅
ইসরায়েলের পতাকা ফেলে দিয়ে সেখানে ফিলিস্তিনের পতাকা লাগিয়ে আজান দেয়াত মত সুন্দর মুহুর্ত 🖤
আল্লাহু আকবর ❤️
সম্ভবত সৃষ্টিকর্তা যাকে দেয় তাকে মেধা, সৌন্দর্য, বন্ধুবান্ধব,টাকা পয়সা সব ঢেলে দেয়।
আমাদের আল আক্বসা 🖤
ছেলেদের মন খারাপ বলতে কিছু নেই,যা আছে তা হলো অভাব হয় টাকার, নয়তো ভালোবাসার।🖤
গ্রামে ভাতের মাড় বা ফেন খেলে আপনি অনেক গ'রীব।
আর ফাইভস্টার হোটেলে সেই জিনিসের নাম রাইস স্যুপ।
একবাটির দাম ৫০০/- টাকা। উরিই বাবা বড়লোক 🙂
তোমাকে যেনো কেউ ছেড়ে না যাই😊
ইহা একটা বালের কথা 😭
এই তো বেশ আছি 😀
না দেখেও কাছাকাছি💏
ছাত্রীকে পাত্রী বানিয়ে ফেলা শিক্ষকদের জানাই Happy Teacher's day.🤲
প্রিয় প্রাক্তনকে 'শিক্ষক দিবসের শুভেচ্ছা।'
উনি যা শিক্ষা দিয়েছেন এই জীবনে আমার আর শিক্ষার দরকার হবে না।☺
- 𝙃𝙖𝙥𝙥𝙮 𝘽𝙞𝙧𝙩𝙝𝙙𝙖𝙮 𝙢𝙖𝙨𝙝.🤍
𝘾𝙖𝙥𝙩𝙖𝙞𝙣 𝙈𝙖𝙨𝙧𝙖𝙛𝙚 𝘽𝙞𝙣 𝙈𝙤𝙧𝙩𝙖𝙯𝙖.🖤
বাংলার ক্রিকেটর অনুপ্রেরণা এবং ক্রিকেট যোদ্ধা 💪❤️
কিভাবে প্রতিপক্ষে'র সাথে লরে যেতে হয় শিখিয়েছেন.!! এবং আপনার কনফিডেন্স ছিল অসাধারণ, বাংলার ক্রিকেট টিমে অনেক এই আসবে যাবে কিন্তু (দ্বিতীয় ম্যাশ আর আসবে না 🇧🇩🖤)
ম্যাশ 🤍
অনুপ্রেরণা 🖤
ভালবাসার মানুষ ❤️
বাংলার টাইগার 🇧🇩🐅
এটা দেখার বাকি ছিলো😀
যাই হোক মিশন সাকসেস😎
প্রত্যেক সমস্যাই সাময়িক! আজকে না হয়, কালকে শেষ হয়ে যাবে; শুধু প্রয়োজন মহান আল্লাহ'র উপর বিশ্বাস রেখে, ধৈর্যধারণ করার!!🖤
Click here to claim your Sponsored Listing.
Category
Contact the public figure
Telephone
Website
Address
Riyadh
Riyadh
بكلاريوس هندس مدينه إدارة المشاريع الاحترافيه PMI-PMP أدارة المخاطر الاحترافيه PMI-RMP
Office: Mol78 Abo Tamimi (Riyadh)/Marina Beach (Jeddah)
Riyadh
MIDDLE EAST RIDERS..is NOT another teen group :P.. it is a full organization..MER have been created in 2005..in Riyadh city..it is about a crew of guyz..from Saudi Arabia.
Http://www. Al-jazirah. Com. Sa/writers/201177. Html
Riyadh
http://ar.wikiquote.org/wiki/ثريا_العريض http://www.alarabiya.net/programs/2010/04/17/1061
Riyadh
د. سلمان بن فهد العودة Www.islamtoday.net جوال (00966554250250) فاكس (00966